নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের (প্রকাশিত) সকল ডাক টিকিট ১৯৭১ -২০২১ (পর্ব এক)

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:০৬

কদিন আগে একটা পোস্ট লিখেছিলাম বেশি দামে বিক্রি হওয়ার ফটোগ্রাফ নিয়ে । সেখানেই একজন কমেন্ট করেছিলো ডাক টিকিট নিয়ে কিছু লেখার জন্য । নেটে সেই ব্যাপারে খোজ খবর করতে গিয়েই স্ট্যাম্প ওয়ার্ল নামের একটা চমৎকার ওয়েব সাইট খুজে পেলাম । সেখানে অনেক দেশের অনেক ডাক টিকিট রয়েছে । এমনকি আমাদের দেশের ডাক টিকিটও রয়েছে সেখানে । দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই বর্তমান সাল পর্যন্ত সকল ডাক টিকিট আলপোড করা । ভাবলাম আমাদের ব্লগারদের সেই ডাক টিকিটের ছবি গুলো দেখানো যাক ।
আসুন তাহলে যাত্রা শুরু করি ! আজকে দেখবেন প্রথম পর্ব !
এখানে একটা তথ্য যুক্ত করে দিই । ডাক টিকিট দুই প্রকার হয়ে থাকে । ডেফিনিটিভ আর কমেমোরেটিভ । ডেফিনিটিভ ডাক টিকিট গুলো নিয়মিত ছাপা হয়ে থাকে এবং এগুলো ব্যবহার করা হয়ে থাকে ডাক বিভাগের কাজের জন্য । অন্য দিকে কমেমোরেটিভ বা স্মারক ডাক টিকিট গুলো ছাপা হয়ে থাকে কোন বিশেষ উপলক্ষ্য যা সাধারণত একবারই বের হয় । এগুলো মূলক সংগ্রহকরা সংগ্রহ করে রাখেন নিজেদের কাছে । তথ্যের জন্য ভুয়া মজিফকে ধন্যবাদ । ভুয়া মফিজের ডাক টিকিট নিয়ে চমৎকার একটা পোস্ট পড়ে আসতে পারেন।

১৯৭১ সালে প্রকাশিত ডাক টিকিট সমূহ.....








এখানে একটা ব্যাপার খেয়াল করবেন যে টিকিটের মূল্য মান দেওয়া আরএস রয়েছে । রুপিস, টাকা নয় । তখনও আমাদের দেশের কারেন্সী টাকা হয় নি ।

১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারিতে প্রকাশিত ডাক টিকিট


১৯৭২ সালের ২৬শে মার্চ উপলক্ষ্যে বের হয় একই ধরনের তিনটি ডাক টিকিট । সেগুলো দেখতে একই রকম কেবল দামে পার্থক্য । ২০ পয়সা, ৬০ পয়সা এবং ৭৫ পয়সা !

১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রকাশিত ডাক টিকিট ! এখানে ডিজাইন এক কেবল দামে ভিন্ন তিনটি টিকিট !


১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্বরনে প্রকাশিত তিনটি ডাক টিকিট । ডিজাইন একই কেবল দামে ভিন্ন


১৯৭৩ সালে প্রকাশিত আরও কিছু ডাক টিকিট







সেই ৭৩ সালে ১০টাকা মূল্যের ডাক টিকিট! ভাবতে পারেন !

১৯৭৩ সালে ২৫তম হিউম্যান রাইটস ঘোষণা উপলক্ষ্যে ছাড়া ডাক টিকিট ! দুইটি টিকিট । দেখতে প্রায় একই রকম । কেবল দামে পার্থক্য


১৯৭৪ সালে প্রথম আদমশুমারি উপলক্ষে ছাড়া তিন টি ডাক টিকিট । একই ডিজাইন কেবল মূল্যমানে ভিন্নতা


নিকোলাউস কোপার্নিকাসের ৫০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ছাড়া ১৯৭৪ সালে দুটি ডাক টিকিট !



