নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

মে দিবসে দেখে নিন আপনার প্রিয় ব্লগ শ্রমিকদের (ব্লগার) ব্লগিং হাতিয়ার ....

০১ লা মে, ২০১৪ দুপুর ১:০৬


প্রতিদিন সামুতে কত শত পোস্ট পড়েন তার কি কোন হিসাব আছে ? তার থেকেই বড় প্রশ্ন এই পোস্ট গুলো কারা লিখে ? কি দিয়ে লিখে একবার চিন্তা করে দেখেছেন ? বলবেন অবশ্যই পিসি কিংবা ল্যাপ্টপের সাহায্যে ! এখন তো আর খাতা কলমে লিখে সামুতে পোস্ট করার উপায় নেই !
আচ্ছা কোনদিন কি ইচ্ছা করে না আপনাদের প্রিয় ব্লগারদের সেই সমস্ত টুলস গুলো দেখতে ? সেই টুলস গুলো যা দিয়ে কোন গল্প কিংবা কবিতা অথবা ফিচার লিখে আপনাদের মন জয় করে নিয়েছেন তারা !
তবে আসুন, আজকে আপনাদের প্রিয় ব্লগারদের সেই ব্লগিং হাতিয়ার গুলো দেখে দেখে নেওয়া যাক যেগুলো দিয়ে পোস্ট লিখে আপনাদের প্রিয় হয়ে উঠেছেন তারা !
এরকম একটা পোস্ট ২০১২ সালের মে মাসে ব্লগার "এস.কে.ফয়সাল আলম" দিয়েছিলেন ! দেখে নিন সেই পোস্ট টি । তবে এই পোস্টে যাদের যাদের ব্লগিং হাতিয়ারের ছবি দেওয়া আছে, হাতে গোনা তিন চার জন বাদ দিয়ে সবাই সামুতে আসা বন্ধ করে দিয়েছে ! আর যারা এখন সামুতে নিয়মিত তাদের কার ছবি নেই সেখানে ! তো আসুন পরিচিত কিছু প্রিয় ব্লগারদের ব্লগিং টুলস গুলো দেখে নেওয়া যাক !

অদিতি মৃণ্ময়ী


লাবনী আক্তার


মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস)


শুঁটকি মাছ


আম্মানসুরা


আমি ইহতিব


আমি তুমি আমরা


আমিনুর রহমান


ডট কম ০০৯


আশরাফুল ইসলাম দূর্জয়


একজন আরমান


একজন ঘূণপোকা



এম মশিউর


এরিস



কান্ডারি অথর্ব


কালোপরী


কাল্পনিক_ভালবাসা


*কুনোব্যাঙ*


চিরতার রস


তামীম ইবনে আমান


নাজিম-উদ-দৌলা


নিম চাঁদ



নিয়েল (হিমু)


প্রোফেসর শঙ্কু


বটবৃক্ষ~


মাক্স


মাননীয় মন্ত্রী মহোদয়


মোমের মানুষ


রাতুল_শাহ


শান্তির দেবদূত


শীলা শিপা


সেলিম আনোয়ার


স্নিগ্ধ শোভন


স্বপ্নবাজ অভি


অস্পিসাস প্রেইস


অপর্ণা মম্ময়


দালাল০০৭০০৭



অদ্বিতীয়া আমি


এ্যাপোলো৯০



এবং সবার শেষে আমার টা



মোটামুটি পরিচিত সবার কাছেই ছবি চেয়েছি ! অনেকেই দিয়েছে অনেকেই ভুলে গেছে ! অনেকের কাছে ইচ্ছে থাকা স্বত্ত্বেও ছবি চাইতে পারি নি কারন তাদের সাথে যোগাযোগের কোন উপায় নেই ! যাই হোক, আমি খুবই খুশি হব যদি আপনারা আপনাদের ব্লগিং টুলসের ছবি আমাকে পাঠান ! আমি আপডেট করে দিবো সঙ্গে সঙ্গে !

