নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই যেমন করে ঈদের পরপরই কাজে আসতে একটু দেরী করে কিংবা ঈদের পর কাজে কর্মে ঠিক মন বসে না, এবারের পরিসংখ্যান করতে গিয়ে লক্ষ্য করলাম আমাদের ব্লগারদের ভেতরেও ঠিক তেমন একটা ছুটি ইমেজ কাজ করছে । সবাই যেন ছুটি কাটাচ্ছে । তাই জুলাই মাসের শুরু দিককার তুলনায় শেষের দিকের পোস্টের সংখ্যা এবং হিট পোস্টের সংখ্যা একটু কম । প্রথম প্রথম আমি তো মনে করেছিলাম এই মাসেও না জানি আগের মাসের মত হয় কিন্তু যতই মাসের প্রথম দিককার পোস্ট গুলোর দিকে এগুতে থাকলাম ততই আমার সেই ভুল ভাঙ্গতে লাগলো !
কেবল এইবারই নয় এর আগেও, পুরো মাসের পোস্ট নাড়া চাড়া করতে গিয়ে আমার একটা ব্যাপার বেশ নজরে এসেছে । সেটা হল আগের মত এখন আর সামুতে গল্প কবিতা আসছে না ! কবিতার দিকে যদিও আমার লক্ষ্য কম থাকে তবুও আমি সামুতে আসি মূলত গল্প পড়ার জন্য । আগে যেসব ব্লগারেরা নিয়মিত গল্প লিখতো তাদেরকে কেন জানি আর দেখা যাচ্ছে না । নিয়মিত তারা আর লিখছে কিংবা লিখতে পারছে না । নিয়মিত মাত্র হাতে গোনা কয়েকজন ব্লগার লিখে চলেছে । এরকম হলে আমার মনে হয় সামনের কয়েক মাস পরে হয়তো সামুতে আর কোন গল্পই দেখা যাবে না !
আগের মাসের মত এইবার সামুতে ছবি ব্লগ এসেছে তুলনা মূলক ভাবে কম । হাতে গোনা কয়েক ছবি ব্লগ চোখে পড়েছে । সেই তুলনায় বুদ্ধিদীপ্ত এবং ইন্টারেস্টিং পোস্টের সংখ্যা বেশ বৃদ্ধি পেয়েছে । এটা বেশ একটু ভাল দিক । আর সাথে সাথে এই মাসে রাজন হত্যাকে নিয়ে বেশ জোরে স্বরে ব্লগারদের হাতের কিবোর্ড চলেছে । এটাও একটা ভাল দিক । তবে একটা কথা না বললেই নয় যে নতুন বেশ কয়েক জন ব্লগার আমার দৃষ্টি কেড়েছে । বিশেষ করে একজন । এবার হিট পোস্ট সংকলন টা জুড়েই যেন তার আধিপত্য ছিল । সর্বোচ্চ পাঠিত থেকে প্লাস এবং মন্তব্যের দিক দিয়ে তার প্রায় প্রত্যেকটা পোস্টই এসেছে এই সংখ্যায় । সিরিয়াস ইতিহাত থেকে শুরু করে কবিতা আর ফান পোস্ট, তার প্রায় প্রত্যেকটা পোস্টই ছিল হিটের তালিকায় ! তাছাড়া বহুদিনের সেই পুরানো সামুর মত আড্ডা পোস্ট গুরু হয়েছে তার পোস্টে ! এটা অবশ্যই আরেকটা একটা ভাল দিক ।
তবে আর কথা বাড়িয়ে লাভ কি ? শুরু করে দেওয়া যাক এই মাসের হিট পোস্ট সংকলন । সবার আগে আমরা শুরু করি সব থেকে বেশিবার পাঠিত পোস্ট গুলো দিয়ে !
সব থেকে বেশি পঠিত পোস্টের তালিকাঃ
মুড়ির টিন এয়ারওয়েজ - - - আকাশে গরীবের বন্ধু ঠাকুরমাহমুদ
এখনও পর্যন্ত পঠিত ২৫১২০ বার
সময় কাউকে ক্ষমা করেনা - (পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পন -১৯৭১) - প্রথম পর্ব শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত পঠিত ১০৩৪২ বার
আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই *কুনোব্যাঙ*
এখনও পর্যন্ত পঠিত ৫৪১৭ বার
সামুর ব্লগার বিবাহিত ব্যাচেলার ( রহমান হাবিব ভাই) এর চিকিৎসায় সহায়তা করুন। অনিক আহসান
এখনও পর্যন্ত পঠিত ২৪৩৩ বার
মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫ শায়মা
এখনও পর্যন্ত পঠিত ২১৭১ বার
ইয়াক-১৩০: ফ্লাইং আই ফোন!! এই সব দিন রাত্রি
এখনও পর্যন্ত পঠিত ২০৬৯ বার
দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসনস ইন হিস্টরি । ( পৃথিবীর সেরা ১০০ মানব ) কালের সময়
এখনও পর্যন্ত পঠিত ১৭২৫ বার
বাংলাদেশী স্যাটায়ারে ভারতে তোলপাড়, আপনি কি পাটকেল চিনেন? মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত
এখনও পর্যন্ত পঠিত ১৬৭৯ বার
সেই বাঙালী পাকসেনা আর বর্তমানে সম্মানিত শিল্পপতি নেফার সেটি
এখনও পর্যন্ত পঠিত ১৪৬০ বার
প্রবাসে বাংলাদেশের রক্তের উত্তরাধিকারী গুণীগন - ৩ গিয়াসলিটন
এখনও পর্যন্ত পঠিত ১৪৪৫ বার
কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবেন-৭ প্লাবন২০০৩
এখনও পর্যন্ত পঠিত ১৩৬৫ বার
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট ! সুমন কর
এখনও পর্যন্ত পঠিত ১২৬৭ বার
হলিউডের সিনেমা নয় বরং আসুন হলিউড জায়গাটি এবং এর সম্পর্কে কিছু unusual তথ্য জেনে নিই রিকি
এখনও পর্যন্ত পঠিত ১২৫১ বার
এই ঈদ, সেই ঈদ ও আমার ঈদসংখ্যা ২০১৫ শায়মা
এখনও পর্যন্ত পঠিত ১১৬৫ বার
এল কেপ্টিনো ' পাওলো মালদিনি- ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি। প্রবাসী পাঠক
এখনও পর্যন্ত পঠিত ১১৬০ বার
ভয়ঙ্কর আতঙ্কের স্থান "চৌচিলা সেমেট্রি"!! কাঠুরে
এখনও পর্যন্ত পঠিত ১১৫১ বার
প্রচলিত বর্বর ইসলামিক আইন-বাল্যবিবাহ: বিজ্ঞান কি বলে? ইসলাম কি বলে? সমাজ কি বলে?-৩ উদাসী স্বপ্ন
এখনও পর্যন্ত পঠিত ১১৪২ বার
ইচ্ছে করে কেউ পতিতা হয় না ! অপূর্ব আহমেদ জুয়েল
এখনও পর্যন্ত পঠিত ১১৩৯ বার
মিউজিয়াম অব হরর (পর্ব-১) মন থেকে বলি
এখনও পর্যন্ত পঠিত ১১২৩ বার
ধন্যবাদ, আবার আসবেন হাসান মাহবুব
এখনও পর্যন্ত পঠিত ১০২৯ বার
সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহ
মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫ শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩৩৪
