নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা প্রশ্নঃ "নাম ছাড়া" কি কোন ব্লগার হতে পারে ? মানে একজন ব্লগার থাকবেন কিন্তু তার নিকের কোন নাম থাকবে না !
প্রশ্ন টা রইলো আপনার কাছে !
এখন সামুতে একজন ব্লগারকে আপনি কিভাবে খুজে পাবেন কিংবা কিভাবে চিনবেন ?
সহজ প্রশ্নের জবাব আসবে চার ভাবে খুজে পাবো !
এক- সেই ব্লগার যদি কোন পোস্ট দেয়
দুই- যদি সে কোন মন্তব্য করে !
তিন- আপনার ভিজিট লিস্টে তার নাম দেখে !
চার- কতজন ব্লগার অনলাইনে আছে সেই লিস্টে তার নাম দেখে !
এখন কথা হচ্ছে যদি সেই ব্লগার যদি কোন মন্তব্য না করে কিংবা কোন পোস্ট না দেয় ?
তাহলে উপরের দুটো উপায় বাতিল হয়ে যায় ! কিন্তু নিচের দুটো পদ্ধতি তো থেকেই যায় ! মনে করেন সেই ব্লগার আপনার পোস্টে কিংবা আপনার ব্লগে কোন দিন আসলো না ! তাহলে ?
তিন নাম্বারটা বাদ দিলাম কিন্তু সেই ব্লগার যদি অনলাইনে থাকে, তাহলে কিন্তু তার নাম অনলাইন লিস্টে থাকবে !
এখন আগের কথায় আসি ! আগের প্রশ্নটায় ?
নাম ছাড়া কি কোন ব্লগার থাকতে পারে ?
জি পারে ।
পারে ?
তাহলে দেখুন এই স্ক্রিনশর্ট টা ! সামুতে একজন ভুতুড়ে নাম বিহীন ব্লগার আছে !
এই দেখুন
আরেকটু ভাল করে দেখুন ! নাম দেখতে পাচ্ছেন ? কোন নাম নেই !
এখন এই নাম বিহীন ব্লগারের নাম এবার সবার উপরে আছে !
আমি প্রথম যেদিন দেখেছিলাম সেদিন বেশ খানিকটা অবাক হয়েছিলাম ! নাম নেই এমন একজন ব্লগার রয়েছে সামুতে ! তার থেকেই অবাক হলাম যখন সেই নাম বিহীন ব্লগার আমার ব্লগটি ভিজিট করলো !
দেখেছেন ব্যাপার খানা ! আমার ব্লগে গেছে কিন্তু আমি তার ব্লগে যেতে পারছি না ! তার নাম টাও খুজে পাচ্ছি না !
আরেকটা ছবি দেখুন আমার ভিজিট লিস্টের
দেখুন আরও কিছু স্ক্রিন শর্ট !
আরেকটা
এখন প্রশ্ন হচ্ছে কে এই নাম বিহীন ব্লগার ?
যার কোন নাম নেই অথচ তার নাম বিহীন নামটা আসে অনলাইনে থাকা ব্লগারদের নামের সাথে সাথে সাথে সে কারও ব্লগে গেলেও তার নাম বিহীন নাম টা এসে হাজির হয় ?
কে এই ভুতুড়ে ব্লগার ?
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন: প্রশ্ন আমারও !! :-& :-& :-&
২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০১
পুরানো আমি বলেছেন: ভুতটা একবার আমার ব্লগে গিয়েছিলো
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন: খাইছে !
সবার পোস্টে দেখি সে ঘুরে বেড়ায় কিন্তু কোন মন্তব্য কিংবা পোস্ট দেয় না !
৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪
নীল জোসনা বলেছেন: উত্তর টা কে দেবে ?
মহা কঠিন সমস্যা ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন: কে দিবে ?
কে দিবে ?
৪| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:০৮
দালাল০০৭০০৭ বলেছেন: আমি ত প্রথমে দেখে চমকে গিয়েছিলাম !! পরে ভাবলাম মনে হয় মডুদের কেউ হবেন??
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
অপু তানভীর বলেছেন: কে জানে কে হবে এই ব্লগার ?
৫| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:১৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: দুয়েকজন ভুতুড়ে ব্লগার থাকলে মন্দ না। ব্লগিং-এর সময় একটা হরর হরর ভাব আসে
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: বেশ বলেছেন !
