নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

রম্যপোস্টঃ স্কুলের আবেদনপত্রের আধুনিক অনলাইন রূপ

১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:১৭



আমরা আগে যখন কোন কারণে স্কুল কামাই করতাম তখন আমাদের ছুটির দরখাস্ত লিখতে হত । কিংবা আগ্রিম ছুটি চেয়েও মাঝে মধ্যে আমরা আবেদন পত্র লিখতাম । এছাড়াও আরও নানান বিষয়ে আবেদন পত্র লিখতে হত । কিন্তু এখন আর সেই সময় নেই । আগের মত আর আবেদন পত্র লিখলে চলবে না । লিখতে অন্য ভাবে। যেমন এখন আর ক্লাস কামাই করার জন্য আবেদন পত্র কাজে আসবে না । এই করোনা কালে সব ক্লাস অনালইনে হওয়ার কারণে আবেদন পত্রের ধরণও বদলে গেছে । আসুন দেখা যাক, কিভাবে বর্তমান কালে ছুটির জন্য আবেদন পত্র লিখতে হবে



বরাবর,
মাননীয় প্রধান শিক্ষক,
বেলতলা মাধ্যমিক বিদ্যালয়, রসুলপুর, ঢাকা

বিষয়ঃ অনলাইন ক্লাসে অনুপস্থিত জনিত ছুটির মঞ্জুরের জন্য আবেদন

জনাব,
বিনীত নিবেদন এই যে আমি আপনার স্খুলের নবম শ্রেণীর একজন নিয়মিত অফলাইণ এবং অনলাইন ছাত্র । গত ১লা জুলাই হতে ৩রা জুলাই পর্যন্ত আমি নির্ধারিত অনলাইণ ক্লাসে উপস্থিত হতে পারি নি । উক্ত সময়ে ক্লাসে উপস্থিত থাকার জন্য আমার কাছে কোন ডিভাইস ছিল না । আমার ব্যবহৃত মোবাইল ডিভাইস আগের দিন রাতে হাত থেকে পড়ে গিয়ে তার ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল । এর ফলে ডিভাইসটি সার্ভিস সেন্টারে দিয়ে আসতে হয়েছে । এই কারণে আমরা গত দুইদিন নির্ধারিত অনলাইন ক্লাসে উপস্থিত হতে পারি নি !

অতএব, জনাবের নিকল আকুল আবেদন এই যে আমার উক্ত দুই দিনের ছুটি মঞ্জুর করা হোক । প্রমান স্বরূপ ভাঙ্গা ডিসপ্লেটির একটু ছবি এবং সার্ভিস সেন্টারের বিলের একটি স্ক্যান কপি এই আবেদন পত্রের সাথে যুক্ত করে দেওয়া হল !

নিবেদক,
অপু তানভীর
নবম শ্রেনী
বিজ্ঞান শাখা
রোল নম্বর ৩১


এছাড়াও আরও নতুন ভাবে যে প্রশ্ন, দরখাস্ত কিংবা চিঠি আসতে পারে পরীক্ষাতে

১. অনলাইন ক্লাসের জন্য একটি ভাল ওয়েবক্যাম/এন্ড্রোয়েড মোবাইল কেনার জন্য পিতার নিকট পত্র লিখ।
২. অনলাইন পড়াশুনার জন্য বাসার ওয়াইফাই কানেশনের স্পীড বৃদ্ধির প্রয়োজনীয়তা ব্যাপারে ছোট ভাইয়ের কাছে পত্র লিখ।
৩. গ্রামে ব্রডব্যান্ড কানেকশন স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট দরখাস্ত লিখ।
৪. দৈনন্দিন জীবনে রাউটারের প্রয়োজনীয়তা লিখ ।
৫. মোবাইল ডাটা প্যাক কেনার জন্য পিতার নিকট পত্র লিখ ।
৬. জুম এবং গুগল মিটের ভেতরে ৫টি পার্থক্য লিখ ।


ছবিঃ pexels.com

মন্তব্য ২৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৪

ভুয়া মফিজ বলেছেন: বেলতলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র অপু তানভীর!!! ন্যাড়া এখনও হন নাই? যতো তাড়াতাড়ি হবেন, ততো তাড়াতাড়ি কলেজে উঠতে পারবেন। :-B

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০১

অপু তানভীর বলেছেন: বেলতলা স্কুলের মেধাবী ছাত্র :D

এইবার লকডাউনে পড়ে চুল এতো বড় হয়েছে যে আর কদিন পরে ঝুটি বাঁধা যাবে ;)

২| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: বেলতলার ছাত্রের বুদ্ধি ভালোই।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: পাকা বেল খেয়ে খেয়ে এমন হয়েছে ! :D

৩| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:২০

কবিতা পড়ার প্রহর বলেছেন: কথা খুব একটা অসত্য না। বরং অতি সত্য।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০২

অপু তানভীর বলেছেন: কথা সত্য । এখন সব এমনই হবে !

