নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মাসের শুরুতেই সব সব হিসেব কিতাব করে চুপ করে বসে ছিলাম । পোস্ট যে করবো সেটার এনার্জি ছিল না ! ইদানিং কেন জানি রাত হলেই খুব বেশি ঘুম আসা শুরু করে । কিছুতেই চোখ মেলে রাখা যায় না ! আর দিনের বেলা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় ! আসলে বেকার মানুষ তো খুব বিজি থাকি সময়ই পাওয়া যায় না । তার উপরে আবার পিসির যা অবস্থা, আমি অতি ধৈর্য্যশীলদের ভেতরে একজন নয়তো কবেই একটা আস্ত ইট আমার সিপিউয়ের উপর মেরে দিতাম ! যাক তার উপর ছুটির মৌসুম ! বাসা থেকে কুরবানীর ঈদ করে এসেছি, চারিদিকে সব পরিস্থিতি বিবেচনা করা তাই এই মাসের পরিসংখ্যানে একটু দেরি হয়ে গেল !
গত মাসের ২০ তারিখ থেকেই সামু থেকে একটু দুরে ছিলাম তাই এই ১০ দিনের অনেক কিছুই চোখে পড়ে নি । তাই ঠিক করলাম যে এইবার সামুর সম্পর্কে আর কিছু না লিখি ! তবে একটা কথা না বলেই নয় যে এইবার সামুর একটা পোস্ট লাখ হিট ছাড়িয়েছে এটা খুবই একটা আনন্দের কথা ! সেই সাথে একটা সম্ভবত ৪০ হাজার হিট ক্রস করেছে !
সংযুক্তিঃ
"শতদ্রু একটি নদী" ভাইয়ের পর্যবেক্ষন গত মাসের পোস্ট গুলো সম্পর্কে
"এইমাসের সবচেয়ে বড় ব্যাপার ছিল যে বেশ কয়জন নতুন এক্টিভ ব্লগারকে ব্লগে দেখা যাচ্ছে। মানসম্মত ভালো পোস্টে সংখ্যাও এইমাসে অনেক বেশি ছিলো। আবার এইসময়ের আরেকটা দিক লক্ষ্য করলাম যে আজেবাজে পোস্টে মানুষ ঢু মেরে ডেকবার প্রয়োজনও বোধ করছেনা, এটাও ভালো ব্যাপার। ক্যাচাল জমানো দিন দিন কস্টসাধ্য হয়ে যাচ্ছে।
সময়ের সাথে অনেককিছুই বদলাবে, তবে পোস্টের কন্টেন্টই ঠিক করে দেবে এইসবের ভেতর থেকেও কে বেরিয়ে আসবে। মানসম্মত লেখা আর সৎ মানসিকতা নিয়ে ব্লগিং চালিয়ে গেলে ব্লগিংটা সবসময়ই উপভোগ্য থাকে। ব্লগিং মানে নিজের পোস্টে শত শত কমেন্ট আর লাইক পাওয়াই নয়, অন্যের পোস্টে নিজের মতামত তুলে ধরেও নিজেকে পরিচিত করা যায়।"
আসুন এবার আর বেশি কথা বার্তা না বাড়িয়ে পরিসংখ্যান শুরু করে দেওয়া যাক !
সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্টের তালিকাঃ
নাট্যকলার সাতকাহন এবং আমার রচিত একটি শ্রুতিনাট্যের ইতিকথা শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩৪৬
বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৩১৫
ফান পোস্টঃ- দেশ বিদেশের কাঙ্খিত খবর সম্পর্কে জানতে হলে পড়তে হবেঃ- 'আজকের বিচিত্র সংবাদ' সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৯৮
সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-'সামুর মামুরা' সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৯৬
ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগে আসা পোস্টসমূহের ঈদ সংকলন সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬৮
মায়ের আত্মহত্যা - পোস্টপার্টাম ডিপ্রেশন মঞ্জুর চৌধুরী
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৬৫
ধ্যানমগ্ন খুব! জন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৫০
দৃষ্টি আকর্ষনঃ ব্লগ পোস্টে ভ্যাট আরোপ সম্পর্কে জ্ঞাতার্থে। (ভিডিও সহ) কাল্পনিক_ভালোবাসা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৪৬
জোনাকচারী হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৪২
“Marshland 2014 (Original Title: La Isla Minima)”--- স্প্যানিশ এই সিনেমাটি মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা B B B রিকি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৪
নজরবন্দি বাজিকর জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১৩৩
নবী ইব্রাহিমের কথিত কোরবানি- কোরআন বনাম বাইবেল হানিফঢাকা
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১২৩
আমার জীবনে প্রথম গরু কেনা ......... (ঈদ পরবর্তী ফান পোস্ট) এস কাজী
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৮
ঘুরে এলাম মিরপুর চিড়িয়াখানা, ছবি ব্লগ-০৪। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৮
ক্রুয়েল এপ্রিল এবং স্বর্গের শিশুরা হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৪
গল্পঃ শামুক জেন রসি
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০৪
কবিতা: নির্বাক হাসি। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ১০২
আজকে একজন ব্লগারের জন্মদিন ! ঘুড্ডির পাইলট
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯৯
অজ্ঞাত স্টেশন ডি মুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯৮
অদ্ভুত বৈপরিত্য.।। কিছু এলোমেলো কথা জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত মন্তব্যের সংখ্যা ৯২
সর্বাধিক প্লাস প্রাপ্ত পোস্টের তালিকাঃ
মায়ের আত্মহত্যা - পোস্টপার্টাম ডিপ্রেশন মঞ্জুর চৌধুরী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ৬৪
জোনাকচারী হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৮
নাট্যকলার সাতকাহন এবং আমার রচিত একটি শ্রুতিনাট্যের ইতিকথা শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৫
"তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক" সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৪
বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য শায়মা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২৩
ঈদ-উল-আযহা ২০১৫ উপলক্ষে সামহোয়্যার ইন ব্লগে আসা পোস্টসমূহের ঈদ সংকলন সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২২
সরকার মহাশয়, প্লিজ একটু ভ্যাট শেখাবেন! আমি একটু ভ্যাট শিখতে চাই বোকা মানুষ বলতে চায়
