| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মুভি কিংবা একটা নাটক দেখার পর আমাদের প্রায়ই মনে হয় এই কাহিনী নিয়ে এই মুভিটা যদি ওমুক নায়ক কে নিয়ে করতো, নামটাও এমন হত না, নাম হত এমন ! আমার বাংলা সিনেমার তো বাহারের শেষ নেই , আচ্ছা মাঝে মাঝে কি মনে হয় যদি সেই বাংলা সিনেমা গুলো আমাদের সমুর ব্যানারে তৈরি হত তাহলে তাদের কি নাম হত ?
সত্যি সত্যিই হয়তো হতো না তবে যদি সব সিনেমার নামের সাথে যদি আমরা ব্লগ, ব্লগার কথা গুলো জুড়ে দেই তাহলে কেমন হয় বলেন তো ?
এই সিনেমার নাম হত
"ব্লগার কেন আসামী"
এই সিনেমার নাম হত
"কমেন্ট করবো তোমার ব্লগে"
এই সিনেমার নাম হত
"পোস্ট যেখানে কমেন্ট সেখানে"
এই সিনেমার নাম হত
"আদরের ব্লগার"
এই সিনেমার নাম হত
"ব্লগবিদ্যা -দ্য ব্লগ স্টোরী"
এই সিনেমার নাম হত
"তোকে পোস্ট লিখতেই হবে"
অথবা
"তোকে কমেন্ট করতেই হবে"
এই সিনেমার নাম হত
"নষ্ট ব্লগার"
এই সিনেমার নাম হত
"পোস্ট লিখলেই ব্লগার হওয়া যায় না"
এই সিনেমার নাম হত
"সেইফ ব্লগার"
এই সিনেমার নাম হত
"এক পোস্ট এক কমেন্ট"
এই সিনেমার নাম হত
"হিট ব্লগার"
এই সিনেমার নাম হত
"দুর্দান্ত ব্লগার"
এই সিনেমার নাম হত
"মাই নেম ইজ ব্লগার খান"
এই সিনেমার নাম হত
"ওয়েব পাতার ব্লগ"
এই সিনেমার নাম হত
"সামুর কিং"
এই সিনেমার নাম হত
"ছাগু"
এই সিনেমার নাম হত
"ব্লগ শুধু তোমার জন্য"
এই সিনেমার নাম হত
"এই পোস্ট তোমার আমার"
এই সিনেমার নাম হত
"নিঃস্বার্থ ব্লগার"
এই সিনেমার নাম হত
"আরও কমেন্ট করবো তোমার পোস্টে"
এই সিনেমার নাম হত
"ব্লগার খাইরুন সুন্দরী"
এই সিনেমার নাম হত
"বলবো কথা তোমার ব্লগ পোস্টে"
এই সিনেমার নাম হত
"এক পোস্টে এর চেয়ে বেশি কমেন্ট করা যায় না"
এই সিনেমার নাম হত
"হায় পোস্ট হায় কমেন্ট"
এই সিনেমার নাম হত
"কমেন্ট করবি কিনা বল"
এই সিনেমার নাম হত
"কথা দাও কমেন্ট করবে"
এই সিনেমার নাম হত
"জেনারেল করে না সে করে না"
এই সিনেমার নাম হত
"ব্লগ বদল"
এই সিনেমার নাম হত
ব্লগার হওয়ার সহজ উপায়
এই সিনেমার নাম হত
"ফিফা রহস্য"
এবং সবার শেষে
এই সিনেমার নাম হত
"বাধ ভাঙ্গার আওয়াজ"
নির্দোষ ফান পোস্ট, আশা করি সবাই সেই হিসাবেই নিবে ! ধন্যবাদ !
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
অপু তানভীর বলেছেন:
![]()
২|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫
শুভকবি বলেছেন: মাশাল্লাহ, খুব ভাল লাগল
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৫
অপু তানভীর বলেছেন: থেঙ্কু ![]()
৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২২
ঘুড্ডির পাইলট বলেছেন: খুব ভালু জিনিস ! তবে পোস্টার গুলা বেশি বাচ্চা বাচ্চা হয়ে গেছে ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
অপু তানভীর বলেছেন: নেটে এর থেকে ভালু পোস্টার খুইজ্জা পাওয়া যায় না !
৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৯
শায়মা বলেছেন: হা হা
ভাইয়া ম্যুভিগুলার সাথে সম্ভাব্য স্যুইটেবল নায়কগুলার নামও দিয়ে দিতে যেমন এই
এই সিনেমার নাম হত
"এই পোস্ট তোমার আমার" ম্যুভির নায়ক অপু তানভীর।![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
অপু তানভীর বলেছেন: এইটাও অবশ্য একটা ভালু আইডিয়া ! তা তুমি কুন মুভির নায়িকা হইবেক শুনি ? ![]()
৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩
আমি তুমি আমরা বলেছেন: অস্থির আইডিয়া।
বেজন্মা = ছাগু
চতুর্থ প্লাস ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯
অপু তানভীর বলেছেন:
![]()
৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ওরে!!!!!! ব্যাপক!!! অস্থির।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫০
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
![]()
৭|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১১
শতদ্রু একটি নদী... বলেছেন: মজার পোষ্ট, নির্মল আনন্দের। বাংলা সিনেমার পোস্টার দেখাও একটা নির্মল বিনোদন। যাক, আরেকজন বাংলা সিনেমার পুকা পাওয়া গেলু। ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
অপু তানভীর বলেছেন: আসলেই বাংলা সিনেমার পোস্টার দেখাটাও নির্মল বিনোদন !
৮|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১৪
শতদ্রু একটি নদী... বলেছেন: গুড়ুগুড়ি পুকা না, এক্কেরে বিগ সাইজ চকচকে তেলাপুকা। ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫১
অপু তানভীর বলেছেন:
![]()
৯|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৭
সাহসী সন্তান বলেছেন: বাংলা ছবির নাম কইতে কইতে আবার ভারতীয় সিনেমায় গেলেন কেন ভাই? ১৬ নং সিনেমার জন্য পোস্টে পিলাচ.........!! শায়মা আপুর সাথে আমিও একমত, ছবির নামের সাথে নায়ক বা নায়িকার নামটাও জুড়ে দিলে জঠিল হতো!!
ধন্যবাদ মুক্ত বিনোদনের জন্য!!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
অপু তানভীর বলেছেন: সমস্যা কোথায় ? নাম বাংলায় হলেই হল ! ![]()
![]()
১০|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪০
কামরুন নাহার বীথি বলেছেন:
[sb]পুরাই জটিল!!!!!

১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
অপু তানভীর বলেছেন:
![]()
১১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
ডি মুন বলেছেন: হা হা হা অস্থির পোস্ট
++++
প্রিয়তে নিয়ে রাখলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৩
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ![]()
![]()
১২|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৪৪
সুমন কর বলেছেন: এই সুযোগে পোষ্টারগুলো দেখে নিলাম...
চরম পোস্ট।। ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪
অপু তানভীর বলেছেন: থেঙ্কু ![]()
![]()
১৩|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৪
এস কাজী বলেছেন: 
অপু তানভীরের সংসার হলে কি হত? ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮
অপু তানভীর বলেছেন:
![]()
১৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
রাফিউল আলম ইমন বলেছেন:
![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯
অপু তানভীর বলেছেন: ![]()
১৫|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৪
শায়মা বলেছেন: আমি!!!!!!!!!!!!
কোনটা ছেড়ে যে কোনটায় অভিনয় করি ভেবেই পাচ্ছিনা!
ব্লগার হওয়ার সহজ উপায় .... এই সিনেমায় অভিনয় করলে মনে হয় আমি অস্কার পেতে পারি!![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫০
অপু তানভীর বলেছেন: কেবল এইটা কেনু??
আরও তো আছে!! খোজ করেই দেখুন ![]()
১৬|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
শায়মা বলেছেন: আমি তো সবগুলাতেই এক্টিং করতে পারবো!!!!!!!!!শুধুই একটা বেছে নিলাম আর কি!![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২
অপু তানভীর বলেছেন: তা তো আমি জানি। তবে একটা আছে যেটাতে অভিনয় করতে হবে না!! ![]()
১৭|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৪
শায়মা বলেছেন: তো কি করতে হবে???
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: আপাতত কিছু না!!