হাহাহাহা
৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
নীল জোসনা বলেছেন: আমার মনে হয় চিনতে পেরেছি কিন্তু পুরোপুরি সিওর না হয়ে কিছু বলা তো যাচ্ছে না । আপনারা যারা পুরোনো ব্লগার তারা একটু চেষ্ঠা করে দেখতে পারেন ।
আট বছর দুই মাস যাবত ব্লগিং করছেন ।
০ পোষ্ট করেছেন
০ মন্তব্য করেছেন
০ মন্তব্য পেয়েছেন
অনলাইনে যেসব ব্লগার আছেন - ব্লগার দের প্রোফাইল পিক খেয়াল করেন ।
যে প্রোফাইলে কোন পিক নাই কিন্তু নাম দেখায় না সেই টা সম্ভবত সেই বিশেষ জন ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:২২
অপু তানভীর বলেছেন: নাম কি আছে ?
লিংক টা দেন তো দেখি !
নাম কি নাই ? নাম থাকলে সেইটা দেখাবে না কেন ? :-& :-&
৭| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
নীল জোসনা বলেছেন: ঐ ব্লগে নাম দেয়া আছে জুয়েল ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪২
অপু তানভীর বলেছেন: নাম জুয়েল দেওয়া থাকলে পোস্টে ভিজিট লিস্টে নাম ফাকা কেনু আসে ? :-& :-&
৮| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৪
দালাল০০৭০০৭ বলেছেন: নাম http://www.somewhereinblog.net/blog/blog' target='_blank' >জুয়েল
পোস্ট করেছেন: ০টি
মন্তব্য করেছেন: ০টি
মন্তব্য পেয়েছেন: ০টি
ব্লগ লিখেছেন: ৮ বছর ২ মাস
ব্লগটি মোট ৬০৩ বার দেখা হয়েছে
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: নাম তো জুয়েল দেওয়া আছে তাহলে নামের বক্সে ফাঁকা কেন আসে ? :-& :-&
৯| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৩
দালাল০০৭০০৭ বলেছেন: আমি কিন্তু তার ইউজার আইডি সহ পাস ওয়ার্ড জানি ।
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: কেমনে ?
১০| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
অদ্বিতীয়া আমি বলেছেন: আমি জানি উনার ব্লগ কোনটা , উনার প্রপিক নাম , দেখায় না , সত্যি অদ্ভুদ !
উনি মনে হয় মডু
০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫০
অপু তানভীর বলেছেন: মডু হইতে পারে.....
১১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
বিদ্রোহী বাঙালি বলেছেন: আগে বলেন তো স্ক্রিন শর্টগুলো কী জেনুইন? নাকি স্ক্রিন শর্ট নেয়ার পর সেটাতে আবার কারুকাজ চলেছে?
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৬
অপু তানভীর বলেছেন: একে সত্য ! কোন প্রকার কারুকাক করা হয় নাই
১২| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫২
দালাল০০৭০০৭ বলেছেন: আসলে ব্লগ লিখেছেন: ৮ বছর ২ মাস থেকে কিন্তু তিনি শুধুমাত্র একাউন্ট ভুল ভাবে খুলেছিলেন একদিনই, মানে ইউজার নেম ফাঁকা রেখেছিলেন এমন কি পাস ওয়ার্ডও। প্রথমে এই বিষয়টি আমার কাছে ধরা পড়ে। আজ থেকে ১০দিন আগে সার্ভার খারাপ থাকায় । ভুল করে ফাঁকা রেখেই লগিং এ চাপ পড়ে, আমি ত প্রথমে আশ্চার্য হয় আমাকে লগিং দেখাছে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭
অপু তানভীর বলেছেন: তা না হয় বুঝলাম ! কিন্তু নাম দেখায় না কেন ? না তো লেখা আছে জুয়েল ! নাম টা তো দেখা বে :-& :-& :-&
১৩| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
দালাল০০৭০০৭ বলেছেন: আমি কিন্তু লগিং করেছি দেখতে পারেন
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৭
অপু তানভীর বলেছেন: হুম !
১৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:১৮
শাকিল ১৭০৫ বলেছেন: কাইছে! ভূত বাবাজি কিবা করে বলগ চালায়
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮
অপু তানভীর বলেছেন: চালাইতেও পারে
১৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:২৯
বিদ্রোহী বাঙালি বলেছেন: আগের মন্তব্যে বলেছিলাম কোন কারুকাজ কিনা। এখন আমি নিজেই দেখে এলাম। আজিব কারবার তো? ঘটনা কিতা?
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৮
অপু তানভীর বলেছেন: আসলেই আজিব কারবার
১৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৫৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: দালাল০০৭০০৭ ভাই, জটিক ডিসকভারী। আমিও ভুত হিসেবে লগিন করে আসলাম। ভুতের আবার একটা নাম আছে - জুয়েল
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৯
অপু তানভীর বলেছেন: কিন্তু সেখানে নাম আছে প্রোফাইল পিকচার আছে ! কিছুই তো দেখায় না ! আইডির উপরে মনে হয় হয় ভুতুড়ে নজর পরেছে ......
১৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ২:২৯
নোমান নমি বলেছেন: ভূত এফএমে এই পোষ্ট পাঠানো উচিত....
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২০
অপু তানভীর বলেছেন: ভালা বুদ্ধি দিছেন নোমান ভাই
দেখি পাঠানো যায় নাকি !
১৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৭
আমি অপদার্থ বলেছেন: তোমার একজন সম্ভ্যাব্য প্রেমিকাই বোধহয় এই ভূত। এ নিয়ে একটা গল্প হয়ে যাক।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২১
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহাহাহাহাহাহা !!
ভুতের সাথে আমার বেশ কয়েক টা সম্ভাব্য প্রেমের গল্প আছে । বেশি লিখলে আবার আমার ঘার মটকে দেওয়ার সম্ভাবনা থাকে কিন্ত
১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৪
জাহাঙ্গীর জান বলেছেন: অনেক বিকৃত নামের ব্লগার আছেন, সেই সাথে ভূতটাকেও মেনে নেয়া ছাড়া আর উপায় কি আছে ভাই অপুতানবীর
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২২
অপু তানভীর বলেছেন: কথা সেই টা না ! কথা হল তার নাম কিংবা প্রোফাইল পিকচার কেন দেখায় না ! কারন টা কি ?
২০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
আমি জানি কিন্তু কমু না
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৩
অপু তানভীর বলেছেন: জলদি কইয়া ফালান ! আসল রহস্য টা কি ?
২১| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এই আইডির উদ্দেশ্য হল যাদের আইডি নেই তারা যেন ব্লগিং এর ফিল করতে পারে
আমি বিশ্ময়সূচক চিহ্ন (!) বেশি ব্যবহার করি । দাড়ির বদলে এই চিহ্নটাই বেশি ব্যবহার করি !
০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩৬
অপু তানভীর বলেছেন: ঠিকইকইছেন ! বড় উপকারী আইডি !
কথা একেবারে সত্য । লেখার সময়ে সিফ্ট ওয়ানে চাপ বেশি পড়ে
২২| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১১:০০
দাদা- বলেছেন: ভদ্রলোক/মহিলা ( ভদ্রভুত/পেত্নি ) কে বেশ কিছুদিন ধরেই লক্ষ্য করছি, ভাবছি সামুর ই কোন গন্ডগোল । আমি ঐ নামে ক্লিক করেও দেখেছি কিছুতেই তা খোলে না। জানি না কে ???
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১
অপু তানভীর বলেছেন: আমিও জানি না ! আমিও কদিন থেকেই লক্ষ্য করছি !
২৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১
শায়মা বলেছেন: ভাইয়া, উপরের অনেকের কথা পড়ে হাসছিলাম! আসলেই এই সাদা ভুত ব্লগারকে প্রেমিকা বানিয়ে একটা গল্প লিখে ফেলো তাড়াতাড়ি! তাইলে নিশ্চয় সে আর তোমার ডাকে সাড়া না দিয়ে আর পারবেনা! তাড়াতাড়ি অদৃশ্য কায়া ছেড়ে দৃশ্যমান হয়ে বেরিয়ে আসবে সবার সামনে!
তবে বেশি বাড়াবাড়ি করলে আমরা তাকে মেরে ধরে কিন্তু বটগাছে কাছে পাঠিয়ে দেবো। ভুতরা বটগাছেই ভালো থাকে এইখানে কি???
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন: আমিও ভাবছিলাম একটা পোস্ট দিয়েই ফেলবো যে সামুর মহিলা ভুতুড়ে ব্লগার এবং আমার সম্ভাব্য প্রেমের গল্প !
লিখে ফেললে কিন্তু মন্দ হয় না ! কি বল ?
কিন্তু কথা হচ্ছে তুমি এতো দিন ছিলা কই শুনি ?
কোন খোজ খবর নাই কেন ?
এতো বিজি হলে চলবে !
২৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৫
শান্তির দেবদূত বলেছেন: সামুর অনেক পুরানো একটা বাগ এটা। ৫/৬ বছর আগেও এটা নিয়ে এক জন পোষ্ট দিয়েছিল। আর সামুর বাগের ব্যাপারে কি বলব! এরা নতুন নতুন ২/৩ টা ফিচার যোগ করতে গিয়ে শতশত বাগ নিয়া জাহির হয়, আর এগুলা ফিক্সিং এর কোন খবর নাই কমেন্টে লাইক দেওয়া যায় কিন্তু পোষ্টে লাইক ঝামেলা করতে সেই কত দিন হইল। কোন মাথা ব্যাথাই নাই
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮
অপু তানভীর বলেছেন: কথা সত্য । একটা নতুন ফিচার যোগ করলেই কয়েকটা ঝামেলা শুরু হয়ে যায় ! সেই দিকে অবশ্য কর্তৃপক্ষের নজর দেওয়া দরকার !
