নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা সবাই জানি স্যার আইজ্যাক নিউটন একদিন আপেল গাছের তলে বসে ছিলেন ! একটা আপেল তার মাথায় পড়লো এবং তিনি চিন্তার খোরাক পেলেন কেন আপেলটি নিচে পড়লো, কেন উপরে চলে গেল না ?
এর থেকে আবিস্কার হল মধ্যকর্ষ সুত্র !
আর এই জন্য আমাদের ছাত্র জীবনে কি পেইন পেতে হয়েছে একবার ভেবে দেখেন ! স্কুল কলেজে মধ্যকর্ষ সুত্র মুখস্ত আর এর অংক করতে গিয়ে কতবার মনে হয়েছে আপেল না পড়ে নিউটনের মাথায় একটা বোম পড়লে ভাল হইতো !
যাক যা হয়ে গিয়েছে সেটা তো আর বদলানো যাবে না ! আসুন একটু কল্পনা করা যাক নিউটন যদি আমাদের এই বাংলাদেশে জন্মগ্রহন করতো তাহলে অবস্থা টা কেমন হত ?
আসলেই কি তখন আবিস্কার হত মধ্যকর্ষ সুত্র ?
যেহেতু বাংলাদেশে আপেল গাছ নাই তাই চাইলে সে আপেল গাছের নিচে বসতে পারবে না । তো কি কি গাছের নিচে সে বসতে পারে এবং কি কি ঘটনা ঘটতে পারে ?
ঘটনা একঃ
নিউটন আলী (যেহেতু বাংলাদেশ নামের শেষে একটা আলী যোগ করা হল) আম গাছের নীচে বসে আছে । গভীর চিন্তায় মগ্ন । তখন গাছ থেকে টুপ করে একটা আম নিউটনের মাথার উপর পড়লো !
তখন নিউটনের চিন্তা অন্য দিকে যাওয়ার আগেই পাকা আমের সুবাস নিউটনের নাকে লাগলো । নিউটন চিন্তা ভাবনা ছেড়ে আম খাওয়ার ব্যস্ত হয়ে পড়লো !
ঘটনা দুইঃ
নিউটন আলী বসে আসে জাম গাছের নীচে ! গভীর চিন্তায় মগ্ন ! তখনই গাছ থেকে একটা পাঁকা জাম খসে পড়লো নিউটনের সাদা পাঞ্জাবীর উপর ! নিউটনের চোখ গেল পাঞ্জাবীর উপর জাম পড়ার ফলে দাগ টার দিকে । সঙ্গে সঙ্গে মেজাজ টা তীব্র খারাপ হয়ে গেল ! মুখ দিয়ে বের হয়ে এল কিছু শব্দ #$%&@#$%
ঘটনা তিনঃ
নিউটন বসে আছে কাঠাল গাছের নিচে ! গভীর চিন্তায় মগ্ন ! তখন সে তার পিঠে তিব্র ব্যাথা অনুভব করল ! কোন রকম বুঝতে পারলো তার পিঠের উপর একটা আস্ত পাকা কাঠাল খসে পড়েছে ! কেন কঠালা উপরে না গিয়ে নিচে পড়লো এই চিন্তার থেকে তার কাছে নিজের কাধের ব্যাথা বেশি তীব্র মনে হল !
ঘটনা চারঃ
নিউটন আলী বসে আছে বরই কাছের নিচে । গভীর চিন্তায় মগ্ন ! কিছু একটা আবিস্কারের চিন্তা আসবে আসবে করেও আসতেছে না ! তখন উপর থেকে কিছু একটা এসে পড়লো নিউটনের মাথার উপর ! সঙ্গে সঙ্গে তার হাত চলে গেল মাথায় ! নিউটন দেখতে পেল তার মাথা থেকে রক্ত বের হচ্ছে । সারা হাত লাল রক্তে একাকার ! তিনি কিছু বুঝতে পারলেন না কিভাবে একটা বরই মাথায় পড়লে মাথা ফেটে যেতে পারে !
তারপর দেখলেন একটা আস্ত ইটের ঢিল পাশে পড়ে রয়েছে । তিনি বুঝতে পারলেন না বরই গাছ থেকে কিভাবে ইটের ঢিল পড়তে পারে !
তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে গেল !
আসলে পাড়ার এক পিচ্ছি ঢিল ছুড়ে বরই পারতেছিল ! নিউটন আলী সেইটা বুঝতে পারে নাই !
