নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফান নয় সিরিয়াস পোস্টঃ টেস্ট করে নিন আপনি সামুর কেমন ব্লগার !!

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:০৪

তা আপনি তো সামুতে ব্লগিং করছেন ! আচ্ছা বলেন তো আপনি কেমন ব্লগার ?

বলতে পারবেন ?

একটু ঝামেলার প্রশ্ন ?

আচ্ছা আসুন আজকে আমি আপনাকে সাহায্য করি আপনি কেমন ব্লগার সেইটা বের করার জন্য !

তার আগে আপনাকে কয়েকটা প্রশ্নের জবাব দিতে হবে ! প্রতিটা প্রশ্নের জন্য তিন ধরের উত্তর দেওয়া থাকবে ! আপনি সঠিক উত্তর টা বেছে নিবেন ! সঠিক উত্তর গুলো আমি নিচে দিয়ে দিলাম !

উত্তর গুলো হলঃ

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি (কখনও সত্য আবার কখনও মিথ্যা)

গ. ডাহা মিথ্যা !



আরও ভাল করে বললে বলতে হয় এখানে কিছু বক্তব্য রয়েছে সেগুলো আপনার সাথে কিভাবে যাচ্ছে যেটা আপনি বের করবেন ! কথাটা কি আপনার ক্ষেত্রে পুরোপুরি সত্য নাকি একবারেই মিথ্যা । অথবা কাজটা আপনি মাঝে মাঝে করেন আবার মাঝে করেন না !



তো আসুন উত্তর নির্বাচন পর্ব শুরু করে দেওয়া যাক ।



১. আপনার সামুতে নিক/একাউন্ট/আইডি আছে ।

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২. আপনার কেবল একটা নিকই আছে আপনির এই নিকটা ছাড়া অন্য কোন নিক নেই কিংবা থাকলেও আপনি সেইটা ব্যবহার করেন না ! এবং ব্যবহার করলেও সেটা সবাই জানে যে এইটা আপনারই নিক !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৩. আপনি আপনার মাল্টি নিক দিয়ে অন্যের পোস্টে কখনই আক্রমনাত্মক মন্তব্য করেন না !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৪. সামুতে কেবল নিজের পোস্ট করার জন্যই না বরং অন্যের পোস্ট পড়ার জন্যও ব্লগে আসেন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৫. আপনি পিসির ব্রাউজার থেকে সব থেকে বেশি ব্যবহৃত বাংলা ব্লগটির নাম সামহোয়্যার ইন ব্লগ !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৬. সামু যখন ডাউন থাকে আপনার ভিতরে এক ধরনের অস্থিরতা কাজ করে ! সামু চালু হবে না জেনেও বারবার রিফ্রেস করে দেখেন সামু এসেছে কি না !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৭. সামুতে আপনার পোস্ট কেউ পড়লো কি না সেটা নিয়ে আপনি খুব একটা চিন্তিত নন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৮. আপনার পোস্টটি নির্বাচিত পাতায় গেল কি না সেইটা নিয়ে আপনি খুব একটা চিন্তিত নন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৯. আপনি সামুতে লিখেন নিজের মনের আনন্দের জন্য, নিজের জ্ঞান, নিজের জানাটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, হিট পাওয়ার জন্য কখনই লিখেন না !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১০. আপনি আপনার পোস্টে আপনার মাল্টি নিক দিয়ে কখনই মন্তব্য করেন নি !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১১. কেবল যে আপনার পোস্ট পড়বে কিংবা কেবল যে আপনার পোস্টে মন্তব্য করবে আপনি কেবল তার পোস্টেই যাবেন এবং কেবল সেই পোস্ট গুলোতে মন্তব্য করবেন এই তত্ত্বে আপনি বিশ্বাসী নন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১২. আপনি কোন একটি পোস্টে কখনই পোস্ট বিষয় বহির্ভুত মন্তব্য দিয়ে কথা শুরু করেন নি । তবে মন্তব্যের খাতিরে দুএকটা কথা বলাটা আলাদা কথা !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৩. যখন আপনার পোস্ট নির্বাচিত পাতায় যায় না তখন আপনি খুব বেশি কিছু একটা মনে করেন না ।

