নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

২০২০ সালে পড়া বই সমূহ

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৫



২০২০ এর বই মেলাতে বেশ কিছু বই কেনা হয়েছিলো । প্রতিবছরই কেনা হয় । তার ভেতরে কিছু সংখ্যক বই না পড়াই থেকে যায় । নতুন ভাবে আবার নতুন বই কেনা হয় সেই না পড়া বই আর পড়া হয় না । তবে এইবার করোনা কালীন সময়ে বইমেলা থেকে বই গুলোর প্রায় সব গুলো বই পড়া হয়েছে । একটা লিস্ট নিচে দিয়ে দিলাম ।

১। ও টু - মোহাম্মাদ সাইফুল ইসলাম (নালন্দা)
২। পৃথিবীর সেরা সায়েন্স ফিকশন গল্প - খসরু চৌধুরী (পাঞ্জেরী)
৩। এলিয়েন - মিন্টু হোসেন (সমগ্র প্রকাশন)
৪। এনিয়ান - নাজমুল হক ইমন (গ্রাফোসম্যান পাব্লিকেশন)
৫। ময়াল - মুনির হাসান (তাম্রলিপি)
৬। ওয়েডিং এলবাম - ভেভিড মারুসেক; অনুবাদ - শেখ আব্দুল হাকিম (প্রিয়মুখ)
৭। শবযাত্রা - নাশমান শরীফ (সেবা প্রকাশনী)
৮। শাঁখিনী - অনীশ দাশ অপু (সম্পাদিত) ও নিশিডাকনী - ভৌফিক হাসান উর রাকিব (সম্পাদিত) (সেবা প্রকাশনী)
৯। ছায়াময় - নিলয় নন্দী (পাঞ্জেরী পাব্লিকেশন)
১০। সেরা ভুত - আহসান হাবীব (অনুপম প্রকাশনী)
১১। অদ্ভুত আঁধার এক - আসিফ রুডলফায, লুৎফুল কায়সার, জাকিউল অন্তু (ভূমি প্রকাশ)
১২। ভূতের বাড়ি ভয়ের হাড়ি - ইমতিয়ার শামীম (সমগ্র প্রকাশন)
১৩। গোয়েন্ডি'স বাটন বক্স - স্টিফেন কিং; রিচার্ড চিযমার; অনুবাদ - সুমিত শুভ
১৪। ভয় - রবিউল ইসলাম (শিশু কিশোর প্রকাশন)
১৫। দ্য হ্যাম্পঃ প্লেস অব নো রিটার্ন - আহমেদ ফারুক (প্রিয়মুখ প্রকাশন)
১৬। চাঁদ গাছ এক পায়ে দাড়িয়ে - কুশল ইশতিয়াক (চন্দ্রবিন্দু)
১৭। খাদক - সালেহ বায়েজীদ -(পুথিনিলয়)
১৮। একটি জাপানি গল্প ও অন্যান্য - সালেহা চৌধুরী (সিড়ি প্রকাশন)
১৯। বায়ান্ন তীর্থ - শাপলা হক (চৌতন্য)
২০। নির্বাচিত ছোটগল্প - আর্নেস্ট হেমিংওয়ে (আলোঘর প্রকাশনা)
২১। অক্টোবর রেইন - ওয়াসিকা নুযহাত (বই বাজার)
২২। স্পন্দন - নিলুফার ইয়াসমিন উষা (বই বাজার)
২৩। নিতুর মাহবুব ভাই - তৃধা আনিকা (ছাপাখানা প্রকাশনী)
২৪। গতকাল -ইশতিয়াক আহমেদ (অনিন্দ্য প্রকাশ)
২৫। খাঁচার ভিতর অচিন পাখি - ওয়াসিকা নুযহাত (বই বাজার)
২৬। কালবীরঃ আবির্ভাব - মাদিহা মৌ, মো. ফরহাদ চৌধুরী শিহাব (ভূমি প্রকাশ)
২৭। মেঘের দিন - সাদাত হোসাইন (অন্য প্রকাশ)
২৮। মরণোত্তম - সাদাত হোসাইন (অন্য প্রকাশ)
২৯। চল - অন্তিক মাহমুদ (অধ্যয়ন)
৩০। আজ কোথাও বৃষ্টি হবে না - ইফতেখার হোছাইন নূর (বায়ান্ন)
৩১। আমারে দেব না ভুলিতে - শারমিন আঞ্জুম (ঐতিহ্য)
৩২. ইন্দ্রজাল - জিমি তানহাব (ঐতিহ্য)
৩৩। বেয়াত্রিচ - তানিয়া সুলতানা (বাতিঘর প্রকাশনী)
৩৪। অন্ধকার রাতে - ওমর বিশ্বাস (কালো)
৩৫। গারো লোকগল্প - ম্যাগডিলিনা মৃ (পেন্ডলাম পাব্লিসার্স)
৩৬। আফ্রিকার রূপকথা - শাহজাহান কিবরিয়া (বাংলা একেডেমি)
৩৭। চীনা লোককাহিনী - বিশ্বসাহিত্য কেন্দ্র
৩৮। ফ্রান্সের রূপকথা - বিশ্বসাহিত্য কেন্দ্র
৩৯। বিহ্যাইন্ড দ্য সিন - সালমান মুক্তাদির (অধ্যয়ন)
৪০। কমিউনিকেশন হ্যাকস - আয়মান সাদিক ও সাদমান সাদিক (অধ্যয়ন)
৪১। লোকে কী বলবে ? -আয়মান সাদিক ও সাকিব বিন রশীদ (আদর্শ)

