নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যান্ত্রিক কম্পিউটারাইজ কন্ঠ টা বলে উঠলো
-মেধাবী ডট কমে আপনাকে স্বাগতম ! আপনি জেএসসি পরীক্ষার্থী হলে এক চাপুন, এসএসসি পরীক্ষার্থী হলে দুই চাপুন এবং এইচএসসি পরিক্ষার্থী হলে তিন চাপুন !
জনি মোবাইল টা কান থেকে চোখের সামনে এনে তিন চাপ দিল !
-মেধাবী ডট কম প্রশ্ন সম্ভারে আপনাকে স্বাগমত ! আপনি কোন বোর্ডের অন্তর্গত ?
ঢাকা বোর্ড হলে এক চাপুন
চট্টগ্রাম বোর্ড হলে দুই চাপুন
যশোর বোর্ড হলে তিন চাপুন
রাজশাহী বোর্ড হলে চার চাপুন
সিলেট বোর্ড হলে পাঁচ চাপুন !
বরিশাল বোর্ড হলে ছয় চাপুন !
রংপুর বোর্ড হলে সাত চাপুন !
জনি এক চাপ দিল !
যান্ত্রিক কন্ঠটা আবার বলল
-আপনি কোন বিভাগের প্রশ্ন চান ? বিজ্ঞান বিভাগ হলে এক চাপুন, মানবিক বিভাগ হলেও দুই চাপুন, ব্যবসা বিভাগ প্রশাসন হলে তিন চাপুন !
জনি এক চাপলো !
যান্ত্রিক কন্ঠটা আবার বলে উঠলো !
-রচনামূলক প্রশ্ন পত্র চাইলে এক চাপুন, নির্বাচনী প্রশ্নপত্র চাইলে দুই চাপুন, উভয় প্রশ্নপত্র চাইলে তিন চাপুন !
আজকে ফেসবুকে প্রশ্ন পত্র ঘুরে বেড়াচ্ছে ঠিক পরীক্ষার আগের দিন ! কদিন পরে এভাবে মোবাইল সার্ভিস দিয়ে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ঘরে ঘরে পৌছে যাবে আশা করি !
নব্বই দশকের পর থেকে নকল ছিল পাবলিক পরীক্ষাগুলোর অপর নাম। মানুষজন বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায়, বিভিন্ন উপায়ে নকল করতো সেই কথা আবার পরীক্ষার শেষে গর্বের সাথে বলেও বেড়াতো মানুষজন কে ! যতই বিএনপির বিরুদ্ধে কথা বলি না কেন একটা কথা কোন ভাবেই স্বীকার না করে উপায় নেই যে, যে মানুষটা একান্ত চেষ্টায় বাংলাদেশের পাবলিক পরীক্ষা থেকে নকল জিনিস টা একেবারে গায়েব হয়ে গিয়েছি তার নাম এহসানুল হক মিলন। তৎকালীন এই শিক্ষামন্ত্রী চেষ্টায় বাংলাদেশ নকলের বেড়াজাল থেকে বের হয়ে এসেছিল ! ছেলেমেয়েরা সেই সময়ে পড়াশুনা করে পরীক্ষা দিতে যেত ! এবং আমি অনেক টা গর্ব করে বলতে পারি আমি ঠিক এই সমটাতেই পাবলিক পরীক্ষা গুলোতে অংশ নিয়েছিলাম !
তারপর ফকরুদ্দিন সরকার এল ! তখনও ঠিকই ছিল !
এরপর আওয়ামীলীগ সরকার এল ! প্রথম প্রথম ঠিকই ছিল ! কিন্তু দুতিন বছর যেতে না যেতেই ঝামেলা শুরু হল ! তবে এবার সমস্যা দেখা দিল অন্য ভাবে । নকল ফিরে এল না ঠিকই কিন্তু তার থেকেই ভয়ংকর জিনিস দেখা দিল ! প্রশ্নপত্র হাজির হয়ে যেত পরীক্ষার আগের রাতে !
