নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

২০১৯ এ পড়া মোট বই সমূহের তালিকা ও রিভিউ

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:১১


নতুন বছরে পুরানো বছরের একটা পোস্ট লিখি । পুরো বছর জুড়ে কত গুলো বই পড়লাম তার একটা তালিকা তৈরি করি । গতবছরও বেশ কিছু বই পড়া হয়েছে । সেটার একটা তালিকাও খাতায় লিখে রেখেছি । আজকে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম । দেখা যাক ২০১৯ এ পড়া কোন কোন বই গুলো আপনিও পড়েছেন !

১। অরিজিন - ড্যান ব্রাউন
২। শেষ চিঠি - আশেয়া ফয়েজ
৩। শোণিত উপাখ্যানঃ বর্তমান -সৈয়দ অর্নিবান
৪। শোণিত উপাখ্যানঃ অতীত -সৈয়দ অর্নিবান
৫। শোণিত উপাখ্যানঃ অতঃপর -সৈয়দ অর্নিবান
৬। মহাযাত্রা - নামিজ উদ দৌলা
৭। আগুন পাখি - আরিয়ান শুভ
৮। কথুলহু - আসিফ রডলফাজ
৯। সাদা প্রাইভেট - ইশতিয়াক আহমেদ
১০। বোকা বাবা ও কিডন্যাপার - রাজিব হাসান
১১। অরিত্রিকা, ঐখানে যেও নাকো তুমি - নসিব পঞ্চম জিহাদী
১২। শিকল - জয়নাল আবেদীন
১৩। ডানায় আগুন - আরিয়ান শুভ
১৪। ব্ল্যাক বুদ্ধা - রবিন জামান খান
১৫। কালো বিড়াল লাল চোখ - নাসির আহমেদ
১৬। একটি খুনের নেপথ্যে - নজরুল ইসলাম
১৭। শর্মিলা - মাহতাব হোসেন
১৮। দ্য মিস্ট - স্টিফেন কিং
১৯। স্ট্রম ফ্রন্ট -জিম বুচার
২০। অন্য ভূবনের গল্প - মোহাম্মাদ নাজিম উদ্দিন রিভিউ
২১। নিছক গল্প কিংবা আখ্যান - মোহাম্মাদ নাজিম উদ্দিন রিভিঊ
২২। নিষিদ্ধ দুপুর - সামারা তিন্নী
২৩। উধাও - আসিফ নজরুল রিভিঊ
২৪। অসুখ গুলো প্রাপ্তবয়স্ক - রেজওয়ান তানিম রিভিঊ
২৫। ওয়ান ডাউন - রাসায়াত রহমান বুক রিভিঊ
২৬। রক্ত পিপাসা -রেজাউল করিম খোকন
২৭। দ্য গার্ল হু প্লেইড উইথ ফায়ার - স্টিগ লারসন বুক রিভিঊ
২৮। নরওয়ের রূপকথা - বিশ্বসাহিত্য কেন্দ্র
২৯। রবীন্দ্রনাথ এখানে কখনও আসেন নি - মোহাম্মাদ নাজিম উদ্দিন বুক রিভিঊ
৩০। রাশিয়ার রূপকথা - বিশ্বসাহিত্য কেন্দ্র
৩১। কুয়াশিয়াঃ স্পেল মেকারের অনুসন্ধ্যান - আশরাফুল সুমন বুক রিভিঊ
৩২। আরিন ও আদিম দেবতার উত্থান -সাায়ক আমান বুক রিভিঊ
৩৩। ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী শওকাত ওসমান
৩৪। নির্বাসন - সাদাত হোসাইন বুক রিভিঊ
৩৫। কফিশপ -সামারা তিন্নী, কৃষ্ণ কুমার গুপ্ত, হাফিজুর রহমান রিক
৩৬। উই আর ওকে - নিনা ল্যাকোয়ার
৩৭। কাঁদছো কেন রাজকন্যা - ইমদাদুল হক মিলন বুক রিভিঊ
৩৮। ভালবাসা, প্রেম নয় -সুনীল গঙ্গোপাধ্যায় বুক রিভিঊ
৩৯। কবি ও নর্তকী - সুনীল গঙ্গোপাধ্যায় বুক রিভিঊ
৪০। তোমার তুলনা তুমি - সুনীল গঙ্গোপাধ্যায় বুক রিভিঊ
৪১। ব্রাইডা - পাওলো কোয়েলহো বুক রিভিঊ
৪২। দ্য ফোর্টি রুলস অব লাভ - এলিফ সাফাক বুক রিভিঊ
৪৩। ছদ্মবেশ - সাদাত হোসাইন বুক রিভিঊ
৪৪। ফুলমুন -জিম বুচার
৪৫। কোরিয়ান রূপ কথা - বিশ্বসাহিত্য কেন্দ্র
৪৬। লাভট্রিক্স -তৃধা আনিকা বুক রিভিঊ
৪৭। ওই চাঁদ তোমার আমার -তৃধা আনিকা বুক রিভিঊ
৪৮। স্যাডো এন্ড বোন -Leigh Bardugo বুক রিভিউ
৪৯। দ্য টেইলর -Leigh Bardugo
৫০। সীজ এন্ড স্ট্রোম -Leigh Bardugo বুক রিভিউ
৫১। রুইন এন্ড রাইজিং -Leigh Bardugo বুক রিভিঊ
৫২। রৌদ্র বসন্ত - মাহতাব হোসেন
৫৩। আরশি নগর - সাদাত হোসাইন