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট ! সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩০৫
এই ঈদ, সেই ঈদ ও আমার ঈদসংখ্যা ২০১৫ শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ২৫৮
হলিউডের সিনেমা নয় বরং আসুন হলিউড জায়গাটি এবং এর সম্পর্কে কিছু unusual তথ্য জেনে নিই রিকি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৭৮
থিওরী অফ হাইলি এন্টারটেইনিং ক্যাচালময় ডেস্ট্রাকটিভ এন্ড রিস্কি ব্লগিংঃ পর্ব ১ - "হাউ টূ সারভাইভ অন এ হোস্টাইল ব্লগ" শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬১
এসো, মুড়ি খাওয়া যাক!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৫৮
আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই *কুনোব্যাঙ*
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৪২
তুই কই! তুই কই!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৮
গল্পঃ নিমন্ত্রণ জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২৬
ধন্যবাদ, আবার আসবেন হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২০
কবিতা: নির্বোধের দল। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৪
সময় কাউকে ক্ষমা করেনা - (পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পন -১৯৭১) - প্রথম পর্ব শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০১
দেখেছি তোমায় নীল শাড়িতে দর্পণ
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০০
সামুর ব্লগার বিবাহিত ব্যাচেলার ( রহমান হাবিব ভাই) এর চিকিৎসায় সহায়তা করুন। অনিক আহসান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮৪
বিদেশী মাটিতে চিড়িয়াখানায় একদিন ঘোরাঘুরি ( ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮৪
আমি বরং কেউ হব না, কেউ না........... জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮৩
তোমার জন্যে নয়হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮২
গল্পঃ খসে পড়া শব্দ যত প্রোফেসর শঙ্কু
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮১
এবার সব থেকে প্লাস প্রাপ্ত পোস্ট সমূহের তালিকাঃ
থিওরী অফ হাইলি এন্টারটেইনিং ক্যাচালময় ডেস্ট্রাকটিভ এন্ড রিস্কি ব্লগিংঃ পর্ব ১ - "হাউ টূ সারভাইভ অন এ হোস্টাইল ব্লগ" শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ৩৩ টি
মাই কালারফুল ইফতারী ডে'জ অব ২০১৫ শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ২৯ টি
কবিতা: নির্বোধের দল। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ২৬ টি
সময় কাউকে ক্ষমা করেনা - (পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পন -১৯৭১) - প্রথম পর্ব শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ২৫ টি
সামহোয়্যার ইন ব্লগ ভ্রমণ সঙ্কলনঃ ১ম বর্ষপূর্তি পোস্ট বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ২৩ টি
বিদেশী মাটিতে চিড়িয়াখানায় একদিন ঘোরাঘুরি ( ছবি ব্লগ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ২২ টি
সামুর ব্লগার বিবাহিত ব্যাচেলার ( রহমান হাবিব ভাই) এর চিকিৎসায় সহায়তা করুন। অনিক আহসান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ২০ টি
এই ঈদ, সেই ঈদ ও আমার ঈদসংখ্যা ২০১৫ শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৯ টি
বাগান --- মায়ানমারের এক অসাধারন দৃষ্টিনন্দন পুরাতাত্বিক প্রাচীন নগরীতে দুটো দিন ( শেষ পর্ব) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৮ টি
সামুর পরিবর্তিত ও সংশোধিত মন্ত্রী পরিষদ এবং ঈদ ফান পোস্ট ! সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৮ টি
আমি আরো কিছুক্ষণ আছি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৮ টি
গল্পঃ খসে পড়া শব্দ যত প্রোফেসর শঙ্কু
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৭ টি
দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসনস ইন হিস্টরি । ( পৃথিবীর সেরা ১০০ মানব ) কালের সময়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৭ টি
বাগান --- মায়ানমারের এক অসাধারন দৃষ্টিনন্দন পুরাতাত্বিক শহরে দুটো দিন (১ম পর্ব) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৭ টি
কেঁদোনা! আমাকে তন্ময় হয়ে দেখতে দিও!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৭ টি
ধন্যবাদ, আবার আসবেন হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৬ টি
আসুন রাজন হত্যার বিচার চাই, বিচারের কাঠগড়ায় নিজেদের দাঁড় করাই *কুনোব্যাঙ*
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসে সংখ্যা ১৫ টি
আজকে হঠাৎ করেই লক্ষ্য করলাম যে আমার ব্লগের বসয় চার বছর পার হয়ে গেছে । মনে আছে আমি আমার প্রথম পোস্ট টা করেছিলাম ২০১১ এর ৬ই আগস্ট ! ভাবতেই অবাক লাগছে যে সামুর হাত ধরে হাটতে হাটতে চার টা বছর পার করে দিলাম !
