নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বর্ষপূর্তি পোস্টঃ সামুতে নয় বছর ...

২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩



দেখতে দেখতে সামুতে নয় বছর পার করে দিলাম । প্রথম যখন সামুতে আমি নতুন নিক খুলি আমার বিশ্বাস ছিল না যে আমি এতো সময় ধরে সামুতে থাকতে পারবো । যে কাজটা করতে আমি বাধ্য না সেই কাজের প্রতি আমি খুব বেশি সময় ধরে আমার আগ্রহ ধরে রাখতে পারি না । স্ব ইচ্ছাতে সব থেকে বেশি যে ব্যাপারটা উপর আগ্রহ ছিল সেটা হচ্ছে একজন কন্যার সাথে প্রেম করা। প্রায় ছয় বছর ধরে রেখেছিলাম আগ্রহ । যদি মাঝে প্রায় বছর দেড়েক কোন যোগাযোগ ছিল না । সেই হিসাবে সামুর সাথে থাকার পরিমানটা অনেক বেশি ।
নয় বছর পার করা উপলক্ষ্যে নয় (নাইন শিরোনামে একটা চমৎকার গান শুনে আসুন !

গানটা সুন্দর না ?
কদিন থেকে আমি শুনছি গানটা । সব চেয়ে সন্দর গানের লিরিকটা । এবার নাইন শিরোনামে একটা শর্টফিল্ম দেখে নিন ।


এরপর যদি সময় থাকে তাহলে নাইন নামে ২০০৯ সালে মুক্তি পাওয়া একটা দারুন এনিমেশন মুভি আছে, সেটা দেখতে পারেন । যদিও সেটা লম্বা সময়ের ব্যাপার । মুভির লিংকটা নিচে দিলাম । আপাতত সেটা দেখে নিবেন পড়ে !
9 Movie (2009)

এবার আসা যাক আমার ব্লগে নয় বছর পূর্তি উপলক্ষ্যে কয়েকটা কথা বার্তা !
আগে এমন একটা সময় ছিল যেখন সামুতে নিয়মিত পোস্ট না দিলে শান্তি লাগতো না । একটা পোস্ট দেওয়ার পরেই মনে হত আরেকটা পোস্ট কি দিবে ! কোনটা নিয়ে গল্প লিখলে ভাল হবে কিন্তু এখন সেসব ইচ্ছে আর নেই । নিয়মিত পোস্ট পড়ার পরিমানটাও কমে গিয়েছে আগের থেকে। এবং এই ব্যাপারটা কেবল আমার না, আমি দেখতে পাচ্ছি যে অধিংশ ব্লগারদের ক্ষেত্রেই এই ব্যাপারটা কমে গেছে । এমন কি গত এক বছর আগেও সামুতে প্রতিদিন যে পরিমান পোস্ট আসতো এখন সেই পোস্টের পরিমানটা কমে গিয়েছে । এমন কিন্তু না যে মানুষ গুলো খুব ব্যস্ত বলে সামুতে আসতে পারছে না । তারা কিন্তু ঠিকই অনলাইনে আসছে যেমন করে আগে অনলাইনে আসতো । কেবল তারা সামুতে আসছে না কিংবা আসলেও পোস্ট দিচ্ছে না । যাই হোক এই দুঃখের কথা বলে আর লাভ কি! যা হবার তা হবেই । আমরা কোন ভাবেই সেটা বন্ধ করতে পারবো না ।

