নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সাইকোলজিক্যাল টেস্টঃ ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে জেনে নিন আপনার ভেতরকার কথা :-B

১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭



আপনি আপনার অবচেতন মন কে কত টুকু চেনেন ? এই প্রশ্নের উত্তর পাওয়া খুব স হজ কাজ নয় । মানুষ সারাটা জীবন পার হয়ে যায় তবুও নিজের মনকে ঠিক মত চিনতে পারে না । নিজে আসলে কি চায় কিংবা তার আসল আকাঙ্খা আসলে মরনের আগ পর্যন্ত সেটা বুঝতে পারে না । মৃত্যু যখন দুয়ারে বসে টোকা দেয় তখন হঠাৎ করেই তার মনে হয় যে জীবন যা কিছু করেছে তার কোন মূল্য নেই । জীবনে চেয়েছিল একজন কে কিন্তু অন্য কারো সাথে পুরো জীবনটা অতিবাহিত করেছে । মন চেয়েছিল এক আর হয়েছে আরেক ।

এরকম হাজারও কথা মনে হতে পারে । আসুন আজকে ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে আপনার মনের খবর নিয়ে নেওয়া যাক । নিচে আমি কতগুলো প্রশ্ন করবো । সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনি খুব বেশি চিন্তা করবেন না । প্রশ্নটা পড়ার পর প্রথমে মনে যা আসবে তাই লিখে দিবেন ।
আসুন তাহলে শুরু করে দেওয়া যাক ।

প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?


আগের বলেছি এই প্রশ্ন গুলোর উত্তর দেওয়ার জন্য খুব বেশি চিন্তা করা যাবে না । আপনার মনে যা প্রথমে আসবে আপনি সেটাই লিখে দিবেন । ইন্টানেটে খুজতে খুজতেই এমন একটা পোস্ট চোখে পড়ে যায় একদিন । ওয়েবসাইট টার নাম সম্ভবত ছিল ওপেন মাইন্ড । আমি যখন প্রথম এই টেস্টটা দেই তখন বেশ অবাক হয়েছিলাম । উত্তর বিশ্লেষন করে নিজের সাথে প্রায় ১০০ ভাগই মিল পেয়েছিলাম । দেখা যাক আপনাদের বেলাতে কি হয় ।























সংযুক্তিঃ

এভার মনে হচ্ছে উত্তর গুলো আমি এখানে দিয়ে দেই আপনারা নিজ থেকেই ঠিক করে নেন ।


১. আপনি যে মানুষটি সম্পর্কে ভাবছেন সেই মানুষটি আপনার জীবনের সব থেকে গুরুত্বপুর্ণ একজন মানুষ । যদি সে আপনার পরিবারের কেউ হয় তাহলে জীবনে তার গুরুত্ব আপনার কাছে সব থেকে বেশি এবং সে যদি পরিবারের বাইরের কেউ হয় তাহলে সে আপনার জীবনে অনেক বেশি গুরুত্ব বহন করে ।

২. প্রানীরটির আকার আপনার মনের সমস্যাটা আকার কে নির্দেশ করে । যতবড় প্রানী ততবড় আপনার সমস্যা । তা ছাড়া প্রানীটা ছোট হওয়া সত্ত্বেও যদি খুব বেশি ভয়ংকর হয় তাহলে ভেবে নিবেন যে সমস্যা ছোট তবে খুব বেশি জটিল ।

৩. আপনার সাথে প্রানীরটির চোখাচোখী ঠিক যেভাবে হবে (এগ্রাসিভ, কিংবা ভীত) আপনি সমস্যার সমাধান স্বাধারনত সেই রকম ভাবেই করবেন । যদি এড়িয়ে চলে যান তাহলে আপনি নিজের সমস্যাকে এড়িয়ে চলেন । সেটা সমাধানের কোন চেষ্টা করেন না ।

৪. বাড়িটির সাইজ আপনার জীবনের এমবিশনকে নির্দেশ করবে । সেটা যতবড় হবে আপনার আশা হবে তত বেশি ।

৫. যদি বেড়া থাকে বাড়ির আশে পাশে এর অর্থ হচ্ছে আপনি সবার সাথে খোলা মনে মিশতে পারেন না । সবার কাছ থেকে একটু দুরুত্ব রেখে চলেন ঠিক সেভাবে বেড়া না থাকলে আপনি খোলা এবং মুক্ত মনের অধিকারী । সবার সাথেই ভাল ভাবে মিশতে পারেন ।

৬. যদি আপনি খাবার টেবিলে কোন খাদ্য, ফুল কিংবা পারিবারের কোন সদস্যকে বসা না দেখেন তাহলে বুঝতে হবে পারিবারিক ভাবে আপনি খুব বেশি অসুখী । খাবার টেবিল এবং ঘরটা যতটা সাজানো ঘোছানো থাকবে আপনার পারিবারটা ততটাই সাজানো ঘোছানো হবে !

৭. চায়ের কাপ টা কি দিয়ে তৈরি সেটা ঠিক করবে আপনি আপনার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে কতটা চিন্তিত । কাপটা যত প্লাসটিক, মাটি, কাগজ, কাঁচ দিয়ে তৈরি হয় তাহলে বুঝতে হবে আপনি চিন্তিত অন্য দিকে মেটাল পাথর কিংবা চিনার মাটির হয় তাহলে আপনি দুঃচিন্তা মুক্ত

৮. কাপের সাথে আপনি কি করলেন সেটা ঠিক করবে ১ নাম্বারের সাথে আপনার সম্পর্ক !

৯. পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে

১০. সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন ! যতটা অদ্ভুদ হবে সেটা আপনার যৌনজীবন ততটা অর্থপূর্ন এবং বৈচিত্রপূর্ন হবে ।




সোর্সঃ দি ওপেন মাইন্ড

মন্তব্য ১৭৪ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৭৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

বনমহুয়া বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উঃ পার্থ

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উঃ বাঘ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উঃ দাঁড়িয়ে গেলাম আর ভাবলাম কেমনে এইটারে ঘায়েল করবো।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উঃ আকাশি নীল আর গোলাপী রং দিয়ে বানানো একটি ক্যাসেল।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উঃ না। চারিপাশে ফুলের বাগান।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উঃ রাজকীয় টেবিলে সোনা দানা হীরা জহরতের পাত্র। ডাইনিং টেবিলের চারপাশে সোনার চেয়ার আর আশে পাশে নানা রকম ফ্লাওয়ারভাস।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উঃ ক্রিস্টাল

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উঃ তুলে নিলাম ও বাড়িতে সাজিয়ে রাখবো ভাবলাম। কারণ একটা কাপ দিয়ে কি আর হবে?

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উঃ সেটা ফোয়ারা এবং অনেক বড়।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উঃ সেটার নীচে দিয়ে হেঁটে হেঁটে এং ভিজে ভিজে গান গাইতে গাইতে।

এখন বলেন কি গান গাইছিলাম।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: পার্থ অবশ্যই আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ন মানুষ ।
টেস্ট বলছে অবচেতরন মনে আপনার সমস্যা খুব ছোট নয় বরং সেটা বেশ বড় এবং ভয়ংকর ! সমস্যা থাকলেও আপনি সেটাকে সমাধানের চেষ্টা করেন সরাসরি !

ক্যাসেল ! উচ্চাকাঙ্খী !
ওপেন মাইন্ড । মুক্ত মন
মোটেই মানষিক ভাবে অসুখী নন !
পরিবারের অন্যান্য গুরুত্বপূর্ন মানুষ সম্পর্কে খুব চিন্তিত নন অর্থাৎ আপনি জানেন যে তাদের নিয়ে চিন্তার কিছু নেই ।
হুম ! পার্থকে খুব যত্ন করেই রাখতে চান । ভাল !

এটা বলা ঠিক হবে কি না বুঝতেছি না তবে বলেই ফেলি সেটা হল আপনার সেক্সুয়াল লাইফ খুব তাৎপর্যপূর্ন এবং সেটা চমৎকার ভাবেই চলছে বলা যেতে পারে !

২| ১২ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৮

প্রবাসী পাঠক বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
-কারো নাম মনে আসে নি, তবে বন্ধু হলে ভালো হয়।

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
-বাঘ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
- বাঘের ভয়ে ভীত হলাম।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
- কাঠের তৈরি ছোট্ট একটা কটেজ।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
- না

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
- প্রচুর খাবার সাজানো আছে।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
- চিনামাটির তৈরি ( কফি মগ )

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
- কিছুই না

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
- পুকুর

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
- পুকুর ঘাটে ছোট্ট একটা নৌকা বাঁধা ছিল।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

অপু তানভীর বলেছেন: তার মানে কি আপনার জীবনে কোন গুরুত্বপূর্ন জীবন নেই ? তবে এটা হতে পারে আপনার জীবনে অনেকেই খুব বেশি গুরুত্ব ব হন করে । এই জন্য হয়তো প্রথমেই কারো নাম মনে আসে নাই ।
সবারই একই সমস্যা দেখছি । অবচেতন মনে মাঝেমাঝেই আপনাকে বেশ প্যারা দেয় । কারন ভেতরে ভেতরে সেই সমস্যাটা কিন্তু খুব ছোট নয় বরং বেশ বড় ।
অর্থাৎ সমস্যা আপনাকে কাবু করে ফেলে । সেটা দেখে আপনি ভয় পেয়ে যান ।
উচ্চাকাঙ্খিন নন আপনি । জীবনে আশা অল্প । স্বপ্নের বাড়ি এতো ছোট হলে চলবে ?
মুক্ত মনের অধিকারি
মোটেই অসুখী নন জীবনে
চিনার মাটির কাপ মেজার করে যে আপনার আপনার পরিবারের লোকজনের ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তিত নন । তাদের সুনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারনা ভাল
কিছু করবেন না জানাই ছিল কারন আপনি পছন্দের মানুষের নাম বলতে পারেন নি ।

৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

পার্থিব পার্থ বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উঃ মহুয়া

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উঃ সিংহ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উঃ ফেস দা মিউজিক

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উঃ একটা সাদা ক্যাসেল যার মধ্যে অনেক আলো বাতাস প্রবেশ করে।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উঃ না। চারপাশে সবুজ বন।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উঃ চারপাশে বসার তিনটা চেয়ার আছে। আম, আঙ্গুর, মধু, দুধ এবং ওয়াইন আছে ডাইনিং টেবিলের উপর সাজানো আছে।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উঃ মাটি

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উঃ হাতে নিয়ে দেখলাম এবং আবার সেখানেই রেখে দিলাম।

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?


উঃ ঝর্না এবং উষ্ণ পানির ঝর্না।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উঃ মহুয়ার হাতে হাত রেখে কিছুক্ষন ঝর্নায় ভিজে হেঁটে পার হলাম একসাথে। :)













১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: খুব স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে মহুয়া নামের মানুষটি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ন একজন মানুষ । আপনার অবচেতন মনের ভেতরে খুব গভীর কোন সমস্যা রয়েছে যার জন্যই আপনি সিংহের মত এমন হিংস্র প্রানী দেখেছেন । এটা একটা ভাল দিক যে আপনি আপনার সমস্যা গুলোকে এড়িয়ে না গিয়ে বরং সেগুলো সমস্যার চেষ্টার করেন এবং সেটার ফলাফল যতই খারাপ হোক কেন সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন
আপনার স্বপ্নের আকার বেশ বড় এবং সেটা চমৎকার । যেহেতু সেখানে কোন বেড়া নেই এটা প্রমান করে আপনার ভেতর থেকে বেশ মুক্ত মনের অধিকারী এবং সেটা সবার ক্ষেত্রেই খাটে !
আপনি অবশ্যই অসুখী একজন মানুষ নন ।
চাপের কাপ বলছে যে আপনি আপনার প্রিয়মানুষ গুলোকে নিয়ে একটু চিন্তিত থাকেন তাদের ভবিষ্যৎ নিয়ে খানিকটা দুষ্চিন্তিত ।
এখানে একটু ঝামেলা হয়েগেল । জানা দরকার ছিল ঝর্না টা কত বড় । এটা আপনার যৌন জীবন সম্পর্কে ধারনা দিতো ।
যাই হোক পরে ক্ষেত্রে বলা যায় আপনার ঝর্না টা আপনি যত চমৎকার ভাবে পার হলেন তত চমৎকার আপনার যৌন জীবন !

৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

তিথীডোর বলেছেন: মানুষটি আমি---তিথীডোর!, বাকিটা যা খুশি তাই, কারন পুরাটাই কল্পনা !!!!!!!!!

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ভালু :D

৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৮

বনমহুয়া বলেছেন: পার্থ ১০ নং উত্তর সবচেয়ে ভালো হইসে।

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: ভালু :D

৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৯

ফজলুভাই বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উত্তরঃ ইবনাত

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
উত্তরঃ বিড়াল

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উত্তরঃ জন্তুটি দৌড় দিল

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
উত্তরঃ ছোট্ট কুড়েঘর, কিন্তু সাজানো-গোছান।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উত্তরঃ না!

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উত্তরঃ ডাইনিং টেবিলে কুপি জ্বলছে এবং আশেপাশে তেমন
কোন আসবাব নেই।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উত্তরঃ স্বর্ন

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উত্তরঃ রেখে এলাম সেখানেই

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উত্তরঃ উতস টা একটি কুয়া এবং বেশি
বড় নয়!

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উত্তরঃ পায়ে হেটেই পার
হলাম, যেহেতু কুয়া!

১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: বলা চলে ইবনাত আপনার খুব কাছের এবং গুরুত্বপূর্ন একজন মানুষ ।
বিড়াল ! তার মানে অবচেতন মনের ভেতরে সমস্যার আকার টা নিতান্তই ক্ষুদ্র ! আপনি সেই সমস্যাকে ভয় পান না মোটেও ।
স্বপ্ন গুলো ছোট হলেও সেটা সাজানো গোছানো ।
এবং অবশ্যই মুক্তমনের অধিকারি ।

এখানে একটু সমস্যা হয়ে গেল । আসক জীবনে কি এমন কিছু আছে যা আপনাকে তীব্র ভাবে অসুখী করছে ? কি জানি টেস্ট তো তাই বলছে ।

স্বর্ণ । বেশ । পরিবারের গুরুত্বপূর্ন মানুষ গুলোর ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত নন মোটেও ।

বৈচিত্রহীন সেক্সুয়াল লাইফ !

৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১২

হাসান মাহবুব বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে?
-তিথি, আমার স্ত্রী।

প্রশ্ন দুইঃ আপনি হাঁটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন
-শুকর !

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
-আমি তাকে এড়িয়ে গেলাম।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাঁটতে হাঁটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
-টালি বসানো ছাদ। প্রচুর জানালা। সেখান দিয়ে আলো এবং বাতাস ঢোকে। চারিপাশে অনেক ফল এবং ফুল গাছ। সেখানে প্রজাপতি এবং পাখিরা উড়ছে। কাঠের কাঠামো। উজ্ঝল নীল, লাল এবং সবুজ রঙ দিয়ে পেইন্ট করা।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
-না।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
-গোলাকার ডাইনিং টেবিল। স্বচ্ছ কাঁচের আবরণ। ঝুড়িভর্তি ফল, কয়েক বোতল ফলের জুস, ভাত, খাসীর মাংস, চিকেন বিরিয়ানি এবং গ্রিলড কাবাব। উইন্ড চাইম বাজছে। একটা টিভি, একটা ফ্রিজ, আর দেয়ালে কিছু পেইন্টিং।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
-পেপার।

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
-তুলে বারির সীমানার বািরে ফেলেডিলাম।

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
-একটা ঝর্ণা। মাঝারি।
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই পানির উৎসটা পার হলেন ?
-হেঁটে।
-

(একটু ভালো কৈরা খাতা কাইটো, পার্শিয়াল মার্ক দিয়ো :-B )

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: তিথআপু অবশ্যই আপনার জীবনের খুব গুরুত্বপূর্ন একজন মানুষ । স্বাভাবিক ভাবেই ।

শুকর । আকারের দিক দিয়ে শুকর খুব একটা বড় একটা প্রাণী না তার মানে আবচেতন মনে সমস্যার পরিমান খুব বড় না আবার ছোট না । তবে প্রাণী হিসাবে শুকর সবার কাছেই ঘৃণ্য সেই হিসাবে আপনার মনের ভেতরের সমস্যাটা একটু জটিল পর্যায়ের । খুব বেশি বড় না কিন্ত জটিল । আর আপনি সেটা থেকে পালিয়ে বেড়াচ্ছেন । মুখোমুখি হতে চাচ্ছেন না ।

আপনার আশা আকাঙ্খার পরিমান আকাশ ছোঁয়া নয় । সেটা পূরনযোগ্য । এবং আপনি বাস্তববাদী খুব বেশি ।
বেড়া নেই, মুক্ত মনের অধিকারী ।
পারিবারিক এবং সাংসারিক জীবনে আপনি সুখী একজন মানুষ বলা চলে । তবে আরও একটু সুখী হওয়া সম্ভব ।

কাগজের পেপার ! কাছের মানুষের ভবিষ্যৎ নিয়ে খুব কি বেশি চিন্তিত ? কাগজের পেপার তাই বলছে ।
এই কেমন হল ? বুঝলাম না তো, তুলে ফেলে দেওয়ার তো কথা না ।

এই প্রশ্নটার উত্তর দিকে ভয় লাগছে তবুও বলি পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্র পূর্ন !

৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪১

মুদ্‌দাকির বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উত্তর ঃ আমার স্ত্রী

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উত্তর ঃ হনুমান কিংবা বড় বানর

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উত্তরঃ ও আমার রাস্তায়, আমি কিছুটা ভীত আমাদের আক্রমন করে এমব্যারেস না করে!! তবে আমাদের সাইড দিল, আমরা আমাদের রস্তাধরেই গেলাম।



প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উত্তরঃ দোতালা বাড়ি, বেশ বড়, একটা সমতল পাহাড়ের উপরে, সামনে বেশ বড় লন, নীল সমুদ্র দেখাযায়, বাড়ির আসে পাসে অনেক গাছ বড় ছোট নানা রকম, বাড়ি তে অনেক কাঠের কাজ। আমার রুমটা এমন যে তা আমার সব গুলো ছেলেমেয়ে র রুমের কাছে, বিশাল বড় বুক প্লেস অনেক সারি বই, সবঈ বিজ্ঞান, ধর্ম আর দর্শনের গল্প উপন্যাস কবিতা নাই, ইতিহাস আছে কিন্তু বিশ্বাস হয় না তাই ঐ গুলাতে ধুলা।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে?
উত্তরঃ নাই বললেই চলে , শুধু একটা পাশে পাহাড় একটু খারা বলে ছোট একটা ফেন্স।


প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উত্তরঃ মোটামুটি বড় টেবিল, যেহেতু টেবিলে খাবার আছে আমার স্ত্রী আর বাচ্চারা টেবিলে, টেবিলে সব আমার মজার এবং প্রিয় খাবার, এই মহুর্তে কাচ্ছি বিরিয়ানি , রোশট , আমি বাসায় ঢুক্তেই হোই চই শুরু বাবা তারা তারি আসো, দই। আর কিছু ফলও ছিল,


প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উত্তরঃ চিনা মাটির তৈরি , উপরে গোলাপি আর সোনালী কাজ করা।


প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উত্তরঃ বাগানের টি টেবিলে তুলে রাখলাম

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উত্তরঃ ওটা একটা পাহাড়ি ঝিরি, বয়ে যাচ্ছে, অনেক বেশী বড় না, কিন্তু পানি খুব সচ্ছ আর সুন্দর, পাথড় বালি আর কিছু ছোট মাছ দেখা যায় কখন

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উত্তর ঃ আমি সব সময়ই ঐ ঝিরি পা ভিজিয়ে হেটে পার হই, যদিনা আমার পায়ে জুতা থাকে এ ক্ষেত্রে আমি লাফ দেই, তবে এখন পায়ে জুতা ছিল না।




এনালাইসিস এর অপেক্ষায় থাকলাম !!!

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: জীবনের গুরুত্বপূর্ন মানুষ আপনার স্ত্রী !!
মনের ভেতরের সমস্যাটা কখন কখন মারাত্বক হয়ে উঠে । এটাকে এমন ভাবে সামলানোর চেষ্টা করেন যেন সেটা আপনার জন্য ভয়ংকর না হয়ে ওঠে ।
জীবনে আপনি উচ্চ আশা বহন করে চলেন এবং সেটা বেশি হলেও পূরন করা সম্ভব ।
মনের দিক দিয়ে পরিপূর্ন ভাবে মুক্ত নন । সবার কাছ থেকে কিছু দুরুত্ব রেখে চলেন সব সময় । এবং চান সবাই আপনার সাথে ঠিক তেমন টা আরচন করে ।

স্ত্রী বাচ্চারা টেবিলে সাথে প্রিয় খাবার ! টেস্ট বলছে পারিবারিক ভাবে আপনি সুখী একজন মানুষ । তাদের ভবিষ্যৎ নিয়ে খুব একটা চিন্তা নেই আপনার । আপনি জানেন তারা ভাল থাকবে । প্রিয় মানুষটি সম্পর্কে যত্নবান !

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্র পূর্ন !

৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

সুপার নোভা বলেছেন: একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উঃ রবিন

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উঃ বাঘ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উঃ দাঁড়িয়ে গেলাম চুপ করে দুজন।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উঃ কাঠের এক তলা বাড়ি।কালো কাচ লাগানো জানালা।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উঃ না। সামনে পাকা রাস্তা,সরু।আর দুইদিকে ফুলের গাছ।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উঃ কিছু ফল,চিকেন,রাইস আর ফুল রাখা।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উঃ চীনা মাটি

প্রশ্ আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উঃ তুলে নিয়ে ডাইনিং এ রাখলাম।

প্রশন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উঃ বিশাল লেক

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উঃ কলার ভেলায় চড়ে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৫

অপু তানভীর বলেছেন: রবিন, জীবনের গুরুত্বপূর্ণ মানুষ ।
মনের ভেতরে কোন গভীর এবং ভয়ংকর সমস্যা আছে । মন সেটা স্বীকার না করলেও অবচেতন মনের ভেতরে সেটা আছেই । সমস্যা মুখোখুখি মোকাবেলার চেষ্টা কিন্তু ফলাফল শূন্য ।

জীবনের আশা আকাঙ্খার পরিমান খুব বড় নয় । উচ্চাকাঙ্খী কোন ভাবেই বলা যাবে না ।

মুক্ত মনের অধিকারী । পারিবারিক ভাবে স্বাভবিক সুখী তবে খুব বেশি সুখী সেটা বলা যাবে না ।

পরিবারের লোকজনের ভবিষ্যৎ সম্পর্কে আপনার দুঃচিন্তা কম ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্র পূর্ন ! বাকিটা আপনি নিজেই খুজে নেন ;)

১০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:০৩

নিমগ্ন বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
♠ ফইন্নী.......(মাই বেস্ট ফেরেন্ড)

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
♠ ভল্লুক

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
♠ ঐটা দাঁড়িয়ে থাকলো, আমিও কিছু বুঝতে পারছি না। সে আক্রমণ করবে কি না।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
♠ বাড়িটি কাঠের তৈরি সুউচ্চ এবং বেশ বড়(২জন থাকার জন্য)। বাড়িটির চারদিকে ফলমূলের গাছ।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
♠ না।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
♠ ডাইনিং টেবিলটি লম্বাটে এবং ৬-১০ জন বসে খাওয়ার মতো। এর চারপাশে আছে কিছু শোকেস ও নানান আর্টের কাজ।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
♠ কাপটি সিরামিকের।

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
♠ দেখলাম কাপটি ভাঙা। তাই এটা ছুঁড়ে দিলাম মহুয়া ঝোঁপঝাড়ের দিকে।

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
♠ পানির উৎসটা আমার ঘর থেকেই আসছে। এটা একটা পাইপ।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
♠ পা দিয়ে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: ফইন্নীই কি তাহলে জীবনের গুরুত্বপূর্ন মানুষ ?
তাই হবে হয়তো ।

মনের ভেতরে অবশ্যই কো বড় সমস্যা আছে । সেটা আপনার নিজের জানা কিংবা মনের অজান্তে । তবে আছে যে সেটা নিশ্চিৎ । এবং সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা আপনার অজানা ।

সাজানো ঘোছানো প্লান করা আশা আপনার । একেবারে আকাশ ছোয়া আকাঙ্খা না হলে বেশ বড় স্বপ্ন দেখেন আপনি ।

মুক্ত মনের অধিকারী ।

কোন খাওয়ার কিছু নেই টেবিলে ? কিংবা পরিবারের কেউ বসে নেই ?
ভেরি ব্যাড !!

টেস্ট বলছে পারিবারিক ভাবে অসুখী হলেও পরিবারের মানুষ গুলোর ভবিষ্যৎ নিয়ে আপনার দুঃচিন্তা নেই ।
ফকিন্নীর সাথে সম্পর্ক তাহলে ছুড়ে ফেলে দেওয়ার মত ? না না মোটেই ভালু কথা না !!

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্র পূর্ন ! বাকিটা আপনি নিজেই খুজে নেন ;)

১১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ ভোর ৫:২৮

নিমগ্ন বলেছেন: ওহে ভালা পুলা.........

আমি চাহিয়াছি মাত্রই জানাইতে বাধ্য থাকিবেন।

(অবশ্যই যত্ন সহকারে চোখ বুলাইয়া) আরামছে, আরমছে মুডে দেখিয়া দেখিয়া

B-))

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: উত্তর জানাইয়া দিলাম :D

১২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৮

কামরুন নাহার বীথি বলেছেন: আমি খুবই ব্যস্ত, পরীক্ষা দেবার সময় হচ্ছে না,দারুন পোষ্ট!!!
ভাল থাকবেন সবাই!

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

অপু তানভীর বলেছেন: কি আর করা । আপনে পরীক্ষার আগেই ফেল :D

১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১২

বনমহুয়া বলেছেন:



নিমগ্ন সাবধানে কথা বলুন। আপনি মহুয়া ঝোঁপঝাড়ের দিকে আপনার ভাংগা কাপ ছুড়ে মারলে আমি উল্টা সেই ভাংগা কাপসহ আমার বাড়ির সব ভাংগা কাপ,পিরিচ, হাড়ি পাতিল ছুড়ে মারবো আপনার আর আপনার ফইন্নীর দিকে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

অপু তানভীর বলেছেন: যুদ্ধ চলতে থাকুক :D

১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৪

জুন বলেছেন: ১নং- বান্ধবী শাহীন।
২নং- হরিন
৩নং- অনেক মায়া লাগলো নিরীহ প্রানীটির জন্য
৪নং- বাগান ঘেরা একটি কাঠের বাড়ী।
৫নং- কাঠের বেড়া।
৬নং- কাঠের ডাইনিং টেবিলের উপর থেকে বাতির শেড ঝুলছে। ঝকঝকে কাসার বাসন প্লেট সাজানো। মাঝখানে জগ ভরা পানি আর গ্লাস।
৭নং-চায়না।
৮নং-ঘরে এনে তাতে পানি ঢেলে ফুল সাজিয়ে রাখলাম।
৯নং-ছোট ঝর্না, উতস বৃষ্টির পানি, নিচে সবুজ ঘাস দেখা যাচ্ছে ।
১০নং - হেটে হেটে পায়ের গোড়ালী ভিজিয়ে পার হয়ে গেলাম স্বচ্ছ পানির উপর দিয়ে ।
রেজাল্টের অপেক্ষায় #:-S

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩২

অপু তানভীর বলেছেন: বান্ধবী শাহীন খুবই গুরুত্বপূর্ন মানুষ আপনার জীবনে ।

মনের ভেতরে তাহলে সমস্যা নেই বললেই চলে । অবচেতন মনের দিক দিয়ে আপনি বেশ খুশী একজন মানুষ । সেখানে সমস্যা নেই সেটা সমাধানের দরকার কি !
উচ্চাকাঙ্খি মোটেই নন । এমন কোন স্বপ্ন দেখেন না যেটা পুরণ করা সম্ভব নয় । তবে মনের দিক দিয়ে বলব সবার সাথে একটু দুরুত্ব বজায় রেখে চলেন এবং নিজেও চান যেন অন্যেরাও আপনার সাথে ঠিক তেমনটাই আচরন করুক যেমনটা আপনি চান ।

কোন খাবার কিংবা পারিবারিক সদস্যরা ঘরে নেই ! টেস্ট বলছে আপনার এদিকে একটু সমস্যা আছে । তবে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে আপনার দুঃচিন্তা নেই বললেই চলে । শাহীন আসলেই আপনার কাছে বেশ গুরুত্বপূর্ন একজন মানুষ ।

শেষ দুইটার প্রশ্নের জবাবের জন্য উপরের কমেন্টের দিকে তাকান ;)

১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭

রিকি বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উত্তর: জংলী মার্কা কাউকে সাথে নেয়ার ইচ্ছা--চাইলে আফ্রিকা থেকে আমদানি করে নেয়া যেতে পারে !!!! জঙ্গলে হেলথ কন্সিয়াসদের নিয়ে গিয়ে লাভ নাই !!! :P এমন কাউকে নিয়ে যাবো, যে মাঝে মাঝে জিঙ্গালালা ড্যান্সও দেখাবে !!!! B-))

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উত্তর: নেকড়ে (আই লাভ ইট) !!! ;)

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উত্তর: নিজেকে টুইলাইটের বেলা সোয়ান মনে হলো !!!! B-))

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উত্তর: ভাঙ্গা কুঁড়েঘর, ছাদ নেই----ফাঁকা জায়গা দিয়ে মরা পাতা পড়ছে !!!! ;)

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উত্তর: ছাদ নেই যার, বেড়া থাকবে কি !!!! :P

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উত্তর: ডাইনিং টেবিল ঠিক আছে, চেয়ারগুলো উল্টানো। টেবিলের উপরে খাওয়ারের মাকড়শা ভার্সন রয়েছে, মানে অর্ধ সমাপ্ত খাদ্যের উপরে মাকড়শার জাল !!!! ;) আশেপাশে ধুলো আর ধুলো---ডাস্ট অ্যালার্জি হওয়ার সমূহ সম্ভাবনা !!!! ;)

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উত্তর: কাপ না কাঠের মগ দেখছি। দেখে মনে হচ্ছে মুন্নু সিরামিক কোম্পানি বা শাইনপুকুরের নাম গন্ধ জানতো না বাড়ির লোক !!!! ;)

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উত্তর: কাঠের মগ যেহেতু সেহেতু একটা নরওয়েজিয়ান গল্প মনে পড়ে গেলো। যে গল্পে বুড়ো কাঠের মগ থেকে গুপি গাইন, বাঘা বাইনের মত খাদ্য বের করে নিত !!!! ;) কাঠের মগটার তালিসমানি ক্ষমতা আছে কিনা দেখার জন্য উল্টে পাল্টে 'ভ্রুম আবড়া কা ভ্রুম ডাবরা, কিছু না পেলে অবশ্যই থাবড়া' বললাম !!!! ;)

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উত্তর: পানির উৎস ঝর্ণার.... মিজারিং টেপ/ ইন্সট্রুমেন্ট আনিনি সাথে, মাপবো কিভাবে কত বড় সেটা !!!! B:-)

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উত্তর: পানিতে নেমে পড়বো....পৌঁছাতে না পারলে সমস্যা নেই, পানির তলদেশে বনের ওপারে ভ্রমণের তুলনায় অনেক ভালো জিনিস আছে বলে আমার বিশ্বাস। আর এমনিতেও পানি ভালো লাগে আমার----আহা ওয়াটার, দ্য ওয়ার্ল্ড অফ ফিশ অ্যান্ড মারমেইড !!!! =p~

ফলাফলের অপেক্ষায় (টেনশন লাগছে তো) !!! :( আমি কিন্তু প্রত্যেকটা কথা আপনার ইন্সট্রাকশন ফলো করেই লিখেছি----বানিয়ে বানিয়ে লিখিনি !!!! B-)) সিস্টেম কনফিউজ হয়ে গেলে আমার করার নাই কিছু !!!! B-))

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: সিরিয়াসলি উত্তর দেওয়া হয় নাই, তাই ফলাফল বাজেয়াপ্ত ঘোষনা করা হইলো B-))

১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:২৭

মোহাম্মদ রাহীম উদ্দিন বলেছেন: উত্তরগুলো জানাবেন দয়া করে। তাহলে এর প্রয়োজনীয়তা বুঝতে পারবো। ধন্যবাদ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: উত্তর গুলো জানানো হচ্ছে আস্তে আস্তে :)

১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

অপর্ণা মম্ময় বলেছেন: পোস্ট পর্যবেক্ষনে রইলো। দেখি কি উত্তর আসে। আমি উত্তর দিতাম কিন্তু তাৎক্ষণিক বা চিন্তা কইরাও কিছু প্রশ্নের উত্তর পাইলাম না।
তুমি নিজেও এই প্রশ্ন গুলির উত্তর দিও

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৫

অপু তানভীর বলেছেন: আপনি এখানে না দিতে চাইলে মেইলে দিতে পারতেন । উত্তর দিয়ে ফেললাম ।

আমার টা আমি অনেক আগেই দিয়ে ফেলেছি :):)

১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৬

শায়মা বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
-মানুষটি আমার ইমাজীনারী ফ্রেন্ড যে সব সময় আমার সাথেই থাকে।:) ( ভুত ভেবে আবার ভয় পেয়োনা ভাইয়ু:()।
অথবা বনের টারজান হলেও ভালোই হয় বিপদে আপদে নো চিন্তা!!!!!!!:) :) :)


প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

- নিশ্চয়ই সেটা খুবই সুন্দর এক বর্নীল পেখম তোলা ময়ুর হবে!!!!!! কিন্তু জন্তু বলেছো আমি তো ময়ুর দেখতে পাচ্ছি!!!!!!!:(
জন্তু হলে তুলতুলে সাদা ধবধবে খরগোস হতে পারে। খুব খুব সুন্দর!!!!!!!!:)

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
-সে দৌড়ে আমার কাছে চলে এলো এবং আমার সাথে সাথে চলতে শুরু করলো। কোলেও উঠলো আবার!!!!!! ( আর ময়ুরটা নাচতে শুরু করলো- নাচ ময়ূরী নাচেরে, রুমঝুমাঝুম বাজেরে:))



প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

-স্বপ্নের বাড়ি!!!!!!!!! সেটাও তো রংধনু দিয়ে বানানো!!!!!! বাড়ির ছাদে চাঁদ তারা রংধনু মেঘ সব ঝুলে আছে!!!! বাড়িটাও লাল, নীল, হলুদ, সবুজ, সোনালী রুপোলী ঝকঝকে ঝিলমিল!!!!!:) :) :)

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
- হ্যাঁ বাড়ির চারপাশে বেড়া তবে তা ফুলের বেড়া । অনেক অনেক নাম না জানা অদ্ভুত সুন্দর সব ফুল সেখানে সাত ভাই চম্পার মত হাসছে। চারিধারে ঘন সবুজ আর হাল্কা সবুজ মাঠ। ঝোপঝাঁড়গুলো থরে থরে সুসজ্জিত করে লাগানো আছে।আহা রুপকথার বাড়ি যেন!!!!!!!!


