নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জুটিদের জন্য ভালবাসা দিবসকে কেন্দ্র করে কত না প্রস্তুতি কিন্তু বোধ করি এই দিনটি সকল অবিবাহিত একক বা সিঙ্গেল পুলা মাইয়া বিশেষ করে পুলাদের জন্য অতি শোক, দুঃখ জিংবা হাহাকারের একটি দিন । তারপর আমার মত কেউ যদি ফ্রেন্ডলিষ্টে থাকে তাহলে ভালবাসা দিবসে এই নিষ্ঠুর পৃথিবীকে আরো বেশি নিষ্ঠুর মনে হয় ! মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাই যেদিকে চোখ যায় !
না, আসুন আর দুরে কোথায় যেতে হবে না ! এই ভালবাসা দিবসে সিঙ্গেল পোলারা ঠিক কি কি করে নিজেদের কে শান্তনা দিতে পারে দেখে নেওয়া যাক !
যেহেতু এই লেখা যারা পড়বেন তারা সবাই অলনাইনের লোক তাই আসুন দেখে নেওয়া যাক অলাইনে কি কি করা যায় ?
প্রথমেই আসা যাক ভালবাসা দিবসে সিঙ্গেল পোলাপাইন দের ফেসবুক স্টাটাস কি হবে পারে
স্টাটাস একঃ
ভালবাসার চেয়ে মুরগি পোষা ভাল !
স্টাটাস দুইঃ
আজকে সারা দিন ঘুমাবো ! এই রকম শান্তির ঘুম আর কোন দিতে পারবো কি না জানি না !
স্টাটাস তিনঃ
আজকে সারাটা দিন বন্ধুদের সাথে কাটালাম !
থেঙ্কু উই গাইজ ! তোরা না থাকলে দিন টা এতো সুন্দর ভাবে কাটতো না !
স্টাটাস চারঃ
বাসায় আসছি রিক্সায় করে ! আমার ঠিক পাশের রিক্সায় এক কাপল বসে ছিল ! বসে ছিল বললে ভুল হবে । মেয়েটা ছেলেটা ঝাড়ি দিচ্ছিল আর ছেলেটা শুনছলি ! ছেলেটার মুখ টা দেখার মত । ভাগ্য ভাল যে আমার এই রকম ঝাড়ি শুনতে হয় না ! আমি একটা মেয়ের কাছ থেকে এই রকম ঝাড়ি শোনার কথা আমি চিন্তাই করতে পারি না !
স্টাটাস পাঁচঃ
বাসায় ফেরার পথে ভাবলাম একটা গোলাপ ফুল কিনি ! গোলাপ আমার বেশ পছন্দের একটা ফুল ! ঢাকা শহরে তো ফুল পাওয়াই যায় না ! ঝিগাতলার এক দোকানে ফুল কিনতে গেলাম !
মাঝারি সাইজের একটা ফুলের দাম ১০০ টাকা !
মাই গড !
১০০ টাকা কি গাছে ধরে নাকি ?
ভাগ্য ভাল আমার কেউ নেই ! তাহলে তার জন্য এই দিনে ফুল কিনতেই আমি ফকির হয়ে গেলাম !
স্টাটাস ছয়ঃ
টিএসসি তে গিয়েছি আড্ডা দিতে ! এতো ভিড় ! এরই মাঝে দেখলাম এক মজার দৃশ্য ! একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে এসেছে ! হঠাৎ ছেলেটার হাত ছুটে গেল মেয়েটার হাত থেকে ! আর যাবা কোথায় ?
মেয়েটা রাগি কন্ঠে বলল
-এই তুমি আমার হাত ছেড়ে দিলে কেন ?
-কই ! ইচ্ছে করে তো ছাড়ি নি ! ছুটে গেছে !
-তাই না ? বল যে কোন মেয়ের দিকে তাকাতে গিয়ে আমার হাত ছেড়ে দিয়েছ ?
-আরে কি বল এই সব !
-তোমাকে আমি চিনি না বুঝি ! তুমি একটা ...।
মেয়েটা কি যেন বলল আমি ঠিক আর শুনতে পেলাম না ! মনে মনে হাসলাম কেবল !
স্টাটাস সাতঃ
গার্লফ্রেন্ড/ বয়ফ্রেন্ড না থাকার সুবিধাঃ
১. আপনি রাস্তায় যাওয়ার সময় যার-তার দিকে সরাসরি কিংবা আড় চোখে তাকাতে পারবেন ! কেউ বাধা দিতে আসবে না !
