নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা যখন এক প্রতিষ্ঠান থেকে অন্য কোন প্রতিষ্ঠানে যাই তখন সেখানে প্রবেশের জন্য আমাদের কে একটা পরীক্ষা দিতে হয় । প্রাইমারীতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরিক্ষা, সেখান থেকে হাই স্কুল-কলেজ তারপর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আমাদের কি দৌড়ের উপরেই না থাকতে হয় । তারপর এল চাকরীতে প্রবেশের সময় । সেখানেও পরীক্ষা । সব শেষে বিয়ে ! সেখানেও হবু শ্বশুর বাড়ির লোক জনের সামনে পরীক্ষায় দাড়াতে হয় । পাশ করলে বিয়ে কর নয়তো অন্য কাউকে খুজা শুরু কর !
কিন্তু আমরা সামুতে কংবা যে কোন ব্লগে একাউন্ট খুলি কোন প্রকার পরীক্ষা না দিয়েই । একবার কল্পনা করে দেখুন দেখি ব্যাপার টা কেমন হত যদি সামুতেও একাউণ্ট খোলার জন্য একটা ভর্তি পরীক্ষা দেওয়া লাগতো ! আমরা যেমন কলেজ ভার্সিটি কিংবা চাকরীর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নেই সামুতে একাউণ্টের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে হত । তখন পরিবার বন্ধুবান্ধব কিংবা আড্ডায় কি পরিস্থিত হত ! আসুন দেখি দৃশ্য গুলো একবার কল্পনা করা যাক !
বছরের নির্দিষ্ট সময়ে সামু সহ সকল ব্লগ কর্তপক্ষ সামুতে একাউন্ট খোলার জন্য পেপারের মাধ্যমে কিংবা ওয়েব সাইটে সেই বিজ্ঞাপন দিত ! আমরা ঠিক এরকম কোন পেইজ হয়তো দেখতে পেতাম !
তারপর পরিবারের ভেতরেও এটা নিয়ে কথা হত, চিন্তা ভাবনা হত ! কেমন হত পারিবারে ব্লগে একাউন্ট খোলা নিয়ে কথা বার্তা !
দৃশ্য একঃ
রাতের বেলা সবাই খেতে বসেছে । ছেলে এবার ব্লগে একাউন্ট খুলতে পরীক্ষা দিবে ! বাবা খেতে খেতে ছেলের কাছে জানতে চাইলো
-তা দিন চলে এল । তোমার প্রস্তুতি কেমন ?
-জি বাবা অনেক টা ভাল !
-অনেক টা ভাল হয়ে চলবে না । সব থেকে ভাল হতে হবে ! তোমার ইচ্ছে কি ? কোন ব্লগে একাউন্ট খুলবে ?
-৫ ব্লগের ভর্তি ফরম নিয়েছি । তবে আমার ইচ্ছে সচা ব্লগ একাউন্ট খুলবো ! ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি ভাল করে !
-কি ! সচা ! মোটেই না ! আমি চাই তুমি সামুতে একাউন্ট খুলো । আমার পরিবারের ঐতহ্য । তোমার দাদার বাবা থেকে আমরা সবাই সামুতে একাউন্ট খুলে এসেছি আর তুমি আমার ছেলে হয়ে সচাতে একাউন্ট খুলতে চাও ! শুনে রাখো আমার বাসার ভাত যদি খেতে তাহলে তোমাকে সামুতেই একাউন্ট খুলতে হবে !
দৃশ্য দুইঃ
বাবা তার ছেলের মা কে
-শুনো তোমার ছেলেকে ভাল করে বলে দিও যদি সামুতে সে চান্স না পায় তাহলে এ বাড়ির পথ যেন ভুলে যায় ! আমার সাথে তার কোন সম্পর্ক থাকবে না !
দৃশ্য তিনঃ
প্রেমিক-প্রেমিকা
-রাফি কিছু একটা কর !
-আরে আশ্চার্য আমি কি করতে পারি !
-আমি জানি না তুমি কি করবে ! আজকে বিকেলে আামকে ছেলে পক্ষ দেখতে আসবে । ছেলের সামুতে একাউন্ট আছে । বাবা কিছুতেই এই ছেলে হাত ছাড়া করতে চাচ্ছে না ! তুমি এখনও সামুতে একটা একাউন্ট খুলতে পারলে না !
-আরে এতো টেনশন নিও না ! পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি । খুব জলদিই কিছু একটা হয়ে যাবে !
-হবে না ! যে আজকে দেখতে আসবে শুনেছি সে নাকি সামুর নির্বাচক প্যানেলেও ছিল । খুব জলদিই নাকি মডারেশনে প্যানেলের সদস্য হয়ে যাবে ! তুমি কি বুঝতে পারছো ? আমার বাড়িতে কি পরিমান চাপের ভিতর দিয়ে যাচ্ছি !
এদিকে ছেলেটা একা একা পথে হাটবে তার কোন ব্লগে একটা একাউন্ট নাই বলে ! চুল বড় বড় রাখবে, মুখকে শেভ করবে না ! মাঝে মাঝে গাজাও টানবে ! কেবল তার কোন একটা ব্লগে একাউণ্ট নেই বলে !
তারপর মেয়ের কোন ব্লগের মডারেশন প্যানেলের মেমবারের সাথে বিয়ে হয়ে যাবে । ঠিক তার পরদিনই কোন একটা ব্লগ থেকে মেইল করে জানানো হবে যে তার একাউন্ট কনফার্ম করা হয়েছে !
