নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে আমাদের দেশে বিশেষ করে মেয়েদের মাঝে কোরিয়ান ড্রামা খুব জনপ্রিয় । সত্যি বলতে কি চার পাঁচ বছর আগেও আমি কোন দিন জানতামও না যে কোরয়ান ড্রামা বলে কিছু আছে । মাঝে মাঝে নিউজ ফিডে কিছু কোরিয়ান মুভির কথা আসতো। তার কয়েকটা দেখা হয়েছে । তবে ড্রামা আসলে দেখা হয় নি কোন দিন । না দেখার পেছনে প্রধান কারণ হচ্ছে ওদের ভাষা !
মুভি দেখার পেছনে আমার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর । আমি সাবটাইটেল দিয়ে মুভি দেখতে একদম পছন্দ করি না । ভাষা হতে হবে বাংলা, ইংরেজি নয়তো হিন্দি, উর্দু । এই ভাষা গুলো আমি বুঝি তাই এই ভাষার বাইরে অন্য ভাষার মুভি কিংবা সিরিজ দেখতে আমার একদম পছন্দ না তা সে যতই ভাল হোক না কেন ! একবার সিনের দিকে তাকাও আরেকবার নিচে সাবটাইটেলের দিকে তাকাও এটা আসলে পোষায় না আমার ! আরও একটা কারণ হচ্ছে চরিত্রদের নাম গুলো আমার কোন ভাবেই মনে থাকে না । কার নাম যে কি সেটা কিছু পরেই ভুলে যাই।
তারপরও কয়েকটা কোরিয়ান ড্রামা গত বছর দেখা শুরু করেছিলাম । বেশির ভাগই এক পর্ব কিংবা অর্ধক পর্ব দেখেই বাদ দিয়েছি । কিন্তু এমন কয়েকটা ড্রামা ছিল যেগুলো বাদ দেওয়া যায় নি । কাহিনী এমনই ইন্টারেস্টিং ছিল যে দেখে শেষ করে ফেলেছি । আজকে সেই রকম তিনটা এবং আরও একটা কোরিয়ান ড্রামার কথা বলব ।
প্রথম কোরিয়ান ড্রামার নাম হচ্ছে ''ইটস ওকে নট টু বি ওকে''। এটা আমার দেখা প্রথম কোরিয়ান ড্রামা। আরও ভাল করে বললে, এই ড্রামাটা আমি প্রথম পুরোটুকু দেখে শেষ করতে পেরেছি ।
এই ড্রামার কাহিনী আসলেই আমার খুবই চমৎকার লেগেছে । দুই ভাই হচ্ছে এই ড্রামার প্রধান চরিত্র । বড় ভাই মানসিক ভাবে আন স্টেবল। ছোট ভাই তার দেখাশুনা করে । সে হাসপাতালের নার্স হিসাবে কাজ করে। নারী প্রধান চরিত্র হচ্ছে একজন বিখ্যাত রূপকথার লেখিকা । এরা সবাই ছোট একটা শহরে থেকে এসেছে । ঘটনা ক্রমে নায়িকা সেই নিজের শহরে ফেরৎ যায় । এবং নায়ক সেই শহরের এক হাসপাতালের কাজ নেয় । এভাবেই কাহিনী এগিয়ে যায় ।
এই ড্রামার আরও একটা চমৎকার দিক হচ্ছে ১৬টা পর্বের প্রতিটি পর্বের শুরু হয় একটা রূপকথার গল্প দিয়ে । এছাড়া এই ড্রামার কিছু সাউন্ডট্র্যাক খুবই চমৎকার । গান গুলো আমার বেশ পছন্দ হয়েছে । তার ভেতরে Elaine (일레인) - Wake Up It's আর Janet Suhh(자넷서) - In Silence
যদি কোরিয়ান ড্রামা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এটা দেখার পরামর্শ থাকবে । যারা পছন্দ করেন না তাদেরকে কিছু বলবো না ।
দুই নম্বর ড্রামার নাম হচ্ছে ''স্ট্রং ওম্যান ডোবুং সুন'' । এটা রিকোমেন্ডেশন পেয়েছিলাম আমার ছাত্রীর কাছ থেকে । এটা বেশ মজার একটা ড্রামা ।
