নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইদানিং টিভি একদমই দেখা হয় না ! বিশেষ করে পিসি আসার পর থেকে তো টিভি দেখার হার কমে গেছে । এখন যা দেখা হয় তা হল খবর ! সেটাও অনলাইনেই বেশি দেখা হয় । কিন্তু একটা সময় টিভি দেখার পোকা ছিলাম আমি । আরও আগে তো বিটিভি ছাড়া আর কোন টিভি ছিল না । তখনও সারাটা দিন এই টিভি দেখতাম । এমনও আছে সারা দিন টিভি দেখছি । তখন উল্লেখযোগ্য ছিল টিভিট বিজ্ঞাপন গুলো দেখা !
তখনকার সময় এতো হাই ডেফিনেশন ছিল না ! কিন্তু বিজ্ঞাপন গুলো দেখতে মজাই লাগতো ! এখনও অবশ্য ভাল ভাল কিছু বিজ্ঞাপন দেখা যায় । কিন্তু বেশির ভাগই কেমন দেখলে অসহ্য লাগে ।
পুরান দিনের কিছু বিজ্ঞাপন দেখা যাক !
Shine Pukur পুকুরের এই এড ট চমৎকার লাগতো
কোকাকোলা বাংলাদেশ
কোকাকোলা বাংলাদেশের আরেকটি
রেড কাউ মিল্ক এর এই এডটাও অনেক কিছু মনে করিয়ে দেয়
জুই নারিকেল তেল
ফিলিপস বাতির এই বিজ্ঞাপনের কথা কার না মনে আছে ! মাছের রাজা ইলিশ আর বাত্তির রাজা ফিলিপস !
গরু মার্কা ঢেউটিন
লাক্স
মেরিল ফ্রেস জেল
মেরিলের আরেকটি বিজ্ঞপন
অলিম্পিক ব্যাটারির আলো আলো
আযাদ পোডাক্টস
ঈগল মশার কয়েল
আমিন জুয়েলার্স
পায়ে পায়ে বাটা
লাইফবয়
এ্যাঙ্কর মিলপাউডার
হুইল সাবান
জনি প্রিন্ট শাড়ি
পাকিজা প্রিন্ট শাড়ি
পেপসি
এবার দেখা যাক অপেক্ষা কৃত নতুন কিছু বিজ্ঞাপন
একটেল জয়
সিটিসেল তুমি যেখানে আমি সেখানে
মোনালিসার এই এড টা দেখে মোনালিসার প্রেমে পড়েছিলাম ! মানুষ নাটক দেখার জন্য বসে থাকতো আমি বিজ্ঞাপন দেখার জন্য বসে থাকতাম !
গ্রামীন ফোনের এই বিজ্ঞাপন টিও মন কেড়েছিল বেশ ! কাছে থাকার আকুতি টা !
আমার পছন্দের কিছু বিজ্ঞাপন
বাংলাদেশ আর্মি
টেলিটক থ্রি জি
এয়ারটেল
সিলোন চা
সিলোন চায়ের আরেকটা
তোশিবা টিভি
রবি বাঁশ
বাংলালিংক
এয়ারটেল
এয়াটেলের আরেকটা
গ্রামীনফোন একটা ফোন দিবা?
গ্রামীনফোন থ্রিজি
ডেনিস কন্ড্রেস মিল্ক
আজকে আপাতত এই !
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !
২| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
পথহারা নাবিক বলেছেন: অনেক কষ্ট করছেন বুঝা গেছে!! ধন্যবাদ!
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !
৩| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৭
মোঃ আনারুল ইসলাম বলেছেন: তবে লেটেস জিপির মাসুম বাচ্চা বাইনা ধরেছে এটা দিতে পারতেন।।
১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: ঐ টা এখনও আমি দেখি নাই !
৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
C/O D!pu... বলেছেন: আগে বিদেশী টিভি সিরিজগুলোর আগে বা মাঝে যখন বিজ্ঞাপনগুলো দিত... তখনকার বিরক্তিগুলো কিন্তু এখন আর নেই... সেই দিনগুলো মনে পড়ে যায়...
দারুন পোস্ট...
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৮
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !
৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯
দিবা স্বপ্ন বলেছেন: অসাধারন পোস্ট। নস্টালজিয়া হয়ে গেলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪০
অপু তানভীর বলেছেন: আমিও তাই !
৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
নষ্ট কাক বলেছেন: এক এক করে সব গুলা দেখলাম !
ফিজাপের বিজ্ঞাপনটা অনেক কিছু মনে করিয়ে দিল
পোস্টে কইসসা ++++
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৮
অপু তানভীর বলেছেন: আমারও অনেক কিছু মনে করিয়ে দেয় !