লক্ষ্য ছিল ২০১৯ এ মোট ১০০টা বই পড়বো । কিন্তু দিন শেষে মাত্র ৫৩তে এসে থেমে গেছে । প্রথম দিকে বেশ ভাল পরিমান বই পড়া হলেও বছরের শেষের দিকে একদমই পড়া হয় নি । শেষ মাসে একটা বইও পড়ি নি । দেখা যাক এই বছরে কত গুলো বই পড়া যায় !
গতবছর আপনি কত গুলো বই পড়লেন ?

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:২১

চাঁদগাজী বলেছেন:


গত বছর আমি ব্লগার পোষ্টের বাহিরে কিছু পড়িনি

০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬

অপু তানভীর বলেছেন: ব্লগের বাইরে বইও পড়ুন !

২| ০১ লা জানুয়ারি, ২০২০ রাত ১১:২৭

আর্কিওপটেরিক্স বলেছেন: কিছু কিছু পড়েছি। ড্যান ব্রাউনের বইটা ভালো লেগেছিল।

কয়টি বই পড়েছি গোনা হয়নি। আজ পড়ছি, হরিপুরের হরেক কাণ্ড - শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা।

পোস্টটা প্রিয়তে গেল :)

নতুন বছরের শুভেচ্ছা !

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৫

অপু তানভীর বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা । সব সময় ভাল থাকুন !

৩| ০২ রা জানুয়ারি, ২০২০ ভোর ৪:২৯

আকতার আর হোসাইন বলেছেন: মাশাল্লাহহ। ভালোই। আমাররো একই অবস্থা। টার্গেট ছিল ১০০ বই পড়ব। কিন্তু পড়া হয়েছে ৭০ টার মতো। প্রথম দিকে অনেক পড়েছিলাম।কিন্তু শেষের দিকে তেমন পড়ি নাই। প্রথম প্রথম যে হারে পড়েছিলাম শেষ পর্যন্ত সেভাবে পড়তে পারলে সংখ্যাট ১৫০ ছাড়িয়ে যেত।

যাহোক, কোয়ান্টিটি নয়, কোয়ালিটিই মূখ্য।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৬

অপু তানভীর বলেছেন: সত্যিই তাই । কোয়ান্টিটি নয় কোলালিটিই মুখ্য ।

এই বছর আশা রাখি কাঙ্খিত সংখ্যাক বই পড়তে পারবেন !

৪| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৫

এমজেডএফ বলেছেন: আপনি গড়ে প্রতি সপ্তাহে একটি করে বই পড়েছেন। আপনাকে অভিনন্দন! আমার কর্মজীবনের আশাপাশে যেসব লোক আছে তারা বই পড়া দূরে থাক বই সম্পর্কে কোনো কথা তুললেই আর পাশে থাকে না :)। আপনার তালিকার কিছু বই পড়েছি, কিছু বইয়ের নাম এর আগেও চোখে পড়েছে এবং বাকী বইগুলো আমার কাছে একদম নতুন। নতুন লেখকদের বই পড়ে বেশিভাগক্ষেত্রে হতাশ হয়েছি। তাই অপরিচিত লেখকের বই কিনি না।

