নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিন কিভাবে চলে যায় ভাবতেও অবাক লাগে । দেখতে দেখতে নতুন বছর শুরু হয়ে আবার একটা মাস পারও হয়ে গেল । আর আমি যথারীতি হাজির হয়ে গেলাম আমার হিট পরিসংখ্যান নিয়ে । সিরিজ চালিয়ে না যাওয়ার কথা কয়েকবার যে মনে হয় নি তা বলবো না, মনে হয়েছে আর দরকার নেই । এক বছর চালিয়ে যথেষ্ঠ হয়েছে কিন্তু তার পরেই মনে হল না, যথেষ্ঠ হয় নি । কাজটা চলতেই পারে, কোন সমস্যা নেই চলুক না । তাই আবারও হাজির হয়ে গেলাম ।
তবে এবার আগের বারের চেয়ে একটু অন্য রকম করে পোস্ট টা সাজিয়েছি । আগে যেমন প্রত্যেকটা পোস্টের সাথে ব্লগারের নাম থাকতো এবার আর সেই নামটা দেই নি । এবার হিট পোস্ট টা কার সেটা বুঝতে হলে সবাইকে সেটার ভেতরে ক্লিক করে ঢুকতে হবে । কি খেয়ালে এমনটা করলাম আমার অবশ্য জানা নেই মনে হল তাই এমন করে করেই কাজটা শেষ করলাম । আর কথা বার্তা না বাড়িয়ে আসুন দেখে নেওয়া যাক জানুয়ারি ২০১৬ সাসের সব থেকে বেশি বার পঠিত, মন্তব্যপ্রাপ্ত এবং প্লাস প্রাপ্ত পোস্ট সমূহের তালিকা গুলো !
সব থেকে বেশি মন্তব্য প্রাপ্ত পোস্ট সমুহ
фф ব্লগিংয়ে সাত বছর.... দ্বিতীয় পর্ব মন্তব্যের সংখ্যা ২৪৪ টি
фф রম্যরচনাঃ ব্লগার ... ফাস্ট মিটিং মন্তব্যের সংখ্যা ২২৭ টি
фф কবিতা: নির্গমন। মন্তব্যের সংখ্যা ১৭৮ টি
фф সাইকোলজিক্যাল ......... ভেতরকার কথা মন্তব্যের সংখ্যা ১৬৬ টি
фф বই: একটি সমগ্র পোস্ট মন্তব্যের সংখ্যা ১৬২ টি
фф গেমু ফিচারিং-....... সেরা লেখা মন্তব্যের সংখ্যা ১৪৯ টি
фф শত বছর ধরে অরন্যে ....... আমার চোখে মন্তব্যের সংখ্যা ১৪২ টি
фф দারুচিনি দ্বীপ.....!! মন্তব্যের সংখ্যা ১৪২ টি
фф অ্যালেসিয়া বিভ্রম মন্তব্যের সংখ্যা ১৪২ টি
фф ব্লগিংয়ে সাত বছর.... শেষ পর্ব মন্তব্যের সংখ্যা ১৪০ টি
фф তিন বছর পূর্তিতে লাইভ ...... 420.00 FM..... সম্প্রচারিত) মন্তব্যের সংখ্যা ১৩৯ টি
фф রম্যঃ ভালুবাসা যাতনাময় মন্তব্যের সংখ্যা ১৩১ টি
фф একটা চড়ুই কিংবা ঘাসফুল মন্তব্যের সংখ্যা ১৩১ টি
фф ডাচম্যানের..... ইমন জুবায়ের মন্তব্যের সংখ্যা ১২৮ টি
фф রাজার- বাড়ী মন্তব্যের সংখ্যা ১২৭ টি
фф অমর একুশে ..... ব্লগারদের বই মন্তব্যের সংখ্যা ১২৬ টি
фф সামুতে যদি জীবনানন্দ ব্লগিং করতেন মন্তব্যের সংখ্যা ১১৭ টি
фф আকালের নিশিথিনী মন্তব্যের সংখ্যা ১১৬ টি
фф আজকের ঢাকা --- মন্তব্যের সংখ্যা ১১৫ টি
фф জলবায়ু পরিবর্তনের..... খাদ্য নিরাপত্তা মন্তব্যের সংখ্যা ১১৫ টি
