নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলে পার্কে হাটতে গিয়ে মনে মনে ভাবছিলাম বাসায় ফিরে গিয়ে এক সেই সিরিয়াস পোস্ট দিবো । হালকা পাতলা পোস্ট আর কত দিন ! এবার সিরিয়াস সিরিয়াস পোস্ট দিয়ে একটু সুপার সেফ জোনে যেতে হবে । বাসায় এসে গরম পানি দিয়ে একটা চমৎকার গোসল দিয়ে, সাথে করে কিনে আনা ছোলা আর পুড়ি দিয়ে নাস্তা করে এখন নিজের বানানো কফিতে চুমুক দিয়ে মনে হল কী দরকার এতো প্যারা নেওয়ার । দেশ ও জাতিকে নিয়ে ভাবনার আরও অনেক লোক রয়েছে । আমি বরং টাইম পাস করি কিছু সময় ।
তো আসুন । আপনিও যোগ দিন এই টাইম পাসে । নিচের প্রতিটি বাক্যের জন্য আপনি পাবেন ৫ নম্বর । অর্থ্যাৎ সামুতে আপনি যে কাজ কোন দিন করেন নি এমন কিছু বাক্য লেখা থাকবে । আপনি বাক্য পড়বেন আর ঠিক করবেন এই কাজ আপনি কোন দিন করেছেন কিনা । করলে সেই নম্বর আপনি পাবেন না । না করলে পাবেন ।
১. সামুতে আমি বর্তমান নিক ব্যতীত দ্বিতীয় নিক খুলি নি । -৫
২. সামুতে কোন দিন আমি মাল্টি নিক খুলে নিজের পোস্টে নিজেই কমেন্ট করি নি । -৫
৩. সামুতে আমি কাউকে কোন দিন কমেন্ট ব্লক করি নি । -৫
৪. সামুতে অযৌক্তিক ভাবে আমি কারো পোস্টে কোন দিন রিপোর্ট করি নি । -৫
৫. সামুতে অযৌক্তিক ভাবে আমি কারো কমেন্টে কোন দিন রিপোর্ট করি নি । -৫
৬. সামুতে আমি কোন দিন কারো পোস্ট না পড়েই কমেন্ট করি নি । -৫
৭. সামুতে আমি কোন দিন কারো পোস্টের বিষয় বস্তু বুঝতে না পেরেও সেই বিষয়ে পন্ডিটি করি নি । -৫
৮. কেবল বিরোধীতার কারণে কোন দিন কোন ব্লগারকে কোন ট্যাগ দেই নি । -৫
৯. সামুতে কারো পোস্টে অপ্রাসাঙ্গিক কোন মন্তব্য করি নি । -৫
১০. সামুতে অপ্রোয়জনীয় ভাবে কোন দিন নিজের বাইরের জীবনের কাজ কর্মের ব্যাপার টেনে এনে বড়াই করি নি । -৫
১১. সামুতে আমি কোন দিন অপ্রয়োজনীয় ভাবে কাউকে আক্রমন করি নি । -৫
১২. সামুতে কোন দিন আমি কাট কপি পেস্ট করে কোন পোস্ট লিখি নি । -৫
১৩. সামুতে কাউকে কেবল বিরোধীতার কারণে কাউকে শত্রু মনে করি নি । -৫
১৪. অপছন্দের ব্লগারকে নিজের মাল্টি নিক দিয়ে কোন দিন আক্রমন করি নি । -৫
১৫. সামুতে আসল নিকে ভাল সেজে মাল্টি নিক দিয়ে উল্টা পাল্টা কমেন্ট করে বেড়াই নি । -৫
১৬. সামুতে কোন দিন কোন সিন্ডিকেটের সাথে যুক্ত হই নি । -৫
১৭. সামুতে আলাদা সুবিধা পাওয়ার জন্য কোন দিন মডুকে তেল দেই নি । -৫
১৮. কোন ব্লগার আমার পোস্টে কমেন্ট করে না বলে আমিও তার পোস্টে কমেন্ট করবো না - এমন মনভাব কোন দিন পেষণ করি নি । -৫
১৯. নিজের পোস্টে কমেন্ট করার জন্য অন্য ব্লগারদের ইনবক্সে পোস্টের লিংক সরবারহ করি নি । -৫
২০. সামুতে কোন দিন কোন ব্লগারকে গালি দেই নি । -৫