টিভিতে যেমন দেখা যায় নায়ক তখন সেই এপোয়েন্টমেন্ট লেটার ছিড়ে ফেলতো আর এখানে ছেলেটা সেই মেইল টা ডিলিট করে ট্রাস বক্সে ফেলে দিত !
দৃশ্য চারঃ
প্রথমবার পরীক্ষা দিয়ে ছেলেটি চান্স পায় নি । ছেলেটির সাথে মেেয়টির ব্রেকআপ হয়ে গেছে । পরিবারের লোকজন তার সাথে ঠিক মত কথা বলে না । ছেলেটি কিছু দিন হতাশ হয়ে ঘুরে ফিরে আবারও প্রস্তুতি নিতে শুরু করে ! এর পরের বার ঠিকই চান্স পেয়ে যায় তাও সামুর মত একটা ব্লগে ! পরিবারে আবারও তার অবস্থান ফিরে আসে । সেই প্রেমিকাও ফিরে আসতে চায় !
দৃশ্য পাঁচঃ
হঠাৎ করেই সামু কর্তপৃক্ষ ২য় বার সামুতে একাউণ্ট খোলার সুযোগ বন্ধ করে দেয় ! সেই নিয়ে জনমনে তীব্র অসন্তোষ দেখা দেয় ! তারা মাঠে আন্দোলনে নামে !
এরপর আমরা ভর্তি পরীক্ষার পাশ করার জন্য বিভিন্ন কোচিং করি । ঠিক তেমনি সামুতে একাউন্ট খোলার জন্যও আমাদের কে কোটিং করতে হবে । বিভিন্ন কোচিং সেন্টার তাদের কোচিংয়ের বিজ্ঞাপন দিবে ।
চাকরীর ক্ষেত্রে যেমন বিভিন্ন ডিগ্রীর চাহিদা থাকে ঠিক তেমনি সেখানে বিভিন্ন ব্লগে একাউন্ট থাকাও একটা যোগ্যতা হিসেবে গন্য হবে ! কোন কোন এমপ্লোয়ার তাদের জব রিকোয়ারমেন্ট হিসাবে একাউন্ট থাকাটা বাধ্যতামূলক করবে !
বিয়ের ক্ষেত্রেও সামু সহ বিভিন্ন ব্লগে একাউণ্টওয়ালা ছেলে মেয়েদের আলাদা ডিমান্ড থাকে !
ছেলের বাবা ঘটক পাখি ভাইকে
-আরে আপনি বলেন কি ? আমার সামুতে একাউন্টওয়ালা ছেলে ! যার তার সাথে তো বিয়ে দিতে পারি না । আপনি এর থেকে ভাল কাউকে খুজে দেখুন ঘটক সাহেব !
ঘটক পাখি ভাই মেয়ের বাবার কাছে
-শুনেন ভাই সাহেব, এমন ছেলে আর পাবেন না । ছেলের সামু ব্লগ সাথে সচা ব্লগেও একাউণ্ট আছে । আপনি বলে এই যুগে একই সাথে দুই দুইটা ব্লগে একাউণ্ট থাকা টা কি চাট্টিখানি কথা ! হাজার খুজলেও এমন ছেলে পাবেন না !
এটা এমনিই একটা ফান পোস্ট । অনেক দিন থেকেই যত্রতত্র ব্লগার শব্দটা ব্যবহারের কারনে মনে হয়েছিল আসলেই ব্লগে একাউণ্ট খোলার জন্য একটা এন্ট্রান্স পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকলে ভাল হত !
ফেসবুক ভার্শন
০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৯
অপু তানভীর বলেছেন: কথা কিন্তু সত্য ! একটা পরীক্ষা নেওয়ার সিস্টেম থাকলে ভালু হইতো !! যদিও সেই পরীক্ষায় আমি নিজেও উত্রে যেতাম কি না সন্দেহ আছে
২| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৬
জেন রসি বলেছেন: পরীক্ষা হইলেও সমস্যা কি???
সামুর কোন না কোন মহানুভব ব্লগার অবশ্যই পরীক্ষার আগের রাইতে প্রশ্ন পোষ্ট করে দিবেন!!!
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:০৮
অপু তানভীর বলেছেন: এইটাও অবশ্য খারাপ কন নাই । প্রশ্ন ফাঁস কইরা ব্লগার হইতাম
৩| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৫
নৈশ শিকারী বলেছেন: How funny
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৭
অপু তানভীর বলেছেন:
৪| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:১৯
রিকি বলেছেন:
আমি কিন্তু পরীক্ষা দিতে রাজি আছি--- হেভি প্রিপারেশন অপু ভাই (জেন ভাই প্রশ্নটা পেলে একটা ছবি তুলে মেইল করেন তো ) !!!!!
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৩
অপু তানভীর বলেছেন: ফটু তো আপনেই দিয়া দিছেন ! দেখান না কার টা উকি দিয়া দেখতেছে !
আর লাঠি হাতে এইটা কে বলেন তো দেখি
৫| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৫
জেন রসি বলেছেন: রিকি আপু, নো চিন্তা ডু ফুর্তি!!!!
প্রশ্ন পাইলেই বাণিজ্য শুরু কইরা দিমু!!!!
কিন্তু প্রশ্ন হইল প্রশ্নটা আছে কার কাছে??