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ২১
আদর্শবাদী ব্লগার বনাম সৃজনশীল ব্লগার বনাম ফেইসবুকিং ব্লগার বনাম... মাঈনউদ্দিন মইনুল
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৯
এক যে ছিল ছেয়ে খরগোশ আর এক ছিল হোৎকা কুমীর (থাইল্যন্ডের উপকথা ) জুন
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৮
ঘুরে এলাম মিরপুর চিড়িয়াখানা, ছবি ব্লগ-০৪। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৭
ঘুরতে গেছিলুম ইউরোপ -১ ঢাকাবাসী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৭
কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবে-১২ (লিওনার্দো দ্যা ভিঞ্চি) প্লাবন২০০৩
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৭
যাপিত রসঃ ইন্ডিয়ান ফ্লেভার শুভকবি
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৭
সদ্যজাত শিশু ও মায়ের সুস্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় কিছু কথা... মানবী
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬
আমি যেদিন জাগব, সমগ্র পৃথিবী প্রকম্পিত হবে -- তৈমুর লং রমিত
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬
সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-'সামুর মামুরা' সাহসী সন্তান
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬
উত্তরবঙ্গ থেকে দক্ষিন বঙ্গঃ একটি মহা ফটো ব্লগ (সময় নিয়ে প্রবেশ বাঞ্চনীয়) অগ্নি সারথি
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬
কবিতা: নির্বাক হাসি। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৬
ক্রুয়েল এপ্রিল এবং স্বর্গের শিশুরা হাসান মাহবুব
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫
কবিতা: নির্বাক হাসি। সুমন কর
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫
দৃষ্টি আকর্ষনঃ ব্লগ পোস্টে ভ্যাট আরোপ সম্পর্কে জ্ঞাতার্থে। (ভিডিও সহ) কাল্পনিক_ভালোবাসা
এখনও পর্যন্ত প্রাপ্ত প্লাসের সংখ্যা ১৫
এবার সর্বাধিক বার পঠিত পোস্টের তালিকা সমূহঃ
"তাস খেলার ইতিহাস এবং তৎসংশ্লিষ্ট কিছু মজার ম্যাজিক" সাহসী সন্তান
এখনও পর্যন্ত ১০৭৯৯৮ বার পঠিত
মোবাইল হারানোর আগে নম্বরগুলো সুরক্ষিত করুন (স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য) ঢুকিচেপা
এখনও পর্যন্ত ৪১৭৩৪ বার পঠিত
একজন সালমান শাহ্ ও তার একজন অন্ধভক্ত শাহরুখ সাকিব
এখনও পর্যন্ত ৬৪৭১ বার পঠিত
সিআইএ: দুর্ধর্ষতা ও চৌকষ অপারেশন পরিচালনায় সবার সেরা গোয়েন্দাবাহিনী জেনারেশন সুপারস্টার
এখনও পর্যন্ত ৬৩৮৬ বার পঠিত
ফিশিং – ফেইসবুকে/মেইলে লিংকে ক্লিক করতে সাবধান! টেক সমাধান
এখনও পর্যন্ত ৩৫০৩ বার পঠিত
মায়ের আত্মহত্যা - পোস্টপার্টাম ডিপ্রেশন মঞ্জুর চৌধুরী
এখনও পর্যন্ত ২৫৫৭ বার পঠিত
নবী ইব্রাহিমের কথিত কোরবানি- কোরআন বনাম বাইবেল হানিফঢাকা
এখনও পর্যন্ত ১৯২৭ বার পঠিত
নাট্যকলার সাতকাহন এবং আমার রচিত একটি শ্রুতিনাট্যের ইতিকথা শায়মা
এখনও পর্যন্ত ১৬৮৭ বার পঠিত
“Marshland 2014 (Original Title: La Isla Minima)”--- স্প্যানিশ এই সিনেমাটি মানব চরিত্রের দুর্বোধ্য সমীকরণের সুনিপুণ এক প্রতিপাদিত রহস্যের ব্যাখ্যা B B B রিকি
এখনও পর্যন্ত ১৫৬১ বার পঠিত
বোকা কুমির ও চালাক শেয়ালের পাঠশালা - ছোটবেলার প্রিয় গল্প-পাঠ-আবৃতি-গীতি-কাব্যনাট্য শায়মা
এখনও পর্যন্ত ১৫৫০ বার পঠিত
কত কিছু জানি নারে ? পাঠক নিজ দায়িত্বে হজম করিবে-১২ (লিওনার্দো দ্যা ভিঞ্চি) প্লাবন২০০৩
এখনও পর্যন্ত ১৪৮২ বার পঠিত
হিথ লেজার: দ্যা ক্লাউন প্রিন্স অফ ক্রাইম এন্ড হিজ ডায়েরি ফেলুদার চারমিনার