আমার সামুতে নয় বছরের পরিসংখ্যানটা দেওয়া যাক । এই নয় বছরে আমি সামুতে পোস্ট করেছি ১১৬২টি । হিসাব করলে গড়ে প্রতি তিন দিনে একটা করে পোস্ট কিংবা মাসে গড়ে ১১টার কাছকাছি পোস্ট করেছি । যদিও প্রথম দিকে প্রায় প্রতিদিনই পোস্ট করা হত কিছু না কিছু । এখন সেটা কমে মাসে ৫ থেকে সাতটায় পরিনত হয়েছে । এছাড়াও মন্তব্য করেছি প্রায় সাড়ে একুশ হাজারের কাছাকাছি । নয় বছরের তুলনাতে এই মন্তব্যের পরিমানটা একটু কমই বলা চলে । তার কারণ হচ্ছে আমি মোটামুটি ব্লগে কেবল গল্পের পাঠক । এছাড়া মিথলজি আর ইতিহাস নিয়ে পোস্ট গুলো বেশি পড়ি । অন্যন্য সব পোস্টই বলা চলে আগে আমি এড়িয়ে যেতাম । এখন অবশ্য কবিতা বাদ দিয়ে অন্য কিছু কিছু পড়ার চেষ্টায় আছে । আমার মোট মন্তব্য পাওয়ার পরিমানটা প্রায় ৩৯ হাজারের কাছাকাছি । আর এখনও পর্যন্ত ১১৫২ জন আমাকে ফলো করছে । যদিও এদের বেশি ভাগই এখন সামু ছেড়ে চলে গেছে । সব শেষে আমার ব্লগে মোট ভিভিজটের সংখ্যা ২৮৫৯৩২১ বার । গতবছর এটা ২৬ লাখের কিছু বেশি ছিল ।

আর নিজের ব্লগ সম্পর্কে কি বলবো । প্রতিবছর এমন একটা পোস্ট মন্দ লাগে না । মনে হয় আরও একটা বছর পার করে দিলাম সামুর সাথে । সামুর সাথে সম্পর্কটা আরও একটু ভাল হয়ে গেল । আরও একটু কাছাকাছি আত্মীয় হয়ে গেলাম সামুর !

আসেন আমার ব্লগের কিছু স্ক্রিনশট দেখা যাক ! আমার ব্লগে ঢুকেই যেটা সবার চোখে পড়ে !


এরপরে আমার পরিচয় । এখানে অনেকে অনেক কিছু লিখে রাখে । আমি তেমন কিছু খুজে পাই নি । তবে একটা সাইটের ঠিকানা দেওয়া আছে সেখানে আমার ব্যাপারে সব কিছুই পাওয়া যাবে ! লিংক


এরপর আসা যাক আমার পরিসংখ্যানের একটা স্ক্রিনশট !

মোট ব্লগ হিট সংখ্যা

আমার মডারেশন স্টাটাস

আরও আমার ব্লগ ইনফরমেশন প্যানেল

এছাড়াও প্রতিমাসে গড় কত গুলো পোস্ট দেই তার একটা চিত্র




যাই হোক অনেক কিছু আপনাদের দেখিয়ে ফেললাম । শেষ করার আগে একটা কৌতুক শোনাই আপনাদের !

৮০ বছরের এক বৃদ্ধ তাল গাছ থেকে পড়ে পা ভেঙ্গে ফেলল। ডাক্তারের কাছে নিয়ে গেলে, ডাক্তার প্লাস্টার করে দিয়ে ঔষধ লিখে দিল।
পরদিন বৃদ্ধ লোকের ছেলে এসে ডাক্তারকে জিজ্ঞেস করলো, ডাক্তার সাহেব, আপনি কৃমির ঔষধ কেন লিখেছেন?
ডাক্তার বলল, পেটে গুড়া কৃমিতে না কামড়ালে এই বয়সে কেউ তাল গাছে ওঠে!!



সামু টিকে থাকুক আরও অনেক অনেক বছর । আর আমিও জীবনের শেষ দিন পর্যন্ত যেন এখানে লিখে যেতে পারি ।
হ্যাপি ব্লগিং !

মন্তব্য ৮০ টি রেটিং +১৫/-০

মন্তব্য (৮০) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অপু তানভীরের ১০ম বর্ষে পদার্পন
শুভেচ্ছা স্বাগতম। যুগ যুগ সাথে
রহো !!

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯

অপু তানভীর বলেছেন: হ্যা । নয় বছর পার করে দশ বছরে পা রাখলাম ।
দেখা যাক সামনে আর কতদিন থাকতে পারি !

