নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সামুতে আট বছর....

১৭ ই জুলাই, ২০১৯ রাত ১:১৮

ছবি গুগল

আট বছর আগে এই ব্লগে আমি একাউন্ট খুলেছিলাম ।
আট বছর !
ব্যাপারটা ভাবতেই কেমন যেন লাগছে ! আট টা বছর অনেক লম্বা সময় । আমার জন্য তো অনেক সময় । আমি আমার পুরো জীবনে কোন জিনিসের পেছনে খুব বেশি সময় ব্যয় করি নি । কিছু সময় সেটার পেছনে পার করার পরেই আমার আগ্রহ শেষ হয়ে যেত । সেই দিক দিয়ে সামুর পেছনে আট বছর পার করে দিলাম । সামুর আগে সব থেকে বেশি সময় দিয়েছিলাম আমার প্রেমিকার পেছনে । মোটামুটি ছয় বছর টিকে ছিল সেটা । এই দিক দিয়ে সামহোয়্যান ব্লগই এমন একটা ব্যাপার যার সাথে আমার এতো দীর্ঘ দিনের সম্পর্ক । এই সম্পর্ক থাকবে আরো হয়তো অনেক দিন ।

মাঝে কয়েক দিনের জন্য সামুতে একদমই প্রবেশ করা যাচ্ছিলো না । সত্যিই বলতে কি সেই কটা দিন যখনই অনলাইনে এসেছি তখনই কেমন যেন খালি খালি লাগছিলো । বারবার মনে হচ্ছিলো কি যেন ঠিক নেই আমার কাছে । কোথাও যেন যেতে পারছি না আমি । এই ভালবাসা এক দিনে তৈরি হয় নি । অনেক সময় পার হওয়ার পরে এই সময় এসেছে ।

আমার সাথে আগে যারা ব্লগিং করতো এখন বলতে গেলে কেউ ই আর নেই এখানে । সবাই নতুন নতুন এখানে । অন্তত আমার কাছে । আগের কাউকেই এখন আর ব্লগে দেখি না খুব একটা । সেই সময়ে আমি সামুতে খুব গল্প পড়তাম । কত চমৎকার সব গল্প আসতো তখন । খুজে খুজে সেই সমস্ত মানুষদের লেখা গল্প গুলো পড়েই দিন কেটে যেত । তারপর একজন দুইজন করে কমতে কমতে এখন আর কেউ নেই বলতে গেলে । পছন্দের দুই একজন গল্পকার আছেন কেবল । তাও খুবই কম পোস্ট দেন তারা । সবাই এখন ফেসবুকে চলে গিয়েছে ।

এখনও কয়েকজন গল্প লিখেন । তাদের লেখা গুলো পড়ি । চুপচাপ তারপর চলে আসি । মন্তব্য করতে ইচ্ছে করে না । আমি অবশ্য সব সময়ই মন্তব্যের ব্যাপারে খানিকটা উদাসীন । কোন লেখা আমার খুব বেশি ভাল না লাগলে সেখানে মন্তব্য করি না । আমাদের ব্লগ কালচারে একটা অলিখিত নীতি সবাই এখনও খুব মেনে চলে দেখি । আগেও এটা যেমন ছিল এখনও আছে ।

আগে দেখতাম কিছু অখাদ্য লেখাতে প্রচুর মন্তব্য আবার খুব চমৎকার লেখাতে কোন মন্তব্য নেই । এখনও এই কালচারটা এখানে আছে । এখনও ব্লগাররা কেবল তাদের কমেন্ট বিনিময় প্রথা মেনে চলে । আমার ব্লগে কমেন্ট কর তাহলেই আমি তোমার ব্লগে কমেন্ট করবো । আমার টা পড় তাহলেই আমি তোমারটা পড়বো ! এই জন্য তখনও দেখা যেন লেখা যেমনই হোক যদি একজনের পরিচিত, ইন্টারেকশন ভাল হত তাহলেই খুব পরিচিতি পেয়ে যেত লেখাটা । অন্য দিকে অনেক ভাল লেখা চলে যেত চোখের আড়ালে । এই ব্যাপারটা এখনও আছে খুব ।

না, আমি মোটেই বলছি না এই ব্যাপারটা খারাপ । ব্লগ সচল রাখতে, জমজমাট রাখতে হয়তো এটা চমৎকার এক কাজ করে । কিন্তু এই ব্যাপারটা আমার কোন দিনই আসে না । আর হয়তো কোন দিন আসবে না ।

যাই হোক অনেক কথা হল । আট বছর সামুতে দেওয়ার জন্য নিজেকে নিজেই অভিনন্দন জানাই । ইদানিং মনিটরের দিকে বেশি সময় তাকিয়ে থাকতে পারি না । চোখের কি যেন হয়েছে ! এই বয়সেই চোখের অবস্থা এমন হলে কিভাবে চলবে ! সামনে হয়তো এমন দিন আসবে আর হয়তো দেখতেই পাবো না । তবে যতদিন দেখা যাবে আর যতদিন সামু সচল থাকবে ততদিন লেখা এখানে আছি ।