এখনও পর্যন্ত ১৪৬৩ বার পঠিত
নজরবন্দি বাজিকর জেন রসি
এখনও পর্যন্ত ১৪২৭ বার পঠিত
জালালের গল্প ও আমাদের ধর্মীয় অজ্ঞতা সালিহ্ ইব্রাহিম
এখনও পর্যন্ত ১২২৮ বার পঠিত
ইমাম মেহেদী- একটি ষড়যন্ত্র এবং পৌরাণিক কাহিনী হানিফঢাকা
এখনও পর্যন্ত ১২০১ বার পঠিত
গোপাল কে কেন বাংলার প্রথম নির্বাচিত রাজা বলা হচ্ছে? মাহমুদ০০৭
এখনও পর্যন্ত ১১৯৯ বার পঠিত
সামহোয়্যারইন ব্লগের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নিয়ে একটি মজার কবিতা-'সামুর মামুরা' সাহসী সন্তান
এখনও পর্যন্ত ১০৯৬ বার পঠিত
ডায়েটিং আর জীম ছাড়া ওজন কমানোর কিছু অব্যর্থ পদ্ধতি! ভুড়ি তুই কোথায় পালাবি? মুহসীন৮৬
এখনও পর্যন্ত ১০৮৮ বার পঠিত
ফান পোস্টঃ- দেশ বিদেশের কাঙ্খিত খবর সম্পর্কে জানতে হলে পড়তে হবেঃ- 'আজকের বিচিত্র সংবাদ' সাহসী সন্তান
এখনও পর্যন্ত ১০৮৩ বার পঠিত
সময় কাউকে ক্ষমা করেনা!! - (পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পন এবং বাংলাদেশের অভ্যুদয়) শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ১০৩০ বার পঠিত
প্রতিবারের মত এবারও সেই একই কথা । সেটা হল আমার একার পক্ষে কোন ভাবেই সম্ভব না যে আমি সামুর সব পোস্ট গুলোর উপরে চোখ রাখবো ! তাই কিছু কিছু পোস্ট অবশ্যও চোখ এড়িয়ে যেতে পারে এবং এটা কোন ভাবেই মনে করার কোন কারন নেই যে আমি ইচ্ছে করে সেই পোস্ট গুলো সংকলন করি নি ! আমার চোখ এড়িয়ে গেছে বলেই হয়তো সেটা নেওয়া হয়ে ওঠে নি কিন্তু নজরে আসা মাত্রেই আমি তা যুক্ত করে নিব ।
সবাইকে আগ্রিম ধন্যবাদ !
আগের মাসের হিট সমাচার গুলো
জানুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
ফেব্রুয়ারি ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মার্চ ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
এপ্রিল ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
মে ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুন ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
জুলাই ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
আগস্ট ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৩
অপু তানভীর বলেছেন: চমৎকার মন্তব্যটুকু সংযুক্ত করে দিলাম !
২| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৬
শায়মা বলেছেন: ইয়ে!!!!!!!!!!!!!!!!!!
আমার সাহসীভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!
রিকিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জিনিভাইয়া!!!!!!!!!!!!!!!!
কিন্তু ব্লগের নতুন চার স্তম্ভের আরেক স্তম্ভ শতদ্রু ভাইয়াজান তো সারামাস মন খারাপ করেই বসে ছিলো!!!!!!!! তাই একটা স্তম্ভ একটু চোখের আড়ালে পড়েছে!
ভাইয়া সাহসী, রিকিমনি জিনিভাইয়া এস কাজী জামাইবাবা এরা সব ঈদের ছুটির আগে থেকে পোস্টে সরগরম হয়ে উঠেছিলো!!!! ঈদের ছুটির পর একটু ঝিমিয়ে আছে।
ডোন্ট ওয়ারী আমি নবীনদের সাথে প্রবীনদেরকেও টেনে আছি নেক্সট উইকেই।
অনেক হয়েছে
জাগো এবার জাগো
কেচালবাজেরা সামু ছেড়ে ভাগো এবার ভাগো
নিউ জেনারেশন জেগে ওঠো
নতুন নতুন সূরে
তোমরা হবে প্রাণ
দুঃখ যাবে অনেক দূরে!!!!!!!!
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৮
অপু তানভীর বলেছেন: ঠিক ঠিক একদম ঠিক বলেছো !
৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আপনার ধৈর্য্য দেখে সত্যিই আমি অবাক হই, এমন একটা পোষ্ট দিতে হলে অনেক অনেক পরিশ্রম করা লাগে, ধন্যবাদ ভাই, চালিয়ে যান, সাথে আছি.........
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৫
অপু তানভীর বলেছেন: সাথে থাকুন সব সময় !
