নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের এক্সেস বন্ধ কেন? নাকি এ কেবল আমারই সমস্যা !

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৮



সমস্যা কি কেবল একার আমার নাকি আপনাদেরও একই সমস্যা হচ্ছে ?

হঠাৎ করে বিকেল থেকে খেয়াল করে দেখলাম যে আমার হোম পেইজে নতুন পোস্ট আসা বন্ধ হয়ে গেছে । যা পোস্ট দেখি সব কয়েক ঘন্টা আগের । পিসি চালু করে যত বারই লগিন করতে যাই পেজ আসছে না কিছুতেই । মোবাইল থেকে ঢোকা যাচ্ছে বটে তবে কিন্তু তা অনেক বেশি স্লো ।
সন্দেহ দুর করার জন্য টর ব্রাইজার ব্যবহার করলাম । সেখান দিয়ে খুব স্বাভাবিক ভাবেই প্রবেশ করা যাচ্ছে ফেসবুকে । তাহলে টর ছাড়া কেন যাচ্ছে না ?
এই যে টর দিয়ে প্রবেশ করা ফেসবুক



আমি ভাবলাম ভারতের প্রধানমন্ত্রী দেশে এসেছে । আনন্দে কয়েকটা স্টাটাস দিবো, আনন্দ প্রকাশ করবো কিন্তু ফেসবুকে ঢুকতেই পারতেছি না । আনন্দও প্রকাশ করা যাচ্ছে না । মনটা খুব খারাপ হয়ে আছে

সংযুক্তিঃ রাত সাড়ে আটটার সময়ে আবারও ফেসবুকে এক্সেস করা যাচ্ছে !

সংযুক্তি দুইঃ আমি সকাল থেকে আবারও ফেসবুকে প্রবেশ করতে পারছি না ।

মন্তব্য ৪৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২২

ভুয়া মফিজ বলেছেন: আনন্দটা ব্লগেও একটু প্রকাশ করেন না হয়! আমার মতো যারা ফেবু ব্যবহার করে না, তারা আপনের আনন্দের সাথে একাত্ম হইবো কেমনে? :(

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৯

অপু তানভীর বলেছেন: উপাই না মোটেও । আমার ফেসবুক লক করা । একেবারে পরিচিত মানুষজন ছাড়া সেখানে কারো প্রবেশ নাই । তাই আনন্দ প্রকাশের পরিধি সেখানে বেশি । কিন্তু এইখানে সব কিছু খোলা । আনন্দ প্রকাশ সীমিত তাই ।
অপেক্ষা করি । আগে চালু হোক ফেসবুক আবার !

২| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৫

নূর আলম হিরণ বলেছেন: এখন ঠিক আছে মনে হয়।

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:২৯

অপু তানভীর বলেছেন: নাহ । এখনও আগের মতই । পিসি দিয়ে প্রবেশ করা যাচ্ছে না এখনও । মোবাইলে বেশ স্লো !

৩| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনেরা যে উল।টা সিধা কইবেন!!! তাই মুনে অয় গলাটিপে ধরা বাক স্বাধীনতা
দিয়ে স্বাধীনতা দিবসের সূবর্ণ জয়ন্তীকে বর্ণিল করা হয়েছে! :((

২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

অপু তানভীর বলেছেন: এই কথা কইবেন না । :D

৪| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

ইসিয়াক বলেছেন: আমিও ফেসবুকে ঢুকতে পারছি না।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:০০

অপু তানভীর বলেছেন: এখনও ঠিক হয় নাই

৫| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪০

বিদ্রোহী ভৃগু বলেছেন: এই মাত্র লগিন হলো! :)

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:০০

অপু তানভীর বলেছেন: মোবাইল থেকে নাকি পিসি থেকে ?

৬| ২৬ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

শাহ আজিজ বলেছেন: এখনো ঠিক হয়নি ।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:০০

অপু তানভীর বলেছেন: আমারও না

৭| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:০৩

শাহ আজিজ বলেছেন: একটু আসছিল , আবার গেছেগা । হাটহাজারি উত্তপ্ত , কয়েকজন মারা গেছে । ভিডিও বন্ধ করার জন্যই ফেবু বন্ধ , মনে হচ্ছে ।

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪

অপু তানভীর বলেছেন: আমার তাই মনে হচ্ছে !