তুমি যেরকম হও প্রিয় সামু, লাভ ইউ ওলোয়েজ !
আজকের মত তাহলে এখানেই বিদায় । যদি কোন পোস্ট আমার চোখ এড়িয়ে যায় তাহলে ব্লগাদের প্রতি আমার অনুরোধ রইলো যাতে সেই বাদ পড়ে যাওয়া পোস্টের লিংকটা অনুগ্রহ করে এখানে দিয়ে যায় ।
গত কয়েকমাস ধরে চলতে থাকা হিট সমাচার সমুহঃ
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুন ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার পরিসংখ্যান। ওয়েল ডান।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৩| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
সুমন কর বলেছেন: প্রথমে চার বছর বর্ষপূতির শুভেচ্ছা !! আরো দীর্ঘ হোক ব্লগিং জীবন।
বরাবরের মতো কষ্টসাধ্য পোস্ট। দারুণ কাজ। ১ম ভালো লাগা।
একটি কথা, আমার কবিতা নির্বোধের দল--মন্তব্যের সংখ্যা ১১৪টি, ১৪৪টি নয়। ঠিক করে দিয়েন।
শুভেচ্ছা।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৩
অপু তানভীর বলেছেন: দেখা যাক কত দীর্ঘ করা যায় ! যতদিন আছে ইণ্টারনেট, ব্লগিং করে ভরবে না আমার পেট
ভুল ধরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ! ঠিক করে নিয়েছি !
ধন্যবাদ আবারও । ভাল থাকবেন !
৪| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৭
শতদ্রু একটি নদী... বলেছেন: এইবার বেশ ভাল্লাগতেছে। গত মাস রোজা আর ঈদের জন্য ঢিলেঢালা যাবার কথা থাকলেও গত বেশ অনেক মাসের চেয়ে এইমাস অনেক বেশি প্রানবন্ত মনে হইছে। যদিও ব্লগের প্রান ধইরা রাখতে হাজার হাজার জন লাগেনা, ১০-১৫ জন মিলে একটীভ থাকলেই মনে হ ব্লগ বেশ সরগরম।
আমার মনে হয় ব্লগে এখন ভেবে লেখা পোস্টের সংখ্যা বেশি। কিন্তু এটা ঠিক গল্প কমে যাচ্ছে। সবাই মএ হয় স্ট্যাটাসের আইডিয়া খোঁজে, গল্পের আইডিয়া আর কেউ খোজেনা। এইজন্য দরকার ছিলো ভালো গল্পকারদের উৎসাহ এয়া, আগে যেইটা অনেক হইতো। একটা যা তা লিখে দিয়ে গেলেও ঘন্টাখানেক পর এসে ১৫-২০ টা কমেন্ট দেখা যাইতো। হয়তো কিছু কমেন্ট এমনও হইতো, "ধুর বাল, এইটা কি লিখছিস।" কিন্তু এইটার মানেও ছিলো কেউ ঠিকই পড়ে গেছে। আবার কেউ এসে ভুল শোধরানোর চেস্টা করতো, উপদেশ দিতো। এইটা এখন কম।
আবার কিছুদিন যাক, আমার মনে হয় ঝাকে ঝাকে ফেসবুকার আবার বগে চলে আসবে। সবাই যখন সেলিব্রিটি হয়ে যায়, তখন সেই টান আর থাকেনা। যেখানে আসল মান বোঝ যায়, সেখানে ফিরে আসে।
কস্টকর প্রচেস্টা। চালাইয়া যান ভাই, কেউ তো চালু রাখুক।
শুভকামনা রইলো।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:১৯
অপু তানভীর বলেছেন: ঠিকই এখন আর কেউ গল্পের আইডিয়া খুজে না, সবাই এখন স্টাটাসের আইডিয়া খুজে ! যেটাতে পরিশ্রম কম আর জনপ্রিয়তা বেশি পাওয়া যায় আর কি !
তবে আমারও মনে হয় যে ফেসবুক আসলেই মানুষজন মজা পাওয়া বন্ধ করে দিবে । ব্লগ ব্লগই !
ধন্যবাদ ! আপনিও কাজ চালিয়ে যান !
ধন্যবাদ
৫| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:০১
ক্থার্ক্থা বলেছেন: ভালো লাগা পোস্ট ।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:২০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৬| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৩
রিকি বলেছেন: আমার এই মাসে ১ টা পোস্ট ২ টা ক্যাটাগরিতে এসেছে--- ইয়া হু উউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ !!!!!!! সকল ক্রেডিট আমার ভাই বহিনদের-- হলিউডের পোস্টটাতে আস্ত সিনেমার স্ক্রিপ্ট আছে !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
অপু তানভীর বলেছেন: অভিনন্দন !
মিষ্টি কই শুনি ? মিষ্টি চাই মিষ্টি !!
৭| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৩৭
রিকি বলেছেন: সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহ উপরে ওটা শতদ্রু ভাইয়ের ছবি মনে হচ্ছে--- অপু ভাই এই জিনিস আবিষ্কার করলেন কোথায় থেকে !!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৭
অপু তানভীর বলেছেন: আমারও আগেই সন্দেহ হইছিলো । এখন দেখতেছি সত্য
৮| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ওই মুভির স্ক্রিপ্ট রাইটিং এখনো শেষ হয়নাই রিকি ভাইয়া। একটা ভন্ডকে শাশুড়ির চরিত্র থেকে রহিমা খালা টাইপ চরিত্র প্রদানের প্রস্তাব শীঘ্রই উপস্থাপন করা হইবে।
০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
অপু তানভীর বলেছেন: একটা ভন্ডকে শাশুড়ির চরিত্র থেকে রহিমা খালা !!
এই কাহিনী কি ?
৯| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়া, একটু ভালো কইরা আপনার প্রো পিকের সাথে মিলাইয়া দ্যাখেন। প্রজাতি ভিন্ন হইলেও চেহারায় সুক্ষ মিল খুইজা পাইতেছি
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০০
অপু তানভীর বলেছেন: তাইলে এখন আমরা কি বুঝতে পাইতেছি !!
