নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

www.oputanvir.com

অপু তানভীর

আমার চোখে ঠোঁটে মুখে তুমি লেগে আছো

অপু তানভীর › বিস্তারিত পোস্টঃ

যদি বিখ্যাত মুভি গুলোর নাম বাংলাতে হত, তাহলে কেমন হত :D

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৩৩

মফস্বল শহরে যারা বড় হয়েছেন তাদের স্থায়ীয় সিনেমা হলের পোস্টারের দিকে চোখ পড়ার কথা । আমাদের এলাকায় দুইটা সিনেমা হল আছে । একটা সম্ভবত এখন বন্ধ হয়ে গেছে । সেই সিনেমা হলে মাঝে মাঝে ইংরেজি ছবি নিয়ে আসতো । তবে সেই নাম গুলো বেশির ভাগ সময়েই ইংরেজি হত না । যখন স্কুলে পড়তাম একদিন বন্ধুদের সাথে এমনই একটা ইংরেজি সিনেমা দেখতে গিয়েছিলাম । খুবই বিখ্যাত একশন মুভি । মুভির নাম ছিল বুলেটপ্রুফ ! সেই সাথে বাংলাতে আরও কিছু যেন যুক্ত ছিল । সেটা মনে নেই । তো মুভি দেখতে গিয়ে দেখলাম যেটার নাম বুলেটপ্রুট আসলে সেটা আসলে দ্য ম্যাট্রিক্স মুভি । কদিন আগে ফেসবুকে একটা মুভি পোস্টার দেখলাম কোন একটা সিনেমা হলের । মাকশড়া মানব ! বাড়ি থেকে অনেক দুরে । এই থেকে মনে হল যদি এমন করে সব মুভির নাম বাংলাতে হত তাহলে কেমন হত !
এখন তো অনেক ইংরেজি মুভিই বাংলাদেশে আসে । ধরুন এমন হঠাৎ করে নিয়ম হল সব সিনেমার নাম বাংলাতে হওয়া থাকবে ! তখন? এমনই কয়েকটা মুভি পোস্টার দেখা যাক । খুবই পরিচিত মুভি ।



















১০


আরও কয়েকটা মাথায় আসে , পড়ে অন্য কোন দিন সেগুলো পোস্ট দেওয়া যাবে ...
ইহা নিতান্তই একটা ফান পোস্ট । ছবি গুলো নেট থেকে সংগ্রহ করে ক্যানভা দিয়ে নাম বসানো কেবল ।

হ্যাপি ব্লগিং ....

মন্তব্য ৪৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৩

জুল ভার্ন বলেছেন: বাংলা সিনেমার নাম বাংলাতেই হওয়া উচিৎ। আবার অন্যান্য ভাষার মুভি স্ব স্ব ভাষায় হওয়াই বাঞ্চনীয়। তবে অন্য ভাষায় সাব টাইটেল থাকতে পারে।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৪

অপু তানভীর বলেছেন: এখন মুভি যে ভাষারই হোক, যেগুলো বিশ্বব্যাপি প্রচারিত হয় বেশির ভাগই ইংরেজি নাম হয় । নাম একটা আসলে হলেই হল । নাম নিয়ে আমি খুব একটা চিন্তা করি নি কোন দিন । মুভির কাহিনী আর মেকিং ভাল হওয়াটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ।

২| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ৯:৫৬

মেহেদি_হাসান. বলেছেন: দ্য ম্যাট্রিক্স মুভির চতুর্থ পার্ট শীঘ্রই আসবে এবং জন উইকের রেকর্ডও হয়তো ভেঙে দিবে।

সব কয়টা মুভিই দেখা
মার্ভেলের প্রিয় মুভিগুলোর বাংলা নাম দেখে খুব মজা পেলাম।

অপু ভাই সাংচি মুভিটা কেমন লাগছে?

