নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্টঃ সামুর মালিকানা যদি চলে যায় গ্রামীনফোনে কাছে ! :-& :-&

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪২

দেখা গেল একদিন সকাল বেলা সামু খুলে দেখলেন নোটিশবোর্ডে একটা পোস্ট এসেছে । সেখানে লেখা রয়েছে সামুর মালিকানা গ্রামীনফোন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে !

তখন ?

এখন যেমন দিনের ভিতর ইচ্ছে মত সামুতে পোস্ট করছেন অন্যের পোস্টে মন খুলে মন্তব্য করছেন বিনা মূল্যে, তখন ?

তখন কি হবে ? কিংবা তখন কি হতে পারে ? আসুন দেখে দেখে নেই সামুর নীতিমালা কেমন হবে যখন সামহোয়্যারের মালিকানা চলে যাবে গ্রামীন ফোনের হাতে !

প্রথমেই আসা যাক সামুর প্রথম ব্যানার টা কেমন হবে !

পরিবর্তন আসুক আর নাই আসুক এমন কিছু একটা হবেঃ





সামুতে তখন আর ফ্রিতে কোন পোস্ট দেওয়া যাবে না ! পোস্ট পড়া কমেন্ট করা কিংবা লাইক দিতেই তখন পকেট থেকে টাকা গুনতে হবে !



সামুতে পোস্ট করা/কমেন্ট/লাইকের চার্জ সমুহঃ

১. সামুতে তখন প্রতিটি পোস্ট করতে ব্লগারদের ১.৫০ টাকা খরচ হবে !

২. অন্যের পোস্টে প্রতি মন্তব্য করতে বাবদ গুনতে হবে .৫০ টাকা !

৩. অন্যের পোস্টে লাইক দিতে খচর হবে .২৫ টাকা !

৪. অন্যের মন্তব্যে লাইক দিতে খরচ হবে .১৫ টাকা !

৫. অন্যের প্রতিটি পোস্ট পড়তে খরচ হবে .৫০ টাকা !

৬. পোস্ট প্রথম পাতায় (সকল পোস্ট পাতায়) আনতে খরচ হবে ৫ টাকা/ প্রতি পোস্ট !

৭. পোস্ট নির্বাচিত পাতায় আনতে খরচ হবে ১০ টাকা/ প্রতি পোস্ট

৮. পোস্ট নির্বাচিত পাতায় রাখতে খরচ হবে ৩ টাকা/প্রতি ঘন্টা !

৯. পোস্ট স্টিকি করতে খরচ হবে ২৫ টাকা এবং পোস্ট টি স্টিকি করে রাখতে খরচ হবে ১০০ টাকা/প্রতি দিন !

*শর্ত প্রযোজ্য



এবার শর্ত গুলো কি কি হবে দেখা যাকঃ

১. পোস্ট ১৬০ শব্দের বেশি হলে অতিরিক্ত টাকা গুনতে হবে !

২. মন্তব্য হতে হবে ১৬০ অক্ষরের ভিতরে ! বেশি হলে অতিরিক্ত টাকা প্রযোজ্য !

৩. পোস্টে ছবি এবং ভিডিও যুক্ত হলে অতিরিক্ত টাকা সংযুক্ত হবে !

৪.পোস্টে অশালীন শব্দের প্রয়োগ হলে ২ টাকা জরিমানা/শব্দ

৫. সরকার বিরোধী সকল পোস্টে অতিরিক্ত ৫ টাকা কেনে নেওয়া হবে !





এবার জিপি বিভিন্ন সময়ে বিভিন্ন অফার দিবে !

কেমন হবে সেই অফার গুলোঃ



১. আপনার পোস্ট টি যতবার পড়া হবে আপনাকে তত বোনাস দেওয়া হবে ! যত বেশি বার পড়া হবে তার উপর ভিত্তি করে আপনার পরবর্তী পোস্টে বিশেষ ছাড় দেওয়া হবে !

২. আপনার পোস্টে যত মন্তব্য পড়বে তার উপর ভিত্তি করে আপনার অন্য ব্লগে মন্তব্যের ক্ষেত্রে ছাড় পাবেন !

৩. পিক আওয়ার, অফ পিক আওয়ার ভিত্তিতে সামুতে পোস্ট/কমান্ট/লাইক করার উপর পাওয়া যাবে বিশেষ ছাড় !

৪. সামুর দুই লাখের বেশি হিট প্রাপ্ত ব্লগার পাবেন সব ক্ষেত্রে বিশেষ সুবিধা !



এলো ভ্যালেনটাইনস ডে অফার । ভ্যালেনটাইন উপলক্ষে সামু নিয়ে এল বিশেষ অফারঃ



১. অফ পিক আওয়ারে সামুতে পোস্ট করুন মাত্র ১ টাকা/পোস্ট

২. মন্তব্য করুন মাত্র ৪০ পয়সায় !

৩. একই পোস্ট ২য় মন্তব্য করুন মাত্র ৩০ পয়সায় !

