নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

তিনদিনের বইমেলা অভিযান এবং আমার কেনা বই গুলো (ছবি ব্লগ)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪

বই মেলা আমার বেশ পছন্দের একটা জায়গা তবে মানুষের ভীড় ভাল লাগে না । তাই সব সময়ই আমি বই মেলায় যাই ছুটির দিন এড়িয়ে । তার উপরে মেলার স্টল খোলার সাথে সাথেই ঢুকে পড়ি আর টুকটাক বই কিনেই মানুষ জন আসার আগেই কেটে পড়ি । প্রতিবারই এমনই হয় । এবারও তেমন করেই এগোচ্ছে বই মেলা অভিযান । আজকে ছয়দিন বই মেলা শুরু হয়েছে তার ভেতরে তিনবার যাওয়া হয়েছে । কেন হয়েছে কিছু বই । সেই বই গুলো নিয়েই আজকের পোস্ট ।

মেলার প্রথম গিয়েছি দুই তারিখে । সবার আগে হাজির হয়েছি আদী প্রকাশের স্টলে । সেখানেই যাওয়ার কথা । প্রথমে শুরু করেই ব্লগার নাজিম উদ দৌলার ব্লাডস্টোন দিয়ে বই কেনার যাত্রা শুরু হল । যদিও গতবার বের হওয়া নাজিমের ইনকারনেশন টা বেশ হতাশ করেছিল তবে তার গল্প আমার সব সময়ই পছন্দ । দেখা যাক ব্লাডস্টোন এবার প্রত্যাশা পূরন করতে পারে কি না !


ব্লাড স্টোনের পরেই হাতে নিয়েছি "শোণিত উপাখ্যান" লেখকের নাম সৈয়দ অনির্বাণ । এটাও আদী প্রকাশ থেকেই । এই বইটা সম্পর্কে আমার খুব একটা ধারনা ছিল না এমনি হাতে নিয়েছি । তবে এই বইটার নাম শুনেছিলাম বইপোকাদের আড্ডাখানা গ্রুপে । সেখানে বেশ সুনামও শুনেছি ।



শোণিত উপাখ্যানের পরেই আদী থেকে বের হয়ে এলার সেবার কাছে । সেখান থেকে কিনে ফেললাম হেনরি রাইডারের দুইটা বই । আসলে ঠিক তিনটা গল্প তবে দুইটার ভেতরে । এদের ভেতরে কেবল শী টা আগে থেকেই পড়া ছিল তবে রিটার্ন অব শীটা পড়ার আগ্রহ ছিল অনেক দিন থেকেই ।




এরপর আমি বই মেলার ঘুরতে লাগলাম একা একা । আমি স্বাধারন বই মেলার খুব একটা ঘুরাঘুরি করি না । যে বই গুলো কিনবো সেগুলো আগে থেকেই ঠিক করে যাই । আর সাথে সেই স্টলের কিছু বই চোখে পড়ে গেলে কিনে ফেলি । স্টলে স্টলে ঘুরে ঘুরে কম বই কিনি । যাই হোক এবার একটু ব্যতীক্রম হল । এবার স্টলে স্টলে একটু ঘুরলাম । আর কিনে নিলাম এরকম দুইটা বই




ঐদিন আরও কিছু সময় ঘোরা ঘুরি করেই মেলা ভ্রমনের ইতি টানলাম ।

তারপর হাজির হলাম গতকাল অর্থাৎ ৫ই ফেব্রয়ারী । আমার একটু আগে আগেই যাওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেল । ভেতরে ঢুকতে গিয়ে দেখি লোকজনে ভর্তি, এখানে বেশি সময় থাকা যাবে । সোজা আবারও গেলাম আদীর সামনে । জিকো ভাইয়ের "যে প্রহরে নেই আমি" কিনে দৌড় দিলাম ।


এলাম বাতিঘরের সামনে । বাতি ঘরের স্টলে বসে ছিল পরিচিত মানুষ । ক্যাম্পাসে থাকতে সব সময় বাতি ঘরের শো রুম থেকেই বই কিনতাম । একটা দুইটা কিনতাম, কিনতাম দুই হাত ভরে । সে আমাকে খুব ভাল করেই চেনে । হাসি দিল আমাকে দেখে । কি আর করা কিনে ফেললাম কিশোর পাশা ইমনের "মিথস্ক্রিয়া" !