১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঙ্ঘে প্রবেশ করে । সেই উপলক্ষ্যে দুটি টিকিট ছাড়া হয় । দেখতে একই রকম । কেবল মূল্যমানে পার্থক্য।


১৯৭৪ সালে বিশ্ব পোস্টাল ইউনিয়নের ১০০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাড়া হয় চারটি ডাক টিকিট !



১৯৭৪ সালের ওয়ার্ল্ড লাইফ কনভেনশন


১৯৭৪ সালে বিশ্ব জনসংখ্যা বছর । সবার জন্য পরিবার পরিকল্পনা শিরোনামে ছাড়া হয় তিন টি ডাক টিকিট ।



১৯৭৫ সালে বেথবুনিয়া স্যাটেলাইট স্টেশন স্থাপন উপলক্ষ্যে ছাড়া হয় দুটি ডাক টিকিট !




১৯৭৫ সালে আন্তর্জাতিক নারী বছর উপলক্ষে



১৯৭৬ সালে টেলিফোন আবিস্কারের ১০০ বছর উপলক্ষ্যে



১৯৭৬ সালে দৃষ্টিশক্তি অন্ধত্ব প্রতিরোধ সচেতনা সৃষ্টির জন্য ছাড়া হয় একই ডিজাইন ভিন্ন মূল্যমানের দুটি ডাক টিকিট


২০০তম আমেরিকান রেভ্যুলেশন দিবস উপলক্ষ্য ১৯৭৬ সালে ছাড়া হয় চারটি ডাক টিকিট


১৯৭৬ সালে ২৫তম কলম্ব প্লান


১৯৭৬ সালে কানাডা ওলিম্পিক গেমস উপলক্ষে ছাড়া হয় বেশ কয়েকটা ডাক টিকিট







১৯৭৭ সালে কুইন দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন গ্রহনের ২৫ বছর পূর্তি


কাজী নজরুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাড়া হয় দুটি ডাক টিকিট !



১৫তম এশিয়ান ওশেনিক পোস্টাল ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে


১৯৭৭ সালে ছাড়া আরও কিছু ডাক টিকিট








এখানে প্রকাশিত সকল ডাক টিকিট এবং তথ্য Stampworld.com থেকে সংগ্রহ করা হয়েছে । এমন কি ডাক টিকিট গুলোর ছবি সরাসরি সামুর সার্ভারে আপলোড দেওয়া হয় নি । সেগুলো stampworld.com এর সার্ভার থেকে সরাসরি লিংক যুক্ত করার মাধ্যমে এই পোস্টে প্রদর্শিত হচ্ছে ।

হ্যাপি ব্লগিং !

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৬

ইসিয়াক বলেছেন: বাহ! অসাধারণ।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:২২

অপু তানভীর বলেছেন: ডাক টিকিট আসলেই চমৎকার একটা জিনিস । অনেক কিছু জানা যায় !

২| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:১৯

জুল ভার্ন বলেছেন: ভালো কালেকশণ! এক সময় এগুলো সংরহের খুব নেশা ছিলো-এখন মনে হয় সময় আর টাকার অপচয় করেছি, যা দিয়ে আরও ভালো কিছু করা যেতো।

০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:২৪

অপু তানভীর বলেছেন: শখ ব্যাপারটা আসলে টাকা আর সময় দিয়ে হিসাব করা ঠিক না । যা করতে ভাল লাগে তার পেছনে অর্থ আর সময় ব্যয় করাই যায় ! এক সময় আমারও শখ ছিল এসব সংগ্রহ করার । আরেকটা শখ ছিল বিদেশী টাকা পয়সা জমানো । কলেজে উঠার পরে সেসব কোথায় চলে গেছে । আর এখন ইন্টারনেটের যুগে সব কিছুই আসলে হাতের কাছে পাওয়া যায় । কষ্ট করে সংগ্রহ করা লাগে না ।

৩| ০৩ রা অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৬

মরুভূমির জলদস্যু বলেছেন: ডাক টিকিটের প্রতি কোনো আগ্রহ আমার ছিলো না।
হয়তো কখনো ডাক টিকিটে ববহার করতে হয়নি বলেই আগ্রহ তৈরি হয় নি।
পোস্টে +

