নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে বিশ্ব পাসওয়ার্ড দিবস । দুনিয়াতে দিসবের অভাব নেই । সেই হিসাবে একটা পাসওয়ার্ড দিবস থাকাটা মন্দ না । আমার মত অনেকের পাসওয়ার্ড মনে থাকে না । আমার একাধিক একাউন্ট হওয়ার কারণে কোন পাসওয়ার্ড কোনটাতে দিয়েছি সেটাও খুব ভাল করে মনে থাকে না । আগে এই পাসওয়ার্ড মনে রাখার জন্য আমি একটা খাতায় সেগুলো লিখে রাখতাম । তারপর দেখা গেল যে সেই খাতাই খুজে পাওয়া যাচ্ছে না । অবশ্য এখন পাসওয়ার্ড মনে রাখার সহজ উপায় রয়েছে । মোবাইলের কারণে সেই পাসওয়ার্ড সুরক্ষা আরও মজবুত হয়েছে ।
ব্রিটিশ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিসংখ্যানের মতে বিশ্বাস সব চেয়ে কমন পাসওয়ার্ড হচ্ছে 123456 । ২৩ মিলিয়ন একাউন্ট এই পাসওয়ার্ড ব্যবহার করে । এছাড়া দ্বিতীয় কমন পাসওয়ার্ডটি হচ্ছে 123456789 । তিন নম্বরে আছে কিবোর্ডের উপরের সারির কিউ অক্ষর থেকে টি পর্যন্ত qwerty । এরপরে আছে password । এছাড়া মানুষ পাসওয়ার্ড হিসাবে নিজের কিংবা প্রিয় মানুষের জন্মতারিখ ব্যবহার করে, ভালোবাসার মানুষটির নাম ব্যবহার করে, ছেলে মেয়েদের নামও ব্যবহার করে ।
আমার প্রেমিকার নামের সাথে আমার পাসওয়ার্ডের একটা গভীর সম্পর্ক রয়েছে সব সময় । আগে আমি আমার একাউন্টের পাসওয়ার্ডের ক্ষেত্রে সাধারনত আমার নিজের নামের একট অংশ সাথে আমার তখনকার প্রেমিকার নামের একটা অংশ যুক্ত করে সাধারনত পাসওয়ার্ড বানাতাম । এরপর যখন প্রেমিকার বিয়ে হয়ে যেত কিংবা ব্রেকাপ হয়ে যেত এবং নতুন আরেকজন এসে যুক্ত হত তখন সেই নতুন জনের নামের একটা অংশও যুক্ত হত পাসওয়ার্ডের সাথে । আমার মনে আছে একবার আমার পাসওয়ার্ড এতো লম্বা হয়ে গিয়েছিলো যে শেষে আমার নিজের নাম বাদ দিতে হয়েছিলো সেখান থেকে । এই পাসওয়ার্স মনে রাখার ব্যাপারে আমাকে খুব বেশি প্যারা নিতেও হত না । কেবল সিরিয়ালটা মনে রাখলেই হয়ে যেত । তবে মাঝে মাঝে তাদের নামের বানান ভুল হয়ে সমস্যায় পড়তে হত । এখন অবশ্য পাসওয়ার্ড ভিন্ন । আর কারো নামটাম নাই ।
সকল প্রাক্তন পাসওয়ার্ডদের জানাই বিশ্ব পাসওয়ার্ড ডের শুভেচ্ছা ।
ছবি: pexels.com
০৭ ই মে, ২০২১ রাত ১:১৫
অপু তানভীর বলেছেন: জীবনই হয়ে গেছে ফানি
২| ০৬ ই মে, ২০২১ রাত ১১:২৮
মরুভূমির জলদস্যু বলেছেন: দিন কয় আগে বিকাশের পাসু ভুলে গেছিলাম, পরে নানান ঝক্কি করে উদ্ধার হয়।
০৭ ই মে, ২০২১ রাত ১:১৬
অপু তানভীর বলেছেন: পাসওয়ার্ড ভোলা ঠিক না । বিকাশের পাসওয়ার্ড তো ভোলাই যাবে না ! মোটেই না । মোটেই না ।
৩| ০৬ ই মে, ২০২১ রাত ১১:৫৯
রাজীব নুর বলেছেন: হায়রে দিবস!!!!
কত দিবস যে আছে দুনিয়ায়।
একদিন দেখা যাবে ব্রা দিবস। আলু দিবস। মরিচ দিবস।
০৭ ই মে, ২০২১ রাত ১:১৭
অপু তানভীর বলেছেন: থাকলেই বা কী ! কোন সমস্যা নেই ।
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০২১ রাত ১১:১৫
কবিতা পড়ার প্রহর বলেছেন: হা হা পাসওয়ার্ড কাহিনী সত্যিই মজার।