নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

এইবার বইমেলা থেকে কেনা বই সমূহের একটা তালিকা .....

১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৪১



প্রতিবছরের বইমেলা আমার জন্য একটা আনন্দময় ঘটনা । বইয়ের ব্যাগ হাতে নিয়ে মেলায় ঘুরাঘুরি করাটা আমার পছন্দের একটা কাজ । সারা বছরই বই পত্র কেনা হলেও মেলা থেকে বই কেনা হয় সব থেকে বেশি । সব চেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে মেলা থেকে অনেক অচেনা লেখকদের বই কেনা হয় যা সারা বছরে সম্ভব হয় না ।

এইবার কোন কিছুই ঠিক মত হয় নি । গতবছর যখন বইমেলা হল তখনও করোনা এদেশে আসতে পারে নি । তখন নিশ্চিন্তে বইমেলা চলেছে পুরো দমে । কিন্তু এই বছরের বই মেলা যেন একেবারে মন আর পানসে একটা খবর ছিল । একে তো মেলা শুরু হল মার্চ মাসে তার উপরে আবার লক ডাউন বিধিনিষেধ আরও কত কিছু । মেলাতে গিয়েছিলাম কেবল দুই দিন । পুরানো সেই মেলাকে কোন ভাবেই খুজে পাই নি । সব কিছু কেমন অপরিচিত মনে হচ্ছিলো যেন । তবুও বই কেনা হয়েছে কিছু । আর কয়েকটা বই কেনা হয়েছে মেলা চলাকালিন সময়ে রকমারি থেকে । মেলাতে কম যেতে পারার কারণে বই গুলো রকমারি থেকে নিয়েছি । নয়তো মেলা থেকেই নেওয়া হত । এই বই গুলোর একটা তালিকা কদিন ধরেই করবো করবো করেও করা হচ্ছিলো না । আজকে মনে হল সেটার একটা লিস্ট তৈরি করেই ফেলি ।
মেলা থেকে আমার বই কেনার ক্ষেত্রে প্রথম পছন্দই হচ্ছে ভুতের বই । এইবারও সেটার ব্যতিক্রম নয় । বরং সব থেকে বেশি এই ভুতের বই ই কেনা হয়েছে ।


ভৌতিক
১. নিশিশ্বাপদ - নশমান শরীফ
২. কান্তজীউয়ের পিশাচ - তৌফির উর হাসান রাফির
৩. হাতকাটা তান্ত্রিক - তৌফির উর হাসান রাফির
৪. শয়তানের সাগরেদ - তানভীর মৌসুম
৫. ওখানে কে এবং পিশাচী - অনীশ দাস অপু
৬. ধূসর আতঙ্ক ও ভ্যাম্পায়ার - অনীশ দাস অপু
৭. অশরীরী জগৎ - ইশতিয়াক হাসান
৮. রুম নম্বর ৩৮ - মোরশেদ আলম হৃদয়
৯. ভৌতিক ব্যালকনি - ফেরারি মুরাদ
১০. নিষিদ্ধ মধ্যরাত - এস এম মহিউদ্দিন
১১. লঞ্চঘাটের প্রেতাত্মা ইকবাল খন্দকার
১২. ১৫ টি হরর গল্প মিজানুর রহমান কল্লোল
১৩. আফ্রিতা ... আধারের সন্ধানে - লুৎফুল রহমান

ছোট গল্প সংকলন
১. সাইকোগিরি - ইশরাফ শুভ
২. আকাশ গঙ্গার তারা - খন্দকার নাইমুল ইসলাম
৩. হারানো জগতে - কুশল ইশতিয়াক

উপন্যাস
১. অম্যুইং - আসাদ রহমান
২.সাইকো - ইশরাফ শুভ
৩. ট্রেন টু পাকিস্তান - খুশবন্ত সিং
৪. আলালের ঘরে দুলাল - প্যারিচাঁদ মিত্র
৫. দুর্গেশনন্দিনী - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৬. সুখ অসুখ - সুলীন গঙ্গোপাধ্যায়
৭. সুলতানার স্বপ্ন - মেগম রোকেয়া
৮. ইন্দ্রজাল ২ - জিমি তানহাব
৯. লোলার জগৎ - মোহাম্মাদ সাইফুল ইসলাম (সায়েন্স ফিকশন)
১০. মনির সাহেবের তেলেসমাতি কাণ্ড - আসাদুল্লাহ আতিক
১১. গাভী বিত্তান্ত - আহমেদ ছফা
১২. শব্দজাল - রবিন জামান খান
১৩. সংশপ্তক - শহীদুল্লাহ কায়সার