১৮|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
উদাস কিশোর বলেছেন: দারুন , দারুন , দারুন
![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
১৯|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৫
মোহামমদ ইকবাল হোসেন বলেছেন:
++
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪০
অপু তানভীর বলেছেন: ![]()
![]()
২০|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
বাংলা সিনেমার নামগুলো দেখুন কত উৎপাদনশীল!
আপনি তো শুধু বাংলায় বললেন.... ইংরেজিতে বলতে শুরু করলে তো আরেক জগৎ।
যেমন: নিঃস্বার্থ ভালোবাসা= হোয়াট ইজ লাভ! ![]()
যা হোক, বাংলা সিনেমার সোনালি সময় আমরা অনেকেই দেখি নি। অনেক কালজয়ী সিনেমা আছে বাংলায়... ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
অপু তানভীর বলেছেন: ইংরেজি টা দিয়ে শুরু করলে আসলে অন্য জগতে চলে যেতে হবে। ভালবাসা দিবি কি না বল? লাভ মি ওর কিল মি। তোকে ভালবাসাতেই হবে। বাই ফোর্স লাভ!! আরোও কত কিছু!!
আপনাকে বহুদিন পর আমার ব্লগে দেখলাম!! ব্যস্ত নাকি খুব!!
২১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৫
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
কী বলেন, আমি তো আপনার ব্লগ মিস্ করি না...!
আমি না আপনার ‘সম্ভাব্য ভালোবাসার’ ভক্ত!?
ব্যস্ততা না... ওইটা হইলো বাহানা।... বয়সের দোষ। বুড়া অইয়া যাইতাছি... ![]()
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
অপু তানভীর বলেছেন: হুম বয়সের দুষ!! আমিও বুড়া ওয়া যাইতেছি!! ![]()
২২|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৪৯
অগ্নি সারথি বলেছেন: ছাগু নামডা পসন্দ হইসে চ্রম। দেকতে ছাই।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫১
অপু তানভীর বলেছেন: আমরা সবাই মিলে তা দেখবো
চলেন যাই আজই সিনেমা হলে ![]()
২৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: দেয়া হোক সামুকে এই অধিকার!! তারপর দেখি কোথাকার জল কোথায় গড়ায়।।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২
অপু তানভীর বলেছেন: ![]()
তাই দেখা উচিৎ !
২৪|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭
রিকি বলেছেন:
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
পোস্টে বাঁশ !!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
পোস্টে বাঁশ !!!
আমার প্রাণের ব্লগার (সামনে মাসে দেইখ্যা লিমু) !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
পোস্টে বাঁশ !!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
এক জনমের কষ্টের পোস্ট !!!!!
ব্লগারের বিপক্ষে চাপাতি কেন !!!!
ব্লগার অপুর শাশুড়ি !!!!
নিষ্পাপ ব্লগার !!!!
পোস্টে বাঁশ !!!
আমার প্রাণের ব্লগার (সামনে মাসে দেইখ্যা লিমু) !!!!
১ টাকার ব্লগার (বর্তমানে ১ টাকা বিলুপ্ত) !!!
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৩
অপু তানভীর বলেছেন: চমৎকার ! কিছু কিছু এড করে নিতে হবে ![]()
![]()
২৫|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
শতদ্রু একটি নদী... বলেছেন: রিকি ভাইয়াও সিনেমাপ্রেমী দেখা যায়। সিনেমা ইন্ডাস্ট্রির সাথে গভীর সম্পর্ক আছে মনে হয়। ![]()
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৪
অপু তানভীর বলেছেন: আমারও তাই মনে হইতেছে ![]()
![]()
২৬|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০
রিকি বলেছেন: শতদ্রু ভাই আপনি এই সিনেমা দেখতে পারেন--খুঁজে খুঁজে এটা বের করেছি। তবে দেখার পর জ্ঞান হারালে দোষ আমার নাই !!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৫
অপু তানভীর বলেছেন: মাই নেম ইজ শতদ্রু ![]()
২৭|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
শতদ্রু একটি নদী... বলেছেন: সাকিবাপুর রঙ্গীন চশমার গ্লাস সিঙ্গেল কেন? ও কি দুই চোখ জোড়া দিয়া হাই পাওয়ারের একটা চক্ষু অর্ডার দিয়া বানাইছে? ![]()
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৭
অপু তানভীর বলেছেন: অথবা এই চমশমার অন্য কোন কাজ আছে ! অন্য কিছু ! ![]()
২৮|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০
রিকি বলেছেন: শতদ্রু একটি নদী... বলেছেন: সাকিবাপুর রঙ্গীন চশমার গ্লাস সিঙ্গেল কেন? ও কি দুই চোখ জোড়া দিয়া হাই পাওয়ারের একটা চক্ষু অর্ডার দিয়া বানাইছে?
