নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে নিজের ভিজিটিং কার্ড শিক্ষাগত যোগ্যতা লিখেন ।
যেমন অপু তানভীর, বিএসএস অনার্স ইন ইকোনোমিক্স ! এখন আমি যদি লিখি বিএ অনার্স ইন সামু !
তার মানে সামু যদি একটি পাঠ্য বিষয় হয় তাহলে কেমন হয় ?
অদুর ভবিষ্যতে এমন কিন্ত হতেও পারে !
বড় রা জিজ্ঞেস করবে
কোন সাবজেক্টে পড়ছো ?
-জি চাচা, সামু নিয়ে পড়ছি, সেকেন্ড ইয়ার !
-তা বাবা, ভাল ভাল ! অনেক ভাল সাবজেক্ট !
স্যারেরা নিজেদের নামের শেষে লিখবে এমন করে,
অপু তানভীর
প্রোফেসর
ডিপার্টমেন্ট অব সামু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
এখন যেমন মেয়ের বাবাদের কাছে ডাক্তার ইঞ্জিনিয়র ছেলের চাহিদা বেশি তখন সামু ডিগ্রিধারী ছেলেদের চাহিদা থাকবে সবার উপরে !
চাকরির ক্ষেত্রে সামু ডিগ্রিধারীর জন্য থাকবে বিশেষ অগ্রাধিকার !
তো সত্যি সত্যি দেশের সকল বিশ্ববিদ্যালয় গুলোতে সামু সাবজেক্ট টা খোলা হয়ে গেল ! তখন ? চার বছরের সম্মান কোর্স শুর হয়ে গেল ! ডিপার্টমেন্ট খোলা হয়ে গেল !
কোন চিন্তা নেই ! আসুন দেখা যাক চার বছরের সামু অনার্স (সম্মান) কোর্সে কি কি পড়ানো হবে !
চার বছরে আট টা সেমিস্টারে মোট ৩৬ টা কোর্স পড়ানো হবে !
এখন কোর্স সমূহের নাম এবং কোর্স কোডঃ
প্রথম বর্ষ, প্রথম সেমিস্টার
১১০১ নিক ওপেনিং প্রোসেস
১১০২ লগিং প্রব্লেম এবং সলিউশন !
১১০৩ জেনারেল সামু ব্লগিং -১
১১০৪ জেনারেল পোস্ট রাইটিং-১
১১০৫ জেনারেল কমেনটিং
প্রথম বর্ষ ২য় সেমিস্টার
১২০১ জেনারেল সামু ব্লগিং -২
১২০২ জেনারেল পোস্ট রাইটিং -২
১২০৩ সেফ ব্লগিং -১
১২০৪ ক্যাঁচালিং: প্রব্লেমস এন্ড সলিউশান !
২য় বর্ষ প্রথম সেমিস্টার
২১০১ অ্যাননিমাস
২১০২ সামু ব্লগার্স এনালাইসিস -১
২১০৩ সামু পোস্ট এনালাইসিস -১
২১০৪ ব্লগার্স হিট এনালাইসিস
২১০৫ ট্যাগিং: প্রব্লেম এন্ড সলিউশান
২য় বর্ষ ২য় সেমিস্টার
২২০১ হেভিওয়েট ব্লগার রিভিউ
২২০২ সামু ব্লগার্স এনালাইসিস -২
২২০৩ সামু পোস্ট এনালাইসিস -৩
২২০৪ মাল্টি নিক এন্ড মাল্টি ব্লগিং
৩য় বর্ষ ১ম সেমিস্টার
৩১০১ পোস্ট রিপোটিং, প্রসেস এন্ড প্রসপেক্টস
৩১০২ ছাগু আইডেন্টিফাইয়িং
৩১০৩ সিন্ডিকেট ব্লগিং
৩১০৪ দ্যা এনশিয়ান্ট হিস্ট্রি অব সামু
২১০৫ ব্যানড ব্লগিং এন্ড ব্লগার্স
৩য় বর্ষ ২য় সেমিস্টার
৩২০১ এডভ্যান্সড হিস্ট্র অব সামু -১
৩২০২ এডভ্যান্সড সামু ব্লগিং -১
৩২০৩ এডভ্যান্সড পোস্ট রাইটিং -১
৩২০৪ ভাদা আইডেন্টিফইয়িং
৪র্থ বর্ষ ১ম সেমিস্টার
৪১০১ পোস্ট কালেকশন
৪১০২ এডভ্যান্সড সামু ব্লগিং -২
৪১০৩ এডভ্যান্সড পোস্ট রাইটিং -১
৪১০৪ এডভ্যান্ডস কমেন্টিং
৪১০৫ সুশিল আইফেন্টিফাইয়িং
৪র্থ বর্ষ ২য় সেমিস্টার
৪২০১ এডভ্যান্সড হিস্ট্র অব সামু -২
৪২০২ সার্ভার ডাউন
৪২০৩ সিলেক্টর এন্ড মডারেটর
৪২০৪ নাস্তিক আইডেন্টিফাইয়িং
তো কি চিন্তা করছেন ? ভর্তি হবেন নাকি সামু অনার্স কোর্সে ?