বিজ্ঞান বিষয়ক
১. এটাই সায়েন্স - হাসান ইজ জামান শ্যামল
২. কালের সংক্ষিপ্ত ইতিহাত - স্টেফিন হকিং

অন্যান্য
১. অবরোধবাসিনী - বেগম রোকেয়া
২.অনুভূতির অভিধান - তাহসান খান

সব কিছু স্বাভাবিক ভাবে চললে হয়তো আরও কিছু বই কেনা যেত । যাক এখন পৃথিবী যেমন চলছে সেই তুলনাতে এটাই বা কম কিসের । আশা করি যে সামনের বইমেলাতে আবারও সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে । আবারও আগের মত মনের আনন্দে বই পত্র কিনতে পারবো । এই কামনা করি ।

যে বই গুলো আমার পড়া হয়েছে সেগুলো নিয়ে ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া গুলো পড়তে চাইলে এই ওয়েব সাইটে ঘুরে আসুন ।
















মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:



ভুতের বই বেশী কিনেছেন? এটা সঠিক কাজ হয়েছে।

১০ ই মে, ২০২১ রাত ৮:০৬

অপু তানভীর বলেছেন: আমি যা পছন্দ করি আর কি !

২| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
ইতিহাস ও অর্থনীতির কোন বই নেই?

১০ ই মে, ২০২১ রাত ৮:০৮

অপু তানভীর বলেছেন: অর্থনীতির বই কেনা হয় না তবে ইতিহাসের কয়েকটি বইকেনা মেলার পরে, রকমারি থেকে । আমার বিশেষ আগ্রহ স্বাধীনতা পরবর্তি ইতিহাসে....

৩| ১০ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তানভীর ভাই
বইগুলো পড়া হয়ে গেলে
সোকেচে সাজিয়ে না রেখে
সৌজন্যমূলক দান করতে পারেন
যে কোন লাইব্রেরীতে। অনেকে
পড়ার সুযোগ পাবে। ইচ্ছা
করলে আমাদের সাতলা পাবলিক
লাইব্রেরী
তেও দান করতে পারেন।

১০ ই মে, ২০২১ রাত ৮:০৯

অপু তানভীর বলেছেন: আমি এক বই একবারের বেশি পড়ি না । বেশির ভাগ বই আমি মানুষকে দিয়েই দিই পড়ার জন্য । যেমন এর ভেতরেই পড়া অর্ধেক বই আমি কয়েকজনকে দিয়ে ও দিয়েছি ।

৪| ১০ ই মে, ২০২১ রাত ৮:০৯

নেওয়াজ আলি বলেছেন: পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর সাথী আপনি

১০ ই মে, ২০২১ রাত ৮:৫৫

অপু তানভীর বলেছেন: বই আমার সব সময়েরই প্রিয় বন্ধু !

৫| ১০ ই মে, ২০২১ রাত ৮:০৯

অপু দ্যা গ্রেট বলেছেন:

এবার আমি বেশি বই কিনতে পারিনি। বাজেটও কম ছিল। তবে যা কিনেছি সব গুলো নন ফিকশন।

১০ ই মে, ২০২১ রাত ৯:০২

অপু তানভীর বলেছেন: ননফিকশন বই মেলা থেকে কেনা হয় কম । অনলাইন থেকে নন ফিকশন কিনি বেশি যদিও কিকশনই আমার বেশি পছন্দ ।

৬| ১০ ই মে, ২০২১ রাত ৮:৩৪

এম এ হানিফ বলেছেন: বই কেনার প্রতি আপনার অনুরাগ, মনোবাসনা দেখে ভালো লাগলো।



আল্লাহ আপনাকে বেশি বেশি, আরো বেশি বই কেনার তৈফিক দিক।

১০ ই মে, ২০২১ রাত ৯:০৪

অপু তানভীর বলেছেন: ধন্যবাদ । এই একটা ইচ্ছে আছে আমার ....

৭| ১০ ই মে, ২০২১ রাত ৮:৩৭

স্থিতধী বলেছেন: তিন গোয়েন্দার ২/১ ভলিঊম টা কি আবার রিভিশন দেবার জন্য কিনলেন?

