নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক লোক গভীর জঙ্গলে বাস করা সাধক বাবার কাছে গিয়ে বলল "বাবা, আমাকে এমন একটা ক্ষমতা দাও যাতে আমি নারীদের মন খুব সহজে বুঝতে পারি" ! বাবা তাকে একটা থাপ্পড় দিয়ে বলল "বেটা সেই ক্ষমতা আমার থাকলে আজকে আমি ঘর বাড়ি ছেলে এখানে পড়ে থাকি !"
এমন একটা কৌতুক আমরা মোটামুটি সবাই শুনেছি ! এই সহজ কৌতুল টা শুনতে শুনতে যতই হাস্যকর লাগুক না কেন এর থেকে সত্য আর কিছু হতে পারে না ! কথিত আছে যে আইনস্টাইনের রিলেটিভিটি থিউরীটা পর্যন্ত খুব সহজে সম্পর্ন ভাবে বুঝা সম্ভব কিন্তু একজন মেয়ের মন কিছুতেই বোঝা সম্ভব না ! বিশেষ করে গার্লস ল্যাঙ্গুয়েজ বোঝার মত দুরহ থিউরী এই পৃথিবীতে এখনও তৈরি হয় নি !
তাই বলে কি আমাদের মানে ছেলেদের চেষ্টা কি থেমে থাকবে ! আমরা, মানুষেরা যে কোন কিছু না বুঝতে না পারলে, ধরতে না পারলে ততক্ষন সেইটার পেছনে লেগে থাকি যতক্ষন পর্যন্ত সেটা সমাধান না হয় ! যদিও জানি এই বিষয়ে সকল কিছু আতস্থ করতে যুগের পর যুগ লেগে গেছে এবং সামনে আরও কত শতাব্দী লাগবে সেই বিষয়ে আমাদের ধারনা নেই তবুও আমাদের চেষ্টা চলবে !
যাক এতো দিনের গবেষনা, আলোচনা, পরীক্ষা, নিরীক্ষা এবং আবিষ্কারের ফলে নারীদের মনের ভাষা বোঝার জন্য কিছু টা (যদিও সেটা খুবই যৎসামান্য) ইংগিত বিজ্ঞানীরা আবিষ্কার করতে সক্ষম হয়েছে । এবং সেই আবিষ্কার নিয়েই আমার এই পোস্ট ! যে কথা গুলো আমরা সাধারনত ভুল বুঝে থাকি । তারা একটা কথা মিন করে আমরা সেই কথাটা ঠিক মত ধরতে পারি না, ভুল বুঝি এবং পরবর্তিতে আমাদের উপর সিডর সাইক্লোন সুনামী নাক কতিপয় দুর্যোগ নেমে আসে ! আশা করি এই পোস্ট পড়ার পর থেকে আপনারা এই সমস্ত ভুল ত্রুতি যথাসম্ভব এড়িয়ে চলতে সক্ষম হবেন !
একজন নারী যখন বলবে "বাদ দাও, কিছু না" আপনি মনে করবেন আসলেই হয়তো কিছু না ! এইখানেই ভুল করবেন ! নারী প্রত্যেকটা কথাই ড্যান ব্রাউনের ভিঞ্চি কোড কিংবা লস্ট সিম্বল বইয়ের মত এনক্রিপ্টেড থাকে ! এটা দেখায় এক রকম কিন্তু এর অর্থ থাকে অন্য রকম ! আপনাকে গভীর চিন্তা ভাবনা করে সেই অর্থ বের করতে হবে ! তবেই আসবে চুড়ান্ত সাফল্য ! আসলে আসুন এমন কিছু দৈনন্দিন ব্যবহারের কথা বার্তা দেখে নেওয়া যাক যেটা পুরুষেরা প্রায়ই ভুল বুঝে নিজের বিপদ ডেকে আনে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"বাদ দাও, কিছু না"
নিগূঢ় অর্থঃ
অবশ্যই কিছু একটা আছে । থাকতে বাধ্য ! এবং তুমি যত দ্রুত এই কিছুটা বের করতে পারো তোমার জন্য ততই মঙ্গল ! দেরি করেছো তো মনেছো !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আমাকে কি একটু মোটা লাগছে ?"
