নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত মাসে মনে হয়েছিল হয়তো সেই মাসেই হিটের সংখ্যা কম ! কিন্তু এই মাসের অবস্থা গত মাসের থেকেও কম ! দিন দিন এই সংখ্যা টা যেন কমছে । সামুর অফিশিয়াল ফেসবুক পেইজে যেই পোস্ট গুলো শেয়ার করা হচ্ছে সেই পোস্ট গুলোর পঠিত সংখ্যা একটু বাড়ছে কিন্তু পোস্টে মন্তব্য কিংবা প্লাসের সংখ্যা বাড়ছে না ! পঠিট সংখ্যার বাড়ার মত মন্তব্য কিংবা প্লাসের পাওয়ার সংখ্যাটা বাড়ানো গেলে ভাল হয় ! তবে একটা জিনিস দেখে আমার খনিকটা অবাক লেখেছে । পোস্ট বানানোর ক্ষেত্রে একা ব্যাপার দেখলাম ! প্রতি পোস্টের মাথায় যে ফেসবুক শেয়ারের সংখ্যা থাকে, সেখানে একটা পোস্টের শেয়ার দেখলাম ১৪কে ! কিন্তু পোস্ট টা কেবল ৪১৩ বার পঠিত ! এই অর্থ কি দাড়ায় ! পোস্ট ঠিকই শেয়ার হচ্ছে কিন্তু আসল যে উদ্দশ্য সেটাতে কাজ হচ্ছে না ! মানুষ পোস্ট পড়ছে না !
সামুর আরেকটা জিনিস আমার চোখে একটু ঠিক করতে হবে বলে আমার মনে হয় ! সামুর ছবি ব্লগ পোস্ট গুলো যখন সামুর প্রথম পাতায় থাকে তাখন দেখা যায় যে ঐ ছবি ব্লগটা অনেক লম্বা হয়ে সামুর পাতা দখল করে রাখে ! এটা ঠিক করা উচিৎ বলে আমার মনে ! ছবি ব্লগে কেবল একটা কিংবা দুইটা ছবি দেখা গেলেই যথেষ্ঠ !
এই মাসে প্রথম দিকে বেশ কিছু ভাল পোস্ট আসলেও শেষের দিকে পোস্টের সংখ্যা একটু যেন প্রথম দিককার পোস্ট গুলো থেকে কম ! যাই হোক এই মাসে আর বেশি কথা বার্তা না বলে সংকলন শুরু করে দেই ! আস্তে আস্তে দেখে নেওয়া যাক এই মাসের সব থেকে বেশি বার পঠিত, সর্বাধিক মন্তব্য এবং সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্টের তালিকা !
সব থেকে পঠিত পোস্টের তালিকাঃ
১৫ আগস্ট, ১৯৭৫, জাতির ইতিহাসের এক কালো অধ্যায়ঃ এ ধরাও কেঁদেছিলো, যদিও তার ধৈর্য্য অনেক বেশি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ৭৫৮০ বার পঠিত
ইসলামের স্বর্ণযুগ - পর্ব ১ রমিত
এখনও পর্যন্ত ৪২৬৩ বার পঠিত
ভাসমান পেয়ারার বাজার- বাংলাদেশের ফ্লোটিং মার্কেট শ।মসীর
এখনও পর্যন্ত ৩৪০২ বার পঠিত
পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ গবেষণা এবং নিজস্ব আয়ের পরিসর এক নিরুদ্দেশ পথিক
এখনও পর্যন্ত ২৫৩৬ বার পঠিত
জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য ঘুড্ডির পাইলট
এখনও পর্যন্ত ২৩৯৬ বার পঠিত
লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব জুন
এখনও পর্যন্ত ১৮৮৩ বার পঠিত
তল থাইয়া ছাইয়া থাইয়া ছাইয়া , ধল থাইয়া ছাইয়া থাইয়া ছাইয়া (পান পুস্ত) জাতির গ্রান্ডপা
এখনও পর্যন্ত ১৬৮১ বার পঠিত
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতের নানা পর্যায় শায়মা
এখনও পর্যন্ত ১৬৩৬ বার পঠিত
উইন্ডোজ ১০ - ইউজার রিভিউ এস.বি.আলী
এখনও পর্যন্ত ১৪৭৩ বার পঠিত
জলের দিনে জলের দেশের গল্প বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত ১৪০১ বার পঠিত
সুমাইয়া শিমুর বিয়ের ছবি এবং আমাদের তরুন সমাজের রুচি সুমন নিনাদ
এখনও পর্যন্ত ১২৬০ বার পঠিত
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা শায়মা
এখনও পর্যন্ত ১২৫৯ বার পঠিত
অতিশয় নীরস পোস্ট ! ছবি দেখে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল । শিক্ষণীয় কিছুর তালাশে যারা পোস্টে ঢুকবেন , তারাও হতাশ হবেন । গিয়াসলিটন
এখনও পর্যন্ত ১২১০ বার পঠিত
"একটি জাতির জন্ম" - লিখেছেন মেজর জেনারেল জিয়াউর রহমান, বীর উত্তম সাদী ফেরদৌস
এখনও পর্যন্ত ১২০৫ বার পঠিত
গল্পঃ বিবাহ এবং বিবাহ পরবর্তি ঘটনা সমূহ অপু তানভীর
এখনও পর্যন্ত ১০০৫ বার পঠিত
গবেষণাধর্মী পোস্টঃ গার্লস এনক্রিপ্টেড ল্যাঙ্গুয়েজ অপু তানভীর
এখনও পর্যন্ত ৯৯০ বার পঠিত
ইতিহাস খুঁড়ে দেখা - সামুর হারিয়ে যাওয়া বিখ্যাত কিছু পোস্ট। প্রবাসী পাঠক
