নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

কিভাবে বুঝবেন ব্লগে আপনি কাউকে চরম ভাবে অপছন্দ করেন /:) /:)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৩৯





ব্লগার কুনোব্যাঙ একটা পোস্ট দিয়েছিল যে ব্লগে আপনি কারো প্রেমে পড়েছেন কি না এই নিয়ে ! আজকে আমি পোস্ট দিলাম সেই পোস্টার বিপরীত জিনিস টা নিয়ে ! অর্থাৎ সামুতে আপনি কোন ব্লগার উপর চরম বিরক্ত কি না, কিংবা কাউকে চরম অপছন্দ করেন কিনা সেই টা দেখার জন্য !

আসুন দেখে নেই কয়েকটা পরিসংখ্যান !



১. সেই ব্লগার কোন পোস্ট দিলে আপনি কোন দিন নিজের থেকে সেখানে প্রবেশ করেন না ! মাল্টি থাকলে মাল্টি দিয়ে কিংবা লগ আউট অবস্থায় সেই ব্লগে প্রবেশ করেন !



২. সে যাই নিয়েই লিখুক না কেন, প্রথমে পোস্ট টা পড়ে আপনার মনভাব টা বিরক্তিতে ভরে যায় ! ফান পোস্ট হলে বিরক্তি টা হবে সব থেকে বেশি !





৩. তার পোস্টে যত হিট এবং মন্তব্য পড়তে থাকে আপনার বিরক্তি এবং হিংসা তত বাড়তে থাকে !



৪. তার ব্লগ রিভিউতে ব্লগার হিট যদি আপনার থেকে বেশি হয় তাহলে আপনার হিংসার পরিমান টা আরও বাড়তে থাকবে ! যদি কম হয় তাহলে একটা শান্তির ভাব থাকবে মনে মনে !



৫. আকারে ইঙ্গিতে অন্যের পোস্টে তার পোস্ট কিংবা তাকে নিয়ে খানিকটা বিদ্বেষমূলক কথা বলার সুযোগ খুজে বেড়ান !





৬. সাম্প্রতিক মন্তব্যের লিস্টে তার নাম টা দেখলেই আপনি সেই পোস্টে একবার হলেও ঘুরে আসেন !



৭. যদি আপনি কোন সংকল করেন ভুলেও তার কোন পোস্ট আপনি সেখানে অন্তর্ভুক্ত করেন না ! কিন্তু সে যদি কোন সংকল করে গোপনে ঠিকই দেখেন আসেন আপনার কোন পোস্ট সে সংকলনে স্থান দিয়েছে কি না !



৮. আপনার কোন পছন্দের ব্লগার যদি তার সাথে বেশি কমেন্ট চালাচালি করে তাহলে আপনার রাগ হয় !





৯. আপনি একটি পোস্ট দিলেন এবং সেও একটি পোস্ট দিল । তার পোস্ট টি নির্বাচিত হল কিন্তু আপনার পোস্ট টি নির্বাচিত হল না তাহলে রাগে আপনি অন্ধ হয়ে যান এবং নির্বাচকের মন্ডুপাত করতে থাকেন !



১০. সে আপনার পোস্টে কোন মন্তব্য করলে যথা সম্ভব চেষ্টা করবেন কম কথা মন্তব্যের জবাব দেওয়ার ! যদি অল্প কথায় উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে যথাসম্ভব অবজ্ঞার ভাষায় উত্তর দেওয়ার চেষ্টা করবেন !



১১. তার ব্লগে যদিও নিজের আসল আইডি দিয়ে যাবেন কম এবং তার সব পোস্টে আপনার মন্তব্য হবে হাতে গোনা । কয়েকটা মন্তব্য করবেন তাও এক দুই কথায় !





১২. ব্লগে তার জ্ঞানী জ্ঞানী কথা শুনে বিরক্তি আসবে !



১৩. তার পোস্ট যতই নির্বাচিত পাতায় আপনার চোখে পড়বে আপনার ততই বিরক্তি টা বাড়বে !



১৪. সে আপনার কমেন্টের জবাব যেমন করেই দিন না কেন আপনার সেই উত্তর কিছুতেই পছন্দ হবে না !





কি পরিসংখ্যান গুলো মিলিয়ে দেখুন ...... আপনার চরম অপছন্দের ব্লগার হয়তো আছে .......



