নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্টঃ সামুর ব্লগারদের ড্রাফটে থাকা গোপন পোস্ট গুলো প্রকাশ করে দিলাম আজ ;) ;)

০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৮





হাতে একটি অতি আশ্চার্য সফ্টওয়্যার এসেছে ;)। এই সফটওয়্যার দিয়ে আমি সামুর যে ব্লগারদের একাউন্টে ঢুকতে পারতেছি ;) ! আর সেখানেই কিছু ব্লগারের একাউন্টে প্রবেশ করে তাদের ড্রাফ্টে থাকা কিছু পোস্ট পেয়ে গেলাম ! আজকে সেই ড্রাফট পোস্ট গুলো প্রকাশ করে দিব, যা থাকে কপালে ! তবে আসুন তৈরি হয়ে নিন ! সামুর ব্লগারদের ড্রাফটে থাকা পোস্ট সমূহের সংকলনটি দেখে নিন !



১. মাননীয় মডারেটর, আমার এই পোস্ট টি কেন নির্বাচিত পাতায় নেওয়া হয় নি ? জানা



২. আমার রাজনৈতিক ভাবনা গুলো !! শায়মা



৩. পাশের বাসার মেয়েটির সাথে আমার এককালীন প্রেমের গল্প এবং অতঃপর হাসান মাহবুব



৪. ছবি ব্লগঃ লুকিয়ে সেদিন মেয়েটির কয়েকটি ছবি তুলেছিলাম অন্যমনস্ক শরৎ



৫. আমার গোলাপ ভাই হয়ে ওঠার পিছনের রহস্য আমিনুর রহমান



৬. যদি রেশমীর সাথে আমার প্রেম না হত তাহলে কি হত ? একটি তাত্ত্বিক আলোচনা ! কান্ডারি অথর্ব



৭. সেদিন মেয়েটি আমার কে ইনবক্সে যে কথা গুলো বলেছিল ! কাল্পনিক_ভালবাসা



৮. লুল থিউরী, একটি পরিপূর্ন জীবন বিধান s r jony



৯. প্রথম পাওয়া প্রেমপত্রে ১৩ খানা বানান ভুল এবং অন্যান্য আরজুপনি



১০. বিবাহ করিতে চাহিনা আমি সুন্দর ভূবনে, ললনার মাঝে আমি বাঁচিতে চাই দিকভ্রান্ত*পথিক



১১. দূর্দান্ত থ্রিলার গল্পঃ আমি যেদিন যাবো সেথায়... ৎঁৎঁৎঁ



১৩. ১০১ টি কারন, যা আপনাকে বিবাহ করা থেকে দুরে রাখবে, একটি সতর্কীকরন পোস্ট একজন আরমান



১৪. আমার বউ খুব ভালা ! কালা মনের ধলা মানুষ



১৫. ফেসবুক থেকে বিদায় নিচ্ছি চিরোতরে নোমান নমি



১৬. আমার নোকিয়া ফোনটির অকাল মৃত্যুতে আমি শোকাহত শিপু ভাই



১৭. রক্তদাতা সেই মেয়েটির প্রেমে পড়েছি !! মাগুর



১৮. প্রেমিকার সাথে ডেটিংয়ে গিয়ে যে বিপদে পড়েছিলাম সেদিন ... স্বপ্নবাজ অভি



১৯. চারিদিকে কেবল অশান্তির ঘনঘটা, সুখ নাই, শান্তি নাই !! শান্তির দেবদূত



২০. একজন ঘূনপোকা এবং একজন ঘূনপোকীর অমর প্রেম কাহিনী ! একজন ঘুনপোকা



২১. সূর্যের নিচে যেদিন যে নৃত্য করেছিলাম (সানড্যান্স নামের ইতি কথা) সানড্যান্স



২২. আজ থেকে আর খেলা দেখবো না ! অন্য কিছু দেখবো.... মুশাসি



২৩. আমার প্রেমে পড়ার দৌড় বাসার সামনে তিন রাস্তার মোড়ের পিলার পর্যন্ত এরিস



২৪. টিংকুর আব্বু, তুমি একটা বদ পুলা বটবৃক্ষ~



২৫. আমার সম্ভাব্য প্রেমিকা সমুহের তালিকা ! অপু তানভীর



২৬. চুপচুপি সেই ব্লগারের প্রেমে পড়েছি অদিতি মৃণ্ময়ী



২৭. যখন জীবিত (অবিবাহিত) ছিলাম তন্ময় ফেরদৌস



২৮. নিমচাঁদের সহি বিবাহ নামাঃ হানিমুন পর্ব ;);) নিমচাঁদ



২৯. আমার ড্রাফটে থাকা গল্প ও কবিতাগুলো তালিকা সমূহ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা



৩০. ফুটবল খেলার আর দেখমু না । আজকে নিয়মিত সিরিয়াল দেখমু ! নৈঋত











প্রিয় ব্লগারগন এটি নিতান্তইন একটি ফান পোস্ট ! কাউকে ছোট করা কিংবা কারো মনে বিন্দু মাত্র আঘাত দেওয়ার জন্য তৈরি নয় ! তবুও এই পোস্টের কোন কিছু যদি কারো কাছে খারাপ লাগে, বিশেষ করে এই ত্রিশ জন ব্লগারের কারো কাছে যদি বিন্দু মাত্র খারাপ লাগে আমাকে নির্দ্বিধায় জানাবেন ! আমি আপনার লিংকটি সরিয়ে দিবো ! ধন্যবাদ !



মন্তব্য ৯২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২১

শরৎ চৌধুরী বলেছেন: পুরাই বিবাগী হয়ে গেলাম।++++।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

অপু তানভীর বলেছেন: আরও বিবাগী হইবেন কিন্তু .....
ড্রাফট করা আরও পোস্ট কিন্তু হাতে আছে ;);)

২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২৮

বৃষ্টিধারা বলেছেন: ভাগ্যিস.....আমার টা সফটওয়্যার দিয়ে বের করা যায় নি :P

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: কেডায় কইছে ! সবার ড্রাফট পোস্ট এখন আমার কাছে । যে কোন সময় প্রকাশ হয়ে যেতে পারে ...... :P :P :P

৩| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হা হা। ধন্যবাদ আমাকে জায়গা দেয়ার জন্য।

কিন্তু আমারটা আসলে 'আমার লেখা গল্প ও কবিতাগুলো' :P :P :P

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৪

অপু তানভীর বলেছেন: ইহা কুনো বিষয়ই নহে ......

:):):):)

পোস্ট সব ড্রাফট কেন ?

৪| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৩

কান্ডারি অথর্ব বলেছেন:

খাইছে এখন দেখি পোস্ট ড্রাফটও করা যাবেনা আপনাদের জন্য। পুলাপাইন দেখি কম্পিউটারের চাইতেও এক্সপার্ট হইয়া গেছে। :D :D :D

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: তাইলে বুঝেন ! কোন উপায় পাইবেন না ! যদি পোস্ট খাতায়ও লিখে রাখেন তাহলেও তা সামুতে প্রকাশ করে দিবো ;););)

৫| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫

ঢাকাবাসী বলেছেন: কি ডেন্জারাস!

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: :D :D :D

৬| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫২

এক্সপেরিয়া বলেছেন: হাহাহা! :D সফটওয়্যার আমারটা বের করতে পারেনি!! :P

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: সমস্যা নাই । সামনের কিস্তিতেই বের হবে ! ;)

৭| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৩

বাকপ্রবাস বলেছেন: যাহ দুষ্টু

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: :!> :!> :#> :#>

৮| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: আপনিতো দেখি আমেরিকার ফোনে আড়ি পাতার মতো সবার ব্লগে আড়ি পাতছেন।

গোয়েন্দাগিরিও শুরু করছেন।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: আরে মিয়া আপনে থাকেন কই ?
আমি ব্লগারদের বাসর রাতের তথ্য পর্যন্ত ফাঁস করে দিলাম আর সামান্য ড্রাফট করা পোস্ট ফাঁস করতে পারবো না ! ;)

৯| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১০

দায়িত্ববান নাগরিক বলেছেন: Porjobekkhon khomota bepok! Hastei Asi :D

100/100 !

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):)

১০| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

মোমেরমানুষ৭১ বলেছেন: এত আনন্দিত হইয়নে না, সামুতে ব্যান খাওয়া/ডিলেট পোস্ট সমুহ উদ্ধারে এক ওয়েবসাইট আছে

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: তাই নাকি ?
জানি না তো !
ওয়েবসাইটের লিংকটা দেন তো !

১১| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৪

বোধহীন স্বপ্ন বলেছেন: বিশাল পোস্টের সংকলন। প্রিয়তে ;)

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: এই সংকলন পোস্ট আরও চলিবে ! সামনে আরও আসিতেছে !!