আমার ব্লগের একটা পরিসংখ্যান দিয়ে দিলাম নিচে । কোন কারন নেই তবুও বর্ষ পূর্তির পোস্টে পরিসংখ্যান দেওয়া নিয়ম । ব্লগটি মোট ২৬,২৩,১৬১ বার দেখা হয়েছে । এটা আমার ব্লগের হিট সংখ্যা । এটা এই সামহোয়্যান ইন ব্লগের সব বেশি হিট প্রাপ্ত ব্লগ । আই এম হিট ম্যান !
এই আট বছরে পোস্ট করেছি ১১০০টি (এই পোস্ট নিয়ে) । যার ভেতরে ৭০০টার মত গল্প । এই জীবনে আমি ৭০০ গল্প লিখে ফেলেছি । যতই অখাদ্য কুখাদ্য গল্প হোক, সেগুলো গল্প তো ! নিজের লেখা গল্প ।
আট বছরে মোট মন্তব্য করেছি: ২০৭৬১টি আর মোট মন্তব্য পেয়েছি: ৩৭৬৭৫টি । আমার বেশির ভাগ মন্তব্যই আসলে নিজের ব্লগে করা মন্তব্যের প্রতিউত্তর । আর বাদ বাকি গুলো অন্যের ব্লগে ।
ব্লগ লিখেছি: ৮ বছর ৬ ঘন্টা
অনুসরণ করছি মাত্র একজনকে । আগে অনেককেই অনুসরণ করতাম । কিন্তু এখন তারা আর কেই ব্লগ লিখেন না । তাই তাদের আর অনুসরণ করা হয় না । আর আমাকে অনুসরণ করছে মোট ১১১৯ জন । অবশ্য জানি আমাকে অনুসরণ করা অনেকেই ব্লগ ছেড়ে চলে গেছে অনেক আগেই ।

এই গেল আমার ব্লগের আট বছর । সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে নয় বছর পূর্তি পোস্টও দিবো ।

সবাই ভাল থাকুক ।
টিকে থাকুক আমাদের সামহোয়্যারইন ব্লগ !
জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই ব্লগে লিখে যেতে পারি !


ব্লগের কিছু স্ক্রিনসট জমা করে রাখি এই পোস্টে






মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১:২৫

শ্রাবণ আহমেদ বলেছেন: প্রিয় আমার এক বছর হতে চললো। অবশ্য সামুতে বিচরণ আপনাকে অনুসরণ করেই।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

২| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ১:৩৫

আর্কিওপটেরিক্স বলেছেন: অভিনন্দন :)

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:২০

কাওসার চৌধুরী বলেছেন:
অষ্টম বর্ষপূর্তীতে শুভেচ্ছা রইলো।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫২

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৪| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৩৮

আরোগ্য বলেছেন: অভিনন্দন।

অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। অল্প সময়ের আমার ধারণাও কিছুটা এমনই।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৫| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ২:৪৯

অর্থনীতিবিদ বলেছেন: অভিনন্দন রইলো।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৬| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৮:৪৯

রাজীব নুর বলেছেন: অভিনন্দন আপনাকে।
আট বছর অনেক লম্বা সময়।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবা
আট বছর আসলেই লম্বা সময় !

৭| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৬

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৮| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ৯:০৮

নতুন নকিব বলেছেন:




অভিনন্দন আপনাকে।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৯| ১৭ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: Congratulations.

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১০| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:০৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অষ্টম বর্ষপূর্তীতে শুভেচ্ছা রইলো।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১১| ১৭ ই জুলাই, ২০১৯ দুপুর ২:২০

তারেক_মাহমুদ বলেছেন: ৭০০ গল্প লিখেছেন এটা অনেক বড় ব্যাপার। আর আট বছর অনেক লম্বা সময়। আপনার কিছু কিছু গল্প পড়েছি বেশ ভাল লেগেছে। লিখতে থাকুন, শুভকামনা রইলো।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১২| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৬

মিথী_মারজান বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা।
আট বছর টিকে থাকাটাও বিরাট সাফল্য।
আর এতগুলো গল্প লিখেছেন!
সংখ্যা দেখে আমারতো রীতিমত হিংসা হচ্ছে আপনাকে। :)
আজীবন মসৃন পথচলা হোক সামুতে, শুভকামনা রইল। :)

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৪

অপু তানভীর বলেছেন: এতো লম্বা সময় আমি কোন কিছুর সাথেই ইচ্ছে করে থাকি নি !

১৩| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৮ম বর্ষপূর্তির শুভে্ছা :)

এই পথ চলা হোক আরো দীর্ঘ - - -

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৩৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।

আপনিও তো সাথে রয়েছেন !

১৪| ১৭ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন হে! দী্র্ঘতর হোক আপনার পথ চলা ।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১৫| ১৮ ই জুলাই, ২০১৯ সকাল ৭:০৯

বিদেহী_আত্মা বলেছেন: আপনি এখনো ব্লগ লেখেন দেখে ভালো লাগলো। আপনার কি ইমন জুবায়ের ভাইয়ার কথা মনে আছে? আমি কিছুক্ষণ আগেই তাকে নিয়ে আপনার একটা লেখা পড়লাম। যেখানে ইমন ভাইয়া কমেন্ট করায় আপনি অনেক খুশি হয়েছিলেন।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৫

অপু তানভীর বলেছেন: হ্যা তার কথা সব সময়ই মনে থাকে । তাকে তো ভোলার উপায় নেই ।
তার কমেন্ট পেয়ে আমি সত্যিই খুশি হয়েছিলাম ।

১৬| ১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ২:৫১

সানজিদা হোসেন বলেছেন: অভিনন্দন

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১৭| ১৮ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৯

নীল আকাশ বলেছেন: ৮ম বর্ষপূর্তির শুভেচ্ছা রইল গল্পকার!

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৪

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৮| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অভিনন্দন অপু ভাই। সর্বক্ষণ শুভকামনা।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৭

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫

অঞ্জন রায় বলেছেন: আজ থেকে যাত্রা শুরু করলাম সামুতে। আপনার পোষ্ট অনেক দিন থেকেই পড়ি। তবে একাউন্ট খুললাম আজকে।।

১৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮

অপু তানভীর বলেছেন: গ্রেইট টু নো !

সামুতে আপনার পথ চলা শুভ হোক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.