নিগূঢ় অর্থঃ
এর অর্থ হচ্ছে, তোমার চোখে কি আমাকে দেখতে খারাপ লাগছে এবং এর উত্তরটা অবশ্যই "না" হতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আচ্ছা, তোমার যা ইচ্ছা কর !"
নিগূঢ় অর্থঃ
আমি কারতে বলেছিই বলে আবার করে বস না ! । সব থেকে ভাল হয় তুমি কাজটা না করলে ! তাহলে কিন্তু খবর আছে ! আর যদি করেই ফেলো তাহলে এর পরবর্তি ফলাফলের জন্য নিজেকে প্রস্তুত করে নাও ! কারন তোমাকে আমি ছেড়ে কথা বলবো না ! বলে দিলাম !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"না"
নিগূঢ় অর্থঃ
না মানে নাই ! এটা "হ্যা" হওয়ার কোন সম্ভবনা নেই ! ইউ বেটার নট ট্রাই !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"হ্যা"
নিগূঢ় অর্থঃ
বেশির ভাগ ক্ষেত্রেই এটার অর্থও "না" তবে কিছু কিছু ব্যতীক্রম থাকতে পারে ! সেটা তোমাকে নিজে খুজে বের করতে হবে ! এবং সেটা খুজে পাওয়াটা তোমার পক্ষে প্রায় অসম্ভব !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"হয়তো"
নিগূঢ় অর্থঃ
এখনও না ! তবে "না" কে "হ্যা" করা সম্ভব তবে তা করতে তোমাকে আরও অনেক কিছু করতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"যদি"
নিগূঢ় অর্থঃ
বিশাল শর্ত (আদেশ) মানার জন্য প্রস্তুত হও !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"ফাইন !!"
নিগূঢ় অর্থঃ
বিষয় নিয়ে তর্ক হচ্ছিলো সে শেষ এবং তুমি হেরে গেছো ! এর পরে যদি আবার একটা কথা শুরু করে তাহলে সেটা থেকে আবার নতুন তর্কের সূচনা হবে এবং সেটাতেও তুমি হারবে ! সো চুপ করে থাকাই শ্রেয় !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আচ্ছা ঠিক আছে ! ইটস ওকে !"
নিগূঢ় অর্থঃ
কোন ভাবেই ওকে না ! কিছুই ঠিক নাই ! ওকে মানে হল, সে কিছুটা সময় নিচ্ছে এটা ঠিক করার জন্য যে তোমাকে কি কি ভাবে এটার জন্য তোমাকে পরবর্তিতে শাস্তি দিতে পারে ।
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি কি আমার কথা শুনছো ?"
নিগূঢ় অর্থঃ
তুমি আমার কথা শুনছো না ! এটা ক্ষমার অযোগ্য অপরাধ ! ইউ বেটার রেডি ফর দিস !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি যা বল তাই"
নিগূঢ় অর্থঃ
যদি মনে কর যে তোমাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে তাহলে তুমি ভুল করছো ! তোমাকে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ঠিকই দিয়েছি তবে তোমাকে ঠিক সেই জিনিস টাই বাছাই করতে হবে যেটা আমি চাই এবং আমার পছন্দ ! এবং যদি তোমার সিদ্ধান্ত ভুল হয় তাহলে "আচ্ছা, তোমার যা ইচ্ছা কর" এর মত অবস্থা হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"পাঁচ মিনিট"
নিগূঢ় অর্থঃ
এটা বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থ বহন করবে ! যদি সে মেকাপ কিংবা তৈরি হতে থাকে তাহলে ৫ মিনিট মানে হচ্ছে আধা ঘন্টা থেকে এক ঘন্টা ! আর যদি এটা তোমাকে নিয়ে হয় তাহলে ৫ মিনিট মানে হচ্ছে ০ মিনিট !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"থ্যাঙ্কিউ !"