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬
অপু তানভীর বলেছেন: খারাপ কি
২| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৬
শাকিল ১৭০৫ বলেছেন: জাহানারা গুরুপ হইলে ভালু হইত
০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:১৬
অপু তানভীর বলেছেন: আমি জাহানারা আলমের গ্রুপে নাই
৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৩
শাকিল ১৭০৫ বলেছেন: কিন্তু আমি একটা গুরুপ অপ কুম্পানি দেমু!
জাহানার আলম এন্ড আর কি দেয়া যায় !
মাথা চুলকানুর ইমু আছে নি
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
অপু তানভীর বলেছেন: আমিও দেখি এমন ইমো পাওয়া যায় নাকি
৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৮
দালাল০০৭০০৭ বলেছেন: এই ডিগ্রী নিতে হলে আরও ৩ বছর অপেক্ষা করত লাগবে!!!! :!> :#>
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৬
অপু তানভীর বলেছেন: তিন বছর না ! চার বছরের অনার্স (সম্মান) ডিগ্রি !
৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
দালাল০০৭০০৭ বলেছেন: ঠিকানাঃ গোহাদীর আসামের ক্যা???????????
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৭
অপু তানভীর বলেছেন: এমনে ! সামনে যা পাইলাম আর কি
৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
সংগ্রামী বালক বলেছেন: অদুর ভবিষ্যতে সামু নিয়ে চিন্তিত ;-( যেভাবে সবাই ফেবুর দিকে ছুটছে তাতে সামুকে না আবার জাদুঘরে যেতে হয়।ভাইয়া শুনতে খারাপ লাগলেও বলতে হয় এখন অধিকাংশই সামুতে আসে পোষ্ট কপি করে ফেবুতে পেষ্ট করার জন্য।আর করবেইনা কেনো,সামুতে লিখলে কমেন্ট পায় ১৫ টি আর ফেবুতে হাজার লাইক শত কমেন্ট।সামুর পোষ্ট চুরি বিষয়ে কিছু লিখলে খুশী হতাম।
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৯
অপু তানভীর বলেছেন: এই নিয়ে কারই বাকি করার আছে ।
তবে একটা উপায় আছে যেটা দিয়ে চোর গুলো আর লেখা চুরি করতে পারবে না ! সচলায়তন ব্লগের মত আমাদের ব্লগটা করা গেলে আর কেউ চাইলেই কপি করতে পরবে না !
৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:২৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হুম, মোটামুটি সব বিষয় এসেছে।
আপনার সৃজনশীলতা দেখে মুগ্ধ ও চিন্তিত
০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৮:৩০
অপু তানভীর বলেছেন: সেকি ? চিন্তিত কেন ??
:-& :-&
৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১
আদনান শাহ্িরয়ার বলেছেন: আপনার সৃষ্টিশীলতা আর রস সৃষ্টির প্রয়াস মুগ্ধ এবং বিস্মিত করে ।
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন:
৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
চিন্তিত দেখে আপনিও চিন্তিত হয়েছেন? -হাহাহা মজা করলাম।
চিন্তা তো হতেই পারে, দেশে কি কীর্তিমানের ভাত আছে?