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৯
অপু তানভীর বলেছেন: প্রশ্ন আছে ! আছে । সঠিক ভাবে খোজ করিলেই পাওয়া যাইবে !
৬| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬
হাসান মাহবুব বলেছেন: আর তাইলে আমি হৈতাম ব্লগের আদু ভাই। অধিকাংশই সাধারণত ৪ বছরে কোর্স কমপ্লিট কৈরা ব্লগস্পটে নিজের একাউন্ট খুইলা স্বাবলম্বী হয়, আর আমি ৬ বছর ৮ মাস যাবৎ সামু ব্লগে পৈড়া আছি, এখনও একটা পোস্ট স্টিকি হৈলো না, সাধারণ ব্লগারই থেকে গেলাম, মডু হৈতে পারলাম না!
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩১
অপু তানভীর বলেছেন: ব্লগ স্পট কিংবা ওয়ার্ডপ্রেস !! ঠিকই বলেছেন !
আমারও কোর্স কমপ্লিট হইয়া গেছে । যদিও আমার আগে থেকেই ওয়ার্ডপ্রেসে একাউন্ট আছে । আপনিও নিজের একটা ব্লগ খুলে ফেলেন !
৭| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৩৮
রিকি বলেছেন:
@ অপু ভাই : ফটু তো আপনেই দিয়া দিছেন ! দেখান না কার টা উকি দিয়া দেখতেছে !
আর লাঠি হাতে এইটা কে বলেন তো দেখি
ভাই এটা বল্টু বাহাত্তর-- আশি পেয়ে লেটার মার্ক নেয়ার জন্য খাতা দেখছে !!!!! লাঠি হাতে এটা কইলে আমি ফেল !!!! ভয় দেন কেননননননননননন্ !!!!!
@ জেন ভাই : কিন্তু প্রশ্ন হইল প্রশ্নটা আছে কার কাছে?? এইটা আমারও প্রশ্ন !!!!
০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪০
অপু তানভীর বলেছেন: ফেল হওয়ার কুনো সম্ভাবনা নাই । জেন ভাইয়ের কাছে প্রশ্ন আছে ।
আপনে কেবল নাম টা কইয়া ফালান ! দেখি আপনার আর আমার টা মিলে কি না !! আর ভয় নাই সেই দেখার আগেই কমেন্ট মুছে দিবো
৮| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:৪৪
রিকি বলেছেন: না না না, বলা যাবেই না !!!
০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:৩৯
অপু তানভীর বলেছেন: সে কি !! কেনি কইবেন না !!
৯| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:০০
জেন রসি বলেছেন: কার কাছে প্রশ্ন পাওয়া যাইতে পারে এটার একটা শর্ট লিস্ট করা হোক!!!
তাদের কাছে আমারা পরীক্ষার আগেই আমাদের মহামূল্যবান উত্তর পাঠাইয়া দিব, যেন তাহারা আমাদের উত্তর থেকে নতুন নতুন প্রশ্ন খুইজা বের করতে পারে!!!
রিকি আপু, সাহস কইরা নামটা বইলা ফেলেন!!
পিছনে দরজা থাকিতে, ভয় কি দৌড়ে?
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৯
অপু তানভীর বলেছেন: কুনো শর্ট লিস্ট তৈরি করা হইবে না ! যারা টেকাটুকা বেশি দিবে কেবল তাদেরই প্রেশ্ব পত্র সরবারহ করা হইবে !
১০| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৪
সুমন কর বলেছেন: চরম হইছে, অপু !!! মজা পাইলাম।
তবে আইডিয়াটা মন্দ না .........
হাসান মাহবুব বলেছেন: আর তাইলে আমি হৈতাম ব্লগের আদু ভাই। অধিকাংশই সাধারণত ৪ বছরে কোর্স কমপ্লিট কৈরা ব্লগস্পটে নিজের একাউন্ট খুইলা স্বাবলম্বী হয় !!! --- ঠিক একদম ঠিক। এরপর তারা আর সামুতে আসে না।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১০
অপু তানভীর বলেছেন: এরকম একটা কাজ করা গেলে আসলেই কিন্তু মন্দ হইতো না !
১১| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:২৮
রিকি বলেছেন: ঐটা ঐটা এরিসপ্লেটো দার্শনিকের চশমিস আর ২০ কেজি তুলার বস্তা ভার্সন !!!!! এবার আমি পালাব ??????????? @ জেন ভাই
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১২
অপু তানভীর বলেছেন: এরিসপ্লেটো দার্শনিক ! দুই দার্শনিক এক সাথে !!
১২| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩৫
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভাই প্রথমেই আমার পক্ষ থেকে সেলাম গ্রহণ করুন। পুরাই এপিক, সেইরকম একটা পোস্ট। বহুদিন পর এরকম পোস্ট দেখা গেল, আর এই কাজটি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:১৭
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৩| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৪৮
জেন রসি বলেছেন: এরিসপ্লেটো দার্শনিকের কাছে আছে অনন্ত জিজ্ঞাসা এবং সসীম উত্তরের আকুতিময় জ্ঞানস্পর্শ!!! ২০ কেজি তুলার বস্তা ভার্সন দিয়া আরামদায়ক প্রশ্ন বানান যাইতে পারে!!!
দরজা আছে বইলাই পালাতে হবে এমন কোন কথা নাই!!!
