নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

অনলাইনের সময় নষ্ট করার ১০টি ওয়েব সাইট.....

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪



অনলাইনে আপনি মূলত কী করেন?
এই প্রশ্ন যদি আপনাকে করা হয় তাহলে আপনার উত্তর কী হবে? অনেকে অনলাইনে জব, ব্যবসা করে। এই অনলাইন জব ব্যবসা বাদ দিয়ে বাকি সবাই মূলত অনলাইনে আসলে সময় নষ্ট করতে। আরও একটু ভাল করে বললে কাজের স্ট্রেশ দুর করতে তারা অনলাইনে সময় কাটায় । বেশির ভাগই সোস্যাল মিডিয়া কিংবা ভিডিও স্ট্রিমিং সাইটে ঢু মারে । ব্লগে আসে অনেকে । আজকে আপনাদের সময় নষ্ট কিংবা সময় কাটানোর আরও কয়েকটা সাইটের খোজ নিয়ে এলাম যেগুলোতে আম নিয়মিত সময় নষ্ট করে থাকি । আসুন শুরু করা যাক !




ওয়েব সাইট টাতে যেতে এখানে ক্লিক করুন । এই ওয়েব সাইটে গেলে বেশ কিছু পাখির ছবি দেকখতে পাবেন উপরের ছবির মত । প্রতিটা ছবির উপরে যখন মাউসটা নিয়ে গেলেই সেই ছবির পাখিটা ডেকে উঠবে । কোন পাখির আওয়াজ আসলে কেমন সেটা জানার জন্য এই সাইটটা ।

A SOFT MURMUR নামের এই সাইটটা আমার বেশ পছন্দের একটা সাইট । কল্পনা করুন রাতের বেলা আপনি ঘুমাচ্ছেন তখন বাইরে বৃষ্টির আওয়াজ ভেসে আসছে, সাথে হাকলা বজ্রপাতের আওয়াজ । ফায়ারপ্লেসে আগুন জ্বলছে সেটাও আওয়াজও কানে আসছে । এই সাইটে ঠিক এই কাজটাই করে । নানান ধরনের আওয়াজ এই সাইটে পাওয়া যাবে । মিক্স করার উপায় আছে । এক সাথে অনেক আওয়াজ চালু করতে পারবেন। কোনটার শব্দ বেশি কমও করতে পারবেন । ঢেউ, বৃষ্টি, বজ্রপাত, আগুন, বাতাস সহ আরও অনেক কিছু । মিক্স শেষে প্লে বাটন চালু করলে আওয়াজ শুরু হবে ।

গ্রাভিটি পয়েন্ট নামের এই সাইটটা বেশ মজার । সাইটে ঢুকলেই প্রথমে এলোমেল বেশ কিছু বিন্দু দেখা যাবে । আপনি যখনই মাউস দিয়ে কোথাও ক্লিক করবেন তখন সেখানে একটা কালো বিন্দুর সৃষ্টি হবে । এবং সাদা বিন্দু গুলো সেই কালো বিন্দুটার আশে পাশে ঘুরাঘুরি শুরু করবে । এবার যদি অন্য কোথাও আবার মাউস দিয়ে ক্লিক করেন তাহলে কিছু সাদা বিন্দু সেদিকে চলে যাবে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই দুই কালো বিন্দু আস্তে আস্তে নিজেদের দিকে ধাবিত হবে, এক সময়ে একে অন্যের সাথে মিলিত হয়ে যাবে । এভাবে যত কালো বিন্দু তৈরি করবে সব গুলো আস্তে আস্তে মিলিত হয়ে বড় হতে থাকবে !

স্ক্রিনে অনেক ছোট বড় বেলুন দেখতে পাবেন । শুরুর বাটন চালু করলেই সব বেলুন গুলো সামনে আসবে । এরপর মাউস দিয়ে সেগুলো নাড়াচাড়া লাফালাফি করতে পারবেন যত ইচ্ছে । সাইটে যাওয়ার জন্য ক্লিক করুন এখানে।



অনেস্ট স্লোগান সাইটটা তৈরি করা হয়েছে বিখ্যাত যত ব্রান্ড পন্য গুলো যে যে স্লোগান গুলো চালু আছে সেগুলোর এক পাশে সরিয়ে রেখে আসলেই সেই পন্য গুলোর সত্যি করার স্লোগান কি হওয়া উচিৎ ছিল । বেশ অনেক অনেস্ট স্লোগান এখানে আছে ।

