নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

আমার দেখা সাড়ে তিনটা কোরিয়ান ড্রামা

৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:০৪

বর্তমানে আমাদের দেশে বিশেষ করে মেয়েদের মাঝে কোরিয়ান ড্রামা খুব জনপ্রিয় । সত্যি বলতে কি চার পাঁচ বছর আগেও আমি কোন দিন জানতামও না যে কোরয়ান ড্রামা বলে কিছু আছে । মাঝে মাঝে নিউজ ফিডে কিছু কোরিয়ান মুভির কথা আসতো। তার কয়েকটা দেখা হয়েছে । তবে ড্রামা আসলে দেখা হয় নি কোন দিন । না দেখার পেছনে প্রধান কারণ হচ্ছে ওদের ভাষা !

মুভি দেখার পেছনে আমার ভাষা খুব বড় একটা ফ্যাক্টর । আমি সাবটাইটেল দিয়ে মুভি দেখতে একদম পছন্দ করি না । ভাষা হতে হবে বাংলা, ইংরেজি নয়তো হিন্দি, উর্দু । এই ভাষা গুলো আমি বুঝি তাই এই ভাষার বাইরে অন্য ভাষার মুভি কিংবা সিরিজ দেখতে আমার একদম পছন্দ না তা সে যতই ভাল হোক না কেন ! একবার সিনের দিকে তাকাও আরেকবার নিচে সাবটাইটেলের দিকে তাকাও এটা আসলে পোষায় না আমার ! আরও একটা কারণ হচ্ছে চরিত্রদের নাম গুলো আমার কোন ভাবেই মনে থাকে না । কার নাম যে কি সেটা কিছু পরেই ভুলে যাই।

তারপরও কয়েকটা কোরিয়ান ড্রামা গত বছর দেখা শুরু করেছিলাম । বেশির ভাগই এক পর্ব কিংবা অর্ধক পর্ব দেখেই বাদ দিয়েছি । কিন্তু এমন কয়েকটা ড্রামা ছিল যেগুলো বাদ দেওয়া যায় নি । কাহিনী এমনই ইন্টারেস্টিং ছিল যে দেখে শেষ করে ফেলেছি । আজকে সেই রকম তিনটা এবং আরও একটা কোরিয়ান ড্রামার কথা বলব ।

প্রথম কোরিয়ান ড্রামার নাম হচ্ছে ''ইটস ওকে নট টু বি ওকে''। এটা আমার দেখা প্রথম কোরিয়ান ড্রামা। আরও ভাল করে বললে, এই ড্রামাটা আমি প্রথম পুরোটুকু দেখে শেষ করতে পেরেছি ।

এই ড্রামার কাহিনী আসলেই আমার খুবই চমৎকার লেগেছে । দুই ভাই হচ্ছে এই ড্রামার প্রধান চরিত্র । বড় ভাই মানসিক ভাবে আন স্টেবল। ছোট ভাই তার দেখাশুনা করে । সে হাসপাতালের নার্স হিসাবে কাজ করে। নারী প্রধান চরিত্র হচ্ছে একজন বিখ্যাত রূপকথার লেখিকা । এরা সবাই ছোট একটা শহরে থেকে এসেছে । ঘটনা ক্রমে নায়িকা সেই নিজের শহরে ফেরৎ যায় । এবং নায়ক সেই শহরের এক হাসপাতালের কাজ নেয় । এভাবেই কাহিনী এগিয়ে যায় ।

এই ড্রামার আরও একটা চমৎকার দিক হচ্ছে ১৬টা পর্বের প্রতিটি পর্বের শুরু হয় একটা রূপকথার গল্প দিয়ে । এছাড়া এই ড্রামার কিছু সাউন্ডট্র্যাক খুবই চমৎকার । গান গুলো আমার বেশ পছন্দ হয়েছে । তার ভেতরে Elaine (일레인) - Wake Up It's আর Janet Suhh(자넷서) - In Silence

যদি কোরিয়ান ড্রামা পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই এটা দেখার পরামর্শ থাকবে । যারা পছন্দ করেন না তাদেরকে কিছু বলবো না ।


দুই নম্বর ড্রামার নাম হচ্ছে ''স্ট্রং ওম্যান ডোবুং সুন'' । এটা রিকোমেন্ডেশন পেয়েছিলাম আমার ছাত্রীর কাছ থেকে । এটা বেশ মজার একটা ড্রামা ।


