নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্টঃ সামহোয়্যারইন ফিচারিং "ব্লগারওয়ালে" (Dilwale এর ব্লগ ভার্শন) :D

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫১



বর্তমান সময়

সামুতে ব্লগিং করে ব্লগার ভির। বয়স কম, ইয়াং এনারজেটিক । কেবল ভালবাসা মূলক গল্প আর কবিতা লেখে । ব্লগের অনেক মেয়েই তাকে পছন্দ করে । তার ব্লগে এসে কমেন্ট করে বেড়ায় । আবার সে নিজেও সারাদিন মেয়ে ব্লগারদের পোস্টে পড়ে থাকে । সারাদিন ভাবেই কেটে যায় ব্লগার ভিরের সময়টা ।
এভাবেই যখন সময় কারছিলো তখনই ব্লগে একজন নতুন ব্লগারের উপস্থিতি দেখা যায় । ব্লগার ঈশিতা । ব্লগে এসেই সে সামহোয়্যারইন ব্লগটা ঠিকঠাক মত ব্যবহার করতে পারে না । কিছু সমস্যা দেখা দেয় । তখন সে সাহায্য চেয়ে সামুতে একটা পোস্ট দেয় । কিন্তু ব্লগার ভির থাকতে কোন মেয়ে ব্লগার সমস্যায় পড়বে এমন তো হতেই পারে না । হাতে কলমে এসে হাজির হয়ে যায় ব্লগার ভির । সকল প্রকার সমস্যা দুর করার জন্য সে নিজেই একটা পোস্ট হাজির করে । আরও যুক্ত করে দেয় অনেক সাহায্য মূলক পোস্টের লিংক ।

ব্যাস কাজ হয়ে যায় । সামুতে আসা নতুন ব্লগার ঈশিতার সাথে ঠিক ঠিকই ব্লগার ভিরের একটা ভাব হয়ে যায় প্রথম দিন থেকেই । এভাবে দিন কাটতে থাকে । ব্লগার ভির কোন পোস্ট করলেই সেটাতে সবার আগে হাজির হয়ে যায় ব্লগার ঈশিতা একই ভাবেই ব্লগার ঈশিতার কোন পোস্টেও সবার আগে হাজির হয়ে যায় ব্লগার ভির । পোস্টে কমেন্টের পর কমেন্ট চলতেই থাকে । হিট বাড়তেই থাকে ।

এই জিনিস দেখে অনেক ব্লগারের সহ্য হয় না । একদিন তারা ব্লগার ভিরকে নিয়ে আচ্ছা পঁচানি মূলক পোস্ট দেয় । সেখানে ব্লগার ভির কোন কিছু বলতে গেলে তাকে সবাই মিলে খুব অপমান করে । ব্লগার ভিরের মন খুব খারাপ ।

ব্লগে ব্লগার ভিরের আরেকটা পরিচয় আছে । সে সেলিব্রেটি ব্লগার রাজ এর ছোট ভাই । ব্লগার বলা চলে সব থেকে ভাল ব্লগার সে । মানুষের উপকার করার জন্য সদা প্রস্তুত । কোন ব্লগার বিপদে পরেছে, ব্লগার রাজ হাজির, কোন ব্লগারের টাকার দরকার সাহায্য চেয়েছে সেখানে ব্লগার রাজ হাজির, কোন ব্লগারের পেছনে কেউ লেগেছে কেউ কিছু করতে পারছে না সেখানেও ব্লগার রাজ হাজির । এভাবেই ব্লগে সবাই তাকে খুব ভাল করে চিনে । খুব মান্য করে ।