লিটিল এলকেমি সাইটটা বেশ মজার । সাইটের ডান দিকে বেশ কিছু এলিমেন্টের চিত্র দেওয়া থাকে । যেমন পাননি, মাটি, আগুন ইত্যাদি । আপনার কাজ হল একটা এলিমেন্ট নিয়ে এসে মাঝে রাখা । এরপর অন্য আরেকটা উপাদান সেইটার উপরে ছেড়ে দেওয়া । তাহলে দুইটা উপাদান মিলে কি হয় সেটা দেখা যাবে । যেমন আগুন আর পানি মিলে বাষ্প হবে । আপনি যদি আগুন এনে তার উপরে পানি এনে রাখেন তাহলে বাষ্প হয়ে যাবে ।

যারা মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য নিচের সাইটটা । সাইটের নাম এ গুড মুভি টু ওয়াচ এমন অনেক সময় হয় যখন আমরা মুভি দেখতে চাই কিন্তু কোন মুভি দেখবো সেটা খুজে পাই না । সিদ্ধান্তহীনতায় ভুগি । আমার নিজের সাথেই এমন হয়েছে কতবার । শেষে ফেসবুকে স্টাটাস দিয়ে সাজেশন নিতে হয়েছে । সেখানেও আবার নানান অপশন । শেষে দেখা গেল মুভিই দেখা হয় না । এই সাইটে গিয়ে আপনি আশা করি সেই সমস্যার সমাধান পাবেন । কোন ভাল মুভিটা দেখবেন সেটা জানতে পারবেন এখান থেকেই ।

এই সাইট নিয়ে কোন কথা বলবো না । এখানে ঢুকলে আপনি নিজে নিজেই বুঝে যাবেন । আমি তো মাঝে মাঝে এখানে ঢুকে তাকিয়ে থাকি একভাবে ।

রেডিও গার্ডেন হল অনালইনে রেডিও শোনার একটা সাইট । তবে মজার ব্যাপার হচ্ছে এই সাইটে মোটামুটি দুনিয়ার সব অনলাইন রেডিও যুক্ত রয়েছে । নিয়মটা বেশ সহজ । আপনি পৃথিবীর গ্লোব ম্যাপ দেখতে পাবেন। আর সেখানে সবুজ ডট দেখতে পাবেন । প্রতিটা সবুজ ডট হচ্ছে একেকটা রেডিও স্টেশন । আপনি ডটের উপরে মাউস নিয়ে গেলেই আপনা আপনিই রেডিও চালু হয়ে যাবে ।

আমার আরেকটা পছন্দের সাইট হচ্ছে ফিফটিন ফ্যাক্টস। এ সাইটে দুনিয়ার নানান বিয়ষ নিয়ে ১৫টা করে ফ্যাক্ট দেওয়া রয়েছে । আমি সময় সময় পেলেই এখানে ঢুকি, রন্ডমলি একটা পোস্ট নির্বাচন করি তারপর সেগুলো পড়ি ।

আপাতত আজকের আয়োজন এখানেই শেষ । সামনে আবার নতুন কোন সাইটের খোজ নিয়ে হাজির হব।

ছবি getorganizedwizard.com




মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:০০

রাজীব নুর বলেছেন: চমৎকার সব সাইট।

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৫

অপু তানভীর বলেছেন: জি

২| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:০৪

আমি সাজিদ বলেছেন: চমৎকার। প্রিয়তে নিলাম। একটা প্রশ্ন - এই যে এত বড় অন্তর্জালকে আপনি কিভাবে দেখেন? মানব সভ্যতার ক্রম উন্নয়নের ধাপে ইন্টারনেট বা অন্তর্জালকে আপনি কেমন করে সংগায়িত করবেন?

২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:১৯

অপু তানভীর বলেছেন: আগুনের পর বিদ্যুৎ আবিস্কারটা ছিল সভ্যাতার জন্য বড় একটা মাইল ফলক । বিদ্যুৎ আবিস্কারের পর সভ্যতা নতুন যুগে প্রবেশ করেছিল । তেমনি ভাবে এই ১৯৬৯ সালে চালু হওয়া ইন্টারনেট আমার আরেক সভ্যতার যুগে নিয়ে এসেছে । বর্তমান সভ্যতার মূলে রয়েছে বলা চলে এই ইন্টারনেট প্রযুক্তি। আরও ভাল করে বললে এই যে এতো উন্নতি এটা এই ইন্টারনেট ছাড়া কোন ভাবেই সম্ভব ছিল না ।

৩| ২৩ শে মার্চ, ২০২১ দুপুর ১:৩৬

তারেক ফাহিম বলেছেন: বাহ, সাইট সবগুলোই ভালো লাগছে।
প্রিয়তে নিলাম।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৭

অপু তানভীর বলেছেন: প্রিয়তে নিয়েন নিন আর সময় নষ্ট করুন সময় মত !

