নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে এই রহস্যময় অপেক্ষা থেকে মুক্তি দাও
আকাশের তারারা ঝড়ে পরে ; বাতাস ছুটে চলে আপন গতিতে.
অবশেষে আমি আমার হৃদয় মাঝে তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারবো.
একসাথে স্পন্দিত হবে দুটি হৃদয়
বিশ্বাস কর, এই হাজার বছরের অপেক্ষাতে
আমার হৃদয় কোন দিন বদলায় নি, আমার প্রতিশ্রুতি তোমাকে দিলাম আমি
যত কঠিন শীতই আসুক না কেন
আমি তোমাকে কখনও যেতে দেব না ।
এখন আমার হাত ধরো, আর আপনার চোখ বন্ধ করো
আর ভেবে দেখো আমরা একসাথে ছিলাম ভালবাসায়
আমরা দুজন দুজনকে কতই না ভালবাসতাম, এটা এমনই এক বেদনার সৃষ্টি করেছে
এমনকি আমরা বলতেও পারি না যে "আমি তোমাকে ভালবাসি"
প্রতি রাতে আমার হৃদয়ে ক্ষত বিক্ষত হয় ।
তবুও আমি তোমার কথা চিন্তা করা থামাই না ।
বড় দীর্ঘ সময় আমি একা একা থেকেছি
এবং হাসি মুখেই সেটা সামলেছি ।
বিশ্বাস কর, আমি অপেক্ষা করাটাই বেছে নিয়েছি
যদিও এটা কষ্টের, তবুও আমি যাব না ।
অবিরাম শীতলতা থেকে
কেবল আমাদের হৃদয়ের কোমলতাই আমাদের কে রক্ষা করতে পারে
আমাদের হৃদয়ের ভালবাসাকে ফুটন্ত ফুল হতে দাও
আমরা কখনও মাথা নোয়াবো না, সময়ের ভেতরে ছুটে চলবো অবিরাম
আর কখনও আমাদের স্বপ্নকে ছেড়ে যাবো না
আমরা দুজন দুজনকে কতই না ভালবাসতাম, এটা এমনই এক বেদনার সৃষ্টি করেছে
এমনকি আমরা বলতেও পারি না যে "আমি তোমাকে ভালবাসি"
আমাদের হৃদয়ের ভালবাসাকে ফুটন্ত ফুল হতে দাও
আমরা আমাদের প্রতিশ্রুতি কখনোই ভুলে যাবো না
আমাদের ভালবাসা আমাদেরকে অনুসরণ করবে যখন
আমরা অবিরাম স্থান এবং সময় মাধ্যমে ভ্রমণ করবো একসাথে !
এমনকি আমরা বলতেও পারি না যে "আমি তোমাকে ভালবাসি"
ভালবাসাই এমন অপার রহস্য যা এমন এক হৃদয়ে অবস্থান করে যে হৃদয় কোন দি পরিবর্তিত হয় না ।
০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৭
অপু তানভীর বলেছেন: !!!!
২| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২৮
বিজন রয় বলেছেন: হৃদয়ের কোমলতায় মাথা নোয়ালাম।
++++
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৩
অপু তানভীর বলেছেন:
৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৩৩
রক্তিম দিগন্ত বলেছেন:
কবিতায়ও অনুবাদ??
তবে কবিতার আবেগটা ভাল লাগছে। মনে লাগছে। তাই অর্ধেকের পর গেলাম না। আবেগ বাড়ায়া লাভ নাই।
০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১:৫৫
অপু তানভীর বলেছেন: না যাওয়াই ভাল !
©somewhere in net ltd.
১| ০৩ রা অক্টোবর, ২০১৬ বিকাল ৪:২২
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশকে 'ভালোবাসার দেশ ' হিসেবে ঘোষণা করার সময় হয়েছে।