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৪. নির্বাচিত পাতা দেখেন না বললেও নিজের লেখা যখন নির্বাচিত পাতায় যায় তখন ভাল লাগে !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৫. অন্য পোস্টে আপনার থেকে বেশি মন্তব্য পড়লে আপনি কখনই ঈর্ষাকাতর হয়ে পড়েন না ! বরং ভাল পোস্ট হলে নিজে গিয়েও সেখানে একটি মন্তব্য করে আসেন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৬. কোন সহ ব্লগারের কোন ভুল চোখে পড়লেও তাকে কেবল জিনিস টা আপনি ধরিয়ে দিয়ে এসেছে কিন্তু কখনও তাকে অপমান করার চেষ্টা কিংবা ছোট করার চেষ্টা করেন নি !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৭. নিজের পোস্টের কোন ভুল যদি অন্য কেউ ধরিয়ে দেয় তাহলে তার উপর আপনি তার উপর কোন দিন বিরক্ত হন নি বরং তাকে ধন্যবাদ দিয়েছেন মন থেকে !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৮. সমালোচনা আপনি স্বাভাবিক ভাবে নেন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



১৯. সংকলন পোস্টে নিজের কোন পোস্ট কিংবা নিজের নাম না দেখলে আপনার কিছুই মনে হয় না !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২০. অন্যের কষ্ট সাধ্য পোস্ট গুলো আপনি যথাযত ভাবে মূল্যায়ন করতে পছন্দ করেন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২১. কারও পোস্টে আপনি কোন দিন না পড়ে মন্তব্য করেন নি কিংবা না বুঝে মন্তব্য করেন নি !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২২. আপনি কেবল লেখকই নন এবং ভাল পাঠকও বটে !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৩. আপনার পোস্ট ব্যবহৃত তথ্য সূত্র উপাত্ত এবং লেখার মূল বিষয় বস্তু আপনার নিজেরই বের করা । কোন ক্ষেত্রে কারো কাছ থেকে তথ্য পেলে সেটা পোস্টের শেষ অবশ্যই আপনি উল্লেখ করে দেন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৪. আপনি একজন ব্লগারকে কখনই তার নিকের বয়স কিংবা হিটের সংখ্যা দিয়ে মূল্যায়ন করেন না !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৫. আপনি কোন দিন এমন কোন ব্লগ পোস্টে যান নি কেবল এটা দেখে যে ব্লগটি একটি মেয়ের বলে । অবশ্য পরিচিত ব্লগার হলে কথা ভিন্ন ! আপনি কেবল শিরোনাম দেখে পছন্দ হলে কিংবা গুরুত্বপূর্ন মনে হলে এবং আপনি যাদের কে অনুসারন করেন সেই ব্লগারদের পোস্টে যান !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৬. একটি পোস্ট ভাল লাগলে আপনি অবশ্যই সেখান থেকে নিরবে চলে আসেন না বরং একটি মন্তব্য দিয়ে আসেন এবং একটু কষ্ট করে হলেই একটা প্লাস দিয়ে আসেন !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৭. আপনাকে নিয়ে কেউ নেগেটিভ মন্তব্য কিংবা পোস্ট করলে যেটা কি না, আপনার জন্য সত্য, আপনি সেটা স্বাভাবিক ভাবে নেন এবং পরবর্তিতে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন না বরং নিজেকে বদলানোর চেষ্টা করে !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৮. আপনার নামে কেউ মিথ্যা বানোয়াট কিছু করলে আপনি সেটার প্রতিবাদ করেন তবে অবশ্যই মার্জিত ভাষায় ! কুকুর আপনার পায়ে কাপড় দিলেই তো আপনি কুকুরের পায়ে কামড় দিতে পারেন না আপনি এই তত্ত্বে বিশ্বাসী !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



২৯. ব্লগে আসার অন্যতম কারন হচ্ছে জানা (এই জানা মানে ব্লগার জানা না ;), টু নো) এবং জানানো ! কারো সাথে খোচাখুচি করার জন্য, আপনি ব্লগে আসেন না !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !



