নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনুগল্পঃ এন্টিরেসিস্ট রিমন মিয়া :D

০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৪৭

রিমন মনযোগ দিয়ে একটা প্রতিবাদী ফেসবুক পোস্ট লিখছে । তার লেখার বিষয় হচ্ছে রেসিজম এই পুরো পৃথিবীটাকে নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে আমেরিকাতে এটা খুবই প্রকট ! সাদা আমেরিকান কালো আমেরিকানদের প্রতি যে অন্যায় করে আসছে সেটা সে মেনে নিতে পারছে না। তার মতে আমেরিকা হচ্ছে খুব রেসিস্ট একটা দেশ । এবং এই দেশ নিয়ে মানুষের এতো আদিখ্যেতা কেন সেটা সে বুঝতে পারে না । তার মতে সময় এখনই যে এই দেশের উপর থেকে পুরো বিশ্বের মুখ ফিরিয়ে নেওয়া ! কিভাবে একটা পুলিশ একজন হ্যান্ডকাফ পরা মানুষকে মেরে ফেলল । এই বর্বরতার শেষ কোথায় !

লেখাটা পোস্ট করার সাথে সাথে দেখতে পেল প্রায় গোটা চল্লিশেক লাইক চলে আসলো । মোবাইল টা পকেটে ঢুকিয়ে রেখে সে বসার ঘরের দিকে হাটা দিল । আজকে তার বিয়ের জন্য মেয়ে দেখা বিষক একটা মিটিং বসেছে বসার ঘরে । একটু আগে তার ছোট বোন তাকে ডেকে গেছে ! মনটা তার একটু খুশি খুশি লাগছে !
বসার ঘরে তার বাবা টিভি দেখছিলো । সংবাদ । খবরে বলছে গতকাল রাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কে নাকি মারা গেছে । রিমন বাবার দিকে তাকিয়ে বলল, একদম ঠিক কাজ হয়েছে । এই ভাবেই মেরে ফেলা উচিৎ । এদের জন্যই তো দেশটার আজ এই অবস্থা !


রিমনের মা একটু দুরে বসে ছিল । ছেলের দিকে তাকিয়ে বলল, ঐসব বাদ দাও, আমার পাশে বস । মেয়ে পছন্দ কর । ঘটক এই ছবি গুলো দিয়ে গেছে ! সেই সাথে মেয়েদের সব বায়োডাটাও !
রিমন খানিকটা লাজুক হেসে বলল, মা তুমি যেটা পছন্দ করবে সেখানেই আমি বিয়ে করবো !
রিমনের মা খুশি হলেন । তারপর বললেন, তুই পছন্দ কর । আমি পরে দেখছি । তোর বিয়ে । তুই আগে দেখবি ।
রিমন বেশ কয়েকটা ছবি দেখতে শুরু করলো । একটা ছবি মায়ের হাতে দিল । মা সেটার দিকে তাকিয়ে রইলো কিছু সময় । তারপর বললেন, নাহ । এই মেয়েটার গায়ের রং একটু ময়লা ! আমার নাতি নাতনি কালো হবে । এটা বাদ
ছবিটা হাতে নিয়ে রিমনের মনে হল তার মা একেবারে সত্যি কথা বলছে । মেয়েটার গায়ের রং আসলেই ময়লা একটু । বাদ এটা !

এরপর আরেকটা মেয়ে পছন্দ করলো । গোলগাল মেয়েটা দেখতে বেশ । মায়ের দিকে বাড়িয়ে দিল ছবিটা । তার মা কিছু সময় তাকিয়ে থেকে বলল, নাহ । এটা একটু মোটা । বিয়ের পরে আরো ফুলবে ! এটা বাদ !
রিমন আবারও মায়ের বুদ্ধিমত্তা দেখে মুগ্ধ হল । তার মা কত কিছুই না বুঝে ! মায়ের মতের সাথে সে একমত পেষণ করলো । এই মেয়েটার সাথে বিয়ে করলে দেখা যাবে বিয়ের পরে মেয়েটা একেবারে মোটা হয়ে যাচ্ছে । তখন সবার সামনে সে মুখ দেখাবে কি করে !

এরপর আরও একটা মেয়ে নির্বাচন করা হল । মেয়েটি দেখতে শুনতে বেশ ভাল । শরীরও হাকলা পাতলা । তবে বাধ সাধলো তার বোন রিমকি । রিমকি মেয়েটির প্রোফাইল দেখে বলল, না ভাইয়া এটা বাদ !
-কে বাদ হবে কেন ?
-এর বাড়ি হরিনাকুন্ড ! ঐ এলাকার মানুষ মোটেও ভাল হয় না তুমি জানো না !
সবাই মাথা নাড়ালো । রিমকি ঠিকই বলেছে । ঐ এলাকার মানুষ ভাল হয় না । বাদ বাদ !