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৮

অপু তানভীর বলেছেন: দ্য ম্যাট্রিক্স ফোরের জন্য আমি অনেক দিন ধরেই অপেক্ষা করছি যদিও তৃতীয় পার্টটা আমার কাছে কেন জানি অতোখানি যুতসই লাগে নি । ম্যাট্রিক্স সিরিজের দ্বিতীয় মুভিটা আমার সব থেকে বেশি পছন্দ ।

মারভেলের এন্ড গেমের পর কেন জানি একটা মুভি দেখেও মন ভরছে না । কালা বিধবা দেখলাম, স্যাং চি দেখলাম, ইটার্নাল দেখালম । তবে সাংচিটা মোটামুটি ভাল লেগেছে অন্য গুলোর থেকে ।

৩| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:২০

কল্পদ্রুম বলেছেন: মজার পোস্ট। ইংরেজি নামের ভিতরে একটা ভাব আছে, বাংলায় সেটা থাকে না। B-) এখন মাথায় আসলো,
Catch me if you can পারলে ধর
A walk to remember মনে রাখার জন্য হাঁটা
A walk among the tombstones কবরস্থানে হাঁটা
The hills have eyes পাহাড়ে চোখ
For a few dollars more আরো কয়টা টাকার জন্য

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৪

অপু তানভীর বলেছেন: আরে পারলে ধর টা দেওয়া দরকার ছিল । এইটা ভুলে গেছিলাম । পরের বার নাম গুলো সব যোগ করে দেব !

এটা তো সত্য কথাই । যে মুভি বানানো তেমন নামই মানাবে । আর বাংলা দিলে তেমন ভাবে দিতে হবে । যেমন পাশের দেশ ইন্ডিয়াতে অনেক মুভিই হিন্দিতে ডাব হয় এবং নাম গুলোও হিন্দির মতই হয় । যেমন ইংরেজিতে এভ্যাটার মুভি হিন্দিতে ছিল অবতার । শুনতে খুব একটা খারাপ লাগে নি কিন্তু !

৪| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪২

মিরোরডডল বলেছেন:




ইংরেজি মুভির বাংলা নাম খুবই ফানি হয়েছে ।
তানভী এবার দুটো বাংলা মুভির ইংরেজি নাম করবে প্লীজ :)

১. চলরে সখী উইড়া যাই

২. ঢিল মারি তোর টিনের চালে

:)

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৯

অপু তানভীর বলেছেন: একবার ভাবেন দেখি সিনেমা হলে গিয়েছেন স্পাইডারম্যান মুভি দেখতে আর সেখানে বড় বড় করে লেখা মাকড়শা মানব । বাড়িত যাওয়ার পথা নাই, তাহলে কেমন মনে হবে !! ;)

আমি ইংরেজিতে খুব ভাল । প্রথমটা হবে লেট'স ফ্রেন্ড, ফ্লাই এওয়ে । দুই নম্বরটা হবে, আই থ্রো স্টোন টু ইয়োর টিন'স রুফ :D

৫| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৪৬

জটিল ভাই বলেছেন:
টপিক মজার। তবে অযথা কষ্ট না করিয়া-
খোঁদ দ্যা সার্চ
নেত্রী দ্যা লিডার
লাভ মি অর কিল মি ভালবাসা দিবি কিনা বল
এসকল ছবির পোস্টারগুলি দেখলেই পারতেন। :P

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: আরে এগুলোর বাংলা ইংরেজি সব এক সাথে দেওয়া । তাই আলাদা ভাবে লেখার কোন দরকার পড়ে নাই । জলিল ভাই এই সব ভেরি ভেরি স্মার্ট !
আরেকটা আছে না, নিঃস্বার্থ ভালোবাসা, হুয়াটিজ লাভ !