ধন্যবাদ
৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২
রিকি বলেছেন: ওহ এবার নাম এসেছে তাহলে ---কিন্তু কানের পাশ দিয়ে একটা বাদ পড়েছে রে, যেটা নিয়ে আশা ছিল বেশি !!!!! অপু ভাই, শেষ টেনেছে--- সময় কাউকে ক্ষমা করেনা!! - (পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পন এবং বাংলাদেশের অভ্যুদয়) শতদ্রু একটি নদী...
এখনও পর্যন্ত ১০৩০ বার পঠিত টা দিয়ে ---আমার একটা ১০০৭ !!!! এই মাসটাতে সব ব্লকবাস্টার পোস্ট এসেছে।
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৭
অপু তানভীর বলেছেন: এই মাসের শুরু থেকেই আসলেই ব্লকবাস্টার পোস্ট আসা শুরু করেছে । সামনের মাসে মনে হচ্ছে আমার পোস্ট অনেক লম্বা হতে যাচ্ছে !
৫| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩৯
আবু শাকিল বলেছেন: স্ক্রল বার টেনে নীচে নামলাম
এসে দেখি একটা বক্স - লেখা আছে (আপনার মন্তব্য লিখুন)
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩
অপু তানভীর বলেছেন: থেঙ্কু লেখা অনুযায়ী কাজ করার জন্য
৬| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৩
আব্দুল্যাহ বলেছেন: উম, কতোটা কষ্ট করেছেন ভাবছি।
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫
অপু তানভীর বলেছেন: করি না হয় কষ্ট অল্প স্বল্প আপনাদের জন্য
৭| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৫
রিকি বলেছেন: দেখেন ভাই, দুইমাস আগেও পোস্টে ৫০০ পার করলেই 'মিষ্টি বিতরণ' করার মত অবস্থা হয়ে যেত, এখন ১০০০ এর নিচে কেউ নাই---সুদিন বুঝি ফিরতে শুরু করেছে।
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
অপু তানভীর বলেছেন: আসতেছে বুঝাচ্ছে !!
৮| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫
গেম চেঞ্জার বলেছেন: হায়রে!! আমার নাম নাই!!!
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
অপু তানভীর বলেছেন: এইবার আসে নাই তো কি হইছে সামনের বার আইবে
৯| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩
কামরুন নাহার বীথি বলেছেন:
অনেক অনেক কষ্ট করেছেন, এবার একটু চা খান !!!!
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮
অপু তানভীর বলেছেন: আমি চা খাই না ! আমার জন্য পারলে কোকাকোলা কিন্না দেন
১০| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর সংকলণ ।
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১১| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
সুমন কর বলেছেন: এ পোস্টের সবচেয়ে দারুণ অংশ হলো সংযুক্তি !! এটুকুতেই সব বলা হয়ে গেছে।
এত কষ্ট করেছ, তাই প্লাস। এ ধরনের একটি পোস্ট তৈরি করা খুব কষ্টের কাজ। গ্রেট জব। সাথে আছি...
আমার ব্লগ থেকে ঘুরে আসো। মন্তব্যে ২টি এবং প্লাসে ১টি যোগ হবে।
ঈদ সংকলনে মন্তব্য ১৬৮টি প্লাস ২২টি।
তুমি একটা দিয়ে বাড়িয়ে দিও....হাহাহা
কবিতায় ১০২টি মন্তব্য।
০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
অপু তানভীর বলেছেন: এখনই এড করে দিতেছি !
নু টেনশন
আসলেই সং
১২| ০৩ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
অপ্রতীয়মান বলেছেন: নিয়মিত ব্লগে না আসলেও আপনাদের কল্যাণে মাসের সেরা পোষ্ট গুলিত সম্পর্কে জানা যায়।
ধন্যবাদ সময় নিয়ে এমন কঠিন একটা কাজ নিয়মিত করে যাবার জন্যে
০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪
অপু তানভীর বলেছেন: নিয়মিত আসতে হবে, না আসলে হবে না তো !