গতবার বই মেলা থেকে মোট ৫০টা বই কিনেছিলাম । তার ভেতর থেকে ৪১টা বই পড়ে শেষ করে ফেলেছি । বই মেলা ছাড়াও সারা বছর ধরে আরও বেশি কিছু বই কেনা এবং পড়া হয়েছে । সেই বই গুলোর ভেতর থেকে কেবল যে গুলো পড়া হয়েছে সেগুলোর তালিকা নিচে দিলাম
১। ম্যাগপাই মার্ডার্স -এন্থনি হারোউটস
২। মুনফ্লাওয়ার মার্ডার্স -এন্থনি হারোউটস
৩। শেষ অধ্যায় নেই - সাদাত হোসাইন
৪। দ্য লাস্ট উইস - AndrzejSapkowski
৫। টেল নো ওয়ান -হারলান কোবেন
৬। ভাসান বাড়ি -সায়ক আমান
৭। নয়টি রক্তাক্ত রবিবার - সায়ক আমান
৮। পটাশগড়ের জঙ্গলে - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৯। গোঁসাই বাগানের ভুত - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১০। গোলমেলে লোক - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১১। হেতমগড়ের গুপ্তধন - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১২। বাসস্টপে কেউ নেই - সুনীল গোঙ্গোপাধ্যায়
১৩। অন্য জীবনের স্বাধ - সুনীল গোঙ্গোপাধ্যায়
১৪। ভালোবাসা নাও, হারিয়ে যেও না - সুনীল গোঙ্গোপাধ্যায়
১৫। ম্যাডাম ও মহাশয় - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৬। মনোজদের অদ্ভুত বাড়ি - শীর্ষেন্দু মুখোপাধ্যায়
১৭। সমুদ্রের ডাক - আহসান হাবীব
১৮। রিটিন - মোহাম্মাদ জাফর ইকবাল
১৯। বিজ্ঞানী অনিক লুম্বা - মোহাম্মাড জাফর ইকবাল
২০ । বউ সমাচার - তৃধা আনিকা
২১। প্রণয়নামচা - তৃধা আনিকা


মোট ৬২টা বই পড়েছি । আরও কয়েকটা যোগ হত এই তালিকাতে কিন্তু হয় নি । মোটা সাইজের একটা বই পড়া শুরু করেছিলাম । সেই বইটা এখনও পড়া চলছে । নয়তো এর মাঝে আরও কিছু বই শেষ হয়ে যেত । যাই হোক এক বছরে ৬২টা বই খারাপ কিছু না । গড়ে প্রতি সপ্তাহে একটার একটু বেশি । আমাদের সবারই বছরে অন্তত ৪০টা বই পড়া উচিৎ । আমার পছন্দ কেবল গল্প উপন্যাস জাতীয় বই তবে কেবল এগুলো নয় আরও নানান ধরনের বই পড়া উচিৎ সবার । আসুন সবাই এই বছর অন্তত ৪০টা বই পড়বেন এই মনস্থির করুন । এখন থেকে শুরু করুন, দেখবেন বছর শেষে ঠিক ঠিক পড়ে ফেলেছেন ।
সবাইকে নতু বছরের শুভেচ্ছা রইলো । হ্যাপি রিডিং !