তার ব্লগে ফ্রন্টে একটা কথা লেখা আছে

ব্লগিং তো সবাই করে কিন্তু সবাই ব্লগারওয়ালে হতে পারে না

সেই এতো ভাল ব্লগারের ছোট ভাইকে অপমান করা হল কিন্তু এমন অপমানে সে কিছুই বলে না । চুপ করে থাকে । কিন্তু সবাই যখন ঘুমাতে চলে যায় তখন ব্লগার রাজ তার মাল্টি নিক ব্লগার কালি নামে সেই সব ব্লগারদের পোস্টে হাজির । এবং স্পার্মিং শুরু করে দেয় । সেই চলে গালাগালি আর কত কিছু । তার সাথে থাকে তার আও কিছু মাল্টি ধারি নিক । এভাবে চলতে থাকে রাত ভর । একটা নিক ব্লক করলে আরেকটা নিকে চলে আসে । এভাবে গালী শুনতে শুনতে সেই ব্লগার গুলো ক্লান্ত হয়ে পড়ে । শেষে আর না পেরে সেই সমস্ত ব্লগারেরা পোস্টটা ড্রাফটে নিয়ে নেয় ।

এভাবে দিন এগুতে থাকে । নিজের মত করে ব্লগার ভির আর ব্লগার ঈশিতা নিজের পোস্ট নিয়ে মেতে থাকে । মাঝে মাঝে ব্লগার রাজও তাদের পোস্টে গিয়ে হাজির হয় ।
এরই মাঝে একদিন ব্লগার ভির পোস্ট দিয়েই ব্লগার ঈশিতাকে প্রোপোজ করে বসে । সেটা আবার ব্লগার ঈশিতা খুশি খুশি ভাবেই গ্রহন করে নেয় । শুরু হয়ে যায় তাদের প্রেম কাহিনী । ব্লগে নতুন জুটি হিসাবে তারা আবির্ভুত হয়ে । ব্লগার রাজও সব কিছু মেনে নেয় ! সবাই খুব ভাল ভাবে দিন কাটাতে লাগে ।

কিন্তু ঝামেলা বেঁধে যায় যখন ব্লগার মিরা যে কি না আবার ব্লগার ঈশিতার বড় বোন সামুতে ব্লগিং করতে আসে । যদিও অনেক আগে থেকেই সে সামুতে ব্লগিং করতো কিন্তু অনেকটাই নির্জিব ছিল । এদিকে একদিন ছোট বোনের পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখা হয়ে যায় ব্লগার রাজের সাথে । সাথে সাথেই তাকে চিনে ফেলে ব্লগার মিরা !!



১৫ বছর আগের কথা

তখন ব্লগার কালি ব্লগিং করতো হোফিংটনপোস্ট ব্লগে । সেখানে ছিল দুই সিন্ডিকেট ব্লগার গ্রুপ । একটা ছিল ব্লগার রানধির সিন্ডিকেট আর ব্লগার মালিক সিন্ডিকেট ! একটা সময় এই দুজন ব্লগারই একই সাথে ব্লগিং করতো কিন্তু ব্লগার রানধির ব্লগার মালিক থেকে আলাদা হয়ে গিয়ে নতুন সিন্ডিকেট চালু করে । ব্লগার কালি ছিল সেই ব্লগার রানধিরের ছেলে । দুই সিন্ডিকেট হোফিংটনপোস্ট ব্লগে খুব একটিভ ছিল ।
একজন একটা পোস্ট দিলেই আরেক গ্রুপের আরেকজন সেটা বিপরীতে আরেকটা পোস্ট দিতো শুরু হয়ে যেট কমেন্ট যুদ্ধ । এই যুদ্ধে রানধির সিন্ডিকেন প্রায় সব সময়ই জিতে যেত । সেটা হত ব্লগার কালির জন্য । ব্লগার কালি ছিল তুখোর একজন ব্লগার । প্রতিদিন নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হত । শ'য়ে শ'য়ে কমেন্ট আর হাজার হাজার বার পঠিত হয়ে যেত । এটা মালিক সিন্ডিকেটের কিছুতেই সহ্য হত না ।