১০| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৪
রিকি বলেছেন: ওয়েটান ভাই--- আমি সামনে একটা পোস্ট দিব, সেটাতে স্ক্রিপ্ট লিখবেন হ্যাঁ ---খালা, দাদী, ফুপু সব নিয়ে আসেন সমস্যা নাই---সামনে মাসে অপু ভাইয়ের লিস্টে মন্তব্যে সেই পোস্ট এমনিই চলে আসবে বলে আমার দীর্ঘবিশ্বাস !!!!! পোস্টের নাম দিব--- পোস্ট জাস্ট পুরানা কাসুন্দি, মাথার খুলি গুলি ছাড়া উড়াতে চাইলে মন্তব্যে চোখ রাখুন !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: অপেক্ষায়
১১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
শতদ্রু একটি নদী... বলেছেন: ওই পোস্টে কিছু ক্যারেক্টাররে দাওয়াত দিয়া আনা যায় নাকি ভাবতেছি। আপনার ফেভারিট ক্যারেক্টাররে বানানো যাইতে পারে মুখ্য স্ক্রিপ্ট রাইটার। সুক্ষ সঞ্চালক রশি ভাই। এই মহাযজ্ঞের চা নাস্তা সরবরাহের দ্বায়িত্বে থাকবেন রহিমা খালার মোটকি ভার্সন বোন। দেখি কি হয়, যা দাড়াবে তা জলিল ভাইয়ের পছন্দ না হইয়া যাবেই না
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১
অপু তানভীর বলেছেন: অবশ্যই ঐ পোস্টের কিছু ক্যারেক্টারকে দাওয়াত দেন ! আমি চা নাস্তা নিয়ে বসিলাম
১২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০২
রিকি বলেছেন: নাহ আমার সাথে মিল নাই--- এর সামনের দাঁত বড়, আমারটার দাঁত দেখা যায় না (পার্থক্য) !!!!! ওটা আপনিই !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩২
অপু তানভীর বলেছেন: পরিস্কার এবং নিশ্চিত করে কিছুই বলা যায় না ! নিজের একখান ফটু দিয়া আমাদের ভুল প্রমান করুন
১৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৪
শায়মা বলেছেন: অপুভাইয়ু আই লাভ ইউ বিকজ
আই ক্যান সি মাই অল পোস্টস অব জুলাই!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৩
অপু তানভীর বলেছেন: মি টু
১৪| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: ওই স্ক্রিপ্ট না পড়লে বুঝবেননা অপু ভাই। ধারাবাহিক ভাবে সব কমেন্ট পড়লে ড্রাফট স্ক্রিট নিয়া আইডিয়া পাবেন। রিকি ভাইয়ার পোস্ট টায়
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪
অপু তানভীর বলেছেন: তাহলে দেখতেছি পোস্ট পড়াই লাগবে ! কোন চিন্তা নাই ! কোন পোস্ট টা লিংক দিয়া যান !
১৫| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
রিকি বলেছেন: এই মহাযজ্ঞের চা নাস্তা সরবরাহের দ্বায়িত্বে থাকবেন রহিমা খালার মোটকি ভার্সন বোন। আমি অপু ভাইয়ের জ্ঞাতার্থে একটি জিনিস অগ্রিম বলে দিতে চায়---সামনের কোন পোস্ট মন্তব্যে আপনার হিট পোস্টে আসবে কিনা এখনও জানা নেই, কিন্তু এটা মাস্ট আসতে চলেছে---- আপনি দেখতে থাকুন !!!!
শতদ্রু ভাই জলিল ভাইয়ের স্ক্রিপ্ট রাইটার লাগে না, আপনি জানেন না--- উনি স্ক্রিপ্ট ছাড়ায় সিনেমা বানানোর অসম্ভবকে সম্ভব করার তালিসমানি ক্ষমতা রাখেন !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৭
অপু তানভীর বলেছেন: রহিমা খালার মোটকি ভার্সন বোন !!
রমিকা খালাটা কে ?
আমি যেইটা মনে করতাছি সে না তো ?
১৬| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
শায়মা বলেছেন: অপুভাইয়া তোমার জন্য একটা গান----
https://www.youtube.com/watch?v=lfiN6BkNi2s
মানে তোমার জন্য সাজেশন আর কি !!!!!!!!!!!!!!!
তুমি জানো তুমি আমার আপন ভাই!!!!!!! আমি তোমার সব ভালো চাই!!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮
অপু তানভীর বলেছেন: আমি জানি তো !
সবার থেকে ভাল করে জানি
১৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১১
রিকি বলেছেন: অপু ভাইয়ের জন্য মিষ্টি (এই বান্দার কাছ থেকে কেড়ে নিয়ে পারলে খেয়ে দেখান ) !!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৯
অপু তানভীর বলেছেন: আমি বালকের মুখের টা খাই না ! তবে বালিকার টা হইলে অবস্থা ভিন্ন হইতো
১৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪
শতদ্রু একটি নদী... বলেছেন: আর আমার প্রো পিকের সাথে তো পুরাটাই পার্থক্য, মিলানোর কিছু নাই। ওইটা মনে হয় আপনার আদি ছবি, ডেন্টাল সার্জারীর আগে। করাত ইউজ করছিলো নাকি সেপে আনতে?
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
অপু তানভীর বলেছেন: সন্দেহ আর সন্দেহ !
কিছুই পরিস্কার হইতেছে না ! আমার কথা হইতেছে দুইজনের দুইজনের একটা কইরা ফটু পোস্ট করেন ! সব কিছু পরিস্ককার হইয়া যাক ! অথবা নিজে ফটু সবার সামনে দিতে লজ্জা লাগিলে আমার কাছে ইনবক্স করেন
১৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৪
রিকি বলেছেন: @ শায়মা আপুনি: আপনি মর্জিনা আব্দুল্লাহ র এই গান কোথায় থেকে আবিষ্কার করলেন ?????????????????????? জাতি জানতে চাই ????? মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় (ওরা বিদায় বলে না) কর !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪২
অপু তানভীর বলেছেন: সেই গান !!