আপনাকে ধন্যবাদ !

২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অভিনন্দন।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

৩| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:১২

বিদ্রোহী ভৃগু বলেছেন:

যার হয়না নয়ে, তার হয়না নব্বইয়ে ;)
আপনার নয়েই হয়েছে :-B

অভিনন্দন :)

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

অপু তানভীর বলেছেন: তার মানে হিসাব করে দেখেন আপনার সাথে চিন পরিচয়ও সেই এতো লম্বা সময় ধরে !!

বুঝেন ব্যাপার খানা !

৪| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৭

মা.হাসান বলেছেন: এক নিকে নয় বছর কাটালেন? ব্যান-ট্যান না খেয়ে? আপনাকে তো গিয়ানি মনে হচ্ছে না । বেশি করে রাস্তার ধারের ছোলা-মুড়ি খাবেন, তা হলে নিশ্চিত গুড়া কৃমি হবে, হলেই ...

অভিনন্দন।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২২

অপু তানভীর বলেছেন: কেডা কইছে ব্যান খাই নাই ?
এই নিকেই একবার ব্লক খেয়েছিলাম ২০ দিন । জেনারেল হইছি সম্ভবত একবার । পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে কয়েকবার !

আর মাল্টিনিক ব্যান হইছে একটা ! :D

৫| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪০

শাহিন-৯৯ বলেছেন:



এই পথ চলা অব্যাহত থাকুক অন্তত যুগ ধরে।
অভিনন্দন দীর্ঘ সময় একটি প্লাটফর্মে নিজেকে জড়িয়ে রেখে এগিয়ে নেওয়ার জন্য।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩

অপু তানভীর বলেছেন: আমারও এই রকম ইচ্ছে যে আরও লম্বা একটা সময় এই সামুর সাথে নিজেকে যুক্ত করে রাখা । এখন দেখার বিষয় যে কতদিন পারি !

৬| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন।
আশাকরি, আপনার গল্প বই আকারে অনেক মানুষের হাতে যাবে।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৫

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ !!

আমিও আশা করি একদিন, অন্তত জীবনে একটা বই বের হবে !

৭| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৫০

রাজীব নুর বলেছেন: অভিনন্দন প্রিয় ব্লগার।
দীর্ঘদিন পার করা চারটেখানি কথা নয়।
গ্রেট। ভালো থাকুন। সুস্থ থাকুন।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৬

অপু তানভীর বলেছেন: সত্যিই লম্বা সময়ই সামুর সাথে রয়েছি । আপনিও তো কম সময় ধরে নেই । আপনার পথ চলাও আরও লম্বা হোক এই আশা রাখি !

৮| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: গল্প লেখায় আপনার হাত অসাধারণ।
অভিনন্দন নিন।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৭

অপু তানভীর বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
সব সময় ভাল থাকুন !

৯| ২০ শে জুলাই, ২০২০ রাত ৮:৫৫

নূর আলম হিরণ বলেছেন: নয় বছর, অনেক লম্বা সময়। আপনাকে অভিনন্দন।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:০১

আমি তুমি আমরা বলেছেন: নবম বর্ষপূর্তির অভিনন্দন। আমার জানামতে এই ব্লগে সররোচ্চ হিট এখন আপনারই। আপনি ছাড়া সম্ভবত রাজীব নূরের বিশ লক্ষাধিক হিট আছে।

লিখতে থাকুন। শুভকামনা রইল। সাথে নিশিকে নিয়ে নতুন কোন গল্প পড়ার ইচ্ছা জানিয়ে গেলাম।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !

আপনি সেই প্রথম কজন ব্লগারদের একজন যাদের পোস্ট সেই শুরু থেকে আমি পড়ে আসছি । তার মানে ভেবে দেখুন আপনার সাথে সেই ৯ বছর ধরে পরিচয় । এটাও অনেক লম্বা সময় !

আর যতদিন বেঁচে আছি নিশিকে নিয়ে লেখ চলবেই !