৮| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:০৭

মেহেদি_হাসান. বলেছেন: আমারও সমস্যা হচ্ছে

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১৪

অপু তানভীর বলেছেন: সবারই হচ্ছে ।

৯| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১০

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: Vpn ব্যবহার করুন। B-)

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১৫

অপু তানভীর বলেছেন: ভিপিএন দিয়ে ফেসবুকে ঢুকলে আসলে আইডি লক হয়ে যাওয়ার সম্ভবনা থাকে। তাই বাধ্য না হলে এই কাজ করি না ।

১০| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: মোবাইল থেকে নাকি পিসি থেকে ?

পিসি থেকে

২৬ শে মার্চ, ২০২১ রাত ৮:২৩

অপু তানভীর বলেছেন: আমি এখনও পারতেছি না ।

১১| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:০২

নেওয়াজ আলি বলেছেন: সব কিছুর যাতাকলে পড়ে সব সময় কিছু নিরহ মানুষ। আজ খুশিতে নেট স্লো এবং ফেসবুক বন্ধ।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৫

অপু তানভীর বলেছেন: অনেক দিন পর ফেসবুক বন্ধ । মন খুব খারাপ । ঠিকঠাক আনন্দ প্রকাশ করতে পারলাম না ।

১২| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:০৮

সাহাদাত উদরাজী বলেছেন: হা হা হা, সন্ধ্যা থেকে আমিও প্রবেশ করতে পারছি না। এটা কোন নুতন কারসাজি মনে হচ্ছে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৬

অপু তানভীর বলেছেন: সরকার চাইলে যে কোন ওয়েব সাইটের এক্সেস বন্ধ করে দিতে পারে ।

১৩| ২৬ শে মার্চ, ২০২১ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: ঢাকার বায়তুল মোকাররম মসজিদসহ কিছু এলাকা ও চট্টগ্রামের হাটহাজারী এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে অপারেটর সূত্রে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আজ শুক্রবার দুপুরের পর বায়তুল মোকাররম ও হাটহাজারীতে বিক্ষোভ-সংঘর্ষ হয়। এর মধ্যে হাটহাজারীতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

অপারেটর সূত্রে জানা গেছে, এরপর সন্ধ্যার আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

অনেক গ্রাহক অভিযোগ করেছেন, বিকেল থেকে তাঁরা ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে পারছেন না। এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরা বলছেন, বিষয়টি তাঁদের হাতে নেই। সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে।

সূত্র:
শীর্ষনিউজ থেকে

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৭

অপু তানভীর বলেছেন: খবরেও চলে এসেছে অথচ সরকারের কোন বিকার নেই । এখনও বন্ধ ফেসবুক ।

১৪| ২৬ শে মার্চ, ২০২১ রাত ১১:৩৬

রাজীব নুর বলেছেন: আমি সন্ধ্যায় বাইরে গেছিলাম। কত কি ঘটে যায় কিছুই তো জানি না।
এদিকে খবর দেখি না। পত্রিকা পড়াও ছেড়ে দিয়েছি।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: কন কি? তাহলে দেশের খবর জানেন কিভাবে ?

১৫| ২৭ শে মার্চ, ২০২১ রাত ১:০৪

ওমেরা বলেছেন: এখন তো মনে হচ্ছে ব্লগে কেউ আস্তে পারছে না , প্রায় তিনঘন্টা হয়ে যাচ্ছে নতুন কেউ পোষ্ট আসছে না।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৮

অপু তানভীর বলেছেন: নেট স্লো করা হয়েছিল । এই কারণে হবে হয়তো !

১৬| ২৭ শে মার্চ, ২০২১ রাত ৩:৩২

অগ্নিঝরা আগন্তুক বলেছেন: দেশে ফেইসবুক টিকটকের মত এপ গুলো বন্ধ হলে ২০-৩০% ক্রাইম বন্ধ হয়ে যেত. তরুন বয়সী ছেলে মেয়েরা ফেইসবুকে সময় নষ্ট করত না. তাই, ফেইসবুক বন্ধ করা হোক আমার মতে.

