নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

ফানপোস্টঃ মেলায় অ-প্রকাশিত ব্লগারদের ১০টি বই :D

১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

বই মেলা শেষ হয়ে গেল । এবারের বই মেলাটা যেন কেমন হয়েছে । বলা চলে এই কারোনা কালে কোন কিছুই যেন ঠিকঠাক মত হচ্ছে না । মেলাটাও ঠিক তেমনই হয়েছে । যাই হোক সেদিকে না যাই । প্রতিবারের মত এইবারের মেলাতেও আমাদের ব্লগারদের বেশ কিছু বই বের হয়েছে। সেই তথ্য নিয়ে ব্লগার সোহানীর পোস্ট এতোদিন স্টিকি ছিল । আজকে মেলার শেষ দিনে সেটা নামিয়ে ফেলা হয়েছে । তবে আমার কিছু ব্লগারদের আরও কিছু বই বের হয়েছে যেটার খবর কেউ জানেন না । হয়তো সেই ব্লগারও জানেন না । :D
তবে আমার কাছে খবর চলে এসেছে । সেই বইয়ের খোজ নিয়েই আজকের এই বই ।

এই লিস্টে প্রথম বইটি হচ্ছে ব্লগার ভুয়া মফিজের । তার প্রিয় গাড়িতে একদিন বিদেশী এক সাদামেমকে লিফট দিতে গিয়ে কাহিনী কোন দিকে গড়িয়েছিলো সেই কাহিনী নিয়েই এই বই ।


এরপরের বইটা ব্লগার মা. হাসানের । দুর্দান্ত এক প্রেমর গল্প নিয়ে এই বইটি । আশা করি সবার ভাল লাগবে ।

মা.হাসানের মন্তব্য গুলোর কথা ব্লগের সবাই কমবেশি জানি । সেই বিষয়েই শিক্ষাদানের জন্য তার আরেকটা বই


এরপরের বইটা ব্লগার করুণাধারার । সে সামুর একটা নিকের পাসওয়ার্ডই ঠিকঠাক মনে রাখতে পারছে না । সেই অভিজ্ঞতা নিয়েই তার বই


চার নম্বর বইটা আখেনাটেন এর । বইটা সে কেন লিখেছে বোধ করি আর বলার অপেক্ষা রাখে না । বইয়ের নাম সামু গোয়েন্দা ।


এরপর পরের বইটা ব্লগার শায়মার । ব্লগে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ভাইয়ামনিদের নিয়ে লেখা এই বই ।


এরপের বইটা যার তার জন্য আসলে আলাদা ভাবে কোন ইন্ট্রোর দরকার নেই । আপনারা নিজেরাই দেখে নিন । তার বইয়ের নাম লেখকের নাম সব একই ।


এরপর ব্লগে কিভাবে একাধিক নিক চালাতে হয়, কিভাবে ধরা না খেয়েও ছাইয়া নিক দিয়ে ব্লগিং করতে হয়, এই ব্যাপারে আমার নিজের একটা বই বের হয়েছে ।


সামুতে মডুকে কেউ কোন পছন্দ করে না । মডু থাকা অবস্থায় কী কী কথা মডুকে শুনতে হয়েছে সেটা নিয়েই পরের বই।


''নারী ব্লগারদের উপর আক্রমন ও প্রতিবাদ'' বইটির লেখকের নাম কি হবে সেটা নিয়ে তিন নিকের মাঝে এখনও বোঝাপড়া চলছে । বোঝাপড়া শেষ হলে লেখকের স্থানে নামটা পেয়ে যাবো আর কি !

শেষ এই বইটা যে প্রকাাশ করেছে সেটা আসলে আমি নিজেও জানিনা । হবে হয়তো কোন ব্লগার

ইহা নিতান্তই একটা ফান পোস্ট । সেই হিসাবেই নিবেন আশা করি । তারপরেও উল্লেখিত ব্লগারদের আপত্তির ভিত্তিতে তার নাম পোস্ট থেকে সাথে সাথেই সরিয়ে ফেলা হবে ।

হ্যাপি ব্লগিং !

(সকল ছবি নেট থেকে সংগ্রহ করা)

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

১। মহামান্য চাঁদগাজী
২। নারী ব্লগারদের উপর আক্রমন ও প্রতিবাদ এবং
৩। ওরে বাটবার ওরে সিস্টার গ্রন্থত্র্য়ের
নাম না দেবার কারণ কি?
গ্রন্থত্রয়ের সম্মানিত লেখকদের নাম জানতে চাই।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: চাঁদগাজী সাহেবের বইয়ের লেখকের নাম কেন নাই সেটা তো উপরেরই বলেছি । উনি যেমন একাই একশ তেমন বইয়ের নাম এবং লেখকের নামেও একাই একশ । আলাদা করে নাম দেওয়ার কোন দরকার নেই ।

নারী ব্লগারদের উপর আক্রমন ও প্রতিবাদ বইয়ের পেছনে আসলে তিন নিক রয়েছে । কোনটা বসবে সেটা নিয়ে আলোচনা চলছে । আলোচনা শেষ হলেই লেখকের নাম বসে যাবে !