২১. পোস্টে তর্ক বিতর্কের সময় কোন দিন অন্য ব্লগারকে অযাটিত ভাবে তার ব্যক্তিগত, কর্ম কিংবা পরিবারিক জীবন নিয়ে কথা বলি নি। -৫
২২. কেবল পছন্দ নয় বলে কোন ব্লগারের যৌক্তিক কমেন্ট এড়িয়ে যাই নি । (এক্ষেত্রে অযাচিত, আক্রমনাত্বক মন্তব্য এড়িয়ে যাওয়া গন্য হবে না) -৫
২৩. সামুতে কোন দিন পোস্টের কমেন্ট মডারেশন করি নি। -৫
২৪. নিজের পোস্টে অন্য ব্লগারদের করা যৌক্তিক মন্তব্য কোন দিন মুছে দেই নি । (এক্ষেত্রে অযাচিত, আক্রমনাত্বক মন্তব্য গন্য হবে না) -৫
২৫. সামুতে নিজেকে কোন দিন অন্য ব্লগার থেকে উচ্চ বলে মনে করি নি । -৫
এবং সব থেকে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে অপু তানভীর যে একজন অতি ভালু ছেলে এই বিষয়ে কোন দিন সন্দেহ প্রকাশ করি নি । (এটা হচ্ছে বোনাস নম্বর । কেউ যদি ৫০ এর কম পায় তাহলে এটা থেকে ১০ নম্বর যুক্ত করে নিতে পারবেন । )
এখন দেখা যাক আপনি কত নম্বর পেলেন । আমার প্রাপ্ত নম্বর হচ্ছে ৯৫। কোন নম্বর গুলো আমি পাই নি সেটা অবশ্য বলবো না । এবার আপনার পালা .....
সংযুক্তিঃ আমার নিজের হিসাবটা একটু ভুল ছিল । আমি ২০টা ভেবেছিলাম । ১০০ ভেবেছিলাম । ১০০ থেকে বিয়োগ করে ৭৫ করেছিলাম । পরে দেখলাম ২৫টা । ১২৫ হবে । আরও একটা যোগ হয়েছে যেটা আমি করেছিলাম ।
Photo by Tirachard Kumtanom from Pexels
৩১ শে মে, ২০২১ রাত ৯:২৫
অপু তানভীর বলেছেন: ৫০ এর কম পাইলে কেবল বোনাস মার্ক যোগ করা যাবে।
২| ৩১ শে মে, ২০২১ রাত ৯:৪৭
নতুন বলেছেন: আমি গুড বয় ব্লগার আমার মাল্টি নিক নাই। তবে ক্যাচাল পছন্দ
০১ লা জুন, ২০২১ রাত ১:০৭
অপু তানভীর বলেছেন: ক্যাঁচাল আমারও পছন্দের জিনিস । তবে সেটা কেবল গ্যালারিতে বসে দেখতেই মজা ।
৩| ৩১ শে মে, ২০২১ রাত ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: ৪৯
০১ লা জুন, ২০২১ রাত ১:০৮
অপু তানভীর বলেছেন: এক নম্বর কই গেলু?
৪| ৩১ শে মে, ২০২১ রাত ১০:১২
কল্পদ্রুম বলেছেন: সম্ভবত ১১৫।
০১ লা জুন, ২০২১ রাত ১:০৯
অপু তানভীর বলেছেন: অনেক ! অবশ্য আপনার আরও পাওয়া উচিৎ। ফুল মার্কস !
৫| ৩১ শে মে, ২০২১ রাত ১০:২৩
জটিল ভাই বলেছেন:
কারো মুরিদ হইলে নাম্বার? না নাহইলে নাম্বার পামু?
০১ লা জুন, ২০২১ রাত ১:০৯
অপু তানভীর বলেছেন: নোপ ! নোপ । নোপ !
৬| ৩১ শে মে, ২০২১ রাত ১১:৪১
ভুয়া মফিজ বলেছেন: আমার স্কোর ৮৫। আপনার বিশেষ অনুমতি নিয়ে ১০ যোগ করে ৯৫ বানানো যাবে? ৮৫-র চাইতে ৯৫ দেখতে বেশী ভালো লাগে।
০১ লা জুন, ২০২১ রাত ১:১২
অপু তানভীর বলেছেন: ১০ নম্বর আপনাকে দেওয়াই যায় । স্যাকরেড গেমসে নওয়াজ উদ্দিনের একটা উক্তি মনে পড়ে গেল । যেখানে দেশের প্রধানমন্ত্রীই ঠিক নাই সেখানে আমি ঠিক হয়ে কী করবো !
