| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে সব কিছু আস্তে আস্তে সব সম্পর্ক গুলোর রং পরিবর্তন হতে থাকে ! যাকে ছাড়া একদিনও বাঁচবো না এমন মনে হত আগে, সময় যাওয়ার সাথে সাথে তার চেহারাটা কেমন ঝাঁপসা হয়ে আসে ।
আজকে মোবাইলে এলার্ম না বাজলে তো তার কথা মনেই হত না কিন্তু একটা সময় ছিল কেবল এই দিন নয়, বছরের পুরোটা দিন জুড়ে কেবল সে ই ছিল ! তাকে ছাড়া একটা নিঃশ্বাসও যেন নিতে পারতাম না ! আর আজকে ?
মোবাইলের রিমাইন্ডার তার কথা মনে করিয়ে দিল ?
কার কথা বলছি ?
বলছি আমার প্রথম প্রেমিকার কথা ! আমার জীবনের প্রথম মেয়েটির কথা যার প্রেমে পড়েছিলাম আশ্চার্য ভাবে প্রথম দেখাতেই ! প্রথম দেখাতে প্রেম যাকে বলে !
ইভা !
ইভা রহমান মনে করে ভুল করবেন না দয়া করে ! তার ভাল নাল তাসনিম আরা ইভা ! আমার ক্লাস মেইট, আমার জীবনের প্রথম প্রেম ! আজকে এসেছি তার গল্প করার জন্য !
বানিয়ে বানিয়ে গল্প লিখি বলে দয়া করে এটাও মনে করবেন না যে এইটাও বানানো গল্প !
প্রথমে বলি কিভাবে প্রথমে তার প্রেমে পড়লাম !
আমার সেই দিনের কথা এখনও মনে আছে । ক্লাস সেভেনে পড়ি ! শনিবার, ৬ জানুয়ারি, ২০০১ সাল ! আমাদের তখন ছেলে মেয়ে এক সাথে ক্লাস হত !
স্যার আসে নি তাই বসে আছি ক্লাস রুমে ! চরিদিকে হইচই হচ্ছে । আমি বরাবর চুপচাপ ! মেয়েদের সারির দিকে চোখ গেল ! তখনই মেয়েটাকে আমি দেখলাম ! নীল জিন্সের জ্যাকেট পরে মেয়েটা পুরো ক্লাস জুড়ে হেটে বেড়াচ্ছে । সবার সাথে কথা বলছে, হাসছে !
আমি জানি না, আমার বুকের মাঝে কি হল ! কেবল লক্ষ্য করলাম আমার অন্য রকম একটা অনুভুতি হচ্ছে ! বুকটা একটু যেন বেশি জোরে কাঁপছে ! এই অনুভুতি আমার কাছে নতুন ছিল !
ছোট বেলা থেকেই আমি ভালা পুলা হিসাবে পরিচিত । মেয়েদের দিকে একদম তাকাতাম না, কথা তো দুরে থাকুক !
কিন্তু মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারলাম না !
তার কয়েক সপ্তাহ পরে মেয়েটির সাথে আমার মুখোমুখি দেখা হয়ে গেল ! একদম মুখোমুখি ! আমি যে স্যারের কাছে প্রাইভেট পড়তাম সেও সেখানে পড়ত ! দেখা হল সেদিন বৃষ্টি হচ্ছিল ! স্যারের বাসায় দরজার কাছে গিয়েছি ঠিক তখনই মেয়েটা এসে হাজির ! একদম মুখোমুখি ! সে কিছুক্ষন চেয়ে রইলো আমি কিছুক্ষন ! মেয়েটা সেদিন বাদামী রংয়ের কামিজ আর বাদামী ল্যাগিংস পরেছিল ! চুল গুলো একটু যেন ভেজা ভেজা ছিল !