শেষটার কথা আমি কিছু কইতে পারি না !

২| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬

রানার ব্লগ বলেছেন: আহারে আমার একটা বই বের হলো না।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৬

অপু তানভীর বলেছেন: টেনশন নিয়েন না । একদিন বের হইবে !

৩| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০০

চাঁদগাজী বলেছেন:



যারা যারা চান, আমার কল্পিত বইটার উপর শর্ট রিভিউ লিখতে পারেন; রিভিউ লিখতে গিয়ে যেন গরুর রচনা লিখে না বসেন।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: দেখা যাক কে কি রিভিউ লেখে !

৪| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৩

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্রিলিয়ান্ট আইডিয়া।

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৭

অপু তানভীর বলেছেন: থেঙ্কু :D

৫| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫

কবিতা পড়ার প্রহর বলেছেন: আমারও একটা অপ্রকাশিত বই রয়ে গেছে।

বলেন তো সেটার নাম কি?

আপনি বলবেন নাকি এই ব্যপারেও সামু গোন্দার স্মরণাপন্ন হতে হবে!

১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮

অপু তানভীর বলেছেন: সামু গোয়েন্দাই বের করতে পারবে বলে আশা রাখি ! গোয়েন্দাগিরি আমার দ্বারা হবে না !

৬| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী গ্র্ন্থ বিষয়ে গাজীসাবের অনুরোধ ক্রমে
যাতে করে গরুর রচনা না হয় সে জন্য
আমার একটি ছোট্ট কাব্যিক রিভিউ !!

চাঁদের গাজী চান্দু মিয়া আইসা পড়লো ধরাতে
কি মায়া লাগাইলাে সোনার চান্দে।
কাছে পাইয়া ভক্ত কুল বুক চাপড়ায় আর কা্ন্দে
কি মায়া লাগাইলো সোনার চান্দে!!

শিষ্য তাহার খানসাহেবে তারে নিয়া গল্প বান্দে
কি মায়া লাগাইলো সোনার চান্দে!
দূর্মুখেরা নাখোশ হওয়ায় গাজীসাবও কান্দে
কি মায়া লাগাইলো সোনার চান্দে !!

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০২

অপু তানভীর বলেছেন: কাব্যিক রিভিউ ভাল হয়েছে ।

৭| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৭

চাঁদগাজী বলেছেন:



@নূর মোহাম্মদ নূরু,

কল্পিত বইযয়ের রিভিউ পছন্দ হয়েছে। আমার আসল বইয়ের রিভিউও আপনাকে করতে দেবো।

৮| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাঁদগাজী বলেছেন: @নূর মোহাম্মদ নূরু,
কল্পিত বইযয়ের রিভিউ পছন্দ হয়েছে। আমার আসল বইয়ের রিভিউও আপনাকে করতে দেবো।
আমার সৌভাগ্য হুজুরে আলা !!
আপনার জন্য ফুলের মালা।

৯| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১১

নেওয়াজ আলি বলেছেন: কমনীয় ভাবনা :D

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৩

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ :D

১০| ১২ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪২

বিদ্রোহী সিপাহী বলেছেন: ফান পোষ্ট দারুণ হয়েছে। চাঁদগাজী ভাইয়ের বইয়ের রিভিউ লিখতে গেলেতো স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর ইতিহাস লিখতে হবে!

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৩

অপু তানভীর বলেছেন: তাও লিখে শেষ করা যাবে কিনা সন্দেহ ।

১১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

ঢুকিচেপা বলেছেন: বইগুলো যে আন্তর্জাতিক মানের সে বিষয়ে কোন সন্দেহ নাই।

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৪

অপু তানভীর বলেছেন: এই বিষয়ে আমারও কোন সন্দেহ নাই :D

১২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২

সাহাদাত উদরাজী বলেছেন: সব গুলো বই কালেক্ট করতে হবে, মিস করা যাবে না, আচ্ছা রকমারি ডট কমে কি পাওয়া যাবে?