фф অরন্য....... বিখ্যাত টুম্ব রেইডার ম্যুভির ...... মন্তব্যের সংখ্যা ১১৪ টি
фф সামু ব্লগারদের অপ্রকাশিত বইয়ের আপডেট মন্তব্যের সংখ্যা ১১৩ টি
фф গল্পঃ অপেক্ষা মন্তব্যের সংখ্যা ১১০ টি
фф "প্রাগৈতিহাসিক...... ডাইনোসরের সাতকাহন" মন্তব্যের সংখ্যা ১১০ টি
фф দিনলিপি: কফি ....... আলাপ মন্তব্যের সংখ্যা ১১০ টি
фф যাপিত রস ! রম্য নয় ঘটনা বাস্তব মন্তব্যের সংখ্যা ১১০ টি
সব থেকে বেশি পঠিত পোস্টের তালিকা
фф বিয়ে যেন হয় বলিউড স্টাইলে ১২৫৪৬ বার পঠিত
фф গেমু ফিচারিং-.....সেরা লেখা ৫০৩৬ বার পঠিত
фф সামু ফাও সংবাদ জানুয়ারী ২০১৬ ২৯৭৪ বার পঠিত
фф শরণার্থী-১৯৭১: দুর্দশার গল্প ২৫৩৯ বার পঠিত
фф সাইকোলজিক্যাল ......... ভেতরকার কথা ১৯৩৬ বার পঠিত
фф শত বছর ধরে..... এংকরভাট আমার চোখে ১৮৮৭ বার পঠিত
фф অ্যালেসিয়া বিভ্রম ১৭৮০ বার পঠিত
фф জলবায়ু পরিবর্তনের..... খাদ্য নিরাপত্তা ১৬২৫ বার পঠিত
фф ডাচম্যানের..... ইমন জুবায়ের ১৫৩১ বার পঠিত
фф রম্যরচনাঃ ব্লগার ... ফাস্ট মিটিং ১৪৯৫ পঠিত
фф ব্লগিংয়ে সাত বছর.... শেষ পর্ব ১৪৭৯ বার পঠিত
фф ব্লগিংয়ে সাত বছর.... দ্বিতীয় পর্ব ১৪৭৯ বার পঠিত
фф পার্থক্যঃ..... নারী-পুরুষ... আলাদা ১৩৫১ বার পঠিত
фф সবাই আপনার ...... আশা করেন কেন? ১২৪০ বার পঠিত
фф জনসংখ্যা বৃদ্ধির .... 'কারন'..... বইতে স্থান পায়নি ১২২৪ বার পঠিত
фф ফল বিক্রেতাদের ........ চুরি ... ১১৭৯ বার পঠিত
фф যাপিত রস ! রম্য নয় ঘটনা বাস্তব ১১৭৩ বার পঠিত
фф প্রতিবাদ .... পুলিশের .... জনগণের ১০৯৫ বার পঠিত
фф ৭১ রাজাকারদের.... শাস্তি .... মুক্তিযোদ্ধারা ১০৪২ বার পঠিত
фф অরন্য....... বিখ্যাত টুম্ব রেইডার ম্যুভির ...... ১০২৭ বার পঠিত
সব থেকে বেশি প্লাস প্রাপ্ত পোস্টের সংখ্যা
фф শত বছর ধরে..... এংকরভাট আমার চোখে প্লাসের সংখ্যা ৫০
фф ডাচম্যানের..... ইমন জুবায়ের প্লাসের সংখ্যা ৪৪
фф ব্লগিংয়ে সাত বছর.... দ্বিতীয় পর্ব প্লাসের সংখ্যা ৪৩
фф শরণার্থী-১৯৭১: দুর্দশার গল্প প্লাসের সংখ্যা ৪১
фф জলবায়ু পরিবর্তনের..... খাদ্য নিরাপত্তা প্লাসের সংখ্যা ৪০
фф কবিতা: নির্গমন। প্লাসের সংখ্যা ৩৯
фф বই: একটি সমগ্র পোস্ট প্লাসের সংখ্যা ৩৬
фф অরন্য....... বিখ্যাত টুম্ব রেইডার ম্যুভির ...... প্লাসের সংখ্যা ৩৫
фф "প্রাগৈতিহাসিক...... ডাইনোসরের সাতকাহন" প্লাসের সংখ্যা ৩০
фф বাবুর্চি কথনঃ বাবুর্চি, রন্ধনশিল্পী এবং শেফ প্লাসের সংখ্যা ২৯