নিগূঢ় অর্থঃ
ভাল কাজ করেছো এবং ভবিষ্যতেও তোমাকে এরকম কাজ করার পরামর্শ দেওয়া যাচ্ছে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে না !"
নিগূঢ় অর্থঃ
তার মন মত কাজটা তুমি করতে পারো নি ! তাই এই কাজটা এখন সে নিজেই করবে । এবং তোমার বেকুবীর উপর সে যথেষ্ঠই বিরক্ত !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি যেখানে চাও আমরা সেখানেই বেড়াতে/খেতে যাবো !"
নিগূঢ় অর্থঃ
বেশির ভাগ এর অর্থ হচ্ছে তুমি যদি আমাকে হ্যাপি দেখতে চাও আমার পছন্দের জায়গাটা নির্বাচন কর !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আমাদের কথা বলা দরকার ! উই নিড টু টক !"
নিগূঢ় অর্থঃ
ইউ আর ডেড ! আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাত কর । ভাল মন্দ খাওয়া দাওয়া করে নাও ! তারপর জানাযার ব্যবস্থা করে ফেল জলদি জলদি !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"তুমি এটা কি করছো ?"
নিগূঢ় অর্থঃ
এটা আসলে কোন প্রশ্ন নয় ! এর মানে হচ্ছে যা তুমি করছো সেটা ভুল ! আমার এটা পছন্দ নয় !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা কি এখন করাই লাগবে ?"
নিগূঢ় অর্থঃ
এটাও কোন প্রশ্ন নয় । এর অর্থ হচ্ছে তুমি যা করছো সেটা করা বন্ধ কর অপেক্ষা করতে থাকো ! আমি তোমাকে নতুন কিছু কাজ করতে দেব !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় সেতা তোমাকে শিখতে হবে !"
নিগূঢ় অর্থঃ
আমার মতের সাথে কিভাবে একমত হতে হবে সেটা তোমাকে শিখতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"আই এম নট আপসেট !"
নিগূঢ় অর্থঃ
অবশ্যই সে আপসেট ! তোমার খবর আছে ! এবং অবশ্যই সব কিছু তোমার দোষ !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"দেখো আমাদের দুজনের জন্য এইটা দরকার !"
নিগূঢ় অর্থঃ
সে এটা চাচ্ছে ! এবং শান্তিতে থাকতে তোমাকে এটা দিতে হবে !
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না !"
নিগূঢ় অর্থঃ
আপাতত সে তোমার সাথে তর্কে পেরে উঠছে না ! আপাতত সে চুপ করে চিন্তা ভাবনা করতে চায় কিভাবে তোমাকে বাগে আনা যায় !
আশা করি সবাও বুঝে নিয়েছেন কি কি করা লাগবে । কোন কথার পরিপেক্ষিতে ঠিক কি কাজ করা লাগবে ! যাক আজকের মত এই পর্যন্ট বিজ্ঞানীরা আর নতুন কিছু আবিষ্কার করলেই সেটা নিয়ে আবারও হাজির হয়ে যাবো !
তথ্যসুত্রঃ
গার্লস এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
অপু তানভীর বলেছেন: আরে এটা তো কেবল যৎসামান্য ! আরও হাজার হাজার পাতা গবেষণা ধর্মী পোস্ট লেখা লাগবে ! তবুও আমরা সম্পুর্ণরূপে কন্যাদের বুঝতে পারবো কি না সন্দেহ
২| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২৯
শায়মা বলেছেন: হা হা আমার নারী বিশারদ ভাইয়ুটা!!!!!!
এনক্রিপ্টেড বক্তব্যঃ
"না"
নিগূঢ় অর্থঃ
না মানে নাই ! এটা "হ্যা" হওয়ার কোন সম্ভবনা নেই ! ইউ বেটার নট ট্রাই !
গুড গুড গুড
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫
অপু তানভীর বলেছেন: ঠিক হইছে কি না আগে কও
৩| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৩০
অপ্রতীয়মান বলেছেন:
লেখকের অভিজ্ঞতালদ্ধ কিছু মন্তব্য আশা করছিলাম
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৭
অপু তানভীর বলেছেন: আমার অভিজ্ঞতা যে নাই এই কথা বলবো না তবে যদি সেই সব লেখা শুরু করি তাহলে আরও কয়েক খানা পোস্ট হয়ে যাবে !