তারপর ইভার সাথে প্রাইভেটে দেখা হত ! কোন দিন কথা হত না ! ক্লাস এইটে ওঠার পর আমরা একসাথে বৃত্তি কোচিং করতাম ! দেখা হতে লাগলো আরও ভাল ভাবে কিন্তু কথা হয় নি ! ক্লাস নাইন গেল, এল ক্লাস টেন ! ২০০৪ সাল !
বলতে গেলে এই বছরটাই আমার জীবনের একটা অর্থ পূর্ন দিন !
আমাদের স্কুলে ছেলেমেয়ে উভয়ই পড়লেও হলেও ছেলে মেয়ে আলাদা ক্লাস হত । কেবল ক্লাস টেন এ ছেলে মেয়ে এক সাথে ক্লাস হত !
আসল গল্প এখান থেকেই শুরু !
তখন আমার কয়েক জনের সাথে আমার বন্ধুত্ব খুব ভাবে জমে ওঠে ! একদিন সেই একজনের সাথে ক্লাসের ফাঁকে বসে বসে গল্প করছি । আমার সেই বন্ধুটা খুব হাসতেছে হঠাৎই ! আমি হাসির কারন জানতে চাইলেই সে আমাকে একটা চিঠি ধরিয়ে দিল ! চিঠিটা ছিল আমাদের ক্লাসের একটা মেয়ের ! এবং মেয়েটা ইভার খুব কাছের এক বান্ধবী !
ঘটনা হল আমার সেই বন্ধুটি কিভাবে সেই মেয়ের সাথে রিলেশন করে ফেলেছে ! আমি কিছু জানিই না !
আমার মনে কেন জানি আবার ইভার কথা টা খুব বেশি করে মনে পড়ে গেল ! বারবার মনে হল, ইস ! ইভা যদি আমাকে এই ভাবে চিঠি লিখতো !
তার কদিন পরেই আমার সেই বন্ধু আমার কাছে জানতে চায় যে আমার কোন পছন্দ আছে নাকি ?
এতোদিন লজ্জার কারনে কথা টা কারও কাছে বলতে না পারলেই সেদিন বলে দিলাম যে আমার কাকে পছন্দ !
তার দিন পনের পরেই খবর এল যে ইভাও নাকি আমাকে খুব পছন্দ করে ! আমি যেন আকাশ থেকে পড়লাম ! বলে কি ?
অবশ্য ক্লাসে আমি সহ কয়েকজন বেশ জনপ্রিয় ছিলাম ! আর সত্যি সত্যি ভালা পুলা হিসাবে একটা সুনাম ছিল !
কিন্তু কথা হল যে আমাকে আগে প্রেমের অফার পাঠাতে হবে । তাহলেই নাকি সে রাজি হবে !
অনেক দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে পাঠিয়ে দিলাম প্রেমে প্রস্তাব !
অফ পিরিয়ড ছিল ! দুই বন্ধুর কাছে একটা রুমালে একটা কাগজ লিখে পাঠালাম ! আমি তো ধরেই নিয়েছিলাম যে উত্তর হ্যা আসছে কিন্তু উত্তর এল "না" !
তার বান্ধবী টেনে টেনে বলতে লাগলো "দেখো এখন ও এই সব কোন সম্পর্কে জড়াতে চাচ্ছে না" !
আমি যেন আকাশ থেকে পড়লাম !
আসলে আমার বন্ধুরা আমার কাছে মিথ্যে বলেছিল ! ইভার সাথে আমার ব্যাপারে তাদের কোন কথা হয় নি ! তার মানে আমি প্রথম প্রেমে ছ্যাঁকা খেয়ে গেলাম ! তারা আমাকে দিয়ে কেবল প্রেমের প্রস্তাব পাঠাতে চেয়েছিল ! তাদেরও একটা আশা ছিল যে ইভা নিশ্চই রাজি হয়ে যাবে !
কিন্তু সে রাজি হল না !
এইডা কুনো কথা !!