একবার দুই সিন্ডিকেটের মাঝে পড়ে যায় ব্লগার মিরা । সেখান থেকে ব্লগার কালি তাকে দেখে । সেই সাথে ব্লগার মিরা কে পছন্দ করে ফেলে । তারপর সেই একই ভাবে ব্লগার কালি হাজির হয় ব্লগার মিরা পোস্টে । দুজনে কমেন্ট পাস চলতে থাকে । ভাব হয়ে যায় দুজনে । ব্লগার কালি প্রেমে পড়ে যায় ব্লগার মিরার । আস্তে আস্তে কত কিছু শেয়ার করতে থাকে । ব্লগের কমেন্ট বাদ দিয়ে তারা ফেসবুকেও যুক্ত হয়ে যায় । মিরার সব সময়ই কালির সামনের দিনের পোস্ট নিয়ে আগ্রহ বোধ করে । কি পোস্ট দিবে কখন পোস্ট দিবে এই সব । একদিন ব্লগার কালি ব্লগার মিরাকে জানায় যে সামনের দিনে সে খুব বড় একটা পোস্ট করতে যাচ্ছে । সেই পোস্ট সম্পর্কে ব্লগার মিরাকে বলে দেয় !

কিন্তু অবাক হয়ে দেখে কদিন পরে সেই পোস্ট দেওয়ার আগে ব্লগার মিরা সেই একই পোস্ট নিয়ে হাজির হয়ে যায় । সেই সাথে ব্লগার রাজের সাথে বলা কিছু কথার খন্ডিত অংশের স্ক্রিনশট প্রকাশ করে । সেখানে দেখা যায় মালিক সিন্ডিকেটের ব্লগারদের । ব্লগার কালি আরও জানতে পারে যে এই ব্লগার মিরা আর কেউ নয় সে হচ্ছে ব্লগার মালিকের মেয়ে । এতো বড় প্রতারনা দেখে ব্লগার কালি নিজে বড় কষ্ট পায় ।

কিন্তু বিপদ কোন দিন একা একা আসে না । এদিকে ব্লগের তৃতীয় আরেক গ্রুপ ব্লগার মিরার নামে কিছু ফেইক স্ক্রিন শট প্রকাশ করে । সেখানে ব্লগার মিরাকে খুব খারাপ ভাবে উপস্থাপন করা হয় । যখন মিরা কিংবা মালিক সিন্ডিকেটের কেউ কিছু বুঝতে পারছিলো না কিভাবে এটা সামাল দিবে তখনই ব্লগার কালি সেখানে হাজির হয় । চুল চেরা বিশ্লেষন করে প্রামন করে দেয় যে ব্লগার মিরাকে নিয়ে যে পোস্ট টা করা হয়েছে সেগুলো সব মিথ্যা ।

তারপরের দিন ব্লগার কালি একটা প্রেমেময় পোস্ট হাজির করে । একদিন আগে কালি ওকে কেলেঙ্কারীর হাত থেকে বাঁচালো এরপর এই প্রেমের পোস্ট দিলো । এই সব দেখে ব্লগার মিরা নিজের ভুল বুঝতে পারে । এবং ব্লগার কালির কাছে ফেরৎ যায় । প্রথমে একটু মানা করলেও ব্লগার কালি তাকে কাছে টেনে নয় । এদিকে রানধিন সিন্ডিেকটের প্রধান ব্লগার রানধিরও ব্যাপার টা মেনে নেয় কিন্তু মালিক সিন্ডিকেটের প্রধান মালিকের মনে অন্য কিছু ছিল । সে প্রথমে প্রাথমিক ভাবে মেনে নিতে চাইলেও পরে নিজের মধ্যে একটা ষড়যন্ত্র করে বসে । যখন ব্লগার মিরা ব্লগ থেকে দুরে একটা বাইরে থাকে তখনই ব্লগার মালিক রানধির সিন্ডিেকটকে একটা পোস্টে আমন্ত্রন জানায় । টুকটাক কমেন্ট করতে শুরু করতে করতে এবার একে অন্যকে শুরু করে কটু কথা বলা । ব্যাস আবারও দুই সিন্ডিকেটে লেগে যায় যুদ্ধ । এবার এমন ভাবেই যুদ্ধ লাগে যে ব্লগের মডারেটর সব কটা আজীবন ব্যান করে দেয় ।