প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
- টেবিল দেখে তো আমি অবাক! মধ্যিখানে আলিফ লায়লা স্টাইলে ফ্রুটকেস.....মানে ফল রাখার সুসজ্জিত বাঁটি। অসাধারণ সব তৈজসপত্রে রাখা পোলাও, কোরমা, রোস্ট, বিরিয়ানী যা যা রাজারা খায় কারন সেটা তো রাজবাড়ি ছিলো। যাদুর রাজবাড়ি। :)


প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
- কাপটি হাতীর দাঁতের কারুকার্য্যমন্ডিত কাপ। হায় হায় কাপটি এখানে কে ফেলে দিলো? ( চোর এসেছিলো নাকি!!!:()

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
- আবার বাড়ির ভেতরে ঢুকে ক্রোকারিজের আলমারী বা কোনো একটা টেবিলে সাজিয়ে রাখলাম। :) ( যাক বাবা আর চোর নিতে পারবেনা:))

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
-একটা রঙ্গিন মাছের লেক।একদম এ্যকুরিয়ামের মত স্বচ্ছ পানি!!!!! রঙ্গিন পাথর আর পানির নীচের গাছগুলোতেও ছোট্ট ছোট্ট ঘন্টার টুনটুন শোনা যাচ্ছে। তারা আলোও ছড়াচ্ছে! মাই গড!!!!!! কি সৌন্দর্য্য!!!!!!!! কি সৌন্দর্য্য!!!!!!!:)

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
- আমি কিছুক্ষন বসে বসে সেই মাছেদের খেলা দেখলাম আর আরও অপেক্ষা করলাম রিকিমনি কোনো মারমেইড ধরে আনতে পারে কিনা। :( কিন্তু আনলোনা কি আর করা ! তাই ইমাজীনারী ফ্রেন্ডকে বললাম চলো আমরা আবার আমাদের ইমাজীনারী ওয়ার্ল্ডে ফিরে যাই!!!!!!!!:)

তারপর চলে আসলাম আকাশপুরীতে।:)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

অপু তানভীর বলেছেন: এই উত্তরও অনেক ভেবে চিন্তে লেখা হয়েছে । তাই এই এই উত্তরও গ্রহন করা হইবে না ।
যদিও উত্তর লেখা যায় তবে সেটা তোমাকে রিপ্রেজেন্ট করবে না ।
খাতা বাতিল :P

১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৮

রাবেয়া রব্বানি বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উ: নীল। কাল্পনিক চরিত্র।
প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
উ: বাঘ
প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উ: ভয় পেলাম।
প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
উ: একতলা পুরোনো ধাচের বাড়ি। রেলিং দেয়া ছাদ। প্রচুর গাছ। ছাদে নারকেল গাছের পাতা হেলান দেয়া।
প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উ: হা। পাকা দেয়াল দেয়া পুরোটার চারপাশ।
প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উ: এক ঝুড়িতে অনেক লাল টুকটুকে আপেল।
প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উ: কাচের
প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উ: কিছুই না।
প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উ: কোন নদীর শাখা।অনেক বড়।
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উ: নৌকা দিয়ে

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৪

অপু তানভীর বলেছেন: মনের ভেতরে আপনার অবশ্যই কোন মারাত্বক সমস্যা আছে । এবং সেই সমস্যা টাকে আপনি বেশ ভয় পান । সমাধানর পথে যেতে আপনি বেশ ভীত বোধ করেন ।

আপনার আশা আকাঙ্খা গুলো মোটেই বড় নয় ছোট । আপনি উচ্চাকাঙ্খি নন । এবং মনের ভেতরে সবার সাথে বেশ ভাল দুরুত্ব রেখে চলতে ভালবাসেন । সবার সাথে প্রান খুলে মিশেন না ।

পারিবারিক ভাবে স্বাভাবিক ভাবে সুখী । তবে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে বেশ দুঃচিন্তায় ভোগেন সব সময় ।

যেহেতু প্রিয় মানুষটির নাম বলতে পারেন তার সাথের সম্পর্ক খুব ভাল ভাবে বলা যাবেনা ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্র পূর্ন ! বাকিটা আপনি নিজেই খুজে নেন

২০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

এস কাজী বলেছেন: ১ নং প্রশ্নের উত্তরে কেউ আমার নাম লিখে দিলে আমি মাইন্ড করবনা। হাহাহা জোকস এপারট।

এখন পরীক্ষা দেয়ার সময় নাই ব্রা। খালি দেখতে আসলাম। :)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৫

অপু তানভীর বলেছেন: কেউ লিখে নাই এখনও পর্যন্ত দেখা যাক সামনে কেউ লিখে কি না :D

২১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭

রিকি বলেছেন: আপুনি আপনি কল্পনাতেও টুনটুন শব্দ পাচ্ছেন ?????????????????????? :-* :-* :-* :-* মারমেইডকে কনভিন্স করার চেষ্টা করছি 'লেটস গো আপুনির বাড়িতে খানাপিনা করে আসা যাক'------ ভাববেন না একটু টিউ টিউ করলে রাজি হবে বলে মনে হচ্ছে---এক স্বপ্নরাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার অফার পেয়েছে আফটার অল !!!! B-)) আমি তো আপুনির কাছে নিয়ে যাওয়ার ইনভিটেশন দিয়েছি, মুসা আঙ্কেলের বাড়ি না !!!! ;) ;)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: অনেক ভালু কথা । তবে এইভাবে হইবে না । খাতা উভয় পক্ষের বাজেয়াপ্ত ঘোষণা করা হইয়াছে ;)

২২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

শায়মা বলেছেন: ২০. ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২ ০
এস কাজী বলেছেন: ১ নং প্রশ্নের উত্তরে কেউ আমার নাম লিখে দিলে আমি মাইন্ড করবনা। হাহাহা জোকস এপারট।


জামাইবাবা তুমি আমার অসূর্য্যস্পর্শী ছাড়া কারু দিকে চোখ তুলে তাকাইলে তোমার চোখ আমি ......... X((

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৭

অপু তানভীর বলেছেন: এখনও তাকায় নাই তবে তাকানো ইচ্ছে প্রকাশ করিয়াছে মনে হইতাছে :D

২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

শায়মা বলেছেন: ২১. ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৭ ০
রিকি বলেছেন: আপুনি আপনি কল্পনাতেও টুনটুন শব্দ পাচ্ছেন ?????????????????????? :-* :-* :-* :-* মারমেইডকে কনভিন্স করার চেষ্টা করছি 'লেটস গো আপুনির বাড়িতে খানাপিনা করে আসা যাক'------ ভাববেন না একটু টিউ টিউ করলে রাজি হবে বলে মনে হচ্ছে---এক স্বপ্নরাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়ার অফার পেয়েছে আফটার অল !!!! B-)) আমি তো আপুনির কাছে নিয়ে যাওয়ার ইনভিটেশন দিয়েছি, মুসা আঙ্কেলের বাড়ি না !!!! ;) ;)


মারমেইডকে বেঁধে নিয়ে আসো রিকিমনি!!!!!!! দড়ি পাঠাচ্ছি!!!!!!!!!!!!! হাজার হোক আমাদের এ্যকুরিয়ামে সত্যিকারের একটা মারমেইডের শখ আমার অনেকদিনে। কেউ এনে দিতে পারলোনা!!!!!!!! তুমি যদি পারো!!!!!!!!!! তোমাকে আমি আর রান্না বান্না করতেই দেবোনা সারা দিন রাত পোলাও কোরমা চকলেট বিস্কিট পিজ্জা কে এফ সি যা চাও তাই খাওয়াবো!!!!!!!!


কিন্তু পাতালকন্যা কি আমার আকাশপুরে বাঁচবে???:( দেখো আবার শেষে মারমেইড হত্যার দায়ে তোমার না আমার সাথে চিরজীবনের আকাশী নির্বাসন হয়!!!!!!!!:( :( রিকিমনি আরও বিপদ আছে শেষে মারমেইডের লোভে মুসা আঙ্কেল না আমাদের আকাশেও হানা দেয়!!!!!!!!:( :( :(

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪৮

অপু তানভীর বলেছেন: কিন্তু পাতালকন্যা কি আমার আকাশপুরে বাঁচবে?

না উঠে যাবে কোথায় ? না উঠতে চাইলে থাপড়ায়া উঠাবা ! উঠবে না মানে !! ;)

২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

ভুতের আড্ডা বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
-- আমার মেয়ে আদৃতা

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
-- বাঘ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

-- আমি দ্রুত একটি গাছের আড়ালে গিয়ে বাঘটির দিতে সতর্ক দৃষ্টি রাখলাম, একটুপর সেটি চলে গেল

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

-- কাঠের খুটির উপর কাঠের বাংলোটাইপ বাড়ি, সামনে টানা বারান্দা

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

-- না

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

-- মাঝের টেবিলটি ঘিরে কয়েকটি চেয়ার, এক পাশে একটি রকিং চেয়ার

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

-- চিনেমাটির/সিরামকি

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

-- কাপটি সেখানেই থাকলো, কিছুই করলাম না

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

-- ছোট্ট একটা জলামূমি

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

-- পাশকাটিয়ে পার হয়ে গেলাম

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: আপনার মেয়ে আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ন মানুষ । এটা সবাই জানে ।

বাঘ ! খবর ভাল নয় । মনের ভেতরে খুব বড় কোন সমস্যা আছে এবং সেই সমস্যাটাকে আপনি সব সময় এড়িয়ে চলছেন । মুখোমুখি হতে ভয় পান ।

সুন্দর সাজানো গোছানো আশা আপনার তবে উচ্চাকাঙ্খা নয় ।
সেই সাথে আপনি খোলা মনের অধিকারী ।

যদি আপনি খাবার টেবিলে কোন প্রকার ফুল খাবার কিংবা কোন মানুষকে ঘরের ভেতরে না দেখেন তাহলে টেস্ট অনুযায়ী পারিবারিক ভাবে আপনি একজন অসুখী মানুষ । তবে অসুখী হলেও আপনি আপনার পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে দুঃচিন্তা করেন না ।

তবে কাপটি পড়ে থাকার কথা না তো । সেটাকে তুলে যত্ন করে রাখা কথা ছিল ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

২৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: অন লাইনের লিংকটা দিলেই তো হয়?? জনাব হেয়ালি করে আপনাকে মেইল করার দরকার কি?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৫

অপু তানভীর বলেছেন: আমি যেহেতু পোস্ট করেছি সেটা না হয় আমার উপরেই ছেড়ে দিন আমি কি করবো !!

২৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১২

এলে বেলে বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
---আমি, আমার সত্বা।

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
---নেকড়ে।

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
---তাকিয়ে রইলাম।

চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
--- কাঠের দোতালা বাড়ি। সাথে টানা বারান্দা।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
---আছে।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
---খাবার সাজানো।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
-- চিনেমাটির/সিরামিক।

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
-- কাপটি সেখানেই থাকলো, কিছুই করলাম না

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
-----জলের নালা।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
-- পাশকাটিয়ে পার হয়ে গেলাম

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৭

অপু তানভীর বলেছেন: নিজের কাছে নিজে খুব বেশি গুরুত্বপূর্ন আপনি । আর কাউকে খুব বেশি মূল্য দেন না । ভাল । এমনটা কেবল আপনাকেই পেলাম ।

নেকড়ে ! খুব ভয়ংকর । যদি মনের ভেতরের সমস্যাটা আকারে ছোট তবে সেটা বেশ ভয়ংকর । এবং আপনি সেটা সমাধানে কার্যতন কোন পদক্ষেপ নিচ্ছেন না আবার এড়িয়েও যাচ্ছেন না ।

কাঠের বাড়ি মানেই স্বপ্ন গুলো খুব বেশি বড় নয় । বাস্তববাদী স্বপ্ন দেখেন যেটা আপনি পূরণ করতে পারবেন । তবে মনের ভেতর সবার সাথে মিশতে পারেন না । সবার সাথেই একটু দুরুত্ব রেখে চলেন ।

পারিবারিক ভাবে সুখী আপনি । এবং পরিবারের কাছের মানুষ গুলোর ভবিষ্যৎ নিয়ে আপনি দুঃচিন্তা মুক্ত ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

২৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬

জেন রসি বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উঃ ডারউইন

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উঃ ডাইনোসর

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উঃ স্যারকে জিজ্ঞাসা করব এইটা কি হইলো? আমরা কি কোন ভাবে ভার্চুয়াল জগতে চইলা আসছি? যদি আসি তবে এই জগতের বিবর্তন কোন প্রক্রিয়ায় হবে?

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উঃ একটা ট্রি হাউজ দেখলাম!! লতাপাতা দিয়ে ঘিরে থাকা ট্রি হাউজ!!

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

বাড়িটির চারপাশে কিছুটা জায়গা ফাঁকা। তারপর থেকে ঘন বন। সেখানে থেকে বাননের কিচির মিচির শোনা যায়!! পাখির ডাকের সাথে মিলে সেই শব্দ এক বিবর্তিত মূর্ছনার জন্ম দেয় যা শুনলে ঘুম আসে আবার ঘুমিয়ে না পরার একটা ইচ্ছাও প্রবল ভাবে কাজ করে!!!

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উঃ ট্রি হাউজের মধ্যে কোন ডাইনিং রুম কিংবা টেবিল ছিলনা!! তবে দুইটা হাভানা চুরুট ছিল!! আর কিছু পাথর ছিল! পাথর দিয়া আগুন জালাইয়া আমি একটা ধরাইলাম! আরেকটা ডারউইন সাহেবকে দিলাম। তারপর কসাইয়া এক টান দিয়া কইলাম বিপ্লব দীর্ঘজীবী হোক!!!

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উঃ চায়ের কাপ এন্টি ম্যাটার দিয়া তৈরি!!

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উঃ বিস্ফোরণের ভয়ে হাত দিয়া ধরি নাই। তবে এইটা কেমনে এইখানে সেইটা নিয়া চিন্তা আসছিল। কিন্তু ডারউইন সাহেবকে কিছু জিগাই নাই!!! এইটা আবার উনার জন্য অফ টপিক হয়ে যাবে!!!


প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উ: ফ্রোজেন ওয়াটার ফ্লো!! বাস্তব এবং পরাবাস্তব দুই ভাবেই সেটা অনেক বড়!!!