খাওয়া দাওয়া করে যখন আবার ক্লাস রুমে আসলাম তখন পুরো ক্লাস জেনে গেছে যে আমি ইভাকে প্রোপোজ করেছিলাম কিন্তু সে রিজেক্ট করে দিয়েছে !
লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে হল !
ছুটির সময় যখন সাইকেল স্ট্যান্ডে সাইকেল নিতে যাবো দেখি ইভা তার বান্ধবী সহ এসে হাজির ! বলতে গেলে এই প্রথম সে আমার মুখোমুখি হল ! আমি চলে যেতে চাইলে আমার সাইকেল আটকে দাড়ালো !
আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলল
-তুমি রাগ করেছ !
আমার তখন মনে হয়েছিল না রাগ করবো কেন ? আমি তো অনেক খুশি হয়েছি ফাজিল মেয়ে !
কিছু বলললাম না ! ইভা বলল
-দেখো আমরা একই সাথে পড়ি ! আমরা কি ভাল বন্ধু হতে পারি না ?
বন্ধু ! আমি তো বন্ধু হতে চাইছি ? থাপড়ায়া দাঁত ফেলে দেওয়া উচিৎ !
কিন্তু কিছু বলতে পারলাম না ! বললাম
-আচ্ছা !
-বল তুমি এবার থেকে আমার সাথে কথা বলবা ! তুমি এমনিতে কারো সাথে কথা বল না ! বলবা তো কথা ?
-হুম বলব !
তারপর ইভার সাথে টুকটাক কথা হতে থাকে ! ইভা নিজ থেকে কথা বলতো, মাঝে সাঝে চকলেট খাওয়াতো ! ঝালমুড়ি খাওয়াতো !
কিন্তু মন ভরছিল না ! ইভাকে নিজের প্রেমিকা না বানানো পর্যন্ত যেন শান্তি পাচ্ছিলাম না ! তারপর থেকে একটা পাগলামো শুরু করি ! নিজের হাত কেটে কাগজে চিঠি লিখে ওকে দিলাম !
মনে হল যেন কাজ হল ! ওর বান্ধবীর ছোট বোনের জন্মদিনে ওর সাথে দেখা হল ! ও নিজে হাতে আমাকে কেক খাইয়ে ছিল ! কিছুটা নাকে ঘষে দিল ! তারপর নিজ থেকেই আমাদের বাসায় যাওয়ার দাওয়াত নিল !
ঠিক হল পহেলা বৈশাখের দিন তারা আমার বাসায় যাবে ! ঠিক ঠিক এসে হাজির ! ততদিনে ইভার মন গলে গেছে !
ওরা চার বান্ধবী আমাদের বসার ঘরে বসে রয়েছে ! এই সময়ে ইভা আমাকে ডেকে বারান্দায় নিয়ে গেল ! আমি চুপ করে ছিলাম । কি বলবো ঠিক বুঝতে পারছিলাম না ! ইভা বলল
-আমাকে কিছু বলতে চাও না ?
-উহু !
-তোমার কিছু বলার নেই ?
-আছে তো !
-তাহলে বল না কেন ?
-মুখে কিভাবে বলবো ? লিখে দেই ?
শুনতে হাস্যকর হলেও সেদিন এই কথাটাই বলেছিলাম !
তারপর কাগজে লিখলাম
ডু ইউ লাভ মি ? ইয়েস / নো !
সে আমার হাত থেকে কলম টা নিয়ে ইয়েস এ টিক দিয়ে নো টা কেটে দিল !
পুরাই মাল্টিপল চয়েজ প্রোপোজ !
তারপর ব্যাগ থেকে ছোট একটা উপহার ধরিয়ে দিল আমার হাতে !
তখন মনের ভিতর কি পরিমান আনন্দ হচ্ছিল বলে বোঝানো যাবে না !