৪| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:৫৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পোস্ট পড়ার আগে প্রথম ছবিটা দেখেই হাসতে হাসতে শেষ
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন:
৫| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:১৬
কামরুন নাহার বীথি বলেছেন: sb] হা হা হা হা
বৃথাই সাধনা করিছ বৎস!!!!!
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৮
অপু তানভীর বলেছেন: তবুও আমরা মানুষ ! চেষ্টা চলিবে .......
৬| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: আপনার পরীক্ষাগার কোথায়,ঘরে না বাহিরে?? ঘরে হলেতো কথাই নেই,বাহিরে হলে দুইখান কথা আছে।।
তবে আমি প্রথমাংশের সাধুবাবার কথায় বিশ্বাসী।।
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১০
অপু তানভীর বলেছেন: না এখনও ঘরে হওয়ার হয় নাই ! কবে হবে সেই টা কেউ বলতে পারে না !
আমিও সাধুবাবার কথায় বিশ্বাসী
৭| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৯
ডি মুন বলেছেন: হা হা হা হা
খুব মজা পেলাম। ছবিগুলো খুব সুন্দর নির্বাচন করেছেন।
+++
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১১
অপু তানভীর বলেছেন: মজা নিয়েন না শিক্ষা নেন ! সামনের জীবনে কাজে লাগবে কইলাম
৮| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:৫৫
শতদ্রু একটি নদী... বলেছেন: মজার পোস্ট। আসলেই অনেকটা এরকম। বাস্তবের ধারেকাছ দিয়াই গেছেন। ++
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২
অপু তানভীর বলেছেন: হুম ! বিজ্ঞানীরা গবেষণা করে আবিস্কার করেছে ! মিথ্যা হইতেই পারে না !
৯| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:৩৪
এস কাজী বলেছেন: হুম বিচার মানলেও তাল গাছটা ঠিকই ওদের থাকতে হবে
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৩
অপু তানভীর বলেছেন: তা অবশ্য সত্য ! একদমই সত্য !
১০| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৬
ৎৎৎঘূৎৎ বলেছেন: ওকে বাদ দাও বললেই ছেড়ে দেয়া উচিৎ। তাদের আকাশ সমান 'আরো চাই' তাদেরকে রহস্যময়ী করে তোলে। চাহিদার চিন্তার অসীমতা আর কত কম সময়ে সব কিছু এক প্যাকেজে পাওয়া যায় তার এক কম্বিনেশন। ভাল লাগল।
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৫
অপু তানভীর বলেছেন: চমৎকার
১১| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫২
ঘুড়তে থাকা চিল বলেছেন: অসাধারণ পোস্ট অপু ভাই , প্রিয়তে রাখলাম ৷
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৭
অপু তানভীর বলেছেন:
১২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৫
ইছামতির তী্রে বলেছেন: আপনার পোস্টের আর কি মন্তব্যে করব। তার চেয়ে দুইটা কৌতুক শোনেন।
১। এক লোক বুক শপে গিয়ে এদিক সেদিক তাকিয়ে সেলসম্যানকে চুপিচুপি জিজ্ঞেস করছে, 'ইয়ে ভাইজান, মেয়েদের বশীকরণ জাতীয় কোন পাওয়া যাবে?"
সেলসম্যানের ত্বরিত জবাব, " ফিকশন সেকশন ঐদিকে"।
২। প্রশ্নঃ আচ্ছা, আল্লাহ পুরুষ মানুষ কেন আগে বানিয়েছিলেন?
উত্তরঃ মাস্টারপিচ বানানোর আগে সকল কারিগরের একটা ডামির প্রয়োজন পড়ে।
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৭
অপু তানভীর বলেছেন: তবুও চেষ্টা চলিবে
১৩| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৪
শায়মা বলেছেন: ১০০% ঠিক হইসে।
যেই গাধারা না কে হ্যাঁ ভাবে তাদের কপালে দুঃখ ছাড়া কি আর আছে???