এখনও পর্যন্ত ৮৯৫ বার পঠিত
আরও কয়েকটি পোস্ট পোস্ট ১ পোস্ট ২ পোস্ট ৩ পোস্ট ৪
এবার দেখা যাক সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমূহের তালিকাঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতের নানা পর্যায় শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩১৬ টি
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ২১৩ টি
জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য ঘুড্ডির পাইলট
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৭২ টি
১৫ আগস্ট, ১৯৭৫, জাতির ইতিহাসের এক কালো অধ্যায়ঃ এ ধরাও কেঁদেছিলো, যদিও তার ধৈর্য্য অনেক বেশি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্টব্যের সংখ্যা ১২৩ টি
জুলাই ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২০ টি
পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ গবেষণা এবং নিজস্ব আয়ের পরিসর এক নিরুদ্দেশ পথিক
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১৫ টি
মিঠি, আমি এবং অলীক উড্ডয়ন হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১১২ টি
ফানপোস্টঃ যদি ব্লগে একাউন্ট খুলতে দিতে হত ভর্তি পরীক্ষা ! অপু তানভীর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৪ টি
লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৪ টি
অল্প গল্প: চার সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০০ টি
আলোচনা পোস্টঃ কবিতায় গানে শব্দের বানানরীতি এবং বাক্যের গঠন ! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮৭ টি
জল জোছনার খোঁজে বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৮৪ টি
এখন দেখা যাক সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্টের তালিকাঃ
১৫ আগস্ট, ১৯৭৫, জাতির ইতিহাসের এক কালো অধ্যায়ঃ এ ধরাও কেঁদেছিলো, যদিও তার ধৈর্য্য অনেক বেশি!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৩০ টি
ধ্রুপদী নৃত্যের রকমফের ও সাজসজ্জার তত্বকথা শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৯ টি
লেক ইনলে (ছবি আর কথকতা ) বার্মা নিয়ে শেষ পর্ব জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৭ টি
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসঙ্গীতের নানা পর্যায় শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৭ টি
পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ গবেষণা এবং নিজস্ব আয়ের পরিসর এক নিরুদ্দেশ পথিক
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২০ টি
জম জম পানির গবেষনায় , অসাধারন কিছু তথ্য ঘুড্ডির পাইলট
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৯ টি
মিঠি, আমি এবং অলীক উড্ডয়ন হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬ টি
অল্প গল্প: চার সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫ টি
বোধগুলোও আজ তোমার মতোই, উড়ো খৈ!! শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫ টি
ভাসমান পেয়ারার বাজার- বাংলাদেশের ফ্লোটিং মার্কেট শ।মসীর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৪ টি
জাল টাকা চেনার সহজ কয়েকটি উপায় সকলের জানা প্রয়োজন কালের সময়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৪ টি
আমার একার পক্ষে সব পোস্টের দিকে লক্ষ্য রাখাটা একটু কষ্টকরই হয়ে যায় বটে ! একার পক্ষে সম্ভবও হয় না সব সময় ! প্রতিমাসেরই কিছু পোস্ট এড়িয়ে যায় ! এবারও নিশ্চয়ই বাদ পরেছে কিছু ! যদি তেমন কোন পোস্ট আমার চোখ এড়িয়ে যায় তাহলে সবার প্রতি অনুরোধ রইলো যেন পোস্টের লিংকটা এখানে দিয়ে যায় !