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উঃ পার হই নাই!! কারন ডারউইন সাহেব কইলো এইটা পার হওয়ার জন্য যেভাবে বিবর্তিত হওয়ার দরকার ছিল সেভাবে নাকি হই নাই!! কি আর করমু কন!!! তাই কয়েক হাজার বছর অপেক্ষায় থাকতে হবে!!! ;)


আপু ভাই, আছেন কেমন? :)










১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৯

অপু তানভীর বলেছেন: আমি ভালু আছি তবে আপনারও খাতা বাজেয়াপ্ত ঘোষণা করা হইলো । :D

২৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৪

ব্যাক স্পস বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
আমি নিজে

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
হাতি
প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
কিছু না আমি আমার মতো চললাম

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

র্ফাম হাউজ টাইপ

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
না

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
কাঁচের বড় জানালা আর টেবিলের উপর একটা বড় স্যান্ডেলেয়ার (chandelier)

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
সিরামিক

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন
দেখলাম আর টেবিলের উপর তুলে রাখলাম

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
ছোট একটা র্ঝনা

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

র্ঝনার পানিতে পা ডুবিয়ে

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৪

অপু তানভীর বলেছেন: আরেকজন পাওয়া গেল যার কাছে নিজের গুরুত্বপূর্ন আর কেউ নেই । ভাল

মনের ভেতরে সমস্যা বেশ বড় এবং আপনি সেই সমস্যাকে এড়িয়ে চলেন ।

বলতে পারলাম না আপনার স্বপ্নটা কেমন ।

তবে আপনি মুক্ত মনের অধিকারী ।
ভেরি স্যাড । টেবিলে কোন খাবার কিংবা পরিবারের কোন লোকজন দেখেন নি ? পারিবারিক ভাবে অসুখী বলবো আপনাকে । তবে পরিবারের সদস্যদের সামনের জীবন নিয়ে আপনি দুঃচিন্তা মুক্ত ।

নিজেকে আপনি বেশ ভাল ভাবেই ভালবাসেন ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

২৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯

গেম চেঞ্জার বলেছেন: মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উত্তরঃ আমার ভাই।

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
উত্তরঃ মেছোবাঘ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উত্তরঃ জন্তুটি আমার দিকে এগিয়ে আসল। আমার ভাই বন্দুক দিয়ে ওর নাক বরাবর গুলি করলেন। ব্যাটা ওখানেই কুপোকাত।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
উত্তরঃ বনের ভেতর বিশাল বাড়ি। সৌরবিদ্যুতের একটি প্যানেল থাকবে ওপরে। চারদিকে উঁচু উঁচু দেয়াল থাকবে নিরাপত্তার জন্য। চতুর্দিকে ফাঁকা রাখা হবে অথচ ঘন জংগলের মধ্যে এ বাড়ি। কতিপয় ফলমুলের গাছ থাকতে পারে। আর থাকবে একটি সুইমিং পুল।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উত্তরঃ আছে। উপ্রেই বললাম।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উত্তরঃ ডাইনিং টেবিলটি গোলাকার, বেশ বড় ও মাঝখানে হাঁটা চলা করে পরিবেশনের ব্যবস্থা আছে। চতুর্দিক সাজানো নানারকম পেইন্টিং(বিশেষত মহাশুন্য/গ্যালাক্সি/সুপারনোভা/ব্ল্যাক হোল/আইনস্টাইন/গ্যালিলিও/ব্যবেজ/আডা বাইরন/চ্যার্লি চ্যাপলিন/লিওনার্দো ভিঞ্চি/মোনালিসা/টার্কি আর্ট.......
অবশ্যই একটি ডিসপ্লে থাকবে এবং মুভির অনেক গিগা ডাটা থাকবে পিসিতে।


প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উত্তরঃ কাপ নয় ঠিক। আসলে মেলামাইনের মগ।

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উত্তরঃ হাতে নিয়ে দেখলাম এটিতে ভালবাসার একটি ক্যালিগ্রাফি আঁকা। *পার এ মগটি আমি কেড়ে নিয়ে আসছিলাম রাগ করে। ওদের বাড়ি থেকে। আমার সাথে দুষ্টুমি করেছিল।
সেই দুষ্টুমি যা আমাকে ও থেকে দূরে সরিয়ে দিয়েছিল। কাপটি হাতে নিয়ে বারান্দার কাছে মাটিতে রেখে দিলাম।


প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উত্তরঃ পানির উৎসটা একটা ছড়ার। ছোটখাট ছড়া।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উত্তরঃ পা ভিজিয়েই পার হলাম। ও আসুক, আসলে একসাথেই....... :`>


কই গেলেন ব্রো?
পরিক্ষার্থীরা অফেক্ষা করতেছে তো.......... :||

আপনার এনালাইসিসের জন্য জাতি অপেক্ষা করতে করতে কাইত হইয়া যাইতেছে :P

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৭

অপু তানভীর বলেছেন: চমৎকার । আপনার অবশ্যই আপনার কাছে খুব গুরুত্বপূর্ন মানুষ ।
মেছোবাঘ । অর্থাৎ অবচেতেন কিংবা মনের গহীনে ছোট কিন্ত ভয়ংকর কোন সমস্যা আপনার লুকিয়ে আছে এবং সেটা মোকাবেলা করতে আপনি ভীত নন বরং এমন একটা মনভাব যেন বেটা আসুক আজকে দেখে নিবো !

আপনার আশা আসলে খুবই বেশি । জীবনের কাছ থেকে এক্সপেক্টটেশনও বেশি । আপনি উচ্চাকাঙ্খী । তবে মনের দিক দিয়ে বলবো একটা সবার সাথে একটা দুরুত্ব রেখে চলে সব সময় । বেশ ভাল দুরুত্ব । এবং সবাই যেন এমন টা করে ।

খাবার টেবিলে কোন খাবার নেই কিংবা কোন পরিবারের মানুষ যা বলে আপনি পারিবারিক দিক থেকে অসুখী । আর পারিবারিক সদস্যদের ভবিষ্যৎ নিয়ে খানিকটা চিন্তা করেন আবার করেন না । একেবারে ছেড়ে দিতে ভয় পান ।

আপনার ভাই আপনার কাছে সত্যই গুরুত্বপূর্ন একজন মানুষ ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৩০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:১০

জুন বলেছেন: এখনো রেজাল্ট দেয় নাই :-*

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮

অপু তানভীর বলেছেন: উত্তর দিয়া দিছি :):)

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৪

এ্যামালগাম বলেছেন:

প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উত্তর ঃ স্বামী

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উত্তর ঃ বাঘ

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উত্তরঃ দাঁড়িয়ে থাকলাম



প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উত্তরঃ বিশাল বড় বাংলো বাড়ি, সামনে অনেক বড় বারান্দা, টিনের চাল, বারান্দার দুই পাশে ফুলের বাগান, সামনে পাথরের রাস্তা,

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে?
উত্তরঃ না


প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উত্তরঃ ১২ জনের বড় টেবিল, রং খয়রি মেরুন, দুই পাশে দুইটা সোকেস, অনেক সৌখিন জিনিসে সাজানো, আরেক দেয়ালে সবুজ সোফা আর সাদা ফ্রিজটা কোনায়


প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উত্তরঃ চিনা মাটির তৈরি ,


প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উত্তরঃ কাজের লোককে জিজ্ঞাসা করব যে কাপটা এখানে কেন?

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উত্তরঃ ৭ ফুট বাই ৭ ফুট একটা গোল ফোয়ারা।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উত্তর ঃ সাইড দিয়ে চলে যাব।



১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৪

অপু তানভীর বলেছেন: আপনার স্বামী আপনার কাছে গুরুত্বপূর্ন একজন মানুষ ।

সেটা জেনে হোক আর মনের অজানায় হোক মনের ভেতরে বেশ বড় রকমের সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধানে আপনি কি করবেন সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না ।

আপনি উচ্চাশা পেষণ করে এবং মুক্ত মনের অধিকারী ।
ডাইনিং টেবিলে খাবার ফুল কিংবা পরিবারের কাউকে না দেখার অর্থ হচ্ছে আপনি পারিবারিক ভাবে অসুখী । কোথাও কোন অসুখীভাব টা রয়েই গেছে ।

তবে পারিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে আপনি দুঃচিন্তা মুক্ত ! আপনার স্বামীর সম্পর্কে আপনি বেশ যত্নশীল ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

রাবার বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উঃ কাগজ

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উঃ ছাগল

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উ: কয়ডা কাডল পাতা পাইরা দিলাম পাশের গাছ থেইক্কা :`>

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উঃ বেড়ার ঘর

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উঃ না।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উঃ কাঠের টেবিলের উপর গামলায় ভাত আর বাটিতে গরুর মাংস আলু দিয়া রান্না।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উঃ পেলাস্টিক

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উঃ বিশ্বাস করেন কিছু করি নাই :((

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উঃ নর্দমা, হাত খানেক হইবো চওড়া

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উঃ লাফ দিয়া :``>>

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৫

অপু তানভীর বলেছেন: খাতা দেখুম না ! :D

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩

বনমহুয়া বলেছেন: রাবার আপনার কমেন্টে লাইক দিলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৩৬

অপু তানভীর বলেছেন: ভালু করেছেন

৩৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

অপু তানভীর বলেছেন: Cartoon Fahid

প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উত্তরঃ আমার জীবনসঙ্গী।
প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
ঊত্তরঃ বাঘ।
প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উত্তরঃ আমি ভয় পেয়ে গেলাম।
প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন ? বাড়িটির বর্ণনা দিন ।
উত্তরঃ সুন্দর ১টি দোতলা বাড়ি,কিন্তু ছাদ টিনের,দোতলায় বিশাল বারান্দা।
প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উত্তরঃনা।
প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উত্তরঃ একপাশে বিশাল বইয়ের তাক,অন্য দিকে যেকোনো কিছু থাকলেই হবে।
প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উত্তরঃ কাচের।
প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উত্তরঃ কাপটি ঘাসের উপর থেকে উঠিয়ে আমার হাতে নিব।
প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উত্তরঃ ঝর্না।
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উত্তরঃ নৌকা দিয়ে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪০

অপু তানভীর বলেছেন: মনের ভেতরে সমস্যার আকারটা বেশ বড় । এবং ভয়ংকর । এবং সেই সমস্যাটা দুর করতে আপনি বেশ ভয় পান !

আপনার আশা বেশ ভাল তবে সেটা উচ্চাকাঙ্খার পর্যায়ে পড়ে না । এবং আপনি মুক্ত মনের অধিকারী ।

পারিবারিক ভাবে বলা চলে আপনি অসুখী এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে বেশ দুঃচিন্তায় ভোগেন ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

আপনার জীবনে আপনার জীবন সঙ্গীই হবে আপনার সব থেকে গুরুত্বপূর্ন মানুষ ।

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

অপু তানভীর বলেছেন:


*কুনোব্যাঙ*

দিলাম, কালকে নিজের সম্পর্কে জানবো।
ছোটবোন,
বাঘ,
বোনকে কাছে নিয়ে আসলাম,
উঁচু প্রশস্ত একতলা বাড়ি ছাদ টালি করা সামনে বারান্দা,
কোন বেড়া নেই,
ডাইনিং প্লেসটা অনেকটা ট্র্যাডিশনাল জাপানী স্টাইলের,
চিনামাটির কাপ,
কাপটা তুলে নিলাম,
পানি উৎস পাহাড়ী ঝর্ণা, পানির ধারা সরু এবং বেশ উঁচু।
ঝর্ণাকে পাশে রেখে পাহাড়ের উপরে উঠতে লাগলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

অপু তানভীর বলেছেন: আপনার ছোট বোন আপনার কাছে সব থেকে প্রিয় এবং গুরুত্বপূর্ন মানুষ ।

তবে মনের ভেতর আপনার বড় রকমের একটা কোন সমস্যা আছে । যদিও আপনার জানা নেই সেই সমস্যা আপনি কিভাবে দুর করবেন তবে এটা সব সময় চান যেন যে আপনার যে কোন সমস্যা থেকে আপনার বোন যেন নিরাপদে থাকে ।

আপনি কখনই খুব উচ্চাকাঙ্খা পেষণ করে না যা পাওয়া আপনার পক্ষে অসম্ভব । সেই সাথে আপনি মুক্ত মনের অধিকারী ।

পারিবারিক ভাবে অসুখী বলা যাচ্ছে আপনাকে যদিও আপনি খানিকটা ক্লিয়ার করেন নি সে ডাইনিং টেবিলে আপনি ঠিক কি কি দেখেছেন । যদি কোন খাবার ফুল কিংবা পারিবারের সদস্যদের না দেখে থাকেন তাহলে টেস্ট অনুযায়ী আপনি পারিবারিক জীবন অসুখী । তবে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে আপনার দুঃচিন্তা নেই ।

আপনার বোন আসলেই আপনার কাছে খুব গুরুত্বপূর্ন ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৭

অপু তানভীর বলেছেন:

Raju Ahmed

১গালফেনড
২বাঘ
৩দৌর দিলাম
৪রাজাদের বাড়ির মতন
৫আছে
৬ফলমুল মাছ মাংস
৭সোনা দিয়ে
৮হাতে নিলাম
৯ঝরনা এবং অনেক বড়
১০ময়ূর পঞীনৌকা

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৮

অপু তানভীর বলেছেন: মনের ভেতরে অবশ্যই বড় কোন সমস্যা আছে আপনার এবং সেটা নিয়ে আপনি বেশ ভয়ে আছে সেটা সমাধান করতে ভয় পান ।

আপনি উচ্চাভিলাসী । অনেক বড় আশা আপনার । এবং মুক্ত মনের অধিকারী নন । সবার কাছ থেকেই একটু দুরুত্ব রেখে চলেন ।

পারিবারিক ভাবে বেশ সুখি এবং পরিবারের ব্যাপারে নিশ্চিন্ত একজন মানুষ ।

আপনার যৌন আকাঙ্খা বেশ বড় সেই সাথে সেটা বেশ বৈচিত্রময় !

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন:

ইয়াসিন শিকদার

ব্যাপারটা খুব সিলি লাগতেছে তবুও ইন্টারেস্টিং কিছু বের হয়ে আসতে পারে ভেবে উত্তরগুলো দিলাম।
১। যার সাথে গভীর জঙ্গলে আমি নিজেকে হাটতে দেখলাম সে আমার খুব কাছের একজন ফিমেল রিলেটিভ। নাম বা রিলেশন যদি দরকার হয় ইনবক্সে দেয়া যাবে।
২। আমি দেখি একটা খরগোশকে আমাদের দিকে তাকিয়ে থাকতে।
৩। চোখাচোখি হতেই খরগোশটা দুই লাফে ডালাপালার আড়ালে চলে গেল।
৪। আমি যে বাড়িটি দেখতে পেলাম সেটা একটা সাদা রং করা কাঠের বাড়ি। খুব সাধারন একটা বাড়ি, ইংরেজী ফিল্মে মিডলক্লাস ফ্যামিলিগুলো যেরকম বাড়িতে থাকে ওরকম।
৫। বেড়া নেই।
৬। ডাইনিং রুমটা ঠিক ডাইনিং রুম নয় বরং ডাইনিং রুম আর ফ্যামিলি রুম কম্বো। দেয়ালগুলোর রং ধুসর বা এই ধরনের কিছু। টেবিলের সাথে গোল হয়ে বসার মত করে ছ'টা চেয়ার সাজানো। টেবিলে কিছু বাঙালি পদ ঢেকে রাখা। সোফা সেট রয়েছে এক কোনে। উল্টোদিকে একটা পিকচার টিউব টাইপ টিভি। ( এই অংশটা একটু ভাবতে হয়েছে, তবে বেশী না)
৭। চায়ের কাপটা সাধারন সিরামিকের।
৮। আমি কাপটা তুলে নিলাম।
৯। পানির উৎসটা একটা কৃত্তিম ঝর্ণা। বিদ্যুতের সাহায্যে গভীর থেকে তোলা পানি একটা ছোটখাট পাহাড়ি ঝর্ণার মত কায়দা করে প্রবাহিত করার ব্যাবস্থা করা হয়েছে। ঝর্ণার পানি একটা পাথুড়ে নালা বেয়ে এসে একটা পুষ্কনির মত জায়গায় জমা হচ্ছে। যেটা দেখতে পাথুরে কিন্তু আসলে সিমেন্টের তৈরী।
১০। আমি নালাটা লম্বা পা ফেলে ডিঙিয়ে এলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫১

অপু তানভীর বলেছেন: আপনার মনের ভেতরে সমস্যা মনে নেই । যতটুকুই আছে সেটা আপনার জন্য কোন ব্যাপার না । আপনার আকাঙ্খা খুব বেশি বড় না । অর্থাৎ না যা আপনার পক্ষে পাওয়া সম্ভব নয় এমন কোন কিছুর স্বপ্ন আপনি দেখেন না । মুক্ত মনের অধিকারী আপনি ।
পারিবারিক ভাবে সুখি এবং পরিবারিবারের সদস্যদের ব্যাপারে আপনি চিন্তা মুক্ত ।

আপনার সেই নাম না বলা মানুষটি আপনার কাছে আসলেই গুরুত্বপূর্ন কেউ ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন:

Rana Khan

১ম প্রশ্নঃ এই মূহের্তের কথা বললে আমার এক কাজিন অর্থাৎ আমার চাচাতো ভাই যার সাথে আমি ফ্রী মাইন্ডে যে কোনো কথা বলতে পারি। আর যদি জীবনের মাঝামাঝি বা শেষে দিকের হয় তাহলে আমার বউ।
২য় প্রশ্ন: বাঘ অথবা শিয়াল।
৩য় প্রশ্ন: চোখাচোখি হলে পিছিয়ে এসে অন্য দিক দিয়ে যাবো।
৪র্থ প্রশ্ন: স্বপ্নের বাড়িটি কোনো বাগান বাড়ী বা কোন বাংলো।
৫ম প্রশ্ন: না কোনো বেড়া নেই।
৬ষ্ট প্রশ্ন: ডাইনিং রুমের ঠিক মাঝে একটি টেবিল ও ছয়টি চেয়ার আছে। টেবিলে কিছু টাটকা ফলমূল ও কিছু খাবার আছে। রুমে একপাশে একটা ফ্রিজ আছে আর কিছু বলতে পারবো না।
৭ম প্রশ্ন: চীনামাটির চা'র কাপ।
৮ম প্রশ্ন: কাপটি ভাঙ্গা হলে ফেলে দেব,আর ভালো হলে ঘরে রেখে আসবো।
৯ম প্রশ্ন: একটা লেক।
১০ম প্রশ্ন: গাছের গুড়ি দিয়ে একটি ভেলা বানিয়ে লেকটা পাড়ি দেবো।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮

অপু তানভীর বলেছেন: আপনার মনের ভেতরকার সমস্যা নিয়ে আপনি নিজেই খানিকটা কনফিউজড । আপনার কাছে সেটা মাঝে মাঝে মনে হয় খুব বড় আবার মাঝে মাঝে খুব কঠিন কিছু মনে হয় তবে সমস্যাটা যেরকমই হোক সেটা আপনি সমাধান করতে ভয় পান ।

বাংলো বাড়ি টা কতবড় সেটা তো বললেন না !!