চশমার প্যাটার্ন দেখেই তো আপনাকে এই সিনেমা দেখতে বলছি ভাই---মাই নেম ইজ সুলতান ইজ ওয়াচিং বাই মাই নেম ইজ শতদ্রু একটি নদী.... !!!!
ভাই এই সিঙ্গেল ফ্রেমের ডাবল চশমা দিয়ে আপনি অহর্নিশি ভোম্বল ম্যাও দেখতে পাবেন !!!!
অপু ভাইও চাইলে একটা নিতে পারে !!!!
![]()
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৪
অপু তানভীর বলেছেন: আমি এমনিতেই চশমা পরি আমার নতুন করে চশমা পরার কুনো ইচ্ছা নাইক্কা!! ![]()
২৯|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: এইটা দিয়া আর কিছু দেখা যাইবোনা? মানে যারে ইচ্ছা তারে?? তাইলে আমি একদিন সালমা হায়েকরে দেখমু আরেকদিন পেনিলোপ ক্রুজরে। এর বাইরে আপাতত কাউরে খুইজা পাইতেছিনা, মে বি ক্যাথরিন জেয়া জোন্স, একটু বুড়ি ভাব চইলা আসছে যদিও। নয়াগুলারে দেখতারিনা।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন: আমি আসলে অন্য কিছু দেখার কথা কইছি, কি, সেইটা আর জিগায়েন না ![]()
৩০|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
রিকি বলেছেন:
এইটা দিয়া আর কিছু দেখা যাইবোনা? মানে যারে ইচ্ছা তারে?? তাইলে আমি একদিন সালমা হায়েকরে দেখমু আরেকদিন পেনিলোপ ক্রুজরে।
ভাই ওটা দিয়ে পরাবাস্তব দেখা যায়--- ম্যাও এর টা দিয়ে পেনেলোপ, হায়েক কেন---- মুনমুন, ময়ূরী কেও দেখতে পাবেন!!!!
জিটা জোন্স কি বুড়ি হওয়ার মত--- দেখেন এখনও ফিটফাট আছে !!! ![]()
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৭
অপু তানভীর বলেছেন:
![]()
৩১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৩
রোষানল বলেছেন: 
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৮
অপু তানভীর বলেছেন: ![]()
৩২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: অ.তা ভাই!
ইতা কি?
হাসতে হাসতে ক্লান্ত! যেমন পুষ্ট তেমনি কমেন্টো!!!
আপনার মস্তিস্করে ব্লগাদুঘরে (ব্লগ+যাদুঘর) রাখতে হইবে দেখছি!!! অসাধারন সব বিষয় নিয়া অসাধারন সব মাস্তি করেন ![]()
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:১৯
অপু তানভীর বলেছেন: আগে মারা যাই তারপর রাইখেন! এর আগে নহে!! এখনও বিবাহ করি নাই কিন্তু ![]()
৩৩|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫৫
জুন বলেছেন: এক পোষ্টে এর চেয়ে বেশি কমেন্ট করা যায় না
![]()
১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১২
অপু তানভীর বলেছেন:
![]()
৩৪|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১২
জেন রসি বলেছেন: বাহ! চমৎকার!
আপনার পোষ্ট আর রিকি আপুর কমেন্টে পুরা বাংলা সিনেমার ইতিহাস চোখের সামনে ঘুরপাক খাইতেছে!!!
ব্যাপক বিনোদন। ![]()
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫
অপু তানভীর বলেছেন: ![]()
এতো লেইট ?
৩৫|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৩১
রিকি বলেছেন: 
পরাবাস্তব মন
জেন ভাইয়ের জন্য !!!! ![]()
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১
অপু তানভীর বলেছেন:
![]()
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
অস্থির