আবার যখন রুমে ফিরে এলাম তখন আমি যেন অন্য জগতে ছিলাম ! আমাদের বন্ধু এবং ওর বান্ধবীরা জিজ্ঞাসু চোখে আমাদের দিকে তাকিয়ে ! ইভা রহস্যময় হাসি দিয়ে অন্য কথায় ব্যস্ত হয়ে গেল ! ওর এক বান্ধবী আমাকে বলল সব ঠিক আছে ? আমি বললাম ঠিক আছে !
ঠিক আছে মানে ? ঠিক না থেকে পারে ! তখনই একটা কাজ হল ! টেবিলের উপর আমার কাটার টা ছিল যেটা দিয়ে আমি হাত কেটে রক্ত বের করে ইভার কাছে চিঠি লিখে পাঠাতাম ! ইভা ওটা হাতে নিয়ে বলল
-এটা দিয়ে হাত কাটতে ?
আমি খানিকটা গর্বের স্বরেই বললাম
-হু !
-এখন কাটো তো !
নিজের কাছে কেমন যেন লাগলো ! যদি না কাটতে পারি তাহলে ছোট হয়ে যাবো ওর কাছে ! কাটার টা নিয়ে কেবল বা হাতের কব্জির নিচে একটা টান দিলাম ! কোন কিছু না ভেবেই ! প্রথমে কিছুক্ষন কিছুই হল না কিন্তু অনুভব করলাম একটু পরেই !
আআআআআআআআআআআ !! মুখ দিয়ে কোন আওয়াজ না বেরুলেও কি পরিমান জ্বলতেছিল আমি জানি ! হাত কেটে রক্তারক্তি অবস্থা ! পাঞ্জাবী পরা ছিল । সাদা পাঞ্জাবীতে রক্ত লেগে গেল !
অন্যরা আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেও ইভা চুপ করে ছিল ! ওর চোখে একটা অন্য রকম আনন্দ দেখতে পাচ্ছিলাম ! চাপা আনন্দ !
সেই কাটা দাগ এখনও আমার আছে !
এর পরেই আমার অন্য রকম একটা জীবন শুরু হল ! ইভার সাথে মোট ১০ মাস রিলেশন ছিল ! বলতে কোন বাঁধা নেই কোন দ্বিধা নেই দশটি মাসের প্রতিদিনই আমি আমি কাটিয়েছি অন্য এক জগতে ! জীবনে অন্য রকম একটা আনন্দময় সময় ছিল সেটা !
ওকে চিঠি লিখতাম খুব বেশি ! এত্তবড় বড় সব চিঠি ! একটা ঠিক চিঠি না লিখলে ওর রাগ কে দেখতো !
ওকে নিয়ে সাইকেল ভ্রমনে যেতাম প্রায়ই ! দুইজনের সকালের প্রাইভেট কামাই দিয়ে চলে যেতাম যেদিকে চোখ যায় !
মাঝে মাঝে এমনও হয়েছে আমাদের দেখাই হয় নি ! ও আমাকে এক জায়গায় দাড়াতে বলেছে আমি বুঝি নি, দাড়িয়ে রয়েছি অন্য জায়গায় ! ও রাগ করে আছে আমিও রাগ করে আছি !
এরকম কত স্মৃতি যে আমাদের রয়েছে । কতদিন হয়ে গেল তবুও যেন চোখের সামনে যেন সব ভাসে !
ওর সাথে সম্পর্কের পুরোটা সময়ে আমি আসলেই অন্য এক জগতে ছিলাম ! ছোট ছোট অনে ঘটনা ইচ্ছে করলে বর্ণনা করা যায় তাহলে আজকে আর শেষ হবে না !
একটা সময় নিজেদের ভুলের কারনে সম্পর্কটা নষ্ট হয়ে যায় ! দোষ ছিল দুজনেরই ! কারও বেশি কারও কম ! কে বেশি দোষী ছিল সেটা আজকে আর নাই বলি !
সেই কবেকার কথা ! প্রথম প্রেম ছিল, কোন চিন্তা ভাবনা ছিল না কেবল আবেগ ছিল ! আজও আছে মনের কোথাও ! আজও তাকে মনে পড়ে !
