নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় সামহোয়্যারইন,
তুমি কেমন আছো ? চিনতে পারছো আমাকে ?
অবশ্য আমাকে তোমার চেনারই কথা । এতো দিন থেকে তোমাকে যে মানুষটা এতো বেশি করে বিরক্ত করেছে আমি তাদেরই একজন ! আমার কি মনে হয় জানো, তুমি যদি কথা বলতে পারতে তাহলে আমাকে কত করে বলা দিতে তার কোন ঠিকানা নেই ! আমি শুনতাম তোমার সেই বকাবকি কিন্তু রাগা করতাম না ! কেন রাগকরতাম না বল তো ?
তুমি তো জানো !
তোমার তো জানারই কথা !
তবে একটা কথা সত্যি করে করে বলছি । তুমি যদি সত্যিই মানুষ হতে তুমি অবশ্যই আমার পছন্দের একটা মানুষ হতে ! অনেক কাছের একজন মানুষ, যার কাছে সব কথা বলা যায় !
ছোট বেলা থেকেই মানুষটা আমি একটু চুপচাপ ! মানুষের সাথে ঠিক মত মেশা হয় না আমার ! আরও ভাল করে বললে বলতে হয় আমি ঠিক মত মানুষের সাথে মিশতে পারি না ! মানুষ সাথে কথা কইতে পারি না সহজে । তার মানে এই না কিন্তু যে আমি তাাদের সাথে কথা বলতে চাই না ! কিন্তু কি একটা সংকোচ বোধ আমাকে সব সময় তাড়া করে বেড়ায় এবং তাদের থেকে নিজেকে দুরে রাখে ! এই নিয়ে নিজের ভিতরে একটা সংক্রির্নতা সব সময় নিজের ভিতর থাকতোই ! বারবার কেবল মনে হত কি বলবো ? যদি সে কিছু মনে করে !
কিন্তু প্রিয় সামু তুমি কিছু মনে কর নি ! আমি একের পর এক কথা বলেই গেছি নিজের মনের লুকানো কথা বলে গেছি তোমার কাছে ! তুমি শুনেছো ! তুমি শুনে গেছো ! যখন আনন্দের কথা বলেছি তুমি আমার সাথে আনন্দিত হয়েছো যখন কষ্টের কথা বলেছি হয়েছো আমার সাথেই দুঃখিত !
এই এতো গুলো সমসয়ে তোমার উপর দিয়ে কত শত অভিযোগ বয়ে গেছে । তুমি তবুও চুপ করে আছো, সবার কথা শুনছো , আমার কথা শুনছো !
আমার কি আর কিছু দরকার আছে ?
তোমার হাত ধরে প্রথম লেখা শুরু করলাম ! কত শত মনের জমানো কথা ! যা এতো দিনে কাউকে বলতে পারি সব যেন আস্তে আস্তে বলতে শুরু করলাম ! তোমাকে বলে বোঝাতে পারবো না কি যে ভাল লাগতো !
তোমার নিশ্চই মনে আছে প্রথম পোস্ট টা আমি কিভাবে দিয়েছিলাম ?
তোমার ভার্চুয়াল কিবোর্ডে মাউস দিয়ে লিখতাম । খুব ঝামেলা হত তবুও লিখতাম ! ভাল লাগতো ! নিজের কথা গুলো অপরকে জানানোর মাঝে যে কি পরিমান আনন্দ আছে তা তোমার থেকে ভাল আর কে বলতে পারে !
আর এখন আমার টাইপিং স্পীড কত হয়ে গেছে তা জনো তো ?
কতবার ভেবেছি তোমাকে ছেড়ে চলে যাবো । কি হবে এই ভার্চুয়াল জগতে থেকে ?
কিন্তু পারি নি ! কিছুতেই তোমাকে ছেড়ে থাকা যায় নি ! কোন দিন হয়তো সম্ভবও হবে না ! অনেকে হয়তো তোমাকে ছেড়ে চলে গেলে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না ! তোমাকে ছেড়ে চলে গেলে আমি যে আবার একাই হয়ে যাবো ! নিজের কথা গুলো নিজের কল্পনা গুলো আমি আর কাকে বলবো বল !
তবুও মাঝে মাঝে তুমি বড় ঝামেলা কত ! কোথায় যে ডুম মারো বুঝি না ! যতবার তোমার খোজ নিতে যাই বারবার ৫০২ ব্যাড গেটওয়ে হয়ে ফিরে আসে । এমন টা করবা না কেমন ? প্রিয় মানুষ গুলোর সাথে এমন টা করতে নেই ! মনে থাকে যেন ! হুম !