থেঙ্কু !!
৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০২
দিবা স্বপ্ন বলেছেন: বাই দ্য ওয়ে, সিলোন চায়ের মডেল রাখিকে দেখলে মনটা যেন কেমন কেমন করে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১৯
অপু তানভীর বলেছেন: আমারও কেমন কেমন করে !!
৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:১৪
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাল লাগলো। আমাদের বাসার সেই সাদাকালো ১৪ ইঞ্চি টিভিতে রেড কাউ এর অ্যাড টা দেখতাম, টিনটাকে সাদা কালো দেখা যেত তখন।
আর আজকালের অ্যাডের নমুনা হিসেবে এই ফালতু অ্যাডটা দিতে পারেন।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৯
অপু তানভীর বলেছেন: তখনকার দিন গুলোতে আসলেই বিজ্ঞপন গুলো অন্য রকম লাগতো ! আমাদের ১৭" নিপ্পন টিভিতে দেখতাম !!
উপরের এড টা তো আগে দেখি নি !
৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:২৩
ইসতিয়াক অয়ন বলেছেন: পোস্ট প্রিয়তে ।
এই অ্যাডটা বোধহয় মিস করে গেছেনঃ
http://www.youtube.com/watch?v=SaCXB07Bo1Y
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৩
অপু তানভীর বলেছেন: হুম ! আসলেই চোখ এড়িয়ে গেছিল !
এড করে দিয়েছি !
ধন্যবাদ !
১০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০১
কান্ডারি অথর্ব বলেছেন:
কালেকশন অতীব চমৎকার
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
অপু তানভীর বলেছেন: আপনেরে থেঙ্কু !!
১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৪
শরৎ চৌধুরী বলেছেন: জোওশ।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
অপু তানভীর বলেছেন: থেঙ্কু !
১২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৭
অপু তানভীর বলেছেন: এইটা তো থিম ! বিজ্ঞাপন না !
১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩০
হাতীর ডিম বলেছেন:
আমার অনেক প্রিয় একটা টিভিসি
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: হুম ! চমৎকার !
১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ঘটনা হচ্ছে আমরা বিজ্ঞাপনে এক নাম্বার ছিলাম আছি থাকবো !
পুরোনো দিনের এই বিজ্ঞাপন গুলো কিছুদিন আগে এক রাতে আমি বেশ উপভোগ করে দেখেছি (যদিও খুঁজে খুঁজে দেখতে হয়েছে) ! সেই সময়ের টিভি দেখা (আহ) !!
এখনকার গুলাও খারাপ না !
একসাথে সব পাওয়া যাবে এই পোষ্টে !
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩০
অপু তানভীর বলেছেন: তখন টিভি চ্যানেল ছিল অল্প কয়েকটা কিন্তু টিভি দেখার লোক ছিল অনেক ! কিন্তু এখন টিভি চ্যানেল অনেক কিন্তু দেখার মানুষ কম !
তবে কিছু কিছু গুনি মানুষ তো সব সময় থাকে ! তাদের কাজ গুলো সব সময় মন ছুয়ে যায়ই !!
১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৭
ভালোর দলে বলেছেন: প্রিয়তে নিলাম।
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫
ইখতামিন বলেছেন:
বিজ্ঞাপনের মেগা পোস্টে এইটা কেনো বাদ দিলেন?
প্রিয়তে
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩২
অপু তানভীর বলেছেন: এইডা কিন্তু খারাপ না । আমার কাছে তো বেশ ভাল লাগে !
১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭
ইখতামিন বলেছেন:
এইটাও এড করতে পারেন
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪
অপু তানভীর বলেছেন:
১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯
সাদমান সাদিক বলেছেন: চমৎকার
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন:
১৯| ১৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১০
এম মশিউর বলেছেন: @ইখতামিন
সেইরকম বুয়া!
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
অপু তানভীর বলেছেন:
২০| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
কবিরাজমশাই বলেছেন: পোষ্ট প্রিয়তে।
সময় করে দেখে নিবো।
ভালো লাগলো অনেক কষ্ট করেছেন।
নস্টালজিক করে দিলেন।
আপনার গল্প কেমন জানি খুব ভালো লাগে।
কাল গল্প পাবো ত..?
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০১
অপু তানভীর বলেছেন: পোষ্ট তৈরির সময় আমি নিজেও নস্টালজিক হয়ে গিয়েছিলাম !