প্রথম প্রথম গুজব মনে হলেও যতই অনলাইন টা সহজলভ্য হল প্রশ্ন পত্র ফাঁসের ব্যাপার টা এখন ডালভাত হয়ে দেখা দিল !
গত দুই বছরে এমন একটা পাবলিক পরীক্ষা হয় নি যেটার প্রশ্ন ফাঁস হয় নাই !
আফসোস ! এটার ব্যাপারে আমার মাননীয় শিক্ষামন্ত্রী কোন পদক্ষেপই নেন নি । বরং তিনি এটা জোর গলায় বলেন পশ্নপত্র ফাঁসের ব্যাপারে গুজবে কান দিবেন না !
মাননীয় শিক্ষামন্ত্রী আমি গুজবে কান দেই নি ! নিজ চোখে দেখা প্রশ্নপত্র দেখে তবেই বিশ্বাস করেছি !
কিছু একটা করুন মাননীয় শিক্ষা মন্ত্রী !
কিছু একটা করুন !
মন্ত্রনালয়ের ভিতরকার লোকজন, বোর্ডের ভেতরকার লোকজন ছাড়া কোন ভাবেই পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হতে পারে না, কোন ভাবেই না ! দোষী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নিন ! যথাযত ব্যবস্থা নিন নয়তো বাংলাদেশের শিক্ষাব্যবস্থার এই কলংকিত ইতিহাসে কিন্তু সব লেখা থাকবে !
মানুষ কিন্তু ভুলে যাবে না !
মানুষ ক্ষমা করবে না !
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০০
অপু তানভীর বলেছেন: সহমত জানায়া আর কি লাভ
২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪১
বিদ্রোহী ভৃগু বলেছেন: আওয়ামীলীগ রাজপথে আন্দোলনে (সন্ত্রাস এবং তাকে মূখরোচক নামে গিলাতে) যত সফল,
প্রশাসনিক পরিচালনায় ততটাই ব্যার্থ সেই ৭২-৭৫ বা বর্তমান সব সময়ই!!!!!!!
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
অপু তানভীর বলেছেন:
৩| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৫
অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: কয়দিন পর দেখবেন পরীক্ষা বলেই কিছু থাকবে না,যদি এই সরকার থাকে।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
অপু তানভীর বলেছেন: কে জানে ?
৪| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৬
প্রিয় জন বলেছেন: ভাল বলেছেন।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
অপু তানভীর বলেছেন:
৫| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৫
কোড বলেছেন: এখন থেকে প্রখিয়া না রাকাই শ্রেয়
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১২
অপু তানভীর বলেছেন: হুম ! না থাকবে বাঁশ আট না বাজবে বাঁশি !
৬| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০৭
উড়োজাহাজ বলেছেন: অদৃশ্য পথিক ০০৭ বলেছেন: কয়দিন পর দেখবেন পরীক্ষা বলেই কিছু থাকবে না,যদি এই সরকার থাকে।
এই জন্যই কি পুলাপাইনের এই ষড়যন্ত্র? তারা তো এক্সামের স্রষ্টাকে খুন করার জন্য খোজ করে।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৩
অপু তানভীর বলেছেন: পরীক্ষা না থাকলে পুলাপাইন পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে !
৭| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১১
বোধহীন স্বপ্ন বলেছেন: যতটা সরল দেখা মনে হয়, বিষয়টা তত সরল মোটেও নয়। এর মাধ্যমে কি হল? স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়াশুনাইয় আগ্রহ হারালো। আর তা যদি চলতে থাকে, তবে জাতিগতভাবে পঙ্গুত্ব বরণ সময়ের ব্যাপার মাত্র।
২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:১৪
অপু তানভীর বলেছেন: জিনিস টা এরকমই হবে ! যদি আরও পরপর দুবছর এমন হতে থাকে তাহলে কেউ কষ্ট করে পড়ালেখা করবে না ! কেবল পরীক্ষার আগের রাতের ব্যবস্থা করবে ! আফসোস !
এখনই কঠোর ব্যবস্থা নেওয়া উচিৎ ! এখনই !