এবং এই পোস্ট টা পড়ার সময় তার কথাই আপনি চিন্তা করছিলেন এবং পরিসংখ্যান টা তার সাথে মিলিয়ে দেখার চেষ্টা করছিলেন ! ;)



মন্তব্য ৩৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৭

দালাল০০৭০০৭ বলেছেন: এতো আইডিয়া পান কোথাই !!!! সুপার

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: আমার আর কুনো কাম নাই তো ! বসে বসে কেবল এই কামই করি ;)

২| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৮

সীমানা ছাড়িয়ে বলেছেন: হাহাহা, হাসতেই আছি =p~ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৯

অপু তানভীর বলেছেন: হে হে হে ;) ;)

৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৫

একজন ঘূণপোকা বলেছেন:
যাক তাইলে আমার কেউ অপ্রিয় নাই ব্লগে।


সবাই আমার প্রিয়।


বাট মাঝে মধ্যে হয়ত কোন একজনের পোস্টের কন্টেন্ট ভালো লাগে না।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৫৮

অপু তানভীর বলেছেন: আমারও মোটামুটি যাদের কে চিনি সবাইকে পছন্দের ।
কিন্তু মাঝে মাঝে আমারও একজনের পোস্টের কমেন্ট ভালো লাগে না ! :)

৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৪

শাকিল ১৭০৫ বলেছেন: আপনার ব্রেইন ডা একটু দ্যান তো কয়েকটা আইডীয়া ধার লই!!
:(

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: ধার নিয়া কি করিবে হে ! আমার মত মাজাইতো আর বইসা থাকো না ! যেদিন বইসা থাকিবে সেদিন থেকেই আইডিয়া আইবে ;)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৭

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: হাহাহাহাহাহ! স্বস্তি পেলাম তেমন কেউ নাই দেখে ।

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২১

অপু তানভীর বলেছেন: হা হা হা !

যাক আপনে ভালা ব্লগার ! এই জন্য নাই ;) ;)

৬| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১০

আরজু পনি বলেছেন:

আপনিতো আমাকে পছন্দ করেন না /:)

আমার ব্লগে আপনার অনুপস্থিতিই তার প্রমাণ ;)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: সেই হিসাবে তো ব্লগের অধিকাংশ মানুষই আমার অপছন্দের তালিকায় থাকার কথা ! ;) ;) ;)


না না মোটেই সত্য নয় :):):)

৭| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৭

স্বপ্নবাজ অভি বলেছেন: গবেষণা যে থামছেইনা :)

০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: গবেষণা চলছেই ! চলবে :):):)

৮| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫

সংগ্রামী বালক বলেছেন: ভাই আননে এত্তো আইডিয়া কুতায় পান?

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৬

অপু তানভীর বলেছেন: পাই, এদিক ওদিক তাকাই আর পাইয়া যাই ;)

৯| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫

মোমেরমানুষ৭১ বলেছেন: জটিল

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৭

অপু তানভীর বলেছেন: :):):):)

১০| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ পোষ্ট। কিন্ত পোষ্টটা পড়ার সময় আমি তোমার কথায় ভাবছিলাম :P ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: হায় হায়, বদ পুলা কয় কি ;);)

১১| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:১১

বটবৃক্ষ~ বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:


দারুণ পোষ্ট। কিন্ত পোষ্টটা পড়ার সময় আমি তোমার কথায় ভাবছিলাম

B-) B-) =p~ =p~ =p~

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৮

অপু তানভীর বলেছেন: তুমিও কি তাই ভাবতেছিলা নাকি ?
হুম !!
হুম !!


শুনি !!

১২| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আমার চাইতে অন্যে একটু বেশী হিট কমেন্ট পাইলেই তো আমার তারে অপছন্দ হওয়া শুরু হয় :(

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৯

অপু তানভীর বলেছেন: না না ! সেদিক দিয়া কুনো চেনশনই নাই ! আপনার চেয়ে এই পোস্ট কোন ভাবেই হিট হবে না ! :)

১৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:৪৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
হাহাহা, গবেষণার গভীরে পৌঁছতে শুরু করেছেন মনে হয় ;)

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: গবেষনা চলিতেছেই ! এবং চলিবেই ;)

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪০

হেডস্যার বলেছেন:
কথা সত্য, একেবারে পয়েন্ট বাই পয়েন্ট সত্য.... :D :D

দারুন লিখছেন....একেবারে মনের কথা।

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫০

অপু তানভীর বলেছেন: এভার ঝটপট হিসেব করে ফেলুন তো দেখি কাকে কাকে বেশি অপছন্দ করেন ! ;)

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৪

আম্মানসুরা বলেছেন: আমার কোন অপছন্দের ব্লগার নেই!!!

আপনার পোস্ট তাই বলল আমাকে!

০৭ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০১

অপু তানভীর বলেছেন: আপনে ভালা তাই নাই ! :):):)

১৬| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৫

আমিনুর রহমান বলেছেন:





তুই কি আমার ব্লগে কোনদিন ঢুকেছিলি ! মনে করতে পারছি না :P

০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১

অপু তানভীর বলেছেন: জেসন ভাই এইডা আপনে একটা কথা কইলেন ;););)

১৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫১

উড়োজাহাজ বলেছেন: ব্লগে এত কিছু চলে?

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: ব্লগে অবশ্য এখন এতো কিছু চলে না ! তবে একটা সময়ে ব্লগে কত কিছু যে চলতো তা বলে শেষ করা যাবে না !

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১

উপপাদ্য বলেছেন: ইয়া মাবুদ।

আপনি তো ব্লগিং সাইকোলজির ওস্তাদ।

২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৬

অপু তানভীর বলেছেন: হাহাহাহা !!

ঘটনা কিন্তু খানিকটা এই রকমই ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.