এর আগেও তাকে নিয়ে ব্লগ লিখেছি বেশ কয়েকটা ! আজকে লেখার কারন হচ্ছে আজে তার জন্মদিন ! আমাদের সম্পর্ক থাকা সময়ে তার জন্মদিন টা আমি পাইনি ! তার জন্মদিনের পরে সম্পর্ক শুরু আর পরের টা আসার আগেই শেষ !
শুভ জন্মদিন প্রথম প্রেমিকা !
হয়তো আজকে আমাকে আর আগের মত মনে পড়ে না ! মনের গভীরে কোথাও আমার স্মৃতি গুলো ফেলে রেখেছো অবহেলায় ! তবে এই টুকু নিশ্চিত জানি আমাকে তুমি মনে রেখেছো ! মনের কোথাও না কোথাও আমার কথা কোন এক বিষন্ন বিকেলে ঠিকই মনে পড়ে তোমার ! যেমন টি আমার মনে পড়ে !
সবার শেষে তার কয়েকটা লাইন দিয়ে শেষ করি ! সে একটা চিঠিতে আমাকে লিখেছিল !
When I will Die,
Come to my grave
No Cry, No pray
On just Say "I love you"
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: ইহা কুনো কথা নহে !!
বয়স কত হইলো ? ![]()
২|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৭
একজন ঘূণপোকা বলেছেন:
আহা!! প্রথম প্রেম
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৮
অপু তানভীর বলেছেন: আহা !!
প্রথম প্রেম !! ![]()
![]()
৩|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৬
টানিম বলেছেন: আহা!! প্রথম প্রেম । আমারও এই টাইপ একটা লেখা আছে ।
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:২৯
অপু তানভীর বলেছেন: কই কই ?
লিংক দেন দেখি ....... ![]()
৪|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৫
হুমায়ুন তোরাব বলেছেন: ইভা নিজ থেকে কথা বলতো, মাঝে সাঝে চকলেট খাওয়াতো ! ঝালমুড়ি খাওয়াতো ![/sb
প্রথম প্রেম অনেক কিছু । যায় হোক আমার সাবেক ভাবির খোঁজ খবর নেন ??
আসলেই কি হাত কাটতেন ??
বাই দ্যা ওয়ে
ইভা না বটবিক্ষ ,কাকে বেশি ভালবাসেন ওর বাসতেন ??
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৪২
অপু তানভীর বলেছেন: প্রথম প্রেম অনেক কিছু ! অনেক কিছু !!
আর হাত কাটার প্রমান আছে আমার কাছে !!
আর কাকে বেশি ভালবাসি এটা একটা অবান্তর প্রশ্ন !!
৫|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:৫১
আম্মানসুরা বলেছেন: পোস্টে প্লাস
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন:
![]()
৬|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৫
আমি ময়ূরাক্ষী বলেছেন: আজকে মোবাইলে এলার্ম না বাজলে তো তার কথা মনেই হত না কিন্তু একটা সময় ছিল কেবল এই দিন নয়, বছরের পুরোটা দিন জুড়ে কেবল সে ই ছিল ! তাকে ছাড়া একটা নিঃশ্বাসও যেন নিতে পারতাম না ! আর আজকে ?
মোবাইলের রিমাইন্ডার তার কথা মনে করিয়ে দিল ?
তবুও মোবাইলের রিমাইন্ডার আজও তার জন্মদিনটা মনে করিয়ে দেয়। কারো কারো মোবাইলে কখনও যাকে ছাড়া বাঁচা অসম্ভব বলে মনে হত আজ তার নামের ন ও নেই। তবে এই লেখাটা পড়ে হয়তো অনেকেরই মনে পড়ে যাবে এমন কোনো স্পেশাল মানুষের কথা একটা সময় যে ছিলো তার পুরোটা জগৎ। বছরের প্রতিটা দিন যার কারণে ছিলো স্পেশাল। সেই সোনালী সময়টুকু হারিয়ে যায় হয়তো একটা সময় কিন্তু রেখে যায় তার পদচিহ্ন।
লেখাটা প্রিয়তে রেখে দিলাম। মাঝে মাঝে পড়বো।
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: পুরানো কথা গুলো মাঝে মাঝে মনে পড়ে যায় ! যেতে বাধ্য....