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৯

অপু তানভীর বলেছেন: উকে!
বন্ধ করা হোক

১৭| ২৭ শে মার্চ, ২০২১ সকাল ১১:২৬

অক্পটে বলেছেন: ভাই ব্যপারটা মোদি সংক্রান্ত। এত অধৈর্য হবেন না। আপনারা নিজে থেকে তো আর রেস্ট নিবেননা, তাই সরকার আপনাদের একটু রেহাই দিল আর কি। আপনারাও যেন কেমন বুঝতে চাননা।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪১

অপু তানভীর বলেছেন: সত্য কথাা । এই দুই দিনে হাতে অনেক সময় টের পাচ্ছি । ফেসবুকের কারণে সময় নষ্ট হচ্ছে না ।

সরকার আসলে জনগনের ভালই চায় । আমরা কেবল বুঝি না !

১৮| ২৭ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৯

রাজীব নুর বলেছেন: বিনা নোটিশে ফেসবুক বন্ধ করে দিলো নাকি?
কেন? সমস্যা কোথায়?

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৬

অপু তানভীর বলেছেন: এতো সময় পরে জানলেন ! !

১৯| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৮

মা.হাসান বলেছেন: ফেসবুক একটু খুশিতে, ঠ্যালায় , ঘুরতে গেছে; তাই নিয়া এত সমস্যা ক্যান X(( ? করার মতো কিছু না থাকলে বাতাবি লেবুর বাম্পার ফলন দ্যাখেন, বহুত ফায়দা হবে। B-))

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৮

অপু তানভীর বলেছেন: আরে বলেন কিতা সমস্যা কেনু হবে ! তবে ফেসবুক থাকলে এই আনন্দ প্রকাশটা আরও ভাল করে হত ! এই আর কি ! এছাড়া আর কোন কারণে সমস্যা নাইক্কা !
সরকার বাহাদুর যা করবে তাতেই উন্নয়ন ! :D

২০| ২৭ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৫

রাজীব নুর বলেছেন: গতকাল থেকেই ফেসবুকে সমস্যা হচ্ছে। ঘটনা কি?

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৪৯

অপু তানভীর বলেছেন: ঘটনা একই । গতকাল থেকে ফেসবুক বন্ধ করে রাখা হয়েছে !

২১| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৩৯

সোহানাজোহা বলেছেন: ফেসবুকে নানা ধরনের অপপ্রচার হয় তাই ফেসবুক সাময়িক বন্ধ করা হয়েছে।

২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৫০

অপু তানভীর বলেছেন: ফেসবুকটা আসলে একেবারে বন্ধ করে দেওয়া দরকার যাতে কোন প্রকার অপ্রচার না করতে পারে কেউ !

২২| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৮:৫৪

সোহানাজোহা বলেছেন: আপনি বাংলাদেশের সত্যিকারের চিত্র দেখতে চাইলে দেখতে হবে ফেসবুক, ইন্সটাগ্রাম, লাইকি, টিকটক - এটিই বাংলাদেশের আসল চিত্র। যে কোনো রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতে উক্ত চ্যানেলগুলো বন্ধ থাকা বাঞ্চনীয়। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি।

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:১৯

অপু তানভীর বলেছেন: আপনাকেও ধন্যবাদ । বর্তমান ফেসবুক টিকটকের দিকে তাকালে আসলেই বোঝা যায় আমাদের পরবর্তি প্রজন্ম কেমন হচ্ছে ..।

২৩| ২৮ শে মার্চ, ২০২১ রাত ৯:০০

ঢাবিয়ান বলেছেন: বুটিক থেকে যারা লাল সবুজ শারী, পাঞ্জাবী কিনে ফটো সেশন করতে চাইলো তাদের মাথায় বাড়ি!!!

৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:২১

অপু তানভীর বলেছেন: সেসব তো গেছে কিন্তু আরেকটা বড় ক্ষতি হচ্ছে এখন অনেক ব্যবসাই ফেসবুক কেন্দ্রিক । তাদের বেশ ক্ষতি হয়ে গেল এই কদিনে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.