২০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭
শতদ্রু একটি নদী... বলেছেন: তাইলে এই স্ক্রীপ্ট ইউজ করবে কে? লিপশটিক লাগানো শাকিপ খানরে আগেই ভেটো দিলাম। নতুন মুখের সন্ধান চাইয়া আরেকটা মাইনিং ক্যাম্প ওপেন কইরেন.
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪
অপু তানভীর বলেছেন: টেলেন্ট হান্ট শুরু করা যাক ! সেই দিন দিয়ে আমাদের ব্লগের বালক দের একটা এক্সট্রা সুবিধা দিতে হইবে !
২১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
কালের সময় বলেছেন: আপনারে সুযোগ সুবিদা পেলে চা বিস্কুট খাওয়ামুনি এত কষ্ট সাধ্য কাজ এখন আর কেও করতে চায়না আপনি যা
করছেন । সে জন্য আপনাকে ধন্যবাদ ।
আমার নামও দেখেছি আছে বাহ !
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫
অপু তানভীর বলেছেন: চা বিস্কুটের থেকে চকলেট কিন্না দিয়েন ! তাইলেই হইবো
২২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২০
রিকি বলেছেন: না আমি এই মেশিন দেখে ঘুরে এসেছি !!!!
দাঁত সুস্থ রাখতে এটা ব্যবহার করুন--- আয়ু কমাতে ডেন্টিস্টের কাছে যান (এটা বিশ্ব দাঁত দিবসের প্রতিপাদ্য) --
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৬
অপু তানভীর বলেছেন: ছবি দিয়া প্রমান করিলেন যে আসলেই ঐটা আপনেরই ফটু !
তাইলেই তো সব ফকফকা পরিস্কার হইয়া গেলু
২৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২২
রিকি বলেছেন: খুঁজতে হবে, নাহলে রবার্ট ডি নিরোকে আনা যাবে (টাকা তো প্রযোজক দিবে) !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৭
অপু তানভীর বলেছেন: প্রযোজক টা কে শুনি ?
শমস মুসা নাকি সালমান এফ রহমান খান ?
২৪| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৮
শায়মা বলেছেন: রিকি বলেছেন: @ শায়মা আপুনি: আপনি মর্জিনা আব্দুল্লাহ র এই গান কোথায় থেকে আবিষ্কার করলেন ?????????????????????? জাতি জানতে চাই ????? B:-) মার ঝাড়ু মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদেয় (ওরা বিদায় বলে না) কর !!!! )
ওরা না বললে আমি কি করবো!!!!!!!!!
এটা তো গানা!!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮
অপু তানভীর বলেছেন: গান একখান খুইজা পাইছো তুমি ! এই গান তুমি কই থেইকা পাইলা কও দেখি আপি ! আমি তো জীবনেও শুনি নাই এই গান হাসতে আছি !
২৫| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৪
রিকি বলেছেন: আপুনি আপনার এই গানার সাথে এরকম ড্যান্স হলে কেমন হয় বলেন তো !!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৮
অপু তানভীর বলেছেন: এই গানের নিত্য পরিবেশনা মূলক একটি অনুষ্ঠান দেখিতে আগ্রহী !
২৬| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪১
শায়মা বলেছেন: একদম বাজে হয়!!!!!!
এই ব্লগে ইদানিং একটা পাগল আসছে একদম তার মত লাগছে আমার এইটাকে !!!!!! হা হা হা এক্কেবারে হেটমুন্ডু উর্ধপদ
এমন কিছু করো একটা এমন কিছু করো
পা গুলো সব উপরে দিয়ে মাথা দিয়ে নাচো
আর তাই দেখে বোকার দলে হা হা হে হে হাসো!!!!!!!!!!
খুবই সুন্দর ছবিতা তুলেছো আপুনি!!!!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৯
অপু তানভীর বলেছেন: পাগল টা কে ?
পাগল কেন ব্লগার ?
২৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৩
শায়মা বলেছেন: ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮ ০
লেখক বলেছেন: আমি জানি তো !
সবার থেকে ভাল করে জানি :
থ্যাংক ইউ ভাইয়ু !!!!!!!!!!
https://www.youtube.com/watch?v=t7jKurTEjaw
এ্যানাদার ওয়ান ভাইয়ু!!!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫০
অপু তানভীর বলেছেন: সত্যিই আমার থেকে ভাল আর কে জানে !
২৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪
রিকি বলেছেন:
এই ব্লগে ইদানিং একটা পাগল আসছে একদম তার মত লাগছে আমার এইটাকে !!!!!! হা হা হা এক্কেবারে হেটমুন্ডু উর্ধপদ
দেখেন তো চেহারা এরকম কিনা ???????????????????
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: ইহা তো দেখতেছি ইস্টাইলিশ পাগল
২৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৫
শায়মা বলেছেন: না এমন না ! হয়নি!!!!!!!!! হয়নি!!!!!!!! একদম হয়নি!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: না না ! খারাপ কি !
যদি নাই হয়ে থাকে তাহলে তুমি নিজেই তার একটা ফটু দিয়ে দাও দেখি
৩০| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫১
রিকি বলেছেন: https://www.youtube.com/watch?v=F-he7d81lK0
https://www.youtube.com/watch?v=hJWdjLPM8lo
অপু ভাই এই দুইটাও শুনে বলেন হ্যাঁ---- পরের টা দেখতে দেখতে আমি হেসে খুন !!!!! আপুনির লিঙ্ক ধরে গিয়ে এই আমি পাইলাম, ইহাকে পাইলাম !!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন:
৩১| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৪
রিকি বলেছেন: আপুনি দেখেন তো এটা কিনা ?????
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৮
অপু তানভীর বলেছেন: এইটাও হওয়ার সম্ভাবনা আছে !
