নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এগারো বছর পরে আবারও মেয়েটির সাথে দেখা হয়ে গেল তার । মেয়েটি নিজের জমজ বাচ্চা সামলাতে ব্যস্ত । হাসি মুখে তাকে বলল, "এখন আর আমাকে মনে করেন না, তাই না ? আমি বলেছিলাম সেটা কেবলই মোহ ছিল ! বলেছিলাম না ?"
সে কোন কথা বলল না । কেবল একটু হাসলো ! বাচ্চাদের নিয়ে ব্যস্ত মেয়েটির দিকে রইলো একভাবে !
মেয়েটি এখনও জানে না, তার মোবাইলের লক স্ক্রিনে এখনও মেয়েটির সেই নীল শাড়ি পরা ছবিই সেট করা । এখনও ফেসবুকের পাসওয়ার্ড মেয়েটির নামেই রয়ে গেছে !
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৬
অপু তানভীর বলেছেন: এই আবেগের জন্য জীবন অর্ধেক ত্যাশপাতা হুয়ে গেলু !!!
২| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
হাতুড়ে লেখক বলেছেন: খনও ফেসবুকের পাসওয়ার্ড মেয়েটির নামেই রয়ে গেছে !
আমার ব্লগের পাসওয়ার্ড মেয়েটার নামে!!
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
অপু তানভীর বলেছেন: ভালু কথা নহে মোটেও । বদলে ফেলেন !
৩| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:০২
ব্লগ মাস্টার বলেছেন: করুনা হয় তাদের জন্য ।কেন যে তারা প্যান সাটের ওগুলো চেঞ্জ করতে পারে না ।
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৭
অপু তানভীর বলেছেন: আপনি বুঝবেন না
৪| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: স্মৃতিকাতর হলাম!
২৯ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১২:২৮
অপু তানভীর বলেছেন: কত কিছু মনে পড়ে !
৫| ০৬ ই মে, ২০১৭ দুপুর ২:০৩
সাকিন সিকদার (জেন) বলেছেন:
০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন:
৬| ২৮ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১২
খাঁজা বাবা বলেছেন: বিরহ
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
শান্তির দেবদূত বলেছেন: আহারে! কি আবেগ , ভালো লাগলো