১২| ০৭ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৩২

সুমন কর বলেছেন: চমৎকার ফান পোস্ট। তবে পোস্ট মানে যে, ছবি বা জিআইএফ তা বুঝলাম ..

=p~ =p~ =p~

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫০

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

১৩| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২১

বশর সিদ্দিকী বলেছেন: ছবি গুলা ডাইরেক্ট আপলোড কইরা দিতেন। আরো ভাল হইতো।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: না না ! তাইলে ভালা হইতো না !

১৪| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৬

বেলা শেষে বলেছেন: Secret post? :P :P :P :P :) :)

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫১

অপু তানভীর বলেছেন: :D :D :D

১৫| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: যাক আমার পোস্ট উদ্ধার করা সম্ভব হয়নি। :P

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: আপনার টাও হাতে আছে । সামনের পোস্টেই তা ফাঁস করা হবে ! অপেক্ষা করেন ! ;)

১৬| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ব্যাক্তগত তথ্য ফাঁসের অভিযোগে আপনাকে গ্রেফতার করা হল। :D

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: আমার আইপি এড্রেস খুইজাই পাইবো না পুলিশে ..... :D :D :D

১৭| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৪৫

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: ব্যাক্তিগত বানান তা ভুল হয়ে গেলো দুঃখিত।

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: এটা কোন বিষয়ই না ! :):)

১৮| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৯

উদাস কিশোর বলেছেন: আমার কোন ড্রাফট পোষ্ট নাই ।
হেঃ হেঃ হেঃ হেঃ
কুনু চিন্তা নাই ;) ;) ;) :) :) B-) B-)

০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:০৩

অপু তানভীর বলেছেন: নাই তো কি হইছে । তৈরি হইতে কতক্ষন ;);)

১৯| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৫৬

খাটাস বলেছেন: মজার পোস্ট। বৈচিত্রময়। !:#P !:#P !:#P
+++++

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! :):)

২০| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:১৫

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: ১। :P
২। বিল্লু
৩। কি রোমান্টিক !!!!!
৪। ছিঃ লজ্জা এতো কম।
৫। ঠ্যাঙ কই? B:-)
৬। নতুন প্রেমে, ভাবনায় মগ্ন।
৭। সৌন্দর্য দাড়ি
৮। এতো খুশির কি আছে? X(
৯। হুম গম্ভীর!!!! চিন্তার বিষয়। |-)
১০। মুখে কি?
১১।প্রতিবাদ।
১২।কই গেল?
১৩।কিছু না বলাতেই এই অবস্থা?
১৪।মইরা গেলে কি হবে?
১৫।মজা করলা?
১৬।আমি যতটা না ভুল করেছি, তার অনেক বেশি কেঁদেছি :(( :((
১৭।ঘুমালে চলবে?
১৮।পালাবি কোথায়?
১৯।শান্তি শান্তি।
২০।জুতাই বেশি রুমান্টিক।
২১।দেখে ফেললাম যে।
২২।নেট স্লো, লোড হয় না।
২৩।এই ঘটনা? B:-/
২৪।মেয়েরা কেন এমন হয়?
২৫।সবই বুঝলাম, তবে জিহ্বা বাহিরে কেন?
২৬।এতো লাজুক!!!!!
২৭।পোলায় শরম পাইছে।
২৮।সবার সামনে ? :-P
২৯।ফ্যান হয়ে গেলুম।
৩০। এই না হলে খেলার প্রতি ভালবাসা।

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: খাইছে........ 8-| 8-| 8-| 8-|

২১| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৯

স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনাম গুলা সেই রকম হইছে !
জানা আপু , জাদিদ ভাই , নোমান ভাই , শরৎ দা এইগুলা এপিক হইছে !
হাসতেই আছি!

১১ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯

অপু তানভীর বলেছেন: হুম ! হাসতেই থাকো...... B-)) B-)) B-)) B-))

২২| ০৭ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৬

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা অস্থির অস্থির পোষ্ট! আপনার সম্ভাব্য সব প্রেমিকারাই দেখছি জাপানী? গ্রেজুয়েশন তো শেষ, পাড়ি জমাচ্ছেন না কী?