বই গুলোর ভেতরে কিছু কিছু বইয়ের রিভিউ লিখেছিলাম আমি । নিজের একটা ব্লগ রয়েছে সেগুলো প্রকাশের জন্য । আমার বইপত্র ব্লগে বই সম্পর্কে যাবতীয় কতা বার্তা লিখে রাখি । ইচ্ছে হলে ঢু মেরে আসতে পারেন ।

Photo by cottonbro from Pexels

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

মরুভূমির জলদস্যু বলেছেন: ইদানি বই পড়া খুব কমে গেছে।

০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৩

অপু তানভীর বলেছেন: বই পড়া বাড়িয়ে দিন ।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:০৬

রাজীব নুর বলেছেন: অনেক বই পড়েছেন। গ্রেট।
বইমেলা থেকে যে বই গুলো কিনেছেন সেগুলো বেশী ভালো হয়েছে।

তবে আমি গত বছর পৃথিবীর সবচেয়ে দামী গ্রন্থ পড়েছি।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৬

অপু তানভীর বলেছেন: মেলার পরেও বেশ কিছু বই কেনা হয়েছে । তবে সেগুলোর বেশির ভাগই পড়ে শেষ করতে পারি নি । শেষ হয়ে যাবে আশা রাখি ।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:১৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন অপু! হিংসা করলাম আপনার এই উদ্যোগকে।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৭

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ কাভা ভাই ।
আপনিও শুরু করে দিন । দেখবেন বছর শেষ লম্বা একটা লিস্ট হয়ে গেছে ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ২০২০ সালে, আমি বই কিনেছি ১৫০+
কিন্তু আপনার কোনো বই আমার কমন পড়েনি।
ভাবছি, এসংক্রান্ত আমিও একটা পোস্ট দিবো।

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৬

অপু তানভীর বলেছেন: আমার বই কেনার পরিমান একশর মত । তবে অতো বই পড়তে পারি নি । আরও পড়া উচিৎ ছিল । আপনিও দিয়ে ফেলুন পোস্ট !

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০৮

হাবিব ইমরান বলেছেন:
বাহ, অসাধারণ।

২০২০ এ গুডরিডস এ চ্যালেঞ্জ নিয়েছিলাম ১০০ টা। পড়েছি ১০২ টা বই।
প্রায় ৮০% ছিলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং হুমায়ুন আহমেদ সাহেবের বই।
আর ২০% মানিক বন্দ্যোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, আহমাদ ছফা, জাফর ইকবাল, সেবা প্রকাশনীর ওয়েস্টার্ন সিরিজের প্রায় ছয়-সাতটা, আর কিছু প্রবন্ধ।

হুমায়ূন স্যার এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই এতো বেশি যে প্রায় আরো বছর খানেক লাগবে শেষ করতে। (আমি জনরা ধরে না পড়লে শেষ করতে পারি না)

২০২১ এ ১৫০ টা বই পড়ার চ্যালেঞ্জ নিয়েছি। শুভকামনা জানান। :D

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৭

অপু তানভীর বলেছেন: এক বছরে ১০২ টা বই পড়া কিন্তু বিশাল একটা ব্যাপার । আপনাকে অভিনন্দন !

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



আপনার মাঝে কোন পরিবর্তন লক্ষ্য করছেন?