একট্রা ১০নম্বর আপনাকে দেওয়া হইলো !
৭| ৩১ শে মে, ২০২১ রাত ১১:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অপু ভাইয়া আমি ফুল মার্ক, ২৫×৫= ১২৫
০১ লা জুন, ২০২১ রাত ১:১২
অপু তানভীর বলেছেন: আপনার পুরো মার্কই পাওয়ারই কথা
৮| ০১ লা জুন, ২০২১ রাত ১২:০৩
সোহানী বলেছেন: মাথা খারাপ পাবলিকলি নাম্বার জানাই! নাম্বারতো আমি বানাই । যখন যা দরকার পরে তাই ম্যানেজ কইর নেই। তাই ওই নিয়া চিন্তা করি না.....
০১ লা জুন, ২০২১ রাত ১:১৯
অপু তানভীর বলেছেন: আরে কইয়া ফেলেন । কোন সমস্যা নেই । চুপি চুপি বলে ফেলেন !
৯| ০১ লা জুন, ২০২১ রাত ২:২৬
কল্পদ্রুম বলেছেন: ফুল মার্কসই পাওয়ার কথা। ২৫ নম্বরটা আসলে বিরাট একটা কথা লিখে ফেলেছেন। অন্যের সমালোচনা করতে গিয়ে যে এরকম ভাবনা কখনোই তৈরি হয়নি সেটা অনেস্টলি বলা যাচ্ছে না। তাহলে তো নিজেকে গান্ধীজীর লেভেলে নিয়ে যেতে হবে।
এই জন্য ৫ কম কেটে সম্ভবত লিখেছি। বাকী পাঁচ নিয়ে সন্দেহ নাই।
০১ লা জুন, ২০২১ দুপুর ২:৫৮
অপু তানভীর বলেছেন: এটা অবশ্য ঠিক বলেছেন । যাক এটাও খারাপ না । আমি অবশ্য অনেক পেছনে আছি আপনার থেকে !
১০| ০১ লা জুন, ২০২১ দুপুর ১২:২২
মরুভূমির জলদস্যু বলেছেন: ৬. সামুতে আমি কোন দিন কারো পোস্ট না পড়েই কমেন্ট করি নি ।
খুব অল্প একটু পড়ে মাঝে মাঝে মন্তব করেছি। (এই ৫ পাওয়া গেলো না)
১২. সামুতে কোন দিন আমি কাট কপি পেস্ট করে কোন পোস্ট লিখি নি ।
পোস্টে কিছু কিছু অংশ কখনো কখনো কপি-পেস্ট করেছি। (এই ৫ পাওয়া গেলো না)
মোটের উপর ১০ কম পাইছি তবে চাইলে আরো আড়াই কমানো যায়।
আচ্ছা সামুতেকি ইনবক্স সিস্টেম আছে নাকি?
১৯. নিজের পোস্টে কমেন্ট করার জন্য অন্য ব্লগারদের ইনবক্সে পোস্টের লিংক সরবারহ করি নি ।
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: পোস্টের কিছু অংশ কাট কপিপেস্ট করলে সমস্যা নেই যদি সেটা উপযুক্ত রেফারেন্স প্রদান করে । অনেক সময় পোস্ট লেখার জন্য অনেক স্থান থেকে জরূরী তথ্য নিয়ে আসতে হয় । আমি এখানে বলতে চেয়েছি পুরো পোস্ট টাই কাট কপি পেস্টের ব্যাপারটা !
ইনবক্স বলতে সোস্যাল মিডিয়ার ইনবক্স বুঝিয়েছি । আগে যখন ব্লগারদের সাথে ফেসবুকে খুব আলাপ হত তখন প্রায়ই দেখতেন কিছু ব্লগার নিজেদের পোস্টের লিংক ইনবক্সে আমাকে দিয়ে সেখানে মন্তব্য করতে অনুরোধ করছেন ।
১১| ০১ লা জুন, ২০২১ দুপুর ১:৫৮
জুন বলেছেন: ১১৫
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: অনেক বেশি । মন কেনু খারাপ শুনি ?