আপনার এই পোষ্ট দেখার পর অনেক বছর পর হঠাৎ নিজের ড্রাফটে থাকা পোষ্ট গুলোর কথা মনে হলো, দেখেতো মাথাই গরম! নিচে কয়েকটা দিলাম,

(কল্পগল্প) --- ট্রেসলেস রেভুলেশন
(কল্পগল্প) --- মৃত্যু.......
(কল্পগল্প) --- প্রজেক্ট সীমানা ছাড়িয়ে
(কল্পগল্প) --- শিশু
(কল্পগল্প) --- লস্ট ইন ড্রিম
(কল্পগল্প) --- বাসুরীয়ার দেশে
(কল্পগল্প) --- চিত্রকর
(কল্পগল্প) --- মেটামোরফস
(কল্পগল্প) --- স্বাদ

এটা শুধু মাত্র কিছু অংশ, আরও আছে! পুরাই পাগল পাগল লাগতেছে! এত গুলো গল্প অসম্পূর্ণ পড়ে আছে বছরের পর বছর :( :(

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১

অপু তানভীর বলেছেন: এইটা একটা কাম করছেন ?
জলদি কল্পগল্প গুলো শেষ করেন কইলাম ! নইলেন কিন্তু কেইস খাইয়া যাইবেন কইলাম.....

২৩| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৯

নোমান নমি বলেছেন: পনি আপুরটা সেরা হইছে।
গুড জব :)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০১

অপু তানভীর বলেছেন: হেহেহেহে !!

থেঙ্কু নোমান ভাই :):):)

২৪| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:১১

রাসেলহাসান বলেছেন: :- গোপন তথ্য সব ফাঁস হয়ে যাইতেছে দেখি। :-B :-B

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: সব ফাঁস হইয়া যাইবে......

২৫| ০৭ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৪৫

আমি ময়ূরাক্ষী বলেছেন: আমার ড্রাফটের পোস্টগুলি সম্পর্কে জানতে আগ্রহী।

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: একদিন প্রকাশ পাইবে ! নিশ্চিত থাকেন !

২৬| ০৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৮

সেমিবস বলেছেন: বাঁইচা গেছি, ভাগ্যিস ড্রাফ্টে ছিলনা!!

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: কওয়া যায় সামনে কি আছে কপালে .... ;)

২৭| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

রাবার বলেছেন: B-)) B-))

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৪

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-))

২৮| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: এদেখি বাংলাদেশী স্লোডেন.........সব গুপন কতা ফাসঁ কইরা দিলো....... :( :(
খাড়ান দু-একদিনের মধ্যেই আপ্নারে রাশিয়ায় পাডানো হইবেক.....

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !! কুনো লাভ নাই .... ;)

২৯| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:০৬

আরজু পনি বলেছেন:

একটা কমেন্ট করেও ব্যস্ততার ঠেলায় আর প্রকাশের বাটনে ক্লিকাতে পারিনি ।


তবে, দুপুরে পোস্টটা দেখে অনেকক্ষণ হেসেছি । এখনও হাসতেই আছি, ভুলে গিয়েছিলাম প্রথম পাওয়া প্রেম পত্রের কথা ।

এতোদিন পর বেচারার কথা মনে করিয়ে দিলেন... :D

দারুণ আইডিয়া...আমার অবশ্য বানান নিয়ে আরো কাজ করার ইচ্ছা আছে :P

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: যাক ! বাঁচলাম !
আমি একটু ভয়েই ছিলাম আপনার টা নিয়ে ! আপনি না আবার রাগ করে বসেন । ধন্যবাদ !! :):):)

৩০| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১১:৩৫

চতুষ্কোণ বলেছেন: চরমহৈসে :)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬

অপু তানভীর বলেছেন: :):):):)

৩১| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পুরাই পিনিক দেখি!!!!!!!

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: পুরাই B-)) B-)) B-)) B-))

৩২| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ১:০৮

হাতীর ডিম বলেছেন: মাইরালা আম্রে মাইরালা =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

৩৩| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৪৯

চিরতার রস বলেছেন: আল্লাহমালুম, কবে না আবার মানুষের বেডরুমে ঢুকার সফটওয়ারও বাইর হৈয়া যায় |-) |-) |-)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৮

অপু তানভীর বলেছেন: আরে মিয়া আপনে আমার আগের পোষ্ট পড়েন নাই ! ব্লগারদএর বাসর রাইতের গল্প তো আগেই প্রকাশ করছি.. ;);)

৩৪| ০৮ ই মার্চ, ২০১৪ সকাল ১১:১৫

দালাল০০৭০০৭ বলেছেন: অপু ভাইয়া নাইস জব

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৯

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

৩৫| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৫

আমি ইহতিব বলেছেন: বাঁইচা গেছি আমি নাই লিস্টে ;)

টানা ৮ দিন ধরে অফিস করছি বলে মন ও মেজাজ বিক্ষিপ্ত হয়ে ছিলো। এই পোস্ট আমাকে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সাহায্য করলো। তাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

:) :) :)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১০

অপু তানভীর বলেছেন: আপনে এই লিস্টে নাই তো কি হইছে পরের লিস্টে অবশ্যই আছেন !