মনের দিক দিয়ে আপনি বেশ খোলা মেলা মুক্ত মনের অধিকারী ।
চমৎকার । পারিবারিক ভাবে আপনি বেশ সুখি একজন মানুষ এবং পরিবার নিয়ে চিন্তা মুক্ত ।

এখানেও আবার কনফিউশন । প্রিয় মানুষটির ব্যাপারে আপনি বেশ কনফিউজড !

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন:

Minhajul Islam Akash
1. আমার প্রিয় বন্ধু
2. বাঘ
3. দাড়িয়ে পড়লাম বাঘ চলে গেল
4. কাঠের তৈরী মাঝারি ইউরোপীয় ধরনের
5. না নেই
6. কিছু ফল , এছাড়া পাশে ফায়ারপ্লেস ও সোফাসেট আছে
7. পাথরের
8. বন্ধুকে দেখালাম
9. একটি কুয়া , মাঝারি
10. পাশ কাটিয়ে ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০১

অপু তানভীর বলেছেন: আপনার মনের সমস্যাটা বড় এবং আপনি নিজে সেই সমস্যা সমাধানে কোন আগ্রনী ভুমিকা রাখতে চান না । বরং অপেক্ষা করে কখন সমস্যা নিজে থেকে দুর হয়ে যাবে ।

আপনার আশা আকাঙ্খার পরিমান টা খুব বেশি বড় না । এবং আপনি মুক্ত মনের অধিকারী ।

পারিবারিক ভাবে আপনি সুখি এবং পরিবারের মানুষ গুলো নিয়েও চিন্তা মুক্ত ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২

অপু তানভীর বলেছেন:

Saad Kibriya
১.এইটা হাস্যকর আমি ক্যাটরিনাকে দেখলাম !!!
২. ডায়নোসর
৩.দৌড় দিলাম
৪.দোতালা simple বাড়ি ,ছাদ টালির
৫.নাই
৬.ফলমুল মাছ মাংস
৭.কাচের & কাচের গায়ে বরফ ছিল !
৮.হাতে নিলাম & ছুরে পানিতে ফেললাম
৯.ঝরনা এবং অনেক বড় (নায়াগ্রাফলের মত)
১০.স্পিড ৰোট (একটু বড় সাইজের)

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৪

অপু তানভীর বলেছেন: আপনি রঙ্গিন দুনিয়ায় বাস করেন ।

আপনার সমস্যা আপনার কাছে বড় মনে হয় কিন্তু আসল কথা হচ্ছে আপনার সমস্যা কোন সমস্যা নয় । সেটা আপনি নিজে তৈরি করেছেন ।

আপনার আশা আকাঙ্খা কম । মনের দিক দিয়ে খোলামেলা ।

পারিবারিক ভাবে সুখি তবে পরিবার নিয়ে দুঃচিন্তায় ভোগেন ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন:

মাহমুদুল ইসলাম মিতুল

১ম প্রশ্নের উত্তর:- এমন একজন যাকে আমি মনে মনে কল্পনা করি কিন্তু কোনোদিন চোখে দেখিনি।
২য় প্রশ্নের উত্তর:- জন্তুটা একটা হরিণ।
৩য় প্রশ্নের উত্তর:- হরিণটা দেখে আমি অবাক হলাম। কারণ আমি আগে কখনও খাঁচার বাইরে হরিণ দেখিনি।
৪র্থ প্রশ্নের উত্তর:- বাড়িটা সাদা রংয়ের একটা ডুপ্লেক্স বাড়ি; যাতে অনেক বড় একটা বারান্দা আছে। বাড়ির সামনে বিশাল একটা লন। লনে অনেক গাছপালা আর অসম্ভব সুন্দর একটা বাগান, মাঝখান দিয়ে একটা সরু পায়ে হাঁটা পথ।
৫ম প্রশ্নের উত্তর:- না, বাড়িটার চারপাশে কোনো বেড়া নাই।
৬ষ্ঠ প্রশ্নের উত্তর:- ডাইনিং টেবিলের সাথে ছয়টা চেয়ার, টেবিলের উপর একটা বাটিতে অনেক রকমের ফলমূল রাখা, টেবিলে একটা গ্লাসস্ট্যান্ডে ছয়টা গ্লাস আর একটা স্পুনস্ট্যান্ডে কয়েকটা চামচ। ডাইনিং টেবিলটার পাশে একটা মিউজিক সিস্টেম, সেখানে হালকা সাউন্ডে রবীন্দ্রসংগীত বাজছে।
৭ম প্রশ্নের উত্তর:- কাপটা চিনামাটির তৈরি।
৮ম প্রশ্নের উত্তর:- আমি কাপটা উঠিয়ে হাতে নিলাম।
৯ম প্রশ্নের উত্তর:- পানির উত্‍সটা মোটামুটি মাঝারি সাইজের একটা সুইমিং পুল।
১০ম প্রশ্নের উত্তর:- আমি সুইমিং পুলটা পাশ কাটিয়ে পার হলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:০৭

অপু তানভীর বলেছেন: এখন আপনার জীবনে কোন গুরুত্বপূর্ন মানুষের উদয় হয় নি ।

অবচেতন মনের ভেতরে সমস্যটা আছে তবে সেটা খুব বেশি বড় নয় ।

জীবনে আপনি বেশ ভাল স্বপ্ন দেখতে ভালবাসেন । এবং আপনি মুক্ত মনের অধিকারী ।

পারিবারিক ভাবে আপনি সুখী এবং পরিবার নিয়ে চিন্তা মুক্ত ।

সামনে যে আপনার কাছে গুরুত্বপূর্ণ মানুষ হবে সে আসলেই একজন গুরুত্বপূর্ণ মানুষ !

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন:

Rohit
যার সাথে হাটছি তাকে চিনি না কিন্তু সে একটা মেয়ে,
জন্তু টা হলো একটি বাঘ,
বাঘটি কাছ ঘেষে চলে গেলো,
বাড়ি টি ১ তলা সাধারণ বাড়ি যার রং হালকা লালচে,
চার পাশে কোন বেড়া নেই,
ডাইনিং টেবিল টি কাচের যার পাশে কিছু নেই,
কাপ টি কাচের তৈরি,
সেটি ফাঁকা ছিলো,
কাপটি নিয়ে পাশে টেবিলের উপরে থুলাম,
সামনে ঝর্ণা দেখতে পেলাম যার গভীরতা অনুমান করতে পাচ্ছি না,
ঝর্ণা পার হওয়ার জন্য তার উপর থেকে লাফ দিলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:১৮

অপু তানভীর বলেছেন: মনের সমস্যাটা বেশ বড় এবং ভয়ংকর । সেই সাথে আপনি নিজে উদ্যোগী নন সেটা সমাধান করার । সীমিত আশা এবং মুক্ত মন আছে আপনার ।

পারিারিক ভাবে অসুখী এবং পরিবার নিয়ে বেশ চিন্তিত থাকেন ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৫

অপু তানভীর বলেছেন:

Diego Alves Rifat উত্তর :

১। মানুষটি আমার রিলেটিভ হয়. . (নামটা বলতে পারছি না. .যদি দরকার হয় তাহলে বলবেন)

২। জন্তুটির নাম বাঘ !

৩। বাঘটির সাথে যখন আমার চোখাচোখি হল, তখন আমি ভয় পেয়ে গেলাম এবং বাঘের দিকে তাকিয়ে রইলাম !

৪। বাড়িটা ইটের তৈরি। আশেপাশে গাছ আছে. . সাদা রঙের বাড়ি. . কিন্তু রঙ প্রায় চটে গেছে!

৫। না, বাড়িটির চারপাশে কোন বেড়া নেই ।

৬। ডাইনিং টেবিলটি কাঠের, ২টি বসার চেয়ার আছে এবং এবং চারপাশে তেমন কিছুই নেই. . খোলা রুম !

৭. কাপটি মাটির তৈরি. .

৮. কাপটি দেখে আমি আশে পাশে দেখতে লাগলাম. .

৯. পানি উৎসটা খালের মতো. . এবং খালটা তেমন বড় না. .

১০. যেতুহু খালটা তেমন বড়ও না এবং গভীরও না , তাই আমি সাতাঁরের মাধ্যমে খালটা পার হলাম !

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২১

অপু তানভীর বলেছেন: চমৎকার !

মনের ভেতরে অবশ্যই বড় কোন সমস্যা আছে আপনার এবং সেটা নিয়ে আপনি বেশ ভয়ে আছে সেটা সমাধান করতে ভয় পান ।
মরে যাওয়া আশা নিয়ে বেঁচে আছেন তবে খোলা মেলা মন আছে আপনার ।

পারিবারিক ভাবে অসুখী এবং পরিবার নিয়ে সব সময় দুঃচিন্তায় ভোগেন আপনি ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৬

অপু তানভীর বলেছেন:

HëãRtlêss Vìlläîñ

১. সাদা সেলোয়ার কামিজ পরিহিতা অবস্থায় ভালোলাগার মানুষটা......
২. একটা ভাল্লুক........
৩. চোখাচোখির প্রথমেই মাথায় প্রশ্ন আসল এইটা এইখানে ক্যান........
৪. দো'তালা সাদা রঙের ফার্ম হাউস টাইপ বাড়ি......
৫. নাহ কোনো বেড়া নাই আশপাশ সব ঘাসে ঢাকা ফাকা যায়গা........
৬. ওভাল আকৃতির ডাইনিং, ছ'টা চেয়ার, টেবিলে কাচের বাটিতে মালটা,আপেল, কিছু গ্লাস. আশে পাশে খালি, খয়েরি টাইপ একটা ফ্লোর ম্যাট বিছানো........
৭. সিরামিকের কাপ.......
৮. কাছে গিয়ে দেখার চেষ্টা করলাম কাপে কি আছে.......
৯. ৭ফুটি ব্যাসের একটা গোল পানির ফোয়ারা কৃত্রিম ঝর্ণা.......
১০. পাশ কাটিয়ে চলে গেলাম........

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৪

অপু তানভীর বলেছেন: মনের ভেতরে যে সমস্যা টা আছে সেটা বেশ বড় এবং আমি নিজে জানেন না সমস্যাটা কেন তৈরি হইছে ।
বেশ উচ্চাকাঙ্খি আপনি এবং মুক্তমনের অধিকারি । পারিবারিক ভাবে সুখি এবং তাদের নিয়ে চিন্তা মুক্ত ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৭

অপু তানভীর বলেছেন:

নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ০১


১. জীবনসঙ্গী
২. সাপ
৩. ঘাবড়ে গেলাম
৪. একতলা বিশিষ্ট বিশাল এক বাড়ি। উপরে ছাদ। এইতো
৫. না
৬. দুপাশে দুটো শোকেস ভর্তি কাচের জিনিসপত্র
৭. কাচ
৮. পাশ কাটিয়ে যাব
৯. নদী
১০. বজরা দিয়ে পাড় হবো

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:২৮

অপু তানভীর বলেছেন: সাপ এই প্রথম । কিন্তু সাপের সাইজ টা বললে ভাল হত । তবে আকার যতটুকুই হোক না কেন সমস্যা টা বেশ জটিল । আপনার অবচেতন মন সেটা নিয়ে বেশ চিন্তায় আছে এবং ভয় অনুভব করে ।

খুব বেশি উচ্চাশা নেই আপনার ।
মুক্ত মনের অধিকারী আপনি । তবে পারিবারি ভাবে অসুখি এবং পারিবারের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত !

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৬| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন:


নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ০২


1. my ex
2. A big brown bear
3. I afraid
4. a medium size hut
5. no fence
6. a dressing table , woody wall , flower vase
7. চীনামাটির তৈরী
8. পা দিয়ে সাইডে সরিয়ে দিলাম
9. মাঝারি সাইজের ফোয়াড়া
10. না

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩১

অপু তানভীর বলেছেন: জীবনে এক্স কে এতো গুরুত্ব দেওয়া ভালু নয় মোটেও ।
অবচেতন মনের ভেতরে আপনি গভীর কোন সমস্যার মধ্যে আছে এবং সেটা সমাধান নিয়ে আপনি বেশ ভয়ের ভেতরে আছেন ।

উচ্চাশা নেই বললেই চলে । এবং আপনি মুক্ত মনের অধিকারী ।

পারিবারিকভাবে অসুখী তবে পরিবার নিয়ে দুঃচিন্তাম মুক্ত !

এই তো লাইনে এসেছেন । আপনার এক্স যে আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ন নয় সেটার প্রমান পাওয়া গেছে ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৭| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:০৯

অপু তানভীর বলেছেন:
নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ০৩

1 ammu
2 dog
3 afraid
4 my home
5 no fence
6 black sweets , fuska , chocolates , ice creams , chairs
7 made by glass
8 took it , cleaned it , then kept it at dining table
9 medium foyara
10 walked over it normally .

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৪

অপু তানভীর বলেছেন: আপনার আম্মু আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ন মানুষ ।

মনের ভেতরের সমস্যাটা মাঝারি আকারের তবে আপনি সেটার সমাধানের ব্যাপারে বেশ ভীত ।

আপনার বাসা কত বড় আমি জানি না তাই এটার ব্যাপারে কিছু বলতে পারছি না । তবে আপনি মুক্তমনের অধিকারী ।

পারিবারিক ভাবে আপনি সুখী তবে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত ।

আপনার আম্মু যে আপনার কাছে গুরুত্বপূর্ন সেটা আবারও প্রমান পাওয়া গেল ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১১

অপু তানভীর বলেছেন:

নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ০৪

১. আমার হাসবেন্ড
২. বিড়াল
৩. বিড়ালটি দৌড়ে পালিয়ে গেল
৪. কাঠের বাড়ি। সামনে বড় লন , বাধানো পুকুর ঘাট।
৫. না
৬. ফ্রিজ , কফি মেশিন , হাত ধোয়ার বেসিন, দেয়ালে টিভি ফিট করা। খেতে খেতে টিভি দেখা যাবে।
৭. মাটির কাপ
৮. কাপটি তুলে হাতে নিব
৯. হ্রদ
১০. স্পিড বোট

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৩৮

অপু তানভীর বলেছেন: আপনার স্বামী আপানর জীবনের গুরুত্বপূর্ন মানুষ ।

মনের ভেতরের যে সমস্যাটা সেটা আপনার নিজের তৈরি এবং আপনি সেটা পুষে রাখতে পছন্দ করেন ।

আপনার স্বপ্ন গুলো খুব বেশি বড় নয় উচ্চাকাঙ্খী নন আপনি তবে আপনি মুক্ত মনের অধিকারী ।

সাজানো ঘোছানো সংসার হলেও পারিবারিক ভাবে অসুখী আপনি । এবং পরিবারের মানুষ গুলোকে নিয়ে আপনি অধিক চিন্তায় ভোগেন ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৪৯| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১২

অপু তানভীর বলেছেন:

নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ০৫


প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উত্তর: আমার বন্ধু।
প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
উত্তর: বানর।
প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উত্তর: আমাদেরকে একটা ভ্যাংচি কেটে চলে গেল।
প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
উত্তর: বাড়িটি আস্ত একটা গাছের মধ্যে। গাছের চারপাশটা অনেক বড়। গুঁড়ির মাঝখান দিয়ে চলে গেছে একটা ছোট্ট দরজা। দরজার সাথেই লাগোয়া একটা কক্ষ ও একটা প্যাঁচানো সিঁড়ি। সিঁড়িটিও কাঠের। উপরে তিন থেকে চারতলা উঁচু। এর আশেপাশে সব গাছ। এমনভাবে গাছগুলো গাছটিকে ঘিরে আছে যেন সব মিলিয়ে একটা অনেক বড় ছাদ।
প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উত্তর: না। কিন্তু চারপাশে অনেক ছোট ছোট ঘাস আছে। গাছটির সামনে কোন বড় রাস্তা নেই। কিন্তু পায়ে চলার মত একটা পথ আছে।
প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উত্তর: ডাইনিং টেবিলটিতে সবমিলিয়ে ৬ জনের মত বসতে পারবে। বসার জন্য কোন চেয়ার নেই ।কিন্তু কিছু তক্তা আছে। তক্তাগুলো গাছের ডাল দিয়ে তৈরি। মাঝখানে বেড়ার মত আড়াআড়ি কাঠ দেয়া। বসা যায়। টেবিলটা গোল না বলে উপবৃত্তাকার বলা যায়। খাবারগুলো সব সাজানো মাটির থালা আর বাটিতে। বড় বড় গোল বাটিতে ফল, সবজি আর প্রচুর সালাদ। সবজিগুলো সব সেদ্ধ করা। কিন্তু কোন তেল, মসলা নেই। পাশেই দুটো ছোট ছোট জানালা। প্রচুর আলো আসছে। একটা জানালার সামনে একটা গাছের ডাল কার্নিশের মত করে এগিয়ে আসছে। তাতে ছোট ছোট পাতা। কয়েকটা টিয়ে পাখি সেখানে বসে ডাকছে আর দুলছে। বাইরে বেলকনির মত একটা ছোট অংশও আছে। পাখিগুলোকে খাওয়ানোর জন্য কয়েকটি বাঁশের পাত্র। সেখানে চাল দেয়া। টেবিলের ডান আর বাম পাশে কিছু বুনো লতার গাছ ঘরের দেয়ালে ঘিরে রাখা। একটা মাটির জগে পানিও আছে। পানি একদম পরিষ্কার আর ঠাণ্ডা। বাইরে মিষ্টি রোদ্দুর।
প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উত্তর: মাটির।
প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উত্তর: কাপটা হাতে নিয়ে দেখলাম, বেশ ভালো কাপ। বোধহয় খাবার রুমের বেলকনিতে বসে কেউ চা খাবার পর রেলিংয়ে রেখে দেওয়ায় পড়ে গেছে। সেটা তুলে ঘরের নিচতলার রুমের একপাশে রেখে দিলাম।
প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উত্তর: একটা নদী। নদীর উৎস বনের পাশের একটি পাহাড়ী ঝরণা। ঝরণাটা আবার গাছবাড়িটার তিনতলা থেকে দেখা যায়। পাহাড়টা বেশি বড় নয়। কিন্তু খুব সুন্দর। চারপাশে বুনো লতার ঝোপ ঘিরে রাখা। নদীটা বেশি বড় নয়। তবে খুব স্রোত পানিতে। পাশে নদীটা বড় জোর দশ ফুটের মত। কিন্তু গভীরতা মধ্যম। একজন মানুষের বুকের উপরে পানি। পানি একদম স্বচ্ছ। তাতে লাল কাঁকড়া আর চিংড়ি নদীর পার থেকেও চোখে পড়ে।
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উত্তর: নদীর উপর একটা ছোট কাঠের ব্রিজ আছে। তাতে অনায়াসে সাইকেল নিয়ে পার হওয়া যায়। আবার চাইলে হেঁটেও যাওয়া সম্ভব। কাঠের ব্রিজটা আবার কোন খুঁটি ছাড়াই। এপার আর ওপারের মধ্যে কাঠের তক্তা দিয়ে মাটিতে গেঁথে দেওয়া। মাঝখানে আবার বড় বড় দড়ি দিয়ে ঝুলানো আছে নদীর দুই পারের গাছের সাথে। দেখে মনে হচ্ছে ঝুলন্ত ব্রিজ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪২

অপু তানভীর বলেছেন: আপনার অবচেতন মনের ভেতরের সমস্যা খুব বড় নয় । সেটা নিয়ে আপনি খুব বেশি চিন্তিতও নন ।

আপনার আশা গুলো খুব বেশি বড় না হলেও সেগুলো পূরণ করা বেশ ঝামেলার কাজ । যদিও আপনি নিজেকে মুক্ত মনের অধিকারী ভাবতে ভালবাসেন তবুও অন্য মানুষ গুলোর কাছ থেকে কিছুটা দুরুত্ব আপনার আছে ।

পারিবারিক ভাবে একজন সুখি মানুষ তবে পরিবারের মানুষ গুলো ভবিষ্যৎ নিয়ে আপনি চিন্তিত থাকে । আপনার বন্ধু আপনার জীবনে বেশ ভাল গুরুত্ব বহন করে ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৫০| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ০৬ (নিকনেম: নিশাকান্ত)

প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উঃআমার ক্রাশ।

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
উঃ বানর।

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উঃ বানরটি হাসলো।

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
উঃ একটা হৃদের পাশে আকাশী রঙের ডুপ্লেক্স বাড়ি।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উঃ না।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উঃ গোল একটা কাঠের টেবিল ও চারটা চেয়ার, সবগুলোই কারুকার্য করা।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উঃ সিরামিক।

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উঃ হাতে নিলাম।

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উঃ একটা ছোট হৃদ।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উঃ পাশ দিয়ে হেটে।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৪

অপু তানভীর বলেছেন: আপনাকে উচ্চাকাঙ্খি বলা চলে । তবে আকাশ ছোঁয়া আশা আপনার নেই । মুক্ত মন আছে আপনার । সাজানো সংসার হলে মনের দিক দিয়ে পারিবারিক ভাবে অসুখী । তবে পরিবারের সদস্যদের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত আপনি ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৫১| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৬

অপু তানভীর বলেছেন:


নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ৭ (নিকনেম-minion)

১ – গতকাল একটা মুভি দেখছিলাম, ঐটার নায়িকা (নায়িকার নাম মনে নেই)
২ – বাঘ
৩ – ভাল্লুকের গল্পের মত আমরা দুইজন গাছে উঠে গেলাম ( প্রশ্ন পড়ার টাইমে ওইটা মাথাইয় আসছে)
৪ – ডুপ্লেস্ক বাড়ী, সামনে খালি মাঠ আর গাছগাছালি, ব্লু কালার আর সাদা
৫ – না বাড়িতে বেড়া নেই, তবে বাওন্ডারি দেওয়া
৬ – খাবার নরমালি বাংলা ফুড, গরু গোসত, নিরব একটা রুম, কোন টিভি নেই বাট অনেক সুন্দর করে সাজানো বিশাল রুম, সাদা আর কাঠ কালারে
৭ – সিরামিকের কই মগ টাইপ, সাদা
৮ – তুলে নিলাম
৯ – প্রথমে মনে হল এক্টা কুয়া (কিছুদিন আগে কুয়ার উপর একটা আরটিকেল পড়েছিলাম, তাই মেবি)
, সেকেন্ড সুইমিং পুল…অনেক বড়ই ছিল, তবে গাছপালাও ছিল
১০ – প্রথমে মনে হল আমার বাড়ির বাউন্ডারি ক্রশ করতে হবে, লাফ দিয়ে ক্রশ করলাম

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৭

অপু তানভীর বলেছেন: অবচেতন মনে আপনি বড় সমস্যার সম্মুখিত এবং সেটা থেকে আপনি পালিয়ে বাঁচতে চান ।


আশাবাদী তবে লিমিট আছে । সেই সাথে সবার সাথে একটু দুরুত্ব বজার রেখে চলেন ।

পারিবারিক ভাবে সুখি এবং দুঃচিন্তা মুক্ত ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৫২| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন:

নাম প্রকাশে অনিচ্ছুক ক্রমিক নং ৮

প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উত্তর - জানিনা

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উত্তর- শেয়াল

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উত্তর- পালিয়ে গেলো

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উত্তর- আধুনিক ভাবে ডিজাইন করা একটি দ্বিতল বাড়ি যার সামনে একটি সুইমিং পুল থাকবে বাড়ির পিছনে খেলার মাঠ থাকবে।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উত্তর- পাচিল দেওয়া একটা মস্ত ফটক এর সাথে।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উত্তর- ফল আর ফল এবং পানীয় ।

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উত্তর- কাচের

প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

সাথে নিয়ে নেবো

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

একটা ঝর্না সাথে নদী অনেক বড়।

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

একটি নৌকা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫২

অপু তানভীর বলেছেন: কোন গুরুত্বপূর্ন মানুষ নেই ?

মনের ভেতরে খুব একটা সমস্যা নেই । সমস্যাকে আপনি না বরং সমস্যাই আপনাকে ভয় পায় ।

উচ্চাকাঙ্খী বলা চলে আপনাকে । তবে মুক্ত মনের অধিকারী নন । সবার সাথে দুরুত্ব বজায় রেখে চলেন ।

পারিবারিক ভাবে সুখী তবে পরিবার নিয়ে চিন্তিত একজন মানুষ আপনি !

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৫৩| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: উত্তর বিশ্লেষণের পোষ্ট কই?

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৩

অপু তানভীর বলেছেন: বিশ্লেষণ দেওয়া হইছে :D

৫৪| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

আবু শাকিল বলেছেন: পোষ্টে অংশগ্রহণ মিছাইলাম =p~
আরো সময় বাড়ানো দরকার ছিল ।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪

অপু তানভীর বলেছেন: আর কত অপেক্ষা করুম । তবে এখনই দিয়াহালান :D

৫৫| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

পার্থিব পার্থ বলেছেন: লেখক বলেছেন: খুব স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে মহুয়া নামের মানুষটি আপনার জীবনের সব থেকে গুরুত্বপূর্ন একজন মানুষ । আপনার অবচেতন মনের ভেতরে খুব গভীর কোন সমস্যা রয়েছে যার জন্যই আপনি সিংহের মত এমন হিংস্র প্রানী দেখেছেন । এটা একটা ভাল দিক যে আপনি আপনার সমস্যা গুলোকে এড়িয়ে না গিয়ে বরং সেগুলো সমস্যার চেষ্টার করেন এবং সেটার ফলাফল যতই খারাপ হোক কেন সেটা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকেন
আপনার স্বপ্নের আকার বেশ বড় এবং সেটা চমৎকার । যেহেতু সেখানে কোন বেড়া নেই এটা প্রমান করে আপনার ভেতর থেকে বেশ মুক্ত মনের অধিকারী এবং সেটা সবার ক্ষেত্রেই খাটে !
আপনি অবশ্যই অসুখী একজন মানুষ নন ।
চাপের কাপ বলছে যে আপনি আপনার প্রিয়মানুষ গুলোকে নিয়ে একটু চিন্তিত থাকেন তাদের ভবিষ্যৎ নিয়ে খানিকটা দুষ্চিন্তিত ।
এখানে একটু ঝামেলা হয়েগেল । জানা দরকার ছিল ঝর্না টা কত বড় । এটা আপনার যৌন জীবন সম্পর্কে ধারনা দিতো ।
যাই হোক পরে ক্ষেত্রে বলা যায় আপনার ঝর্না টা আপনি যত চমৎকার ভাবে পার হলেন তত চমৎকার আপনার যৌন জীবন !

হা হা হা........

যৌন জীবন কাকে কিভাবে কেন তৃপ্ত করবে এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে। কেউ বলে শুধুই মন!! কেউ বলে শরীর!! আবার কেউ বলে দুইটার ব্যাল্যান্স!!! সব পক্ষেরই কিছু যুক্তি যেমন আছে আবার ব্লাইন্ড পয়েন্টও আছে!! চায়ের কাপের সাথে প্রিয় মানুষ নিয়ে চিন্তিত হওয়ার সম্পর্কটা ধরতে পারলাম না!!

ভালো থাকুন। :)


১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৪

অপু তানভীর বলেছেন: আপনিও ভাল থাকুন সব সময় :):)

৫৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৭

শায়মা বলেছেন: হবে না!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমাদের মানে আমার আর রিকিমনির মনস্তত্ব বিশ্লেষনের ক্ষমতা নেই তোমার বুঝাই গেলো ভাইয়ু!!!!!!!!!!

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা


(যাক বাবা বাঁচা গেলো, আমি তো প্রথমেই উত্তরের ভাবসাব দেখে ইন্নিনিল্লাহ করে পালাইসিলাম। খাতা বাজেয়াপ্ত হওয়ায় খুশি হইসি!!!!!!!!!:) :P )


তবে নিমগ্নের রেজাল্ট দেখে অনেক হাসছি। ( বেচারা )পার্থীব পার্থ আর বনমহুয়ার রেজাল্ট দেখেও। হা হা হা :P

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৫

অপু তানভীর বলেছেন: কিচ্ছু করার নাই । খাতা বাতিল হইয়া গেছে :D B-))

৫৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৯

শায়মা বলেছেন: ডারউইন অবশ্যই আপনার জীবনের খুব গুরুত্বপূর্ন একজন মানুষ । স্বাভাবিক ভাবেই তার সাথে তাই হাঁটিয়াছেন ।

ডাইনোসর। আকারের দিক দিয়ে ডাইনোসর খুবই বড় এক প্রাণী তার মানে আবচেতন মনে আপনার সমস্যার পরিমান খুব বড় মানে মহা সমস্যায় ভরা মাথা।( তবে আউল ফাউল) তবে প্রাণী হিসাবে ডাইনোসর সবার কাছেই এক আশ্চর্য্য ও নিরীহ সেই হিসাবে আপনার মনের ভেতরের সমস্যাটা একটু জটিল হইলেও নিরীহ।

আর আপনি সেটার উত্তর খুঁজছেন নিজে পারেন না তাই ডারউইন সাহেবকে জিগাসা করছেন। ভেরী ব্যাড। নিজের পায়ে দাঁড়াতে শিখুন নইলে নিজের প্রবলেম নিজেই সমাধান করতে শিখুন কোনো ডারউইন দাদু ফ্রম নো হেল্পো।

আপনার আশা আকাঙ্খার পরিমান আকাশ ছোঁয়া নয় । গাছ ছোঁয়া আর সেটা পূরনযোগ্য । এবং আপনি বাস্তববাদী খুব বেশি ।

বেড়া নেই, মুক্ত মনের অধিকারী । তবে কিছু বানরীয় স্বপ্ন আছে। ( আহারে মানুষ হয়েও কি অবস্থা)

পারিবারিক এবং সাংসারিক জীবনে আপনি একজন অসুখী একজন মানুষ বলা চলে । মানে সুখে থাকতে ভুতে কিলায়। কি আর করা?

এন্টি ম্যাটার! মাই গড ! কাছের মানুষের ভবিষ্যৎ নিয়ে খুবই বেশি চিন্তিত ? এন্টি ম্যাটার তাই বলছে ।


বিস্ফোরণের ভয়ে হাত দিয়া ধরি নাই। এই কেমন হল ? বুঝলাম না তো, এত ভীতু তো হবার কথা না ।

তবে এইটা কেমনে এইখানে সেইটা নিয়া চিন্তা আসছিল। কিন্তু ডারউইন সাহেবকে কিছু জিগাই নাই!!! এইটা আবার উনার জন্য অফ টপিক হয়ে যাবে!!! ( আবারও অন্যের উপর নির্ভরশীলতা । ভেরী ব্যাড।)


ফ্রোজেন ওয়াটার ফ্লো!! বাস্তব এবং পরাবাস্তব দুই ভাবেই সেটা অনেক বড়!!!

ও মাই গড!!!!!! ইউ আর বাস্তব এন্ড ভারচুয়াল!!!!!!!!

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উঃ পার হই নাই!! কারন ডারউইন সাহেব কইলো এইটা পার হওয়ার জন্য যেভাবে বিবর্তিত হওয়ার দরকার ছিল সেভাবে নাকি হই নাই!! কি আর করমু কন!!! তাই কয়েক হাজার বছর অপেক্ষায় থাকতে হবে!!! ;)

এই প্রশ্নটার উত্তর দিতে মোটেও ভয় লাগছে না তাই না বলে পারলাম না আপনি একজন স্ট্যাচু অব লিবার্টি হয়ে গেছেন!!!!!!:) :) :)


জিনিভাইয়ার সকল উত্তর অপু ভাইয়ার হয়ে আমিই দিয়ে দিলাম!!!!!!!!!!!!!!!!