বরং পালাবি কোথায় এই মুভির একটা রিভিউ লেইখা দেন!!!
কান বন্ধ কইরা শুনতেছি এইটা নাকি পরীক্ষায় আসবেই আসবে!!!
১৪| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬
শতদ্রু একটি নদী... বলেছেন: ্কেউ কি কাউকে কিছু বললো? আমি কিন্তু এখনো ঠিকমত বুঝিনাই। বুইঝা ওই বোঝাটা অন্যদিকে ট্রান্সফার কইরা দেয়া উচিত নাকি ভাবতেছি। কারো প্রতি ব্যক্তিগত আক্রমন হইছে
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২১
অপু তানভীর বলেছেন: আমিও ঠিক বুঝলাম না ! তবে আমারও খানিকটা সন্দেহ হয়েছে অবশ্য ।
১৫| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৭
রিকি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ্কেউ কি কাউকে কিছু বললো? আমি কিন্তু এখনো ঠিকমত বুঝিনাই। ভাই ভালো আছেন?? হুদাই কবিতাটা কবে লিখবেন যেন????
@ জেন ভাই : দরজা আছে বইলাই পালাতে হবে এমন কোন কথা নাই!!!
বরং পালাবি কোথায় এই মুভির একটা রিভিউ লেইখা দেন!!!
এইটা শোনার পূর্বে আমি ভিয়েতনাম চলে গেলাম না কেন--- শেষ পর্যন্ত পালাবি কোথায় !!!!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২২
অপু তানভীর বলেছেন: শতদ্রু ভাইয়ের সেই কবিতার অপেক্ষায় আসি আমিও ।
১৬| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:১৯
এরিসপ্লেটো বলেছেন:
পরীক্ষার নামে প্রশ্ন করাও এক প্রহসন, আর কিছু নয়। এক প্রশ্নের সঠিক উত্তর একটা, সে প্রশ্নেই আবার হাজার ভুল উত্তরের সুযোগ তৈরী হয়।
"হে মানবজাতি,
তোমরা জীবনকে পরীক্ষা হিসেবে নিওনা, তাহলে ভুল উত্তর দিতে পারো, ভুল উত্তরই পেতে পারো। সঠিক পথের সন্ধানে থেকে হাজার ভুলের দিকে ধাবিত হওয়ার চেয়ে ভুলে থেকেই আপাত সঠিকের সন্ধানই মঙ্গল। তোমরা তাই প্রশ্ন পেলে ছুড়ে ফেলে কারনের অনুসন্ধান কর। কারনে অকারনে কর। সবকিছুর কারন জেনে গেলে প্রশ্নগুলো একদিন এমনি চুপ করে যেতে বাধ্য! "
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৮
অপু তানভীর বলেছেন: বাহ ! অনেক দিন পরে আপনার দেখা পাইলাম !
মানব জাতির আসলেই কোন কিছু পরীক্ষা হিসাবে নেওয়া উচিৎ নহে ! তাহলে ভুল উত্তর দিতে পারে, ভুল উত্তরই পেতে পারে !
রেস্পেক্ট
১৭| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩
রিকি বলেছেন:
দার্শনিক ভ্রাতা ভালো আছেন????
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:২৯
অপু তানভীর বলেছেন: উনার বক্তব্য শুনে তো মনে হচ্ছে ভালুই আছে !
১৮| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯
এরিসপ্লেটো বলেছেন:
শুকনো পেজা তুলো আরাম আরাম, সেটাই আবার একটূ ভেজা হলে অস্বস্তিকর। সেটা দিয়ে বস্তাই বানানো হোক অথবা আফগানী বোরখা!!
"হে মানবজাতি,
তোমরা আকাশের সাদা মেঘ দেখে শুকনো পেজা তুলো মনে করোনা, ওটা আসলে ভেজা মেঘ। একটূ কালো হলেই ঝরাতে পারে এসিড বৃষ্টি। তুলোর মিহি আঁশ গলায় গেলে কাশতে কাশতে জীবন নাশ হওয়া খুব অস্বাভাবিক কিছু নয়! তুলা জাতীয় সবকিছু হতে সাবধান, খুব সাবধান!!"
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩০
অপু তানভীর বলেছেন:
১৯| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২
এরিসপ্লেটো বলেছেন:
ভালোথাকা খারাপ থাকা ভালোবাসার মতই জৈবিক ব্যাপার, কেমিক্যাল গন্ডগোল!!
সাম্যাবস্থ্যায় আছি।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১
অপু তানভীর বলেছেন: মাথা খারাপ কথা কইলেন দার্শনিক সাহেব ! এইটা আজকের স্টাটাসে দিতে হইবে !
২০| ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৪৭
জেন রসি বলেছেন: নদী ভাই, বুইঝা ওই বোঝাটা নিয়া এরিসপ্লেটো দার্শনিকের সাথে একটু আলোচনা কইরা নিতে পারেন!!!