১১| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:১২

কল্পদ্রুম বলেছেন: অভিনন্দন।অনেক লম্বা সময়।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩২

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

আসলেই অনেক লম্বা সময় !

১২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:১৯

দারাশিকো বলেছেন: অভিনন্দন অপু তানভীর। এত দীর্ঘকাল অ্যাকটিভ থাকা সত্যিই বেশ কঠিন ব্যাপার। আশা করি আপনার ব্লগে কোটি হিট দেখার সুযোগ পাবো।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪

অপু তানভীর বলেছেন: কোটি হিট হতে এখনও অনেক বাকি । তবে যদি টিকে থাকে আর আমি যদি বেঁচে থাকি তাহলে হয়তো জীবনের শেষ সময়ে গিয়ে দেখা যাবে হয়ে গেছে ।


ধন্যবাদ ব্লগার দারাশিকো !

১৩| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন ৯ বছর বর্ষপূর্তিতে।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনার ব্লগিং কালও তো কম লম্বা হল না !

১৪| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৫| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৫

জনৈক অপদার্থ বলেছেন: ব্লগিংয়ে অনেক ধৈর্য থাকতে হয়। আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন মিতা !:#P

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২

অপু তানভীর বলেছেন: আমার যদিও যে কোন ব্যাপারেই ধৈর্য অনেক কম ।


ধন্যবাদ :)

১৬| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: অভিনন্দন । সুখময় হোক পথচলা ।

২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

১৭| ২০ শে জুলাই, ২০২০ রাত ১০:০৭

সাইন বোর্ড বলেছেন: শুভ কামনা রইল ।

২০ শে জুলাই, ২০২০ রাত ১১:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :)

১৮| ২০ শে জুলাই, ২০২০ রাত ১০:৫০

শেরজা তপন বলেছেন: অভিনন্দন আপনাকে। বাকি দিনগুলোতে একসাথে পথ চলার আমন্ত্রন রইল-

২০ শে জুলাই, ২০২০ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: আশা রাখি এই ব্লগেই এক সাথে ব্লগিং করা হবে !

ধন্যবাদ আপনাকে !

১৯| ২০ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৮

ডার্ক ম্যান বলেছেন: গল্প এড়িয়ে চলি বলে আপনার পোস্টে কমেন্ট করা হয়ে উঠে না । তবে আপনার অনেক হাকডাক আছে এটা জানি ।
দশ বছর পূর্তিতে দশজনের পেট পূজার আয়োজন করবেন

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৪

অপু তানভীর বলেছেন: আমার অনেক হাকডাক আছে এটা তো আমি নিজেই জানি না !! =p~

দশ বছর শেষ করতে যদি জীবিত থাকি তাহলে একটা পার্টি দেওয়া যাবে !

২০| ২১ শে জুলাই, ২০২০ রাত ১২:২৭

নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন, গল্পকার।

একটা প্রশ্ন, এত গল্পের প্লট কিভাবে পান?
আরেকটা প্রশ্ন, আপনার কাছে কি গল্প লেখা শেখার তালিম নেয়া যাবে?

অনেক অনেক ভালো থাকুন, নবম বর্ষপূর্তিতে শুভকামনা রইলো।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২২

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ !

আসলে গল্পের প্লটের কথা বললে আমি আমার জীবনের বেশির ভাগ সময়ই একা একা থেকেছি । বাস্তব জীবনে খুবই অমিশুম মানুষ আছি । আমি মানুষের সাথে বাস্তবে কথা বলার থেকেও কল্পনাতে তাদের সাথে মিশি । এই মাথার ভেতরে এতো এতো কথা বার্তা জমা হয়ে আছে যে সেখানে গল্প বের হয়ে আসে ।
আবার কিছু গল্প এসেছে বিভিন্ন বই থেকে ।

তালিম তো নেওয়া যাবেই । কয়েকদিন আমাকে রেস্টুরেন্টে বুফে খাওয়ালেই আপনিও গল্প লিখতে পারবেন ! :D