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৭

অপু তানভীর বলেছেন: কোন বই ই মিস করবেন না । কদিনের ভেতরেই এই সব স্থানে পাওয়া যাবে আশা করি ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪

রাজীব নুর বলেছেন: সুন্দর একটি পোষ্ট দিয়েছেন।
ভরপুর বিনোদন।

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৮

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ

১৪| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫১

ভুয়া মফিজ বলেছেন: সেইরাম মজা পাইলাম। আপনের ইনোভেটিভ আইডিয়া দেখি চরম!! =p~

ব্লগাররা যখন আমার বইয়ের কথা জাইনাই গেল, ভাবতাছি কিছু একটা করন লাগবো।

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৯

অপু তানভীর বলেছেন: জলদি জলদি কিছু করেন । একটুও দেরি করবেন না ।

১৫| ১৩ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৪

মনিরা সুলতানা বলেছেন: অপ্রকাশিত অভিনন্দন!

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২

অপু তানভীর বলেছেন: অপ্রকাশিত ধন্যবাদ

১৬| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:০৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা তা ঠিক তাহলে গোয়েন্দার তরেই উহ্য থাকুক উহা....

১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১২

অপু তানভীর বলেছেন: সেটাই বরং ভাল .....

১৭| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


লেখক বলেছেন চাঁদগাজী সাহেবের বইয়ের লেখকের নাম কেন নাই সেটা তো উপরেরই বলেছি ।

ভাই দেশে কি লেখকের আকাল পড়ছে যে চাঁদগাজীর বই চাঁদগাজীকেই লিখতে হবে?
নিজে না বললে লোকে বলবে কেন! তাই
চাঁদগাজী গ্রন্থ্রর লেখক আমি নিজকেই
ঘোষণা দিলাম।

আশা করি চাঁদগাজীরও কোন অভিযোগ থাকবেনা

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৪

অপু তানভীর বলেছেন: এখন তো মনে হচ্ছে এই পোস্টারটাই যোগ করলে ভাল হত সব থেকে বেশি । ব্লগে গাজী সাহেব কে নিয়ে সব থেকে বেশি গবেষণা আপনিই করেন !

১৮| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫০

রাজীব নুর বলেছেন: পোষ্টে সবার মন্তব্য গুলো ভালো লেগেছে।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৫

অপু তানভীর বলেছেন: :D

১৯| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৬

সুখী এলিয়েন বলেছেন: অনেক মজা পেলাম, প্রিয় লেখক। নূরু ভাইয়ের একটা বইটার নাম দিলে আরো ভালো হত।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৭

অপু তানভীর বলেছেন: এখন মনে হচ্ছে গাজী সাহেবের বইটা সেই লিখলেই ভাল হত !

২০| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

উপভোগ্য পোস্ট!
সাধু, সাধু, সাধু!

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৮

অপু তানভীর বলেছেন: জীবনে আর আছে কি !!

২১| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৩

মা.হাসান বলেছেন: @সাহাদাত উদরাজী -- বই গুলি পেতে আমাকে ৪২০ টাকা বিকাশ করুন।

ভুয়া ভাইয়ের দেশি বান্ধবিদের কথা শুনছিলাম। এখন দেখি মেমও আছে। বড়ই আনন্দ পাইলাম, অল্প অল্প হিংসাও অবশ্য হইছে, বেশি না।

আমার নিজের বইয়ের ব্যাপারে একখানা পোস্ট দিছিলাম, পরে সাথে সাথেই ড্রাফটে নিছি। আগেকার দিনে জেনারেল না হইলে বড় বল্গারর হওয়া যাইতো না, এখন ''পোস্ট ড্রাফটে লইয়া যাইতাছি কিন্তু '' বইলা হুমকি দিতে হয়। তার পর একবার সাধিলেই ফিরিয়া আসিতে হয়। হিট খাওয়ার ইহাই নয়া স্টাইল। দেখা যাক কেহ আমাকে ঐ পোস্ট ড্রাফট থেকে ফিরাইতে বলে নাকি।

প্রেমের ব্যাপারটা আর কি কমু। পরিচয়ের ২য় দিনে আইসক্রিম লইয়া ডাক্তারের অফিস রুমে গেছি। ডাক্তার গম্ভির মুখে কয়- আইসক্রিম কি মনে কইরা? সত্য কও, তুমি অপুরে চেনো?
আমি কই- ক্যাঠা? কুন অপু?
--ঐ যে তানভির অপু। ব্যাটায় ফেচ বুকে ফ্রেন্ড রিকু পাঠায়। পরের দিন আইসক্রিম লইয়া দেখা কইরা কয়- ফ্রেন্ড না, বয় ফ্রেন্ড হইবার চাই। ফেচবুকেতো হের নামে মিটু গ্রুপভি আছে। খবর্দার, এই সব পুলাপান থেইকা দূরে থাকবা।
আমার ফোন দিছিলাম চেক করতে। ফোনে কুনু ফেসবুকই ইন্সটল করা নাই দেইখা ডাক্তার খুব খুশি। আইসক্রিম ভাগাভাগি কইরা খাইলাম।