০৫ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৮

অপু তানভীর বলেছেন: মানুষ মাত্রই পরিবর্তনশীল

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৯

আখেনাটেন বলেছেন: অসাধারণ আপনার পাঠের অভ্যাস। আমি বরাবরই বই পড়ুয়া মানুষদের ভালো পাই। :D এবছর করোনাকাল বই পড়ার হার কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে যারা সত্যিই ভালও পাঠক।
গত বছর আমার পড়া কিছু বইঃ
1. সেরা রম্যরচনা - সৈয়দ মুজতবা আলী (বিশ্ব সাহিত্য কেন্দ্র) (রম্যরচনা আমার বরাবরের প্রিয় টপিক; অনেকগুলো লেখা বিভিন্ন বইয়ে আগেও পড়া থাকলেও এক মলাটে...বেশ লেগেছে)
2. বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ- লেখক হারুন-অর-রশিদ (অসমাপ্ত আত্নজীবনী পড়ার পর এই বইটি অনেক আগে বই মেলা থেকে কিনেছিলাম; পড়া হয়ে উঠেছিল না এতদিন...)
3. একাদশ ইন্দ্রিয়- লেখক রূপক সাহা (এই ভদ্রলোকের লেখার ভক্ত আমি সেই ছাত্র জীবন থেকে। ভার্সিটির লাইব্রেরীতে বসে দেশ ও আনন্দলোক পত্রিকার পূজা সংখ্যায় প্রকাশিত উপন্যাসগুলো গোগ্রাসে গিলতাম- হিয়া, সাদা পাতায় কালো দাগ, মোক্ষ, হরফ, জুয়াড়ী, লাল রঙের পৃথিবী, পাতালজাতক ইত্যাদি; অসাধারণ লাগত। সেই ভালোলাগা এখনও রয়েছে। )
4. তরিতা পুরাণ- লেখক রূপক সাহা (অনেক বড় লেখা হলেও চমৎকার বললেও অতুক্তি হবে)
5. বাঙালি মুসলমানের মন- লেখক আহমদ ছফা (একটিই কথা বলার আছে, জ্ঞান আহরণ ও বুদ্ধি-বৃত্তিক বিকাশের জন্য এ ধরনের বইয়ের দরকার আছে বাংলা ভাষায়)
6. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প- সংকলন (আমার প্রিয় লেখকের একজন;)
7. কথা পরম্পরা- লেখক শাহাদুজ্জামান (সাক্ষাৎকার সংকলন; কত অজানারে জানা যায়;)
8. 21 Lessons for the 21st Century by Yuval Noah Harari ( লেখকের প্রথম দুটো বই অনেক আগেই পড়েছিলাম। এটি এবছর পড়লাম। উনার বই নিয়ে কিছু বলার নেই। যারা পড়েছেন তারা জানেন। মানব সভ্যতার ইতিহাস নিয়ে যদি বিন্দু পরিমাণ আগ্রহ থাকে তাহলে হারারির বই পড়ে নেওয়া ভালো। তবে অন্ধভাবে প্রভাবিত হয়ে গেলে আবার সমস্যা…)
9. A Long Walk to Freedom by Nelson Mendela (বারবার পড়ার মতো বই; একটা মানুষের স্ট্রাগল কীভাবে একটি সমাজকে নতুন করে ভাবতে শিখিয়েছে তা…এই বইটি আমি আগেও পড়েছি)
10. Inglorious Empire: What the British Did to India by Shashi Tharoor (বইটি নিয়ে বেশ আলোচনা শুনে পড়তে বসলাম। উনার রায়ট বইটি পড়েই উনার লেখার আমি একজন সমঝদার পাঠক। এই বইটি জ্ঞান-পিপাসু মানুষের অবশ্য পাঠ্য বই। সত্য-মিথ্যা যাই হোক-একটি দিক তো উনি খোলা ভাবে উন্মোচন করেছেন)
11. Kafka On The Shore by Haruki Murakami (আমার প্রিয় লেখকদের একজন; বেশ লেখা।)
12. After Dark by Haruki Murakami (তেমন ভালো লাগে নি)
13. The Winner Stands Alone by Paulo Coelho (আমার কলেজ জীবনে কোয়েলহোর দ্যা আলকেমিস্ট পড়ার পর উনার লেখাতে সেই যে বুঁদ হয়ে গেছি; তা থেকে আর বের হতে পারি নি; এখনও সময় পেলেই উনার লেখা পড়ি; যদিও এখনকার লেখাগুলো আগের মতো তেমন ধারালো নয়।)
14. Istanbul: Memories and The City by Orhan Pamuk (লেখকের আমার পড়া প্রথম বই ‘মাই নেম ইজ রেড’ এরপর একে একে অনেকগুলো লেখায় পড়েছি; এই আত্নজীবনীমূলক লেখাটি উনার সম্পর্কে, তুরস্কের সমাজ ব্যবস্থা ইত্যাদি নিয়ে পাঠককে একটি চমৎকার ধারনা দিবে;)
15. Truth, Love and a Little malice by Khushwant Singh (খুশবন্ত সিংহের লেখা নিয়ে কিছু বলার নেই; আমাদের উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই লেখক একটি খুশবন্ত পাঠক শ্রেণি তৈরি করেছেন; আমিও তাদেরই ক্ষুদ্র একজন;)
16. Thinking, Fast and Slow by Daniel Khaneman (এই জটিল বইটি এক বন্ধু রেফার করেছিল; পড়তে গিয়ে বুঝেছি—বই পড়া অতটা সহজ বিষয় নয় রে পাগলা; আমি অনেক দ্রুত পাঠ করতে পারি; তবে এই বই পড়তে গিয়ে ঘাম ঝরে গেছে;)
17. Moonwalking with Einstein: The Art and Science of Remembering Everything by Joshua Foer (বিল গেটস এই বইটির কথা উল্লেখ করেছিল; উনি কেন করেছেন তা পাঠক পড়লেই বুঝতে পারবেন)
18. The Rosie Project by Graeme Simsion (এই বইটিও বিল গেটসের রেফার করা; অত্যন্ত মজার এক উপন্যাস; এই বইটি নিয়ে একটি রিভিউ দেওয়ার ইচ্ছে আছে; এই বই আমার অল টাইম ফেবারিট পাঠের মধ্যে থাকবে;)