৪| ১৬ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩৬

নেওয়াজ আলি বলেছেন: বাচ্চাদের এখন একটুও পড়তে পড়ায় মন নাই।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০৩

অপু তানভীর বলেছেন: এই অবস্থায় যা দেখা যাচ্ছে, তাদের দোষ দিয়ে খুব একটা লাভ নেই ।

৫| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩০

ঢুকিচেপা বলেছেন: রম্য পোস্ট হলেও বর্তমান সময়ের জন্য চিন্তার বিষয়।
শেষের যে ৬টি বিষয় উপস্থাপন করেছেন এর মধ্যে কয়েকটি খুবই প্রাসঙ্গিক।
ভাল লেগেছে।

ধন্যবাদ।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: দেখা যাবে সামনের দিনে এমন প্রশ্ন এসে যুক্তও হতে পারে । বলা যায় না কিছু ! :D

৬| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১১

ফুয়াদের বাপ বলেছেন: হাহাহা...সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে ভালোই লিখেছেন...রম্য হলেও বাস্তবতার হাতছানি দিচ্ছে এমন আবেদনপত্রের...

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০৪

অপু তানভীর বলেছেন: এমন আবেদন পত্র সামনে আসতেও পারে । কিছুই বলা যায় না !

৭| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৯

রাতুল_শাহ বলেছেন: করোনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে একধাপ এগিয়ে দিলো।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: একধান তো এগিয়ে বলা যায় । বিশেষ কর শিক্ষা ক্ষেত্রে তো বটেই !

৮| ১৬ ই জুলাই, ২০২০ বিকাল ৫:১০

ইসিয়াক বলেছেন: বাহ! সুন্দর।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৯| ১৬ ই জুলাই, ২০২০ রাত ১১:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: গরু অনলাইনে বিক্রি হবে এটা শুনে আগে মানুষ হাসত। কিন্তু বর্তমানে সত্যি সত্যি এটা হচ্ছে। অনলাইন লেখা পড়াটাই এক সময় স্বাভাবিক শিক্ষা পদ্ধতি হয়ে যেতে পারে।

১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:০৭

অপু তানভীর বলেছেন: এক সময় কেন বলছেন ! এখনই এটা স্বাভাবিক পদ্ধতি হয়ে গেছে । এখন তো প্রায় সব কোচিং গুলোই অনলাইন ক্লাস শুরু করে দিয়েছে । পড়ানো থেকে নেই । এমন কি আমি নিজেও অনালইনে পড়াচ্ছি গত কয়েক মাস ধরে !

১০| ১৭ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৮

কল্পদ্রুম বলেছেন: সত্যি সত্যিই এগুলো প্রশ্ন হিসেবে আসলে অবাক হবো না।

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩২

অপু তানভীর বলেছেন: একদিন দেখবেন ঠিকই হয়ে গেছে । খুব বেশি দুরে নয় !

১১| ১৭ ই জুলাই, ২০২০ রাত ৩:১৩

ডি মুন বলেছেন: হা হা হা হা

হাহাপগে B-)) B-)

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৩

অপু তানভীর বলেছেন: :D

১২| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:০০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সময়ের প্রয়োজন
বদলে দেয় সব ভাষা সব আয়োজন

+++

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৩

অপু তানভীর বলেছেন: সময়ের প্রয়োজনে সব বদলে যাবে !

১৩| ১৭ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কালে কালে আরো কত কিছুযে দেখতে ও লেখতে হবে আল্লাহমালুম!!
অনলাইন বিয়ে, অনলাইন ফুলশয্যা আরো্ ব্লা ব্লা !!!!!!! =p~ :`>

১৮ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: অনলাইন বিয়ে তো অনেক পুরানো ব্যাপার । তবে ফুলশয্যা কেমন হয় এটা দেখার বিষয় ! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.