নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

একটি কাল্পনিক ঘটনাঃ এমন যদি হত.......

২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:১১



অলি আজকে বেশ উত্তেজিত ! উত্তেজিত হওয়ার পেছনে অবশ্য নির্দিষ্ট কারন রয়েছে ! প্রথমটা তো আজকে বাংলাদেশের খেলা ! বাংলাদেশের খেলা হলেই তার সারাদিনের কাজ কারবার সব এলোমেলো হয়ে যায় ! সব কিছু বাদ রেখে সে অপেক্ষা করে কখন খেলা শুরু হবে !

সেই কখন কখন করতে করতে অন্য কিছুই করা হয় না ।

আর সব থেকে উত্তেজিত হওয়ার কারন টা হচ্ছে অলি আজকে হাজির হয়েছে মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে ! এক রকম অলৌকিক ভাবেই টিকিট টা হাজির হয়েছে ওর হাতে ওর বড় মামার হাত দিয়ে !





খেলা শুরু হবে সাড়ে সাতটায় অলি দুপুর তিনটায় এসে হাজির ! আজকে স্টেডিয়ামের প্রবেশ করা সর্ব প্রথম মানুষটিও সে !

আস্তে আস্তে সময় পার হচ্ছিল আর অলির উত্তেজনা বাড়ছে !

দেখতে দেখতে টস হয়ে গেল ! বাংলাদেশ আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিল ! ভাল হয়েছে ! টার্গেট নিয়ে বাংলাদেশ খেলে ভাল !



ওয়েস্টইন্ডিজের দুই ব্যাটস ম্যান নেমে গেল ! বাংলাদেশের ফিল্ডিংও ওকে ! তখনই একটা অবাক করা জিনিস দেখতে পেল অলি !

সব প্লেয়াররা পিচের বাম পাশে এসে হাজির হল ! সাকিব, তামিম মুশফিক সহ সবাই লাইন দিয়ে দাড়িয়ে গেল !

আম্পায়ার সহ দুই ব্যাটস ম্যানসরা জিনিসটা ঠিক বুঝতে পারছে না আসলে তারা কি বলতে চাইছে কিংবা কি করতে চাইছে ! একজন আম্পায়ার যখন বাংলাদেশী টিমের দিকে পা বাড়াতে যাবে ঠিক তখনই স্টেডিয়ামের স্পীকারে আওয়াজ ভেসে এল



"আজকে ২৫শে মার্চ, ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের বুকে ঘটে যায় ইতিহাসের জঘন্যতম হত্যা কান্ড ! প্রান অসংখ্য নিরাপরাধ মানুষ ! আমাদের জাতীয় ক্রিকেট দল সেই সকল নিরাপরাধ মানুষের আত্মায় শান্তিট জন্য এক মিনিট নিরবতা পালন করবেন"



এর পরেই লাইনটি ইংরেজিতে রিপিট করলো আরেকজন ধারা ভাষ্যকার !



অলি একটা অবাক করা জিনিস দেখতে পেল দুই ব্যাটসম্যান সহ দুই আম্পায়ারও টাইগারদের লাইনে দাড়িয়ে গেল !

আস্তে আস্তে পুরো স্টেডিয়ামের মানুষ দাড়িয়ে গেল শহীদদের শ্রদ্ধা জানাতে ! অলি নিজেও উঠে দাড়ালো !



আবার স্টেডিয়ামের স্পীকারে ভেসে এল

"এখন পুরো স্টেডিয়ামের লাইট গুলো আমরা বন্ধ করে দিচ্ছি সেই কালো রাত কে মনে করার জন্য"

ইংরেজিতে ধারা ভাষ্য এল যথারীতি !

এবং কয়েক মুহুর্ত পরেই পুরো স্টেডিয়ামের লাইট গুলো অফ করে দেওয়া হল ! মুহুর্তেই কালো অন্ধকারে ঢেকে গেল পুরো মিরপুর স্টেডিয়াম !

সেই কালো দৃশ্য টিভির মাধ্যমে সারসরি সম্প্রচারিত হল পুরো বিশ্বময় !!



-----------

এটা একটা কাল্পনিক ঘটনা ! কিন্তু যদি এমনটা হত তাহলে মনে হয় ভাল হত ! পুরো পৃথিবীর মনে একটা প্রশ্ন জাগতো, যারা জানে না তারা ভাবত, কেন এমন টা হল ? ২৫শে মার্চ, ১৯৭১ এ কি হয়েছিল ? কারা মেরেছিল বাংলাদেশের নিরাপরাদ মানুষ গুলোকে ?



এমন হবে না জানি ! তবুই যদি এমন কিছু হত .........

মন্তব্য ১৭ টি রেটিং +১/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৬

কাফের বলেছেন: চমৎকার
এই রকম হলে অনেক ভালো লাগতো


২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৮

অপু তানভীর বলেছেন: অনেক বেশি ভাল লাগতো !!

২| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:২৯

নিয়ামুল ইসলাম বলেছেন: :( স্বরন করি সেইসব নিরপরাধ মানুষদের যারা ওইরাতে হানাদারদের হাতে নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। :(

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৯

অপু তানভীর বলেছেন: :(:(:(

৩| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: হ্যাঁ এমনটা হলে অবশ্যই মন্দ হতো না।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: কিন্তু আর হল কই বলেন :(

৪| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪২

সংগ্রামী বালক বলেছেন: শরীরের লোমগুলো দাড়িয়ে গিয়েছিলো আবার পরে গেল এই ভেবে যে এটা বাংলাদেশ।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২০

অপু তানভীর বলেছেন: :(:(:(

৫| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৮

বশর সিদ্দিকী বলেছেন: আমাদের প্রশাসনে এমন কিছু অযোগ্য লোক বসে থাকে যে তাদের দারা ক্রিয়েটিভ কোন কাজ আশা করা যায় না। এগুলো আসে কিছু ক্রিয়েটিভ মানুষের মাথা থেকে। যেমন আপনার থেকে আসল।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: ইচ্ছে করলেই কিন্তু এমন কিছু করা যেত.........

:(:(

৬| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৭

ইখতামিন বলেছেন:
অবশ্যই ভালো হতো

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: হুম ভাল হত :(

৭| ২৫ শে মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এমন হবে না জানি ! তবুই যদি এমন কিছু হত .........


কত কিছূইতো হয়


যদি এমন কিছু হত .........
যদি এমন কিছু হত .........
যদি এমন কিছু হত .........

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২১

অপু তানভীর বলেছেন: আমিও জানি এমন হবে না ! :(:(:(

৮| ২৫ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: হলে ভালই হত। কিন্তু এতোটা আশা করি না।

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২২

অপু তানভীর বলেছেন: কত অসম্ভবই আশা করি ! তবুও যদি হত :(

৯| ২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:০৩

বোধহীন স্বপ্ন বলেছেন: ****অন্ধকারে নিমজ্জন অতঃপর একটি রক্তস্নাত জন্ম****

২৫ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৩

অপু তানভীর বলেছেন: :(:(:(:(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.