এদিকে ব্লগার মিরা যখন ব্লগে ফিরে আসে তখন দেখে যে তার প্রেমিক তার বাবাকে অকথ্য ভাষায় গালাগালি করছে । কে শুরু করেছিলো সেটা জানার আগেই মডারেটর সেই পোস্ট টাও মুছে দেয় । মিরা তাই ভুল ভুঝে ব্লগার কালিকে । সেই থেকে দুজন দুজনকে আর সামনা সামনি দেখে নি !

এরপর সবাই ব্লগিং ছেড়ে দেয় । ওর সবাই বাস্তব জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে ।


বর্তমান সময়

কিন্তু এতো দিন পরে আবারও তারা সামুতে ব্লগিং শুরু করে । আর এখানে দুজনের দেখা হয়ে যায় । ব্লগার মিরা তার বোন ব্লগার ঈশিতাকে ব্লগার ভিরের পোস্টে কমেন্ট করতে মানা করে । তার সাথে যোগাযোগ করতে মানা করে ।

ব্লগার ভির আর ব্লগার ঈশিতা অনেক চেষ্টা করে দুজনকে আবারও এক সাথে নিয়ে আসার জন্য কিন্তু পারে না ।

এরপর একদিন ব্লগার মিরা জানতে পারে যে আসলে সেদিনের সেই পোস্টে ব্লগার কালো কিংবা রানধিক সিন্ডিক্যাটের কোন দোষ ছিল না । দোষ দিল তার বাবার ।



নিজের ভুল বুঝতে পেরে এরপর ব্লগার মিরা হাজির হয় ব্লগার রাজের পোস্টে । সে সেদিন একটা প্রেমের কবিতা পোস্ট করেছিল । ব্লগার মিরা সেখানে গিয়ে কমেন্ট করলো
খুব সুন্দর হয়েছে । ১৫ বছর পরে তোমার ব্লগে কমেন্ট করলাম !

ব্লগার রাজ সেই কমেন্টের উত্তরে লিখলো
না ১৫ বছর পরে না, ১৫ বছর ৪ মাস আর ১০ দিন পরে কমেন্ট করেছো !



দুজনই দুজনের ভুল বুঝতে পারে সব কিছু ভুলে গিয়ে তারা এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো !


-----------------------------------------------
নিছক ফান পোস্ট । সিরিয়াস হওয়া নিষেধ ।

মন্তব্য ৫২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩

ধমনী বলেছেন: হাজিরা দিয়ে গেলাম। পরে পড়বো ভাই।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: :) :)

২| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: খুব সুন্দর হয়েছে । ১৫ মিনিটের মাঝেই পোস্ট শেষ করে কমেন্ট করলাম !

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন: :)
নিছকই ফান করে লেখা । আর কিছু নয় !

ধন্যবাদ :)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল্ ।

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

রুদ্র জাহেদ বলেছেন: খুব সুন্দর হয়েছে ব্লগারওয়ালে।মাঝপথে একটু আউলাইছিলাম।বেশ লাগল ব্লগারওয়ালে

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: :D :D B-))

৫| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

ধমনী বলেছেন: ভালো লাগলো অপু তানভির ভাই। মিরা কি সামিরা থেকে? ঈশিতা টা কে?
--ফান। সিরিয়াস হবেন না, প্লিজ....

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: আরে না রে ভাই !

আসল মুভির নায়ক নায়িকাদের নাম অনুসারে এখানে নাম গুলো নেওয়া হয়েছে !

৬| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৮

শাকিল ১৭০৫ বলেছেন: হে হে

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: হি হি

৭| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

ধমনী বলেছেন: সেটা তো বুঝতে পেরেছি। ফান করলাম আরকি!