০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:২৫

অপু তানভীর বলেছেন: ডাক টিকিটে আমার আগ্রহ ছিল বেশ । নিজ দেশ ছাড়িয়ে অন্য দেশের গুলোতেও । তবে তখন থাকতাম মফস্বলে । শখ থাকলেও সাধ্য ছিল সীমিত । যখন সুযোগ এল তখন শখ আর থাকলো না ।

ধন্যবাদ । ভাল থাকুন সব সময় !

৪| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪৩

ভুয়া মফিজ বলেছেন: ১৯৭১ থেকে ২০১৬ পর্যন্ত বাংলাদেশের সব ডাকটিকেট আমার সংগ্রহে আছে। ফার্স্ট ডে কভারসহ। ডাকটিকেট সংগ্রহ আমার বিশাল শখ। আমার সংগ্রহে এমন কিছু ডাকটিকেট আছে, যার দাম শুনলে লিটারেলি আপনার চোখ কপালে উঠবে! B-)

ডাকটিকেট দুই ধরনের হয়। ডেফিনিটিভ আর কমেমোরেটিভ। ১৯৭১ আর ১৯৭৩ সালের ডাকটিকেটগুলো ডেফিনিটিভ, বাকী যা দিয়েছেন সব কমেমোরেটিভ ডাকটিকেট। এটা পোষ্টে উল্লেখ করে দিলে ভালো হতো।

সিরিজটা ভালো হয়েছে। তবে আরো বিস্তারিত দিতে পারতেন। আমার একটা পোষ্ট আছে ডাকটিকেট নিয়ে। লিঙ্ক দিলাম। সময় করে চোখ বুলায়েন। :) view this link

০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:২৭

অপু তানভীর বলেছেন: আরে এইবার তো আরো লোভ লাগিয়ে দিলেন । এইবার আপনার সংগ্রহে থাকা ডাক টিকিট নিয়ে একটা পোস্ট দিয়ে ফালান দেখি । একদম দেরি করবেন না ।

তথ্য যোগ করতে চাই নি ইচ্ছে করেই । কেবল লক্ষ্য ছিল সব ডাক টিকিট গুলো দেখানো । এই জন্য বিস্তারিত কিছু যোগ করি নি । আপনার পোস্টটা চমৎকার লাগলো । পোস্টের সাথে যুক্ত করে করে দিলাম ।

আর দেরি করবেন না । ডাক টিকিট নিয়ে পোস্ট লিখে ফেলুন জলদি !

৫| ০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:১১

মনিরা সুলতানা বলেছেন: দারুণ পোষ্ট !

০৩ রা অক্টোবর, ২০২১ দুপুর ১:২৮

অপু তানভীর বলেছেন: ডাক টিকিট ব্যাপারটাই আমার কাছে চমৎকার লাগে । ছবিতে কত কিছু থাকে কত কিছু জানা যায় !

ভাল থাকুন সব সময় !

৬| ০৩ রা অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক দিন পর ডাকটিকিট দেখলাম। সুন্দর পোস্ট।

