নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদের একদিন আগে একটা গল্প লিখেছিলাম "অতৃ আর অর্থির ঈদ" শিরোনামে । গল্পটা মূলত লিখেছিলাম অর্থি নামের ঐ মেয়েটার কান্নাজড়িত ছবি দেখে । মনের ভেতরে বারবার বোঝার চেষ্টা করছিলাম যে মেয়েটার মনের ভেতরে এখন কি চলছে । প্রিয় পোষা প্রাণীটাকে এভাবে চলে যেতে দেখে কি যে মনে হতে পারে সেটা ভাবতে আমার নিজের চোখ ভিজে উঠছিলো বারবার ।
আজকে আবারও চোখ সিক্ত হল তবে সেটা আনন্দে । প্রথম সেই অর্থিকে আজকে নতুন একটা গরু উপহার দিয়েছে । হয়তো একেবারে গল্পের মত বাস্তবটা হয় নি তবে কিছুটা তো হয়েছে । মেয়েটার মুখে হাসি ফুটেছে। মেয়েটার মুখে হাসি দেখে আজকে একটু শান্তি লাগছে মনের ভেতরে !
ভিডিওটা যুক্ত করে দিলাম
সেই সাথে অর্থির পড়াশুনার জন্য উপবৃত্তিরও ব্যবস্থা করেছে প্রথম আলো ।
প্রথম আলোকে মন থেকে ধন্যবাদ জনালাম । তা সে যে কারণেই হোক, কারো মুখে হাসি ফোটানো খুব বড় একটা ব্যাপার !
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭
অপু তানভীর বলেছেন: প্রথমআলোর জানে কত শত অভিযোগ থাকলেও এই চমৎকার একটা কাজের জন্য তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই । সত্যিই মেয়েটার মুখের হাসি দেখে মন প্রাণ জুড়িয়ে গেছে !
২| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৫০
চাঁদগাজী বলেছেন:
প্রথম আলো হুজুগে ব্যবসা করে অফুরন্ত টাকা কামিয়েছে, মিডিয়া হিসেবে খারাপ ভুমিকা পালন করে আসছে; এরপরও ২/১ টাকা খরচ কারে অনেকবার নাম কুড়ায়েছে।
মেয়েটা খুশী হয়েছে, সেটাই ভালো।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৯
অপু তানভীর বলেছেন: জানতাম এমন মন্তব্য কেউ না কেউ করবে।
৩| ০৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৩৭
রাজীব নুর বলেছেন: আমাদের দেশে এত এত মিডিয়া তবে এরকম মানবিক কাজ প্রথম আলোই করে।
০৬ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪০
অপু তানভীর বলেছেন: তারা অনেক ভাল কাজ করে
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৪
ভুয়া মফিজ বলেছেন: প্রথম আলো'কে ধন্যবাদ এমন একটা মানবিক কাজ করার জন্য। দেশে এখনও মানবতার এমন উদাহরন দেখলে খুবই ভালো লাগে। দেশটা এখনও টিকে আছে এমন কিছু মানুষের জন্য। হ্যাটস অফ টু প্রথম আলো!
আপনাকেও আবার ধন্যবাদ, এমন একটা ঘটনা আমাদের সামনে নিয়ে আসার জন্য।