নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক ছিল রাখাল বালক । রাখাল বালকের সারাদিন বনের পাশের মাঠে বসে গরুদের ঘাস খাওয়াতো আর তার স্মার্ট ফোন থেকে ফেসবুক চালাতো । এমনই এক অলস বিকেলে রাখাল বালকের মাথায় এক দুষ্ট বুদ্ধি এসে হাজির । সে তার ফেসবুক একাউন্ট থেকে স্টাটাস দিল, বাঘ এসেছে ! আমাকে বাঁচাও !
রাখাল বালকের ফেসবুক ফ্রেন্ডলিস্টে গ্রামের অনেকেই এড ছিল । বিশেষ করে গ্রামের সকল মেয়ে তার ক্লোজ ফ্রেন্ড ছিল । এই স্টাটাস দেওয়ার সাথে সাথে এঞ্জেল পরি নামের এক মেয়ে সেটা শেয়ার দিল নিজের ওয়ালে । শেয়ার দিয়ে লিখলো, এই রাখাল বালক আমার বন্ধু । আজকে ওকে যে রক্ষা করবে তাকে আমি আমার ইমু নাম্বার দিবো ।
আরও অনেকে নানান কাতুতি মিনতি করে সেই পোস্ট শেয়ার দিল ।
এদিকে কয়েকজন কৃষক নিজেদের মাঠে কাজ করছিলো আর মাঝে মাঝে তার ফেসবুকটা চেক করছিলো । এঞ্জেল পরির পোস্ট শেয়ারের সাথে সাথে তাদের কাছে নটিফিকেশন গিয়ে হাজির । এঞ্জেল পরিকে তারা সি ফার্স্ট করে রেখেছিলো । আর যায় কোথায় তারা তখনই রাখাল বালককে রক্ষা করতে বনের পাশের মাঠের দিকে দৌড় দিল ।
কিন্তু গিয়ে দেখলো রাখাল বালক দিব্যি সুস্থ সবল ভাবে বসে আছে । আর ফেসবুকিং করছে ।
ওরা তো রেখে গেল খুব । রাখাল বালক দাঁত বের করে হাসলো খুব । তারা আসতেই তাদের কে নিয়ে একটা সেলফি তুলে ফেলল চট করে । তারপর সেটা সেটা পোস্ট করে দিল । সেই পোস্টে অনেক হাহা পড়লো । কৃষকদের নাক কাটা পড়লো ।
কৃষক কয়জন ফিরে এসে নিজেদের ফেসবুকে খুব জ্বালাময়ী এক স্টাটাস দিল । বর্তমান যুবক সমাজের যে কি পরিমান অবক্ষয় ঘটেছে সেই ব্যাপারে বিস্তার আলোচনা হল ।
ফেসবুকে অনেকে রাখাল বালকের উপর খুব নাখোশ হল । কেউ কেউ তাকে ট্যাগ করে আনফ্রেন্ড করে দিল । তাদের বক্তব্য হচ্ছে যে ছেলে এমন গুজব ছড়াতে পারে তার সাথে বন্ধুত্ব মানায় না ।
তবে এঞ্জেল পরি কিন্তু ঠিকই রাখাল বালকের পক্ষ নিল । যখন অনেকে রাখাল বালকের বিপক্ষে দাড়িয়ে স্টাটাস দিচ্ছিলো তখন এঞ্জেল পরি স্ট্যান্ড ফর রাখাল হ্যাস ট্যাগ ক্যাম্পেইন চালু করলো ।
এই ভাবে কদিন চলে গেল । কিছু দিন পরে আবারও রাখাল বালকের মনে আবারও দুষ্ট বুদ্ধি উদোয় হল । সে এইবার কেবল স্টাটাসই দিল । সেই সাথে একটা ছবি যুক্ত করে দিল । রাখাল বালক আবার ফটোশপে খুব পারদর্শী ছিল । সেই ইন্টারনেট থেকে একটা বাঘের ছবি ডাউনলোড করে সেটা এমন চমৎকার ভাবে সেটা ফটোশপড করে পোস্ট করলো দেখে মনে হচ্ছিলো যেন সত্যিস সত্যিই যেন বাঘ আসছে ।
আবারও যায় কোথায় ! ইন্টারনেটে আবার বন্যা বয়ে গেল । আগের বার স্টাটাস দেখে যারা এসে ধরা খেয়েছিলো তারা পর্যন্ত বিশ্বাস করলো যে বাঘ আক্রমন করেছে । আবারও একই ভাবে এঞ্জেল পরি রাখালের পক্ষ স্টাটাস দিল । আবারও গ্রামবাসী ছুটে এল রাখালকে বাঁচানোর জন্য । কিন্তু এসে দেখে আগের মতই অবস্থা । রাখাল আপন মনে ফেসবুকে করছে ।
এবার তারা খুবই বিরক্ত হল । পারলে রাখালকে ধরে মাইর দেয় । কেউ কেউ আবার রাখালের নামে ৫৮ ধারায় মামলা করতে চাইলো । নিশ্চিত ভাবে এটা একটা সাইবার ক্রাইমের ভেতরে পরে ।
তবে সেটা করলে আবার বেশি বেশি হয়ে যাবে এই ভেবে তারা কেবল রাখালকে ব্লক মেরে দিল । কদিন এভাবে চলল । এরপর একদিন সত্যিই সত্যিই বাঘ এল । রাখাল বাঁচাও বলে প্রথমে স্টাটাস দিল । কিন্তু কোন কাজ হল না । তারপর ছবি তুলে পোস্ট করলো তবুও কাজ হল না । সবার শেষে সে লাইভে চলে গেল । লাইভে দেখা গেল বাঘ এগিয়ে আসছে । তবুও মানুষজন এগিয়ে এল না । কারন সবাই তো তাকে ব্লক করে রেখেছে । যারা পোস্ট দেখলো তারা কেবল হাহাই দিয়ে গেল । কেউ বিশ্বাস করলো না তাকে ! কেউ কেউ নিচে লিখলো জোস মামা জোস ! আমরা এই রকম ভিডিও এডিটিং শিখতে চাই
এদিকে বনের বাঘ মামা নিজের ফেসবুকে স্টাটাস দিল অনেক দিন পর রাখাল বালক দিয়ে লাঞ্চ ! ফিলিং হ্যাপি !