যদি এই লেখা পড়ে কারও তার হারিয়ে যাওয়া সেই বিশেষ মানুষটার কথা মনে পড়ে যায় তাহলে আমার নিজের কাছে অনেক ভাল লাগবে !!
ধন্যবাদ !![]()
![]()
৭|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:২১
কসমিক- ট্রাভেলার বলেছেন:
ভাই দিলেনতো অতীতের কথা মনে করিয়ে !!!
আপনার সম্মানে,আমার পথম প্রেমপত্রের কয়েকটি লাইন
প্রিয় মুক্তা,
যখন পৃথিবীটা তার ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে নিঝুম রাতের কোলে অঘোর ঘোরে ঘুমাচ্ছে ঠিক সেই মুহুর্তে তোমাকে লিখতে বসলাম।
পর সমাচার, শুধু চোখাচোখিতেই কাটলো প্রায় ১০মাস কিন্তু আজও মনের কথা বলতে পারিনি। বাংলাদেশ স্বাধীন হয়েছিলো ৯মাসে আর আমি এই ১০ মাসেও মনের স্বাধীন ইচ্ছা প্রকাশ করতে না পারার যন্ত্রণায় ভুগছি................................................................
ইতিমধ্যে বিভিন্নভাবে জেনেছি যে, আমাকে তুমি পছন্দ করো কিন্তু
এতদিন প্রতিকূল পরিবেশ হয়তো সেটাকে প্রকাশের পথে বাধা হয়েছিল....................................................................
শেষ লাইনটি ছিল-
Congratulation to you in the realm of my love
(২৬ মার্চ ২০০৫ এর কথা)
তারপর কেল্লাফতে !!!
পরে একদিন বিস্তারিত বলবো
আজ অনেক ব্যস্ত।
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১
অপু তানভীর বলেছেন: তাইলে তো আপনে আমার থেকে প্রেমের ব্যাপারে একটু জুনিয়র ! আমার শুরু হইছিল ১৪ই এপ্রিল ২০০৪ !
ওকে ! পুরো জানার জন্য অপেক্ষায় রইলাম ! বলা যায় না নতুন গল্পও লেখা হয়ে যেতে পারে ! ![]()
![]()
৮|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২
হুমায়ুন তোরাব বলেছেন: আমারে লিখা হেতির একখানা লাইন লিখে দেই
হয়নি বলা কোন কথা হয়েছে শুধু অনুভুতি ।
সেই ২০০৯ সালের চিরকুট ।
তয় আমি সিঙ্গেল আছি,আপ্নার কোন শালিকা থাকলে অপু ভাই আমার কথা মনে কইরেন ।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৩
অপু তানভীর বলেছেন: আচ্ছা দেখি শ্যালিকা পাই নাকি ![]()
৯|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৫
সচেতনহ্যাপী বলেছেন: আজীবন বেচে ভালবাসা।
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫২
অপু তানভীর বলেছেন: আজীবন বেঁচে থাকুক ভালবাসা !!
১০|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: আজীবন বেচে থাক ভালবাসা।
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৫৪
অপু তানভীর বলেছেন:
১১|
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৩৮
আধখানা চাঁদ বলেছেন: বেশি জোশ লেখা। আপচুচ হইতাচে আমার কুন প্রথম নাই দেইখা। একটা ঘটনা আছে, সেইটা প্রথম কিনা জানিনা ! সেইটা ব্লগে নাই। লিখলে আপ্নারে জানামুনে।
এত ভাল কেমনে লেখেন ভাই ?
