নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

সেপ্টেম্বর (২০২০) মাসে আমার পড়া গল্পের তালিকা

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩১


আমি ব্লগে মূলত গল্পের পাঠক । গল্প ছাড়া আমি খুব বেশি কিছু পড়ি না । গত মাসেই গল্প পড়তে পড়তে একটা কথা মনে করেছিলাম যে যত গুলো গল্প পড়বো সেগুলো নিয়ে একটা সংকলন তৈরি করে করবো । তখন গল্প পড়তাম আর ডক ফাইলে সেই গল্পের লিংক কপি করে রাখতাম । তবে সেই লিস্টটা বেশ লম্বা হয়ে গেল । তারপর গতকাল কী মনে যেন বাকী যে গল্প গুলো পড়া হয় নি সেগুলোও পড়ে লিস্টের অন্তভূক্ত করে দেই । সেটাই করে দিলাম । মোটামুটি সব গল্প আর রম্য গুলো এড করার চেষ্টা করেছি । আপনারাও পড়ে ফেলুন যেগুলো পড়া হয় নি !

গল্প আর রম্য মিলে মোট ৬৩টা লিংক যুক্ত করা হল ।

গল্পের তালিকা

১. গল্পঃ আধখানা মানুষ
২. পরমাণু গল্পসমগ্র-১২ঃ প্রতিদিন
৩. কিপটে গল্প : পাঁচ
৪. পরির গল্প
৫. গল্প নিয়ে এক্সপেরিম্যান্টঃ একটি পরমানু গল্পের কতরকম পরিসমাপ্তি সম্ভব?
৬. সমাপ্তির পরে
৭. আজব গল্প
৮. বড়োদের ছোটোগল্প: প্রেম ও রিম্যাণ্ড
৯. কিপটে গল্প- ছয়
১০. অরুপার প্রথম নায়ক
১১. যে মেয়ে ভূত পুষতে চায়
১২. গল্পঃ নাবিলা কাহিনী ৫ - অভিশপ্ত ভালোবাসা (১ম পর্ব) শেষ পর্ব
১৩. ভূতুরে ছায়া
১৪. গল্প :: যতনে অযনে ভালোবাসার টান
১৫. এ বাড়ি কার?
১৬. বৈজ্ঞানিক কল্পকাহিনি: আরিয়ান
১৭. গল্পঃ অপূর্ণে প্রাপ্তি
১৮. চিলেকোঠার প্রেম
১৯. নের আছর ( এপিলেপসি)
২০. পরীর আছর? রহস্যময় এক রাতের কাহিনী!
২১. যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে
২২. সবুর আলীর একদিন
২৩. কিপটে গল্প : সাত
২৪. গল্পঃ অপরুপা
২৫. অনুগল্প/মাতৃত্বের বিচ্ছেদ
২৬. গল্পঃ উচ্ছিষ্ট জীবন
২৭. রূপা (ছোটগল্প)
২৮. অন্তর্ধান (গল্প)
২৯. নভোনীল টিমের জরুরী মিটিং
৩০. আঁধারের কথকতা
৩১. মেয়েটার অভিমান একটু বেশী ছিলো বটে,,,
৩২. চিত্রশিল্পী
৩৩. একটি শিক্ষনীয় অনুগল্প
৩৪. রম্যগল্পঃ গচ্চা
৩৫. গল্পঃ চুড়েলের পাল্লায়
৩৬. টুকরো টুকরো ভয়
৩৭. আষাঢ়ে গল্প-১ !!! ঘটকালি
৩৮. গল্প: বোধ
৩৯. সরল বিশ্বাস
৪০. গল্প- অন্ধকারের ফুল
৪১. বগা লেক রহস্য ও অতৃপ্ত আত্মা
৪২. মেঘমেয়ে আর টুনটুনিছানা
৪৩. কে সবচেয়ে বড় ছিল ? (একটি কিরিগিজ রুপকথা)
৪৪. গল্পঃ সামর্থ্য
৪৫. আষাঢ়ে গল্প-২ !!! কাঁঠাল খাওয়ার বাজি !!
৪৬. বেলজিক গল্প ৫০৯৭
৪৭. গল্পের মত! :: মায়াময় হাসি, ভালোবাসার ডাক! কিংবা কেমন আছো!
৪৮. মিথ্যার কাছে পরাভূত সত্য
৪৯. চিলেকোঠার প্রেম-৯
৫০. গল্পঃ মা ও শাশুড়ি মা
৫১. একটি বাড়ি ও কতগুলো যান্ত্রিক চোখ
৫২. লোভী কাজী – একটি তাজিক রুপকথা
৫৩. শিক্ষামূলক একটি গল্প