এর পরে যাকে নির্বাচন করা হল তাক সবারই পছন্দ হল খুব । মেয়েটি দেখতে শুনতে ভাল । গায়ের রং বেশ । হালকা পাতলা এবং সব থেকে বড় কথা হচ্ছে মেয়ের আমেরিকান পাসপোর্ট আছে । সব ঠিক হয়ে গেল । এই মেয়েকেই সে বিয়ে করবে । তার মাও রাজি । বোনও রাজি । এমন সুপাত্রী হাত ছাড়া করা ঠিক হবে না । আজই মেয়ের বাসায় যাবে ওরা বিকেলে । ঘটক কে জানিয়ে দেওয়া হল !

রিমন আবারও নিজের মোবাইল বের করলো । এক ঘন্টার প্রায় হাজার লাইক চলে এসেছে । সেই সাথে গোটা শয়েক কমেন্ট । সব আমেরিকা আর সাদা চামড়ার বিরুদ্ধে । বর্ণবাদের বিরুদ্ধে । রিমন খুশি হল খুব । যাক আজকে আরেকটু বর্ণবাদ বিরোধী পোস্ট লিখতে হবে । কি লেখা যায় ভাবতে লাগলো সে !





পশ্চিমা বিশ্বের লোকজন আর আমাদের দেশের লোকজনের ভেতরে পার্থক্য হচ্ছে তারা জানে যে তারা বর্ণবাদী মেনেও নেয়, কিন্তু আমাদের দেশের মানুষ জানেই না যে তারা বর্ণবাদী ! তাদের বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ হয় মানুষ রাস্তায় নামে আর আমাদের দেশে এটা লালন পালন করা হয় ।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৫৭

ভুয়া মফিজ বলেছেন: হিপোক্রেসীর চুড়ান্ত দেখিয়ে দিয়েছেন। আমার ধারনা, আমরা সুযোগের অভাবে ভালো। আমাদের দেশটা যদি আম্রিকার মতো হতো, তাহলে এই দেশের মোটামুটি ৯৯% মানুষই রেসিজিম কাহাকে বলে, ইহা কতো প্রকার ও কি কি তা বিশ্ববাসীকে উদাহরনসহ দেখিয়ে দিতো। আমাদের সেই পটেনশিয়ালিটি আছে বলেই আমার বিশ্বাস!!! :-B

চমৎকার লেখা। দুইটা লাইক দেয়ার উপায় নাই......আফসোস!!! :(

০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৮

অপু তানভীর বলেছেন: এই কথাটা একেবারে সত্য । আমরা সুযোগের অভাবে ভাল । যদি সুযোগ থাকতো তাহলে আমাদের মত রেসিস্ট বোধকরি আর কেউ হত না ! আমাদের সেই পটেনশিয়ালি আছে খুব ভাল ভাবে । অথচ আমরা কি চমৎকার ভাবে অন্যের দোষ ধরে বেড়াই !

আরেকটা নিক খুলবেন । তারপর সেইটা দিয়াই লাইক দিবেন । হুয়ে গেল দুইটা লাইক ;)

২| ০৩ রা জুন, ২০২০ সকাল ১১:৫৮

কাছের-মানুষ বলেছেন: আমাদের সমাজেও বর্ণবাদ আছে প্রবলভাবে! গল্পে হালকা পাতলা উঠে এসেছে। আপনার লেখার হাত ভাল।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:২৯

অপু তানভীর বলেছেন: আমাদের এই বর্ণবাড প্রবল ভাবেই আছে । সমস্যা হচ্ছে এটা বেশির ভাগ মানুষ জানেই না । তারা এটাকে খুব স্বাভাবিক মনে করে ।

৩| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চমৎকার লেখা। নীচের প্যারাটায় তো সবই বলে দিয়েছেন।

এটা ভালো না, ওটা ভালো-, আরো প্রেসাইজলি বলতে গেলে, এ মেয়ে ভালো না, ঐ মেয়ে ভালো- মূলত এ ধরনের কথার মধ্যেই বর্ণবাদ লুকিয়ে আছে।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: যদি সঠিক ভাবে লিস্ট করা যায় দেখা যাবে এই রকম কত যে রেসিস্ট মনভাব নিয়ে আমরা চলি তার কোন ঠিক নেই । এই ব্যাপার গুলো আলোচনা করা উচিৎ । অন্তত জানানো দরকার যে তুমি যা করছো সেটা ঠিক না, অন্যায় ! এই ব্যাপারে ছোট বেলা থেকেই ছেলে মেয়েদের শিক্ষা দেওয়া উচিৎ । কিন্তু যেখানে নিজেই সুন্দর বউ খুজেছে সে কি তার সন্তানকে এই শিক্ষা দিতে পারবে ?

৪| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: বরাবরের মতোই দুর্দান্ত অনু :)

ইংরেজীতে কয় হিপোক্রসি, আরবীতে কয় মোনাফেকি বাংলায় মূখোশধারী!!!!
ভেতরে বাহিরে সমান হবার চেষ্টাই মনূস্যত্বের সাধনা!
মানুষ কবে মানুষ হবে?