৮| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪০
অঘটনঘটনপটীয়সী বলেছেন: আমার ছোট ভাই এবার এইচ এস সি দিচ্ছে। প্রতি পরীক্ষার আগের রাতে ম্যাজিকের মত ওর কাছে প্রশ্ন চলে আসে। প্রথম দিকে ও ভেবেছিল ভুয়া মনে হয়। কিন্তু সবগুলো পরীক্ষায় প্রশ্ন মিলে গেল। এখন তো ও আর পড়তেই চায় না। বলে, পড়ে কি হবে? প্রশ্ন তো পাবোই।
কি যে দিন আসলো!!!
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩
অপু তানভীর বলেছেন: কি যে দিন আসলো আর সামনে কি দিন অপেক্ষা করছে কে জানে !!
৯| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:০৫
জাবের তুহিন বলেছেন: আমি এইবারের পরীক্ষার্থী । আগে বন্ধুরা জিগাইতো প্রস্তুতি কেমন এখন জিগায় প্রশ্ন পাইছোস? পরীক্ষার আগে সবাই পড়তো এখন দেখি সবাই উত্তরপত্র পড়ে। পরীক্ষা শেষে কয়, মামা ছয়টাই কমন। খারাপ লাগে কিছুই করার নাইঈ কারো।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৩
অপু তানভীর বলেছেন: বড় হতাশা জনক কথা
১০| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই হাসুম না কান্দুম বুঝতে পারতাছিনা !!!
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪
অপু তানভীর বলেছেন: মাঝামাঝি অবস্থায় থাাকেন !
১১| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ১:৫৪
হাতীর ডিম বলেছেন: সরকারের নজর দেয়া উচিৎ এই ব্যপারে
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৫
অপু তানভীর বলেছেন: সরকারের সময় কই ?
কয়েক বছর ধরে এমন টা হয়ে আসতেছে !
কারো কোন পদক্ষেপ নাই !
১২| ২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ২:০৫
লিন্কিন পার্ক বলেছেন:
এই প্রান্তের অনেক প্রশ্ন ভুয়া !!
আর পরীক্ষার আগের দিন রাত ৯ টার পর ফেসবুকে ঢু মারলেই প্রশ্ন পাওয়া যায়
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৬
অপু তানভীর বলেছেন: ভুয়া প্রনশ্ন যেমন আছে তেমনি সঠিক প্রশ্নও পাওয়া যাচ্ছে ! সমস্যা টা এখানেই
১৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:২৫
সাদা আকাশ বলেছেন: এমন চলতে থাকলে শুধু শিক্ষার্থী নয় শিক্ষকেরাও একটা সময় হতাশ হয়ে পড়বে। তখন দেখা যাবে তারাও পরীক্ষার্থীদের এই সুযোগ সদ্ব্যবহার করার জন্যে আকারে ইঙ্গিতে বলবে। আর মেরুদণ্ড! ততদিনে সেটা একেবারেই গায়েব হয়ে যাবে।
২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৭
অপু তানভীর বলেছেন: সত্য কথা
১৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫০
বটবৃক্ষ~ বলেছেন:
আসলেই এমনটা হবে মনেহয়!!
বাচ্চাগুলার জন্যে খারাপ লাগে!
২৬ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
অপু তানভীর বলেছেন: তুমি তো অনেক বড় হইয়া গেছো ?
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
আদনান শাহ্িরয়ার বলেছেন: শুরুর দিকটা দারুন মজার হয়েছিলো । পরিহাস আজকাল কেউ গায়ে মাখে না । আমরা এখন দলা দলা এ প্লাস দেখলেই তৃপ্তির ঢেঁকুর তুলি । ভর্তি পরীক্ষায় গেলেই সব জুরাজুরি ফাঁস । চারিদিকে কেবলই অশনি সংকেত ।
২৬ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৪৪
অপু তানভীর বলেছেন: আসলেই আজকাল কেউ পরিহাস গায়ে মাখে না !
আফসোস !
আর আফসোস !
©somewhere in net ltd.
১| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:২৮
দালাল০০৭০০৭ বলেছেন: তিব্র ভাবে আপনার সাথে একমত।