৪| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২২

মেরুভাল্লুক বলেছেন: চমৎকার সব ওয়েবসাইট। আমি মোবাইল ইউজার মোবাইলে এত ওয়েবসাইট ব্রাউজ করা ডিফিকাল্ট

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৮

অপু তানভীর বলেছেন: মোবাইল দিয়ে সব গুলো ভিজিট করলে আসল মজাটা পাওয়া যাবে না । তবে কয়েকটার বেলাতে কাজ হবে !

৫| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২৯

জুল ভার্ন বলেছেন: চমৎকার সব ওয়েবসাইট। কাজে লাগবে।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৯

অপু তানভীর বলেছেন: বুক মার্ক করে রাখুন । পরে সময় করে কাজে দিবে আশা করি !

৬| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৬

সোহানাজোহা বলেছেন: আপনার কোনো এক পোস্টে আপনি বলেছিলেন আপনি সকল মন্তব্যের উত্তর দিতে বাধ্য নন। এতে করে আপনার সম্পর্কে একটি ভুল ধারণা হয়েছিলো। সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে ব্লগে এসে এতো এতো ভুল মানুষ দেখেছি আর ব্যক্তি আক্রমণের স্বীকার হয়েছি যে তা বলতে গেলে ২০টি আলাদা পোস্ট লিখতে হবে। মাত্র গককালও একটি পোস্ট লিখে দুটি নিকের আক্রমণে মনে হয়েছে এরা অসুখি মানুষ! একমাত্র অসুখি মানুষ অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়। আপনার মন্তব্য উত্তর দীর্ঘদিন পরে দেয়াতে অনেক অনেক মন খারাপ লাগছে।

আপনি সকল মন্তব্যের উত্তর দিতে বাধ্য নন। - আপনি সঠিক”

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৩

অপু তানভীর বলেছেন: মানুষের মন্তব্যের থেকে আপনার নিজের মানসিক শান্তি সব থেকে বেশি জরুরী । এমন সব কাজ, মন্তব্য এমন কি মানুষকে পরিহার করতে হবে যারা আপনার মানসিক শান্তি বাধা গ্রস্থ করে । এটা মনে রাখতে হবে । এটাই আমি মেনে চলি ।
এই কারণেই সবার প্রশ্নের জবাব দেওয়ার কোন দরকারই নেই । বিশেষ করে যারা ঐ ক্যাটাগরিতে পরে !

ভাল থাকুন সব সময়ই !

৭| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: কয়েকটা আগে দেখা ছিলো, বাকি গুলি নতুন।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৪

অপু তানভীর বলেছেন: সব গুলো দেখে ফেলুন !

৮| ২৩ শে মার্চ, ২০২১ রাত ৯:০৬

কল্পদ্রুম বলেছেন: সময় পার করার জন্য ভালো উপায়।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৫

অপু তানভীর বলেছেন: জ্বি, বেকারদের সময় পার করতে অনেক কিছু করতে হয় !

৯| ২৩ শে মার্চ, ২০২১ রাত ১০:১৯

সোহানী বলেছেন: এমনিতেই সময়ের টানাটানিতে থাকি! তার উপ্রে যদি এমন কিছুর পথ দেখাও তয় কই যাই......... :(( :(( :(( :(( :(( :((

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৭

অপু তানভীর বলেছেন: আরে কি যে বলেন । সময়েরই কোন অভাব নেই । আমার কাছ থেকে কিছু ধার নিয়ে যাইয়েন যদি টানাটানি থাকে ! :D

১০| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৯

অপু তানভীর বলেছেন: ভাল করেছেন । আবারও আইসেন !

১১| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১:৪৮

জগতারন বলেছেন:
এতো এতো সময় কেহ কেহ কোথায় পেয়ে থাকে ?
তাদের খেয়ে-দেয়ে কাম-কাইজ নেই নাকি ?
আজইরা খাইলে অন্য কথা (!)

পোষ্টোটি লাইক দিলাম ও প্রিয়'তে নিয়া রাখলাম।
পোষ্ট দাতার প্রতি কিঞ্চিৎ (অল্প) সুভেচ্ছা।
ব্লগার সোহানী -এর সাথে সহমত।

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০

অপু তানভীর বলেছেন: বেশি শুভেচ্ছা দিয়ে কাম নাই । অল্পতেই খুশি ! শুভেচ্ছা অল্পই নিলাম । টেকাটুকা বেশি নেওয়া যায় !