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১৮
অপু তানভীর বলেছেন: তবুও ওরা বুঝে না ! আমি কিন্তু বুঝি !!
১৪| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২০
শায়মা বলেছেন: তুমি তো কইন্যা বিশেষজ্ঞ ভাইয়ু!!!!!!!!! তুমি না বুঝলে হবে??????
২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২১
অপু তানভীর বলেছেন: কিন্তু কইন্যা বিশেষজ্ঞ হইয়া আর লাভ হইলো কই ! কইন্যারা তো চলিয়া গেলু আমারে ছাড়িয়া
১৫| ২৯ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: পুরুষের ফুল এডিশন আর নারীর পার্ট ওয়ানের ভলিউমের তুলনা করলে পুরুষে নারীতে বিবাহ অসম্ভব !!! তবে পুরুষরা ধৈর্যশীল পাঠক বোধ হয় । তবেই এত বড় বই পড়া সম্ভব ।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৭
অপু তানভীর বলেছেন: আমরা তাই তো করে চলেছি ! নয়তো পৃথিবী কবেই ধ্বংস হইয়া যাইতো
১৬| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:০৮
হিল্লো্ল বলেছেন: মজা পাইলাম। তবে আসলে ই রহস্যময়
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৮
অপু তানভীর বলেছেন: বিরাট রহস্য
১৭| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২০
রিকি বলেছেন:
মোরাল অফ দ্য স্টোরি-- নারীগণ যা বলবে, সেটা বাদে--- আকাশ, পাতাল, ইহলোক, পরলোক, বাস্তব, পরাবাস্তব সব বুঝে নিতে হবে !!!!
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১০:৫৯
অপু তানভীর বলেছেন: হিসেব মত কিন্তু তাই ই
১৮| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৩
শায়মা বলেছেন: রিকি আপুনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
কই ছিলে?????????????
তুমি নাই!!!!!!!!!!!!! জিনিভাইয়া নাই!!!!!!!!! উর্বী আপুনি নাই!!!!!!!!!!!!!!কেউ নাই !!!!!!!!!!!!!!
আর নদীভাইয়ু আমার উপর অনেক রাগ করেছে!!!!!!!!!!
আমার কিচ্ছু ভাল্লাগে না...........
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: সবাই কই ?
১৯| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:২৯
রিকি বলেছেন: আপুনি, আপনাকে বলেছিলাম যে, আমি বাড়িতে। কালকেই ফিরেছি, এই কয়েকদিন সামুতে ঢুঁ মারতে পারিনি মাঝে একদিন ঢুকেছিলাম, তাও কয়েক মিনিটের জন্য। এইতো, এখন রেগুলার থাকব, আশা করি। জেন ভাই, উর্বি আপু কই?? শতদ্রু ভাই রেগে আছে কেন??
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০০
অপু তানভীর বলেছেন: আপনার বাড়ি কই ?
আকবার দাওয়া দেন তো দেখি !
২০| ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩৪
শায়মা বলেছেন: জিনিভাইয়া উর্বিআপুনিকে দেখিনা আর শতদ্রুভাইয়ার উপরে আমি রেগে গেছিলাম তাই এখন উল্টা .........
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০২
অপু তানভীর বলেছেন: তুমি আবার কারও উপর রাগও করতে পারো ? আমার কেউ তোমার উপরেও রাগ করতে পারে ?
২১| ২৯ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
সুমন কর বলেছেন: ব্যাপুক গবেষণা করেছেন...........
ছবি নির্বাচন আর শুরুর দিকের কথা ভালো হয়েছে।
আমি কিন্তু এসব একদম পাত্তা দেই না।
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: সে কি কেনু ?
আপনে কি আগেই সব রহস্য জেনে গেছেন ?
নাকি বিবাহ করিবেন বলিয়া মনস্থির করেছেন ?
২২| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৩৫
হাসান মাহবুব বলেছেন:
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
অপু তানভীর বলেছেন: কি হইলো হামা ভাই ?