১২| ০১ লা জুন, ২০২১ দুপুর ২:৪৪
রানার ব্লগ বলেছেন: ৮৫
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:০১
অপু তানভীর বলেছেন: আমরা কয়েকজন এমনই পাইছি !
১৩| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:০৩
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আমার পয়েন্ট ৯৫
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৫১
অপু তানভীর বলেছেন: আরে আমার সমান !
১৪| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:০৫
ইফতি সৌরভ বলেছেন: এই প্রথম এত্ত নাম্বার পেয়েও খুশি হবার কিছু পেলাম না! মাল্টি নিক বানিয়ে গালাগালি করার আর সিন্ডিকেটে ঢুকার সময়টা যদি থাকত!!!
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৫২
অপু তানভীর বলেছেন: আরেক কত পেলেন শুনি ? যদি কম নম্বর হয় তাহলে বোনাশ ১০ তো আছেই ।
১৫| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৪২
নান্দনিক নন্দিনী বলেছেন: স্কোরশিটে আমাকে ১৩৫ আমি নিজেই দিয়ে রেখেছি। কারণ ব্লগে যা করেছি তা ভেবেচিন্তে করেছি।
যেটা করিনি সেটা হলো, অযথা গলাগলি-দলাদলি।
তবে ব্যক্তিগত ভাবে না চিনেও আমার ব্রেন বলে 'অপু তানভীর ভালো ছেলে (অতি টা আপেক্ষিক)।
আপু কেন নিজেকে ৫ নম্বর কম দিয়েছে সেটাও আমি জানি।
ব্যাপারটা নাহ, একটা মাল্টিনিক তো থাকতেই পারে তাই না -;
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৫৩
অপু তানভীর বলেছেন: আমার মাল্টিনিক থাকলেও সেটা দিয়ে আকাজ কুকাজ আমি করি নি বললেই চলে । এখন তো আরও করি নাই । এই জন্যই সবার শেষে বোনাশ পয়েন্ট রেখেছি । আমি যে ভালু ছেলে এটা নিয়ে তো কারো সন্দেহ থাকার কথা না ।
১৬| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৪৩
মনিরা সুলতানা বলেছেন: দশ কম পাইছি
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৫৪
অপু তানভীর বলেছেন: মন খারাপের কোন কারণ নেই । শেষের বোনাস ১০ নম্বর আপনার স্কোরবোর্ডে যুক্ত করে দেওয়া হল !
১৭| ০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: আলস্য লাগছে।
০১ লা জুন, ২০২১ বিকাল ৩:৫৫
অপু তানভীর বলেছেন: এতো অলস হলে কীভাবে চলবে.....
১৮| ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৫
করুণাধারা বলেছেন: ১১৫। আমি কিন্তু জুনের খাতা দেখি নাই।
০২ রা জুন, ২০২১ রাত ১২:১০
অপু তানভীর বলেছেন: আমি ইহা বিশ্বাস করি যে আপনি দেখেন নাই ।
১৯| ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
১. সামুতে আমি বর্তমান নিক ব্যতীত দ্বিতীয় নিক খুলি নি । আমার কতগুলো নিক আছে, আমি নিজেও জানি না। কয়েকটা মেয়েনিক ওপেন করেছিলাম, ওগুলোতে আমি কখনো ফাতরামি, বান্দ্রামি করি নাই (যেহেতু পারি না)। মূল উদ্দেশ্য ছিল লুল ডিটেক্ট করা। সাকসেসফুল হই নাই। কারণ, মূল নিকেই আসল পোস্ট নিয়া বেশি ব্যস্ত ছিলাম - ০
২. সামুতে কোন দিন আমি মাল্টি নিক খুলে নিজের পোস্টে নিজেই কমেন্ট করি নি । এখানেও শূন্য পাইলাম -০
৩. সামুতে আমি কাউকে কোন দিন কমেন্ট ব্লক করি নি। বেয়াদবির জন্য একজনকে করেছিলাম, পরে আনব্লক করেছি, সে খুশি হইয়া ধন্যবাদ জানাইছে অবশ্য - এখানে কি ০, নাকি ৫?