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: :D :D

৮| ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯

রোবটিক হিউম্যান বলেছেন: ব্লগিং তো সবাই করে কিন্তু সবাই ব্লগারওয়ালে হতে পারে না
সুন্দর হয়েছে অপু ভাই

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: থেঙ্কিউ :):)

৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০২

আহসানের ব্লগ বলেছেন: হা ভালা হইসে ভাই । দিলোয়ালে দেখতে হবে ।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৩

অপু তানভীর বলেছেন: দেইখেন না টাইম নষ্ট হইবে !

১০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৩

রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা।

দিলওয়ালের চেয়ে এইটা জোস।
মুভির চেয়ে এইটাই বেশি ভাল্লাগছে।

+++++++

=p~

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: =p~ =p~

১১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩১

অন্তু নীল বলেছেন: মচৎকার..............।

দিলওয়ালে ফ্লপ,
ব্লগারওয়ালে সুপার হিট।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

অপু তানভীর বলেছেন: :D :D

১২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৬

সাহান হামিদ বলেছেন: মজার পোষ্ট। মুভিটা এখনো দেখিনি, তবে স্পয়লার পেয়ে গেলাম। দারুন লিখেছেন ভাইয়া, তবে কিছু বানান ভুল হয়েছে। 8-|

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২

অপু তানভীর বলেছেন: বানান ভুল থাকিবেই থাকিবে :D

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন: B-))

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

অপু তানভীর বলেছেন: আরে এইডা কিডা ?

এতুদিন কুথায় আছিলেন আপনে শুনি ?

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৪:১১

কিরমানী লিটন বলেছেন: মজা পেলাম খুব :) :D =p~ :-P
অনেক শুভকামনা প্রিয় অপু তানভীর ভাই, নিরন্তর ভালোবাসা ...

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :):):)

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৪

কাবিল বলেছেন: সিরিয়াস হইলাম না। :)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: না হওয়াই ভালু :D

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৩

মিঃ এলিয়েন বলেছেন: নতুন ব্লগার হিসেবে আমার কাছে অনেক ভালই লাগল...সুনন্দর এই গল্পটি

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

শায়মা বলেছেন: মজার লেখা ভাইয়ু!!!!!!:)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপু !! :):)

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩২

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ইহা কি লিখলেন ? :) :) :)

হাসতেছি । বেশি ভালো লাগলো

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

অপু তানভীর বলেছেন: হাসতেই থাকেন :):):)

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: এটাতো বহৎ মেজর ইশু হয়ে গেল!
পোস্ট চরম হইছে| দিলওয়ালেকে এইভাবে কেউ পঁচায় নাই

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪০

অপু তানভীর বলেছেন: ওদের কাউকে এই পোস্ট পড়ানো গেলে ভালু হত :D

২০| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

অভ্রনীল হৃদয় বলেছেন: হা হা হা। দারুণ লিখেছেন অপু ভাই

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :):):)

২১| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: B-) =p~ B-)

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :D :D

২২| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

তুষার আহাসান বলেছেন: =p~ B:-) :-P

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৫

অপু তানভীর বলেছেন: :D :D

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ব্লগিং তো সবাই করে কিন্তু সবাই ব্লগারওয়ালে হতে পারে না =p~

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন: =p~ B-)

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

সচেতনহ্যাপী বলেছেন: আমি কিছুই বলবো না।।

১১ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: :D :D

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

রিকি বলেছেন: আমি জানতে চাই, ভাঙ্গা প্লেনে রাঙ্গ দে টু মোহে গেরুয়া গান গাইবে কে অপু ভাই ????? ;) ;) ;)

১২ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৬

অপু তানভীর বলেছেন: কেবল আমি হমু কেনু ? আরও অনেকেই হইতে পারে ;););)

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩১

মেঘ নাকি রোদ্দুর বলেছেন: ব্লগিং তো সবাই করে কিন্তু সবাই ব্লগারওয়ালে হতে পারে না। মাইরাহেলছে :)

২১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৯

অপু তানভীর বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.