হ্যাপি ব্লগিং ! :):):)



মন্তব্য ১১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৫

রাতুল_শাহ বলেছেন: হুম, অপু ভাইয়া ছবি লোড হয় না।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: সে কি ?
লোড হইবে না কেন ? আমার এখানে তো লোড হইতাছে :(:(

২| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:




নাইস পোষ্ট অপু................ /



মে দিবসের শুভেচ্ছা সকল শ্রমজীবী মানুষকে।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:২৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ শোভন মিয়া !
কিন্তু নিয়ে ব্লগারদের ছবি গুলো কই থেইকা আইলো বুঝবার পারলাম না !

৩| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৩২

হাসান মাহবুব বলেছেন: ভুইলাই গেছিলাম দিতে!

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪৭

অপু তানভীর বলেছেন: এখন দিয়া দেন ! আপডেট কইরা দেই :):)

৪| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: এইটাও বোধয় সামুর বাঘ মিয়ার কাম। B-))

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪৮

অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হইতাছে ! :D :D :D

৫| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:


ইনারা কি সবাই ব্লগ দিয়ে ইন্টারনেট চালান ? ;)

মরনাস্ত্রগুলো বেশ ভয়ানক ;)

নিরাপদ কর্মসংস্থান চাই এই হোক মে দিবসের অঙ্গীকার।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪৯

অপু তানভীর বলেছেন: "নিরাপদ কর্মসংস্থান চাই এই হোক মে দিবসের অঙ্গীকার"


মরনাস্ত্র গুলো আসলেই ভয়ানক ! ;)

৬| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ব্লগারশ্রমিকদের প্রতি মে দিবসের শুভেচ্ছা থাকলো ।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫১

অপু তানভীর বলেছেন: শুভেচ্ছা :)

৭| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৩৬

রাতুল_শাহ বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় এর হাতিয়ারই সেরা।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫২

অপু তানভীর বলেছেন: আমার কাছেও ঐটাই সেরা মনে হইছে ! ;)

৮| ০১ লা মে, ২০১৪ দুপুর ১:৪০

রাতুল_শাহ বলেছেন: ৫ টা এইচপি হাতিয়ার।

আমি তুমি আমরা ভাই এর ওয়ালপেপার টা সুন্দর।

০১ লা মে, ২০১৪ দুপুর ১:৫৩

অপু তানভীর বলেছেন: আপনে তার ওয়ালপেপার টা দেখলেন আর আমার টা দেখলেন না ;)

৯| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:০৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মন্ত্রী মহোদয়ের পিসি দেইখা ডরাইছি।

বিলাই আপুর ল্যাপিও তাহলে বিলাই চালায় :)

শিলা শিপার ডেস্কটপ এত্তগুলা হিজিবিজি :)

অনেকে দেখলাম সিগারেট দিয়েও ব্লগ চালান :)

০১ লা মে, ২০১৪ দুপুর ২:১২

অপু তানভীর বলেছেন: মন্ত্রী সাহেবের হাতিয়ার আসলেই সেরা ! ওটার সাথে আর টার কুনো তুলনাউ হইবে না ! ;););)

অনেকেই এমন টা করে ! সিগারেট সাথে ব্লগিং !! :):)

১০| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:১৯

স্বর্ণমৃগ বলেছেন: ভালা পাইলাম!
+++++

০১ লা মে, ২০১৪ দুপুর ২:২১

অপু তানভীর বলেছেন: আমিও ভালা পাইলাম ! :):):)

১১| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:২৭

লিন্‌কিন পার্ক বলেছেন:
মাননীয় মন্ত্রী মহোদয় এরটা পছন্দ হইসে :D :D

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৩৮

অপু তানভীর বলেছেন: :D :D :D

১২| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:৪১

রাতুল_শাহ বলেছেন: আপনি এটা কি করছেন!!!!! জেমস বন্ড ভাই কোথায় হারাইলো?


ও জেমসু ভাইয়া..............