৩২| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৩:৫৯
আবু শাকিল বলেছেন: পোষ্ট বাছাইয়ে খাটা-খাটুনির জন্য ধন্যবাদ অপু ভাই ।
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০১
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৩৩| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০২
শায়মা বলেছেন: না এটা দাঁড়াওনা এটা দাঁড়াও
এই যে
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬
অপু তানভীর বলেছেন: এইটা ভালু না
৩৪| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৩
শায়মা বলেছেন:
হি ইজ উইথ হিজ গান এন্ড এরোপ্লেইন!!!!!!!!!!!!!
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:০৬
অপু তানভীর বলেছেন: এইটা ভালু
৩৫| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১১
রিকি বলেছেন:
এরকম এরকম
০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪
অপু তানভীর বলেছেন: এবার তো তাইলে আবারও কনফুজ হইয়া গেলুন !
কোনটার মত ?
৩৬| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: পাগলটা তো সেইরকম পাগল দেখি। একেকজন একেকভাবে দ্যাখে। দৌড়ানিও মনে হয় দিতে জানে সেইরকম। পচানিও দেয়। ওইযে কয়দিন আগে কে জানি এক ভন্ডরে পচানো দিলোনা, এরপর ভন্ডটার চোখ দিয়ে মুড়িগঙ্গার পচা পানি গড়ানো সুরু হইলো। আর মন থেকে পচাগলা সব পানি হইয়া বাইর হইয়া গেলো, ওইরকম পচানি দিতে জানে নিশ্চিত। সময়েই শুরু করবে, আমি জানি
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫২
অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হয় । পাগলটা তো সেই রকম পাগল । একেকজন একেক রমক করে দেখে !
তবে কার কথা বলতেছেন ঠিক মত বুঝতে পারলাম না তো । একটু ঝেড়ে কাশুন তো দেখি !
৩৭| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৭
রিকি বলেছেন: সব পাগল পাগল বাদ দিয়ে আসেন আমরা সবাই সমবেত সঙ্গীত শুনি !!!
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৪
অপু তানভীর বলেছেন: এইটাও অবশ্য করা যায় ! ভালু আইডিয়া
৩৮| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৯
শায়মা বলেছেন:
ফুহ!!!!! ফুহ !!!!!!!!!! ফুহ!!!!!!!!!!!!!
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬
অপু তানভীর বলেছেন: নিভবে না ! ফু প্রুফ মোমবাতি
৩৯| ০৩ রা আগস্ট, ২০১৫ বিকাল ৫:০০
শতদ্রু একটি নদী... বলেছেন: কে জানি একটা ভন্ড গীতি রচনা করছিলো? ওইটার লিরিক দিবো? ওইটা গাওয়াও শুরু করতে পারেন, কোন সুর নাই, উচ্চারিত হইলেই সেইটা সঙ্গীত নাম নেয়
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: আর দেরি না করে দিয়ে ফেলেন ! দেখা যাক কি করা যায় ! অথবা শায়মা আপাকে দিয়ে দেন । উনি রেকডিং করে আমাদের শুনাক !
৪০| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৮:৫২
জুন বলেছেন: অপু আমাকে মনে রাখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: মনে তো রাখতেই হবে । আপনি প্রতিমাসেই পোস্ট দিয়ে দেন এমন
৪১| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:০২
সাহসী সন্তান বলেছেন: সত্যি বলতে কি, প্রত্যেকটা মাসের প্রথম ২-৩ দিন অপেক্ষা করি সুধুমাত্র আপনার এই পোস্টটার জন্য!! কারন আপনার এই পোস্টটার ভিতরেই লুকিয়ে থাকে অনেক মূল্যবান কিছু বিষয়। যে গুলো অনিচ্ছাকৃত ভাবেই অনেক সময় আমার দৃষ্টি এড়িয়ে যায়। আর যা খুঁজে পাই সুধুমাত্র আপনার এই পোস্টটার মধ্যেই।
জানি এই পোস্টটা তৈরি করা অনেক কষ্টসাধ্য কাজ। সুতরাং ধন্যবাদ দিয়ে আপনাকে ছোট করতে চাই না।। পরিবর্তে আমার প্রানঢালা শুভেচ্ছা গ্রহণ করবেন!!
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ !
সামনের দিক গুলোতেও যেন এমন করে পোস্ট করে যেতে পারি এই দোয়া করবেন
৪২| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মত দারুন উদ্যোগ । ওয়েলডান সুপ্রিয় ব্লগার ।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৪৩| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১০:৩৯
এস কাজী বলেছেন: সায়মা আপু কই?? উনারে কন একটা পার্টি দিতে। খালি খানা মানার পিক দিয়ে পেলাস পাইলে ক্যামনে হইবেন?? খাওয়াইতে হইব
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:১৪
অপু তানভীর বলেছেন: ইয়েস ইয়েস ! খাওয়াইতেই হইবে । নয়তো আন্দোলন হইবে !
৪৪| ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
এই সব দিন রাত্রি বলেছেন: এই রে! বিখ্যাত হয়ে গেলাম দেখছি!! হে হে; আপনার কষ্টসাধ্য প্রচেষ্টাকে মন থেকে সাধুবাদ প্রিয় ব্লগার। ভাল থাকবেন।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:১৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৪৫| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: ব্লগ ব্লগই
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২১
অপু তানভীর বলেছেন: হুম ! ব্লগ ব্লগই !
৪৬| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ৮:৫৮
কামরুন নাহার বীথি বলেছেন: দারুন উদ্যোগ!!!!! ব্লগারদের উৎসাহ দেবার জন্য অসাধারণ আয়োজন আপনার!!
অনেক অনেক শুভেচ্ছা রই!!!!!
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাদের মন্তব্যও আমার জন্য উৎসাহের মত !
৪৭| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সকাল ১১:৪২
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: জ্ঞ্যানি গুণী ব্লগারদের পাশে নিজের নাম দেখে আনন্দিত ,লজ্জিতও বটে !!!
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
অপু তানভীর বলেছেন: সেকি লজ্জিত কেনু ?
৪৮| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ভালো লাগা পোস্ট ।
পরবর্তীতে এই লেখাটিও
হিট কিংবা বেশী মন্তব্য করার
ক্যাটাগরিতে যায়গা করে নিবে আশা করছি।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হচ্ছে !