১৩| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৪
আলেক্সান্ডার বলেছেন: " কেচালবাজেরা সামু ছেড়ে ভাগো এবার ভাগো "
ধুর ! এটা কোন সংকলন হলো ? বেশিরভাগ পোস্টগুলোরই কোন মোরাল নেই। কেও মজা করে কিছু একটা লিখে দিচ্ছে, সাথে সাথে চার পাঁচটা আইডি(আমার ধারনা এদের খেয়ে দেয়ে আর কোন কাজ টাজ থাকে না, সারা দিনরাত আঠার মত ব্লগে লেগে থাকে) ঘুরে ফিরে ফান কমেন্ট করে যাচ্ছে । এটুকু করলেই কি সেটা ব্লগিং হয়ে যায় ?
বাদাও : মডারেশন পেনেলের কাছে আমার দাবি। ব্লগ সাইটটির নাম পরিবর্তন করে "আতেল ইন ব্লগ" রাখা হোক
বিদ্র: এটি একটি ফান কমেন্ট
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮
অপু তানভীর বলেছেন: রেস্পেক্ট !
১৪| ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১১:২৫
আলেক্সান্ডার বলেছেন:
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯
অপু তানভীর বলেছেন:
১৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: এধরনের লেখাগুলি প্রিয়তে রাখলে একটা সুবিধা যে ধীরে ধীরে সব পড়া যায়।। যার অনেকটাই বাদ পড়ে সময় এবং সুযোগের অভাবে।। আপনারা যারা নিজেতো পড়েনই আবার সুযোগও করে দেন,না পোড়ুয়েদের জন্য।। এই কষ্ট এবং ত্যাগকে ধন্যবাদ।।
ভাল থেকে সাথে থাকুন এই কামনায়।।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
অপু তানভীর বলেছেন: আপনাদের জন্যই তো আছি ! আমি আছি না !
১৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১২:৪০
এস কাজী বলেছেন: শায়মা বলেছেন: ইয়ে!!!!!!!!!!!!!!!!!!
আমার সাহসীভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!
রিকিমনি!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
জিনিভাইয়া!!!!!!!!!!!!!!!!
কিন্তু ব্লগের নতুন চার স্তম্ভের আরেক স্তম্ভ শতদ্রু ভাইয়াজান তো সারামাস মন খারাপ করেই বসে ছিলো!!!!!!!! তাই একটা স্তম্ভ একটু চোখের আড়ালে পড়েছে!
ভাইয়া সাহসী, রিকিমনি জিনিভাইয়া এস কাজী জামাইবাবা এরা সব ঈদের ছুটির আগে থেকে পোস্টে সরগরম হয়ে উঠেছিলো!!!! ঈদের ছুটির পর একটু ঝিমিয়ে আছে।
পরীক্ষা পরীক্ষা পরীক্ষা কয়বার বলেছি সায়মা মামনি??
পরীক্ষা শেষ হতে দাও। তারপর কাঁথা বালিশ নিয়ে একদম সামু তে চলে আসবো
অমা উপরে দেখি আমারও একখান পোস্ট চলে আসছে। ধন্যবাদ অপু তানভীর ভাই
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
অপু তানভীর বলেছেন: হুম, পরীক্ষা শেষ হোক তারপরই আবার শুরু হয়ে যাবে !
আপনাকেও ধন্যবাদ
১৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ১:৫৮
অমিয়েন্দ্র বলেছেন: শতদ্রু সাহেবের মন্তব্য ভাল লাগলো..
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৪
অপু তানভীর বলেছেন: আমারও
১৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ২:৪৪
শহুরে আগন্তুক বলেছেন: প্রিয়তে
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫
অপু তানভীর বলেছেন:
১৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৩
অগ্নি সারথি বলেছেন: আমারো একখান আছে দেহা যায়। প্রিয়তে লইলাম কিন্তু।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৫
থিওরি বলেছেন: আপনার হিটে ভরা পোস্টে একটা হিট মেরে গেলাম।
শতদ্রু একটি নাম ঠিকই বলেছেন!