রিকি আপু, আপনি কি ভিয়েতনাম যাইয়া আবার আমেরিকার সাথে যুদ্ধ লাগাইবেন নাকি? তারপর সেই যুদ্ধ নিয়া মুভি বানাইলে আপনি সেইটার একটা রিভিউ লিখবেন।
২১| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:১২
শতদ্রু একটি নদী... বলেছেন: বুঝতে পারছি রসি ভাই, রিকি দুলাভাই আন্তর্জাতিক চাল চোরাকারবারী চক্রের বিখ্যাত মাফিয়া। দুলাভাই মনে হয় খুফিয়া পুলিশের হাতে ধরা খাইহেন, রিকি ভাইয়া উনারে ছুটাইতে ভিয়েতনামে ছুটোতে চাইতেছেন আর আমাদের ধারনা অন্যদিকে ডাইভার্ট করানোর জন্য এইসব ভগিচগি কথাবার্তা বলতেছেন।
দুলাভাইরে মুক্ত করা সম্ভব হইলে দেশে ফেরত আইসা উনি দেশে ধানের উতপাদন বাড়ানোর আন্দোলন শুরু করতে পারেন। তাইলে ভাইজানরে বিদেশ বিভুইয়ে গিয়া এইসব রিস্কি কাজে জড়াইতে হবেনা।
২২| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩
আমি মিন্টু বলেছেন: ওই রকম কোন সিস্টেম নাই দেইখাই ভালো হইছে ।
অবশ্য সিস্টেম থাকলেও কোন ক্ষতি হতো না কপি পুস্ট কইরা হইলেও পাস মর্ক ৩৩ যেমনেই হোক নিতাম ।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩১
অপু তানভীর বলেছেন: আসলেই ভালু হইতো
২৩| ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
রিকি বলেছেন: @জেন ভাই: শেষ পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধ বাধিয়ে রিভিউ...!! :o এত দুঃসাহস আমার নাই! @শতদ্রু ভাই: শেষ পর্যন্ত ডন...তাও ধানের ব্যবসার !
২৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:০২
জেন রসি বলেছেন: রিকি আপু, এত দুঃসাহস না থাকলে আমেরিকা চইলা যান! তারপর ভিয়েতনামের সাথে যুদ্ধ লাগাইয়া দেন!
নদী ভাই, একবার চিন্তা কইরা দেখেন। রিকি দুলাভাই ভিয়েতনামে। ওইদিকে রিকি আপু আমেরিকায় বইসা যুদ্ধের জন্য অপেক্ষা করতেছেন। তারপর একদিন যুদ্ধ শেষ। রিকি আপু তখন এই যুদ্ধ বিষয়ক মুভির জন্য অপেক্ষা করবেন। মুভি হইলে রিভিউ না লেখা পর্যন্ত তিনি দেশে ফিরবেন না!! ওইদিকে রিকি দুলাভাই মনের দুঃখে ভিয়েতনামেই ধানের ব্যবসা শুরু কইরা দিবে। এর ফলে এ দেশে ধানের সংকট দেখা দিবে। তারপর কি হবে বলা মুশকিল। তবে আমরা এই কাহিনী নিয়া সত্য ঘটনা অবলম্বনে একটা মুভি বানাইয়া অস্কারের পথে কয়েক ধাপ আগাইয়া যাইতে পারি। বাকিটা আপনার বিবেচনা!
২৫| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:১৫
শতদ্রু একটি নদী... বলেছেন: না না না, বলা যাবেই না পইড়া এবং দেইখা ব্যাপক পুলক অনুভব করছি। ৫ বছর বয়সী শিশুর মতন। এইটা বলা হয়নাই।
রসি ভাই, কাহিনী এমনও হইতে পারে যে দুলাভাই রিকি ভাইরে বলেনই নাই যে উনি ভিয়েতনামের মাফিয়া। তাই রিকি ভাইয়াও নিশ্চিন্তে আমেরিকার পক্ষ নিয়া ভিয়েতনামের বিরুদ্ধে ঝাপাইয়া পড়তে পারেন। উনার হলিউড মুভির প্রতি যেই টান, সেইটা পখান্তরে আমেরিকার প্রতি সুস্পস্ট সমর্থনের প্রমান দেয়।
কিন্তু যুদ্ধ আবার শুরু হইলেই ঝামেলা শুরু হবে। যুদ্ধের কারনে সকল যোগাযোগ বন্ধ থাকবে। শেষ হবে ৫ বছর পর। এই ৫ বছরে বিরহে দুইজনের কি দশা হবে জানিনা। কিন্তু দশাসই চেহারার ভিলেন হিসেবে আবির্ভুত হইতে পারেন একজন বীভৎস খালা। যিনি তার অতি প্রিয় খাদ্য ভাত প্রস্তুতের কাচামাল চালের সস্তা সাপ্লাই অটূট রাখতে রিকি দুলাভাই ভিয়েতনামে কস্টে আছেন জাইনাই উনারে কস্ট ভোলার জন্য চোরাকারবারীর থ্রিলিং কাজ চালাইয়া যাইতে কুবুদ্ধি দিবেন। ভিয়েতনাম থাইকা চাল চরাকারবারী বন্ধ হইলে উনার স্বাস্থ্য পরাটা থেকে পাপড়ের পর্যায়ে চইলা যাবে এইটা উনি কোনক্রমেই হইতে দিবেন না। তাই দুইদিকেই যোগাযোগ থাকা সত্তেও উনি দুই পক্ষকেই ভুল তথ্য দিয়া ভুল পথে পরিচালিত করবেন।
একসময় এই ষড়যন্ত্র ফাস হবে, কিভাবে হবে আর কি বিচার হবে ওইটাই গল্পের টূইস্ট। এইটা নিয়া গবেষনা করা যাইতে পারে।
২৬| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৬
শায়মা বলেছেন: এ্যাডমিশন টেস্ট পেপার আমি বানাবো ভাইয়া!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৩
অপু তানভীর বলেছেন: তাইলে তো সবাই পাশ করে যাবে । সবাই ই চান্স পেয়ে যাবে ! তুমি কঠিন প্রশ্ন করতেই পারবে না !