পরের মন্তব্য টুকু সত্যই অনেক ভাল লাগলো ! ধন্যবাদ আপনাকেও ! :):)

৩৬| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩০

ৎঁৎঁৎঁ বলেছেন: হা হা হা! অসাধারণ হইসে! আপনার পর্যবেক্ষন ক্ষমতার প্রতি ভক্তি চইলা আসলো! আমারে নির্দোষ থ্রিলার এর উপর দিয়ে মাফ করার জন্য আপনার খাওয়া পাওনা রইলো! লিঙ্কে ক্লিক করার আগে তো টেনশনে ছিলাম, কী না কী বাইর হয়!

ভালো থাকুন, একরাশ হাসি উপহার দেবার জন্য একরাশ শুভকামনা!

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: এই একটা কথা মত কথা কইছেন ! কবে আসমু কেবল একবার কইয়া ফালান ! বান্দা হাজির হইয়া যাইবে !!


ধন্যবাদ ইফতি ভাই ! :):):)

৩৭| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭

ইখতামিন বলেছেন:
কওতো আমার ড্রাফট কয়টা। কী কী?

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: অপেক্ষা কর ! জানতে পারবা ;)

৩৮| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৮

এ্যাপোলো৯০ বলেছেন: সবগুলোই এপিক। আমি তো দেখার আগেই শিরোনাম পড়ে হাসতে হাসতে শেষ :D
ফেমাস না হবার উপকারীতা বুঝতে পারলাম B-)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১২

অপু তানভীর বলেছেন: B-)) B-)) B-)) B-))

৩৯| ১০ ই মার্চ, ২০১৪ রাত ৯:০২

আমিনুর রহমান বলেছেন:



অন্যমনস্ক শরৎ বলেছেন: পুরাই বিবাগী হয়ে গেলাম।++++।


আর আবেগী হয়ে গেলাম ;)

১১ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৩

অপু তানভীর বলেছেন: আপনেরে আবেগী করতে পেরে আমিও আবেগী হইয়া গেলাম ;);)

৪০| ১৫ ই মার্চ, ২০১৪ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: আমার ভাবনাগুলো দেখে আমি আরও ভাবিত হয়ে গেলাম!:)

১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪১| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০৪

রাতুল_শাহ বলেছেন: . আমার রাজনৈতিক ভাবনা গুলো !! শায়মা

ড্রাফ্ট হইলো কেন? ইহা একটি বিলিয়ন ডলারের প্রশ্ন

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৫

অপু তানভীর বলেছেন: এই প্রশ্নের জবাব কে দিবে ? ;)

৪২| ১৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩০

ইমাম হাসান রনি বলেছেন: বৃষ্টিধারা বলেছেন: ভাগ্যিস.....আমার টা সফটওয়্যার দিয়ে বের করা যায় নি :P =p~

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:০৬

অপু তানভীর বলেছেন: সবারটা বের হয়ে যাবে ! কেবল সময়ের অপেক্ষা =p~ =p~ =p~

৪৩| ১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:১৯

রাতুল_শাহ বলেছেন: সুইস ব্যাংকে যার এ্যাকাউন্ট আছে সেই ব্যক্তি।

১৫ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: =p~ =p~ =p~ =p~

৪৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৮

অঘটনঘটনপটীয়সী বলেছেন: জানা আপার টা বেস্ট।

=p~ =p~

২৯ শে মে, ২০১৪ দুপুর ২:৩৪

অপু তানভীর বলেছেন: :D :D :D :D :D :D =p~ =p~

৪৫| ২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:০৩

ধুমধাম বলেছেন: darun to!

২৯ শে মে, ২০১৪ বিকাল ৩:৪৬

অপু তানভীর বলেছেন: :D :D :D

৪৬| ০৭ ই জুন, ২০১৪ রাত ৩:২৯

আকিব আরিয়ান বলেছেন: এপিক =p~ =p~ =p~

০৭ ই জুন, ২০১৪ ভোর ৪:০৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.