নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০২০ সালের বইমেলার শেষ হয়ে গেল । প্রতিবছর এই মাসটা আসলে আমার সময়টা বেশ ভাল কাটে। যতবার বইমেলাতে যাই মনটা আনন্দে ভরে ওঠে । কতগুলো বই হাতে নিয়ে দেখা যায় । কেনাও হয় বেশ কিছু । এই বছরেও বেশ কিছু বই কিনেছি । বই গুলোর একটা তালিকা করে ফেললাম । এবার ভেবেছিলাম কম বই কিনবো । কিন্তু হিসাব করে দেখলাম এই বছরই বই কেনা হয়েছে সব থেকে বেশি । নিচে বই গুলোর একটা তালিকা দেওয়া হল ! আস্তে আস্তে বই গুলো পড়ে ফেলবো । বছর জুড়ে বইগুলোর রিভিউ পোস্ট করবো আশা করা যায় !
সায়েন্স ফিকশন
১। ও টু - মোহাম্মাদ সাইফুল ইসলাম (নালন্দা)
২। পৃথিবীর সেরা সায়েন্স ফিকশন গল্প - খসরু চৌধুরী (পাঞ্জেরী)
৩। এলিয়েন - মিন্টু হোসেন (সমগ্র প্রকাশন)
৪। এনিয়ান - নাজমুল হক ইমন (গ্রাফোসম্যান পাব্লিকেশন)
৫। ময়াল - মুনির হাসান (তাম্রলিপি)
৬। ওয়েডিং এলবাম - ভেভিড মারুসেক; অনুবাদ - শেখ আব্দুল হাকিম (প্রিয়মুখ)
ভৌতিক
১। শবযাত্রা - নাশমান শরীফ (সেবা প্রকাশনী)
২। শাঁখিনী - অনীশ দাশ অপু (সম্পাদিত) ও নিশিডাকনী - ভৌফিক হাসান উর রাকিব (সম্পাদিত) (সেবা প্রকাশনী)
৩। ছায়াময় - নিলয় নন্দী (পাঞ্জেরী পাব্লিকেশন)
৪। সেরা ভুত - আহসান হাবীব (অনুপম প্রকাশনী)
৫। অদ্ভুত আঁধার এক - আসিফ রুডলফায, লুৎফুল কায়সার, জাকিউল অন্তু (ভূমি প্রকাশ)
৬। ভূতের বাড়ি ভয়ের হাড়ি - ইমতিয়ার শামীম (সমগ্র প্রকাশন)
৭। গোয়েন্ডি'স বাটন বক্স - স্টিফেন কিং; রিচার্ড চিযমার; অনুবাদ - সুমিত শুভ
৮। ভয় - রবিউল ইসলাম (শিশু কিশোর প্রকাশন)
৯। দ্য হ্যাম্পঃ প্লেস অব নো রিটার্ন - আহমেদ ফারুক (প্রিয়মুখ প্রকাশন)
ছোট গল্প
১। চাঁদ গাছ এক পায়ে দাড়িয়ে - কুশল ইশতিয়াক (চন্দ্রবিন্দু)
২। খাদক - সালেহ বায়েজীদ -(পুথিনিলয়)
৩। একটি জাপানি গল্প ও অন্যান্য - সালেহা চৌধুরী (সিড়ি প্রকাশন)
৪। বায়ান্ন তীর্থ - শাপলা হক (চৌতন্য)
৫। নির্বাচিত ছোটগল্প - আর্নেস্ট হেমিংওয়ে (আলোঘর প্রকাশনা)
উপন্যাস
১। অক্টোবর রেইন - ওয়াসিকা নুযহাত (বই বাজার)
২। স্পন্দন - নিলুফার ইয়াসমিন উষা (বই বাজার)
৩। নিতুর মাহবুব ভাই - তৃধা আনিকা (ছাপাখানা প্রকাশনী)
৪। চরিত্রের প্রয়োজনে - কাসাফাদ্দৌজা নোমান (চন্দ্রবিন্দু)
৫। খাঁচার ভিতর অচিন পাখি - ওয়াসিকা নুযহাত (বই বাজার)
৬। কালবীরঃ আবির্ভাব - মাদিহা মৌ, মো. ফরহাদ চৌধুরী শিহাব (ভূমি প্রকাশ)
৭। মেঘের দিন - সাদাত হোসাইন (অন্য প্রকাশ)
৮। মরণোত্তম - সাদাত হোসাইন (অন্য প্রকাশ)