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩১

অপু তানভীর বলেছেন: এখন এসবের প্রতি মানুষের আগ্রহ কম ! আগে ছিল অনেকের ।

৭| ০৪ ঠা অক্টোবর, ২০২১ রাত ১:০৭

অর্ক বলেছেন: সবমিলিয়ে চমৎকার পোস্ট। ডাকটিকিটের ছবিগুলো নস্টালজিকতায় আচ্ছন্ন করলো। ডাকটিকিট দারুণ ব্যাপার। খুব ভালো লাগে। একসময় পত্রপত্রিকায় লেখা পাঠাতে নিয়মিত ডাকটিকিট ব্যবহার করতাম। আমার পকেটেও থাকতো। ফলের ছবি সম্বলিত বিশেষ একটি ডাকটিকিট এ মুহূর্তে মনে পড়ছে। দুটাকা মূল্য ছিলো। (হয়তো এখনও আছে!) সাধারণ এক পাতার চিঠি ওটা দিয়েই পাঠানো যেতো। ঢাকার জিরো পয়েন্টে অবস্থিত জেনারেল পোস্ট অফিসে সুন্দর একটি জাদুঘর আছে। ডাকটিকিট, পোস্টাল অর্ডার ইত্যাদি নিয়ে আলাদা একটি কক্ষ আছে সেখানে। আরেক কক্ষে ডাকঘরের ইতিহাস, রানার থেকে শুরু করে প্রযুক্তির ব্যবহার, ও ধারাবাহিক বিবর্তন, আধুনিকায়ন ইত্যাদি প্রদর্শিত হয়েছে। আমি দারুণ উপভোগ করেছিলাম। সময় সুযোগ পেলে সবার একবার হলেও জাদুঘরটা দেখে আসা উচিৎ। শূন্যই পড়ে থাকে সবসময়। তেমন একটা কেউ যায় না দেখতে! প্রচারও নেই। দুবার গিয়েছিলাম। প্রতিবারই আমি ছাড়া একজন বা দুজন দর্শনার্থী ছিলো। বেশ আগের কথা। সেভাবে আজ আর সব মনে নেই। শুধু পরিষ্কার মনে আছে যে, দারুণ কেটেছিল সময়টা। খুশিখুশি ফিরে এসেছিলাম অফুরন্ত তৃপ্তি নিয়ে।

পোস্ট পড়তে পড়তে স্মৃতি মনে পড়ে গেলো। শেয়ার করলাম। অনেক অনেক শুভেচ্ছা রইলো। আরও লিখুন।

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৪

অপু তানভীর বলেছেন: চমৎকার স্মৃতি চারণ । আমি নিজে অবশ্য সেখানে যাই নি । তবে আপনার মন্তব্য পড়ে মনে হল যে ঢাকা ছাড়ার আগে একবার হলেো সেখানে যাওয়া দরকার । জাদুঘরটা দেখে আসবো অবশ্যই ।


ডাক টিকিটের সাথে আসলেই কত যে স্মৃতি জড়িয়ে আছে । এক সময়ে আমি অনেক চিঠি পাঠিয়েছে । আগে দুই টাকার টিকিটে যেট চিঠি এখন সম্ভবত সেটা তিন টাকা হয়েছে । আমার কাছে বেশ কিছু ডাক টিকিট ছিল । মানিব্যাগে নিয়ে ঘরে বেড়াতাম । কখন লাগে এই ভাবনা থেকে যদিও কোন দিন লাগে নি ।

ভাল থাকুন সব সময় !

৮| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ৮:৪৫

নীল আকাশ বলেছেন: আগে ডাকটিকিট সংগ্রহ করতাম নেশা ছিল। ছবির বেশ কিছু সংগ্রহ করেছিলাম।
খুব সুন্দর পোস্ট। কেন এটা নির্বাচিত পোস্ট হলো না?

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৩৬

অপু তানভীর বলেছেন: ছবির ডেভিনিট ডাক টিকিটের কয়েকটা সম্ভবত এখনও আমার কাছে রয়েছে । খুজলে পাওয়া যাবে তবে স্বারক ডাক টিকিট গুলো নেই । ওগুলো সহজে পাওয়া যায় না !

একটা সময়ে আমারও নেশা ছিল এগুলো সংগ্রহ করার । এখন আর নেই ।

পোস্ট নির্বাচক কোথায় ঘুমিয়ে আছে কে জানে । সর্বশেষ পোস্ট কবে নির্বাচিত হয়েছে সেটা খেয়াল করে দেখেন !