৪. এই অফারটির আওয়া ভুক্ত সকল পোস্ট অটোমেটিক্যালি নির্বাচিত পাতায় চলে যাবে !

৫. অনাকঙ্খিত মন্তব্য ব্লক করুন মাত্র ২০ টাকা/ সপ্তাহ !

৬. প্রেমে কবিতা পোস্টে পাচ্ছেন বিশেষ ছাড় !

*শর্ত প্রযোজ্য





এলো বাংলা নববর্ষ অফার । নববর্ষ উপলক্ষে সামু নিয়ে এল বিশেষ অফার !

১. ছবি ব্লগ করুন আরো সাশ্রয়ী রেটে ! মাত্র ৫০ পায়সা/ছবি যুক্ত করুন পোস্টে !

২. পোস্টে ভিডিও যুক্ত করুন ২টাকা/ ভিডিও !

৩. সরকার পক্ষের সকল পোস্টে ১ টাকা ছাড় !

৪. মন্তব্য করুন মাত্র ১০ পয়সায় (একই পোস্টে ৩য় মন্তব্য থেকে)

৫. বাংলার নববর্ষ সম্পর্কৃত পোস্টে পাচ্ছেন বিশেষ ছাড় !

*শর্ত প্রযোজ্য









এখন ফ্রি ফ্রি সামু ব্যব হার করি কত মজাই না লাগে ! আসলেই যদি এই রকম টাকা দিয়ে সামু ব্যবহার করা লাগতো তাহলে উপায় ছিল !







(ইয়ে মানে এইটাইপের পোস্ট আগে কি কেউ দিছিল ? একটু কনফিউজ)

মন্তব্য ৫৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

বৃষ্টিধারা বলেছেন: =p~ =p~ =p~ =p~


মজা পেলাম । হি হা হা

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৮

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-))

২| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৬

নিজাম বলেছেন: ঠিকই বলেছেন

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

অপু তানভীর বলেছেন: হুম ! এমন হলে উপায় ছিল !! :|| :||

৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

হাসিব০৭ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~

৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪

ক্ষমতাসীন দল বলেছেন: এই অপু তানভীররাই ব্লগটাকে সচল রেখেছে । ঐ রকম পরিস্থিতি হলে অপু তানবীরদের কদর বেড়ে যাবে । আর অপুদের নিয়ে আরেকটা ব্লগ চালু করবো ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:০৩

অপু তানভীর বলেছেন: B:-) B:-) :|| :|| :-& :-&

৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮

সূচিপত্র বলেছেন: স্বাদ পাইনা :( :( :( :( :(

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

অপু তানভীর বলেছেন: :( :( :(

৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩

ভিটামিন সি বলেছেন: হাসলেই তো মজার জিনিস।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: :) :) :)

৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৬

ব্লকড বলেছেন: >>অফার অফার<<

হারামি ফোন ইউজ করুন ব্লগিং এর বারোটা বাজান।
ইতি প্রেমের গতি গঞ্জান।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫২

অপু তানভীর বলেছেন: কিছু কি ভুল হইলো ? অফার বানান ঠিক আছে তো ? :-& :-&

৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৪৯

অণুষ বলেছেন: তখন সামুর থিম হবে, "যাও বহুদুর "-গ্রামীণফোন সামু ব্লগ।

০৪ ঠা মার্চ, ২০১৪ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: হুম ! হইবে !! ;)

৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০২

বেকার সব ০০৭ বলেছেন: বন্ধ নিক চালো করলে কোন প্রকার বোনাস এর ব্যনস্থা থাকবে কি?

পোস্ট

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫১

অপু তানভীর বলেছেন: আরে তাই তো এই টা লিখতে মনেই না ! দাড়ান আস্তে আস্তে পুরা নীতিমালা তৈরি করতে হবে !! ;)


থেঙ্কু !! :):)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩

বেকার সব ০০৭ বলেছেন: বন্ধ নিক চালো করলে কোন প্রকার বোনাস এর ব্যবস্থা থাকবে কি?

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫২

অপু তানভীর বলেছেন: নিক তো বন্ধ করে সামুর মডারেটর ! এই খানে কুনো বোনাসের ব্যবস্থা নাই !! :D :D :D

১১| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:০৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লিখেছেন তো! খুব মজা পেলুম।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):):)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:১২

মুদ্‌দাকির বলেছেন: এই রকম হইলে ফকির হয়ে যাব!!!! :(( :(( :((

তবে কারো কারো জন্য খুব ভালো হবে, যেমন আপনার জন্য :P :P :P :P

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৫৩

অপু তানভীর বলেছেন: আরে মিয়া কন কি ? আমি নিজেও তো ফকির হয়ে যাবো ! B-)) B-)) B-))

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮

আমি ইহতিব বলেছেন: এমন সব আইডিয়া কই পান ভাই? B:-)

আল্লাহ মাফ করুক আমাদেরকে জিপি যেন কোনওদিনও আমাদের প্রিয় সামুকে কিনতে না পারে।

:) :) :)

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: হেহেহেহহে !!

