নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই কেবল রামপালের বিরুধী কথা বার্তা বলতেছে । বদ পুলাপাইন, দেশের উন্নতি চায় না । তারা দেখতেছে না, কি এক অপ্রতিরোধ্য গতিতে দেশ এগিয়ে চলছে । বুলেট গতিতে এগিয়ে যাচ্ছে । সব কটার বাসার কারেন্টের লাইন কেটে দেওয়া উচিৎ, তাহলেই তারা বুঝতে পারবে কারেন্ট কতটা জরুরী । কারেন্ট চাইবা আমার বন দিবা না তা তো হবে না ।
যাক সেই দিকে আমরা না গিয়ে আজকে বলতে এসেছি রামপাল সুন্দরবনের কি কি লাভ হবে । সবাই তো কেবল ক্ষতি ক্ষতি করতেছে লাভের কথা তো কেউ কইতেছেই না ! লাভ গুলা সিরিয়ালী মিলায়া নিন
১. আমরা জানি গাছের বেঁচে থাকার জন্য প্রয়োজন কার্বন ডাই অক্সাইড । আর রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে সব থেকে বেশি বের হয়ে সালফার আর কার্বন ডাই অক্সাইড । তাহলে ব্যাপারটা কি দাড়ালো ? রামপাল আসলে ইনডাইরেক্টলি গাছের খাদ্য তৈরি করছে । আর বেকুব পুলা পাইন কি না বলতেছে রামপাল হলে সুন্দরবন ধ্বংশ হয়ে যাবে । আরে বেটা তখন তো আরও বেশি বেশি গাছ তৈরি খেতে পারবে । বেশি বেশি খেতে খেতে তাদের পেট মোটা হয়ে যাবে । পরিমানে বাড়বে আরও !
২. দিন দিন আমাদের দেশে গরমের পরিমান বাড়ছেই । আমরা যেমন এসি ফ্যান চালিয়ে খানিকটা হলেো গরমের হাত থেকে বাঁচতে পারি কিন্তু বনের পশুরা তো এই গরমের হাত থেকে মুক্তি পায় না । তারা পশু বলে কি তাদের ভাল ভাবে বাঁচার কোন অধিকার নেই ? তাই উদ্যোগ নেওয়া হয়েছে রামপাল থেকে বিদ্যুৎ উৎপাদ করে বনে বনে এসি আর ফ্যান লাগানো হবে । যাতে করে বনের পশু পাখির গরমে কষ্ট না হয় । রয়েল বেঙ্গল টাইগারের জন্য তো এরই মধ্যে জেনারেল এসি কেনার জন্য টেন্ডারও আহবান করা হয়েছে ।
৩. শীত কালে নদীর পানি খুব ঠান্ডা থাকে । তখন বনের পশু পাখিরা শান্তিমত গোছল করতে পারে না । গত শীতে তো রয়েল বেঙ্গল টাইগার ১৭ দিন পর্যন্ত টানা গোছল না করে ছিল । রয়েল বেঙ্গলের বউ শেষে ঘর থেকে তাকে বের করে দেওয়ায় বাধ্য হয়ে ঠান্ডা পানিতে গোসল করতে হয়েছে । বেচারার কত কষ্ট হয়েছে । সেই জন্যই এমন ব্যবস্থা করা হয়েছে যেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে নিস্কাশিত গরম পানি পশুর নদীতে ফেলা হবে । যার ফলে নদীর পানির তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে । তখন বনের পশু পাখিটা শান্তিমত গোসল করতে পারবে !
৪. ছোট বেলায় আমরা অনেকেই ছাই কয়লা দিয়ে দাঁত মেজে এসেছি । এতে আমাদের দাঁত কত মজবুত হয়েছে । এই জন্য বনের পশুদের দাঁত মাজার জন্য রামপাল থেকে উৎপাদিত ছাই আর কয়লার এস দেওয়া হবে । তার যাতে ভাল ভাবে প্রতিদিন সকালে দাঁত মাজতে পারে সেদিকেও নিবির পর্যবেক্ষন করা হবে বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে । প্রতিদিন দাঁত মাজার ফলে তাদের দাঁত হয়ে উঠবে আরও মজবুত এবং শক্তিশালী !
৫. কিছু কিছু প্রানী হয় নিশাচর । তারা রাতের বেলা পরিস্কার দেখতে পায় কিন্তু বাকি প্রানীদের কি হবে । কেউ রাতে দেখতে পারে আর কেউ পাবে এমন অসমতা হতে দেওয়া যায় না । তাই রাতের বেলা বনের ভেতরে বৈদ্যুতিক বাতি সেট করে আলোকিত করা হবে । যাতে করে সবাই পরিস্কার দেখতে পায় !