৯| ০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: অসাধারণ।

০৪ ঠা অক্টোবর, ২০২১ সকাল ১০:৫৬

অপু তানভীর বলেছেন: ডাক টিকিট একটা চমৎকার ব্যাপার । নস্টালজিক একটা ব্যাপার রয়েছে এর ভেতরে ।

১০| ০৫ ই অক্টোবর, ২০২১ বিকাল ৩:৪৪

গফুর মিয়া১৯১ বলেছেন: আমি ডাক টিকেট এখনো সংগ্রহ করি। ধন্যবাদ পোষ্ট এর জন্য। কারো কাছে ডাক টিকেট থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি উপযক্ত দামে দিয়ে নিয়ে নিব। ০১৮৭৩৫১৫৫৫৫ হোয়াটস এপ শুধু মাত্র।

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৫

অপু তানভীর বলেছেন: এখনও ডাক টিকেট সংগ্রহ করেন জেনে ভাল লাগলো । একদিন সে সব নিয়ে একটা পোস্ট দিবেন আশা করি ।

১১| ০৫ ই অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৬:৪০

ভুয়া মফিজ বলেছেন: এইবার আপনার সংগ্রহে থাকা ডাক টিকিট নিয়ে একটা পোস্ট দিয়ে ফালান দেখি কি বলেন! আমার সংগ্রহ নিয়া পোষ্ট দিতে গেলে একটা পোষ্টে কিছুই হবে না। অন্ততঃ কয়েক শত পোষ্ট লাগবে। আবার মনে কইরেন না, চাপা মারতাছি! সত্যিই কিন্তু!! আর তাছাড়া, সংগ্রহের ডাকটিকেট নিয়া পোষ্ট দেওয়ার কোন মানে নাই। শ'য়ে শ'য়ে ডাকটিকেটের ছবি দেওয়ারও কোন মানেও নাই, আবার কামটা অনেক ঝামেলারও বটে। আর মনে করেন, আমার দামী দামী রেয়ার স্ট্যাম্পের উপ্রে পোষ্ট দিলে ব্লগাররা ভাবতে পারে, আমি ভাব দেখাইতাছি। কারন তখন সেই স্ট্যাম্পগুলার বর্তমান বাজার দরও তো দিতে হইবো, তাই না। ;)

তবে, স্ট্যাম্প নিয়া পোষ্টানো আমার কাছে পছন্দের। দেখি, কিভাবে দেওয়া যায়; পারলে কোন আইডিয়া দিয়েন। :)

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৩৭

অপু তানভীর বলেছেন: আরে একবারে দিতে কেন হবে । অল্প অল্প করে দিবেন । বিশেষ বিশেষ গুলো নিয়ে দিবেন । সে ডাক টিকেটের পেছনের গল্প গুলো লিখবেন এবং হ্যা বর্তমানে সেগুলো দামও উল্লেখ করবেন । যে যা মনে করার করবে ।

দেরি করবেন না । জলদি দিয়ে দিন ! জলদি জলদি !

১২| ০৬ ই অক্টোবর, ২০২১ রাত ২:২০

সোহানী বলেছেন: আমার বড় বোন একসময়ে ডাক টিকেট জমাতো। আর বাবা বিদেশী জাহাজের সাথে যুক্ত ছিলেন বলে অনেক বিদেশীই বাসায় আসতো। আর প্রায় সবাই বলতে গেলে বড়আপাকে ডাকটিকেট গিফট করতো। তার সংগ্রহে রাশিয়ান গোল্ডেন ট্যাম্পল, ব্রিটেন জার কিংবা আমেরিকার ২য় বিশ্বযুদ্ধের অনেক স্মারক টিকে ছিল। সম্ভবত আমার এক কাজিন সব নিয়েছিল একটা প্রদর্শনীতে দেখাবে বলে। তারপর সেখান থেকে প্রায় সবই চুরি যায়। খুব কান্নাকাটি করেছিল ও সাথে আমরাও................

০৬ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৫০

অপু তানভীর বলেছেন: প্রিয় শখের জিনিস গুলো চুরি হয়ে গেলে কান্নাকাটি করাটাই স্বাভাবিক । আমার পছন্দের জিনিস হারিয়ে গেলেও খুব খারাপ লাগে । এমন ভাবে কত কিছু হারিয়ে গেছে জীবন থেকে .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.