০১ লা মে, ২০১৪ দুপুর ২:৫৮

অপু তানভীর বলেছেন: সে যে কই হারাইলো সেই জানে :(:(:(

ব্লগে তো আর আসেই না ! :(

১৩| ০১ লা মে, ২০১৪ দুপুর ২:৪৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: দারুণ পোস্ট! প্রিয়তে :)

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০১

অপু তানভীর বলেছেন: আপনার হাতিয়ার টা এই ব্লগ পোস্টের অন্যতম আকর্ষন :):):)

১৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০০

নিশাত তাসনিম বলেছেন: ++++

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১৮

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

১৫| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:০৬

অপর্ণা মম্ময় বলেছেন: সেলিম আনোয়ার ভাই চান্সে নিজের খোমা আবার দেখাইলো ;)
তোমার মাথায় ভাইগ্না এতো আইডিয়া কেমনে আসে বলো দেখি !!!

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: কথা সত্য ! সেলিম ভাই দেখায়া দিল ;);)

১৬| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:১৮

আমি তুমি আমরা বলেছেন: চমৎকার পোস্ট। ভাল্লাগছে।সকল ব্লগ শ্রমইকের প্রতি মহান মে দিবসের শুভেচ্ছা।

@রাতুল ভাই এই ওয়াল পেপারটা আমার নিজেরও খুব পছন্দ। :)

@অপু ভাই আমার ওয়াল পেপার এখন আপনারটার চেয়ে এক ভোটে এগিয়ে। আসেন দেখা যাক শেষ পর্যন্ত কোনটা জিতে। ;) :P

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৩

অপু তানভীর বলেছেন: কুনো ভাবেই হইবো না ! আমি ইহা মাইনা নিমু না ! দরকার হইলে রাতুল ভাইয়ের কমেন্ট গায়েব হইয়া যাইবো কইলাম ;);)

১৭| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৩

আমি তুমি আমরা বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয়েরটাতো পুরাই এপিক কন্ডিশনে আছে। এইটাই সেরা।

০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৪

অপু তানভীর বলেছেন: পুরাই এপিক !
সব গুলা থেইকা এইটাই বেস্ট !
বুঝতে হবে ! মন্ত্রী বইলা কথা :D :D :D

১৮| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৩১

আম্মানসুরা বলেছেন: হাতিয়ারের ছবি গুলো ভালো লাগছে

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৯

অপু তানভীর বলেছেন: :):):):)

১৯| ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:৩৩

সজল আহমদখ বলেছেন: ১০০ পিলাচ দিলাম

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:০৯

অপু তানভীর বলেছেন: :):):):):)

২০| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:১৪

রাজীব নুর বলেছেন: আর্নেস্ট হেমিংওয়ে বলেছেন- “আমি শুনতে ভালোবাসি, শুনতে শুনতে অনেক কিছু অর্জন করেছি। কিন্তু অধিকাংশ মানুষই শুনতে আগ্রহী নন।”

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৭

অপু তানভীর বলেছেন: :-& :-& :|| :||

২১| ০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৫

মামুন রশিদ বলেছেন: হাতিয়ারের ছবিপোস্ট ভালো হইছে ।

০১ লা মে, ২০১৪ বিকাল ৪:২৮

অপু তানভীর বলেছেন: আপনে তো ফটু দিলেন না :(

২২| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:১৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্লগারদের হাতিয়ার গর্জে উঠো আরেকবার!
ব্লগাররা জেগে থাকে, ব্লগাররা ঘুমায় না। B-)

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: কুঠাকার ডায়ালগ কুঠায় দিয়া দিলেন ? ;););)

২৩| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: " আমি তুই আমরা" :D

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৫

অপু তানভীর বলেছেন: তুই ? ;) :D :D B-)

২৪| ০১ লা মে, ২০১৪ বিকাল ৫:৩৩

এনামুল রেজা বলেছেন: ঘুরে ফিরে কিবোর্ড, পিসির মনিটর.. ভাগ্যিস কেউ টাইপ রাইটারে লেখেনা! সে এক ক্ল্যাসিক ব্যাপার ছিলো। তবে আমি খাতা কলমেই লিখি। পরে কি-বোর্ড এ সেটা রিরাইট..