৬| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৩

মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা =p~

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০১

অপু তানভীর বলেছেন: হিহিহিহি :D

৭| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এর আগে এমন একটা পোস্ট কোথায় যেনো পড়ে ছিলাম, সেটি আরো মজার ছিলো।

২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:০৪

অপু তানভীর বলেছেন: এই রকম আমারও দুইটা পোস্ট ছিল । অনেক আগে দিয়েছিলাম । পোস্ট গুলোর খুজে পেলাম না নয়তো লিংক যোগ করে দিতাম ।
আরও একজনের একটা পোস্ট ছিল । সেগুলোর ফটোসপ আরও ভাল ছিল ।

৮| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৭

কলাবাগান১ বলেছেন: ১. চলরে সখী উইড়া যাই ইংরেজী হবে Elope

২. ঢিল মারি তোর টিনের চালে ইংরেজী হবে Booty Call

২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৭

অপু তানভীর বলেছেন: কিন্তু Booty Call মানে তো অন্য কিছু বুঝায় । :||

নাকি 'ঢিল মারি তোর টিনের চালে' লাইন দিয়ে ওটাই বোঝায়? হায় হায় ! আমি তো এটা জানতাম না !

৯| ২৮ শে নভেম্বর, ২০২১ ভোর ৪:৫৫

নেওয়াজ আলি বলেছেন: মজা পেলাম

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩২

অপু তানভীর বলেছেন: মজা পাওয়া নিয়েই কথা !

১০| ২৮ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:০৫

ইসিয়াক বলেছেন: মজা পাইসি!

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩২

অপু তানভীর বলেছেন: মজা দেওয়ার জন্যই পোস্ট

১১| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৭:৩৮

সোহানী বলেছেন: হাহাহাহা....... নামগুলো সুপারহিট!!

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৩

অপু তানভীর বলেছেন: এই গুলোর ভেতরে কোন নাম সব থেকে বেশি পছন্দ হইছে কন দেখি ?

১২| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ৯:৫২

নীল আকাশ বলেছেন: নীচে অরিজিনাল নামগুলি দিয়ে দিতেন!

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৪

অপু তানভীর বলেছেন: একবার যদিও ভাবছিলাম নাম গুলো দিয়ে দিব কিন্তু মুভি গুলো এতো বিখ্যাত যে আলাদা করে চিনতে আশা করি কারো অসুবিধা হবে না !

১৩| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:০৮

কঙ্কাবতী রাজকন্যা বলেছেন: পোস্টের থেকেও মজাদার মিররমনি আর কলাবাগান ভাইয়াকে দেওয়া তোমার কমেন্টস।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৫

অপু তানভীর বলেছেন: হিহিহি !
তবে কালাবাগান১ এর কমেন্ট থেকে জানতে পারলাম যে টিনে ঢিল মারা মানে কী বোঝায় ! আমি আসলেই আসলে এইটার মানে জানতাম না !

১৪| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: কালা বিধবা দারুন হয়েছে খুব হাসি পেলো। কড়া বিনোদন।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৬

অপু তানভীর বলেছেন: কালা বিধবা অথচ সে মোটেই কালা না ! এই ডা কিছু হইলো !

১৫| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: মজা পেলাম!

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৩৮

অপু তানভীর বলেছেন: মজা পেয়েছেন ইহাই বড় কথা

১৬| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১০

জুল ভার্ন বলেছেন: কয়েক দিন আগে ‘ইরেজারহেড’নামের একটা মুভি দেখেছি- অসাধারণ সুন্দর মুভি। ১৯৭৭ সনে মুক্তি পাওয়া মুভি। সময় সুযোগ পেলে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে।

২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:৪০

অপু তানভীর বলেছেন: ইরেজারহেড ! ওকে নাম টা লিস্টে রাখলাম । দেখে ফেলবো আশা করি ।
ধন্যবাদ ! মুভি নিয়েও লিখতে পারেন ব্লগে । ধরুন অবসরে সময় যে যে মুভি গুলো দেখলেন সেগুলো নিয়ে টুকটাক লিখে ফেললেন । তাহলে যারা মুভি দেখতে পছন্দ করে তারা একটা ধারণা পেল কোন মুভি দেখবে !

