নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

একজন পুলিশ, একজন সিএনজিওয়ালা এবং একজন আমি ! :)

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

টিউশনী থেকে বাসায় আসতেছি । আজকে কোন কারনে পাবলিক বাসের সংখ্যা কম ! দেখলাম কাটাবন সিগনালের কাছে আমার মত অনেকেই দাড়িয়ে । কিছুক্ষন পরপর একটা করে বাস আসছে একেবারে ভর্তি হয়ে । কয়েকজন চেষ্টা করে উঠতে পারছে বাকি যারা আমার মত একটু বোকা এবং একটু আরাম প্রিয় তারা ভিড় দেখে বাসে উঠার চেষ্টাই করছে না ! আশায় আছি নিশ্চই এর পরের বাস টা ফাঁকা হয়ে আসবে ।

আমি যেখানে দাড়িয়ে ছিলাম সেখানে তিনজন পুলিশ দাড়িয়ে ছিল ! প্রায়ই এখানে পুলিশ দাড়িয়ে গাড়ির কাগজ পত্র চেক করে ! কদিন আগে দেখছিলাম এক বাইক ধরেছে কাগজ ছাড়া ! আজকেও সেই লোকটাকেই দেখলাম ! তিনজনের ভিতরে দুজন সিপাহী টাইপের একজন মনে হয় আরেকটু উপরের র‌্যাঙ্কের ! উনি চশমা পরা । দাড়িয়ে থাকার মাঝেই দেখলাম একটা কাভার্ট ভ্যান কে দাড় করালো একটু পরে আবার ছেড়েও দিল !

যাই হোক আমার সামনেই তিন ভদ্রলোক টাইপের লোক দাড়িয়ে ছিল ! উনারাও আমার মতই ভিড় দেখে বাসে উঠতে ছিলেন না মন হয় ! একটু পরে একটা সিএনজি দেখে ডাক দিলেন !

সিএনজিটা থামলো !

ঠিক কোথায় যাবে আমি ঠিক শুনতে পেলাম না । মনে হল বেশ ভাল টাকা চেয়েছে সিএনজি ওয়ালা ! কারন লোকটাকে একটু হতাশ দেখলাম ! সিএনজি চলেই যাচ্ছিল এমন সময় সেই চশমা পড়া চিকন মত পুলিশটা সিএনজি টাকে দাড় করালো ! তারপর সেই ভদ্রলোক বলল

-কত বলেছে ?

-চারশ টাকা ?

-চারশ টাকা ?

সিএনজির ওয়ালার দিকে তাকিয়ে বলল

-এখান থেকে ভাড়া চারশ টাকা ?

সিএনজিওয়ালা কথা কয় না ! চশমা পরা পুলিশ বলল

-কাগজ বের কর !

-স্যার আমি দেরি হয়ে যাচ্ছে ! আমার একটু তাড়া আছে ?

-তাড়া আছে তা সিএনজি ব্রেক কেন করলা ? চারশ টাকা ভাড়াই কেন চাইলা ?

সিনজিওয়ালা কোন কথা কয় না !

-কাগজ বের কর !

-স্যার !

পুলিশ ধমকে উঠলো!

-কাগজ বের করতে বলেছি !



আমরা কয়েকজন দাড়িয়ে দেখছি !

পুলিশ বলল

-দুইশ টাকার ভাড়া চারশ টাকা নিবা ! দাড়াও !

কাগজ ঠিক ছিল না ! পুলিশ কেস লিখে দিল !

এক সময় সিএনজজিওয়ালা বলল

-গরীবের উপর এই রকম জুলুম করলেন ?

পুলিশ বলল

-জুলুম ? তুমি ২০০ টাকার ভাড়া ৪০০ টাকা নিবা সেইটা জুলুম না ? আর আমি তোমার কাগজ নাই তোমার কেইস দিলেই আমি জুলুম করলাম ? তোমারে ছাইড়া দিলে আমি ভাল মানুষ আর না ছাড়লে আমি খারাপ !

কাগজ হাতে ধরিয়ে বলল

-যাও বিদায় হও !

-স্যার ভাড়াটা নিয়া যাই !

-কোন ভাড়া নাই এখানে । যা ভাগো !



আমি পুরোটা দাড়িয়ে দেখলাম । মন ভাল হয়ে গেল ! দেখলাম পুলিশ তারপর ঐ লোক গুলোর কাছে গেল ! লোক গুলোই পুলিশের সাথে পরিচিত হল ! তারপর টুকটাপ কথা শুরু করে দিল !



আমার কাছে ব্যাপারটা বেশ ভাল লাগলো ! মনে মনে পুলিশ কে একটা ধন্যবাদ দিলাম !