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: রিটাইপ ?
খাইরে ? ক্যামনে সম্ভব ? :|| :||

২৫| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৩

ক্ষুদ্র খাদেম বলেছেন: মন্ত্রী মহোদয় এইটা পাইল কই ??? :-B :-B :-B

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৭

অপু তানভীর বলেছেন: ইহা আমারও প্রশ্ন ?
কিন্তু সেই ব্যক্তি গেলু কই ? ;)

২৬| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

পেন আর্নার বলেছেন: ইহা আমি কী দেখিলাম মাননীয় মন্ত্রী মহোদয়! :-B

ভাল লাগসে।

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: আমরা সবাই ই ইহা দেখিলাম ! বড়ই আশ্চার্য ব্যাপার ;);)

২৭| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

আমি তুমি আমরা বলেছেন: @ইরফান বর্ষন ভাই ঐডা আমার "তুই", সেই হিসেবে আপনের ভাবি ;) :P B-))

০১ লা মে, ২০১৪ রাত ১০:৩৯

অপু তানভীর বলেছেন: কুনডা আপনের কন দেখি ? ;);)

আমিও একটু দেখবার চাই B-) B-)

২৮| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৪

জমরাজ বলেছেন: অভিনব পোস্ট।

০১ লা মে, ২০১৪ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):)

২৯| ০১ লা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫০

বোকার ডায়রী বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:


ইনারা কি সবাই ব্লগ দিয়ে ইন্টারনেট চালান ? ;)

মরনাস্ত্রগুলো বেশ ভয়ানক ;)

নিরাপদ কর্মসংস্থান চাই এই হোক মে দিবসের অঙ্গীকার।

০১ লা মে, ২০১৪ রাত ১০:৪২

অপু তানভীর বলেছেন: নিরাপদ কর্মসংস্থান চাই এই হোক মে দিবসের অঙ্গীকার।

৩০| ০১ লা মে, ২০১৪ রাত ১০:৪৮

প্রবাসী পাঠক বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় এর হাতিয়ারটাই সবচেয়ে বেশি ভয়ঙ্কর। আহ এই রকম একটা অস্ত্র যদি আমার থাকত :( :( :(

০১ লা মে, ২০১৪ রাত ১০:৫১

অপু তানভীর বলেছেন: হাহাহহা !
কথা সত্য !!

৩১| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২২

অদিতি মৃণ্ময়ী বলেছেন: সবার ল্যাপি কত্তগুলা সুন্দর! আমার মত ভাঙ্গাচুরা ডেক্সটপ আর কারো নাই :(

মোমের মানুষের পিসি টেবিল টা পছন্দ হইসে। আমারে দিয়া দেন ।

০২ রা মে, ২০১৪ দুপুর ১:২০

অপু তানভীর বলেছেন: আমি বুঝছি আপনের মন কেনু খারাপ ! ;););)

ঘটনা অন্য :D :D

৩২| ০১ লা মে, ২০১৪ রাত ১১:২৯

দালাল০০৭০০৭ বলেছেন: আরে বাহ আরে বাহ সুন্দর ত

০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩৪

অপু তানভীর বলেছেন: :D :D :D :) :) :)

৩৩| ০২ রা মে, ২০১৪ রাত ১:৩৫

বটবৃক্ষ~ বলেছেন:



রুপম এর কম্পিউটিভি দেখে আমি চমৎকৃত!!!!!!!!!! B-) B-) =p~ =p~ ও এইটা কি নিজে বানাইসে নাকি আমদানি করসে জিনজিরা থেকে জাতি জানতে চায়!!!
তাকে ইনজিনিয়ার অফ জিনজিরা খেতাবে ভূষিত করা হউক!!!!
B-))

আর কে যেন দেখলাম নিজের ছবিও হাতিয়ার হিসেবে দিয়ে দিয়েছেন চান্সে!! ;) :P

কান্ডারি ভাইয়ার ওয়াল পেইন্ট টা জোস!!!!!! :) লাভিট!!!