হাহাহহাাহাহাাহহাহাহাহাহাহাহাহাহহাহাহাা :P

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৬

অপু তানভীর বলেছেন: এইটাই লিখে দেওয়া উচিৎ ছিল মনে হয় =p~

৫৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৫

সালেহীন অনন্য বলেছেন: ১।মিসির আলি।
২।ভাল্লুক
৩।আমি এবং ভাল্লুক দুজনেই দাড়িয়ে পড়লাম এবং অবাক হয়ে একে অন্যের দিকে তাকিয়ে থাকলাম।
৪।একতালা কংক্রিটের নতুন সাদা রং এর বাড়ি।
৫।বেড়া নেই। শুধু অরণ্য।
৬।টেবিলে পানি ছাড়া আর কিছু ছিল না।
৭।সিরামিক।
৮।এক কাপ চা বানিয়ে ঐ কাপে খেলাম।
৯।ঝরনা। ছোট ঝরণা।
১০। ঝরনাটা উপর থেকে নামছিল। তাই, উপরে উঠে পার হলাম।

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:০১

অপু তানভীর বলেছেন: মিসির আলী !
ইন্টারেস্টিং ! খুব যুক্তি দিতে ভালবাসেন নাকি ??


আপনার মনের ভেতরের সমস্যা বেশ বড় এবং সেটার সমাধানের সঠিক পথ আপনার জানা নেই ।

একেবারে উচ্চাভিলাসী না বলা গেলেও আমার আপনার আশা আকাঙ্খা আছে এবং সেগুলো সব পূরন যোগ্য ।

মুক্ত মনের অধিকারী ।

পারিবািক ভাবে অসুখী তবে পরিবারের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত ।

পানির উৎসের আকার যত বড় হবে আপনার যৌন আকাঙ্খাটা ঠিক সেকম হবে সেই সাথে পার হওয়ার উপায় বলে দিবে সেটা কতটা বৈচিত্রপূর্ন !

৫৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৪৬

নিমগ্ন বলেছেন: তিন তিনটি খাতা বাজেয়াপ্ত হওয়াতে ভীষণ দুঃখ পেলাম।

কিন্তু মুখ চেপে যে কেন হাসছি, এর কারণ নিজেই জানি না। B-)) B-)) B-))


(আমার কাঠবাড়ির ভাঙা কাপ জঙলের ঝোঁপে ছুড়ে মারলে কোন ব্যাঙ/পোকামাকড়/পাখি লুকিয়ে থাকলে তাদের ওপর পড়বে। ঐখানে না থাকলেই তো হয়।
তারপরও যদি কেউ এতে আঘাত পায় এবং আমার দিকে উনার সহায় সম্পদ ভাঙা কাপ পিরিচ ছুঁড়তে থাকেন তবে ঔগুলোর সাথে ক্রিকেট ব্যাটিং করে ছক্কা চার হাঁকাতে থাকব।)

B-)) B-)) B-))

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ২:৫৮

অপু তানভীর বলেছেন: কাকে উদ্দশ্য করিয়া কি বলিলেন শুনি ? :D

৬০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৩:৪৫

শূন্য সুমিত বলেছেন: ১ নং: আফিফা
২নং: কুকুর
৩নং: আমি কুকুরটি কে ডাক দিলাম এবং কুলে তুলে নিলাম
৪নং: সাধারণ বাড়ি সামনে বড় একটা পুকুর
৫নং: নাহ
৬নং: গোছানো একটা টেবিল, টেবিলে দুই তিন রকমের পিঠা, পাশে একটি মেয়ে এবং মহিলা পিঠা বানাইতাছে
৭নং: কাচের ভাংগা কাপ,
৮নং: বাড়ির বাইরে ফেলে দিলাম
৯নং: পুকুর, মাঝারি,
১০নং: সাতার কেটে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

অপু তানভীর বলেছেন: আপনার উত্তরটি দেখতে পোস্টের শেষের দিকে চোখ রাখুন । উত্তর গুলো মিলিয়ে নিন !

৬১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৩

রিকি বলেছেন: অপু ভাই কনফিউজ হো গ্যায়া ----হা হা হা !!!!! =p~ =p~ =p~ আপুনি, জেন ভাই আর আমি কি দোষ করলাম-----জাতি জানতে চাই !!!! :P এ অন্যায়, ঘোর অন্যায়----আমি কি নিজেকে বেলা সোয়ান ভাবতে পারি না, জেন ভাই কি পরাবাস্তব জলাশয় দেখতে পারে না বা আপুনি টুনটুন শব্দ শুনতে পারে না----পারে, অবশ্যি পারে !!!!! B-)) B-)) B-)) আমি ধর্মঘটের ডাক দিতে চায়, জেন ভাই আর আপুনিকে নিয়ে !!!!! B-)) B-)) B-))

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: ধর্মঘটের ডাক দিয়া কুনো লাভ নাই । আমি আমার ব্লগে স্বৈরশাসক !! :D

৬২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:১০

জেন রসি বলেছেন: শায়মা আপু,

আপনার বিশ্লেষন পড়ার পর আমি পরাবাস্তব জগত থেকে কিছুক্ষন আকাশ দেখলাম। তারপর আমিও একটা বিশ্লেষন কইরা ফেললাম!! :P

যদিও ডারউইন আর ফ্রয়েড সাহেবের সাথে কফি খাইতে খাইতে একটু আলোচনা করলাম। তারাও আমার সাথে একমত হয়েছে। ;)

১। কাল্পনিক বন্ধু মানে হালকা Schizophrenia আছে। আপনি বাস্তব সঙ্গী ভয় পান। অথবা খুব খারাপ কোন অভিজ্ঞতা আছে।
টারজান শক্তিশালী এবং প্রটেকটিভ চরিত্র। আপনি wild এবং বিপদ থেকে রক্ষা করার সামর্থ আছে এমন পুরুষ সঙ্গী পছন্দ করেন।

২। সুন্দরের প্রতি আপনার আকর্ষণ আছে। অসুন্দর কিছু ফেস করতে ভয় পান।

৩। বিপদ আসলে কল্পনার জগতে হারিয়ে গিয়ে অন্যরকম ভালো কিছু চিন্তা করার চেষ্টা করেন।

৪। কালারফুল ডেকোরেশন আপনি পছন্দ করেন। সব কিছু সজানো গোছানো দেখতে চান।

৫। বেড়া তবে ফুলের। আপনি আপনার চিন্তাকে গণ্ডিবদ্ধ করে রাখেন। চিন্তার জটিলতা এড়াতে চান।

৬। যেকোনো ব্যাপারে আভিজাত্য দেখাতে পছন্দ করেন।

৭। কাছের মানুষদের মূল্যবান মনে করেন কিন্তু তাদেরও একটা নির্দিষ্ট অবস্থানে দেখতেই পছন্দ করেন। আপনার ইচ্ছা ছাড়া আপনার জীবনে তাদের কোন রকম অনুপ্রবেশ পছন্দ করেন না।

৮। কাছের মানুষদেরকেও গণ্ডিবদ্ধ করে রাখার একটা প্রবনতা আছে।

৯। আসলেই অনেক সৌন্দর্য্য!!!!!!!! :P অতি সুন্দরের মুখোমুখি হতে মানুষ ভয় পায়!!! তাই অতি সুন্দরের কথা চিন্তা করলেই আপনি প্যারালাইজ হয়ে যান!!! :P :P কিন্তু গানের ভাষায় বলতে হয় আপনার সেই স্বপ্ন দেখাতেই আনন্দ!!! :P

১০। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়া আমি আবার স্ট্যাচু অব লিবার্টি হইয়া গেলাম!!!! :P ;)


থাক না কিছু রহস্য!!! ;)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮

অপু তানভীর বলেছেন: কিছু রহস্য কেনু থাকবে । সবারই জানারই অধিকার আছে !

৬৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪১

শায়মা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা জিনিভাইয়ার বিশ্লেষনে বিস্মিত ও মুগ্ধ হইলাম! ভাই্য়ুর জন্য ফ্রয়েডিও পদক অর্ডার দিলাম। মিঃ ওপেন মাইন্ডের চাইতেও এই বিশ্লেষন সুচারু হইয়াছে।





আর ১০ নং এ স্টাচু অব লিবার্টি হইবার জন্য কোটি কোটি থ্যাংকস।:)


রিকিমনি আমি ডেস্কটপ থেকে আসিতেছি।:)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: সবাইকে পদক দেওয়া হোক । সবার মাথা থেকে এই সব জিনিস কেমনে আসে !!!

৬৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি সাদা খাতা জমা দিলাম ! :P
পোস্ট পর্যবেক্ষণে ---

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: পরীক্ষায় ফেল আপনে !! :D

৬৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

রিকি বলেছেন: সাদা খাতা জমা দেয়া লিটন ভাইকে উত্তম সিদ্ধান্তের কারণে লাড্ডু দেয়া হোক !!!!! B-)) B-)) B-))

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

অপু তানভীর বলেছেন: মানুষ সব কিছু লিখার পরেও পাশ করতে পারতেছে না আর সাদা খাতায় তো ফেল নিশ্চিত :D

৬৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

সাহসী সন্তান বলেছেন: আমি পরীক্ষা দেওয়ার মত সময় পাইলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত! তবে পরীক্ষার খাতা পর্যবেক্ষনের ভিতরে খুবই শুক্ষ্ণ কারচুপির গন্ধ পাচ্ছি!


মাষ্টার মশায় খাতা পর্যবেক্ষনের সময় বাড়িওয়ালী মানে গিন্নির সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন কিনা জাতি জানতে চায়? কারণ উপরোক্ত পরীক্ষায় দেখলাম বেশ কয়েকজনের খাতা বাজেয়াপ্ত করা হয়েছে! একজন বিশিষ্ট গন্য মান্য জঘন্য ব্যক্তি হিসাবে আমিতো উনাদের পরীক্ষার মধ্যে কোন ধরনের নকলের গন্ধ পাচ্ছি না। তাহলে কেন উনাদের এত কষ্ট করে দেওয়া পরীক্ষার খাতাকে বাজেয়াপ্ত করা হলো?

এইটা বরং পরীক্ষার্থী নয়, পরীক্ষকেরই ব্যর্থতা বলে জাতি মনে করছে! :`>

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

অপু তানভীর বলেছেন: না না মোটেই না ।

আমি পরিপূর্ন ভাবে নিরোপেক্ষতার সাথেই খাতা দেখেছি । কোন প্রকার ভুল ভ্রান্তির কোন অবকাশ নাই !

আর পরীক্ষার ফল বিবেচনায় পরীক্ষকের সিদ্ধান্তই চড়ান্ত ;)

৬৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৮

আদম_ বলেছেন: আমি একা
ডাহুক পাখি আপন মনে খুটে খুটে খাবার খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে
ক্যামেরায় ছবি উঠাবো
একটা পুরাতন জমিদার বাড়ি, দোতলা বিশাল বাড়ি, দোতলায় বিশাল এক বারন্দা, বারন্দায় সারাক্ষণ হুহু করে বাতাস বইছে। গাছপালা ঘেরা, তবে তা দৃষ্টিকে প্রতিহত করেনা। যতদুর মনচায় দেখা যায়।
বেড়া নাই।
ডাইনিং রুমটায় আলো একটু কম। কাঠের টেবিলটা লম্বা এবং বড়। ভারী কোন খাবার নাই। ফলমুল, জুস আছে। চারপাশে তেমন কোনো আসবাব নাই।
সাধারণ চিনামাটির কাপ
যেমন ছিলো তেমনই পড়ে থাকবে।
একটা নদী বা নদীর শাখা। অনেকটা রবীন্দ্রনাথের “ছোটো নদী”র মতো যার বৈশাখ মাসে হাটু জল থাকে।
উপারে যদি কাশবন বা বালুচর অথবা একটা বট-পাকুড় গাছ থাকে তাহলে পার হবো, অবশ্যই হেটে অথবা কলাগাছ ধরে সাতরে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: উত্তর গুলো মিলিয়ে নিন পোস্টের শেষে সংযুক্তিতে দেওয়া আছে !

৬৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

mahmud joy বলেছেন: প্রশ্ন একঃ
মনে করুন কারো সাথে আপনি
গভীর জঙ্গলের ভেতর দিয়ে
হাটছেন । মানুষটি কে ?
.
আমার কাল্পনিক মানবী
.
প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং
আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু
দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
.
বাঘ
.
প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি
হল তখন কি হল ?
.
ভয়ে গাছের পেছনে লুকালাম।
.
প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে
লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা
খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার
স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা
দিন ।
.
নীল রঙের দোতলা বাড়ি। একপাশে ছোট
খেলার মাঠ, রেলিং দেওয়া ছাদ, ছাদের এককোণে
বাগান... এইতো...।
.
প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া
আছে ?
.
না।
.
প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং
রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার
সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর
চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
.
একটা ঝুরিতে বিভিন্ন রকমের ফল এবং নাম না জানা
বিভিন্ন খাদ্য।
.
প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে
বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা
চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
.
কড়ির তৈরি।
.
প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন।
.
কিছুই না।
.
প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন
এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন
। পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
.
ছোট একটা র্ঝনা
.
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি
কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
.
র্ঝনার পানিতে পা ডুবিয়ে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

অপু তানভীর বলেছেন: উত্তর গুলো মিলিয়ে নিন পোস্টের শেষে সংযুক্তিতে দেওয়া আছে !

৬৯| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৬

মায়াবী রূপকথা বলেছেন: উত্তরগুলো মন দিয়ে পড়েছি। আমার উত্তর মেইল করব ভাইয়া :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

অপু তানভীর বলেছেন: আপনার ইচ্ছে ! :)

৭০| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

শায়মা বলেছেন: ৬৬. ১৪ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪ ০
রিকি বলেছেন: সাদা খাতা জমা দেয়া লিটন ভাইকে উত্তম সিদ্ধান্তের কারণে লাড্ডু দেয়া হোক !!!!! B-)) B-)) B-))


ডাবল লাড্ডু!!!!!!!!!!!:)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩০

অপু তানভীর বলেছেন: দিয়া দিছি ।

আবার এই কথা বলতে অয় !! ;);)

৭১| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

শায়মা বলেছেন: সাহসী সন্তান বলেছেন: আমি পরীক্ষা দেওয়ার মত সময় পাইলাম না বলে আন্তরিক ভাবে দুঃখিত! তবে পরীক্ষার খাতা পর্যবেক্ষনের ভিতরে খুবই শুক্ষ্ণ কারচুপির গন্ধ পাচ্ছি!


মাষ্টার মশায় খাতা পর্যবেক্ষনের সময় বাড়িওয়ালী মানে গিন্নির সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন কিনা জাতি জানতে চায়? কারণ উপরোক্ত পরীক্ষায় দেখলাম বেশ কয়েকজনের খাতা বাজেয়াপ্ত করা হয়েছে! একজন বিশিষ্ট গন্য মান্য জঘন্য ব্যক্তি হিসাবে আমিতো উনাদের পরীক্ষার মধ্যে কোন ধরনের নকলের গন্ধ পাচ্ছি না। তাহলে কেন উনাদের এত কষ্ট করে দেওয়া পরীক্ষার খাতাকে বাজেয়াপ্ত করা হলো?

এইটা বরং পরীক্ষার্থী নয়, পরীক্ষকেরই ব্যর্থতা বলে জাতি মনে করছে! :`<



সাহসী ভাইয়ু!!!!!!!!!!!!!!!!!!

এই মাস্টার মশাই এর জ্ঞানের পরিধিতে আমাদের ( ৩ জনের) উত্তর নাই তাই এত কষ্টে লিখিত খাতাগুলি বাজেয়াপ্ত করিয়া উনি ভীতু মনের পরিচয় দিয়াছেন। মাস্টারের বিরুদ্ধে মামলা করা হইবেক!!!!!!!!!:) :) :)

চলো চলো পুলিশের কাছে যাই!!!!!!!!!!!!!

যাযাবর ভাইয়া কই????????

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: এইটা বরং পরীক্ষার্থী নয়, পরীক্ষকেরই ব্যর্থতা বলে জাতি মনে করছে


------------


কোন ভাবেই এটা সত্য নয় । এই অভিযোগ তীব্রভাবে প্রত্যাখ্যান করা হইলো !

৭২| ১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৭

লালপরী বলেছেন: এমন মজার পোস্ট কেমনে নজর এড়ায় গেলু :((

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪

অপু তানভীর বলেছেন: কি আর করা !!

৭৩| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

সাহসী সন্তান বলেছেন: আপুনি টেনশন নিয়েন না! মাষ্টার মশায় যদি আমার প্রশ্নের সদুত্তর না করবার পারেন তাইলে উনারেই ধরে বাজেয়াপ্ত (গুম) করা হইবে! আমাগো ফোর্স রেডি আছে, খালি আমার হুকুমের এন্তেজার করতাছে!



তো যাযবরটা কে? চিনবার পারলুম নাতো?

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: আমাকে কেহই গুন করিতে পারিবে না । আমি অসীম ক্ষমতা !!

হুহুহাহাহা B-))

৭৪| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

শায়মা বলেছেন: ১৫. ১৩ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০৭ ৩
রিকি বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?