কতদিন সামুতে কোোন ক্যাচাল জমেনা!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৬
অপু তানভীর বলেছেন: ভালু ! থেঙ্কু
২১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সকাল ৯:১৮
সিপন মিয়া বলেছেন: অত্যন্ত কষ্টের সহিত জানাচ্ছি যে, সামু কর্তৃপক্ষ আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ কেড়ে নিয়েছে। তাই ইদানীং ব্লগে আগ্রহ হারিয়ে ফেলেছি। সবাইকে ধন্যবাদ।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৭
অপু তানভীর বলেছেন: হুম !
২২| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০৭
সাহসী সন্তান বলেছেন: দুঃখিত ভাই! আমার পোস্টে আমি কোন মন্তব্যের উত্তর লিখতে পারছিলাম না বলে আমি আপনার পোস্ট থেকেই সেটা লিখে কপিপেস্ট করতে গিয়ে ভুল ক্রমে আপনার পোস্টেই প্রকাশ করে ফেলেছি। অনুগ্রহ করে উপরের মন্তব্যটা ডিলিট করে দেবেন!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৮
অপু তানভীর বলেছেন: আচ্ছা ঠিক আছে মুছে দিয়েছে !
২৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:১৮
সাহসী সন্তান বলেছেন: গতমাসে মাত্র চারটা পোস্ট করেছিলাম, তার মধ্যে তিনটা হিট! একটা তো সুপারহিট! সেটার পঠিত সংখ্যা একলাখেরও উপরে। মনে হলো সাম্যহোয়্যার ইন ব্লগে হ্যাট্রিক করে ফেললাম! বেশি মন্তব্য, পঠিত সংখ্যা, সবথেকে বেশি প্লাস সব যায়গাতেই পোস্ট গুলো জ্বলজ্বল করে জ্বলছে। এতটাই আনন্দ লাগছে যে তা ভাষায় প্রকাশ করতে পারছিনা!
আপনাকে অশংখ্য ধন্যবাদ, সুন্দর এবং কষ্টসাধ্য এই পোস্টের জন্য! পোস্টে প্লাস এবং ডাইরেক্ট প্রিয়তে চালান করে দিলাম!
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫১
অপু তানভীর বলেছেন: আপনার গত মাসের পোস্ট গুলো আসলেই হিট হওয়ার মতই ছিল ! তাই তো হিট এসেছে ! এরকম পোস্ট আরও চাই সামনে !
২৪| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৪৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: পোষ্ট ভালো লাগলো। অনেকদিন না আসায় অনেক ভালো পোষ্ট মিস করে ফেলেছি মনে হচ্ছে। সময় করে পড়তে হবে।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫২
অপু তানভীর বলেছেন: সময় করে পড়ে নিয়েন !!
২৫| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:০২
কমরেড ফারুক বলেছেন: এইমাসের
সবচেয়ে বড় ব্যাপার ছিল যে বেশ কয়জন
নতুন এক্টিভ ব্লগারকে ব্লগে দেখা
যাচ্ছে। মানসম্মত ভালো পোস্টে
সংখ্যাও এইমাসে অনেক বেশি
ছিলো।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩
অপু তানভীর বলেছেন: এটা কিন্তু আসলেই চোখে পড়ার মত ।
ধন্যবাদ
২৬| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:০৭
হাসান মাহবুব বলেছেন: বালা ফুস্ট।
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪
অপু তানভীর বলেছেন:
২৭| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১১
Sharifariyan বলেছেন: আমি নতুন ব্লগার দের মধ্যে একজন
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
অপু তানভীর বলেছেন:
২৮| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৩৩
শায়মা বলেছেন: কমরেড ফারুক বলেছেন: এইমাসের
সবচেয়ে বড় ব্যাপার ছিল যে বেশ কয়জন
নতুন এক্টিভ ব্লগারকে ব্লগে দেখা
যাচ্ছে। মানসম্মত ভালো পোস্টে
সংখ্যাও এইমাসে অনেক বেশি
ছিলো।
ঠিক ঠিক হঠাৎ তারা আকাশ ফুড়ে এসেছে যেনো!!!!!!!!!!!!