সব সময় ভাল থাকো ! তোমার পাশে ছিলাম, আছি আর থাকবো জেনো ! আমার এই ৬০০তম পোস্ট টা তোমার জন্য প্রিয় সামহোয়্যারইন!
ইতি
কল্পনার রাজ্যে বসবাসরত একজন
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু !
২| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অভিনন্দন
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
অপু তানভীর বলেছেন: থেঙ্কু কাভা ভাই
৩| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২০
শায়মা বলেছেন: খুবই সুন্দর চিঠি ভাইয়া।
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৯
অপু তানভীর বলেছেন: কোন মেয়ে কে লিখলে কি কাজ হবে ?
কি মনে হয় আপু ?
৪| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৩
বটবৃক্ষ~ বলেছেন:
অভিনন্দন!!!
এই কথাগুলো আমাদের আসলে অনেকেরই মনের কথা!!
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩১
অপু তানভীর বলেছেন: হুম ! তবে আমার মনের কথা এগুলো এটা বলতে পারি খুব ভাল ভাবে.....
৫| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:২৮
স্বপ্নের ফেরিওয়ালা নিলয় বলেছেন: হাজারতম পোস্টের অপেক্ষায় থাকলাম
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: আমি আর সামু যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই হবে ।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪১
"কষ্টের নীল রং" বলেছেন: ভালো
ভালো
২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৭
অপু তানভীর বলেছেন:
৭| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৮
~মাইনাচ~ বলেছেন:
অভিনন্দন
অনেক অনেক শুভ কামনা
অনেক বড় গল্পকার হও তুমি এই দোয়া করি
সুন্দর চিঠিতে মাইনাচ
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০০
অপু তানভীর বলেছেন: অনেক দিন পড়ে আপনার মন্তব্য দেখলাম আমার ব্লগে !
ধন্যবাদ !!
৮| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৩
উড়োজাহাজ বলেছেন: আপনার গল্প কি কোন কাগজে ছাপা হয়?
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০১
অপু তানভীর বলেছেন: ছাপার অক্ষরে এখনও আমি কোন প্রকাশনার কাছে পাঠাই নি !
তবে কয়েকটা অনলাইন পত্রিকায় মাঝে মধ্যে ছাপায় !
৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন । আর অনেক শুভকামনা থাকলো ।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই !
১০| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:০৬
বাংলাদেশী দালাল বলেছেন: অভিনন্দ এবং শুভ কামনা।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ
১১| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১১
প্রোফেসর শঙ্কু বলেছেন: অনেক অনেক অভিনন্দন!
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৫
অপু তানভীর বলেছেন: প্রফেসর সাহেব কে ধন্যবাদ !
সামুকে ছেড়ে না চলে যাওয়ার পিছনে অনেকের মত আপনিও একজন কারনে ! বিশেষ করে আপনার লেখা !
১২| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১২
সংগ্রামী বালক বলেছেন: সামুর সাথে আপনার এতো গভীর সম্পর্ক ভাবতেই হিংসে হচ্ছে।যাই হোক আশা রাখি ভবিষ্যত দিনগুলোতে এভাবেই আমাদের সুন্দর সুন্দর গল্প উপহার দিবেন।আপনার ৬০০তম পোষ্ট উপলক্ষে আপনাকে জানাই অনেক অনেক সামুয়ায়িত শুভেচ্ছা।
২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন: হাহাহাহা ! হিংসে কেন হবে বলেন ! সামুতো আর আমার একার নয় । চাইলে আপনার সাথেও তার সম্পর্কে আরও ভাল হবে ! এমন কি আমার থেকে আরও ভাল হবে !
অনেক অনেক ধন্যবাদ !
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:২৭
প্রবাসী পাঠক বলেছেন: অভিনন্দন।
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৩২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: কিছু কমুনা! খালি কই যে আপনে পারেন ও
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৩
অপু তানভীর বলেছেন: কিছু কওনের কি দরকার ?
১৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪০
মামুন রশিদ বলেছেন: ৬০০ তম !!
শুভেচ্ছা । আমার মাত্র ৬৯
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৪
অপু তানভীর বলেছেন: বেশি না মামুন ভাই মাত্র একটা জিরো বসাইয়া নেন ! তাইলেই চলিবে
থেঙ্কু
১৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:০৩
রাজু মাষ্টার বলেছেন: আরে করছেডা কি
পুররাই তো ফাটাফাটি......