রম্য গল্পের তালিকা
১. রম্য : ব্যাঙ্ক থেকে বলছি !!
২. রম্যরচনাঃ এক্সকিউজ মি
৩. আজাইরা গল্পঃ লাভ রিঅ্যাক্ট
৪. রম্যঃ পাপ্পি দে (৫০ প্লাস)
৫. রম্য, প্রেমানাম
৬. রম্য, কানাঘুষা
৭. রম্য : বৌ এর ভালবাসা !!
৮. রম্য : আমার বৌ ও বাংলাদেশি ইলিশ
৯. রম্য
১০. রম্য, গফ উদ্ধার অভিযান

আজকের সংকলন পর্ব এখানেই সমাপ্ত । সামনের মাসে যদি বেঁচে থাকি তাহলে আবারও আরেক খানা গল্পের সংকলন নিয়ে হাজির হব আশা রাখি । তবে একটা কথা বলতে চাই । যখন কালকে আবারও সব পোস্ট গুলো চেক করছিলাম তখন একটা ব্যাপার লক্ষ্য করলাম যে সামুতে পোস্ট আস ভয়ানক ভাবে কমে গেছে । এতো কমে যাবে আমি কোন দিন ভাবি নি । সকল ব্লগারদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা যে যে বিষয় পছন্দ করুন সেটা নিয়ে পড়াশুনা করুন এবং সামুতে পোস্ট দিন । এমন দিন দেখতে চাই না যেখানে সামুতে পোস্ট আসাই বন্ধ হয়ে গেছে ।

হ্যাপি রিডিং !

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ সেপ্টেম্বর (২০২০) মাসের
গল্পের তালিকা প্রকাশ করার জন্য। শুভেচ্ছা
জানবেন।

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪

অপু তানভীর বলেছেন: এই মাসেও লিখে ফেলুন কয়েকটা । সামনের মাসে যোগ হয়ে যাবে আশা রাখি । সেই সাথে এই তালিকার যে যে গল্প গুলো পড়া হয়নি সেগুলো পড়ে ফেলুন !

২| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: যাক ব্লগে এখনও মানুষ গল্প লেখে তাইলে!!!

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০১

অপু তানভীর বলেছেন: হুম । দেখছো মোট ৬৩টা গল্প । একমাসে এই কটা গল্প কিন্তু অনেক । যাক, এই মাসে তুমিও একটা গল্প লিখে ফেলো দেখি । অপু নিশি প্রেমের গল্প।

৩| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৫৭

জুন বলেছেন: গল্প ছাড়া আর কিছু পরেন্না অপু তানভীর :-*
আমি একটা লিখছি। দেখি আগামী মাসের সংকলনে :)

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: গল্প ছাড়া আর কিছু পড়ি না এই কথাটা একেবারে ঠিক না । তবে গল্প বেশি পড়ি ।

আপনি লিখেছেন আমি দেখেছি । পড়েও ফেলেছি । :D

৪| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১০

শায়মা বলেছেন: হা হা আমি লিখবো তোমার প্রেমের গল্প!!!!!!!! হ্যাঁ অবশ্য লিখতে পারি।

অপু আর নিশি হাঁটতে হাঁটতে সামনে একটা টং দোকান পেলো। নিশি অফিস থেকে ফিরেছিলো। তখন ছিলো বিকেল কাজেই ওর যে খিদে পেয়েছে এটা মনে করে অপু ওকে কিছু খাওয়াতে চাইলো। মফস্বল শহরে ভালো কিছু কি আর পাওয়া যায়? তাই এক পাউন্ডের একটা কেক কিনে দুজনে গিয়ে একটা গাছ তলায় বসলো।

সন্ধ্যার মশাদের জ্বালায় তবুও কি শান্তি আছে! তাই একটু পরেই দুজনকে উঠতে হলো। অপুর সাইকেলের পিছে নিশিকে উঠিয়ে ওদের বাড়ির দিকে চললো। তখন সন্ধ্যাকাল। নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিরা পথ ভুলে যাচ্ছিলো আর অপু ভুলে যাচ্ছিলো এ পৃথিবীর সকল দুঃখ কষ্ট আর বেদনার কথা। কারণ পৃথিবীটা তখন স্বপ্নের মত সুন্দর। তার গা ঘেসে বসে আছে নিশি। সন্ধ্যার হিমেল বাতাস ছুঁয়ে যাচ্ছিলো ওদেরকে।