এরা এক একটা রত্ম
আর আমার অপুভাইয়া একজন সেরা রোমান্টিক গল্পকার !!!!!!!!সর্বযুগের!!!!
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
অপু তানভীর বলেছেন: ইহা তো আমি জানিইইই
২৯| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬
জেন রসি বলেছেন: ব্লগ হচ্ছে আড্ডার মাধ্যমে নিজেদের জানা শোনাকে ঝালিয়ে নেওয়ার উত্তম জায়গা।আড্ডার মাধ্যমে চিন্তার বিকাশ হতে পারে।
ধন্যবাদ অপু ভাই।
আপনার বিয়া সংক্রান্ত গল্প থেমে গেল কেন??
এখন কি বিরহ চলতেছে??
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:১৩
অপু তানভীর বলেছেন: চমৎকার কথা ! আসলেই ব্লগটা আমার কাছেও এরকম মনে হয় !
আর বিয়া সংক্রান্ত গল্প থেমে যাওয়ার পেছনে অতি যুক্তি সংগত কারন আছে ! এতো জলদি হয়তো না কিন্তু এক সময় হয়তো জানিতে পারিবেন
৩০| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১১
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: কষ্টের কর্ম আমাদের জন্য করে যাচ্ছেন, এজন্য ধন্যবাদ এবং শুভেচ্ছা
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯
অপু তানভীর বলেছেন: আপনারা আসেন বলেই তো আমি এরকম পোস্ট দিয়ে যেতে পারছি !
৩১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমার নাম নাই , কারন আমার চেয়ে যোগ্যরাই এই পোস্টে স্থান পেয়েছে । সকলের জন্য শুভ কামনা ।
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
অপু তানভীর বলেছেন: এইভার নাই তো কি হইছে । সামনের বার আসিবে ! অবশ্যই আসিবে
৩২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:০৯
মাসূদ রানা বলেছেন: বাহ, দারুন পোস্ট তো ! পোস্ট নিয়ে মান অভিমানও চলছে নাকি
@অপু তানভীর
০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩০
অপু তানভীর বলেছেন:
৩৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৯
টেক সমাধান বলেছেন: Click This Link
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৩
অপু তানভীর বলেছেন: এডেড
৩৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪
টেক সমাধান বলেছেন: অনেক ধন্যবাদ উৎসাহ দেয়ার জন্য...
০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৯
অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৭
শতদ্রু একটি নদী... বলেছেন: এইমাসের সবচেয়ে বড় ব্যাপার ছিল যে বেশ কয়জন নতুন এক্টিভ ব্লগারকে ব্লগে দেখা যাচ্ছে। মানসম্মত ভালো পোস্টে সংখ্যাও এইমাসে অনেক বেশি ছিলো। আবার এইসময়ের আরেকটা দিক লক্ষ্য করলাম যে আজেবাজে পোস্টে মানুষ ঢু মেরে ডেকবার প্রয়োজনও বোধ করছেনা, এটাও ভালো ব্যাপার। ক্যাচাল জমানো দিন দিন কস্টসাধ্য হয়ে যাচ্ছে।
সময়ের সাথে অনেককিছুই বদলাবে, তবে পোস্টের কন্টেন্টই ঠিক করে দেবে এইসবের ভেতর থেকেও কে বেরিয়ে আসবে। মানসম্মত লেখা আর সৎ মানসিকতা নিয়ে ব্লগিং চালিয়ে গেলে ব্লগিংটা সবসময়ই উপভোগ্য থাকে। ব্লগিং মানে নিজের পোস্টে শত শত কমেন্ট আর লাইক পাওয়াই নয়, অন্যের পোস্টে নিজের মতামত তুলে ধরেও নিজেকে পরিচিত করা যায়।
এই প্রচেস্টা চালিয়ে যাবার জন্য ধন্যবাদ।