২৩| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৩
শায়মা বলেছেন: লেখক বলেছেন: তুমি আবার কারও উপর রাগও করতে পারো ? আমার কেউ তোমার উপরেও রাগ করতে পারে ? :-&
আমি পারি তো!!!!!!!!!!!!!
কেউ পারে কিনা জানিনা!!!!!!!!
তবে নদীভাইয়ু করেছিলো !!!!!!!!!
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৭
অপু তানভীর বলেছেন:
নদীভাইয়ু ভালু না !
২৪| ২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৮
শায়মা বলেছেন: ঠিক ঠিক !!!!!!!!
এই সত্য বলার জন্য কালকেই আমার বাসায় তোমার দাওয়াৎ ভাইয়ু!!!!!!!
২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: আমি আসতেছি চলে !
২৫| ৩০ শে আগস্ট, ২০১৫ ভোর ৫:৫৬
গেম চেঞ্জার বলেছেন: বাঃ বাঃ মাইয়া জাতিরে এক পুস্ত দিয়া ঝড়-বাদলের সাথে টাঙাইয়া দি ফালাইচেন ? তাঁরা এই পুস্ত দেখিয়া আর মাটিতে নামতে চাইবো???
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৭
অপু তানভীর বলেছেন:
২৬| ৩০ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:০৩
আরণ্যক রাখাল বলেছেন: Gooড
৩১ শে আগস্ট, ২০১৫ রাত ১২:০৮
অপু তানভীর বলেছেন:
২৭| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:৪৯
জুন বলেছেন: এনক্রিপ্টেড বক্তব্যঃ
"এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না !"
নিগূঢ় অর্থঃ
আপাতত সে তোমার সাথে তর্কে পেরে উঠছে না ! আপাতত সে চুপ করে চিন্তা ভাবনা করতে চায় কিভাবে তোমাকে বাগে আনা যায় !
এই রকম পচা গবেষনার জন্য মাইনাস
+
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১১
অপু তানভীর বলেছেন: হা হা হা হা হা !!
একটা না হয় মিলে না হয় বাকি গুলো সম্পর্কে মতামত কি ?
২৮| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:০৬
কামরুন নাহার বীথি বলেছেন: জুন আপু, গবেষণা করতে দিন না!!!
একটা কিছু নিয়েতো ব্যস্ত থাকতে হবে!!!
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:১২
অপু তানভীর বলেছেন: একদিন এই রহস্য মানব জাতি (পুরুষজাতি) ঠিকই বের করে ফেলবে ! সেইদিন হবে চুড়ান্ত বিজয়ের দিন !!
২৯| ৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৩২
হাসান মাহবুব বলেছেন: পোস্ট ব্যাপক হইসে। তবে ভূমিকাটা বেশি বড় হয়ে গেছে।
৩১ শে আগস্ট, ২০১৫ দুপুর ২:৫২
অপু তানভীর বলেছেন: একবার ভেবেছিলাম এতো বেশি কিছু লিখবো না ! তবে ব্লগ পোস্ট তো তাই দিলাম লিখে
৩০| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পোষ্টটি কেমন হয়েছে এখনো ঠিক ভাবে বুঝতেই পারছিনা। আবার পড়বো তার পরে আবার কিছু একটা লিখবো।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৬
অপু তানভীর বলেছেন: পড়েন পড়েন জলদি আবার পড়েন
৩১| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অনেক গবেষনা ধর্মী লেখা তয় আমি সব ক্ষেত্রে একমত হতে পারছিনা। ধন্যবাদ।
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
অপু তানভীর বলেছেন: মাত্র আট মিনিটে আবার পড়া হয়ে গেলু ? হবে না হবে না ! আরও মন দিয়ে পড়তে হবে !
৩২| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২৭
মাঘের নীল আকাশ বলেছেন: জানার কোন শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই...
