নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

প্রতিউত্তরঃ প্রিয়

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১





প্রিয় আমার তুমি,

হুম, কি বললে শুনি ? আমার কষ্ট গুলো চাও ? চাইলেই যখন কষ্ট গুলো কেন চাইলে মেয়ে ? তোমার জন্য হৃদয়ের প্রতিটি ঘরে জমা করে রাখা ভালবাসা টুকু চাইলে না কেন ? অথবা আমার আনন্দের মূহুর্ত গুলো যেগুলোর পাওয়া তোমার কাছ থেকেই ! তোমার স্পর্শমাখা সেই অনুভুতি গুলো ? আরও কত কিছুই চাওয়ার ছিল তোমার !

মনে নেই সেই দিন গুলোর কথা তোমার ? ছাদের রেলিঙের উপরে বসে নিচের অন্ধকারের দিকে তাকিয়ে থাকতাম, যেন কাউকে খুজছি অথবা নিচে কেউ আমার জন্য অপেক্ষা করছে । একটু দেরী হলেই যেন সে চলে যাবে ।

এভাবে দিনের পর দিন কেটেছে আমার । কারো অপেক্ষায় অথবা ফিরে না আসা কারো জন্য অপেক্ষা করে ! আলেয়ার পিছনে ছুটতে ছুটতে যখন ঠিক করেই ফেলেই ছিলাম ঠিক তখন তুমি এসেছিলে !

মনে আছে তোমার ?

আমি এখনও মাঝে মাঝে হাসি আপন মনেই ! রেলিংয়ের ধারে বসেছি শুনে কি অস্থিরতাই না তোমার ! এতো কেন বোকা তুমি ? বোকা বাবুটা আমার ! নিজের সবটুকু ভালবাসা দিয়ে এসেছিলে আমার কষ্ট গুলো নিয়ে যেতে ! আসলেই এমন বোকামী কেউ করে ? তুমি করেছিলে ... তোমার ভালবাসার শিরিষ কাগজ দিয়ে ঘষে ঘষে উঠিয়ে দিতে চেয়েছিলের আমার কষ্টের সব গুলো ছিটে ফোটা ! আমাকে ডুবিয়ে রেখেছিলে আপন ভালবাসার জলে । আমি কোন কুল পাই নি অথবা কোন দিন খোজার চেষ্টাও করি নি । তোমার মাঝে হারিয়া যাওয়াই যেন ছিলো আমার হারানো সুখ গুলো ফিরে পাওয়া ! মেয়ে তুমি কি বুঝতে পারও নি কখনও ? থেমে থাকা হৃদ-স্পন্দন আবারও চলতে শুরু করেছিলো তোমার আগমনে । তোমার স্পর্শেই আবার ঠিক মত শ্বাস নিতে শুরু করেছিলাম । বুঝতে পারো নি তুমি ?

সকালের ঘুম কাতুর চোখ মেলে যখন বাইরে রোদ টুকু দেখতাম মনে হত আমি এখন ভাল আছি । তোমার কারনে ভাল আছি । তুমি কি বুঝতে পারো নি মেয়ে ?





এখন আর আমি সেই ছাদের রেলিংয়ের উপরে বসি না, দুরের অন্ধকারে তাকিয়ে আর মনেও হয় না কেউ যেন আমার অপেক্ষায় আছে । এখন আমি তোমার অপেক্ষায় থাকি, কখন রাতে ঘুমুবার আগে তোমার "এই এই এই" ডাকটা শুনবো অথবা কপট রাগে আমাকে "আই হেইট ইউ" বলাটা । বোধ করি পৃথিবীতে আমিই একমাত্র মানুষ যে কিনা প্রিয়ার মুখ থেকে "হেইট ইউ" শোনার জন্য অপেক্ষা করে থাকে ।

মাঝে মাঝে তোমার ঐ কথাটা কেন মনে হয় ? কেন মনে হয় আমার সাথে পরিচয় না হলেই ভাল হত ?

কেন ইচ্ছে করে স্বপ্নের দেওয়াল টা ভেঙ্গে চুরমার করে ফেলতে ?

আমার আর তোমার কেবল এই একটা জিনিসই তো আছে ! কত বাধা আর কত অপারগতা কে বুড়ো আঙ্গুল দেখিয়ে কেবল এই স্বপ্নই আমরা দেখি !

স্বপ্ন দেখি সেই সে সকাল বেলা টা তুমি রাগ করে বসে থাকবে আমার উপর, আমি তোমার জানালার ধারে গিয়ে দাড়িয়ে থাকবো কানে হাত দিয়ে, যতক্ষন না মুখে হাসি ফুটবে ততক্ষন কোন নড়ানড়ি নাই !

স্বপ্ন দেখি সেই সে বিকেল বেলাতে তোমার হাত টি ধরে হেটে যাবো দুরে, কোন মেঠো পথ ধরে যতদুর চোখ যায় , দুজন একসাথে বসে সুর্যাস্ত দেখবো, দুরে কোন অচেনা চায়ের দোকানে বসে চা খবো এক সাথে ! গ্রামের অপরিচিত মানুষ গুলো যখন তোমার আমার দিকে তাকাবে অদ্ভুদ চোখ আমরা তখন থাকবো নিজেদের ভিতর গল্প মশগুল !

তুমি কেন এই স্বপ্ন গুলো ভেঙ্গে ফেলতে চাও ?

এগুলো ছাড়া আমাদের আর কি আছে বল ?



স্বপ্ন কি কেবল তুমিই বেশি দেখো, আমিওতো দেখি তোমার সাথেই, মাঝে মাঝে তোমার আমার স্বপ্নটা এক হয়ে ছুটে চলে বহুদুরে !

তুমি দেখো না ?

তুমি বুঝো না ?

এতো কেন বোকা তুমি ?

হুম ? শুনি বোকা মেয়ে !

এরকম কথা আর বলবে না কেমন ! মনে থাকবে তো !

মনে থাকে যেন ! আমাকে কাঁদতে মানা করে নিজে কাঁদলে চলবে শুনি ? তুমি কাঁদলে আমিবা ভাল থাকি কিভাবে বল !

থাকি বল ?



ইতি

তোমার আমি



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.