নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অ-কবিতাঃ চাইলেই ভোলা যায় না !!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৩

চাইলেই প্রেমে পড়া যায় !

চাইলেই বলা যায় চল বৃষ্টিতে ভিজি,

হাতে হাত রেখে দুজন চাইলেই হেটে যাওয়া যায় বহুদুর !

আলতো করে বৃষ্টির পানি,

চাইলে মুছে দেওয়া যায় প্রিয়ার নরম ঠোট থেকে !

চাইলের হুট করে বলা যায় চল আজ সারা রাত রিক্সা করে ঘুরি !

সারা রাত জেগে চাইলের প্রিয় মানুষটির ফিসফাস কথা শোনা যায় সবার চোখ এড়িয়ে

অথবা সকালের নরম রোডে মুখ লুকিয়ে শোনা যয়া তার ঘুম জড়ানো কন্ঠ !

চাইলেই আমি পারি !

চাইলেই পারি এক নিমিষে বলতে আর নও তুমি সেই !

চাইলেই কাঁদতে পারি !

হাসতে পারি !

পারি কান্না কে লুকিয়ে আনতে হাসি মাখা মুখ !

চাইলে আমি যে খুব ভাল আছি সেই অভিনয় করতে !



চাইলেই সেই হাত ধরতে পারি আবার

চাইলে হাত ছেড়েও দিতে পারি !

কেবল পারি না তাকে ভুলতে !

চাইলে ভোলা যায় না !

চাইলে তার স্মৃতি টুকু মুছে ফেলা যায় না !



চাইলেই বৃষ্টিতে ভেজা যায়

যায় ছাতা দিয়ে সেই বৃষ্টিকে ঠেকনো !

কিন্তু চাইলেই মনের কাছে তার স্মৃতির আগমন ঠেকানো যায় না !

চাইলে সব কিছু করা গেলেও....

সব কিছু করা যায় না !

চাইলেই ভোলা যায় না !









পরশুদিন আমার "ফলোয়িং লিষ্ট" এর একজনের একটা বড় স্টাটাস পড়ে কবিতাটা লিখতে ইচ্ছে হল ! চাইলেই আসলেই ভোলা যায় না !

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৪৬

খুশবু বলেছেন: ঠিক ঠিক

চাইলে সব কিছু করা গেলেও....
সব কিছু করা যায় না !
চাইলেই ভোলা যায় না !

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

অপু তানভীর বলেছেন: চাইলেই সব কিছু ভোলা যায় না ! :(

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫২

হান্টার১ বলেছেন: ভুলে গেলেন তো হেরে গেলেন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৩

অপু তানভীর বলেছেন: ভুলে গেলেন তো হেরে গেলেন ? B:-) B:-) :-& :-&

৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫০

আল সাজিদ বলেছেন: অনেক কিছু চাইলেও পাওয়া যায় না ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: :( :( :(

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৫:০৮

হাতীর ডিম বলেছেন: সুন্দর। ১০ এ ১০ :)

২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

অপু তানভীর বলেছেন: :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.