উত্তর: জংলী মার্কা কাউকে সাথে নেয়ার ইচ্ছা--চাইলে আফ্রিকা থেকে আমদানি করে নেয়া যেতে পারে !!!! জঙ্গলে হেলথ কন্সিয়াসদের নিয়ে গিয়ে লাভ নাই !!! :P এমন কাউকে নিয়ে যাবো, যে মাঝে মাঝে জিঙ্গালালা ড্যান্সও দেখাবে !!!! B-))

বুঝা যাচ্ছে রিকিমনি তুমি একজন দূর্বল চিত্তের বালিকা তাই বন মধ্যে যদি কোনো টারজান বা বন্য প্রাণী এ্যাটাক করে তাই একজন সেইফ গার্ড জংলী মার্কা উইথ বর্শা বল্লম কাউকে চাও যে তোমাকে সকল বন বিপদ হইতে রক্ষা করিবেক। তোমার জীবনে একজন জংলিম্যান গুরুত্বপূর্ণ তাই তুমি তাহাকেই সাথে লইতে চাও। একই সাথে তুমি সুপ্ত মনে বিনোদনহীনতাই ভুগিতেছো তাই জিঙ্গালালা ড্যান্সও দেখিবার ইচ্ছা পোষন করিতেছ।


প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !

উত্তর: নেকড়ে (আই লাভ ইট) !!! ;)

আপনার জীবনে মহা বিপদ সংকেত ২১। তাই আপনি অতি অবশ্য হানিফ সংকেতের থেকে পানি পড়া প্রয়োজনে তাহার হস্ত হইতে আকীক পাথর ওয়ালা আংটিটি খুলিয়া আনিবেন ও কনিষ্ঠায় পরিধান করিবেন। এই আংটির গুনে নেকড়ে কেনো নেকড়ের বাবা টাইপ কোনো বিপদও আপনার ধারে কাছে আসিতে পারিবেনা।

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?

উত্তর: নিজেকে টুইলাইটের বেলা সোয়ান মনে হলো !!!! B-))

আপনি বিপদ ভালোবাসেন। বিপদের মাঝেই থাকতে সাচ্ছন্দ্য বোধ করেন। থাকেন তাইলে। :)


প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।

উত্তর: ভাঙ্গা কুঁড়েঘর, ছাদ নেই----ফাঁকা জায়গা দিয়ে মরা পাতা পড়ছে !!!! ;)

আপনি বড়ই অগোছালো অসংসারী রমনী। ঘরবাড়ির যত্ন নেন না । সারাদিন এত পড়ালেখা করলে চলবে??? জানেন তো অতি বড় বিদুষী না গোছায় ঘর। ঘর বাড়ি ঝাড়ে মুছেও না । আপনার হইসে সেই অবস্থা।

প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?

উত্তর: ছাদ নেই যার, বেড়া থাকবে কি !!!! :P

বাপরে!!!!!!! আপনার মন এবং মনোবল বন্ধনহীন, জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল!!!!!!!!!! ভুই পাইসি।

প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।

উত্তর: ডাইনিং টেবিল ঠিক আছে, চেয়ারগুলো উল্টানো। টেবিলের উপরে খাওয়ারের মাকড়শা ভার্সন রয়েছে, মানে অর্ধ সমাপ্ত খাদ্যের উপরে মাকড়শার জাল !!!! ;) আশেপাশে ধুলো আর ধুলো---ডাস্ট অ্যালার্জি হওয়ার সমূহ সম্ভাবনা !!!! ;)

ইয়া আল্লাহ আগেই বলেছি অতি বড় বিদুষী কইন্যা না গোছায় ঘর। ছি ছি কি হাল করেছে রে!!!!!!!!!!!!:(

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?

উত্তর: কাপ না কাঠের মগ দেখছি। দেখে মনে হচ্ছে মুন্নু সিরামিক কোম্পানি বা শাইনপুকুরের নাম গন্ধ জানতো না বাড়ির লোক !!!! ;)

আপনার আশাগুলো তেমন জটিল নয়। খুব সাধারণ ও সরল কিন্তু একটু আর্টিস্টিক!!!!!!:)


প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?

উত্তর: কাঠের মগ যেহেতু সেহেতু একটা নরওয়েজিয়ান গল্প মনে পড়ে গেলো। যে গল্পে বুড়ো কাঠের মগ থেকে গুপি গাইন, বাঘা বাইনের মত খাদ্য বের করে নিত !!!! ;) কাঠের মগটার তালিসমানি ক্ষমতা আছে কিনা দেখার জন্য উল্টে পাল্টে 'ভ্রুম আবড়া কা ভ্রুম ডাবরা, কিছু না পেলে অবশ্যই থাবড়া' বললাম !!!! ;)

আপনি আপনার আশেপাশের লোকজনকে চক্কর বক্কর মন্ত্রে রাখিয়াছেন। সবাই ঘুরিতেছে!!!!!!!!!


প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?

উত্তর: পানির উৎস ঝর্ণার.... মিজারিং টেপ/ ইন্সট্রুমেন্ট আনিনি সাথে, মাপবো কিভাবে কত বড় সেটা !!!! B:-)

বুঝছি বুঝছি অনেক বড়!!!!!!!!!!!!!!!!!!!!!!! হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা আমি আর কিছু বলতে পাব্বো না!!!!!!!!!!!!!!! :P

প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?

উত্তর: পানিতে নেমে পড়বো....পৌঁছাতে না পারলে সমস্যা নেই, পানির তলদেশে বনের ওপারে ভ্রমণের তুলনায় অনেক ভালো জিনিস আছে বলে আমার বিশ্বাস। আর এমনিতেও পানি ভালো লাগে আমার----আহা ওয়াটার, দ্য ওয়ার্ল্ড অফ ফিশ অ্যান্ড মারমেইড !!!! =p~


তাই নাকি !!!!!!!!!!! :P তাই নাকি!!!!!!!!! :P
আমিও এখন স্টাচু অব ঢাক্কা হয়ে গেলাম !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P



অপুভাইয়া আমাদের রেজাল্ট দূরের কথা খাতা দূর দূর করে ফেলে দিলো তাই কুড়াই নিয়ে আমি রেজাল্ট দিয়ে দিলাম !!!!!!!!!!!!! :) :) :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: হিহিহিহিহিহি !!

৭৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

সাহসী সন্তান বলেছেন: শায়মা আপুনি কর্তৃক রিকিপুর খাতার ব্যাবচ্ছেদ দেইখা বিয়াপুক বিনোদিত হইয়া উক্ত মন্তব্যে কইস্যা একখান লাইকাইলাম! এবং পরিশেষে সমোস্বরে ঘোষনা করিলাম- আমাগো বুলাগের সরকারি এবং বিশিষ্ট ঢঙ্গী আপুনির জয় হোক!

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৩

অপু তানভীর বলেছেন: আমি নিজেও অবশ্য লাইক দিছি । স্বমূল্যায়ন অতি চমৎকার হইয়াছে :D

৭৬| ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

শায়মা বলেছেন: ৭৬. ১৪ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০ ০
সাহসী সন্তান বলেছেন: শায়মা আপুনি কর্তৃক রিকিপুর খাতার ব্যাবচ্ছেদ দেইখা বিয়াপুক বিনোদিত হইয়া উক্ত মন্তব্যে কইস্যা একখান লাইকাইলাম! এবং পরিশেষে সমোস্বরে ঘোষনা করিলাম- আমাগো বুলাগের সরকারি এবং বিশিষ্ট ঢঙ্গী আপুনির জয় হোক!


হাহাহাহাহাহাহহা থ্যাংক ইউ!!!!!!!!!!!!!!!!!! :)

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৪

অপু তানভীর বলেছেন: তাকে আমাকে থ্যাংকু দাও ! নয়তো কমেন্ট কিন্তু গায়েব হইয়া যাইবে B-))

৭৭| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:০৯

এস কাজী বলেছেন: এখানে কি কি হয় একটু শুনি?

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৬

অপু তানভীর বলেছেন: কি কি শুনতে চান ?

৭৮| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: স্কুল জীবনে একবার অর্ধেক শুন্য পেয়েছিলাম।। এবার তাও পাবো না বিধায় (মজাটা নিয়েই) পত্রপাঠ বিদায় হলাম।।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১

অপু তানভীর বলেছেন: বিদায় নিলে কি আর করা ! একবার পরীক্ষাটা দিলেই পারতেন !

৭৯| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১১

আমি নামানুষ বলেছেন: সব মিলে গেছে।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২০

অপু তানভীর বলেছেন: আমারও মিলে গেছিলো :)

৮০| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: কেন পুরো শুন্য পাবার জন্য??

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: এখন নিজে নিজেই দিয়ে দিন পরীক্ষা । উত্তর তো উপরে দিয়েই দিয়েছি :):)

৮১| ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

মুদ্‌দাকির বলেছেন: এনালাইসিস এর জন্য ধন্যবাদ !!

১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

অপু তানভীর বলেছেন: :D :)

৮২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

আহা রুবন বলেছেন: ১। আমি
২।বানর
৩।হাসলাম
৪।কাঠের, মাটি থেকে উঁচুতে
৫।নেই
৬।বড় কাঠের টেবিল, বুনো ফল
৭।চিনা মাটির
৮।খারা করে রাখলাম
৯।পাথরের ফাঁক দিয়ে চুইয়ে আসছে
১০।দূর দিয়ে ঘুরে গেলাম

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৬

অপু তানভীর বলেছেন: আপনার উত্তর গুলো নিজেই বেছে নিন ।
উত্তর গুলো তো নিচে দেওয়াই আছে !

৮৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫২

বুবলা বলেছেন: এই রকম আরো কিছু সাইকোলোগিকাল টেস্ট থাকলে দেবেন দারুন লাগছে ব্যপারটা

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: আচ্ছা দেখা যাক । খোজ পেলে জানাবো !

৮৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০

ভাইরাস ব্যাকটেরিয়া বলেছেন: আমার কল্পনায় জঙ্গলে আমি একাই ছিলাম।কোন ভাবেই অন্য কাউকে কল্পনায় আনতে পারলাম না।
যে জন্তু দেখলাম সেটা কিছুটা কালচে মানুষের মত লাল চোখ ছায়া জাতীয়।
দেখার পর আমি নিথর হয়ে গেলাম।ব্রেইন হ্য্াং হয়ে গেল।
যে বাড়িটা দেখলাম তা কাঠের তৈরী কিন্তু ছনের ছাদ দেওয়া কুড়ে ঘর টাইপ।
ডাইনিং টেবিল প্রায় শূন্য কল্পনায় কিছুই আসলো না।ঘরের ভেতরটাও নির্জন।
চায়ের কাপটা চিনামাটির এবং দেখার পর পা দিয়ে পারা দেই এবং না ভেঙ্গে হাতে তুলি।
তারপর সামনে এ্যাভাটর সিনেমা টাইপের একটা বিশাল ঝর্না দেখি এবং দড়ি দিয়ে পার হবার চেষ্টা করি।

আমার এই চিন্তার সমাধান কি ?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৭

অপু তানভীর বলেছেন: সমাধান নিচের দিয়ে দিয়েছি !

৮৫| ০৪ ঠা জুলাই, ২০১৬ সকাল ৮:৩৫

আদি বিনতে শাতিল বলেছেন: ১ শাতিল( আমি যাকে ভালবাসি)
২ অ্যানাকোন্ডা
৩ ভয় পেয়ে ওটাকে কোপানোর কথা ভাবব
৪ কাচের তৈরি অনেকটা বিদেশী ব্যংকের মত
৫ নেই
৬ কাচের টেবিল ব‌ইখাতা ছড়ানো
৭ কাচের
৮ চা খাওয়ার কথা মনে পড়ল
৯ দীঘি
১০ ডিঙি নাও কারণ আমি সাঁতার জানি না

১৪ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৯

অপু তানভীর বলেছেন: উত্তর দেওয়া আছে । মিলিয়ে নিন !

৮৬| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪৭

সাকিবুর রহমান খান বলেছেন: খুব দ্রুত চিন্তা করেছি, এতোটাই দ্রুত যে একটার উত্তর আসার আগেই অন্যটা.... :P
প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?
উত্তরঃ পোস্টটা পড়ার ঠিক আগে সোসাল সাইটে কারো মেসেজ পেয়েছিলাম, সেটাই সরাতে পারি নি...

প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !
উত্তরঃ একটা সাপ ৷
প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
উত্তরঃ মনে হল ও ওর মতো থাকবে এবং আমি আমার মতো ৷ দ্রুত চিন্তা করার ফলে সময় পেলাম না পরের প্রশ্ন আগত ৷
প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
উত্তরঃ বাড়িটি সম্পর্কে আইডিয়াই করতে পারলাম না, তবে ছবিতে যেরকম সুন্দর হয় সেরকম মনে হয় ৷ তবে সামনে বাগান ছিল ৷
প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
উত্তরঃ কনফিউজ্ড৷
প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
উত্তরঃ ডাইনিং রুম অনেকবড়, টেবিলটাও ৷ এমনকি বাড়ি থেকেও বড় আর অনেক আধুনিক ৷ খাবারের দিকে তাকানোর সময় পাই নি তবে লোক কেউ ছিল না ৷
প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
উত্তরঃ একটু আগে একটা সিরামিক্সের কাপ দিয়ে চা খাচ্ছিলাম, সেটাই মনে হল ৷
প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
উত্তরঃ কিছু ভাবার আগেই পরের প্রশ্ন ৷
প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
উত্তরঃ অনেক বড় সমুদ্র ৷ তবে পানি একদম স্বচ্ছ এবং আমি যে পাড়ে ছিলাম সেখানে একটা সুন্দর গাছও ছিল ৷
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
উত্তরঃ দাড়িয়েই উড়াল দিলাম.....(সুপারম্যানের মতো শুয়ে না কিন্তু...) =p~

০২ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৫১

অপু তানভীর বলেছেন: উত্তর শেষেই দেওয়া আছে । মিলিয়ে নিন !

৮৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:০৮

নোমান আহমেদ প্রবাহ বলেছেন: প্রশ্ন একঃ মনে করুন কারো সাথে আপনি গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাটছেন । মানুষটি কে ?.
.
- কাওকে কল্পনা করতে পারলাম না ৷
.
প্রশ্ন দুইঃ আপনি হাটছেন বনের ভেতর দিয়ে এবং আপনি দেখতে পেলেন যে কাছেই একটা জন্তু দাড়িয়ে আছে । জন্তুটির নাম বলুন !.
.
-বাঘ
.

প্রশ্ন তিনঃ যখন জন্তুটির সাথে আপনার চোখাচোখি হল তখন কি হল ?
.
-কৌতুহলী দৃষ্টিতে তাকিয়ে রইলাম
.

প্রশ্ন চারঃ আপনি আবার বনের ভেতরে হাটতে লাগলেন । হাটতে হাটতে চলে এলেন একটা খোলা মাঠের মত জায়গায় যেখানে আপনি আপনার স্বপ্নের বাড়ি দেখতে পেলেন । বাড়িটির বর্ণনা দিন ।
.
-একটি মজবুত রংহীন দ্বিতল কাঠের বাড়ি
.
প্রশ্ন পাঁচঃ বাড়িটির চারিপাশে কি কোন বেড়া দেওয়া আছে ?
.
- আছে
.
প্রশ্ন ছয়ঃ আপনি বাড়িটির ভেতরে ঢুকলেন এবং ডাইনিং রুমে গিয়ে দেখলেন যে সেখানে খাবার সাজানো আছে । এখন সেই ডাইনিং টেবিল এবং এর চারিপাশে যা আছে সেটার একটা বর্ণনা দিন ।
.
-টেবিলে বিভিন্ন খাবারের পাত্র আছে কিন্তু সেগুলো ফাকা.
এবং চারপাশে অনেকগুলো ফাকা চেয়ার পড়ে আছে ৷
.

প্রশ্ন সাতঃ আপনি পেছন দরজা দিয়ে বাড়ির বাগানে বের হয়ে এলেন । দেখলেন ঘাসের উপর একটা চায়ের কাপ পড়ে আছে । কাপটি কি দিয়ে তৈরি ?
.
- কাপটি পাথরের
.
প্রশ্ন আটঃ কাপ টা দেখে আপনি কি করলেন ?
.
- ফুটবলের মতো কিক দিলাম
.

প্রশ্ন নয়ঃ আপনি বাগানের শেষ মাথায় চলে এলেন এবং সেখানে একটা পানির উৎস দেখতে পেলেন । পানির উৎস টা কিসের এবং সেটা কত বড় ?
.
- ডান পাশের পাহাড়ের গা বেয়ে একটা শান্ত ঝরনা নেমে এসেছে ৷
.
প্রশ্ন দশঃ আপনার ভ্রমনটা চালু রাখার জন্য আপনি কিভাবে সেই সেই পানির উৎস টা পার হলেন ?
.
- স্বাভাবিকভাবেই হেটে পার হলাম ৷
.

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৩

অপু তানভীর বলেছেন: উত্তর গুলো উপরের কমেন্টের সাথে মিলিয়ে নিন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.