বাড়ির কাছাকাছি কিন্তু বেশ খানিকটা দূরে সাইকেল থেকে নামিয়ে দিলো নিশিকে। বাপরে ওর বদরাগী শয়তান দারোগা বাবাটা যদি দেখতে পায় এই ভর সন্ধ্যায় তার মেয়েকে সাইকেলে বসিয়ে তার দিওয়ানা নিয়ে আসছে তাহলে নিশ্চয় জং ধরা বন্দুকে গুলি চালিয়ে দেবে।

নিশি নেমে গেলো। যেতে যেতে পিছে ফিরে মিষ্টি হাসলো। হাত নাড়লো........ তারপর


আজও মাঝে মাঝেই মনে পড়ে সেই নিঝুম সন্ধ্যায় পান্থ পাখিদের কলকাকলীতে মিশে থাকা নিশির চলে যাওয়া ....... যেতে যেতে দূয়ার হতে কি ভেবে মুখ ফিরিয়েছিলো নিশি?


কি কথা ছিলো যে মনে মনে ???


:P

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৪

অপু তানভীর বলেছেন: আরে আরে এইখানে না । একটা গল্প পোস্ট দিয়েই ফেলো দেখি । একটা চমৎকার প্রেমর গল্প ! :)

৫| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৪

শায়মা বলেছেন: না আমাল লুইজ্জা লাগে ভাইয়ু!!!!!!!!!!!! :P

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০

অপু তানভীর বলেছেন: আরে কোন লজ্জা নাই । লিখে ফেলো জলদি জলদি !

৬| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩৪

শায়মা বলেছেন: ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৩০০

লেখক বলেছেন: আরে কোন লজ্জা নাই । লিখে ফেলো জলদি জলদি !


হা হা :P

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৪১

অপু তানভীর বলেছেন: সত্য । এই মাসেই একটা গল্প চাই ।

৭| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: এই মাসেও লিখে ফেলুন কয়েকটা । সামনের মাসে যোগ হয়ে যাবে আশা রাখি ।

যোগ হলে ক্ষতি নাই! তবে আমার গল্পতো আষাঢ়ে গল্প !!
আশ্বিণ মাসে কি এর গুরুত্ব থাকবে ?

০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

অপু তানভীর বলেছেন: আষাঢ়ে গল্প সব মাসে চলে..।

৮| ০৮ ই অক্টোবর, ২০২০ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: অনেক পরিশ্রমের কাজ করেছেন। এরকম একটা পোষ্ট তৈরি করতে অনেক সময় লাগে। আমাড় কাছে সচেয়ে বড় কথা সংকলনে আমাকে ঠাই দিয়েছেন।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫২

অপু তানভীর বলেছেন: আগে এই রকমের পোস্ট তৈরি করতে বেশ কষ্টকর ছিল কারণ আগে প্রচুর পোস্ট আসতো । এখন পোস্টের পরিমান কমে গেছে । তাই খুব একটা কষ্টকর নয় এখন !

৯| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১:৫৭

নেওয়াজ আলি বলেছেন: গল্প কবিতা কম মানুষ পড়ে মনে হয় কারণ রাজনৈতিক লেখা বেশী লাইক কমেন্ট পায়

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৩

অপু তানভীর বলেছেন: রাজনৈতিক পোস্টে কমেন্ট বেশি আসে কারণ সেখানে তর্ক বিতর্কের সুযোগ বেশি । এটাই স্বাভাবিক ! তবে গল্পও মানুষ এখনও। লেখেও অনেকে । দেখতেই পাচ্ছেন । গড়ে প্রতিদিন দুইটা গল্প সামুতে পোস্ট হয়েছে । এটাও কম না কিন্তু !

১০| ০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
সুন্দর সংকলন।

০৯ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১১| ০৯ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৮

মা.হাসান বলেছেন: কিছু পড়া ছিলো, কিছু এড়িে গিয়েছিলো, কিছু পড়ার চেষ্টা করেও পারি নি, আঁতলামি একটু বেশি মনে হয়েছে। সংকলনের জন্য অনেক ধন্যবাদ।

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৭

অপু তানভীর বলেছেন: এখনও যেগুলো পড়া হয় নি সেগুলো সব পড়ে ফেলুন । সব গুলোর কথা বলব না তবে বেশ কিছু ভাল গল্প রয়েছে এর ভেতরে .।

১২| ১০ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৩

আমি তুমি আমরা বলেছেন: গ্রেট জব।

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু !

১৩| ১০ ই অক্টোবর, ২০২০ রাত ১০:১৪

ইসিয়াক বলেছেন: সংকলনে আমাকে ঠাই দিয়েছেন এজন্য অশেষ কৃতজ্ঞতা জানবেন।
শুভকামনা।

১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২৮

অপু তানভীর বলেছেন: আরও গল্প লিখতে থাকুন !

ধন্যবাদ আপনাকেও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.