০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩৬

অপু তানভীর বলেছেন: জিনজিরা ;);)

কিন্তু সে তো থাকে সিলেটে :P :P

তোমার টিংকুও তো নিজের চেহারা দেখায়া দিল :):):)

৩৪| ০২ রা মে, ২০১৪ রাত ২:০৩

নিশাত তাসনিম বলেছেন: মাননীয় মন্ত্রী মহোদয় এর টা পুরাই ব্লগ দিয়ে ইন্টারনেট চালাচ্ছে। উনারটাই আমার সেরা লাগছে। :D

০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩৭

অপু তানভীর বলেছেন: মন্ত্রী বলে কথা ! :D :D :D

৩৫| ০২ রা মে, ২০১৪ রাত ২:৪৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নাম দেখেই বুঝেছি কার পোষ্ট ;)

আমি আবারও নাই :(

০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩৮

অপু তানভীর বলেছেন: আমি যে আপনের সাথে যুগাযুগ করিবো সেইটার একটা পথা খোলা রাখিতে হইবে নাকি ?


যাক ইমেইলে দেরি না করে জলদি একটা ফটু পাঠায়া দেন ! জলদি !

৩৬| ০২ রা মে, ২০১৪ রাত ২:৪৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@*কুনোব্যাঙ*,

স্টারবাকস কি বাংলাদেশে নাকি?

০২ রা মে, ২০১৪ দুপুর ১:৩৯

অপু তানভীর বলেছেন: :D :D :D

৩৭| ০২ রা মে, ২০১৪ ভোর ৫:০২

শান্তির দেবদূত বলেছেন: মন্ত্রী মহোদয় এর টা পুরাই এপিক, এটা কি আসলেই মন্ত্রী সাহেবের ব্লগিং হাতিয়ার?

ভালো পোষ্ট :)

০২ রা মে, ২০১৪ দুপুর ১:৪০

অপু তানভীর বলেছেন: এই প্রশ্ন আমারও :)


আপনি কবে গল্প দিবেন ?

৩৮| ০২ রা মে, ২০১৪ সকাল ৮:০৭

অদিতি মৃণ্ময়ী বলেছেন: তয় কাল্পনিক ভালোবাসার পিসি দেইখা একটা লাইন ই মনে আসতেসে -


"মেঘ সড়িয়ে চাঁদের দেখা "

আমি আসলে ভাবতাম আমার পিসি টেবিলেই এইসব জনজাল থাকে -_-

০২ রা মে, ২০১৪ দুপুর ২:০০

অপু তানভীর বলেছেন: হে হে হে ! বুঝতে হবে যে কাভা ভাইয়ের এখনও বিয়া হয় নাই ! ;);)

৩৯| ০২ রা মে, ২০১৪ সকাল ১১:০৮

চিরতার রস বলেছেন: হিউজ কালেকশান :)
ব্লগারদের যাদুঘর। হাহাহা....... :)

০২ রা মে, ২০১৪ দুপুর ২:০১

অপু তানভীর বলেছেন: ব্লগাররা বাইচ্চা থাকতে থাকতে তাদের যাদুঘরে পাঠায়া দিলেন ;);)

৪০| ০২ রা মে, ২০১৪ সকাল ১১:৫৭

মোমের মানুষ-২ বলেছেন: ব্লগারদের হাতিয়ার গর্জে উঠুক আরেক বার.......।

০২ রা মে, ২০১৪ দুপুর ২:০৩

অপু তানভীর বলেছেন: এই রে ভুল জায়গায় আবার ভুল শ্লোগান দিয়া দিলেন কিন্তু ;););)

শ্লোগান হইবো তো শাহবাগে :D :D

৪১| ০২ রা মে, ২০১৪ দুপুর ১২:৪৫

দালাল০০৭০০৭ বলেছেন: সবার যখন আছে তখন আমার থাকবে না তা কি হয় :!> :!>

গরিবী হালাতে আমার টাও দিলাম।

০২ রা মে, ২০১৪ দুপুর ২:০৩

অপু তানভীর বলেছেন: ওকে ! এড করে দিতেছি :)