৩ নং মন্তব্যের পরামর্শ টা ভালো । এটা আমিও আমার পিতা কে দিতাম এক সময়। যদিও পিতারা পুত্রের কথা খুব কম শোনেন।

অনুভূতির অভিধান বইটার একটা রিভিঊ পরে দিয়েন পারলে ব্লগে।

১০ ই মে, ২০২১ রাত ৯:১০

অপু তানভীর বলেছেন: ভলিউমটা কিনেছিলাম আমার ক্লাস ফাইভে পড়া ছাত্রীর জন্য । সে বই পড়তে ভালোবাসে ।

আমি অনেককেই বই দিয়ে দিই একবার পড়া হলে । এক বই দ্বিতীয়বার পড়ি না খুব একটা । পরিচিত অনেকের কাছেই আমার বই রয়েছে ।

রিভিউটা এখান থেকে পড়তে পারবেন ।

৮| ১০ ই মে, ২০২১ রাত ১১:৩৯

মনিরা সুলতানা বলেছেন: বাহ !!
আমার তো বই মেলায় ই যাওয়া হলো না। রকমারি ভরসা।

১১ ই মে, ২০২১ রাত ২:০০

অপু তানভীর বলেছেন: বাতিঘর ডট কমেও দেখতে পারেন । সেটাও বেশ চমৎকার করেছে এখন ।

৯| ১১ ই মে, ২০২১ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: একজন আমাকে এবার বই মেলা থেকে এই তিনটা বই দিয়েছেন।

১১ ই মে, ২০২১ রাত ২:০১

অপু তানভীর বলেছেন: বই উপহার পাওয়া ভাল ব্যাপার ।

১০| ১১ ই মে, ২০২১ দুপুর ২:০৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: বই উপহার পাওয়া ভাল ব্যাপার ।

আমার কয়েকজন পরিচিত আছেন। তারা আমাকে প্রতিবছর বেশ কিছু বই উপহার দেন।

১২ ই মে, ২০২১ রাত ১১:০৮

অপু তানভীর বলেছেন: ভাল

১১| ১১ ই মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

ফাহমিদা বারী বলেছেন: বাহ অনেক বই কিনেছেন। আমিও প্রচুর বই কিনেছি। মেলায় প্রতিবছরই কেনা হয়। সেগুলোই সারাবছর ধরে পড়ে শেষ করি।

আপনি দেখছি থ্রিলারের ভীষণ ভক্ত। থ্রিলার আমিও কিনি। তবে ভালো জীবনধর্মি উপন্যাস পেলে সেটা কিনি সবার আগে।

১২ ই মে, ২০২১ রাত ১১:১০

অপু তানভীর বলেছেন: আমার ভুত অতিপ্রাকৃত টাইপের বইতে বেশি আগ্রহ । আর মেলাতে এই ধরনের বই পাওয়াও যায় বেশ । মেলা ছাড়া অন্য সময়ে এই সব বই খুজে পাওয়া যায় না ।

১২| ১২ ই মে, ২০২১ রাত ১১:১৪

সোহানী বলেছেন: ওরে বাপরে, এ বদ্ধ বইমেলায়ও তুমি এতোগুলো বই কিনেছো!! তোমার বই কেনার অবস্থা দেখে মনে হচ্ছে বই কিনে আসলেই কেউ দেউলিয়া হয় না। ;)

তবে ভুত দেখি তোমার তালিকার বেশীর ভাগ জায়গা দখল করে আছে। অথচ তুমি খুব কমই ভুতের গল্প লেখো। আশা করি নেক্সট ভুত প্রেত নিয়ে আসবে।

অফ টপিক: নেক্সট দেশে আসলে বই না কিনে আগে তোমার বাসায় হানা দিবো। তারপর যা মিলবে না তাই কিনবো..... হাহাহাহা

১৫ ই মে, ২০২১ রাত ১০:৪২

অপু তানভীর বলেছেন: নাহ । এইবার আসলে বই কেনা কম হয়ে গেছে । কোভিটের কারণে মেলাতে একদম যাওয়াই হয় নি । মনের সুখে বই কিনতে পারি নাই ।

যদি হানা দিতে চান তবে খুব একটা লাভ হবে না । আমি বই নিজের কাছে রাখি না খুব একটা । এখন আসলে অবশ্য পাবেন কিন্তু কিছুদিন পরে আসলে হয়তো আর লাভ হবে না । আর বেশি দিন ঢাকাতে থাকবোও না । তখন অবশ্য আর দেখাই পাবেন না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.