৩০. এবং সব শেষে এই পোস্ট পড়ে মনে হচ্ছে হুদাই এতো গুলো প্রশ্নের উত্তর দিচ্ছি !

ক. পুরোপুরি সত্য !

খ. মোটামুটি

গ. ডাহা মিথ্যা !





এখন আসুন আপনার স্কোর কত দেখা যাক !

প্রতিটি ক উত্তরের জন্য আপনার নাম্বার হবে ৫ এবং প্রতিটি গ উত্তরের জন্য আপনার নাম্বার হবে ০ ! এবং মোটামুটি জন্য আপনি ৩ নাম্বার নিতে পারেন তবে যদি মনে হয় বক্তব্য একটু বেশি সত্যের দিকে তাহলে ৪ এবং যদি একটি বেশি মিথ্যার দিকে তাহলে ২ কিংবা ১ !

এবার স্কোর গুলো যোগ করে দেখন কত আসলো ! সর্বোচ্চ নাম্বার হবে ১৫০ এবং সব চেয়ে কম হবে ০ !

স্কোর মিলিয়ে যোগ করে এবার আপনি কেমন ব্লগার দেখতে এই খানে ক্লিক করুন এই খানে



হ্যাপি ব্লগিং !!

মন্তব্য ৫০ টি রেটিং +২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:১২

শাকিল ১৭০৫ বলেছেন: ঐ মিয়া আমার দেখি ১৫০ নাম্বার ই আইসা পরে! ক্যামনে কি ;) :P

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৮

অপু তানভীর বলেছেন: তুমি এতু ভালু বুলোগার :-& :-& :-&

জানা ছিল না তো ;)

২| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২১

দালাল০০৭০০৭ বলেছেন: হা হা =p~ =p~ =p~ বুদ্ধির তারিফ না করে উপায় নাই ।

০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৮:২৯

অপু তানভীর বলেছেন: হে হে হে ;););)

৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩

সিস্টেম অ্যাডমিন বলেছেন: B-)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

অপু তানভীর বলেছেন: :D :D :D

৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬

ট্রিপল এ বলেছেন: ১৩০ এর কাছাকাছি আসে ভাই :|| :|| :|| :|| :|| :|

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩

অপু তানভীর বলেছেন: ১৫০ এর কিমি। পাইলে হইবে না ! ;);)

৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭

অথৈ সাগর বলেছেন: :P :P :P

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: :D :D :D :P :P

৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:০২

আমিনুর রহমান বলেছেন:





আমিই সেরা ;)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: তা আবার বলতে ;)

৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: ভাই, ১৪০ এর মত হয় :-B :-B :-B :-B

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন: :):):)

আপনে ভালা ব্লগার :):)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৫১

মামুন রশিদ বলেছেন: প্লাস দিয়ে গেলাম 8-|

(দ্রষ্টব্যঃ ২৬)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন: আপনেরে থেঙ্কু :)

৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫

সোহানী বলেছেন: আরে দারুনতো....... কঠিন গভেষনা...............

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: :D :D :D

১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: আমি ই আমিইইইইইইইইইইইইইই ! সবগুলা ক , হিসাব করেন তো অপু ভাই :)

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: উত্তর তো আমি কইয়াই দিছি ;)

১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৬

লাবনী আক্তার বলেছেন: এইটা কি সামু টেস্ট ? B:-/ B:-/

ওররে আর কত জীবনে পরীক্ষা দিমু? |-) |-)

আমি পরীক্ষা দিমুনা । B-) B-) :P

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: কেনু কেনু ?