৬. তাছাড়া রামপালের ধোয়া থেকে তো উন্নত মানের মুখে মাখা স্লো তৈরি হচ্ছেই । জানা গেছে এরি মধ্য সেই স্লো কেনার জন্য অগ্রিম বুকিং দেওয়া শুরু হয়ে গেছে । এবার আমাদের দেশে আর একজন মানুষও কালো থাকবে না । এই রামপাল স্লো মেখে একদম ফকফকা ফর্সা হয়ে উঠবে ! কারো মনে আর দুঃখু থাকবে না !
৭. বড় পুকুরিয়ায় জমি উর্বর হচ্ছে, ফসলের ফলন বৃদ্ধি পেয়েছে। বেগুন ক্ষেতে ছাই ছিটিয়ে জমি উর্বর করা হচ্ছে । কাঠ পুড়িয়ে তৈরী জৈব ছাই তৈরি করা গেলে খনিজ কয়লা পুড়িয়ে তৈরী জৈব ছাই তৈরি করা যাবে না কেন ? সেটা থেকেও আরও ভাল জমির সার তৈরি হবে ।কয়লা পুড়িয়ে তৈরী ছাই বিষাক্ত বলে এই ছাইয়ের মাধ্যমে জমি উর্বর করার বিপদজনক এমন কথা যারা বলছে তারা দেশে শত্রু আমি তো বলবো তারা কেবল দেশের নয় পুরো পৃথিবীর শত্রু ।
৮. ছাই মেশার ফলে যখন জমি উর্বর হবে তখন আরও বেশি বেশি গাছ জন্মাবে । সুন্দরবন আরও ছড়িয়ে পড়বে । একদিন দেখা যাবে ছাই-ছাইয়ে জমি এমন উর্বর হয়েছে যে সুন্দরবন ঢাকার গাজীপুর পর্যন্ত চলে আসবে । তখন আমরা বাসে করে শর্ট-নোটিশে সুন্দরবন ভ্রমনে যেতে পারবো ।
এতো এতো পজেটিভ দিক দেখানো হল তবুও যারা রামপালের বিরুধীতা করতেছেন তারা দেশ ও জাতির শত্রু । আমি তো বলবো দেশ ও জাতির নয় এই বিশ্বের শত্রু, বারেক ওবামার শত্রু, এমন কি এই গ্যালাক্সির শত্রু ! তাদের এই গ্যালক্সি থেকে বের করে দেওয়া হোক
।
--------------------------------------
এক জায়গায় রামপাল নিয়ে যত পোস্টঃ
হায় রামপাল! হায় সুন্দরবন!
রামপাল বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে নেট থেকে প্রাপ্ত কতিপয় কার্টুন
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৭
অপু তানভীর বলেছেন:
২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:১৫
সৈয়দ আহাম্মদ উপল বলেছেন: মনে হয় না সুন্দরবন'কে বাচাতে পারবো।
আমাদের নেত্রী তো রামপাল নিয়ে অনেক অযোক্তিক,হাস্য,রসাত্নকবোধ কথা বলছে।রামপালের ধোঁয়া সুন্দরবনকে আরও সুন্দর এবং হ্যান্ডসাম করিবে
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৩:৩৩
অপু তানভীর বলেছেন:
৩| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:১৩
বিলুনী বলেছেন:
রামপালে বিদ্যুত কেন্দ্র হলে দেশবিরোধি লাখ খানেক লোকের তপ্ত দীর্ঘষ্বাসে এমনিতেই সুন্দর বন পুরে ছাড় খার হয়ে যাবে যেমনটি দেশ পুরা শুরু হয়েছিল ৯১ দিনের আগুন সন্ত্রাসের কালে ।
তাই দেশে কোন বিদ্যুত কেন্দ্র হওয়ার দরকার নেই । দেশের উন্নয়ন বন্ধ হয়ে মানুষ থাকুক না কেন অন্ধকারে , উৎপাদন বন্ধ হয়ে মানুষ মরুক না খেয়ে । সারা দেশ ভরে যাবে গাছ পালাতে আর বাঘে ।
ভাল ভাল মানুষ থাকুক অন্ধকারে ও না খেয়ে আর এমন তর রামপালের ধোঁয়া সুন্দরবনকে আরও সুন্দর এবং হ্যান্ডসাম করিবে টিটকারী মারা চলুক সমান তালে । আজকের খবরের কাগজে দেখলাম জাতীয় পরিবেশবাদী কমিটিও নাকি নাই আর আন্দোলনে বিএনপির সাথে সমতালে । দেখি না এখন আন্দোলনটা যায় কোন ডালে ।
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: কিছু কিছু দলকানা মাথা মোটা পাব্লিক আছে যাদের বুদ্ধি আসলে মাথায় নয় হাটুতে থাকে তাও আবার যৎসামান্য । তারা বুঝে না যে মানুষ দেশের উন্নয়নের বিরুদ্ধে নয়, বিদ্যুৎ কেন্দ্রেরও বিরুদ্ধে নয়, মানুষ কেবল চায় বিদ্যুৎ কেন্দ্রাটা যেন আরও দুরে কোথাও হোক। কিন্তু সেই দলকানাদের হাটুতে এই কথা ঢোকাবে কে ?