৪২| ০২ রা মে, ২০১৪ দুপুর ১:০৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ঘটনা হচ্ছে, আমারটাই সেরা হইতো যদি আমার এই পিসির শক্তি আরো দুইগুন বাড়িয়া যাইতো যদি আমার এই পিসিতে আমি তুমি আমরা'র পিসির মতো একটা ওয়ালপেপার থাকিতে পারিতো । :-< :-< :-< =p~ =p~



@বটবৃক্ষ, আপু এইটা আসলেই জিনিজিরার মাল,বিয়ের আগেই যৌতুক হিসেবে একটা কম্পিউটার আর একটা টেলিভিশন চেয়েছিলাম বলে শ্বশুর আব্বা এইটা পাঠিয়ে দিছে । /:) /:) /:) /:)

০২ রা মে, ২০১৪ দুপুর ২:০৫

অপু তানভীর বলেছেন: আসলেই একবার চেষ্টা লন তো একটা ওয়ালপেপার লাগানো যায় নাকি আমি তুমি আমরার পিসির মত ! দেখি কেমুন লাগে ;);)

৪৩| ০২ রা মে, ২০১৪ বিকাল ৫:০৯

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: হাহা, আনন্দ পেলাম দেখে।

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৪

অপু তানভীর বলেছেন: :) :) :) :)

৪৪| ০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
আরেব্বাহ.... এত পরে দেখলাম কেন পোস্টটা?
দারুন.... অপু তানভীর... ওসাম! :)

০২ রা মে, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

অপু তানভীর বলেছেন: আপনার টারও ছবি পাঠিয়ে দিন !

৪৫| ০২ রা মে, ২০১৪ রাত ৮:৩২

রাতুল_শাহ বলেছেন:
@বটবৃক্ষ, আপু এইটা আসলেই জিনিজিরার মাল,বিয়ের আগেই যৌতুক হিসেবে একটা কম্পিউটার আর একটা টেলিভিশন চেয়েছিলাম বলে শ্বশুর আব্বা এইটা পাঠিয়ে দিছে

শতাব্দীর সেরা যৌতুক।

হা হা হা...........

গিনেস বুকে জায়গা পাওয়ার মত।

০২ রা মে, ২০১৪ রাত ১০:০২

অপু তানভীর বলেছেন: :D :D :D :D

৪৬| ০২ রা মে, ২০১৪ রাত ৯:৪৬

খন্দকার আরাফাত বলেছেন: আমারটা কই ?

০২ রা মে, ২০১৪ রাত ১০:০৩

অপু তানভীর বলেছেন: পাঠায়া দেন ! আজই এড করিয়া দেই :)

৪৭| ০২ রা মে, ২০১৪ রাত ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন:


@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা

বাংলাদেশে স্টারবাকস নাই বোধহয়।


০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৩৪

অপু তানভীর বলেছেন: :D :D :D

৪৮| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:০৭

আবু শাকিল বলেছেন: স্ক্রল দিয়া নিচে নামতে নামতে আমার এখন পা ব্যাথা করতাছে... =p~

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: পায়ে মলম লাগান ;)

৪৯| ০৩ রা মে, ২০১৪ রাত ১২:৫৪

এম মশিউর বলেছেন: কথা হইলো,
হাতিয়ারগুলোর লাইসেন্স কি সবার কাছে আছে? :-B

সবগুলোই ভালো লেগেছে। :)

মাননীয় মন্ত্রী মহোদয়েরটা এপিক!!! এইরকম পিসি এর আগে দেখিনি।

তবে কিঞ্চিত ফটোশপ মনে হয়েছে। খেয়াল করে দেখলে ডানদিকে একটু গরমিল আছে! ;)


বটবৃক্ষ নামে যে বিলাই ব্লগিং করে, সেটা বোঝাই যাইতেছে।


*** অপু ভাইয়ের আইডিয়াটা চরম!!! :-B

০৩ রা মে, ২০১৪ দুপুর ১:৩৭

অপু তানভীর বলেছেন: না না কোন ফটোশপ না ! একেবারে আসল কাম !