পরিক্ষা কেনু দিবেন না ?

জলদি দিয়া দেন পরীক্ষা :D :D

১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩১

চিরতার রস বলেছেন: আমি আগেই রেজাল্ট দেইখালাইছি B-) B-) তাই আর পরীক্ষা দেই নাই :-B :-B :-B

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: এইটা তো ঠিক করেন নাই ! আপনে তো দেখি বদ বুলোগার ;)

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৯

আজ আমি কোথাও যাবো না বলেছেন: প্লাস!

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: :):):)

১৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:২০

সংগ্রামী বালক বলেছেন: অপু ভাই এত্তো বুদ্ধি আপনি কোথায় রাখেন?

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: সব আকাইম্মা বুদ্ধি :D :D :D

১৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১

হাসান মাহবুব বলেছেন: ১০৫

০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: B:-) B:-) B:-) B:-) :-& :-& :-&

১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
নিজের অবস্থান বেশি ভালো না...
ভালো হবারও নয়... বয়স নাই রে ভাই :(


‘পুরোপুরি সত্য’ আছে বেশ ক’টিতে, এবং তাতে আমি সন্তুষ্ট

‘মোটামুটিও’ আছে, কী করবো নিজের কাছে তো মিথ্যা বলতে পারি না

‘ডাহা মিথ্যা’ আছে কয়েকটিতে, বলা যাবে না ;)


নম্বর: মাশাল্লা B-)

০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১১

অপু তানভীর বলেছেন: ডাহা মিথ্যা গুলো না বলাই ভাল ;);)

১৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫২

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: ১০২ :P :P

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: ১০২ ??

অতি সন্দেহজনক ব্লগার দেখতেছি ;);)

১৮| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

মিজানুর রহমান মিলন বলেছেন: সবগুলোর উত্তর ক ।

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১

অপু তানভীর বলেছেন: আপনে তো ভালা ব্লগার ;);)

১৯| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৯

মুদ্‌দাকির বলেছেন: এই রকম একটা ডজ দিলেন ?? :( :(

কত এফোর্ট দিয়া পরীক্ষা দিলাম, দেখতে যে আমি কত উত্তম?? ;) ;)

যাই হোক সবার ফলাফল ভালো , এটাই ভালো :D :D :D :D

০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৭

অপু তানভীর বলেছেন: আপনের নাম্বার কত বলেন ! তাইলেই বুঝতে পারা যাবে আপনে কেমুন বুলোগার ;);)

২০| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

প্রোফেসর শঙ্কু বলেছেন: ১১৬ :)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: কন কি ? আপনের ১১৬ ?
:|| :|| :|| :|| :-/ :-/ :-/

২১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

একজন ঘূণপোকা বলেছেন:
অফলাইনেই রেজাল্ট দেখে ফেলছি =p~ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: স্কোর কত ? ;););)

২২| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩

আমি তুমি আমরা বলেছেন: রেজাল্ট কমু না

১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১০

অপু তানভীর বলেছেন: সে কি কেনু কবেন না :-& :-& :|| :||

২৩| ১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ধাক্কা খাইছি।

এত কষ্ট কইরা হিসাব করলাম।

আমার ১২১

১৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: কেন কেন ১২১ ? এতো কম কেন ? :-& :-& :-&

২৪| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৫৫

অঘটনঘটনপটীয়সী বলেছেন: বাহ! :)

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: :) :)

২৫| ১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:২৪

সুমন জেবা বলেছেন: আপনার পোষ্ট অনেক না পড়লেও যে কয়টা পড়েছি ভালো লেগেছে । এটাতেও ব্যাতিক্রম হয়নি ++++++

১০ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
অনেক ধন্যবাদ !
তবে আস্তে আস্তে পড়া শুরু করে দেন ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.