২১| ২১ শে জুলাই, ২০২০ ভোর ৪:০৬

সোহানী বলেছেন: অভিনন্দন বুইড়াদের তালিকায় নাম লিখানোর জন্য।

নান্দনিক নন্দিনী এর প্রশ্নগুলোর উত্তর চাই। কারন একই প্রশ্ন আমারো ;)

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৫

অপু তানভীর বলেছেন: সত্যিই বুড়োই হয়ে গেছি । বয়সও তো কম হল না । যখন পড়াশুনা শুরু করেছিলাম তখন এই ব্লগে নিক খুজেছিলাম আর আজকে ক্যাম্পাস ছেড়েছি ৫ বছর হয়ে গেছে । আমার একজন বন্ধুও অবিবাহিত নেই আমি ছাড়া । তাহলে বুঝেন অবস্থা !!

নান্দনিক নন্দিনীর প্রশ্নের উত্তর দিয়েছি !

২২| ২১ শে জুলাই, ২০২০ ভোর ৬:১৯

ইসিয়াক বলেছেন:

অভিনন্দন রইলো।
সুপ্রভাত।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩১

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ !

শুভ সন্ধ্যা !

২৩| ২১ শে জুলাই, ২০২০ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: এই ব্লগে নবম বর্ষপূর্তিতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন! দীর্ঘ হোক আপনার এ আনন্দময় পথচলা!
১১৫২ এর বিপরীতে যে একজনকে অনুসরণ করছেন, সেটা কি জ্ঞাতসারে নাকি অজ্ঞাতে? কথাটা এজন্য জিজ্ঞাসা করলাম যে আমার পরিসংখ্যানেও দেখায়, আমি ১ জনকে অনুসরণ করছি। কিন্তু কাকে, তা আমি নিজেই জানিনা। আমার জানা মতে, আমি কখনও 'অনুসরণ করুন' জ্ঞাতসারে ক্লিক করিনি।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

অপু তানভীর বলেছেন: আমি আগে অনেক জনকেই অনুসরন করতাম । তাও প্রায় ৫০ তো হবেই । কিন্তু তাদের সবাই এখন ব্লগ ছেড়ে চলে গেছে । তাই অনুসরন লিস্ট একেবারে একে নামিয়ে এনেছি । সেই একজন এখনও মাঝে মধ্যে ব্লগে লেখে ।
আপনার অনুসরন লিস্টে ক্লিক করলেই তো দেখতে পারার কথা যে আপনি কাকে অনুসরন করছেন । হয়তো ভুল করে চাপ পরে যেতে পারে ।


অনেক ধন্যবাদ ।ব্লগে আপনার পথ চলাও আনন্দময় হোক !

২৪| ২১ শে জুলাই, ২০২০ সকাল ১০:০৮

মোস্তফা সোহেল বলেছেন: অনেক শুভকামনা রইল আপনার জন্য।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৫

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২৫| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৪৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন। পথচলা চলতে থাকুক যুগ যুগ ধরে।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ । দেখা যাক এক যুগ পার করতে পারি কি না !

২৬| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৯

ভুয়া মফিজ বলেছেন: নবম লাইকটা কিন্তু আমিই দিলাম। B-)

আপনার প্রেমের গল্প যতোবার পড়েছি, ততোবার মনে হয়েছে আরেকটা প্রেম করি। সেই হিসাবে এখন আমার প্রেমিকার সংখ্যা নয় এর বেশীই হতো। চালিয়ে যান; আমিও অপুর জায়গায় নিজেকে বসিয়ে প্রেম করতে থাকি!! :P

এতোদিন টিকে থাকার জন্য অনেক অনেক মোবারকবাদ!!! :)

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

অপু তানভীর বলেছেন: তাহলে একবার হিসাব করে দেখেন যে আমি জীবনে কত প্রেম করেছি আমার গল্পের মাধ্যমে । যদিও বাস্তবেও কম প্রেম করা হয় নি ;)

এই গল্প লেখার হাত ধরেই তো কয়েকজন প্রেমিকা পেয়ে গেছি ।

টিকে তো আছি, এখন কতদিন টিকে থাকতে পারবো সেটাই হচ্ছে দেখা ব্যাপার । আশা করি আপনিও টিকে থাকবে সাথে সাথেই ।

সব সময় ভাল থাকুন !

