নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ছোট গল্পঃ আন্দোলনে চল ...

০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:০৩

ঘন্টা পড়েছে একটু আগেই । জাফর উল্লাহ রোল কলের খাতা নিয়ে ক্লাস রুমের দিকে এগিয়ে চলেছে । তার মেজাজ টা আজ বেশ চড়া । আজ সকাল থেকেই তার মেজাজ গরম হয়ে রয়েছে । গত কয়েক দিন থেকেই দেশে যা হচ্ছে তা তিনি কিছুতেই সহ্য করতে পারছে না । সব চেয়ে বড় কথা তার নিজের ক্লাসের ছেলেই কি না এই আন্দোলনে গেছে ।

তিনি বুঝতে পারছেন না এখানে ছাত্ররা কেন রাস্তায় নামবে ? আরে দোষী ড্রাইভারকে তো পুলিশ ধরেছে । ব্যাস খেল খতম !
কিন্তু না এখানে আবার আন্দোলন !
আজকে আন্দোলন বের করবেন তিনি ।

কলেজে আসতেই প্রিন্সিপালের রুমে তার ডাক পড়ে । প্রিন্সিপাল তাকে ভাল চোখে দেখে । অবশ্য এই জন্য তাকে বেশ কিছু কাজও করতে হয় । আজও তেমনই একটা কাজ করতে বলা হয়েছে তাকে । তাকে বলা হয়েছে তার ক্লাসে কেউ আন্দোলনে গিয়েছিলো কি না সেটা খোজ বের করতে । তারপর সেই ছাত্রকে তার কাছে নিয়ে আসতে বলা হয়েছে । তার ভাষ্যমতে একজন দুইজনকে টিসি দিয়ে বের করে দিলেই আর কেউ আন্দোলনে যাওয়ার সাহস পাবে না ।

প্রিন্সিপালের কাছ থেকে কাছ থেকে কথাটা শুনেই জাফর উল্লাহ মনে মনে ঠিক করে নিয়েছেন কাকে তিনি আজকে টিসি দেওয়ার জন্য ধরবেন । গতকাল রাতেই তিনি টিভিতে ছেলেটাকে দেখেছেন । ছেলেটার নাম সবুজ । খুব ভাল করে চেনে তাকে । তার কাছে একদিন পড়তে গিয়েছিলো তারপর আর যায় নি । তার নাকি ভাল লাগে নি পড়ানো । আজকে তাকে মজা দেখাবেন ।

ক্লাস রুমে ঢুকতেই জাফর উল্লাহ চোখ তুলে সবাইকে দেখলেন । তার চোখ খুজতে লাগলো পরিচিত সেই চেহারাটা ।
এই তো পেয়ে গেছেন ।
পেছনের বেঞ্চের আগের বেঞ্চে বসেছে । তিনি খাতাটা জোড়ে শব্দ করে রাখলেন টেবিলের উপর । তারপর সবার উদ্দেশ্য করে বললাম
-তোদের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে । শত মানা করা স্বত্ত্বেও তোরা রাস্তায় নেমেছিস ? কে কে গেছিস আন্দোলনে ?


সবাই মাথা নিচ করে দাড়িয়ে রয়েছে । জাফর উল্লাহ আবার চিৎকার করে উঠলো ।
-কে কে গেছিস ?

কেউ কোন কথা বলল না । তিনি সবার মুখের দিকে তাকিয়ে রইলেন । সবাই একটু ভয় পেয়েছে তার কন্ঠ শুনে ।
-বস সবাই ।
সবাই চুপ করে বসে পড়লো । তারপর জাফর উল্লাহ বলল
-সবুজ দাড়া !

সবুজ খানিকটা ইতস্তত করে আবার উঠে দাড়ালো । ওর হাতের দিকে তাকিয়ে দেখলো সাদা কাপড় দিয়ে ব্যান্ডেজ বাঁধা । জাফর উল্লাহ বলল
-তুই কেন গিয়েছিস আন্দোলনে ? মানা করার পরেও !
সবুজ কিছু বলল না । চুপ করে রইলো ।
-খুব নেতা হয়েছিস ? খুব বড় নেতা ? বেড়িয়ে আয় ! তোর আর কলেজে পড়তে হবে না । আজই তোকে টিসি দিয়ে বের করে দেব । বেরিয়ে আয় এখনই !