৪| ৩১ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:১৫
সানড্যান্স বলেছেন: দারুণ হইসে অপু!
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৩
অপু তানভীর বলেছেন: থেঙ্কু
৫| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:১০
মিলন হোসেন বলেছেন: তাহলে তো ফেয়ার এন্ড লাভলি বিক্রি কমে যাবে যে।
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪
অপু তানভীর বলেছেন: সেটা আবার বলতে
৬| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ৮:২৩
সোহানী বলেছেন: এক অপ্রতিরোধ্য বুলেট গতিতে দেশ এগিয়ে চলছে ...... এসব অপুরা ষড়যন্ত্র করে বুলেট গতিকে কচ্ছপ গতি করছে। চুপ চুপ দাদা বাবুরা শুনলে গুম হয়ে যাবেন কিন্তু তখন সামুর সংকলন চালাবে কে?????
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৪
অপু তানভীর বলেছেন: গুম হতে চাই না তো তাই তো গুনগান করিলাম !
৭| ৩১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৭
শামছুল ইসলাম বলেছেন: এত সুন্দর বিশ্লেষণের পর আর কোন বিরোধীকে খুঁজে পাওয়া যাবে না আশা করি !!!
ভাল থাকুন। সবসময়।
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৫
অপু তানভীর বলেছেন: আমার তাই ধারনা
৮| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫১
হাসান মাহবুব বলেছেন: কী আর কমু!
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬
অপু তানভীর বলেছেন:
৯| ৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪
খোলা মনের কথা বলেছেন: আপনি ভালা পুলা এই বিষয়ে আমার কোন সন্দেহ নেই
পারলে আপুনার টুটাল লিষ্ট টুকুন প্রুদান মন্ত্রীর কাছে পাটাই দিয়েন। তাহলে জাতি আরও বেশি উপকারিত হপে
বদমাইশ পোলাপাইন সব দেশও জাতির শত্তুর ভাল খারাপ বুজে না। রামপালের বিরোধীদের নবীন রাজাকার উপাধী দেওয়া হোক!!!! আর এদের শাস্তি হিসাবে তাদের ঘরের বিদ্যুৎ লাইন কেটে সুন্দরবনে বনবাসে পাঠিয়ে দেওয়া হোক
৩১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭
অপু তানভীর বলেছেন: আইজই কাটিয়া দেওয়া হৌউক
১০| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৩
আশাবাদী অধম বলেছেন: নাহ! আপনাদের নিয়া আর পারা গেলো না, ছাত্রলীগ এত বছর পরে শখ করে স্বাধীনতা দাবী করল অমনি আপনাদের আর সহ্য হলনা। বিভিন্ন নিত্য নতুন আবিষ্কার আপনারা আসলে ছাত্রলীগকে স্বাধীনতা পুরস্কার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছেন।
ফিরিয়ে দাও সে অরণ্য, লহো এ নগর।
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৫০
অপু তানভীর বলেছেন:
১১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১০
হিমেল (এস কে) বলেছেন: তখন সুন্দরবনের উদ্দেশ্যে গিয়ে রামের পাল দেখব
৩১ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
অপু তানভীর বলেছেন:
১২| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ১১:২৩
মেহেদী হাসান সাব্বির বলেছেন: হাঁসতে হাঁসতে পেটে খিল ধরে গেল
আমার মনে হয় রামপাল বিরোধীদের কোন রকম জামা কাপড় ছাড়া মঙ্গল গ্রহে পাঠিয়ে হউক
০১ লা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৬
অপু তানভীর বলেছেন: তাই করা বাকি আছে মনে হইতেছে
©somewhere in net ltd.
১| ৩১ শে আগস্ট, ২০১৬ রাত ২:৪৩
রায়হানুল এফ রাজ বলেছেন: অনেক সুন্দর বিশ্লেষণ।