ধন্যবাদ
৪৯| ০৪ ঠা আগস্ট, ২০১৫ দুপুর ১:৫৩
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে +
বর্ষ্পুর্তির শুভেচ্ছা
কবে খাওয়াবি
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩০
অপু তানভীর বলেছেন: টেকা নাই খাওয়ানোর । তার উপর মানিব্যাগ হারানি গেছে । আপনে আরও টেকাটুকা ধার দেন !
৫০| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৩:২১
পরিবেশ বন্ধু বলেছেন: সাধারন সংকলন। জয়তু অপুতানভীর , শুভেচ্ছা বর্ষফুর্তি সখ্যায় ।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩১
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ! আপনাকে অনেক দিন পর আবার আমার ব্লগে দেখা গেল । এতো দিন কোথায় ছিলেন ?
৫১| ০৪ ঠা আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা অপু ভাই।
অনেক কষ্টসাধ্য পোস্ট।
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
কষ্ট তো কাছের মানুষ গুলোর জন্যই করা হয় !
৫২| ০৪ ঠা আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
হামিদ আহসান বলেছেন: পরিসংখ্যানটা জানা দরকার৷ অাপনি করে দিচ্ছেন তাই ধন্যবাদ পাওনা .....
০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩২
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
৫৩| ০৪ ঠা আগস্ট, ২০১৫ রাত ১১:৩৫
মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাধুবাদ জানাই
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৫৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
জেন রসি বলেছেন: মুভির কাহিনী নিয়া দেখি কোডিং ডিকোডিং খেলা চলতেছে!!!
এইটা নিয়া মুভি বানানো এখন সময়ের দাবী!!
অপু ভাই, পোষ্টের জন্য ধন্যবাদ!!
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪০
অপু তানভীর বলেছেন: চলুক কোডিং আর ডিকোডিং ! কেবল একটা মুভির টিকেট পাইলেই হয় ! আশা করি সময় মট টিকেট পেয়ে যাবো
৫৫| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৪
আমিনুর রহমান বলেছেন:
ধার লাগ্লে নে ... খাওয়াবি কবে সেটা কই যা?
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪২
অপু তানভীর বলেছেন: ধার দেন । তবে সেইটা আর ফেরতের আশা কইরেন না ! এই শর্ত মানলে আজকেই দেন ধার ! বিকাশ কইরা দেন ! নাম্বার দিমু ?
৫৬| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২২
বোকা মানুষ বলতে চায় বলেছেন: যথারীতি পরিশ্রমী পোস্ট। নিয়মিত চালিয়ে যাচ্ছেন বলে সাধুবাদ প্রাপ্য। তবে মজার ব্যাপার হল, এই হিট আর হিটের পেছনে ছুটে চলা থেকেই কিন্তু আজকের ফেসবুক সেলিব্রেটি প্রজন্মের উত্থান, ব্লগের এই খারাপ সময়, ভালো মানসম্মত লেখার অভাব সহ আরও অনেক নেতিবাচক বিষয়ের উদ্ভব হয়েছে।
আরেকটা কথা, পঠিত-মন্তব্য-লাইক-প্রিয়তে এগুলো কিন্তু সবসময় ভালো পোস্টের মানদণ্ড হতে পারে না। কারণ, কোন একটা পোস্টে ঐ পোস্টের বাইরের অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কমেন্ট চালাচালি'র ফলে অনেক পোস্টে এইসব সংখ্যা অনেক অনেক বৃদ্ধি পেটে দেখছি। আবার অনেক ভালো ভালো পোস্টেও পাঠক দেখতে পাই না।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫০
অপু তানভীর বলেছেন: কথা সত্যি যে পঠিত-মন্তব্য-লাইক-প্রিয়তে এসব ভালো পোস্টের মানদণ্ড হতে পারে না কিন্তু ব্যাপার এরকম যে কিছু চোখ এরিয়ে যাওয়া পোস্ট বাদ দিলেই প্রায় সব ভাল পোস্ট গুলোতেই বেশ খানিকটা মন্তব্য পরে । কিছু পোস্ট সবার চোখ এড়িয়ে যায়ই সব সময় । আগেও যেত এখনও যায় !
আপনিও ভাল থাকুন সব সময়
৫৭| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৩০
শতদ্রু একটি নদী... বলেছেন: এই সঙ্গীত উনারে দিয়া গাওয়ানোর প্রস্তাব করলে হাতে ব্যথার মত গলা ব্যথার ডাউট দেয়া শুরু করবেন। গলায় আস্ত একটা ব্যাং চোরাকারবারী করে বাসা বানাইয়া ফেলছে এই তথ্যও দেয়ার সম্ভাবনা আছে
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৫
অপু তানভীর বলেছেন: আরে না না ! কুনো সমস্যা নাই ! আমার নাম নিলেই হবে । আপু ঠিকই গাইবেন
৫৮| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৪৮
আমিনুর রহমান বলেছেন:
কালকে একটা মিস কল দিস ... আমি ফোন দিমু নে
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:০৬
অপু তানভীর বলেছেন: উকে !
৫৯| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: কিন্তু মন্তব্যের ক্ষেত্রে সামু ব্লগে বেশী দৃষ্টিকটু লাগে যে জিনিষটা সেটা হল অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে দীর্ঘ সময় নিয়ে মন্তব্য আর প্রতিত্তরের খেলা। তাই আপনার সাথে কোনমতেই একমত হতে পারলাম না, ভালো পোস্টেই মন্তব্য পড়ে। আপনার সেরা তালিকায় থাকা অনেক পোস্টেও দেখবেন হাতে গোনা তিন চারজন ব্লগারের পারস্পরিক আড্ডাবাজি টাইপ মন্তব্যের ছড়াছড়ি, যার সাথে পোস্টের কোনরকম সম্পর্ক নেই।
পুনরায় মন্তব্য করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিছু মনে করবেন না আশা করি। ভালো থাকুন।
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৩
অপু তানভীর বলেছেন: সামুতে একটা ব্যাপার ছিল আগে । সেটা হত আড্ডা পোস্ট ! বলতে গেছে সবাই সেই পোস্ট গুলো অংশ নিতো ! মাঝ খানে সেই আড্ডা পোস্ট হত অনেক দিক ! কিন্তু হাতে গোনা কয়েকজন আবার সেই পোস্ট গুলো নিয়ে ফিরে আসছে । এবং বলা চলে সেটা থেকেই পরানো সেই সামুর দিকে একটু একটু ফিরছে । কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করলেই দেখা যাবে যে যে বা যারা সেই আড্ডা পোস্টের প্রান এমন নয় যে তারা কেবল আড্ডা পোস্টই দেয় তাদের দেওয়া পোস্ট গুলো গুনে মানে অন্য যে কারো পোস্টের থেকে কোন অংশে কম নয় !