আপনার তালিকায় রিভিউ দেওয়া বইগুলো বেশিরভাগ পুরানো লেখকের। আচ্ছা আপনি যদি সম্ভব হয় আমাকে বর্তমান প্রজন্মের লেখকদের ১০টি বইয়ের নাম দিতে পারবেন যেগুলো আপনার ভালো লেগেছে! কবিতা, গল্প, উপন্যাস এবং প্রবন্ধ - এই ধরনের হলেই ভালো হয়।

অশেষ প্রীতি ও শুভেচ্ছা এবং সেইসাথে আপনার বই পড়ার শুভকামনা রইল।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৭

অপু তানভীর বলেছেন: গল্প আর উপন্যাস ছাড় আসলে অন্য কিছু আমার পড়াই হয় না । তবে যা যা পড়েছি সেটার তালিকা এইখানেই দিয়ে দিয়েছি । এখানে নতুন লেখকদের বেশ কয়েকটা বই আছে । সেগুলো পড়ে দেখতে পারেন । এগুলো বেশ ভালই ।

৫| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৪৮

রাজীব নুর বলেছেন: ৫৩ টা বইয়ের নাম দিয়েছেন।
পড়েছেন ৫১ টা। অনেক বই। ভেরি গুড।
যদি বই গুলোর রিভিউ দিতেন তাহলে খুব ভালো হতো।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৮

অপু তানভীর বলেছেন: সব বই গুলোর রিভিউ আসলে দেওয়া হয় নি । তবে বেশ কিছু বইয়ের রিভিউ দিয়েছি । সেগুলো লিংক আছে পাশেই ।

৬| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ৯:৫৬

তারেক_মাহমুদ বলেছেন: আমি ৪৭ টা বই পড়েছি।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৪৯

অপু তানভীর বলেছেন: গ্রেইট ! সামনের বার আরও বেশি করে পড়বেন ।

৭| ০২ রা জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৬

অগ্নি সারথি বলেছেন: বাহ! ম্যালা গুলা পড়ছেন।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

অপু তানভীর বলেছেন: নাহ । কম হয়ে গেছে । আরও বেশি পড়া দরকার ছিল !

৮| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০৬

বিজন রয় বলেছেন: এত বই পড়ে কি হয়?

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫০

অপু তানভীর বলেছেন: সময় কাটে । মানুষ কেন বই পড়ে কে জানে, আমি পড়ি আমি সময় কাটানোর জন্য !

৯| ০২ রা জানুয়ারি, ২০২০ দুপুর ২:৪৫

জুল ভার্ন বলেছেন: আমার পক্ষে বছরে ৫৩ টা বই পড়া অনেক কঠিন যা আপনি সাধ্য করেছেন। উল্লেখিত তালিকার একাধিক বই আছে যা একটা পড়তেই আমার কয়েক সপ্তাহ লাগে!

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫১

অপু তানভীর বলেছেন: গড়ে প্রতি সপ্তাহে একটা করে বই পড়া কিন্তু খুব একটা কষ্টের না । প্রতিদিন ঘুমের আগে কিছু সময় কাটলো বইয়ের পেছনে !

ভাল থাকুন সব সময় !

১০| ০৩ রা জানুয়ারি, ২০২০ রাত ১২:৪৫

শের শায়রী বলেছেন: মুলতঃ বিদেশী রাইটারের প্রায় সব গুলোই পড়ছি।

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫২

অপু তানভীর বলেছেন: দেশী গুলোও পড়ে ফেলুন সব !

১১| ০৬ ই জানুয়ারি, ২০২০ রাত ১২:০২

ডঃ এম এ আলী বলেছেন:
অনেক বই পড়েছেন , এবং তাদের মুল্যবান
পর্যালোচনা দিয়েছেন এটা খুবই খুশীর কথা
এটি অবশ্যই একটি মহতি কাজ ।

সামু থেকে ডিসেম্বর ২০১৯ এ ব্লগ দিবসে
নীচের চিত্রে দেখানো একটি বই প্রকাশিত হয়েছে
এটি পাঠ করে একটি রিভিউ দিলে খুশী হব।

নব বর্ষের শুভেচ্ছা রইল

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৫৩

অপু তানভীর বলেছেন: এই ম্যাগাজিনটা আসলে আমার কাছে নেই । তবে হাতে পেলে আমি আমার রিভিউ জানাবো আশা রাখছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.