(এর বাইরেও কিছু পড়েছি মনে পড়ছে না এই মূহুর্তে; কিছু বই আবার রিপিট করেছি; )

গতবছর আরো অনেকগুলো বই কিনেছি। মাগার ওগুলো আদৌ কখনো পড়া হবে কিনা জানি না। মলাটবদ্ধ বই পাঠের প্রতি আস্তে আস্তে আগ্রহ কমে যাচ্ছে। নতুন সভ্যতার চটকদার ঝলকানি মানুষকে কোথায় টেনে নিয়ে যাচ্ছে কে জানে? :(


০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০০

অপু তানভীর বলেছেন: আপনার পড়া বই গুলোও চমৎকার । ৫ আর ৬ নম্বরটা আমি পড়েছি । অন্য গুলো পড়া হয় নি । যদি জীবিত থাকি কোন একদিন পড়ে ফেলবো আশা রাখি ।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭

নেওয়াজ আলি বলেছেন: জাষ্ট গ্রেট ডিয়ার

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:০৯

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ৯:০২

বিডি আইডল বলেছেন: বাংলাদেশে কি অনুবাদ নির্ভর বই বেশি বের হয় এখন?

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: বইমেলার পরে সময়ে অনুবাদ বই অনেক বের হয় । আগের থেকে অনেক বেশি ।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০২১ রাত ১১:১৭

মেহেদি_হাসান. বলেছেন: আমি হিসাব করে পোস্ট দেবো একদিন।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১০

অপু তানভীর বলেছেন: দিয়ে ফেলুন একদিন ।

১১| ০৫ ই জানুয়ারি, ২০২১ ভোর ৪:৪৪

সোহানী বলেছেন: ভালো লাগলো অপু শেয়ারিং।

গত বছর দেশে যাবার কারনে নতুন বই যেমন কিছু কিনেছিলাম তেমনি আগের অনেক কালেকশান স্যুটকেস বোঝাই করে নিয়ে এসেছিলাম। এবং করোনার কারনে ফ্রি টাইমও ও পেয়েছি। যার কারনে প্রচুর বই পড়েছি। লিস্ট দিবো না, ছবি দিলাম।


০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১১

অপু তানভীর বলেছেন: বাহ চমৎকার । বেশ কিছু পরিচিত বই দেখা যাচ্ছে !

১২| ০৫ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:২০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আমি গত ৪৫ বছর গোটা একটা কোন বই পড়িনি।নিয়মিত কিঁছু ম্যাগাজিন,পত্রিকা পড়েছি।সন্তানদের কিছু কিছু বই এর কয়েক পাতা পড়েছি।পুরনো রাজনৈতিক বন্ধু বান্ধব দেখলে একশ হাত দুর দিয়ে হেটেছি।

০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:১২

অপু তানভীর বলেছেন: একটা বই পড়েন নি শুনে খানিকটা অবাকই হলাম বটে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.