২৭| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৭

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: ভুয়া মফিজ এর জন্য নবম লাইক দিতে পারলাম না।
আপনার গল্প ব্লগের বাইরেও অনেক পড়েছি।
দারুন সব প্রেমের গল্প লেখেন আপনি।
৯বম বর্ষ পূর্তিতে অভিনন্দন আপনাকে।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৭

অপু তানভীর বলেছেন: ব্লগের বাইরেও গল্প অনেক স্থানে নামে বেমানে অনেকেই পোস্ট করে । এক সময়ে অনেক রাগ লাগলেও এখন কিছু মনে হয় না ।

অনেক অনেক ধন্যবাদ অভিযাত্রী সাহেব ! সব সময় ভাল থাকুন !

২৮| ২১ শে জুলাই, ২০২০ দুপুর ২:০৪

ডি মুন বলেছেন:
অভিনন্দন ভাই।

আপনি যতোগুলো পোস্ট দিয়েছেন, অতগুলো লেখা আমি সারাজীবনেও লিখতে পারবো বলে মনে হয় না।
আপনার সৃজনশীলতা এবং নিয়মিত লেখার ক্ষমতা দুটোই আমাকে মুগ্ধ করে।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

অপু তানভীর বলেছেন: আপনিও কিন্তু অনেক লম্বা সময় ধরেই আছেন । হয়তো পোস্ট দেন তো তবে আসেন তো সাথেই ।

যেদিন ১০ বছর হবে পূরন সেদিন একটা পার্টি দেওয়া যাবে ।

ধন্যবাদ ডিমুন ভাই !

২৯| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৫

করুণাধারা বলেছেন: নয় বছর পূর্তিতে অভিনন্দন।
আগামী দিনগুলোতে যেন সামুতে থাকেন, শুভকামনা রইল।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ করুণধারা ভাই ।
আগামী দিন গুলোতে আপনিও থাকুন সাথে সাথেই । :)

৩০| ২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২১

তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন।

সামুতে যুগ যুগ পার করবেন আশা রাখছি।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৯

অপু তানভীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

আমিও আশা রাখি । দেখা যাক কি হয় !

৩১| ২২ শে জুলাই, ২০২০ রাত ১২:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: বুফেতে খাওয়া পুঁজিবাদী ব্যাপারস্যাপার ভাই।
পুঁজির সাথে শিল্পের বিরোধ চিরকালের।

লাইনে আই মিন, অনলাইনে আসেন... তালিম আমাকে নিতেই হবে!

২২ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫০

অপু তানভীর বলেছেন: বিরোধ থাকলেও পাশাপাশি চলতে শিখে নিতে হবে । নয়তো এগিয়ে যাওয়া যাবে না কিছুতেই ।
আমি সব সময়ই অনালনেই আছি । এবার আপনিও আসুন । নিশ্চয়ই জানেন খালি পেটে শিল্প চর্চা হয় না । শুদ্ধ সাহিত্যের তালিমের জন্য দরকার শুদ্ধ ভরা পেট ! বুফে দিয়ে ভরপেটের মত বিশুদ্ধ ব্যাপার আর কিছু নেই ।

৩২| ২২ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২১

ইফতেখার ভূইয়া বলেছেন: বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানবেন।

২৪ শে জুলাই, ২০২০ রাত ১২:১৪

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

৩৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৬

নান্দনিক নন্দিনী বলেছেন: অপু তানভীর, কথায় আছে 'ওস্তাদের মাইর শেষ রাতে'...

গুরুবচন শিরধার্য! বুফেতেই আপনাকে খাওয়াবো। Baton Rouge, Dhaka (Buffet restaurant) এটাতে খাওয়ালে চলবে? আমি যতগুলো বুফেতে খেয়েছি এটা সেরা।

গল্প লেখা আমাকে শিখতেই হবে!