фф রাজার- বাড়ী (ছবি ব্লগ) প্লাসের সংখ্যা ২৮
фф গল্পঃ অপেক্ষা প্লাসের সংখ্যা ২৮
фф ব্লগিংয়ে সাত বছর.... শেষ পর্ব প্লাসের সংখ্যা ২৮
фф অমর একুশে ..... ব্লগারদের বই প্লাসের সংখ্যা ২৭
фф রম্যরচনাঃ ব্লগার ... ফাস্ট মিটিং প্লাসের সংখ্যা ২৬
фф গাহন তোমাতে প্লাসের সংখ্যা ২৪
фф না-মানুষ প্লাসের সংখ্যা ২৩
фф আমার বদরাগী শ্বাশুড়ি প্লাসের সংখ্যা ২২
фф দিনলিপি: কফি ....... আলাপ প্লাসের সংখ্যা ২২
фф গেমু ফিচারিং-.....সেরা লেখা প্লাসের সংখ্যা ২২
фф অ্যালেসিয়া বিভ্রম প্লাসের সংখ্যা ২২
фф সামু ব্লগারদের অপ্রকাশিত বইয়ের আপডেট প্লাসের সংখ্যা ২২
фф যাপিত রস ! রম্য নয় ঘটনা বাস্তব প্লাসের সংখ্যা ২২
фф রম্যঃ ভালুবাসা যাতনাময় প্লাসের সংখ্যা ২২
фф দারুচিনি দ্বীপ প্লাসের সংখ্যা ২১
фф দারুচিনি দ্বীপ.....!! প্লাসের সংখ্যা ২১
фф বাংপা ইন সামার প্যালেস, থাইল্যান্ড প্লাসের সংখ্যা ২১
фф জনসংখ্যা বৃদ্ধির .... 'কারন'..... বইতে স্থান পায়নি প্লাসের সংখ্যা ২০
фф সামুতে যদি জীবনানন্দ ব্লগিং করতেন প্লাসের সংখ্যা ২০
фф সাতটি পরমাণু গল্প প্লাসের সংখ্যা ২০
фф একটা চড়ুই কিংবা ঘাসফুল প্লাসের সংখ্যা ১৯
фф ফাইভ গ্রেটেস্ট স্টার পর্ব ৬ প্লাসের সংখ্যা ১৯
фф ঢাকার 'বস্তিশিশুদের'.......বিশ্ব রেকর্ড.... প্লাসের সংখ্যা ১৯
фф পার্থক্যঃ..... নারী-পুরুষ... আলাদা প্লাসের সংখ্যা ১৯
фф আকালের নিশিথিনী প্লাসের সংখ্যা ১৯
দিন শেষে আবার সেই একই কথা । কিছু পোস্ট চোখ এড়িয়ে যেতে পারে তাই এমন কোন পোস্ট চোখ এড়িয়ে গেল এখানে লিংক দিয়ে গেলে বাধিত থাকিব ।
হ্যাপি রিডিং
গতবছরের সামু হিট সমাচার শেষ পোস্ট টা লিংকঃ ডিসেম্বর ২০১৫ পরিসংখ্যানঃ সামু হিট সমাচার
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০০
অপু তানভীর বলেছেন: সেটা তো আমি জানিই
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৬
গেম চেঞ্জার বলেছেন: আমার দুইটি লেখা দেখছি ছক্কা পিটাইছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১০
অপু তানভীর বলেছেন: পিটানোর তো কথাই
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৩৯
প্রোফেসর শঙ্কু বলেছেন: সময় এত তাড়াতাড়ি যায় ক্যানো
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫২
অপু তানভীর বলেছেন: আসলেই সময় যে কেন এতো তাড়াতাড়ি যায় !! একটু ধীরে ধীরে গেলে তার কি এমন ক্ষতি হয় !! বেটা বদ একটা !