বেচে থাকুক অপু রনির পোস্টগুলা
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৫
অপু তানভীর বলেছেন: দেখা যাক কতদিন বেঁচে থাকে আমার পোস্ট গুলো !
ধন্যবাদ
১৭| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১০
হাতীর ডিম বলেছেন: অভিন্দন
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৮| ২৪ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:৩৬
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সামু নিয়ে অনেকের ভাবনা আপনার চিঠিতে স্থান পেয়েছে।
শুভ ব্লগিং, অপু তানভীর
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৭
অপু তানভীর বলেছেন: অনলাইন জীবনটা শুরু হয়েছেই সামুর হাত ধরেই । চিন্তা ভাবনা তো সামুকে ঘিরে থাকবেই
ধন্যবাদ
১৯| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৪৯
আজীব ০০৭ বলেছেন: অভিনন্দন
২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৫৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২০| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:০০
সাইলেন্স বলেছেন: অভিনন্দন
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!
২১| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:২৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ৬০০ তম পোষ্টে। আপনাকে শুভকামনা
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: আপনাকে ধন্যবাদ
২২| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৯
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
একটা দারূন আইডিয়া দেই অপু ভাই !!
আপনার প্রিয় ৬০০ জন ব্লগারকে দাওয়াত করে
মহা ধুমধামে একটা পার্টির আয়োজন করূন !!
সবাই আশা করি আমার সাথে একমত হবেন...!
হ্যাপি ব্লগিং, অনেক ভালো থাকুন ।
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
অপু তানভীর বলেছেন: খুবই ভালা আইডিয়া কিন্তু বাইরে কি পরিমান গরম টা দেখছেন । এই রোঁদের ভিতর কেউ আসবে বলে তো মনে হয় না ! নইলে নিশ্চিত সবাইরে দাওয়াত দিতাম !
হ্যাপি ব্লগিং......
২৩| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
শংখনীল কারাগার বলেছেন: শুভকামনা।
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২৪| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫
ইছামতির তী্রে বলেছেন: সত্যি সামু বড় আপনজন!
আপনি যে সামুকে কত ভালবাসেন তা চিঠিতেই ফুটে উঠেছে। এই ভালবাসা বজায় থাকুক আগামী দিনেও-এই কামনা করি।
আশা করি অনাগত দিনেও আপনার কাছ থেকে দারুণ লেখা ও সুন্দর আইডিয়া পাব আমরা।
হ্যাপি ব্লগিং।
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন: সামু আসলেই বড় আপন জন !
অনেক অনেক ধন্যবাদ !!
হ্যাপি ব্লগিং .....
২৫| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৮
জন কার্টার বলেছেন: অভিনন্দন
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২৬| ২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
অভিনন্দন অপু
হ্যাপি ব্লগিং!!!
২৪ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৮
অপু তানভীর বলেছেন: থেঙ্কু শোভন !
২৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯
কান্ডারি অথর্ব বলেছেন:
অপু ভাই এত এত পোস্ট কেমনে কি ? আমারে কিছু টিপস দেন যেন আমিও এত এত পোস্ট দিতে পারি।
দোয়া করি আপনার জন্য সবসময়।
২৫ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬
অপু তানভীর বলেছেন: টিপস হল আমার মত বেশি বেশি করে কাচ্চি খাবেন আর চাকরী বাকরী বাদ দিয়ে পিসির সামনে বসে থাকবেন !
দেখবেন দিনে দুইতিন টা পোস্ট এমনিতেই দিতে পারবেন !
আমি সেটা সব সময়জানি ! অনেক ধন্যবাদ কান্ডারি ভাই
২৮| ২৯ শে এপ্রিল, ২০১৪ ভোর ৬:১৮
আশিক মাসুম বলেছেন: আপনাকে অভিনন্দন অপু ভাই ৬০০ টা ৬০০০ ছারিয়ে যাক
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৭
অপু তানভীর বলেছেন: ইয়াপ ! থেঙ্কু মাসুম ভাই !
৬০০০ হাজার হবে নিশ্চই একদিন
২৯| ০১ লা মে, ২০১৪ দুপুর ১২:৩৭
আমি তুমি আমরা বলেছেন: ৬০০ তম পোস্টের অভিনন্দন। আমার এখনো দেড়শও হইল না
০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৬
অপু তানভীর বলেছেন: করলেন ডা কি কন তো
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি ব্লগিং শুভকামনা