আর গল্প ? কাল কেন আমি এখনই গল্প দিতে পারি ! কিন্তু এতো ঘন ঘন পোষ্ট দিলে মানুষ বিরক্ত হয় তাই একটু বিরতি নিয়ে দেই ! কালকে গল্প দিব !
ধন্যবাদ !
২১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৭
জেরিফ বলেছেন: হুম সুন্দর সুন্দর !!
আন্নেরে আঈ ভালা পায়
১৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: আন্নেরে থেঙ্কু
২২| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: জুই নারিকেল তেলের তাহসান আর মিথিলার ঐ এডটা দিতে পারতেন , সেই রকম একটি এড । এক এড দেখেই মিথিলার প্রেমে পড়া সম্ভব ।
সূর্য ডাকে আমার রোদে চুল শুকাতে আসো না :#> :#>
সিলন চা এর এড গুলাও অস্থির হয় , দুইটা বেরিয়েছে দুইটাই চমৎকার ।
আর পুরনো দিনের এড গুলার মধ্যে আমিন জুয়েলার্স,একটেল(রবি)জয় এর এড বেশী ভাল্লাগতো ।
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৬
অপু তানভীর বলেছেন: মিথিলা !!
হুম ঐ এডটা চমৎকার ছিল !
আর সিলল চায়ের এড গুলা আসলেই অনে চমৎকার ! আমি তো প্রথম এডটা নিয়ে একটা গল্প পর্যন্ত লিখে ফেলেছি !!
২৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০০
বটবৃক্ষ~ বলেছেন:
সুন্দর হয়ছে!!
প্রিয় এড গুলো বেশির ভাগই কমন পরেছে!!
তবে এয়ারটেলের পুরনো ঐ এড টায় স্পরশিয়াকে কামের মাইয়ার লাহান লাগদাসে!!
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৭
অপু তানভীর বলেছেন: তাই নাকি ?
আমার ঐ টাতেই ওকে সব থেকে সুন্দর লাগছে !
আহা ! স্পর্শিয়া !! :#> :#>
২৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬
নিয়েল হিমু বলেছেন: দারুন
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৫
অপু তানভীর বলেছেন:
২৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৫১
কয়েস সামী বলেছেন: প্রিয়তে!
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৫
অপু তানভীর বলেছেন:
২৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
নাজিম-উদ-দৌলা বলেছেন: আহা! ফিলিপ্স বাতির সেই অ্যাড এর তুলনা চলেনা!
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৬
অপু তানভীর বলেছেন: আসলেই কোন তুলনা চলে না !
২৭| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৮
আমি তুমি আমরা বলেছেন: মোবাইল কোম্পানিগুলা আসার পর এদেশের বিজ্ঞাপনে মোটামুটি একটা বিপ্লব ঘটছে।
২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯
অপু তানভীর বলেছেন: বিপ্লব এনেছে সত্য কথা ! কিছু কিছু ভাল বিজ্ঞাপন মোবাইল কোম্পানী গুলো বানিয়েছে কিন্তু বাদ বাকি গুলো পুরাই ফাউল বানায়েছে !!
২৮| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৮
toysarwar বলেছেন: এগুলোর প্রতিটাই এত মমতায় ভরা! ধন্যবাদ।
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকেও !
২৯| ২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
শাকিল ১৭০৫ বলেছেন: কালেকশন আপনার খারাপ না , অপু ভাই
২০ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪
অপু তানভীর বলেছেন: হুম ! তোমারও পছন্দের কিছু আছে নাকি ?
থাকলে কও এড কইরা দেই !
৩০| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০২
প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট! সোজা প্রিয়তে।
২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: আরে আপনি ছিলেন কোথায় এতোদিন ?
কোনখোজ খবর নাই কেন ?
৩১| ২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৮
ক্ষুদ্র খাদেম বলেছেন: জটিল পোস্ট
সোজা প্রিয়র খোঁয়াড়ে
২২ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৮
অপু তানভীর বলেছেন:
৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৭
In2the Dark বলেছেন: আর আপন জুয়েলার্স এর এড টা
অটঃ আমার কাছে একটা এড অনেক ভাল লাগছিল, ডেইরিমিল্কের। "কিতনা মাজা আয়েরে, দুনিয়া ডেইরি মিল্ককি বানজায়ে" এইটা। সম্ভবত পাকিস্তানি এড।
ইউটউবে অনেক খুজছি পাইনাই। এডটা ছোট কালে দেইখা অনেক মজা পাইতাম
কেউ দেখে থাকলে জানাইয়েন।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪
অপু তানভীর বলেছেন: আমি দেখি নাই
©somewhere in net ltd.
১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪১
রাঘব বোয়াল বলেছেন: অনেক ভাল লাগল