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৪৭
রুদ্র জাহেদ বলেছেন: নতুন বছর আসতে না আসতেই একমাস অতিবাহিত হয়ে গেল!!!এখানে হঠাৎ চমকে গেলাম?দারুণ। অনেকগুলো পোস্টই পড়া
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭
অপু তানভীর বলেছেন: তাই তো দিন কিভাবে চলে যায় । কত দ্রুত এগিয়ে যায় !
ধন্যবাদ পড়ার জন্য !
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০
রিকি বলেছেন: ওরে আমি তো এবার আশা ভরসা বাদ দিয়েছিলাম, পোস্ট দিয়েছি একটা !!! সেটাও চলে আসলো---তাও প্লাসে। রেস্পেক্ট অপু ভাইকে স্যালুটও......
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮
অপু তানভীর বলেছেন: স্যালুট এন্ড রেস্পেক্ট । সাথে অভিনন্দন
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৪
আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর ,
বেশ কষ্ট করতে হয়েছে এরকম একটি পোষ্টের মালমসলা জোগাতে ।
এই পোষ্টটি কি জায়গা পেতে পারে এখানে ?
আকালের নিশিথিনী ....
ভালো থাকুন । শুভেচ্ছান্তে ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০
অপু তানভীর বলেছেন: কয়েকটি পোস্ট এড়িয়ে গেছে আমি জানি । প্রতিবারই যায় এবারও গেছে । ধন্যবাদ লিংকটা দেওয়ার জন্য ।
এড করে করা হয়ে গেছে
৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
ইনফেকটেড মাশরুম বলেছেন: কোনদিন... কোন না কোনভাবে... এখানে... ঢুকে যাবো... প্রায় গিয়েছিলাম...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৪
অপু তানভীর বলেছেন: সামনের মাসেরই এমন হবে আশা করতেছি
৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৫
সাহসী সন্তান বলেছেন: নিঃস্বন্দেহে চমৎকার একটি পোস্ট! সেই সাথে কষ্টসাধ্যও বটে! তবে এবারের পোস্টে মন্তব্যপ্রাপ্ত পোস্ট গুলো কেমন যেন অগোছালো মত হয়ে গেছে। মানে সূচিকরণের মাধ্যমে প্রত্যেক মাসে যেভাবে সাজান, এমাসে ঠিক তেমনটা হয়নি। যার ফলে দেখতে একটু খারাপ লাগছে। পোস্টটা আপডেট করে বিষয়টা ঠিক করে নিলে ভাল হয়!
এবার হিট পোস্ট টা কার সেটা বুঝতে হলে সবাইকে সেটার ভেতরে ক্লিক করে ঢুকতে হবে ।
-এইমাসে আপনার পোস্টটাতে এইটাই সব থেকে ভাল কাজ হয়েছে। অনেকে নাম দেখে পোস্টে যেতে চায় না, সেইটা আর এমাসে হবে না। অসাধারণ আইডিয়া!
পরিশেষে চমৎকার কষ্টসাধ্য পোস্টে প্লাস সহ ভাল লাগা রইলো। শুভ কামনা জানবেন!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩০
অপু তানভীর বলেছেন: উহু ! ভাল করে দেখেন ।
মন্তব্যের গুলো ঠিক আছে । প্লাস প্রাপ্ত পোস্ট গুলো একটু এলেমেলো আছে অবশ্য । তবে এক সময় ঠিক করে ফেলবো আশা করা যাচ্ছে !
ধন্যবাদ আবারও !
৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
জুন বলেছেন: ব্যতিক্রমী এবং চমৎকার একটি পোষ্টে প্লাস অপু তানভীর ।
+
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !!
আপনার কত গুলো পোস্ট আছে এখানে দেখেছেন !