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫
অপু তানভীর বলেছেন: প্রথম ভালবাসা সবার জীবনেই একটু বেশি স্পেশাল ! সবার কাছে মনে থাকে তা সারা জীবন !
ওকে আপনি জলদি লিখে ফেলেন ! আমাকে লিংক দিয়ে যাইয়েন ! ![]()
![]()
১২|
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৪৪
আমিনুর রহমান বলেছেন:
দিলি তো অতীত মনে করিয়ে
প্রথম প্রেমের গল্পে অনেক ভালো লাগা। গল্পের আগেই ভেবে রেখেছিলাম পাইছি তোরে আজকে পচামু। কিন্তু গল্প পড়ে কেনো যেন চুপ হয়ে গেলাম।
তুই অনেক ভালা পোলা সেটা আমরা জানি। ভালো থাকিস।
২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১১:৫৮
অপু তানভীর বলেছেন: প্রথম প্রেমের কথা মাঝেসাজে মনে পড়া ভাল ! সেই সব সুখের দিন গুলোর ভেবে খানিকটা নস্টালজিক হতে কার না ভাল লাগে বলেন !
হেহেহেহে !!
আর আমি ভালা পুলা আমি তো ব্যানারেই লিখা রাখছি !! ![]()
![]()
![]()
আপনেও ভাল থাইকেন !
সেদিন বলে ফোন দিছিলেন ? আমি তো কিছু জানি না ![]()
১৩|
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: ভালো লাগলো
আরো একবার ভালোলাগা জানিয়ে গেলাম
ভালো থাকবেন
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১২:৫৬
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
![]()
![]()
১৪|
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২০
বাকপ্রবাস বলেছেন: অপিষের কাজটাজ ফেলে ফিরে গেলাম শৈশবে..... আর হাসলাম এই ভেবে (বানিয়ে বানিয়ে গল্প লিখি বলে দয়া করে এটাও মনে করবেন না যে এইটাও বানানো গল্প ! )
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৭
অপু তানভীর বলেছেন: যাক আমার লেখাটা আপনাকে শৈশবে নিয়ে যেতে পেরেছে জেনে ভাল লাগলো ! ![]()
![]()
![]()
১৫|
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ১:২৩
হিজবুল বাহার বলেছেন: আমিও ২০০৪ এ দশম শ্রেণীতে পড়াকালীন সময়ে ক্লাস সেভেনের একটা মেয়ের সাথে প্রথম প্রেমে পড়েছিলাম । স্থায়িত্ব ছিল এক সপ্তাহ । সত্যিই ওই বয়সের প্রেমে আলাদা একটা রোমান্স ছিল ।
২৯ শে মার্চ, ২০১৪ দুপুর ২:১৮
অপু তানভীর বলেছেন: অন্য রকম ! আলাদা একেবারেই আলাদা !! ![]()
১৬|
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪০
মামুন রশিদ বলেছেন: প্রথম প্রেমের স্মৃতি এত মধুর হয় ক্যারে...?
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
অপু তানভীর বলেছেন: প্রথম প্রেমের স্মৃতি !!
কোন দিন কি ভোলা যায় ??
যায় না ! ![]()
১৭|
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: নস্টালজিয়ায় আক্রান্ত হলাম। গল্প ভালো লাগলো।
ধন্যবাদ, অপু তানভীর।
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ![]()
![]()
![]()
১৮|
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: প্রথম প্রেমের স্মৃতি ভোলা যায় না....................
২৯ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯
অপু তানভীর বলেছেন: কখনও ভোলা যায় না ! ভোলা যায় না !
১৯|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৮:১৮
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: স্মৃতি কাতর হলাম, আবেগে আপ্লুত হলাম।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪১
অপু তানভীর বলেছেন:
২০|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৪
খোলা বাতাস বলেছেন: হুমম প্রেম একবার এসেছিল নিরবে.........
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪২
অপু তানভীর বলেছেন: নিরবে এসে কি নিরবেই চলে গেছে ? পরিস্কার করে বলেন ?