ডোবুংসুন দের ফ্যামিলিতে একটা সিক্রেট আছে । সেটা হল এই পরিবারের মেয়েরা খুব বেশি শক্তিশালী হয় । এবং এই ক্ষমতাটা তাদের ভাল কাজে ব্যবহার করতে হয় । যদি খারাপ কাজ কিংবা কোন অসৎ উদ্দেশ্য এই ক্ষমতা ব্যবহার করা হয় তাহলে তাদের ক্ষমতা চলে যাবে । যেমন ডোবংসুনের মায়ের ক্ষমতা চলে যায় ।
ডোবুংসুন তার ক্ষমতা লুকিয়েই রেখেছিলো । তবে মাঝে মাঝে সে মানুষকে সাহায্য করতো । গল্পের শুরুতে দেখা যায় যে একদম গুন্ডা একটা স্কুল বাসের ড্রাইভারকে মারধরো করছে । ডো সেই ছবি তুলে পুলিশকে ফোন দিতে গেলে গুন্ডাদের একজন ডো এর সাথে খারাপ ব্যবহার করে । ডো তাদের সেই মাইর দেয় । এটাই দেখে ফেলে গল্পের নায়ক । সে আবার বিশাল একটা কোম্পানীর মালিক । নায়ক ডো এর খোজ বের করে তাকে নিজের বডি গার্ড হিসাবে নিয়োগ দেয় । তারপরই একের পর এক মজার কাহিনী ঘটতে থাকে । এক সময়ে নায়ক ডো এর প্রেমে পড়ে কিন্তু ডো ভালবাসে তার স্কুল জীবনের এক বন্ধুকে । সে আবার পুলিশ অফিসার ।
এই কাহিনীর আরেকটা দিক হচ্ছে ডো দের এলাকাতে এক লোক রাতে মেয়েদের একা পেয়ে আক্রমন করে এবং তাদের ধরে নিয়ে যায় । ঠিক এমনই এক ঘটনাতে ডো এর কাজিন টাইপের কাউকে ধরে নিয়ে যাওয়ার সময়ে ডো সেই বদমাইসকে রড দিয়ে এক বাড়ি মেয়ে কাত করে ফেলে । তারপর থেকেই সে ডো এর পেছনে লাগে ।
শেষ পর্যন্ত এই বদমাইস ধরা পড়ে কিভাবে পড়ে তারপর ডো তার পুলিশ অফিসার বন্ধুর মন পায় কিনা কিংবা নায়কই ডোকে নিজের মত করে পেয়ে যায় কিনা এসব নিয়েই কাহিনী । অনেকটাই হাস্যরসে পরিপূর্ন পুরো ড্রামা । এটাও দেখতে পারেন ।
তিন নম্বর ড্রামার নাম ''হোম সুইট হোম''। এই ড্রামাটা দেখতে আমার বিশেষ অসুবিধা হয় নি । কারণ এটা ইংরেজি ডাব করা ছিল ।
পুরো দেশে এক অদ্ভুত ভাইরাসে ভরে গেছে । মানুষ জোম্বী হয়ে যাচ্ছে । কাকে কিভাবে এই ভাইরাসে আক্রমন করছে কেউ বলতে পারছে না । অন্য জোম্বী মুভিতে আমরা দেখেছি এক জোম্বী কোন মানুষকে কামড় দিলেই এই ভাইরাস ছড়ায় কিন্তু এখানে এমন কিছু না । কিভাবে যে আক্রান্ত হচ্ছে সেটা অজানা ।
মূলত একটা বড় বিল্ডিংয়ের ভেতরে আটকা পরা অনেক কয়জন মানুষকে নিয়ে এই কাহিনী । কিভাবে তারা টিকে থাকে কিভাবে লড়াই করে এটা নিয়েই গল্প ।
এই তো গেল তিনটার গল্প । আরও একটা দেখা শুরু করেছিলাম তবে তবে সেটা এখনও শেষ করতে পারি নি । ১৬ পর্বের ভেতরে এগারো পরে গিয়ে আটকে আছি । আর কেন জানি দেখতে ইচ্ছে করছে না । এই ড্রামার নাম ''দ্যা কিংঃ ইটার্নাল মোনার্ক''
এই ড্রামার কাহিনীটাও বেশ ইন্টারেস্টিং । এখানে প্যারালাল ইউনিভার্সের একটা ব্যাপার দেখানো হয়েছে । দুইটা বিশ্ব । দ্য রিপাবলিক অব কোরিয়া আর দ্য কিংডোম অব কোরিয়া । নায়ক কিংডোম অব কোরিয়ার কিং । অন্য দিকে নায়িকার বাস দ্য রিপাবলিক অব কোরিয়াতে ।