১০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩
সাহসী সন্তান বলেছেন: "সিরিজ চালিয়ে না যাওয়ার কথা কয়েকবার যে মনে হয় নি তা বলবো না, মনে হয়েছে আর দরকার নেই । এক বছর চালিয়ে যথেষ্ঠ হয়েছে"
-গুম হওনের সখ জাগছে নাকি ভাই? না ক্রস ফায়ারের মুখোমুখি পড়বেন? ভুলেও কিন্তু এমন কথা আর উচ্চারণ করবেন না। কারণ ব্লগ কিন্তু এখন আগুনের থেকেও গরম। যে কোন মূহুর্ত্বে যে কিছু একটা ঘইটা যাইতে পারে? সো বি কেয়ার ফুল!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪
অপু তানভীর বলেছেন: আমার সেই ভয় আছে তো । আমি ঠিক ঠিক জানি
১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০১
আমি তুমি আমরা বলেছেন: পোষ্টে প্লাস
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
১২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিয়মিত অসাধ্য সাধনের ধারায় এবারও সেরেই ফেললেন কঠিন কাজটুকু।
অভিনন্দন।
বহুদিন পর আপ্নের তালিকায় উঠতে পেরেছি মনে হল
পাঠকদের প্রতি কৃতজ্ঞতা। তাদের একটা ক্লিকে অনেক আনন্দ আর উৎসাহের কারণ, প্রেরণা হয়ে থাকে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৬
অপু তানভীর বলেছেন: নিয়মিত বেকার মানুষের কুনো কাম কর্ম না থাকিলে যা হয় আর কি ! ইহা কুনো ব্যাপার নহে ! কাজ চলিবেই !
আপনাকে লিস্টে দেখে আমার নিজেরও ভাল লাগছে
১৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: সামু হিট সমাচারঃ জানিয়ারি ২০১৬ পরিসংখ্যান
খুব তাড়াহুরোয় করেছেন বলেই বোধ করি টাইপো টা রয়ে গেছে!
জানিয়ারি = জানুয়ারী
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
অপু তানভীর বলেছেন: দেখছেন কাম ডা কি করছি । এবার যাতে বানান না ভুল হয় সেই জন্য বেশ সতর্ক ছিলাম আর কি শেষে শিরোনামেই ভুল !
আমার দ্বারা বানান ভুল ব্যতীত পোস্ট দেওয়া ইহকালে আর সম্ভব হইবে না মনে হচ্ছে !
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৩
শায়মা বলেছেন: ভাইয়ু!!!!!!!!!
গুড গুড ভেরী গুড এবারেরটাও।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩
অপু তানভীর বলেছেন: হুম হুম ভেরি গুড ।
তোমার পোস্ট কই শুনি এবার ?
১৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩
ধমনী বলেছেন: আপনার ধারাবাহিক প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৮
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
জানুয়ারি। মানে আরও অন্তত এক বছর হিট সমাচার চলবে বলে আশ্বস্ত হওয়া যায়...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪
অপু তানভীর বলেছেন: সেই রকমই আশা করা যাচ্ছে
১৭| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
সুমন কর বলেছেন: চালাতে পারলে চলুক....
সাথে আছি। কিন্তু এবার শেষ ক্যাটাগরিতে মানের উচ্চক্রম বা নিম্নক্রম অনুসরণ করা হয়নি। একটু তাড়াতাড়ি করা হয়েছে...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৯
অপু তানভীর বলেছেন: উচ্চক্রম বা নিম্নক্রম করা হয়েছে তবে কেবল প্লাসের ক্ষেত্রে সেটা করা হয় নি ।
হয়ে যাবে একটা সময়ে
১৮| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
পোস্টে এ +++
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৯| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪
আবু শাকিল বলেছেন: পোষ্টে নাম না দেয়ার স্টাইল পছন্দ হইছে।
অন্তত ক্লিক করে পোষ্টে কিছুটা পড়া হবে।
নাম দেয়া থাকলে-আপনার পোষ্টেই ক্ষ্যান্ত দিত।
পোষ্ট আর দেখা হত না।
শ্রমের কাজ অব্যাহত রেখেছেন।
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন অপু ভাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫০
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !
২০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৩
বোকা মানুষ বলতে চায় বলেছেন: খবরদার অপু সাহেব এই সুন্দর সঙ্কলন পোস্ট বন্ধ করা যাবে না। বোকা মানুষের হুমকি, বুইঝা শুইন্যা সিদ্ধান্ত নিয়েন।
যথারীতি চমৎকার। +++ চলতে থাকুক। সবাই সাথেই আছে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ ব্লগিং।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১
অপু তানভীর বলেছেন: এই নিয়ে দুইটা হুমকি পাইলাম । কেমনে বন্ধ করি কন
থেঙ্কু
২১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার সব লিখক এক পোস্টে , না পড়া লিখা গুলি সহজে পড়তে পারি । নিরন্তর পরিশ্রমের কাজটা চালিয়ে যাচ্ছেন , শুভ কামনা জানবেন ।
এই পোস্টটা ১১৭১ বার পঠিত , ১১০ টি মন্তব্য প্রাপ্ত লাইক ২২
একটা যত্নশীল পোস্টে তিনটি মাধ্যমেই পোস্টটি নজর এড়িয়ে যাওয়া !!!!! !!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫২
অপু তানভীর বলেছেন: এড করে নিয়েছি অলরেডি
২২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৬
আরজু পনি বলেছেন:
সংকলন পোস্ট পোস্ট নিয়মিত রাখাটা ধৈর্যের ব্যাপার...সেটি করেছেন ঠিকমতোই...
তবে একটু শর্টকাট কি ?
পোস্টে আগ্রহ থাকলে তাকে সেই পোস্টে ক্লিক করতে হবে পোস্টদাতার নামে প্রভাবিত না হয়েই...ভালো আইডিয়া ।
শুভকামনা রইল, অপু ।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ! কি মনে হল তাই এই কাজটা করে ফেলেছি । এখন মনে হচ্ছে এটা ঠিক আছে ! এমনটাই এর পর থেকে করা হবে !
২৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৭
সাহসী সন্তান বলেছেন: প্লাস লিখতে গিয়ে মন্তব্য লিখে ফেলছিলাম! টাইপিং মিসটেক-
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৪
অপু তানভীর বলেছেন: ঠিক হয়ে যাবে । নু টেনশন
২৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৮
শায়মা বলেছেন: ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩ ০
লেখক বলেছেন: হুম হুম ভেরি গুড ।
তোমার পোস্ট কই শুনি এবার ?
নাই!!!!!!!!!!!!!!!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৫
অপু তানভীর বলেছেন: কেন নাই শুনি ?
কই ছিলা সারা মাস !!
২৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: পরিশ্রমী পোস্ট। +
প্রতিবারের জন্যেই ধন্যবাদ অপুভাই।
পোস্ট
এটা কি স্থান পাবে?
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
অপু তানভীর বলেছেন: পাবে না মানে অবশ্যই পাবে
ধন্যবাদ লিংক দেওয়ার জন্য
২৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৪
শায়মা বলেছেন: অনেক ঝামেলায় ছিলাম ভাইয়ু!!!!!!
এই ঝামেলা সহজে শেষ হবেনা মনে হচ্ছে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: কেন আপু ? আবার কি সমস্যা !
২৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪
বিডি আইডল বলেছেন: তুমারে কি মডু বানাইছে??
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
অপু তানভীর বলেছেন: কই না তো !
কেনু ?
২৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৬
প্রামানিক বলেছেন: হিটওয়ালাদের শুভ্চেছা জানাই।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
২৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৪
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫১
অপু তানভীর বলেছেন: আপনাকে থেঙ্কু
৩০| ১৬ ই জুলাই, ২০২৪ সকাল ১০:৫২
ঙছএঐওঝ বলেছেন: আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই https://slitheronline.io
৩১| ১৪ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:২৭
ঙঘভমণ বলেছেন: https://1v1lolonline.io/ offers an extremely attractive competitive experience. Each 1v1 match requires players to maximize their skills and tactics. The tension and drama in each action phase makes it impossible for you to take your eyes off the screen.
©somewhere in net ltd.
১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৯
আরণ্যক রাখাল বলেছেন: মাশাল্লাহ! এবারে হিট পোস্টে জায়গা করে নিছি