বাতিঘর থেকে এবার বই কেনার ইচ্ছে ছিল না কারন মেলা থেকে মাত্র২৫% কমিশন দিচ্ছে যেখানে আমরা শোরুম থেকে কিনে ৫০% পর্যন্ত কমিশন পেয়ে অভ্যস্ত । ইচ্ছে ছিল মেলা শেষে একদিন বাতিঘরের শোরুমে হামলা দিয়ে সব গুলো কিনে আনবো । ঠিক মেলা শুরুর দুই তিন দিন আগে চারটা কিনে এনেছিলাম । তার দুটো ছবি



এবার হাজির হলাম বাংলা একাডেমির স্টলের সামনে । আরজু পনি আপু আগের দিন রাতে একটা বাংলা অভিধান কিনতে উৎসাহিত করে পোস্ট দিয়েছিলো ফেসবুকে । কিনে ফেললাম আধুনিক বাংলা অভিধান ! যারা আমার ব্লগ পড়ে তারা জানে আমার লেখায় কত বানান ভুল হয় । এবার যদি কিছুটা ঠিক হয় !

সেদিনের মত ইতি হল মেলা অভিযান ।

আজকে অবশ্য যাওয়ার প্লান ছিল না তবে সকাল বেলা শান্তির দেবদূত ভাই ফোন দিলেন । বললেন যে যাবেন । ব্লগ কিংবা অনলাইনের মানুষজনের সাথে আমি ঠিক বাস্তবে দেখা সাক্ষাত করতে খুব একটা আগ্রহী নই কোন কালেই, খুব অল্প কয়েকজনের সাথেই আমার বাস্তবে পরিচয় আছে । তারা সব সময়ই কাছের মানুষ । কিন্তু শান্তির দেবদূত ভাই সবার থেকে আলাদা । গতবারও তার সাথে দেখা হয়েছি এবারও হয়ে গেল । এই বইমেলাতেই সামনের সপ্তাহে আবারও দেখা হবে আশা করা হচ্ছে যাই হোক । দেখা যাক তিনি বই কিনছেন আদী প্রকাশ থেকে


নীল টিশার্ট পরা ইনিই হচ্ছে শান্তির দেবদূত ভাই । দুঃখিত তার চেহারার দেখাতে পারলাম না আপনাদেরকে ;)

স্টলের ভেতরে জিকো ভাই (ব্লগার জিকসেস)কে দেখা যাচ্ছে । আরও একটু ভাল করে দেখুন


দেবদূত ভাইকে নিয়ে সেখান থেকে হাজির হলাম দেশ পাব্লিকেশনের সামনে ! সেখানে নোমান ভাই বই বের হয়েছে "জীবন বিত্তান্তে নেই"


তার পরেই ইশতিয়াক আহমেদের "সিনেমা হলের গলি"


এই দুটাই দেবদূত ভাই কিনে দিয়েছে আমাকে । :) !:#P

যাই হোক মেলা থেকে বের হয়ে এলাম । ছবির হাতে বসে ভাইয়ের সাথে পিয়াজু আর চপ খেলাম । দেবদূত ভাই জীবনে স্বাধীনতা সীমিত হওয়ার কিছু কথা বলল । যাক সময় টা কাটলো বেশ । আবার সামনে দেখা হবে আশা করা যাচ্ছে ।

মাত্র তো তিন গেলাম । আরও সামনে যাবো অনেক বার । আপনাদের কারো সাথে দেখা হলেও হয়ে যেতে পারে ।

মন্তব্য ৪০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:

বাহ্
নোমান, নাজিমের বই দেখে বেশ ভালো লাগলো ।

আপনার মেলা ভ্রমণ তো বেশ হলো...

জিকোর বইটা টানছে আমাকে...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: কিনে ফেলুন ।

দেখা যাক সামনে গিয়ে আর কটা কেনা যায় !

নাজিমের টা ঠিক এই মেলায় প্রকাশ পায় নি । ২০১৫ এর মাঝামাঝিতে প্রকাশ পেয়েছিলো !

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৪

সুমন কর বলেছেন: আরে, তুমি দেখি অনেক বই কিনে ফেলেছ। খুব ভালো করেছ।
শান্তির দেবদূত ভাই, কাজটি ঠিক করেননি....হাহাহা

শেয়ার করার জন্য ধন্যবাদ। +। !:#P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫১

অপু তানভীর বলেছেন: এখনও সামনে অনেক দিন পড়ে আছে । আরও কেনা হবে !! :D

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৭

আরণ্যক রাখাল বলেছেন: অনেক বই কিনছেন? বইয়ের দোকান দেবেন?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৯

অপু তানভীর বলেছেন: আমি জীবনে যত বই কিনেছি তা দিয়ে নিশ্চিন্তে বইয়ের দোকান দেওয়া যাবে ! B-))

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৭

গেম চেঞ্জার বলেছেন: ভাল্লাগছে ...

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৪৬

অপু তানভীর বলেছেন: :D :)

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:২৩

মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগ ল পোস্ট ।, এ ধরণের পোস্ট লেখকদের উৎসাহিত করবে সন্দেহ নেই ।
বইয়ের মাসে সময় আনন্দে কাটুক

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৪

অপু তানভীর বলেছেন: কেবল লেখকদের ই নয় পাঠকদেরও!!