ডোবুংসুন দের ফ্যামিলিতে একটা সিক্রেট আছে । সেটা হল এই পরিবারের মেয়েরা খুব বেশি শক্তিশালী হয় । এবং এই ক্ষমতাটা তাদের ভাল কাজে ব্যবহার করতে হয় । যদি খারাপ কাজ কিংবা কোন অসৎ উদ্দেশ্য এই ক্ষমতা ব্যবহার করা হয় তাহলে তাদের ক্ষমতা চলে যাবে । যেমন ডোবংসুনের মায়ের ক্ষমতা চলে যায় ।


ডোবুংসুন তার ক্ষমতা লুকিয়েই রেখেছিলো । তবে মাঝে মাঝে সে মানুষকে সাহায্য করতো । গল্পের শুরুতে দেখা যায় যে একদম গুন্ডা একটা স্কুল বাসের ড্রাইভারকে মারধরো করছে । ডো সেই ছবি তুলে পুলিশকে ফোন দিতে গেলে গুন্ডাদের একজন ডো এর সাথে খারাপ ব্যবহার করে । ডো তাদের সেই মাইর দেয় । এটাই দেখে ফেলে গল্পের নায়ক । সে আবার বিশাল একটা কোম্পানীর মালিক । নায়ক ডো এর খোজ বের করে তাকে নিজের বডি গার্ড হিসাবে নিয়োগ দেয় । তারপরই একের পর এক মজার কাহিনী ঘটতে থাকে । এক সময়ে নায়ক ডো এর প্রেমে পড়ে কিন্তু ডো ভালবাসে তার স্কুল জীবনের এক বন্ধুকে । সে আবার পুলিশ অফিসার ।
এই কাহিনীর আরেকটা দিক হচ্ছে ডো দের এলাকাতে এক লোক রাতে মেয়েদের একা পেয়ে আক্রমন করে এবং তাদের ধরে নিয়ে যায় । ঠিক এমনই এক ঘটনাতে ডো এর কাজিন টাইপের কাউকে ধরে নিয়ে যাওয়ার সময়ে ডো সেই বদমাইসকে রড দিয়ে এক বাড়ি মেয়ে কাত করে ফেলে । তারপর থেকেই সে ডো এর পেছনে লাগে ।

শেষ পর্যন্ত এই বদমাইস ধরা পড়ে কিভাবে পড়ে তারপর ডো তার পুলিশ অফিসার বন্ধুর মন পায় কিনা কিংবা নায়কই ডোকে নিজের মত করে পেয়ে যায় কিনা এসব নিয়েই কাহিনী । অনেকটাই হাস্যরসে পরিপূর্ন পুরো ড্রামা । এটাও দেখতে পারেন ।


তিন নম্বর ড্রামার নাম ''হোম সুইট হোম''। এই ড্রামাটা দেখতে আমার বিশেষ অসুবিধা হয় নি । কারণ এটা ইংরেজি ডাব করা ছিল ।
পুরো দেশে এক অদ্ভুত ভাইরাসে ভরে গেছে । মানুষ জোম্বী হয়ে যাচ্ছে । কাকে কিভাবে এই ভাইরাসে আক্রমন করছে কেউ বলতে পারছে না । অন্য জোম্বী মুভিতে আমরা দেখেছি এক জোম্বী কোন মানুষকে কামড় দিলেই এই ভাইরাস ছড়ায় কিন্তু এখানে এমন কিছু না । কিভাবে যে আক্রান্ত হচ্ছে সেটা অজানা ।
মূলত একটা বড় বিল্ডিংয়ের ভেতরে আটকা পরা অনেক কয়জন মানুষকে নিয়ে এই কাহিনী । কিভাবে তারা টিকে থাকে কিভাবে লড়াই করে এটা নিয়েই গল্প ।

এই তো গেল তিনটার গল্প । আরও একটা দেখা শুরু করেছিলাম তবে তবে সেটা এখনও শেষ করতে পারি নি । ১৬ পর্বের ভেতরে এগারো পরে গিয়ে আটকে আছি । আর কেন জানি দেখতে ইচ্ছে করছে না । এই ড্রামার নাম ''দ্যা কিংঃ ইটার্নাল মোনার্ক''