২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:০৮

অপু তানভীর বলেছেন: বাটন রোজের নাম কে না শুনেছে ! গল্প লেখা তাহলে আপনাকে শিখিয়েই ছাড়বো :D

৩৪| ২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:১১

নান্দনিক নন্দিনী বলেছেন: তাইলে ডিল পাক্কা!

২০২২এর বই মেলায় আমার গল্পের বই আসছে...

২৫ শে জুলাই, ২০২০ রাত ১২:২৪

অপু তানভীর বলেছেন: একেবারে পাক্কা !

৩৫| ২৬ শে জুলাই, ২০২০ রাত ২:৪০

শের শায়রী বলেছেন: প্রিয় একজন ব্লগার, যার সব গল্প পড়া না হলেও অনেক গুলো গল্পই পড়া। সব থেকে বড় কথা এক জায়গায় থাকতে থাকতে কিছু মানুষের ওপর মায়া জন্মে যায়।

অভিনন্দন অপু ভাই। লিখে যান।

২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪২

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় ব্লগার ।

আপনিও নিরন্তর লিখে যান । আর সব সময় ভাল থাকুন !

৩৬| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫৩

জুন বলেছেন: অভিনন্দন রইলো

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৩৭| ২৮ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৯

মুহাম্মদ তৌহিদ বলেছেন: আপনার জন্য রইল ভালোবাসা। আপনার রাফায়েল সিরিজটা খুব ভালো লেগেছে। লেখালেখি চালিয়ে যান।
সরকার কর্তৃক সামু ব্লগ ব্লক করে দেয়ার কারণে অনেক ভিজিটর কমে গিয়েছিল। তাদের অনেকেই এখনো ফিরে আসেনি। আজকে অফিসে কাজের চাপ একয়টু কম থাকায় নেট সার্ফিংয়ের মাঝে একটু সামুতে ঢু মারতে গিয়ে দেখি Airtel internet এ সামু এখনো ব্লক। VPN চালু করে ঢুকতে হয়েছে। আর আপনাকে শুভকামনা জানানোর জন্যই লগইন করা।

২৮ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

অপু তানভীর বলেছেন: হ্যা এখনও অনেক টেলি নেটওয়ার্ক আর কিছু ব্রডব্যান্ড নেটওয়ার্কে এখনও সামু ব্লক হয়ে আছে ।

কেবল আমাকে শুভকামনা জানানোর জন্য লনইন করেছে জেনে ভাল লাগলো । আপনিও সব সময় ভাল থাকুন !
ধন্যবাদ !

৩৮| ২৮ শে জুলাই, ২০২০ রাত ৮:৩২

নীল আকাশ বলেছেন: অপু ভাই অভিনন্দন।
একসময় শুধু যার যার গল্প পড়ার জন্য শুধু ব্লগে ঢুকতাম আপনি তাদের শীর্ষস্থানীয় ছিলেন।

অপু ভাইয়ের চেয়ে ডিসকাউন্টে গল্প লেখা শেখানো হবে। B-) ;)

২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬

অপু তানভীর বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । সব সময় ভাল থাকুন এই কামনাতে ! :)

তবে আমার থেকে বেশি ডিসকাউন্টে গল্পে লেখা আর কেউ শেখাতে পারবে না ! ;)

৩৯| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৮

মাহমুদ০০৭ বলেছেন: অভিনন্দন অপু ভাই।
ডিস্কাউন্ট রেট জানিয়ে দিন। B-)

০৫ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

অপু তানভীর বলেছেন: থেঙ্কু আপনাকে !


সবাইকে ডিস্কাউন্ট দিতে গেলে তো আমি লাটে উঠবো !!

৪০| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:১১

মাহমুদ০০৭ বলেছেন: দুদিনের দুনিয়া।
এত চিন্তা করলে কি চলে B-)

০৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:৫৪

অপু তানভীর বলেছেন: কিছু তো চিন্তা করতেই হয় ! :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.