হয়তো অনেকেই আমার সাথে একমত হবেন না তবে আমি এই টা বিশ্বাস করি এবং এটাই চাই যে কুকুরের সাথে ঠিক কুকুরের মতই আচরন করা উচিৎ ! যে যেমন কাজ করবে ঠিক তেমনই তার প্রতিদান হওয়া উচিৎ !

মন্তব্য ৩২ টি রেটিং +০/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০১

আহমেদ নিশো বলেছেন: যে যেমন কাজ করবে ঠিক তেমনই তার প্রতিদান হওয়া উচিৎ

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: আসলেই তাই !
:):)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৩

শাকিল ১৭০৫ বলেছেন: এসব ঘটনা সবসময় ঘটেনা অপু ভাই

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: বেশিভাগ সময় ঘটে না । শাহবাগে পিজির সামনে কত দেখেছি যাত্রী গুলো সিএনজি কে রাজি করাতে না পেরে পুলিশ কাছে পর্যন্ত গেছে কিন্তু তারা গা করে নি !
এই জন্য আজকে এটা দেখে বেশ ভাল লাগলো ! :)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

নিয়ামুল ইসলাম বলেছেন: সব পুলিশ একরকম হলে আজ আমি আপনি ভালো থাকতে পারতাম না।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: কেন ? এই কথা কেন বলছেন ?

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৮

মদন বলেছেন: ভালো লাগলো...

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: :):):)

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৬

পাঠক১৯৭১ বলেছেন: আপনি রাস্তায় বের হলে সেদিন কিছু একটা ঘটে! রাস্তায় যাওয়া বন্ধ করেন!

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: আপনে কেমনে জানলেন ?

বাহ বাহ ! আপনার তো অনেক বুদ্ধি ! ;)

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:০৭

প্রবাসী পাঠক বলেছেন: বাংলাদেশের পুলিশ অধিকাংশ সময়ই তাঁদের নেতিবাচক কর্মকাণ্ডের জন্য আলোচিত হয়। সকল নেতিবাচক কর্মকাণ্ডের ভিতর যখন তাঁদের ভাল কোন কাজ চোখে পরে তখন সত্যিকার অর্থেই তাঁদের জন্য শ্রদ্ধা জাগ্রত হয়।

আশাকরি একদিন বাংলাদেশের সকল পুলিশ নেতিবাচক কর্মকাণ্ড থেকে বেড়িয়ে জনগণের বন্ধু হিসাবে পাশে থাকবে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৪

অপু তানভীর বলেছেন: কথা ঠিক বলেছেন ! আমাদের দেশের পুলিশের ইমেজটাই এমন ভাবে তৈরি হয়েছে । যার অধিকাংশ ক্ষেত্রেই মনে হয় সঠিক !!


আমাদএর সবারই এই রকম আশা ! :):)

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:২৯

বেঈমান আমি. বলেছেন: :(

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০০

অপু তানভীর বলেছেন: কিতা হইলো গো ভাই ! এমুন ইমো কেনু দেন ?

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:০৪

বেঈমান আমি. বলেছেন: :( :( :( :( :( X(

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮

অপু তানভীর বলেছেন: B:-) B:-) B:-) B:-) B:-) :-* :-* :-/

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৩১

হাতীর ডিম বলেছেন: এরকম সিচুয়েশনে আমিও
পরছিলাম ভাই। আমিও
মনে মনে ধন্যবাদ দিছিলাম।
এখন আফসোস হয়। মনে হয়,
সামনে গিয়ে চায়ের অফার
করা উচিৎ ছিল।
তাইলে হয়তো আগামীতে এরকম
কাজ কিরতে উতসাহী হবেন।

২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:৪৯

অপু তানভীর বলেছেন: আসলেই । পুলিশ মামাকে একটা ধন্যবাদ দিলেই লোকটা আরও উৎসাহ পাবে ভাল কাজ করার জন্য !

:):)

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৩৬

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: এখনও কিছু ভাল মানুষ পুলিশে আছে যাদের কারণে পুলিশের উপর মানুষের বিস্বাস এখনও আছে।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

অপু তানভীর বলেছেন: তবে আমার কেন জানি মনে হয় ভাল পুলিশের সংখ্যাই বেশি ! কিন্তু খারাপ ঘটনা গুলোই আমাদের সামনে বেশি করে আসে । আর জানেনই তো মানুষ মানুষের দোষ গুলো নিয়ে বেশি আলোচনা করতে বেশি ভালবাসে !!

ধন্যবাদ !