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৩
অপু তানভীর বলেছেন: তা অবশ্য হাঁচাই কইছেন
১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সামুর প্রেমে হাবুডুবু?
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৬
অপু তানভীর বলেছেন: কি আর করতাম !
মাইয়া পটে সামু যদি পইটা যায় আরকি
১১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০
ইমাম হাসান রনি বলেছেন: প্রোফেসর
ডিপার্টমেন্ট অব সামু
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭
অপু তানভীর বলেছেন:
১২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১
ইউনুস আহমেদ কোমল বলেছেন: সামু অনার্স করিবার, মনে বড়ই বাসনা জাগিল।
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭
অপু তানভীর বলেছেন: আমার জাগিলো
১৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: অহিময়া ঠিকানা (সামুরে ভাদা বানাইলেন নাকি দেশের ভবিষ্যতের ইশারা দিলেন ) র প্রতিবাদে সামু থুক্কো পোষ্টে কমেন্টু বয়কট করিলাম!
এইঠা কিন্তু কমেন্ট না ম্যাসেজ
তাগোরে কিছু সুযোগ সুবিধা দিবোনা? যারা ব্লগাইতে ব্লগাইতে আদু ভাই হইছে...
অনারারী ড. অব সামু!
আমাগো ১২ খানা নাগবেনা- একখান হইলেই চলবে
০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩২
অপু তানভীর বলেছেন:
ম্যাসেজ পাইলাম
১৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২১
প্রোফেসর শঙ্কু বলেছেন: বাহ! বেশ আইডিয়া তো
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০
অপু তানভীর বলেছেন:
১৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৯
একজন ঘূণপোকা বলেছেন:
আমি দেখু ফোর টু তে
মজার পোস্ট
০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৩
অপু তানভীর বলেছেন: হাহাহাহা !
১৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভর্তি হয়েয় আছি! সামনে থার্ড ইয়ার ফাইনাল।
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
অপু তানভীর বলেছেন:
১৭| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭
অপু তানভীর বলেছেন:
১৮| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
আমি তুমি আমরা বলেছেন: নিকের বয়স ৩ বছর ৯ মাস। আর কয়েকদিন পরেই সামুর ওপর অনার্স কমপ্লিট হবে।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৭
অপু তানভীর বলেছেন: অনার্স কমপ্লিট হয়ে গেলে একটা পার্টি দিয়েন কিন্তু !!
১৯| ১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৯
রবি কিরণ বলেছেন: ভর্তি হয়ে আছি, কিন্তু জ্ঞান ভাণ্ডার শূন্য।
১৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
অপু তানভীর বলেছেন: পাশ তো করতে হবে, তা না হলে তো হবে না !! পড়াশুনা চালায়া যান
২০| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৩
সাইবার অভিযত্রী বলেছেন: ১২০৪ ক্যাঁচালিং: প্রব্লেমস এন্ড সলিউশান !
আমার প্রিয় সাবজেক্ট !
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৩৯
অপু তানভীর বলেছেন:
২১| ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৫
জল কনা বলেছেন: হা হা হা হা !!! অনেকক্ষণ ধরে হাসলাম!
ভাইয়া দারুণ একটা পোস্ট দিছেন! + + + +
হা ভবিষ্যতে সামু আর ফেবু নিয়ে আলাদা ডিপার্টমেন্ট করা যাইতে পারে হয়েও যাবে হয়তো!
আমরা তো আর ভর্তি হইতে পারব না। আমাদের নাতি-পুতিরা ভর্তি হবে আরকি!
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
অপু তানভীর বলেছেন: ঠিক ! হইলেও হইতে পারে !
২২| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৯
একজন আরমান বলেছেন:
আমি তাইলে ফাইনাল ইয়ারে আছি !
২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
অপু তানভীর বলেছেন: তাই নাকি ?
বাদবাকি সব কোর্স শেষ ?
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০৩
শাকিল ১৭০৫ বলেছেন: জাকানাকা গ্রুপ