:):):)

৫০| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:১৬

জনসাধারণের মধ্যে একটি মলিন পট্টবস্ত্র বলেছেন: অনেকের লেখা পড়েছি। আপনার মাধ্যমে তাদের লেখার অস্ত্রও দেখলাম।

০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৪০

অপু তানভীর বলেছেন: হুম ! দেখে নেওয়া উচিৎ যাদের লেখা পড়ছেন তারা কি দিয়ে সেই লেখা লিখেছে :)

৫১| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার ছবি কালু কেনু ? আন্নের কাছে কি ফটোশপ নাই ?

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:০৭

অপু তানভীর বলেছেন: ভালা ফটু দেও !
যেমন দিছো তেমনি দিছো তেমনি দিছি ! ;)

৫২| ০৩ রা মে, ২০১৪ দুপুর ২:৫৬

নিমচাঁদ বলেছেন: দেরীতে পড়ার জন্য দুঃখিত ।
ইনোভেটিভ আইডিয়া!
ব্লগ মালিকানের কম্পিউটার নাই নাকি ?
তাইলে কি দিয়ে উনি ইন্টারনেট চালান ?
ব্লগ দিয়ে ? :||

০৩ রা মে, ২০১৪ বিকাল ৩:০৯

অপু তানভীর বলেছেন: একজনের কাছে চাইছিলাম মনে হয় ভুলে গেছে !


থেঙ্কু নিমচাঁদ ভাই

:):):)

৫৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:৫৮

উপপাদ্য বলেছেন: @কুনোব্যাঙ >> স্টারবাকসে কি গোল্ডলিফ বেচে নাকি? কফির লগে গোল্ডলিফ। :D :D

@লেখক: অনেক পরিশ্রমী পোস্ট। আপনার পরিশ্রম সফল হোক।

[আমি অান্তরিকভাবে দুঃখিত, ভুলে গেছিলাম, ক্ষমা করবেন প্লিজ]

০৮ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৫

অপু তানভীর বলেছেন: হুম ! সেই উত্তর কুনো ভাই দিল না !


যাক এখন দেন ! এড করিয়া দেই ! :)

৫৪| ০৯ ই মে, ২০১৪ দুপুর ১২:০০

এ্যাপোলো৯০ বলেছেন: ইশ, আমার কাছেও চেয়েছিলা। ভুলিনি যদিও কিন্তু পরে আর এটা নিয়ে কথা হয় নাই দেখে ছবিও দেই নাই। জানতামই না তুমি পোস্ট দিয়ে দিছ !!!

০৯ ই মে, ২০১৪ রাত ৮:১৭

অপু তানভীর বলেছেন: এখন দাও ! এড করে দেই ! :)

৫৫| ১৩ ই মে, ২০১৪ রাত ১:১৮

সামুস কিং বলেছেন: আমাদের জিঞ্জিরাকে পচাইবেন না, আমরা হচ্ছি বাংলাদেশের তাইওয়ান :P :P :P


আমি তখনও ব্লগিংই শুরু করিনাই, নাইলে আমারটাও থাকত।

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৬

অপু তানভীর বলেছেন: পাঠায়া দেন ফটু ....... B-) B-) B-)

৫৬| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:২০

কালোপরী বলেছেন: :)

১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৬

অপু তানভীর বলেছেন: :):):)

৫৭| ১৩ ই মে, ২০১৪ দুপুর ১২:৪৮

শায়মা বলেছেন: কাল্পনিকভাইয়ার টেবিল দেখি সবচাইতে এলোমেলো!!!!

১৩ ই মে, ২০১৪ দুপুর ১:১৩

অপু তানভীর বলেছেন: হুম !

কই ছিলা এতো দিন ?

হুম ?

৫৮| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: খাইসে! আমার ভাঙ্গা টেবিলের কালা ডেক্সটপের এতো সম্মাননা!!!
:!> B-)
নগদে পিলাচ

১৩ ই মে, ২০১৪ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: :D :D :D =p~ =p~ =p~

৫৯| ১৩ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৫

মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: মৌখিক পিলাচ না কিন্তু!! আমি মৌখিক প্লাসাই নাহ :P :P ;)

১৩ ই মে, ২০১৪ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.