আপনে কেনু তাকে যেতে দিলেন ?
হুম ?
২১|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:০৩
প্রোফেসর শঙ্কু বলেছেন: প্রথম প্রেমের সেই বুকে ঝড় ওঠা দিনগুলোর স্মৃতিচারণ!
বেশ তো!
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩
অপু তানভীর বলেছেন: প্রথম প্রেমের দিন গুলো সব সময়ই বুকের কোনে একটা আলাদা ঝড় ওঠায় !!
তা প্রোফেসর সাহেবের প্রথম প্রেমের স্মৃতি জানতে মন চায় ![]()
![]()
২২|
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:৩৭
জেরিফ বলেছেন:
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৪
অপু তানভীর বলেছেন: কিতা হইছে মডেল জেরিফ খান ? খেপু কেনু ? :-& :-&
২৩|
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আপনার প্রথম প্রেমিকা ইভার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
আপনার জন্য এন্ড্রু কিশোরের একটা গানের লিংক দিলাম। শুনে দেখতে পারেন ভালো লাগবে।
আমি আর কারো ভালোবাসা চাই না।।/সব কথা ভুলা জায়/প্রথম প্রেমের কথা ভুলা যায় না.......
লেখাটায় আন্তরিকতার অভাব পরিলক্ষিত হল।
আরও অন্তর্ভেদী হতে পারতো শব্দের গাঁথুনি শক্ত করে আর কথার মায়াজাল ছড়িয়ে।
তারপরও ভালো লাগলো। অনেকের মনেই হয়তো আপনার এই লেখাটা পড়ে প্রথম প্রেমের কথা উঁকি দেবে। অনেক ধন্যবাদ অপু।
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ![]()
![]()
![]()
২৪|
৩০ শে মার্চ, ২০১৪ রাত ৩:৫৩
বিদ্রোহী বাঙালি বলেছেন: জায়>যায়
৩০ শে মার্চ, ২০১৪ সকাল ১০:৪৫
অপু তানভীর বলেছেন:
২৫|
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:২৮
বৃষ্টিধারা বলেছেন: বেশ ভালো লাগলো । ![]()
৩০ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫২
অপু তানভীর বলেছেন:
২৬|
৩১ শে মার্চ, ২০১৪ রাত ১:১৮
শান্তির দেবদূত বলেছেন:
খুব স্বার্থক করেই ফুটিয়ে তুলেছেন প্রথম প্রেমের ঘটনা, তবে হাত কাটার ওখানে ইভার খুশি হওয়াটা কেমন যেন লাগল! প্রেমিকারা একটু বেশিই নিষ্ঠুর হয়
অনেক ঘটনাই স্মৃতির চিলেকোঠায় হালকা দুলোনি দিয়ে গেল! আমাদের কৈশরের স্মৃতিগুলোতে কত মিল! আহারে! রঙিন দিনগুলি!
৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
অপু তানভীর বলেছেন: আমি সেদিন তার চোখে আসলেই অদ্ভুদ একটা আনন্দ দেখেছিলাম যা কোন দিন ভুলতে পারবো না ! এমন একটা ভাব যেন আমার জন্য একটা ছেলে নিজের হাত কেটে ফেলল নির্দ্বিধায় ! একটু নিষ্ঠুরই বটে তবে তখনই কি আর সেই কথা মনে আছে !
সত্যিই সেই সব রঙিন দিন গুলো মাঝে মাঝেই দুলুনি দিয়ে যায় ! কত চমৎকার দিনই না কাটিয়ে এসেছি !!
২৭|
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৮
অপরাজিতা নীল বলেছেন: আসলেই মনে পরে কোনও এক বিষন্ন বিকেলে অথবা নির্ঘুম কোনও গভীর রাতে
![]()
০১ লা এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৭
দালাল০০৭০০৭ বলেছেন: গল্পে ভাল লাগা এবং +++++++++ এখন ও প্রথম প্রেমের অপেক্ষায় আছি। :!>