এই ড্রামার কাহিনীটাও বেশ ইন্টারেস্টিং । এখানে প্যারালাল ইউনিভার্সের একটা ব্যাপার দেখানো হয়েছে । দুইটা বিশ্ব । দ্য রিপাবলিক অব কোরিয়া আর দ্য কিংডোম অব কোরিয়া । নায়ক কিংডোম অব কোরিয়ার কিং । অন্য দিকে নায়িকার বাস দ্য রিপাবলিক অব কোরিয়াতে ।

ছোট বেলাতে নায়কের চাচা তার বাবাকে হত্যা কে একটা প্রাচীন বাঁশি ছিনিয়ে নিতে চেয়েছিলো । এই বাঁশিটা তাদের রাজাদের কাছে বিশেষ গুরুতপূর্ন । সেই সময়ে একজন চলে আসে এবং নায়ককে রক্ষা করে । নায়ক তাকে দেখতে পা পারলেও তার গলাতে ঝুলানো আইডি কার্ডটা নিয়ে রাখে । সেটা হচ্ছে নায়িকার গলার আইডি কার্ড । তারপর থেকে ২৫ বছর ধরে সে নায়িকা খুজতে থাকে ।

সেই বাঁশির কথা বলেছিলাম, সেই বাঁশিটাই মূলত দুই বিশ্বের ভেতরে ঢোকার একটা উপায় । সেটা হাতে নিয়ে জঙ্গলের একটা বিশেষ দরজার ভেতর দিয়ে অন্য বিশ্বে প্রবেশ করা যায় । সে কিংডোম থেকে রিবালিকে প্রবেশ করে তার ঘোড়া নিয়ে । এবং নায়িকার দেখা পেয়ে যায় ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:১৪

রাজীব নুর বলেছেন: সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
সাবটাইটেল দিয়ে দেখে আমিও আরাম পাই না।

আপনাকে একটা কোরিয়ান সিরিজ দিলাম। সময় পেলে দেখবেন। বাংলা ডাব। ডাবিং ভালো হয়েছে।
দেখুন।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২১

অপু তানভীর বলেছেন: সময় করে সব গুলো দেখে ফেলেন !

২| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৫৪

সুখী এলিয়েন বলেছেন: সময় পেলে দেখবো, কেমন আছেন প্রিয় লেখক?

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২২

অপু তানভীর বলেছেন: সময় করে দেখে ফেলুন !

আমি আছি আগে মতই যেমন ছিলাম ....

৩| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:২৫

ওমেরা বলেছেন: মুভি এমনিতেই কম দেখা , সেই ভাষা বুঝি না সেটা তো নয়ই ।
আপনার রিভিও পড়ার পর ভাষা না বুঝলে দেখতে মনে খারাপ লাগবে না।

ধন্যবাদ আপনাকে।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:২৩

অপু তানভীর বলেছেন: সময় থাকলে দেখে ফেলতে পারেন । আমার কাছে খারাপ লাগে নি ।

আপনাকেও ধন্যবাদ

৪| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪৯

বংগল কক বলেছেন: সুখী এলিয়েন বলেছেন: সময় পেলে দেখবো, কেমন আছেন প্রিয় লেখক?

সুখী এলিয়েন !!!

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৬

অপু তানভীর বলেছেন: আমি আছি আগে মতই যেমন ছিলাম ....

৫| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯

রাজীব নুর বলেছেন: আমার ছোট ভাই সময় পেলেই কোরিয়ান মুভি আর টিভি সিরিজ দেখে। ওর সাথে সাহে আমিও দেখি। চমৎকার কাহিনী, চমৎকার অভিনয়। আমি মুগ্ধ।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৭

অপু তানভীর বলেছেন: তাদের মুভি ভাল । কেবল ভাষার জন্যই আমার দেখা হয় না ।

৬| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:০২

জুল ভার্ন বলেছেন: চমতকার পোস্ট দিয়েছেন। আমি কোরিয়ান ছবির নিয়মিত দর্শক।

৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪৮

অপু তানভীর বলেছেন: ওদের মুভি গুলো বেশ ভাল । বিশেষ করে কাহিনী প্লট গুলো খুবই চমৎকার হয় । ভাষা যদি ইংরেজিতে করতো আমার মনে হয় আরও অনেক অনেক বেশি জনপ্রিয়তা পেত !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.