১৭| ২৮ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:১৩

মেহেদি_হাসান. বলেছেন: ঠিক বলেছেন এন্ড গেমের পরে মার্ভেলের কোন মুভি দেখে মজা পাইনি কালা বিধবা বেশি হতাশ করেছে সংচি ও খুব বেশি মজা পাইনি। তিন চারদিন আগে ভেনম দেখলাম ওটাও ভালো লাগেনি। তবে মার্ভেলের 'লকি' সিরিজটা দেখে দারুণ মজা পেয়েছি লকির কাহিনি, মেকিং, একটিং অসাধারণ ছিল।

২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪১

অপু তানভীর বলেছেন: মুভি গুলো আসলেই আর আগের মত আর মন যোগাতে পারছে না । হয়তো সামনে পারবে !
আর হ্যা লোকি সিরিজটা এর ভেতরে দেখা সব থেকে চমৎকার মার্ভেল সিরিজ ! ২২ সালে আরও বেশ কিছু মুভি আসবে । দেখা যাক কেমন হয় !

১৮| ২৮ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৫৪

স্প্যানকড বলেছেন: কিন্তু ভাই বাংলা ছবির নামে একটা ইয়ে ভাব আছে মানে কিছু একটা আছে। যেমন, বুকের ভেতর আগুন, পালাবি কোথায়, বাবা কেন চাকর? এক স্বামী দুই বধু! শান্ত কেন মাস্তান ? আরও কতো কি ... তবে কালা বিধবা, মরার টাইম নাই আমার প্রিয় মুভি। ভালো থাকবেন।

২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

অপু তানভীর বলেছেন: বাংলা সিনেমার নামের বাহারের তো কোন শেষ নেই । এটা নিয়ে অনেক আগে একটা পোস্ট দিয়েছিলাম ।ল

মরার টাইম নাই মুভিটা আমারও পছন্দ হইছে বেশ । যদিও জেমস বন্ডের প্রায় সব মুভিই আমার পছন্দ ।

ভাল থাকুন আপনিও ।

১৯| ২৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৪৩

লিংকন১১৫ বলেছেন: চাঁদনী রাতে বদনা হাতে
শিমা কেন রিকসা চালক
অন্ধকার আমাকে খায়
চল ভেগে যাই

আরও কত কি মনে আসছে না

২৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫০

অপু তানভীর বলেছেন: এই নামেও মুভি আছে নাকি !!

২০| ০২ রা ডিসেম্বর, ২০২১ বিকাল ৫:২৩

মিরোরডডল বলেছেন:



তানভীরটা ছিলো ওয়ার্ড টু ওয়ার্ড ট্র্যান্সলেশন ।
কলাবাগান যে দুটো বলেছে, ওটাই হচ্ছে একচুয়াল মিনিং ।

তানভী আরও ফান পোষ্ট দিবে, ব্লগটা কেমন যেন গ্লুমি হয়ে যাচ্ছে ।

০২ রা ডিসেম্বর, ২০২১ রাত ১০:৩০

অপু তানভীর বলেছেন: ঢিল মারি তোর টিনের চালের মানে যে বুতি কল আমি সত্যিই জানতাম না । কলাবাগানের মন্তব্য থেকে জানতে পারলাম ।
কত ইনোসেন্ট আমি ! ;)

ব্লগ অনেক আগেই গ্লুমি হয়ে গেছে !

২১| ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০২

রোবোট বলেছেন: ২ নাম্বারটা কি মুভি?

১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৩

অপু তানভীর বলেছেন: দুই নম্বরটা ফ্রি গাই । চমৎকার মজার মুভি । দেখতে পারেন । Free Guy

২২| ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১১

রোবোট বলেছেন: সাউন্ড অফ মিউজিক - সংগীতের আওয়াজ
গন গার্ল - যাওয়া মেয়ে
জস- চোয়ালেরা
বিগ ড্যাডি- বড় আব্বা
দি টুমরো ওয়ার- আগামিকালের যুদ্ধ
বস বেবী- কর্তা বাচ্চা

১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৪

অপু তানভীর বলেছেন: পরের বার এই পোস্টে এই নাম গুলো যোগ করে দিবো ।

২৩| ১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০০

রানার ব্লগ বলেছেন: সিড়ির তলে বিড়ির দোকান

এই মুভির ইংলিশ নাম কি হতে পারে ???!!!

১২ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৫

অপু তানভীর বলেছেন: এই নামে কি আসলেই কোন মুভি আছে ? :||

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.