সবুজ কিছুটা সময় অবাক হয়ে তাকিয়ে রইলো জাফর উল্লাহর দিকে । তারপর ব্যাগটা কাধে নিয়ে বেঞ্চ থেকে বের হওয়ার জন্য যেই এক পা বের করেছে তখনই জাফর উল্লাহ দেখতে পেল দ্বিতীয় সারি থেকে একজন উঠে দাড়ালো । এই ছেলেটা তার কাছে প্রাইভেট পড়ে । রাজিব নাম । তার খুব পছন্দের একটা ছেলে । আর তিনি এও জানেন সবুজকে এই রাজিব একদম দেখতে পারে না । তার কাছে বের কয়েকবার সবুজের নামে নালিশ দিয়েছে । জাফর উল্লাহ ভাবলো রাজিব নিশ্চয় সাক্ষি দেওয়ার জন্য উঠে দাড়িয়েছে । কিন্তু রাজিব বলল
-স্যার আমিও গিয়েছিলাম সবুজের সাথে । ওকে টিসি দিলে আমাকেও দিতে হবে !

জাফর উল্লাহ অবাক হয়ে তাকালেন রাজিবের দিকে । এমন কি সবুজও অবাক হয়ে তাকিয়েছে রাজিবের দিকে । সে ভাবতেও পারে নি রাজিব এমন একটা কথা বলতে পারে । জাফর উল্লাহ অবাক হলেও সামলে নিলো । তারপর বলল
-তোরা দুজনেই বেরিয়ে আয় !

রাজিব বের হতে যাবে তখন পেছন থেকে আরও দুজন ছেলে দাড়িয়ে গেল । দুজন এক সাথেই বলল
-স্যার আমরাও গিয়েছিলাম !

জাফর উল্লাহ কেবল অবাক হয়ে দেখলেন পরের এক মিনিটের মাথায় ক্লাসের প্রত্যেকটা ছেলে দাড়িয়ে গিয়েছে । সবাই গতদিন রাস্তায় নেমেছে । জাফর উল্লাহ কি করবেন বুঝতে পারলেন না । তিনি তখনই ক্লাস থেকে বের হয়ে গেলেন । এক প্রকার দৌড়েই চলে গেলেন প্রিন্সিপালের ঘরে । ঘটনা খুলে বলতেই প্রিন্সিপালের চোখ আকাশ উঠলো । তারপরেও তিনি বললেন
-সবাইকে এখানে নিয়ে আসো ।
-কিন্তু স্যার পুরো ক্লাস !
-তো কি হয়েছে ? আপনি জানেন না এই কলেজের গভার্নিং বডিতে কে আছে ! কিছুতো একটা করতেই হবে ।

জাফর উল্লাহ কিছু বলতে গিয়েও বলল না । তিনি খুব ভাল করেই জানেন প্রিন্সিপাল কার কথা বলছে । আর কোন কথা বলল না । ঘর থেকে বের হতে যাবেন তখনই আরেক অবাক করা দৃশ্য দেখলেন । প্রত্যেকটা ক্লাস রুম থেকে পিলপিল করে ছাত্ররা বের হয়ে আসছে । সবাই এসে জড় হচ্ছে প্রিন্সিপালের রুমের সামনে ।

জাফর উল্লাহ আর প্রিন্সিপাল দুজনেই নিজেদের দরজার সামনে এসে দাড়িয়েছে । কারো মুখে কথা নেই ।
ভীড় থেকে একজন সামনে এগিয়ে এল । তারপর বলল
-স্যার সবাই রাস্তায় নেমেছি । আমার ভাই আর বোনের খুনের বিচার চাইতে নেমেছি । খুনের বিচার চাওয়া যদি অপরাধ হয় তাহলে আমরা সবাই অপরাধী । আপনি আমাদের সবাইকে বের করে দিন !


প্রিন্সিপাল কিছুটা সময় কেবল অবাক হয়েই ছাত্রদের দিকে তাকিয়ে রইলো । কি তীব্র সেই চাহনী । তিনি তাকিয়ে থাকতে পারলেন না । নিজের কাছেও লজ্জিত লাগছে তার । একটু আগে তিনি কি ভাবছিলেন আর এখন কি দেখলেন !