২. অলনাইনে যার-তার সাথে লুলামী করতে পারবেন !
৩. স্টাটাস দেওয়ার আপানাকে খুব বেশি কিছু ভাবতে হবে না ! যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েষ্ঠ পাঠাতে হবে কোন সমস্যা হবে না ! রাত জেগে কে কারও সাথে চ্যাটিং করতে পারবেন !
৪. বিশেষ বিশেষ দিন ভুলে গেলেও কোন সমস্যা নেই !
৫. ভ্যালেনটাইন, নিউ ইয়ার মত দিনে কোন তাড়াহুড়া নেই ! পকেট থেকে বাড়তি খরচ হবে না !
৬. মোবাইল বিল কম হবে !
৭. রাত জেগে কথা বলার ঝামেলা নেই ! শান্তিতে ঘুম দিতে পারবেন !
স্টাটাস আটঃ
উফ ! দম ফেলার সময় নাই ! ১৭ তারিখ থেকে সেমিস্টার ফাইলাম ! ফালতু কাজের জন্য সময় কোথায় ?
স্টাটাস নয়ঃ
সিঙ্গেল লাইফ ইজ দ্যা বেস্ট লাইফ !
স্টাটাস দশঃ
কাপল দেখে কেউ করিসনে ভয়, নেক্সট ভ্যালেনটাইন্স ডে'র আগেই বেশিরভাগ কাপলের ব্রেকআপ এর ডেট আসে
ফেসবুক প্রোফাইল পিকচার কিংবা কাভার ফটো কি দেবেন
এক
দুই
তিন
চার
পাঁচ
ছয়
সাত
আট
> এর পর ব্লগে কিংবা ফেসবুকে কোন সাম্প্রতিক বিষয় নিয়ে কোন জ্বালাময় পোষ্টা দেওয়া যেতে পারে ! সব থেকে ভাল যদি ক্যাচাল বাধানো কোন পোষ্ট আছে ! এমন ভাবে দিন পার করতে হবে যেন মনেই না থাকে আজকে কি দিন !
> অথবা ব্লগ পোষ্ট ডিতে পারেন আপনার বন্ধু/বান্ধবী তাদের জিএফ/বিএফ এর সাথে কি রকম মানবেতর জীবন যাপন করছে !
> আরেকটা কাজ অবশ্য বদ সিঙ্গেল পুলাপাইন করতে পারে ! এখনও সময় আছে । পছন্দের একটা মেয়ের নাম ঠিক করে সেই নামে একটা ফেইক আইডি খুলে ফেলা যায় ! তারপর সেটা দিয়ে নিজের সাথে "ইন এ রিলেশনভেড়া" এ যাওয়া যায় !
নিজের মনে যাই হোক, মানুষ তো দেখবে যে আপনি ইন এ রিলেশনশীপে চলে গেছেন ! এবং অন্যান্য সিঙ্গেলরা আপনাকে দেখে ঈর্ষা বোধ করবে !
> এই ১৪ তারিখে কোন লেখক বই বের করতে পারে, যার নামগুলো হবে
১. গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড ছাড়া ভাল থাকার ১০১ টি কারন !
২. যে কারনে আপনি আপনার রিলেশানশীপ স্টাটাস সিঙ্গেল রাখবেন !
৩. ভালবাসা সে তো এক পেইনের নাম !
৪. তোমার সাথে না দেখা হলেই ভাল হত !
৫. সিঙ্গেল ছিলাম ভাল ছিলাম !
৬. আমার সিঙ্গেল বেলা !
৭. আপনার জিএফ/বিএফ কে না বলুন !
এইসব কাজ যদি না করতে ইচ্ছে হয় তাহলে নিচের কাজ গুলো করা যেত পারে !
১. এই দিনে ঘর থেকে একদম বের হওয়া যাবে না ! নিজের ঘরের ভিতরেই বসে থাকুন ! ঘর থেকে বের হলেই হাজারও কাপলের সাথে আপনার দেখা হবে । যতই আটকানো কিংবা লুকাতে চান না কেন বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়েই আসবে !
২. আপনার পছন্দ করেন এমন কারো সাথে দেখা হয়ে যেতে পারে এমন সব জায়গা এড়িয়ে চলুন ! যদি আপনি বের হয়েছে এবং দেখলেন সেই পছন্দের মানুষটি তার পছন্দের মানুষের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই শোকের ঠেকার শক্তি আপনার মাঝে না থাকতেও পারেন !