বইয়ের মাসে আমার সময় এমনিতেই আনন্দে কাটে :)

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

মোস্তফা সোহেল বলেছেন: ইস আপনার মত যদি রোজ মেলায় গিয়ে বই কিনতে পারতাম

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: আরে বছরে একটা মাসই তো!!
চলে আসুন বই মেলায়!! কি আছে জীবনে!!

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

অগ্নি কল্লোল বলেছেন: শুভ কামনা।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫২

রানার ব্লগ বলেছেন: শী, রিটার্ন আফ শী আর শী আন্ড এলেন অনেক অনেক আগে পড়া শেষ করেছি, ব্লাড স্টোন, গার্ল অন দা ট্রেন টা কিনব ভাবছি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

অপু তানভীর বলেছেন: কিনে ফেলুন। দেরি করবেন না একদম।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: ইস্। :||

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬

অপু তানভীর বলেছেন: উস!! ;)

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

অপর্ণা মম্ময় বলেছেন: আমি কবে যাবো জানি না কিন্তু গেলে ভিড় বাড়ার আগেই যেয়ে আবার ফেরত আসতে চাই। নেক্সট হয়তো দেখব তোমার বইও এসেছে। এজন্য অগ্রীম শুভেচ্ছা

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৭

অপু তানভীর বলেছেন: নাহ!
এতো সহজে আসবে না তবে একদিন না একদিন আসবেই :)

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! প্রবাসে থাকায় গত কয়েক বছর যাবতই বই মেলা মিস করছি !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৮

অপু তানভীর বলেছেন: ছুটি নিয়ে চলে আসুন!! :)

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৯

আবু শাকিল বলেছেন: আগামী বছর আপনার লেখা বই কেনার ইচ্ছা রইল :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩১

অপু তানভীর বলেছেন: আরও কয়েক বছর অপেক্ষা করিতে হইবে মনে হয় :)

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৪

রুদ্র জাহেদ বলেছেন: বাহ!অনেকগুলোই নিয়ে ফেলছেন।নতুন কয়েকটি আমার লিস্টে যুক্ত হলো ;)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৩

অপু তানভীর বলেছেন: আজকেই কিনে ফেলুন :):)

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

ভাল কাজ করসেন।

আপনার লেখা গল্পের বই পামু কবে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৪

অপু তানভীর বলেছেন: পাবেন তবে অপেক্ষা করিতে হইবে ।
কতদিন অপেক্ষা করতে হবে সেটা অবশ্য ঠিক নাই !

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

বিদগ্ধ বলেছেন: বইমেলার যাবার জন্য আমি একজন শান্তির দেবদূত চাই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৫

অপু তানভীর বলেছেন: হে হে হে হে !!

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

তার আর পর নেই… বলেছেন: বইমেলায় কখনো যাওয়া হয়নি। রকমারি থেকেই বই আনাই।
একজন বললো, বইমেলায় নাকি কোন কমিশন দেওয়া হয়না।
হ্যাগার্ড এর দুইটা বই আমার সংগ্রহে আছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৭

অপু তানভীর বলেছেন: ২৫% দেওয়া হয় কমিশন । তবে দোকান থেকে কিনলে আরও বেশি পাওয়া যায় !

একবার চলে যান বই মেলায় । স্টল ঘুরে ঘুরে বই কেনার মজাই আলাদা !

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৭

সায়েম মুন বলেছেন: প্রতি বছর বই কিনতে কিনতে আমি দেউলিয়া হয়ে গেছি প্রায়। এবার ঠিক করেছি কোন বই কিনবো না। অবশ্য যদি কেউ উপহার দিতে চায় না করবো না। :-<

কিন্তু... আপনি যে লোভ দেখালেন... #:-S

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: আমিও মোটামুটি দেউলিয়া হয়ে যাই । তবে এবার পকেটের অবস্থা বেশ ভাল :)

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪২

নাজমুস সাকিব রহমান বলেছেন: আমার কাছে নতুন বই মানে কাগজের গন্ধ নেয়া। মনটা ভালো হয়ে যায়। যেহুতু চট্রগ্রাম থাকি, এখনো যাওয়া হয় নি। আশা করছি ২৩ তারিখের পর হানা দেবো। বাংলা অভিধান আমারও দরকার। এছাড়া আরও বেশ কিছু বই কিনবো।

লেখাটি ভালো লাগল, শুভেচ্ছা নেবেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৮

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ । :):)

১৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০

কথাকথিকেথিকথন বলেছেন: তিনদিনের অভিযানে তো দেখি অনেক বই কিনে ফেলেছেন !!! সুন্দ ঘুরাঘুরি ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯

অপু তানভীর বলেছেন: আরও হবে ঘুরাঘুরি ! চলে আসুন আপনিও :):)

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:০৭

ফেরদৌসা রুহী বলেছেন: অনেক বই কিনেছেন দেখি।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

অপু তানভীর বলেছেন: আরও কিনে ফেলবো :):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.