যা যাক ! আপনিও দেখি মাঝে মধ্য গায়ে হয়ে যান ! নতুন গল্পের কি হল শুনি ?
সেইকবে গল্প দিয়েছেন হিসেব আছে ?
২৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:০২
শায়মা বলেছেন: শান্তির দেবদূত বলেছেন: সামুর অনেক পুরানো একটা বাগ এটা। ৫/৬ বছর আগেও এটা নিয়ে এক জন পোষ্ট দিয়েছিল। আর সামুর বাগের ব্যাপারে কি বলব! এরা নতুন নতুন ২/৩ টা ফিচার যোগ করতে গিয়ে শতশত বাগ নিয়া জাহির হয়, আর এগুলা ফিক্সিং এর কোন খবর নাই কমেন্টে লাইক দেওয়া যায় কিন্তু পোষ্টে লাইক ঝামেলা করতে সেই কত দিন হইল। কোন মাথা ব্যাথাই নাই
ভাইয়া নতুনেরা এই বাগ ভুত নিয়ে ভয় পেয়েছে। যাওবা সবাই অপুভাইয়াকে এই ভুত নিয়ে প্রেমিকা বানাই গল্প লেখার সাজেশন দিচ্ছিলো তুমি তো সব ফাঁস করে দিয়ে সে গল্প লেখা মাটি করে দিলে।
তবে এখন মনে হচ্ছে আমার অপুভাইয়া বাগপ্রেমিকাকে নিয়েও গল্প লিখে ফেলতে পারে।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯
অপু তানভীর বলেছেন: আপু তুমি টেনশন নিও না । দেখবা ঠিকই একডিন বাগ প্রেমিকা কিংবা ভুত প্রেমিকা নিয়ে গল্প লিখে ফেলবো
২৬| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪১
একজন ঘূণপোকা বলেছেন: অবেক হয়ে গেলাম।
শায়মা আপুর সাথে একমত
০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০০
অপু তানভীর বলেছেন: আপনেও একমত আমিও একমত
২৭| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫৮
শায়মা বলেছেন: লেখক বলেছেন: আমিও ভাবছিলাম একটা পোস্ট দিয়েই ফেলবো যে সামুর মহিলা ভুতুড়ে ব্লগার এবং আমার সম্ভাব্য প্রেমের গল্প !
লিখে ফেললে কিন্তু মন্দ হয় না ! কি বল ?
কিন্তু কথা হচ্ছে তুমি এতো দিন ছিলা কই শুনি ?
কোন খোজ খবর নাই কেন ?
এতো বিজি হলে চলবে !
আমি এতদিন শুধু বিজি ছিলামই তাই না, স্টিল আছি। আই এ্যাম টু বিজি উইথ মাই কালচারাল এ্যাকটিভিটিজ!!! এটা এপ্রিল না ?? বৈশাখ আসিতেছে না?? এর আগে ছিলো আবার ফাল্গুন। কেমনে একটু বিজি থেকে ইজি হই বলো????
০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৭
অপু তানভীর বলেছেন: তার মানে এই পুরা মাসও বিজি ! ওকে কি আর করা ! আমিও এই মাসে বিজি ! অনেক দিন বাসায় যাওয়া হয় না ! এই মাসে যাবো কদিন পরে ! এর পর থেকে তো ফ্রি হবা ?
২৮| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৫
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: বাটি চালানের ব্যবস্থা করেন।
০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২২
অপু তানভীর বলেছেন:
২৯| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: সিম্পলি বাগ
০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪
অপু তানভীর বলেছেন: একজন নির্দিষ্ট ব্লগার জন্য এটা হচ্ছে !
৩০| ০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
কামরুল ইসলাম রুবেল বলেছেন: It's not a blogger id at all, just retrieve a invalid name (jewel). So i'm sure it's a coding bug only.
০৪ ঠা এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৩২
অপু তানভীর বলেছেন: :-& :-& :-&
৩১| ০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: আমি জানি কিন্তু কমু না
০৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২
অপু তানভীর বলেছেন: এখন আমিও জানি কওয়া লাগবো না !
৩২| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪
লাবনী আক্তার বলেছেন: আমি নিশ্চিত এই নিক কোন মডুর হবে।
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !
হইতেও পারে
৩৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
ইখতামিন বলেছেন:
বাহ.. চমৎকার ব্যাপার তো..
০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১০
অপু তানভীর বলেছেন:
৩৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৭
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: অফু বাই , ভূত হইতে সাবধান
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮
অপু তানভীর বলেছেন: মহিলা ভুত হইলে একটা কথা ছিল !
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৩
পুরানো আমি বলেছেন: কে এই ভুতুড়ে নাম বিহীন ব্লগার ?