ধন্যবাদ সাবইকে !
গতমাসের হিট সমাচার
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুন ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুলাই ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: বিবাহ নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখনও চলছে । চলবে !
আর আমি আছি কুনো রকম ! আপনের খবর কি ?
২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: ফেসবুক হইলো একটা চ্যাটের বাল। ভন্ডামীর আখড়া। শামসীর ভাইয়ের পোষ্ট ফেবু পেজে শেয়ার দেয়া ছিলো, লাইক ২৮ হাজার প্লাস। কিন্তু এইখানে দেখেন পঠিত ৩ হাজার প্লাস। মানে ২৫ হাজার লাইক হুদাই। ব্লগার কাদামাটির চা বাগানে গনহত্যার পোস্টের লাইক সংখ্যা ৫ হাজারের বেশি, পঠিত হাজার ছাড়ায়নাই মনে হয়। যা বুঝার বুঝতে এর বাইরে আর কিছু লাগার কথানা। মানুষ না পইড়াই লাইক দেয়, মনে হয় শিরোনাম পছন্দ হইলেই লাইক মাইরা খালাস। এইখানের কিছু পোস্টও হাল্কা ক্যাচালের জন্য বেশি মন্তব্য পাওয়া। ব্লগ এখন ৪০-৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যেও টাইপ আছে, সব্জায়গায় যাওয়া ব্লগার ৪-৫ জন। সাহিত্যের ব্লগার ১০-১৫ জন, কবিতার ব্লগার ১০-১৫ জন, ছবিব্লগের ব্লগার ১০-১৫ জন। এই কারনেও মন্তব্যের সংখ্যাও ২০-২৫ ছাড়ায়না। যাদের ছাড়ায়, তাদের অন্যদের ব্লগেও যাওয়ার পরিমান বেশি, তাই ছাড়ায়।
সারাংশ দিলাম বর্তমান অবস্থার।
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: ঠিকই ব্লগটা এখন ৪০-৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। আমার এতো সামু ব্লগটা দিন দিন কেমন হইয়া যাইতেছে
তা মানে আপনে ফেসবুকে কুন নামে আছেন শুনি ?
যদিও আমি ফেসবুক বন্ধ করে দিয়েছি ! তবুও কন তো দেখি
আপনার আইডির নাম কি !
৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৮
প্রামানিক বলেছেন: পরিশ্রমের পোষ্ট। ধন্যবাদ
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৫
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৪| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
সাহসী সন্তান বলেছেন: বারবরের মতই দারুন কষ্টসাধ্য একটা পোস্ট! আপনার জন্য একটু কষ্টকর হলেও, আমাদের মত সাধারন পাঠকদের জন্য বেশ সুবিধার। কম পরিশ্রমে সুধু একনজরেই পুরো মাসটাকে নিরীক্ষন করা যায়। যদিও অধিকাংশ পোস্টই পড়া আছে, কিন্তু তারপরেও আপনার মাধ্যমে আরো একবার পুরানো জিনিসের উপরে নজর বুলিয়ে আসা যায়।
পোস্টটা প্রিয়তে নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পারছি না। কারন আপতত বাসায় আছি। আর মোবাইল থেকে লগইন করেই আপনাকে এই কমেন্টা করছি। এতক্ষন লগ আউট করে সুধু পোস্ট গুলো পড়ছিলাম। কিন্তু আপনার পোস্টা দেখার পরে ভাবলাম; এই পোস্টে কমেন্ট না করলে আর ব্লগ চালানোর সার্থকতা কোথাই?