বাঘকে আবার অনেক কৃষক ফলো করতো । তার এই স্টাটাস দেখে তারা সেই বনের দিকে ছুটে গেল কিন্তু ততক্ষনে অনেক দেরি হয়ে গেছে । সব শেষ হয়ে গেছে । কেবল রাখাল বালকের ফোনটা মাটিতে পড়ে আছে । একজন কৃষক সেটা হাতে নিয়ে কিছু সময় টেপাটেপি করতেই নতুন আরেকটা সত্য আবিষ্কার করলো । এঞ্জেল পরি আসলে রাখাল বালকের ফেইক আইডি ছিল ।
রূপকথার গল্প অবলম্বনে
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৫
অপু তানভীর বলেছেন: শুনে খুশি হলাম।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৩
কিরমানী লিটন বলেছেন: গল্পের আড়ালে অনেক গল্প। খুব ভালোলাগা ++++++
০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৩৬
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০২
রাজীব নুর বলেছেন: ১০০% আধুনিক রুপকথা।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
অপু তানভীর বলেছেন: আধুনিক যুগ গল্পও তো আধুনিক হওয়া চাই
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:০৭
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সত্য কথাই বলছেন।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৩
অপু তানভীর বলেছেন: আপনি সত্যই বুঝতে পেরেছেন
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এই প্রথম শুনলাম তার কিছু ভালো লেগেছে !!
কেউ কেউ যখন্ কইলো তিনি খোকা সাহেবের
ফেক আইডি তখন আমি বিশ্বাস করিনাই তবে
অনেকেই নাকি কইছিলো !! বালাইষাট উনি
বেঁচে থাকুন আরো শত বছর।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৪
অপু তানভীর বলেছেন:
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ২:৫০
মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: গল্পটি বেশ ভালোই হোয়েছে।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
৭| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ৩:৪২
ফেরদৌসা রুহী বলেছেন: এভাবেই চলছে, ঠিক গল্পের মতো
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৬
অপু তানভীর বলেছেন: সত্য
৮| ০২ রা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:৩৩
মিরোরডডল বলেছেন: মজার :- )
০৬ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৯
অপু তানভীর বলেছেন:
৯| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৭:৪২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি পোস্ট। বর্তমান বাস্তবতার আলোকে বাংলাদেশে এটাই হচ্ছে। এধরনের আরো পোস্ট দেওয়া যেতে পারে। আপনার যাত্রা শুভ হোক।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১০| ০২ রা ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:০০
মলাসইলমুইনা বলেছেন: অপু তানভীর,
লেখা দুর্ধর্ষ হয়েছে ! খুব সমকালীন । হ্যাটস অফ শুভেচ্ছা । অনায়াসে এক্সটেনশন করা যায় এই প্লটে আরো অনেক গল্প ।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
অপু তানভীর বলেছেন: আপনাকে দুর্ধর্ষ ধন্যবাদ
১১| ০২ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:৫৮
নীল আকাশ বলেছেন: মলাসইলমুইনা বলেছেন: অপু তানভীর, লেখা দুর্ধর্ষ হয়েছে ! -স হ মত।
সেই রকম লেগেছে। বস গল্পকার!
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ আপনাকে
১২| ০২ রা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:২৫
ইমরান আশফাক বলেছেন: মন্দ নয়।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
অপু তানভীর বলেছেন:
১৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৮
Mas-ud Karim বলেছেন:
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
অপু তানভীর বলেছেন:
১৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দুর্দান্ত লেখা। খুব ভালো লাগলো।
০৬ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৫০
আমি তুমি আমরা বলেছেন: এঞ্জেল পরি রাখাল বালকে ফেক আইডি ছিল।
বেশ ভাল্লাগছে।
০৭ ই ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৫
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:১৭
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৯
অপু তানভীর বলেছেন:
১৭| ১৩ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: আপনি এখন অনেক দক্ষ,
আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক,
গল্প লেখনিতে ।
আপনি আর ছোট্ট টি নেই।
ব্লগ ডে অনুষ্ঠানে আসছেন তো। অনেক আগে একবার দেখা হয়েছিল। আমি ইনশাআল্লাহ থাকবো।
১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৯
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ ।
সম্ভবত আসছি না ব্লগ ডে !
©somewhere in net ltd.
১| ০১ লা ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫
চাঁদগাজী বলেছেন:
পড়তে ভালই লেগেছে