কঠিন প্রশ্ন করতে গেলেই তোমার মনে হবে, ইস ! ভাইয়ারা তো এতো কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে না ! একটু সহজ করে দেই !
২৭| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: শায়মা বলেছেন: এ্যাডমিশন টেস্ট পেপার আমি বানাবো ভাইয়া!!
তাইলে আগাম প্রশ্নের জন্য হগলতে আমার লগে যোগাযোগ করুন ।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
অপু তানভীর বলেছেন: যুগাযুগ কইরা লাভ হবে না ! প্রশ্ন বানানো হইবে কঠিন নিরাপত্তা ব্যবস্থার ভেতরে
২৮| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:১৭
শায়মা বলেছেন: ২৭. ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৪৫ ০
গিয়াসলিটন বলেছেন: শায়মা বলেছেন: এ্যাডমিশন টেস্ট পেপার আমি বানাবো ভাইয়া!!
তাইলে আগাম প্রশ্নের জন্য হগলতে আমার লগে যোগাযোগ করুন ।
না ভাইয়া
পরীক্ষার খাতাও দেখবো আমি আর তিনজনকে অবশ্যই ফেইল করাবো।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৬
অপু তানভীর বলেছেন: কুন কুন তিনজন ? নাম গুলো কইয়া ফালাও তো দেখি । তাদের এডমিশন ফরমের টেকাটুকা বাইচা যাইবো । ফেল যখন নিশ্চিত তখন পরীক্ষা দিয়া আর লাভ কি !!
২৯| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:২২
হামিদ আহসান বলেছেন: হা হা হা ...... অামি একটা কোচিং সেন্টার খুলতাম.।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৭
অপু তানভীর বলেছেন: আমি সেই কোচিং সেন্টারের টচার হমু
৩০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৩৮
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: এ্যাডমিশন টেস্ট পেপার আমি বানাবো ভাইয়া!!
আমি পরীক্ষা দিমু না!!!!
পরীক্ষা বর্জন করলাম!!!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
অপু তানভীর বলেছেন: তাইলে কি সেই তিনজনের লিস্টে আপনার নাম আছে ? থাকলে পরীক্ষা না দেওয়াই উত্তম
৩১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৪৯
শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: এ্যাডমিশন টেস্ট পেপার আমি বানাবো ভাইয়া!!
আমি পরীক্ষা দিমু না!!!!
পরীক্ষা বর্জন করলাম!!!!
কেনো দিবানা?? পুরানো এ্যাকাউন্ট সব বাতিল করে দেবো।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৫৮
অপু তানভীর বলেছেন: পুরানো কুন কুন একাউন্ট ? জাতি জানিতে চায় !!
৩২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১০:৫৬
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
হুমমমমমম .... দৃশ্যপট দেখতে দেখতে মনে হলো এই পরীক্ষায় পাশ না করলে ইহকাল - পরকাল সব ঝরঝরে ।
কিন্তু পরীক্ষা দিয়ে ফেল করলে বাবা - মা - ভাই-বোন, পাড়াপড়শী , দোস্ত -দোস্তাইন, আত্মীয় স্বজন যদি জিগায় , " ওই আহাম্মক , পরীক্ষায় সবাই গোল্ডেন -এ নিয়া পাশ । তুই ফেল করলি ক্যা ?" তহন কি কওয়া যাইবে - " ঈশশশশ ....সামুতে পরীক্ষা দিয়া দ্যাকছো ? ফেল-ই দিতে চায়না..।" ?
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০০
অপু তানভীর বলেছেন:
না না সবাই তো আর এরকম ফেইল করবে না ! আর সামুত খুব কঠিন করে খাতা দেখবে তখন ! নিজেদের রেপুটেশনের একটা ব্যাপার আছে না !
৩৩| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১২
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: এ্যাডমিশন টেস্ট পেপার আমি বানাবো ভাইয়া!!
আমি পরীক্ষা দিমু না!!!!
পরীক্ষা বর্জন করলাম!!!!
কেনো দিবানা?? পুরানো এ্যাকাউন্ট সব বাতিল করে দেবো।
সব বাতিল কইরা দেন!!!
গন আন্দোলনের মুখে পরীক্ষা বাতিল হবে নিশ্চিত!!!!!!!!
যিনি প্রশ্ন করবেন তিনিও বাতিল হইতে পারেন!!!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০১
অপু তানভীর বলেছেন: নাহ ! এমন কুনো সন্দেহ নাই ! প্রশ্ন কর্তা বাতিল হওয়ার কুনো সন্ভাবনা নাই ! গন আন্দোলন সেই দিকে যাইবেই না
৩৪| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১৩
শতদ্রু একটি নদী... বলেছেন: কেউ কি উত্তপ্ত মস্তিস্কের কারনে নিজেকে মডু ভাবা শুরু করছে??
ভাবুক, মস্তিস্ক বিকৃতি ঘটা আর পাগল হইয়া যাওয়া একই কথা। আর কে না জানে যে পাগলের সুখ মন মনে, একা একা তারা গুনে
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩
অপু তানভীর বলেছেন: উত্তপ্ত মস্তিস্ক !! আপনে কারে কি কইলেন ?