৯। চল - অন্তিক মাহমুদ (অধ্যয়ন)
১০। আজ কোথাও বৃষ্টি হবে না - ইফতেখার হোছাইন নূর (বায়ান্ন)
১১। আমারে দেব না ভুলিতে - শারমিন আঞ্জুম (ঐতিহ্য)
১২. ইন্দ্রজাল - জিমি তানহাব (ঐতিহ্য)
১৩। বেয়াত্রিচ - তানিয়া সুলতানা (বাতিঘর প্রকাশনী)
১৪। নগরে সমুদ্র মাহাতাব হোসেন (অনিন্দ্য প্রকাশ)
১৫। গতকাল -ইশতিয়াক আহমেদ (অনিন্দ্য প্রকাশ)
১৬। ডেভিড কপারফিল্ড - চার্লস ডিকেন্স (ঝিনুক প্রকাশন)
১৭। অন্ধকার রাতে - ওমর বিশ্বাস (কালো)
রূপকথা ও লোককথা
১। গারো লোকগল্প - ম্যাগডিলিনা মৃ (পেন্ডলাম পাব্লিসার্স)
২। আফ্রিকার রূপকথা - শাহজাহান কিবরিয়া (বাংলা একেডেমি)
৩। চীনা লোককাহিনী - বিশ্বসাহিত্য কেন্দ্র
৪। ফ্রান্সের রূপকথা - বিশ্বসাহিত্য কেন্দ্র
৫। মায়া, আজটেক ও ইনকা সভ্যতা -আব্দুল হালিম (আগামী প্রকাশনী)
৬। আরবান লেজেন্ডস দ্বিতীয় চ্যাপ্টার - লুৎফুল কারসার (ভূমি প্রকাশ)
সেল্ফহেল্প
১। বিহ্যাইন্ড দ্য সিন - সালমান মুক্তাদির (অধ্যয়ন)
২। কমিউনিকেশন হ্যাকস - আয়মান সাদিক ও সাদমান সাদিক (অধ্যয়ন)
৩। লোকে কী বলবে ? -আয়মান সাদিক ও সাকিব বিন রশীদ (আদর্শ)
৪। ফ্রিল্যান্সিং - ইন্টারনেট থেকে আয় - ফ্রিল্যান্সার নাসিম (শব্দশৈলী)
অন্যান্য
১। দেহবন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর - মারজুক রাসেল (বায়ান্ন)
২। মুরাদ টাকলা অভিধান - সিমু নাসের ও পীয়্যান মুগ্ধ নবী (বাতিঘর)
৩। জার্মানীর কিল শহরে - বেগম মমতাজ জমীম উদ্দিন (পলাশ প্রকাশনী)
হ্যাপি রিডিং
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৪৬
অপু তানভীর বলেছেন: আমি সব সময় মেলা থেকে অপরিচিত লেখকদের বই ই কিনি । পরিচিত লেখকদের বই সারা বছর পাওয়া যায় কিন্তু অপরিচিত লেখকদের বইয়ের মেলা বসে এই বই মেলাতেই ।
বুক রিভিউ লেখার জন্য আমার গুগলে একটা সাইট খোলা আছে । সেখানেই সব রিভিউ পোস্ট করি । কয়েকটা অবশ্য সামুতেও পোস্ট করি ! Google blog এই সাইটে আমি ইতিমধ্যে দুইটা রিভিউ পোস্ট করে ফেলেছি ! পড়ে দেখতে পারেন !
আর অবশ্যই বই কিনবেন । বেশি বেশি কিনবেন !
২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৬
চাঁদগাজী বলেছেন:
কোন ব্লগারের বই আছে এর মাঝে?
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৪৮
অপু তানভীর বলেছেন: সাতজন ব্লগারের মোট ১০টা বই আছে এখানে !
৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
মোট কত তাকার বই?
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৪৯
অপু তানভীর বলেছেন: নয় হাজারের কিছু বেশি হবে !
৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৪৯
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৫০
অপু তানভীর বলেছেন:
৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৪
রাজীব নুর বলেছেন: সব মিলিয়ে ৫০ টা বই।
পুরো বছর পার হয়ে যাবে।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৫১
অপু তানভীর বলেছেন: মেলা থেকে গড়ে আমার প্রতি বছর ৩০/৩৫টা বই কেনা হয় । কিন্তু এইবার একটু বেশি বই কেনা হয়ে গেছে । পুরো বছর আর বই কিনবো না ঠিক করেছি । এই দিয়েই বছর পার হয়ে যাবে আশা করি !
৬| ০১ লা মার্চ, ২০২০ রাত ৩:৪২
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: মুরাদ টাকলা অভিধানটা খুব খুঁজবো। ওটা লাগবেই। ধন্যবাদ বইটা যে আছে, জানাবার জন্যে।
০১ লা মার্চ, ২০২০ সকাল ৯:৫২
অপু তানভীর বলেছেন: খুবই মজার বই । রকমারি থেকে অর্ডার দিতে পারেন । অথবা বাতিঘর বুকস্টোরেই পাবেন ওটা !
৭| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:০৩
তারেক_মাহমুদ বলেছেন: বাহ অনেক বই কিনেছেন, অনেক শুভকামনা, আপনার বই কবে বের হবে?
০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:০৮
অপু তানভীর বলেছেন: হবে কোন একদিন হয়তো ....
৮| ০১ লা মার্চ, ২০২০ সকাল ১০:৪৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: সাদাত হোসেনের মেঘেদের দিন পড়েছি। ভালিই লেগেছে।
০১ লা মার্চ, ২০২০ সকাল ১১:১৫
অপু তানভীর বলেছেন: সে ভাল লেখে ....
৯| ০১ লা মার্চ, ২০২০ বিকাল ৫:৪২
নেওয়াজ আলি বলেছেন: সুশোভন
০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪২
অপু তানভীর বলেছেন: ধন্যবাদ
১০| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:২৯
সন্ধ্যা প্রদীপ বলেছেন: হুম বেশি বেশিই কিনি।তারচেয়ে বেশি পড়ি।
বই আমার জীবনে অক্সিজেনের সমতূল্য।
০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৪
অপু তানভীর বলেছেন: গ্রেইত !
১১| ০১ লা মার্চ, ২০২০ রাত ৮:৩৫
আসোয়াদ লোদি বলেছেন: সবারই কম-বেশি বই কেনা উচিৎ।
০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৪
অপু তানভীর বলেছেন: হ্যা । সব বই কেনা উচিৎ !
১২| ০১ লা মার্চ, ২০২০ রাত ১১:১৩
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মেলা থেকে গড়ে আমার প্রতি বছর ৩০/৩৫টা বই কেনা হয় । কিন্তু এইবার একটু বেশি বই কেনা হয়ে গেছে । পুরো বছর আর বই কিনবো না ঠিক করেছি । এই দিয়েই বছর পার হয়ে যাবে আশা করি !
এ বছর আমি মেলা থেকে একটা বইও কিনি নাই। টাকার বেশ টানাটানি যাচ্ছে। তবে ১৫ টা বই উপহার পেয়েছি। অবশ্য গত বছরের কেনা ৭ টা বই এখনও পড়া শেষ করি নাই। আজ একটা পড়া শুরু করেছি- আগষ্ট আবছায়া নাম। বঙ্গবন্ধুর ১৫ আগষ্টের ঘটনাকে কেন্দ্র করে।
০৭ ই মার্চ, ২০২০ সকাল ১০:৪৬
অপু তানভীর বলেছেন: আমি বইটই উপহার পাই না । বই কে দেয় না । আপনি ভাগ্যবান !
©somewhere in net ltd.
১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৬
সন্ধ্যা প্রদীপ বলেছেন: শবযাত্রা ছাড়া অন্যকোনোটাই মিলল না।
এই বইটা পড়া বেশ যন্ত্রনা,এলোমেলো লেখা।
শাখিনি আগের বছর কিনেছিলাম।
অবাক লাগছে এত অপরিচিত লেখকের বই দেখে।কয়েকটি দেখে লোভ লাগছে।ভাবছি রকমারীতে আছে কিনা দেখব।
বুক রিভিউ এর আশায় রইলাম।