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৮:০০

মে ঘ দূ ত বলেছেন: এই রকম ভালো খবর সবার সাথে শেয়ার করতেও ভালো লাগে। পুলিশ ভদ্রলোককে আমাদের তরফ থেকেও ধন্যবাদ।

খারাপকে খারাপ আর ভালোকে ভালোর মাপকাঠিতে বিচার না করতে পারলে আমরা জনগণ পুলিশের উপর আর পুলিশ জনগণের উপর বিশ্রদ্ধ হয়ে পড়বে। তাই ভালো কিছু অবশ্যই প্রশংসার দৃষ্টিতে দেখা উচিত।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: এটাই সত্য ! চমৎকার একটা কথা বলেছেন !

খারাপকে খারাপ আর ভালোকে ভালোর মাপকাঠিতে বিচার করা !

ধন্যবাদ ! :)

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

হাসান কালবৈশাখী বলেছেন:
পুলিশ মামাকে ধন্যবাদ।

ইদানিং পুলিশ পেশাদারিত্বের পরিচয় দিতে পারছে, যা ২০০৭ থেকেই সুরু হয়েছে।
আমি বিনা ঘুশেই জেনুইন কাগজ দেখিয়ে একটি গাড়ী থানা থেকে ছাড়িয়ে এনেছিলাম। পুলিশ ভাল সহযোগিতা করেছিল।

দাঙ্গা দমনেও দেশের পুলিশ পৃথিবীর যে কোন দেশের পুলিশের চেয়ে বেশী এফিশিয়েন্ট।
৫ই মে 'হেফাজত দমন'।
পুলিশী ইতিহাসে এটাই সবচেয়ে সার্থক সফল অপারেশন,
বিশ্ব 'মব কন্ট্রল' ইতিহাসেও এটি সফল মাইল ফলক হিসাবে থাকবে,
দু লক্ষ মারমুখি অবরোধকারিদের প্রায় বিনা রক্তপাতে, সাঊন্ড গ্রেনেড, রাবার গুলি প্রভৃতি নন লেদাল ওয়েপন ইউজ করে মাত্র ১০ মিনিটে সরিয়ে দিয়ে .. সবকিছুর নিয়ন্ত্রনে নিয়ে নিয়ে পরিস্থিতি সম্পর্ন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।

যেটা মিশরও পারেনি, মিশরে এরচেয়ে কমসংখক ব্রাদারহুড সমর্থকদের তাড়াতে পুলিশ ও আর্মি প্রায় একহাজার মানুষ হত্যা করে, এরপরেও দমন করতে পারেনি।

হেফাজত ও সম্প্রতি বিম্পি জামাতের সরকার পতন আন্দলনের নামে সহিংসতা দমনের পর হাসিনার পুলিশ বাহিনী এখন বিপুল মনবলের অধিকারি।
জামাত-বিএনপির যে কোন বড় মানব আন্দোলন দমন করা তাদের কাছে কোন ব্যাপার না।

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৯

অপু তানভীর বলেছেন: পুলিশ কে ধন্যবাদ !!

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৪

হেডস্যার বলেছেন:
বাহ !! :)

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

অপু তানভীর বলেছেন: :):):)

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

পৃথিবীর আলো বলেছেন: পুলিশের কাজ পুলিশ করেছে, লাঠি মেরেছে পাছায়
তাই বলে কি পুলিশেরে ধন্যবাদ মানুষের শোভা পায়???

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

অপু তানভীর বলেছেন: শোভা পায় না ? :-/ :-/ :-/

১৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৯

জমীশরী বলেছেন: arokom valo police Bangladesh a 1tai acha mona hoy.

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৩

অপু তানভীর বলেছেন: জি ! আরোকম ভাল পুলিশ বাংলাদেশে ১তাই আছা মোনা হয় !!



আপনার অনুসিন্ধান্ত এবং মুরাদ-টাকলা মূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ ! ;);)

১৬| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

পদ্মা_েমঘনা বলেছেন: আপনাকে ধন্যবাদ ঘটনাটা শেয়ার করার জন্য।প্রত্যেকের ভাল কাজের প্রশংসা করা উচিত।

হেপাটাইটিস রোগী সবকিছু হলুদ দেখে।উপরের একটা দালালের মন্তব্য দেখে কথাটা মনে পড়ে গেল।কোন রকম প্রাসঙ্গীকতা ছাড়াই যেরকম অযাচিত ভাবে বিম্পি জামাত, হেফাজত টেনে নিয়ে এসেছে তাতে বলতেই হয় এই দালালের দালাল জীবন সার্থক!

এর মন্তব্যের সূত্র ধরেই বলি গতকয়েকদিনে টেষ্ট নিয়ে ইন্ডিয়ার বাড়াবাড়িতে ঝড় বয়ে গেলেও একে কোথাও দেখি নাই! X( X( X(

২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !! আসলেই সকল ভাল কাজের প্রশংসা করা উচিৎ !
:):):)



আর ঐ কথা নাই বা বলি ! বলে কোন লাভ আছে কি ! বলেন আছে কোন লাভ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.