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৬
অপু তানভীর বলেছেন:
৩৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৪
বিদ্রোহী সিপাহী বলেছেন: অপু ভাই গবেষণা সত্যি অসাধারণ।
তবুও আমরা পুরুষ (!!!), গবেষণা চলতেই থাকবে
অনাদি, অনন্ত........কাল ধরে
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৭
অপু তানভীর বলেছেন: চেষ্টা চলিবে
৩৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪০
কম্পমান বলেছেন: কে তুমি রহস্যময়ী নারী তোমায় জানার জন্য বুঝার জন্য পুরুষেরা তাদের গীবন শেষ করে দিল.................... আর তোমরা বুঝলে না আমারদের..................................
একটা থিওরি দিলাম অবশ্য Collected কিন্তু জানা দরকার...................................................
(মেয়েদের অবশ্যই জানা থাকা দরকার)
১। ছেলেরা মনের কিংবা চোখের ভাষা পড়তে পারে না।
২। মেয়েদের কান্নাকাটি তাদের কাছে 'জাস্ট ব্ল্যাকমেইলিং'।
৩। ছেলেদের কাছে যা চান বলে দিন। - হিন্ট কোনো কাজে দেয় না। - জোরালো হিন্ট কোনো কাজে দেয় না। - এমনকি নিশ্চিত হিন্টও কোনো কাজে দেয় না। জাস্ট মুখ ফুটে বলে দিন।
৪। মোটামুটি যে কোনো প্রশ্নের জন্য 'হ্যাঁ' অথবা 'না' সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর ছেলেদের কাছে। কোনো ঘোর-প্যাঁচ না।
৫। ছেলেদের কাছে যে কোনো সমস্যা নিয়ে যান, যদি সত্যিই তার সমাধান চান। কেবল সেটাই তারা করে। সহানুভূতি নয়।
৬। ছয় মাস আগে বলা ছেলেদের কোনো কথা নিয়ে তর্ক করা অর্থহীন। ইনফ্যাক্ট, ছেলেরা যে কোনো কথা বলার সপ্তাহখানেকের মধ্যেই তা ভুলে যায়।
৭। কোনো মেয়ে যদি ভাবে সে মোটা হয়ে যাচ্ছে, তার মানে আসলেই হচ্ছে। স্বামী বা বয়ফ্রেন্ডকে জিজ্ঞেস করা তাকে স্লিম করে দেবে না।
৮। ছেলেদের কোনো কথার যদি দুই রকম অর্থ হয় যার একটি মেয়েটিকে দুঃখ দেয় বা রাগিয়ে দেয়, তবে সবসময় সব ছেলের বলা কথাটি অন্য অর্থ বহন করে।
৯। যে কোনো কাজের জন্য ছেলেটিকে বলুন, হয় কাজটি করে দিতে, অথবা আপনি কিভাবে চান। দুটো একসাথে বলবেন না। এ ব্যাপারে ছেলেদের মনোভাব, 'পারলে নিজেই করে নাও না বাপু!'
১০। ফুটবল দেখার সময় যদি কোনো কথা বলার থাকে, প্লিজ বিজ্ঞাপন বিরতির জন্য অপেক্ষা করুন।
১১। কম্পিউটার উইন্ডোজে বিল্ট ইন ১৬ টি কালারই শুধু তারা চেনে। লেমন মানে তারা শুধু লেবুই বোঝে। সবুজের কোনো শেড্ না।
১২। ছেলেরা যদি জিজ্ঞেস করে 'কী হয়েছে' আর উত্তর পায় 'কিছু না', তবে তারা কথা বাড়ায় না। যদি জানেও যে তা মিথ্যা, তবু না। ঝামেলা বাড়াতে তারা নারাজ।
১৩। ছেলেদেরকে যদি এমন কোনো প্রশ্ন করেন যার উত্তর আপনি চান না, প্রশ্নটা শুধু করার জন্যই করা, তবে জেনে রাখুন এমন উত্তর শুনতে হবে যা আপনি শুনতে চান না।
১৪। ছেলেরা কোথাও যেতে চাইলে আপনার পোশাক যাই হোক, তাই তাদের ভাল লাগবে। বারবার 'কোনটিতে ভাল লাগছে' জিজ্ঞেস করার দরকার নেই। তারা ইভেন নোটিসও করে না। সত্যি!