১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৩

অপু তানভীর বলেছেন: তার বিদেশী মেমের কথা তো সে আজকই স্বীকার খাইছে । সেই মোতাবেক একখান পুস্টও দিছে । গিয়ে দেইখা আসেন ।

আর নিজের কথা কী কইবো । ডাক্তার প্রেমিকা থাকলো না বেশি দিন তাই এখন আমারে একটুও দেখতে পারে না । খালি আকথাকুকথা কয় । এই সবে বিশ্বাস নেওয়ার কোন মানে নাই । তবে আইসক্রিম ভাগাভাগি কইরা খাওয়া ভাল কাজ করেন নি । বিশেষ করে এই করোনা কালে সব কিছু দুর থেকে হওয়াই ভাল । নেক্সট টাইম সাবধান থাকবেন !

২২| ১৩ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০২

রিফাত হোসেন বলেছেন: আমার মডুবেলা......................... আমি কিন্তু আগে থেকে অগ্রীম ফরমায়েশ দিয়ে রেখেছি। প্রথম গরম গরম কপিটা আমার লাগবে। :D
২য় প্রি-অর্ডারটা হলে চাদঁগাজী বইটি। =p~




(বইগুলো যুহেতু কাল্পনিক সুতরাং পাওয়ার ইচ্ছাটাও কাল্পনিক)


১৩ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৪

অপু তানভীর বলেছেন: সব গুলো কপি যোগার করে ফেলুন দ্রুত । এমন সুযোগ মিস করা মোটেই ঠিক হবে না ।

২৩| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: এখন তো মনে হচ্ছে এই পোস্টারটাই যোগ করলে ভাল হত সব থেকে বেশি ।
ব্লগে গাজী সাহেব কে নিয়ে সব থেকে বেশি গবেষণা আপনিই করেন !''

'এতক্ষনে অরিন্দম কহিলা বিষাদে !!

১৪ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০৩

অপু তানভীর বলেছেন: B-) B-))

২৪| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৪

শায়মা বলেছেন: ভাইয়া আমার বইটা নিয়ে অচিরেই আসছি। সব ভাইয়া আপুনিদের জন্য ....... ফ্রি ফ্রি ফ্রি.....

যাইহোক আমার বাচ্চাদের জন্য বানানো পাপেট শো তোমার মহাকার্য্য সব ছেড়ে দেখো।

তোমার কন্যাদেরও দেখাও শিঘ্রী!!!!!

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৭

অপু তানভীর বলেছেন: আমার কন্যা অনলাইনে আসে না । তার অনলাইণ এলার্জি আছে । সে অফলাইনের মানুষ । যাই আমি নিজেই দেখে আসি আগে !

২৫| ১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: অপু তানভীর,




জম্পেশ লেখা হয়েছে।
বেশির ভাগবইয়ের নামের সাথে ছবি আর লেখকের নাম মিলেমিশে এই গরমে লেবুর শরবত হয়েছে। বাকী যে বইগুলোর লেখককে খুঁজে পাননি বা পাবেন ..... পাবেন ঘোরের মধ্যে আছেন সে সব আপনি "কপি-পেষ্ট" করেছেন! :#) নইলে নাম পাওয়া যাবেনা ... এটা হয় নাকি !!!!!!!
আর বই বাইরাইলেই যে লেখক থাকতে হৈবে এমন কতা আছে কোম্মে ( ১৭ নম্বর মন্তব্যের রেশ ধরে) ? B-) :|

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:২৩

অপু তানভীর বলেছেন: কোন টেনশন নাই, বাকি রাইটারদের নাম বের হয়ে যাবে খুব জলদি । একটা তো কমেন্টেই বের হয়ে গেল ! :D

২৬| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৯

মিরোরডডল বলেছেন:



হা হা হা ...... তানভী, দুষ্ট এই ছেলেটার মাথায় অনেক বুদ্ধি :)
সত্যিই ইনোভেটিভ !
নামহীন লেখকের বইগুলোতে নাম দিয়ে আপডেট করবে , আরও একটু হাসতে পারি ।


১৮ ই এপ্রিল, ২০২১ রাত ২:৩৩

অপু তানভীর বলেছেন: লেখকের নামহীন বইগুলোর আসল লেখকদের নাম পাওয়া যাবে আশা করি । তবে কবে পাওয়া যাবে সেটা নিয়ে খানিকটা চিন্তিত । চিন্তা নেই । আপডেট জানানো হবে । :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.