ঘটনা পাঁচঃ
নিউটন বসে আছে আমলকি গাছের নিচে ! গভীর চিন্তায় মগ্ন ! এমন সময় তার মাথার উপরে পড়লো কয়েকটা আমলকি ! আমলকি দেখেই তার মাথায় কিছু একটা বিদ্যুৎ খেলে গেল ! একটু আগে তার স্ত্রী তাকে বলেছিল গাছ থেকে কয়েকটা আমলকি এনে দিতে ! তার নাকি আমলকি খেতে ইচ্ছে করছিল কিন্তু তিনি ভুলে গেছিলেন ! তিনি তখনই ঢিল নিয়ে আমলকী গাছের দিকে ছুড়ে মারা শুরু করলেন ! আরও কয়েকটা আমলকি দরকার !
ঘটনা ছয়ঃ
নিউটন বসে আছে নাড়িকেল গাছের নীচে ! গভীর নিন্তায় মগ্ন ! এমন সময় উপর থেকে একটা ঝুনা নারিকেল খসে পড়লো ! পরবি তো পড় একেবারে নউটনের মাথার উপরে ! নিউটন প্রথমে কিছুক্ষন কিছু বুঝতে পারলো না ! তারপর মাটিতে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো !
ডাক্তার জানালো মাথায় তীব্র আঘাট পাওয়ার কারনে নিউটন তার স্মৃতিশাক্তি হারিয়ে ফেলেছে !
ঘটনা সাতঃ নিউটন বসে আছে বেল গাছের নীচে , গভীর চিন্তায় মগ্ন । এমন মসয় উপর থেকে একটা পাকা বেল পড়লো নিউটনের মাথার উপর । নিউটন তার পর থেকে আর কোন দিন বাইরে চিন্তা ভাবনা করার জন্য বের হয় নি ! যা চিন্তা ভাবনা করেছে সব ঘরের ভিতরেই । এবং এর পর থেকেই সেই কথার প্রচলন শুরু হল "নিউটন(ন্যাড়া) একবারই বেল তলায় যায়" !
তাইলে ভেবে দেখেন নিউটনের কি অবস্থা হত যদি সে বাংলাদেশে জন্মাতো ! আমরা মধ্যকর্ষ সুত্র মুখস্ত করা থেকে বেঁচে যেতাম !
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫
অপু তানভীর বলেছেন:
২| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধুর মিয়া, তাল গাছ বাদ দিলেন ক্যান?? ঐটা থাকলেতো নিউটন ডাইরেক্ট উপরে চইলা যাইত !!!
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৬
অপু তানভীর বলেছেন: নারিকেল গাছ আছে না ? ঐ তেই তো কাজ হইবে
৩| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
সালমা শারমিন বলেছেন: ভাই, বেল গাছের কথাটা যে বললেন না। নিউটন তো ভাই নেড়া ছিল। বেল তলায় গেলে তার অবসথাটা কি হত ভেবে দেখেন একবার..............
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৭
অপু তানভীর বলেছেন: আরে তাইতো বেল গাল আর তাল গাছ বাদ গেছে ! দেখা যাক এডিট করে কিছু লেখা যায় নাকি !
৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
সংগ্রামী বালক বলেছেন: মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ধুর মিয়া, তাল গাছ বাদ দিলেন ক্যান?? ঐটা থাকলেতো নিউটন ডাইরেক্ট উপরে চইলা যাইত !!!
হ্যা উপরে যেতো আর ভাবতো কেনো আমি উপরে আসলাম কেনো নিচে আই মিন পৃথিবীতে থাকলাম না।
০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫১
অপু তানভীর বলেছেন: উপরে গিয়ে আসলেই সেই চিন্তাই করতো তখন সে
৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭
ভিটামিন সি বলেছেন: দাদারে, নিউটন বাংলাদেশে জন্মগ্রহন করলে আর নিউটন হওয়ার সুযোগ পাইতো না। রাজনীতির চাপে পইরা তাকে বিজ্ঞানী-লীগ নামে একটা দল গঠন করতে হইতো। তখন আউলা-ঝাউলা কথা-বার্তা বলতে বলতে আর মাথায় কিছু থাকতো না। আর তা করলেই "সমগ্র বাংলাদেশ ৫ টন হইয়া" মনের দুঃখে দেশ ছাইড়া পলাইতে হইতো।
০৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২
অপু তানভীর বলেছেন:
কথা কিন্তু সত্য
৬| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৩৩
দালাল০০৭০০৭ বলেছেন: হা হা কথা কিন্তু সত্য
০৮ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:১২
অপু তানভীর বলেছেন:
৭| ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫
মোমেরমানুষ৭১ বলেছেন: ভাগ্যিস ওনি বাংলাদেশে জন্মায়নি.......বিএনপি আর আওয়ামিলীগ উনাকে নিয়ে টানাটানি শুরু করে দিত
০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: হাহাহাহাহা
সঠিক বলছেন !!!
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০১
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বরই গাছের টা সবচেয়ে বেস্ট!