৪. সামুতে অযৌক্তিক ভাবে আমি কারো পোস্টে কোন দিন রিপোর্ট করি নি। অযৌক্তিকভাবে অবশ্যই করি নি, তবে যৌক্তিকভাবে প্রচুর করেছি -৫
৫. সামুতে অযৌক্তিক ভাবে আমি কারো কমেন্টে কোন দিন রিপোর্ট করি নি। অযৌক্তিকভাবে অবশ্যই করি নি, তবে যৌক্তিকভাবে প্রচুর করেছি -৫
৬. সামুতে আমি কোন দিন কারো পোস্ট না পড়েই কমেন্ট করি নি। না পড়ে আমি কখনো কমেন্ট করি না। তবে এটা লিখেছি, 'পড়ি নাই, পরে আসবো' - ৫
৭. সামুতে আমি কোন দিন কারো পোস্টের বিষয় বস্তু বুঝতে না পেরেও সেই বিষয়ে পন্ডিটি করি নি। না বুঝে থাকলে মেনশন করেছি, বুঝি নাই, কিন্তু না বুঝে পণ্ডিতির প্রশ্নই ওঠে না -৫
৮. কেবল বিরোধীতার কারণে কোন দিন কোন ব্লগারকে কোন ট্যাগ দেই নি। এ কাজ করি নি -৫
৯. সামুতে কারো পোস্টে অপ্রাসাঙ্গিক কোন মন্তব্য করি নি । -৫
১০. সামুতে অপ্রোয়জনীয় ভাবে কোন দিন নিজের বাইরের জীবনের কাজ কর্মের ব্যাপার টেনে এনে বড়াই করি নি । -৫
১১. সামুতে আমি কোন দিন অপ্রয়োজনীয় ভাবে কাউকে আক্রমন করি নি । -৫
১২. সামুতে কোন দিন আমি কাট কপি পেস্ট করে কোন পোস্ট লিখি নি। নিজের পোস্টই পালা হইয়া আছে, আবার অন্যের পোস্ট তবে, রবিকাকা ও দুখুমামার কবিতা দিয়েছি। আবার, অন্য ব্লগারের কিছু ভালো পোস্ট ফেইসবুকে শেয়ার করেছি-৫
১৩. সামুতে কাউকে কেবল বিরোধীতার কারণে কাউকে শত্রু মনে করি নি । -৫
১৪. অপছন্দের ব্লগারকে নিজের মাল্টি নিক দিয়ে কোন দিন আক্রমন করি নি । -৫
১৫. সামুতে আসল নিকে ভাল সেজে মাল্টি নিক দিয়ে উল্টা পাল্টা কমেন্ট করে বেড়াই নি । -৫
১৬. সামুতে কোন দিন কোন সিন্ডিকেটের সাথে যুক্ত হই নি । -৫
১৭. সামুতে আলাদা সুবিধা পাওয়ার জন্য কোন দিন মডুকে তেল দেই নি। মডুর সাথে যোগাযোগ করেছি, কুশলাদি বিনিময় করেছি, তবে, তেলাইছি বলে মনে করি না। মডুকে তেলামু কেন? তেলাইলে তো আমার চাকরির বসকে তেলাইতাম -৫
১৮. কোন ব্লগার আমার পোস্টে কমেন্ট করে না বলে আমিও তার পোস্টে কমেন্ট করবো না - এমন মনোভাব কোন দিন পেষণ করি নি। -৫
১৯. নিজের পোস্টে কমেন্ট করার জন্য অন্য ব্লগারদের ইনবক্সে পোস্টের লিংক সরবারহ করি নি। এটা আলোচনার দাবি রাখে। অন্যের পোস্টে প্রসঙ্গক্রমে আমার নিজের পোস্ট বা অন্যের পোস্টের লিংক দিয়েছি। আপনি কি ফেইসবুক ইনবক্সের কথা বললেন? - না। -৫
২০. সামুতে কোন দিন কোন ব্লগারকে গালি দেই নি। দিই নি। -৫
২১. পোস্টে তর্ক বিতর্কের সময় কোন দিন অন্য ব্লগারকে অযাটিত ভাবে তার ব্যক্তিগত, কর্ম কিংবা পরিবারিক জীবন নিয়ে কথা বলি নি। বলি নি -৫