১৫। কোনো বিষয়ে 'তারা কী ভাবছে' জিজ্ঞেস করার কোনো দরকার নেই। যদি না বিষয়টা গাড়ি অথবা মোবাইল/ল্যাপটপ হয়।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১০
অপু তানভীর বলেছেন: কেডা লিখছে এইটা ? তারে রেস্পেক্ট
৩৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
ব্যাফুক ঘবেষনা।!!!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪০
অপু তানভীর বলেছেন:
৩৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৩
ন্যানো ব্লগার ইমু বলেছেন: ভাই আমি একটা প্রেম করি। যেই মাইয়ার সাথে প্রেম করি সেই মাইয়া আপনার উল্লেখিত লাইনগুলি হুবহু বলে। আমার মনে হয় এই কয়টা লাইনের বাইরে ও কোন কথাই জানে না। এক কথায় আমাকে কোন বেইল দেয় না আপনার উল্লিকত লাইন কয়টার বাইরে। এখন আমার কি করা উচিৎ??
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
অপু তানভীর বলেছেন: আমি তো এইখানে সমাধান বলিয়াই দিয়াছি ! কি করিবেন সেইটা আপনের বিবেচনা !
৩৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩
ছোটমির্জা বলেছেন: কোপাকুপি পোস্ট। অনেক মজার হয়েছে। লেখার মান এবং ফানের লেভেল মুগ্ধ করেছে।
আশাকরি আমাদের মেয়েরা তাদের ব্যাখ্যাগুলো দিবেন।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৬
অপু তানভীর বলেছেন: আপুরা সেই কুথায় ! উপরে কয়েকজন অবশ্য সমর্থন জানায়া গেছে
৩৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৪৬
মায়াবী রূপকথা বলেছেন: মজার পোস্ট
০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৯
অপু তানভীর বলেছেন:
৩৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:১৬
রোড সাইড হিরো বলেছেন: হুম, পোস্টের কথাগুলো সঠিক। নিজের অভিজ্ঞতার আলোকে বলা।
তবে একটা বিষয় এড করতে চাচ্ছি। সেটা হচ্ছে, কোন ছেলে তার প্রেমিকাকে যদি আবেগঘন প্রশ্ন করে আর তার প্রেমিকা যদি সরাসরি একটু দেরি না করে বলে উঠে "জানি না", তাহলে বুঝতে হবে উত্তরটা পজেটিভ আর এই বিষয়ে মেয়েটা বিস্তর গবেষণা বহু আগেই করে রেখেছে !
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৬
অপু তানভীর বলেছেন: কথা সত্য !
৪০| ২৬ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
খায়রুল আহসান বলেছেন: শুরুর ছবিটা দারুণ! কয়েকটা মন্তব্যও চমৎকার হয়েছে।
প্রাসঙ্গিক একটা কবিতাঃ
Yea And Nay
Men and women quite often may,
Mean the opposite when they say,
Those simple words yea or nay,
While in a courtship or in a fray.
So weigh these words, in every way.
Just to be polite, women may say
A feeble yea which in fact is a nay.
Before they say a certain yea or nay,
Of pros and cons they make a survey
Keeping their real intents held at bay.
When men ask their women out,
To a date, a stroll or a dine-out,
Often falter when they go about
Taking a yea or a nay sans doubt.
And lose the fun of the cozy hang out.
Poet's Notes: One requires a lifetime to master the skill of understanding the meanings of 'Yea And Nay' under varying circumstances.
২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১১
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ২৮ শে আগস্ট, ২০১৫ রাত ১১:০৪
ভ্রমরের ডানা বলেছেন: সৃষ্টিকর্তা ই নারীদের নিয়ে কনফিউসড বলে একটা কথা শুনেছিলাম। বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনে তা হাড়ে হাড়ে বুঝলাম।
ভাল পোস্ট। তবে পুরুষদের এই বিষয়ে আরও গবেষণা করা লাগবে বলে আমার বিশ্বাস।
পোস্টে প্রথম ভাল লাগা।