আপনের কিন্তু খবর আছে কইলাম
৩৫| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২০
জেন রসি বলেছেন: নদী ভাই, উত্তপ্ত মস্তিষ্ক নিয়া ডাবল এজেন্ট হওয়া যায় না!!!
আমেরিকা আর ভিয়েতনাম বিষয়ক মুভিতে ভিলেনের চরিত্র দিতে হবে একজন ঠাণ্ডা মাথার এজেন্টকে। এখন আবার ভিলেন শক্তিশালী না হইলে মুভি জমে না!!!
রিকি আপু কই???
আমেরিকা চইলা গেল নাকি???
৩৬| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরীক্ষা নিয়া তো টেনশনে পড়ে গেলাম।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
অপু তানভীর বলেছেন: টেনশনে পড়ার কিছু নাই ! উত্তম প্রস্তুতিই পারে সকল সফল্য এনে দিতে
৩৭| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরীক্ষা নিয়া তো টেনশনে পড়ে গেলাম।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৪
অপু তানভীর বলেছেন:
৩৮| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩২
শায়মা বলেছেন: একটা গাধা পরীক্ষার আগেই ভয় পেয়ে গেলো !!!!!!!!!!!! হাহাহাহাহাহা
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
অপু তানভীর বলেছেন: পরীক্ষা দেখে কে না ভয় পায় বল !
৩৯| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪
শতদ্রু একটি নদী... বলেছেন: একটা ভন্ড আবার অসংলগ্ন কথা বইলা অকারনে হাসা শুরু করলো। যেই পরীক্ষা নাই, জীবনে হবেও না, সেই কাল্পনিক পরীক্ষারে কে ভয় পায়? মনে হইতেছে নিজে নিজে কল্পনা কইরা নিজেই পাইতেছে
৪০| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৪
জেন রসি বলেছেন: শায়মা বলেছেন: একটা গাধা পরীক্ষার আগেই ভয় পেয়ে গেলো !!!!!!!!!!!! হাহাহাহাহাহা
এই পরীক্ষা শুধুমাত্র গাধারাই দিবে!!!!!!!
বুদ্ধিমানরা আমার মত পরীক্ষা বর্জন কইরা গণআন্দোলনের প্রস্তুতি নিবে!!!!!!
৪১| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: ঝগড়াটে গাধাকে বলছি । যার কাজ নাই কাম নাই শুধু অন্যদের পিছে লাগা ছাড়া সে আবার পরীক্ষা দেবে!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! তাহলেই হয়েছে!!!!!!!!!!!! তাইলে ঝগড়া প্রাকটিস করবে কে? অন্যের পিছে লাগবে কে!!!!!!!!!!!!
৪২| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৪৮
শতদ্রু একটি নদী... বলেছেন: তাইলে কি এই চরিত্র মনিরা আপারে দেয়া যায়? উনার বুদ্ধি ভালো। যার কথা আগে ভাবছিলাম তারে নাহয় উনার বুয়ার রোল দিয়া দিবো। রহিমা খালার মোটু ভার্সন
৪৩| ০৫ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৫০
শায়মা বলেছেন: এহরে!!!!!!!!!!!!! ফকিরা আসছেন বুয়ার স্বপ্ন দেখতে!!!!!!!!!! তাও আবার ঘুমিয়েও না , জেগে জেগেও না !!!!!!!!!!!! স্বপনে!!!!!!!!!!!!!
আহা আহা
স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা
জাগিও না আমায় জাগিও না!!!!!!!!!!!!!!!!
৪৪| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: পরীক্ষা নিয়ে ভাবিনা । ভাল একটা অবস্থান নিয়ে পাশ করবো আশা করি।প্রশ্ন ফাঁস না হলেই হয় ।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৬
অপু তানভীর বলেছেন: আমারও তাই চাওয়া
৪৫| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: অংক আর বিজ্ঞানে বেশি নম্বর থাকলে ভাল হবে । কঠিন অংক চাই ।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: কিন্তু প্রশ্ন যদি আপু করে তাহলে তো প্রশ্ন স হজ হবে ! কঠিন হবে না !
৪৬| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ১২:২৭
শতদ্রু একটি নদী... বলেছেন:
স্বপ্ন দেখিনাগো খালা, কোনমতেই স্বপ্ন না,
পরীক্ষা হবে এইটাও তোমার কল্পনা!!
অলেওরেডি বানাইয়া দিছি মোটকী খালা,
রহিমা বুয়ার বইন হইলে মুখ হইবে কালা
৪৭| ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৮
মায়াবী রূপকথা বলেছেন: ভাইবা নেয়া হলে আরো ভালো হত। ব্লগার হবার আগে মডারেটরদের চাক্ষুস দেখতে পেত সবাই
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: এটাও একটা ভাল প্রস্তাব অবশ্য ! ভেবে দেখতে হইবে !
৪৮| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৮:২৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভাবুনতো একবার,পরীক্ষার আগের রাতে নীলক্ষেতে সামুর প্রশ্নপত্র ফাঁস !!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন: সেটা আবার দৈনিক তোলপাড়ে পত্রিকায় শিরোনাম
৪৯| ০৬ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:৩৪
রিকি বলেছেন: @ জেন ভাই : আপনাকে এই গল্পের জন্য নো------বেল দেয়া উচিত !!!!