জিপি যদি কিন্না ফেলে তাইলে খবরই আছে ;);)

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:০৮

দালাল০০৭০০৭ বলেছেন: পুরাই অস্থির অবস্থা। সাথে ভাল লাগা জানিয়ে গেলাম।

০৪ ঠা মার্চ, ২০১৪ দুপুর ২:১৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপনেরে ....

:):):)

১৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:০৮

একজন ঘূণপোকা বলেছেন: হা হা থ্রি কো খু গে =p~ =p~ =p~ =p~ =p~ =p~


মালিকানা গ্রামীনের হাতে গেলে সত্যিই এমন হবে

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৫

অপু তানভীর বলেছেন: কোন সন্দেহ নেই যে এমন কিছুই হবে ! ;);)

১৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৫

নীল আকাশ আর তারা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা ..........................

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৬

অপু তানভীর বলেছেন: :):):):):)

১৭| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: একটা মুলি বাঁশ ধার দিতে চাই।

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:০৭

অপু তানভীর বলেছেন: কারে দিতে চান ? :-& :-& :-&

১৮| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১২

অপু তানভীর বলেছেন: :):):):):):):)

১৯| ০৪ ঠা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

সাইলেন্স বলেছেন: ইউনিভার্সাল ট্রুথ।

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১২

অপু তানভীর বলেছেন: একদম !

২০| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৩৮

অদিতি মৃণ্ময়ী বলেছেন: ইয়ে ভুল বানানের জন্য কোন চার্জ় নেই তো? মানে, আমার বানানের অবস্থা তো অজানা নয়। :(

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১২

অপু তানভীর বলেছেন: আমার অবস্থাও একই রকম !! ;)

২১| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৪৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হাহা! বেশ মজার হইছে!!

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৩

অপু তানভীর বলেছেন: থেঙ্কু কাভা ভাই !! :):):)

২২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৫৪

দি সুফি বলেছেন: গ্রামীনব্লগ.নেট! :-&


হাহাহাহাহা মজার হইছে =p~ =p~ =p~

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৪

অপু তানভীর বলেছেন: নামটা কি এমন হইতো ?

নাম হইতো সামহোয়্যার ইন গ্রাম.নেট ;););)

২৩| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:০৭

মৃত মানব বলেছেন: :P :P :P

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৪

অপু তানভীর বলেছেন: ;););)

২৪| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ফান হইলেও ভবিষ্যতে ইন্টারনেটে এমন ফ্রি ফ্রি লেখার খাতা পাওয়া যাবে কিনা এটা নিয়ে কিন্তু আসলেই সংশয় আছে :|

০৫ ই মার্চ, ২০১৪ ভোর ৬:১৫

অপু তানভীর বলেছেন: তাইলে আসলেই চিন্তার বিষয় ! যদি সত্যি সত্যিই ব্লগ লিখতে গিয়ে পকেট থেকে টাকা গুনতে হয় তাইলে তো সত্যি সত্যি বিপদের কথা !!

এমনিতেও মাসিক ইন্টারনেট বিল দিতে গিয়ে দফারফা অবস্থা !!

২৫| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

তওসীফ সাদাত বলেছেন: কাইন্দা দিমু এমন কিছু করলে :(( :(( :((

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩৪

অপু তানভীর বলেছেন: এমন কিছু হইলে ব্লগিং আর করা লাগবো না ;);)

২৬| ০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহারে কল্লেন কি ! পাগলারে সাকো নাড়াইস না!! বইলে মনে করায়া দিলেন ;) =p~ =p~ =p~


তখন আর সামু ব্লগে ভিজিটর লিস্ট ফলসে ১০০+ অটো দিয়ে রাখা ছাড়া উপায় থাকবে না।

সামু থাকবে- কিন্তু ব্লগার থাকবে না-৫% নির্বাচনের ভোটকেন্দ্রের মতো! থাকলে দু-একটা সারমেয় অলস বসে থাকতে পারে- মগর অফার শুনলে সেও নেজ তুইলে ভাগবে :-B B:-) :P

জিপির কর্মচারীরা অফিস আদেশে বাধ্যতামূলক ব্লগাইলেও অবশ্য জিপি চলতে পারবে! তাদের বেতন থেকে ব্লগিং ফি বাবাদ ৩% টাকা কেটে রাখা হবে X( :-/

নাহ আর কমু না ;)

০৬ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১৮

অপু তানভীর বলেছেন: সামুর অবস্থা দিন দিন সেই দিকেই যাচ্ছে এমনিতেই ! এমনিতেই ভিজিটর লিষ্ট কমতেছে দিন দিন !



দেখি আপনার নিয়ম নীতি গুলো এড করা যায় নাকি ! চিন্তা ভাবনা চলতেছে ! ;););)

২৭| ২৯ শে মে, ২০১৪ দুপুর ১২:০১

অঘটনঘটনপটীয়সী বলেছেন: =p~ =p~ =p~ =p~

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৩

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.