ছাত্ররা দেখলো তাদের প্রিন্সিপাল ঘরের ভেতরে চলে গেল । ছাত্ররা দাড়িয়েই রইলো । ঠিক ৫ মিনিটের মাথায় স্কুলের মাইকে প্রিন্সিপাল স্যারের কন্ঠ শোনা গেল ।

"প্রত্যেক ক্লাস টিচারদের অনুরোধ করা যাচ্ছে আন্দোলনে যেতে ইচ্ছুক ছাত্রদের সাথে যাওয়ার জন্য । ছাত্রদের নিরাপত্তার দিকটা বিশেষ ভাবে দেখার জন্য বলা হচ্ছে তাদের । ছাত্রদের ন্যায্য দাবীর সাথে আমি একাত্বতা জানালাম"

পুরো কলেজ ক্যাম্পাসের ছাত্ররা একসাথে উল্লাস করে উঠলো । তাদের আন্দোলন চলবেই । আগে তো স্যারদের ভয়ে ভয়ে রাস্তায় নামতো তারা আজ থেকে স্যারেরা তাদের এই ন্যায্য আন্দোলনে সাথে আছে । চল চল সবাই আন্দোলনে চল !

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৮ রাত ১২:২০

ইব্‌রাহীম আই কে বলেছেন: ছাত্রদের এমন ইউনিটি বাস্তবে আরো বেশি করে থাকার দরকার।

০২ রা আগস্ট, ২০১৮ রাত ২:১৪

অপু তানভীর বলেছেন: হুম

২| ০২ রা আগস্ট, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: সব কিছুর নিয়ম আছে। তোমরা ছাত্র মানুষ প্রতিবাদ কর, স্মারকলিপি দাও, মানববন্ধন কর। কিন্তু লাইসেন্স কেন চেক করবে?

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৫

অপু তানভীর বলেছেন: থাকেন বইসা নিয়ম নিয়াই !


দেশ তো চলছে তো নিয়মমাফিক, নাকি ?

৩| ০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৬

খাঁজা বাবা বলেছেন: সাধারন মানুষ যখন আইন হাতে তুলে নেয়, সেটা ভাল লক্ষন না
বুঝতে হবে রাষ্ট্র যন্ত্র আর চলছে না
সুধরানোর জন্য একটা বড় ধাক্কা প্রয়োজন ছিল
তবে এটা বেশিদিন চলতে পারে না।
যার যা কাজ তাই তাই গুরুত্ব সহকারে করা উচিত
পুলিশের ও বোঝা উচিত তারা ভুল করেছে

০৩ রা আগস্ট, ২০১৮ দুপুর ২:৫৬

অপু তানভীর বলেছেন: এটা বেশি দিন চলবেও না । এটা কেবল আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে দেখো এই ভাবে দায়িত্ব পালন করতে হয় ।

৪| ০৩ রা আগস্ট, ২০১৮ রাত ৮:৫৩

মোঃ আল মামুন শাহ্ বলেছেন: প্রতিবাদের ভাষা অবশ্যই অশালীন হওয়া উচিত নয়।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: কেডা কইছে ?

৫| ১১ ই আগস্ট, ২০১৮ সকাল ১১:১৬

চেংকু প্যাঁক বলেছেন: আমি দেশের প্রধানমন্ত্রী হইতে পারলে আপনেরে শিক্ষামন্ত্রীর পদ অফার করমু।
++++++++++++++

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:৪৭

অপু তানভীর বলেছেন: যে পদে আগে নাহিদ কাক্কু ছিল সেই পদে আমি জীবনেও বসুম না ! =p~

৬| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৩:০৭

হাসান ৭৮৬ বলেছেন: যেসব ছেলে পুলে নেমেছিল তারা ভবিষ্যত প্রজন্ম।দেখা যাক তারা ক্ষমতায় এলে দেশ কি পায়।আমি জানি কিছুই হবেনা।অনিয়ম আর দূর্নীতি আমাদের রক্তে মিশে গেছে। /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.