@ শতদ্রু ভাই : মাফিয়া হওয়ার ট্রেনিং সেশনে গেছিলাম !!!! আমাকে আপনি ডন অফ ধানের--- ডোনা বানিয়েছেন আফটার অল !!!!
৫০| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৮
সুফিয়া বলেছেন: নির্ভেজাল মজা পাইলাম। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য। ভাল থাকুন সব সময়।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ !
ভাল থাকুন সব সময়
৫১| ০৬ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:১৭
রাবার বলেছেন: জি এস ভাইয়ের মন্তব্যে কইলাম পেলাস দিলাম অপু ভাই
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯
অপু তানভীর বলেছেন: জি এস টা কে ভাই ? খুইজ্জা পাইলাম না !
৫২| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৩২
আরণ্যক রাখাল বলেছেন: এডমিসন টেস্ট তো আমি হাইয়েস্ট নাম্বার নিয়ে পাস করতুম
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৯
অপু তানভীর বলেছেন: আগে থেকেই অভিনন্দন নেন তাইলে
৫৩| ০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০
অরণ্যের কাব্যে পারিজাত বলেছেন: ব্যাপক বিনোদন
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১০
অপু তানভীর বলেছেন:
৫৪| ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৫৪
বৃতি বলেছেন: মজার পোস্ট
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১০
অপু তানভীর বলেছেন:
৫৫| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৪
জুন বলেছেন: পরীক্ষা হোক তবে ম্যাথস থাকতে পারবে না
মজার পোষ্ট
+
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
অপু তানভীর বলেছেন: না না ! ম্যাথস না থাকলে কি পরীক্ষা হবে নাকি ? সেটা তো থাকতেই হবে
৫৬| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৪
শায়মা বলেছেন: ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:৩৩ ০
লেখক বলেছেন: তাইলে তো সবাই পাশ করে যাবে । সবাই ই চান্স পেয়ে যাবে ! তুমি কঠিন প্রশ্ন করতেই পারবে না !
কঠিন প্রশ্ন করতে গেলেই তোমার মনে হবে, ইস ! ভাইয়ারা তো এতো কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে পারবে না ! একটু সহজ করে দেই !
সবাইকে পাস করাবো শুধু তিনজন ছাড়া!!!!!!!
তারা সারাজীবনের ফেইল!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১২
অপু তানভীর বলেছেন: কে সেই অভাগা তিনজন ! তাদের নাম জানতে চাই । পেছনের কারনও জানতে চাই !
৫৭| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৬
শায়মা বলেছেন: ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০১ ১
লেখক বলেছেন: নাহ ! এমন কুনো সন্দেহ নাই ! প্রশ্ন কর্তা বাতিল হওয়ার কুনো সন্ভাবনা নাই ! গন আন্দোলন সেই দিকে যাইবেই না
লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ভাইয়া!!!!!!!!!!!!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:০৩ ১
লেখক বলেছেন: উত্তপ্ত মস্তিস্ক !! আপনে কারে কি কইলেন ?
আপনের কিন্তু খবর আছে কইলাম
হাহাহাহাহাহাহহাহাহাহা আরও আরও লাভ ইউ ভাইয়ামনি!!!!!!!!!!!! আমার প্রিয় লক্ষী একমাত্র আপন ভাইয়া!!!!!!!!!!!
খবর করার জন্য আমি একটা শাখের করাত এনে দেবো তোমাকে ভাইয়ামনি!!!!!!!!!
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮
অপু তানভীর বলেছেন: হুম ! একেবারে রাত আট টার বিটিভির বাংলা সংবাদ
৫৮| ০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৬
কালের সময় বলেছেন: আমি সেই পরীক্ষা হলের ম্যাজেস্টেড হুমু । তাই নকল হইতে সাবধান ।
০৭ ই আগস্ট, ২০১৫ দুপুর ১:১৯
অপু তানভীর বলেছেন: নাহ ভয় নাই ! এখন মানুষ নকল করে না ! পরীক্ষার আগের রাইতেই প্রশ্ন ফাঁশ করে
৫৯| ১০ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:১৪
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চরম হইছে অপু ভাই।
তবে অধমদের জন্য প্রশ্ন ফাসেঁর ব্যবস্থা রাখা হউক।
১০ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৬
অপু তানভীর বলেছেন: অবশ্যই রাখা হবে । আপনি প্রশ্ন প্রস্তুতকারক কমিটির সাথে যোগাযোগ করুন আজই
৬০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১৭
শরতের আকাশ বলেছেন: http://mcq-exam.com ( Mcq Exam ) এ Bcs, Govt. Job, University Admission এর জন্য সাধারনজ্ঞানের পরীক্ষা দিন। বার বার পরীক্ষা দিয়ে নিজের মধ্যে confidence বারান। প্রতিবার পরীক্ষা শেষে ভুল উত্তরগুলো জেনে নিন। এখানে ৭টি বিভাগে (সাধারনজ্ঞান, ইতিহাস, বাংলাদেশ, English, আর্ন্তজাতিক, বাংলা, বিজ্ঞান, গনিত) পরীক্ষা দেওয়ার ব্যবস্থা আছে।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৩
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৫৬
জেন রসি বলেছেন: হা হা হা.......
মজা পাইলাম অপু ভাই।
পরীক্ষা নিয়া দেখা যাইতে পারে। যারা ব্লগ দিয়া ইন্টারনেট চালাইতে পারেনা তারা সব বাদ!!!