৩. অনলাইনে না আসাই ভাল ! তবে অনলাইনে যার যায় উপর ক্রাস খেয়েছেন এবং যারা যারা নিজেদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ডকে নিয়ে লাটুপুট স্টাটাস দেয় তাদের একদিনের জন্য ব্লক মেরে দিন !
৪. এই দিনে ভালবাসা নাটক দেখা থেকে বিরত থাকুন ! এই দিনে ভালবাসা নাটক বুকে ভালবাসা সৃষ্টি করবে না কেবল হাহাকারই বয়ে আনবে ! সব চেয়ে ভাল হয় যদি খেলা দেখে কাটিয়ে দেন কিংবা কোন একশান মুভি দেখতে পারেন ! ভুতের মুভি হলে আরো ভাল হয় !
৫. ব্লগ কিংবা ফেসবুকে ভালবাসা গল্প কিংবা কবিতা গুলো এই দিনে এড়িয়ে চলুন !
আরও কি কি করা যেতে পারে কিংবা কি কি হতে পারে ?
> ফেসবুকে ইভেন্ট খোলা যেতে পারে ! (আমি যতদুর জানি খোলা হয়েছে)
> বিভিন্ন ডেটিং স্পট ঘেরাও কর্মসূচি করা যেতে পারে !
> এই দিনে সকাল সন্ধ্যা হরতাল ডাকা যেতে পারে ! অথবা সারা দেশ ব্যাপি বিক্ষোভ এবং অবরোধ কর্মসূচি দেওয়া যেতে পারে !
> এই দিন টিকে আন্তর্জাতিক শোক/কালো দিবস হিসাবে ঘোষনা করা যেতে পারে !
> সকল সিঙ্গেল দের নিয়া আন্দোলনের ডাক দেওয়া যেতে পারে !
কয়েক টি শ্লোগান এই দিন টিকে ঘিরে !
দুনিয়ার সিঙ্গেল
এক হও, এক হও
কাপল দের জোড়া হাত !
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও !
সিঙ্গেল আর থাকবো না !
হাহাকারে বুক বাঁধবো না !
জিএফ জিএফ জিএফ চাই
জিএফ নিয়ে বাঁচতে চাই !
> এখান থেকেই নতুন একটি রাজনৈতিক গঠিত হতে পারে ! নামটা হবে "নিখিল বাংলাদেশ সিঙ্গেল পার্টি" !
> বারেক ওবামা কাছে পিটিশন সাবমিট করা যেতে পারে ।
> আলোচনা সভা এবং বিতর্ক, রচনা প্রতিযোগিতা করা যেতে পারে !
> সিঙ্গেলদের জন্য সরকারের আলাদা মন্ত্রনালয় গঠনের দাবী জানাননো যেতে পারে !
> সরকার কাছে দাবী জানানো যেতে পারে বিদেশে যেমন বেকার ভাতা দেওয়া হয় তেমনি এই দেশে সিঙ্গেল ভাতার চালু করার জন্য !
> প্রত্যেক সিঙ্গেলের জন্য বাসে আসন বরাদ্ধের দাবি জানানো যেতে পারে !
> প্রত্যেক রেস্টুরেন্ট ফাষ্টফুডের দোকান গুলোতে সিঙ্গেল দের জন্য বিশেষ ছাড়ের জন্য দাবি জানানো যেতে পারে ! এবং কাপল দের উপর কাপল ট্যাক্স আরোপের দাবি জানানো যেতে পারে !
আপাতত আমার মাথায় আর কিছু আসছে না ! আপনাদের মাথায় আর কিছু আসলে বলতে পারেন !
বিঃদ্রঃ
আগামী ১৪ তারিখে ব্লগারদের প্রথম ভালবাসার অভিজ্ঞতার কথা নিয়ে একটা পোষ্ট দেওয়ার ইচ্ছা আছে ! আপনি যদি চান আপনার অভিজ্ঞতাটা সবাই জানুক তাহলে এখানে ছোট্ট করে লিখে পাঠান !
সবাই কে অগ্রিম ভালবাসা দিবসের শুভেচ্ছা !
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪২
অপু তানভীর বলেছেন: আমার কোন অবস্থানের কথা জানতে চাইছেন ?
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
একজন ঘূণপোকা বলেছেন: সেই
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: এই !
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬
একজন ঘূণপোকা বলেছেন: এক্কেরে সেইরাম
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
অপু তানভীর বলেছেন:
ইয়ে আপনে সিঙ্গেল না মিঙ্গেল ?
৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৪৬
মুশাসি বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন:
৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
হাতীর ডিম বলেছেন: অপু ভাই ভুলে যাবেন না, "আপনিও কোনদিন সিঙ্গেল ছিলেন।"
সেই দিনগুলোর কথা মনে করে হলেও আমাদের দিকে সহানুভূতি দেখি আপনার বাবু বাবু পোষ্ট বন্ধ করুন।
কাপলদের কাল হাত
ভেঙ্গে দাও গুড়িয়ে দাও।।
কাপলদের চামড়া
তুলে নেব আমরা।।
ক তে কাপল
তুই অভাগা
তুই অভাগা
প্রেমের প্যাড়া নিপাত যাক
সিঙ্গেল মানুষ মুক্তিপাক।।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: প্রেমের প্যাড়া নিপাত যাক
সিঙ্গেল মানুষ মুক্তিপাক।।
৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২
লিংকন১১৫ বলেছেন: ইয়ে মানে একটু বেশি লিখে ফেল্লেন কিনা
আমি আবার ইয়ে মানে , ইয়ে মানে .....................করি কিনা
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: ইয়ে মানে আপনে কি কিনা ?
৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
বেকার সব ০০৭ বলেছেন: দিল্লি কা লাড্ডু খাইলেও যন্ত্রণা, না খাইলেও যন্ত্রণা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন: তা অবশ্য সত্য কথা
৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪০
একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন:
ইয়ে আপনে সিঙ্গেল না মিঙ্গেল ?
টানজিশন পিরিয়ড চলছে।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮
অপু তানভীর বলেছেন: মানে হাফ মিঙ্গেল
৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন:
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন:
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
একজন ঘূণপোকা বলেছেন:
নাহ, ঝগড়া চলছে
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:১১
অপু তানভীর বলেছেন: বাহ বাহ ! চমৎকার !!
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৩
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
"দুই চক্ষু যেই দিয়ে চায়, চইলা যামু" -টাইপের ইমো হইবে!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
অপু তানভীর বলেছেন:
১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৩১
একলা ফড়িং বলেছেন: ছুটির দিন আছে, দুপুর পর্যন্ত ঘুম দিব। তারপর বাকি দিন টিভি আর নেট! রাতে ক্লোজ আপ ওয়ানের নাটক সাথে ব্লগ আর ফেসবুকে কে কি করলো তাই দেখব
শান্তি আর শান্তি!!
হাতীর ডিম বলেছেন:
কাপলদের চামড়া
তুলে নেব আমরা।।
ক তে কাপল
তুই অভাগা
তুই অভাগা
প্রেম পিরীতি নিপাত যাক
সকল মানুশ সিঙ্গেল থাক!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৪৫
অপু তানভীর বলেছেন:
১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:১৭
নিয়েল হিমু বলেছেন: আমগোরে লৈয়া মনে হয় মজা নেওয়া হৈতাছে পোষ্টে ?
পোষ্টের বিরোধীতা খৈরা গেলাম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: হেহেহেহেহেহে !!
আন্দুলুনে নামেন !!
১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৫
বেঈমান আমি. বলেছেন:
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন:
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫১
দি সুফি বলেছেন: সাধারনত প্রতি শুক্রবারে যা করা হয়, তাই হবে। ফজরের পর সাইকেল নিয়ে বেড়িয়ে পরা, জুম্মার আগে আগে ঘরে ফেরা, নামাযের পর পর দুপুরের খাওয়া শেষ করে ঘুমিয়ে যাওয়া, রাতে উঠে একটা মুভি দেখা, কিছু টুকটাক কাজ করা - অতপর আবার ঘুম
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন: আমার তো সারা দিনই ঘুমিয়ে কাটানোর পিলান
১৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এক্কেরে সেইরাম!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন:
১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা একটা প্রেমিকা ধর, ধইরা ধইরা বিয়া কর!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন:
১৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একটা একটা প্রেমিকা ধর, ধইরা ধইরা বিয়া কর!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬
অপু তানভীর বলেছেন:
১৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩২
বাউন্ডুলে রুবেল বলেছেন: একটি হতাশ পোষ্ট!!!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: আহা !!
২০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
মজা লন?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: মজা তো নিমুই !!
২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬
মুদ্দাকির বলেছেন: নাইস
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন:
২২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪০
মাহী ফ্লোরা বলেছেন: আই হেইট ভেলেন্টাইন
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৬
অপু তানভীর বলেছেন:
২৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এত বুদ্ধি আপনার ঘটে থুক্কু মাথায়
সেইরাম
সি্ঙ্গেল এগেইনদের নিয়ে কুন অপশন রাখলেন না যে
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অপু ভাই আপনার অবস্থান কোনটা ?