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩১

অপু তানভীর বলেছেন: বাংলী মানুষ হবার নয় ! সত্যিই নয় !

৫| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১২:৪৯

সাহাদাত উদরাজী বলেছেন: জ্ঞান বিধাতার দান, সবাই এটা পায় না!

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩২

অপু তানভীর বলেছেন: সত্য কথা । সবাই এই জিনিস পায় না !

৬| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:০০

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ লেখা । সমাজের চলমান চিত্র

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৩

অপু তানভীর বলেছেন: এই চিত্র যে কবে বদলাবে কে জানে ! বদলানো দরকার । সত্যিই দরকার !

৭| ০৩ রা জুন, ২০২০ দুপুর ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


আপনার লেখায় বর্ণবিদ্বেশ না থাকলেও এলাকা বিদ্বেশ আছে !! =p~ =p~
হরিণাকুন্ডের মেয়েদের কাছ থেকে সাবধানে থাকবেন !! ওই উপজেলায় কিন্তু
৮৯৪৩৮, মহিলার বাস। এ উপজেলায় মরমী কবি লালন শাহ (১৭৭২-১৮৯০)
এবং মরমী সাধক পাঞ্জু শাহ (১৮৫১) জন্মগ্রহণ করেন।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৪

অপু তানভীর বলেছেন: নাহ আমার ভেতরে এলাকা বিদ্বেশ নাই । হরিণাকুন্ড আমার বড় ভাইয়ের শশুরবাড়ি । আমাদের গ্রামে আরও কয়েকজনের শশুরবাড়ি ঐ এলাকাতে । এবং আমাদের এলাকাতে এই কথা আসলেই প্রচলিত ;)

৮| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৩:০৪

রাজীব নুর বলেছেন: আপনার গল্প পরে মনে হলো অনেকদিন আমি গল্প লিখি না।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: লিখে ফেলুন জলদি !

৯| ০৩ রা জুন, ২০২০ বিকাল ৫:৪০

আলাপচারী প্রহর বলেছেন: চমৎকার।
সবার ভিতরে আদি একটা পশু বাস করে।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: জন্ম থেকেই এই পশুর বসবাস ! জীবন ভর থাকে । অনেকে সেটা বুঝতেই পারে না ।

১০| ০৩ রা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮

আমি সাজিদ বলেছেন: রিমনরে আমার পক্ষ থেকে ঠাডা পাঁচটা চড় দিয়েন।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৩৮

অপু তানভীর বলেছেন: আপনার আশে পাশেই আছে অনেক । দু একটা কে যদি চড় দিতে পারেন তাহলে কাজের কাজ হবে !

১১| ০৫ ই জুন, ২০২০ রাত ১০:২৩

মিরোরডডল বলেছেন: তানভীর

সত্যি এরকম হিপোক্রেট অনেক আছে ।
রেসিজম স্থান কাল পাত্রভেদে সব জায়গায় কম বেশী আছেই ।
শুধু পাত্রী দেখার ক্ষেত্রেই না, আরও বিভিন্ন বিষয়ে মানুষ যে নীতিকথা বলে অন্যায়ের বিরুদ্ধে, অথচ সে নিজেই সেইটা করছে কখনও জেনে, কখনও না বুঝে ।

আমাদের দেশে যারা ধনী, তারা ভীষণ ধনী আর যারা দরিদ্র, তারা হতদরিদ্র ।
ধনী দরিদ্রের যে ডিসক্রিমিনেশন , সেটা ভীষণ প্রকট ।
অর্থের পরিমাণ দিয়ে মানুষকে মূল্যায়ন করা, এটা মনে হয় অন্য কোথাও এতোটা হয়না । খুবই শকিং !!!
এগুলোও রেসিজম ।

লেখা ভালো লেগেছে ।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৪০

অপু তানভীর বলেছেন: অনেক না, দেখবেন এই হিপোক্রেসী প্রায় সবার ভেতরেই আছে । সব থেকে নম্র ভদ্র শিক্ষিত মানুষটার ভেতরেও আছে । এগুলো তারা শিখেছে ছোট থাকতেই । তাদের বাপ দাদাদের মা খালাদের কাছ থেকে । শিক্ষিত হয়েই তারা বুঝতে পারে নি যে এই আচরন গুলো ভুল । কোন দিন চিন্তা করে নি । কারণ এইটাই আমাদের সমাজে প্রচলিত হয়ে আছে ।

ধন্যবাদ মন্তব্যের জন্য !

১২| ০৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: অপু সাহেবের লেখা অনেকদিন পর দেখলাম।

০৬ ই জুন, ২০২০ রাত ১১:৪১

অপু তানভীর বলেছেন: প্রোফেসর সাহেব আপনাকে অনেক দিন পরে দেখা গেল । কোথায় যে হারিয়ে যান মাঝে মাঝে ! আর হারাবেন না ! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.