আমার কমেন্ট পড়ে আপনি নিশ্চই আরও একটা জিনিস বেশ পরিষ্কার ভাবে বুঝতে পারছেন যে, কেন কোন পোস্টে কমেন্ট এত কম আসে? সত্যি বলতে কি আমরা ভীষন স্বার্থপর। নিজের স্বার্থটা বেশ ভাল বুঝি!! আমিও কিন্তু তার ব্যতিক্রম না!! নিজের দূর্বলতা আমি নিজেই স্বীকার করলাম, তবে এখন যতটা সম্ভব অন্যের পোস্টে কমেন্ট করার চেষ্টা করি!! আসলে ব্লগাররাই তো ব্লগের প্রাণ। আমরা যদি আমাদের উপস্থিতিটা জানান না দিয়ে যাই, তাইলে ক্যামনে কি!!
যাইহোক বোঝাই যাচ্ছে পোস্টটা তৈরি করতে আপনার বেশ ঘাম ঝরাতে হয়েছে, তাই খুব ছোট্ট করে একটা ধন্যবাদ রইল আপনার জন্য! ভাল থাকবেন!!
০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন: আসলেই আমরা সার্থপর নিজের টা ভাল বুঝি কিন্তু অন্যের কথা চিন্তা করি না ! কিন্তু সবাই এমন না ! আর এই এমন সব মানুষ গুলোর জন্যই হয়তো পৃথিবীটা এখনও টিকে আছে ।
আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য ! ভাল থাকবেন সব সময়
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৪
শতদ্রু একটি নদী... বলেছেন: [email protected] দিয়া সার্চ দিলে পাবেন। যদিও ইহা একটি ব্লগীয় ফেক আইডি। আসলটার সাথে ব্লগের সম্পর্ক রাখিনা।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০৯
অপু তানভীর বলেছেন: ভালু মনে থাকলো ! যদি আবার কুনো দিন আইডি ওপেন করি তাইলে দেখা হইবে আশা করি
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
সুমন কর বলেছেন: পোস্টের শুরুর কথাগুলো পছন্দ হলো।
আজকাল ব্লগাররা মন্তব্য করতে চায় না। অধিকাংশ পোস্টই মন্তব্য শূন্য কিংবা ১০এর কম।
সাথে আছি।
তা, ফেবু অফ ক্যান !!!
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
অপু তানভীর বলেছেন: হুম ! আগেও এমনই ছিল ! মানুষ মন্তব্য করতে চাইতো না ! মানুষকে বলছি কেন আমি নিজেই তো মন্তব্য করতেে চাই না !
ফেবু আর ভালু লাগে না ! তাই অফ ! কি আছে গেবনে !!
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭
আমি মিন্টু বলেছেন: ভালু লাগলু মাগার কুন দিন মনে হয় এহানে আমাগো পুস্ট চান্স পাইবু না
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৭
অপু তানভীর বলেছেন: পাইতেন পারেন ! চেষ্টা চালায়া যান !
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০০
সচেতনহ্যাপী বলেছেন: প্রথমাংশের কথায় বলবো,ফেসবুক এবং ব্লগের মাঝে দুরত্ব এবং পার্থক্যও অনেক।। একই কারন লেখক এবং ভিজিটরদের বেলাও।। ব্লগে কিন্তু আপনি দু'লাইনের মন্তব্য লিখতে পারবেন না।। আবর পরিপূর্ন পোষ্ট দিলেও যথাযথ উত্তর দেবার জন্য প্রস্তুত থাকতে হবে,তা না হলে কেইই ব্লগার হিসাবে গন্য করবে না।।
এবর মূল অংশে এসে বুকটা ফেটে গেল ।।
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১৫
অপু তানভীর বলেছেন: কেন ? মূল অংশে এসে বুক ফেটে গেলু কেনু ?