২২. কেবল পছন্দ নয় বলে কোন ব্লগারের যৌক্তিক কমেন্ট এড়িয়ে যাই নি । (এক্ষেত্রে অযাচিত, আক্রমনাত্বক মন্তব্য এড়িয়ে যাওয়া গন্য হবে না)। একবার শ্রদ্ধেয় চাঁদগাজী ভাইয়ের একটা মন্তব্যের উত্তর দিই নি, ওটা উসকানিমূলক ও বিরক্তিকর ছিল, তাই বিতণ্ডা এড়ানোর জন্য উত্তর দিই নি -৫
২৩. সামুতে কোন দিন পোস্টের কমেন্ট মডারেশন করি নি। করেছি, বিশেষ করে ধাঁধা পোস্ট - ০
২৪. নিজের পোস্টে অন্য ব্লগারদের করা যৌক্তিক মন্তব্য কোন দিন মুছে দেই নি। দিই নি। তবে, ভুলবশত ডিলিট বাটনে চাপ দিয়ে মুছে ফেলেছি কয়েকবার -৫
২৫. সামুতে নিজেকে কোন দিন অন্য ব্লগার থেকে উচ্চ বলে মনে করি নি। ঠিক উচ্চ ভাবা না, তবে, অনেক নতুন ব্লগারের চেয়ে নিজেকে অভিজ্ঞ ও ম্যাচিউর মনে করেছি অনেক সময়, এখনো করি। কারো কারো গল্প, কবিতা, ছড়া, আর্টিকেল পড়ে যেমন ভাবি, আমার চাইতে অনেক ভালো মানের লেখা লিখেছেন তারা, তেমনি কারো কারো লেখা দেখে নিজে নিজেই বিচার করি, তাদের চাইতে আমার লেখার হাত ভালো। এতে কি ০, নাকি ৫?
অনেক কষ্ট দিয়েছেন। এবার আপনাকেও কষ্ট দিবার চাই। আমার রিপ্লাইগুলো পড়ে আপনি আমাকে নাম্বারিং করুন
আচ্ছা, উত্তর দিতে দিতে হাঁপাইয়া গেছি। তবে, ব্রিলিয়ান্ট আইডিয়া, ব্রিলিয়ান্ট পোস্ট। আপনি জিপিএ ফাইভ পাইছেন
০২ রা জুন, ২০২১ রাত ১২:১২
অপু তানভীর বলেছেন: এতো অনেস্ট উত্তর আশা করি নাই । আপনাকে অবশ্যই বোনাশ প্রশ্নের ১০ নম্বর দেওয়া হইলো !
২০| ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ১৯ নাম্বার কমেন্টে ১টা লাইক দেখতে পাচ্ছেন? যেহেতু জানেনই ওটা কে দিয়েছে, তাই দয়া করে তার নাম প্রকাশ করিয়া লজ্জা পাইয়েন না
০২ রা জুন, ২০২১ রাত ১২:১৩
অপু তানভীর বলেছেন: কমেন্টের লাইক দেখা যায় নাকি? যায় না সম্ভবত !!
২১| ২৩ শে জুন, ২০২১ দুপুর ১২:৫৪
পদ্মপুকুর বলেছেন: জীবনের চল্লিশ বসন্ত পার কইরা এই প্রথমবার কোনো পরিক্ষায় ৯০ এর উপ্রে মার্কস পাইছি....
আপ্নেরে উত্তম জাঝা! সামনে পাইলে ক্যাম্পাসে ছা ছপ ছিঙারা (এইডা কইয়া আবার কেস খাইয়া যাই কিনা বুজজ্তাছি না) খাওয়াইতাম। সাতথ আপ্নে ভালু না খ্রাপ, হেইডারও প্রমাণ হয়্যা যাইতো।
২৩ শে জুন, ২০২১ দুপুর ১:০০
অপু তানভীর বলেছেন: ৯০ মানে হচ্ছে সেরা নম্বর । তবে অনেকে রয়েছে যাদের নম্বর ১১৫ । কেউ কেউ আবার পুরো মার্কই পেয়েছেন ।
সামনে একদিন চলে আসা যাবে । নো টেনশন । আমি কেবল আলুর চপ পছন্দ করি । সেইটাই খাওয়া যাবে জম্পেস !
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২১ রাত ৯:১৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমার ১২০ ।