ছোট বেলাতে নায়কের চাচা তার বাবাকে হত্যা কে একটা প্রাচীন বাঁশি ছিনিয়ে নিতে চেয়েছিলো । এই বাঁশিটা তাদের রাজাদের কাছে বিশেষ গুরুতপূর্ন । সেই সময়ে একজন চলে আসে এবং নায়ককে রক্ষা করে । নায়ক তাকে দেখতে পা পারলেও তার গলাতে ঝুলানো আইডি কার্ডটা নিয়ে রাখে । সেটা হচ্ছে নায়িকার গলার আইডি কার্ড । তারপর থেকে ২৫ বছর ধরে সে নায়িকা খুজতে থাকে ।
সেই বাঁশির কথা বলেছিলাম, সেই বাঁশিটাই মূলত দুই বিশ্বের ভেতরে ঢোকার একটা উপায় । সেটা হাতে নিয়ে জঙ্গলের একটা বিশেষ দরজার ভেতর দিয়ে অন্য বিশ্বে প্রবেশ করা যায় । সে কিংডোম থেকে রিবালিকে প্রবেশ করে তার ঘোড়া নিয়ে । এবং নায়িকার দেখা পেয়ে যায় ।
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২১
অপু তানভীর বলেছেন: সময় করে সব গুলো দেখে ফেলেন !
২| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪
সুখী এলিয়েন বলেছেন: সময় পেলে দেখবো, কেমন আছেন প্রিয় লেখক?
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২
অপু তানভীর বলেছেন: সময় করে দেখে ফেলুন !
আমি আছি আগে মতই যেমন ছিলাম ....
৩| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৫
ওমেরা বলেছেন: মুভি এমনিতেই কম দেখা , সেই ভাষা বুঝি না সেটা তো নয়ই ।
আপনার রিভিও পড়ার পর ভাষা না বুঝলে দেখতে মনে খারাপ লাগবে না।
ধন্যবাদ আপনাকে।
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩
অপু তানভীর বলেছেন: সময় থাকলে দেখে ফেলতে পারেন । আমার কাছে খারাপ লাগে নি ।
আপনাকেও ধন্যবাদ
৪| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯
বংগল কক বলেছেন: সুখী এলিয়েন বলেছেন: সময় পেলে দেখবো, কেমন আছেন প্রিয় লেখক?
সুখী এলিয়েন !!!
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৬
অপু তানভীর বলেছেন: আমি আছি আগে মতই যেমন ছিলাম ....
৫| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯
রাজীব নুর বলেছেন: আমার ছোট ভাই সময় পেলেই কোরিয়ান মুভি আর টিভি সিরিজ দেখে। ওর সাথে সাহে আমিও দেখি। চমৎকার কাহিনী, চমৎকার অভিনয়। আমি মুগ্ধ।
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৭
অপু তানভীর বলেছেন: তাদের মুভি ভাল । কেবল ভাষার জন্যই আমার দেখা হয় না ।
৬| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:০২
জুল ভার্ন বলেছেন: চমতকার পোস্ট দিয়েছেন। আমি কোরিয়ান ছবির নিয়মিত দর্শক।
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮
অপু তানভীর বলেছেন: ওদের মুভি গুলো বেশ ভাল । বিশেষ করে কাহিনী প্লট গুলো খুবই চমৎকার হয় । ভাষা যদি ইংরেজিতে করতো আমার মনে হয় আরও অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেত !
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৪
রাজীব নুর বলেছেন: সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
সাবটাইটেল দিয়ে দেখে আমিও আরাম পাই না।
আপনাকে একটা কোরিয়ান সিরিজ দিলাম। সময় পেলে দেখবেন। বাংলা ডাব। ডাবিং ভালো হয়েছে।
দেখুন।