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: কানা ছেলে পদ্মলোচন নাম নিয়ে ভেবেছলাম......
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৩৪
অপু তানভীর বলেছেন:
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
রিকি বলেছেন: আগস্ট মাসে আমি নাই--- শোকের মাস তাই !!!! আপুনি আর শতদ্রু ভাই মন্তব্যের ক্ষেত্রে আবারও ফার্স্ট!!!!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: এই নামে নাই তো কিতা হইছে আগামী মাসে থাকিবেন ! নু টেনশন ! আর তাদের নিয়া কওয়া যাইবে । তারা সব সময় হিট !
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
জুন বলেছেন: অপু আপনার এবং সুমন কর এর সাথে একমত হোলাম । এমন ও হতে পারে হয়তো তারা অনেকেই ব্লগটাকে তাদের দিনলিপি ভেবে লিখে চলছে । ইন্টারেকশনের হয়তো প্রয়োজন ভাবছে না
যাক আমাকে স্মরণ করার জন্য আন্তরিক ধন্যবাদ অপু তানভীর ।
+
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৪
অপু তানভীর বলেছেন: আপনাকে তো স্মরণ করতেই হবে ! না স্মরণ করে তো উপায় নেই !
হুম, সেইটাই কথা কিন্তু ইন্টারেকশনের প্রয়োজন আছে !
ধন্যবাদ !
১২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৯
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনার পরিসংখ্যান পোস্টে দেখছি আমার একটা পোস্ট ডুকে পড়েছে ।
এর পূর্ণ কৃতিত্ব পাঠকের ।
পরিশ্রমী এই পোস্ট কণ্টিনিউ করায় আপনাকে অভিনন্দন !
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৮
অপু তানভীর বলেছেন: নাম তো আসবেই !
ধন্যবাদ
১৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
বোকা মানুষ বলতে চায় বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: ফেসবুক হইলো একটা চ্যাটের বাল। ভন্ডামীর আখড়া। শামসীর ভাইয়ের পোষ্ট ফেবু পেজে শেয়ার দেয়া ছিলো, লাইক ২৮ হাজার প্লাস। কিন্তু এইখানে দেখেন পঠিত ৩ হাজার প্লাস। মানে ২৫ হাজার লাইক হুদাই। ব্লগার কাদামাটির চা বাগানে গনহত্যার পোস্টের লাইক সংখ্যা ৫ হাজারের বেশি, পঠিত হাজার ছাড়ায়নাই মনে হয়। যা বুঝার বুঝতে এর বাইরে আর কিছু লাগার কথানা। মানুষ না পইড়াই লাইক দেয়, মনে হয় শিরোনাম পছন্দ হইলেই লাইক মাইরা খালাস। এইখানের কিছু পোস্টও হাল্কা ক্যাচালের জন্য বেশি মন্তব্য পাওয়া। ব্লগ এখন ৪০-৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যেও টাইপ আছে, সব্জায়গায় যাওয়া ব্লগার ৪-৫ জন। সাহিত্যের ব্লগার ১০-১৫ জন, কবিতার ব্লগার ১০-১৫ জন, ছবিব্লগের ব্লগার ১০-১৫ জন। এই কারনেও মন্তব্যের সংখ্যাও ২০-২৫ ছাড়ায়না। যাদের ছাড়ায়, তাদের অন্যদের ব্লগেও যাওয়ার পরিমান বেশি, তাই ছাড়ায়।
শ্রমসাধ্য পোস্টটি নিয়মিত করে যাওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকুন সবসময়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
দেখা যাক কতদিন ধরে এই কাজ টা করে যাওয়া যায় !
১৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৩
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শতদ্রু একটি নদী... বলেছেন: ফেসবুক হইলো একটা চ্যাটের বাল। ভন্ডামীর আখড়া। শামসীর ভাইয়ের পোষ্ট ফেবু পেজে শেয়ার দেয়া ছিলো, লাইক ২৮ হাজার প্লাস। কিন্তু এইখানে দেখেন পঠিত ৩ হাজার প্লাস। মানে ২৫ হাজার লাইক হুদাই। ব্লগার কাদামাটির চা বাগানে গনহত্যার পোস্টের লাইক সংখ্যা ৫ হাজারের বেশি, পঠিত হাজার ছাড়ায়নাই মনে হয়। যা বুঝার বুঝতে এর বাইরে আর কিছু লাগার কথানা। মানুষ না পইড়াই লাইক দেয়, মনে হয় শিরোনাম পছন্দ হইলেই লাইক মাইরা খালাস। এইখানের কিছু পোস্টও হাল্কা ক্যাচালের জন্য বেশি মন্তব্য পাওয়া। ব্লগ এখন ৪০-৫০ জনের মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যেও টাইপ আছে, সব্জায়গায় যাওয়া ব্লগার ৪-৫ জন। সাহিত্যের ব্লগার ১০-১৫ জন, কবিতার ব্লগার ১০-১৫ জন, ছবিব্লগের ব্লগার ১০-১৫ জন। এই কারনেও মন্তব্যের সংখ্যাও ২০-২৫ ছাড়ায়না। যাদের ছাড়ায়, তাদের অন্যদের ব্লগেও যাওয়ার পরিমান বেশি, তাই ছাড়ায়।
শ্রমসাধ্য পোস্টটি নিয়মিত করে যাওয়ায় আপনাকে আন্তরিক ধন্যবাদ, ভালো থাকুন সবসময়।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
দেখা যাক কতদিন ধরে এই কাজ টা করে যাওয়া যায় !
১৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৭
জাতির গ্রান্ডপা বলেছেন: এতা তই দ্যালু??????
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৯
অপু তানভীর বলেছেন: এড করে নিতেছি !
১৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
হাসান মাহবুব বলেছেন: শীতকাল আসতেছে তো তাই পোস্টে হিট কম
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০
অপু তানভীর বলেছেন: তাই তো মনে হচ্ছে ! দেখা যাক সামনে কি করা যায় !
১৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
গেম চেঞ্জার বলেছেন: আমিও এই বিষয়টা নিয়া ভাবতেছি । একটা ভাল পোস্টে পঠিত ৩০০+ অথচ কমেন্ট দেখা যায় ৩-৪ টি । মানুষ কেমন পর্যায়ের স্বার্থপর না হলে অলস না হলে কি ঐটা করতে পারে???
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন: আমিও সেই দলে
১৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৯
হামিদ আহসান বলেছেন: বাহ .....+++
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১১
অপু তানভীর বলেছেন:
১৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন:
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১২
অপু তানভীর বলেছেন: মনে রাখা দরকার এইটা ফেসবুক না !
২০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:২৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ব্লগের অবস্থা এখন বড় খারাপ। ২ বছর আগে যে উৎসাহ নিয়ে শুরু করেছিলাম, এখন আর সেটা নেই।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: আসলেই সেটা আর নেই
২১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৫৩
কলমের কালি শেষ বলেছেন: ফাঁকিবাজ স্টুডেন্টদের জন্য চমৎকার সিলেবাস !!
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১৩
অপু তানভীর বলেছেন: ফাঁকিবাজি করলে চলবে না ! মনযোগী হইতে হবে !
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২০
আমি তুমি আমরা বলেছেন: একটিভ ব্লগারের সংখ্যা দিনদিন কমে আসছে। ব্যাপারটা দুঃখজনক।
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
©somewhere in net ltd.
১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
জেন রসি বলেছেন: প্রায় সবগুলোই পড়ে ফেলছি!
অপু ভাই, খবর ভালো???
বিবাহ নিয়া পরীক্ষা নিরীক্ষা কি বন্ধ আছে??