১২| ২৪ শে মার্চ, ২০২১ রাত ২:১৭

জগতারন বলেছেন:
পোষ্ট দাতার প্রতি কিঞ্চিৎ (অল্প) সুভেচ্ছা।

এই কথা লিখার দায়বদ্ধতাঃ
"শিয়ালকে ভাঙ্গা বেড়া দেখাতে নাই।"
তাই এ কালের বুবক ও যুবাদের ভাঙ্গা বেড়া দেখাতে নেই (!)

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১০

অপু তানভীর বলেছেন: এই কথা আবার বলতে ! :D

১৩| ২৪ শে মার্চ, ২০২১ সকাল ১১:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: বিরাট 'অপকার' করার জন্য ধন্যবাদ!

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১১

অপু তানভীর বলেছেন: অপকার করতে পেরে আনন্দিত ! :D

১৪| ২৪ শে মার্চ, ২০২১ দুপুর ১:৫৩

ভুয়া মফিজ বলেছেন: এমনেই সময় নিয়া ভেজালের মধ্যে থাকি। এর মধ্যে আপনে আইছেন আরো ভেজাল লাগাইতে!! আপনার কপাল ভালো যে, সামু‘তে এখন কোন ডিজলাইক বাটন নাই। :-B

২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১২

অপু তানভীর বলেছেন: আরে টেনশন নাই কুনো । সময় যখন নষ্ট করার খায়েস জাগবে কোন ভেজালই সেইটাকে আটকাইতে পারবে না । নিশ্চিন্তে কাজে লেগে যান । আর মনে রাখবেন ডিজলাইকে ডরে না অপু তানভীর ! :D

১৫| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

মিরোরডডল বলেছেন:




ওহ মাই গড ! তানভী, পাখির লিংকটা অসাধারণ ! কি যে ভালো লেগেছে :)

A soft murmur, এখানে Rain on trees, Rain on tin roof এ দুটো দারুণ !

অন্য লিংকগুলোও ভালো লেগেছে ।


২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৩

অপু তানভীর বলেছেন: আমি প্রায় রাতেই বৃষ্টি আর বজ্রপাতের আওয়াজ ছেড়ে ঘুম দেই ! ঘুম ভাল হয় !

১৬| ২৪ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৯

মিরোরডডল বলেছেন:




আমারও এ রোগ আছে ।
লাস্ট ওয়ান উইক এখানে অঝোর ধারায় বৃষ্টি হয়েছে ।
আমরা অল্প কয়জন ফ্রেন্ডস শুধু বৃষ্টি সেলিব্রেট করতেই একসাথে হয়েছি, টিনের চালে বৃষ্টির শব্দ, ঝুম বৃষ্টি ,
জানিনা আবার কবে পাবো বৃষ্টিকে এমন করে ।








২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: একটা সময়ে আমি নিজেও বৃষ্টি খুব ভাল ভাবে সেলিব্রেট করতাম । কিন্তু এখন কাজের কারনে আর এই ইট পাথরের শহরে আর সেই সুযোগ কই ! তাই তো সব কৃত্রিম চেষ্টা !

১৭| ২৪ শে মার্চ, ২০২১ রাত ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: শিরোনামটা দেখেই ঠিক করেছিলাম, এ পোস্টে আর ঢুকবোই না। কারণ, এমনিতেই সময়ের খুব টানাটানি, অথচ কতকিছু বলার, লেখার, দেখার, করার রয়ে গেছে। তার পরেও, সাম্প্রতিক মন্তব্যে একটু আগে এ পোস্টের নাম দেখে কিছুটা কৌতুহল বশতঃই ঢুকে গেলাম। আর সাথে সাথেই যেন সোনার খনির সন্ধান পেলাম।
দুই একটা লিঙ্ক কিছুক্ষণের জন্য দেখেছি। দেখে বুঝেছি, এসব এভাবে দেখার নয়, সময় নিয়ে দেখতে হবে। তাই এ পোস্টকে "প্রিয়" তে তুলে রাখলাম। নান্দনিক ওসব লিঙ্কগুলো শেয়ার করার জন্য অশেষ ধন্যবাদ।

২৪ শে মার্চ, ২০২১ রাত ৯:০৫

অপু তানভীর বলেছেন: সময় সুযোগ পেলেই সময় নষ্ট করতে ভুলবেন না । এতো সময় কাজে লাগিয়ে কী হবে বলুন ! একটা মাত্র জীবন !

আপনাকেও ধন্যবাদ !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.