তাই আমি ব্যক্তিগত ভাবে এই সামুর আড্ডা পোস্ট গুলোকে পছন্দ যদিও আমি নিজে খুব একটা অংশ গ্রহন করি না । অনেক দিন থেকেই দেখে আসছি নির্মল আনন্দের এই পোস্ট গুলো সামুর কোন ক্ষতি বয়ে আনে নি বরং ব্লগারদের একটু হলেও ব্লগ মুখি করেছে !
মনে করার কিছুই নেই ।
ধন্যবাদ
৬০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১:২৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই আড্ডা পোস্ট আমি আমার এই ছোট্ট ব্লগ জীবনে দেখেছি। আমার মনে হচ্ছে আপনি আমার মন্তব্যের কথাগুলো বুঝতে পারছেন না, অথবা আমি আপনাকে বুঝাতে পারছি না। তাই আর কিছু বলার নেই। আড্ডা পোস্টে আড্ডা দেয়াটাই মুখ্য, আর আড্ডা পোস্ট দিয়ে যদি সেই আগের দিন ফিরে আসে তবে আমার মনে হয় ব্লগিং ব্যাপারটা এখনো আমি বুঝে উঠতে পারি নাই। একটা গল্প, কবিতা বা সিরিয়াস কোন পোস্টের ভেতর অপ্রাসঙ্গিক আলোচনা কখনো আড্ডা হতে পারে না। আর যদি তা হয়েই থাকে, তাহলে কিছু বলার নাই। আপনি এই পোস্টে লিখেছেন গল্প-কবিতার অভাব, আমি বলছি ঘটনা ভিন্ন। কারণ সবাই নিজের পরিচিত গণ্ডির বাইরের কোন পোস্টে সহজে ক্লিক করেন না, আর করলেও পড়ার আগ্রহ দেখান না, মন্তব্য অনেক পরের কথা। যদিও সবার ক্ষেত্রে ঢালাওভাবে এই অভিযোগ করা ঠিক না। আমিনুর ভাই, হাসান মাহবুব ভাই উনাদের মত যদি সবাই প্রতিনিয়ত চেনা অচেনা সকল ব্লগারদের ব্লগে গিয়ে উৎসাহ দিত, তাহলে আরও অনেক ভালো ভালো ব্লগার আজ সবার পরিচিতি পেত। ভালো লেখা পেত সামু ব্লগ।
০৫ ই আগস্ট, ২০১৫ রাত ২:৪৪
অপু তানভীর বলেছেন: আমি বলি নাই আড্ডা পোস্ট দিয়েই কেবল আগের দিনে ফিরে আসতে পারবে । তবে যে আড্ডা পোস্ট গুলো এখন হচ্ছে আপনার কি মনে হয় না সেই পোস্ট গুলো অনেক পুরানো দিন গুলোর কথা মনে করিয়ে দিচ্ছে । আপনার মনে হতে পারে না পারে তবে আমি যখনই কোন আড্ডা পোস্টে ঢুকি আমার সেই পুরানো দিন গুলোর কথাই মনে পড়ে ।
সিরিয়াস পোস্টের কথা বাদ দিলাম (আমার চোখে এখন কোন সিরিয়াস পোস্টে আড্ডা হয়েছে বলে দেখি নি) তবে গল্প কবিতায় কথার পিঠে কথা চলে আসতেই পারে সেটা এখন যেমন আসছে তেমনি আগেও এসেছে । বিশেষ করে, কিছু কিছু ব্লগারদের সাথে কিছু ব্লগারদের যদি ইন্টারেকশন ভাল থাকে (সবার থাকবে এমন কোন মানে নেই, সেটা আশাও করা যায় না) কথার পিঠে কথা চলে আসতেই পারে । এটাতে আমি কোন অন্যায় দেখি নি । আপনি যদি সামুর আগের গল্পকার কিংবা কবিদের পোস্ট গুলো খোজ করে দেখেন সেখানেও এরকম অনেক মন্তব্য দেখতে পাবেন । দু এক কথায় পিঠে কথা বলতে বলতে প্রসঙ্গ অনেক দুরে চলে গেছে । এরকমই হয়ে আসছে !
আর ভাল পোস্ট খারাপ পোস্ট পড়া বা না পড়া সেটা অনেকটাই নির্ভর করে যে সেই ব্লগারদের সাথে অন্য ব্লগারদের ইন্টারেশন কেমন যেইটা ! এইটা সামুর আদি কাল থেকেই চলে আসছে এমন করেই হবে । আপনি যদি অন্য কারো পোস্ট বা পরেন তাহলে আপনার পোস্টে মানুষ আসবে না । সম্পর্কটা যত ভাল হবে সেখানেও মানুষ তার পোস্টে ততবেশি আসবে । এটাই সামুর আদি কাল থেকেই হয়ে আসছে ।
আর আপনার অভিযোগ টাও ঠিক আছে । মানুষ চেনা গন্ডির বাইরে বেরিয়ে অন্য কোথাও যেতে চায় না ! তার পরেও দেখা গেছে ইন্টারেস্টিং আর মানসম্মত পোস্ট গুলো মানুষ ঠিকই পড়ছে সেখানে মন্তব্য করছে ।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
ঢাকাবাসী বলেছেন: পরিশ্রম করে বানানো ভাল পোস্ট।